চলে যাবার আগে চলুন একবার দেখা করে আসি প্রিয় স্কুল ও প্রিয় বান্ধবীটিকে একবার 😊

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @subhashmodak917
    @subhashmodak917 ปีที่แล้ว +28

    আপনার বান্ধবীর গানের গলা শুনে একটা কথা বিশেষ করে বলতে হচ্ছে -- কতো প্রতিভাই যে নিঃশব্দে সুপ্ত থেকে যায়.....

  • @sumandutta1339
    @sumandutta1339 2 ปีที่แล้ว +20

    আপনার বান্ধবীর গানের গলা খুবই সুন্দর! এমন অনেক প্রতিভা বিকশিত হতে পারেনা,বিভিন্ন প্রতিকূলতার কারণে , সত্যি ভাবলে খারাপই লাগে ।

  • @Ichchedanaarpita90
    @Ichchedanaarpita90 2 ปีที่แล้ว +6

    আপনার Vlog এতো সুন্দর আর এতো simple যে সবাই আপনার fan হয়ে যাবে। আপনি যেভাবে আপনার সন্তান দের বিদেশে থেকেও আমাদের দেশের মুল‍্যবোধ ওদের মধ‍্যে তৈরী করছেন সেটা সত‍্যিই আমার ভীষণ ভালো লাগে। আপনার Vlog এ কোনো আর্থিক আড়ম্বর নেই, নেই কোনো অর্থনৈতিক বৈভব প্রকাশ, যা আমাদের Kolkatae থাকা অন‍্যান‍্য daily Lifestyle vlogger দের মধ‍্যে দেখা যায়। বিশ্বাস করুন তাদের Vlog এর মধ‍্যে শুধু বৈভবের প্রকাশ ঘটে আর আপনার Vlog এ পাওয়া যায় সরলতা এবং আত্মীকতা। ভীষন ভালো লাগে আপনার Vlog দেখতে।

  • @tapanray1921
    @tapanray1921 2 ปีที่แล้ว +6

    এক অনবদ্য পরিবেশ স্কুল দিদি মনি বান্ধবী ও তার গান।।একে বলে সুস্থ সংস্কৃতি ।।ঘরোয়া পরিবেশ গুলো ও খুব সুন্দর।।ভালো থাকুন সবাই।।

  • @palas6
    @palas6 2 ปีที่แล้ว +153

    আজকে ১০০শতাং পুরন করে দিলেন সত্যিই স্কুল জীবন কোন দিন ভোলার নয় আপনার প্রিয় বান্ধবীর গানের গলা খুব সুন্দর 👍👍👍👍👍

    • @subhendusarkar2748
      @subhendusarkar2748 2 ปีที่แล้ว +1

      Ek mot aapnar sange

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  2 ปีที่แล้ว +10

      Thank you 😊

    • @papiasengupta5515
      @papiasengupta5515 2 ปีที่แล้ว

      👍👍👍👍

    • @protikmandal8812
      @protikmandal8812 2 ปีที่แล้ว

      Sotti gaan er gola khub sundor... 🔥🖤🔥

    • @manasroy5213
      @manasroy5213 ปีที่แล้ว

      আহা অসাধারণ। আপনার স্কুল জীবনের ঘটনা সমৃদ্ধ স্মৃতি চারণ খুবই ভালো লাগলো। আপনার প্রিয় বান্ধবীর গানের গলাটি ও চমৎকার।

  • @somaadhikary47
    @somaadhikary47 2 ปีที่แล้ว +74

    মিষ্টি মধুর স্মৃতি স্কুল জীবনের সত্যি ভোলা যায়না। ভীষণ ভালো লাগলো।
    আহা বান্ধবীর গান শুনে মনটা ভরে গেল।
    খুব ভালো থাকবেন সবাই।

  • @md.mithubari1718
    @md.mithubari1718 ปีที่แล้ว +6

    অসাধারন- চোখের জল পড়ে যায
    সত্যিই স্কুল জীবন কোন দিন ভোলার নয়
    স্কুল জীবনের বন্ধুত্বের কোনো বিকল্প নেই। ❤❤❤

  • @jabaganguly3574
    @jabaganguly3574 ปีที่แล้ว +2

    আপনার স্কুল দেখে আমার ও স্কুলের কথা মনে পড়ে গেলো সত্যি মনটা ভরে গেলো। আর ছোটো বেলার বন্ধুর সাথে দেখা হওয়া এটাও ভীষণ ভালো লাগার ব্যপার। আপনার এতো সুন্দর ব্লগ টা দেখে মনটা কেমন আনন্দে ভরে উঠলো। খুব ভালো থেকো তোমরা।

  • @sushmitaroy1334
    @sushmitaroy1334 2 ปีที่แล้ว +14

    আজকে আপনার স্কুল পরিক্রমা আমার চোখ ভিজিয়ে দিল, এতো স্মৃতিতাড়িত হয়ে পড়লাম যে কি বলবো? বড়ো মধুর এই স্কুল জীবন।
    আর আপনার বান্ধবী আপনার মতোই রূপে লক্ষী, গুণে সরস্বতী। ওনার সাথে আমি মমতা শংকরের খুব মিল পেলাম, আর ওনার গানের গলাও অপূর্ব। তবে আপনাকে দেখতেও আজ অসাধারণ লাগছিলো। অপেক্ষায় রইলাম পরের ব্লগের জন্য।মেহা আর রামা বাবা অনেক অনেক আদর আর ভালবাসা।

  • @subratakghosh5330
    @subratakghosh5330 2 ปีที่แล้ว +3

    খুবই সুন্দর আপনার পরিবেশন। আপনার বন্ধুর গান টি খুবই ভালো। আপনার এতো natural presentation যে দেখতে ইচ্ছে করে বারে বারে। খুব মন স্পর্শ করে যেমন করে আপনি আপনার ছেলে মেয়ে কে আমাদের দেশের সাথে নিবিড়ভাবে পরিচয় করিয়ে দিচ্ছেন, যেটাতে আপনার প্রশংসা করার মতোই মানসিকতার পরিচয় মেলে। খুব ভালো। অভিনন্দন জানাই।

  • @abhijitroy1762
    @abhijitroy1762 2 ปีที่แล้ว +9

    দিদিভাই আজ আমার চোখে জল চলে এলো.. স্কুল জীবনের স্মৃতি গুলো ফিরিয়ে এনে দিলে... ধন্যবাদ দিদিভাই.. অনেক অনেক ভালো থাকবেন...

  • @mohiuddinahmad1792
    @mohiuddinahmad1792 ปีที่แล้ว

    খুব ভাল লাগলো স্কুল দেখে।বারটা বছর অনেকটা সময় জীবনের।দিদিমণিদের কাজ অনেক। তারাই থাকেন সব কাজ নিয়ে।ভাল লাগল ওনার গান।ঢাকা থেকে।

  • @shimasarkar4393
    @shimasarkar4393 2 ปีที่แล้ว +6

    তোমার বান্ধবীর গানটা শুনে মন ভরে গেল, উনাকে এখনো রেওয়াজ চালিয়ে যেতে বল ।

  • @sumitadas1904
    @sumitadas1904 2 ปีที่แล้ว +1

    খুব খুব ভালো লাগলো আপনার বন্ধুর গান। ভীষণ ভালো গান উনি।সত্যি এইসব প্রতিভা কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে কেউ জানতে ও পারে না।

  • @kunalmookerjee8701
    @kunalmookerjee8701 2 ปีที่แล้ว +6

    আপনার বান্ধবী র গলা অত্যন্ত ভালো। বড়ো সুন্দর কাটলো দিনটি আপনার। এই আনন্দের ভাগীদার আমিও হয়ে গেলাম। বড়ো নসট্যালজিক হয়ে পড়লাম নিজের স্কুল জীবন টা ভেবে। ভালো থাকবেন সবাই।

  • @suparnadebnath6254
    @suparnadebnath6254 2 ปีที่แล้ว +1

    তোমার কথা গুলো শূনে চোখে জল চলে এসেছে... আমার নিজের school এর কথা মনে পড়ে যাচ্ছে.... তোমার বন্ধুর গলাটা খুব মিস্টি

  • @tulidebnath9469
    @tulidebnath9469 2 ปีที่แล้ว +44

    তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আজ খুব খুব খুশি। অনেক দিন পরে ব্লগ দেখতে পাই কিন্তু আজ আমি ও খুব খুশি। এত দিনের স্কুল ও বান্ধবী কে দেখতে পাওয়া একটা অন্য অনুভূতি।

  • @sbmisra8029
    @sbmisra8029 2 ปีที่แล้ว

    চমৎকার, অনবদ্য, সুন্দর। বান্ধবীদিদির গলা ও গানটা খুব ভালো।

  • @tapasbanerjee6091
    @tapasbanerjee6091 2 ปีที่แล้ว +6

    আহাঃ, স্কুলে আবার এই ভাবে ঘুরে বেড়ানো কি যে আনন্দের ঘটনা 👌 সাথে আবার ভালোবাসা মাখানো দেশের বিভিন্ন ধরনের খাবার উপহার 🤗 সত্যিই দারুন সুন্দর একটা দিন।

    • @suparnadasnag7331
      @suparnadasnag7331 2 ปีที่แล้ว

      ETA dekhecho? th-cam.com/video/3m12Z1kEWy4/w-d-xo.html

  • @priyamganguly
    @priyamganguly ปีที่แล้ว

    Very very touching. Bhishon nostalgic school er part ta. Sohortoloir school, charidike sobuj-e ghera, dekhe mon jurie jay. Sotti-e nijer chotobela ke notun kore dekha.

  • @Shreyasv
    @Shreyasv 2 ปีที่แล้ว +84

    স্কুলের স্মৃতির কোনো বিকল্প হয় না।আমার জীবনে বহু বন্ধু হয়েছে,কিন্তু স্কুল জীবনের বন্ধুত্বের কোনো বিকল্প নেই।

  • @kallolsasmal5002
    @kallolsasmal5002 6 หลายเดือนก่อน +1

    এক রাধা এক মীরা...... গানটি খুব সুন্দর গেয়েছেন ❤❤

  • @lailysengupta9670
    @lailysengupta9670 2 ปีที่แล้ว +89

    ভীষন ভাবে nostalgic হয়ে পরলাম। স্কুল জীবনের তুলনা নেই।এখন মা বাবা কে হারিয়ে ফেলেছি কিন্তু ওদের কাছে গেলে বাপের বাড়ী র আমেজ ফিরে পাই। অনেক ভালবাসা রইল।❤️

  • @sreejadas8a132
    @sreejadas8a132 2 ปีที่แล้ว +1

    Gaan ta sune chokhe jol chole elo...khub sundor

  • @knowledge15134
    @knowledge15134 ปีที่แล้ว +5

    চোখে জল চলে এল মহুয়া দি; স্কুলের দিন গুলো মনে পড়ে গেল। আপনি যেমন ভালো, আলাপী, মেহা আর রামকৃষ্ণও খুব মিষ্টি। দিদির গানের গলা অসাধারণ 🥰🙏🎊♥️🌿👌

  • @chandrimagupta6769
    @chandrimagupta6769 2 ปีที่แล้ว

    তোমার যে কোন বর্নণাই ভীষণ মন ভরে যায়,স্কুল জীবন প্রত‍্যেকের জীবনের একটা অমূল্য সময়কাল,অপূর্ব গায় তোমার বান্ধবী

  • @rimpaghosh7333
    @rimpaghosh7333 2 ปีที่แล้ว +9

    আজকের ব্লগ অসাধারন বললেও কম বলা হবে।বান্ধবীর গান তো মনোমুগ্ধকর।যতবারই আপনার ব্লগ দেখি নতুন করে আপনার কন্ঠস্বরের প্রেমে পরে যাই। এভাবেই চলতে থাকুক💖💖💖

  • @sonalimisrabasu357
    @sonalimisrabasu357 ปีที่แล้ว

    কি অসাধারণ গান করেন আপনি। ভীশন ভালো লাগলো। এতো সুন্দর পিচ মেন্টেন করলেন, গানের শিক্ষা না থাকলে এমনভাবে গাওয়া যায় না। ❤

  • @shipradasgupta2622
    @shipradasgupta2622 2 ปีที่แล้ว +3

    কি অসাধারণ একটা হারিয়ে ফেলা সময় আজ তোমার ভিডিও তে পেলাম।বন্ধুর গান শুনে চোখে জল এলো!

  • @mousumibiswas2562
    @mousumibiswas2562 2 ปีที่แล้ว +1

    সত্যিই অসাধারণ গান করে আপনার বান্ধবী। শুনে মনটা ভরে গেলো। দারুন লেগেছে ব্লগটা

  • @ayojoneanamika
    @ayojoneanamika 2 ปีที่แล้ว +3

    আপনার সাথে আমরাও নিজেদের স্কুল জীবন ঘুরে এলাম,খুব ভালো লাগলো।আপনার বন্ধুর গানের গলাটি অপূর্ব

  • @chaitalisarkar1494
    @chaitalisarkar1494 2 ปีที่แล้ว

    সব মিলিয়ে এককথায় অসাধারণ! আহা, কি ভালো গান শুনলাম!

  • @rupalidatta6098
    @rupalidatta6098 2 ปีที่แล้ว +42

    আজ স্কুল জীবনের অনেক স্মৃতি মনে পড়ে গেল।অসাধারণ হয়েছে ব্লগ টা।বান্ধবীর গলার গান টা খুব সুন্দর।ভালো থেকো সবাই।❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @linamukherjee6693
    @linamukherjee6693 2 ปีที่แล้ว +2

    তোমার ভালো লাগায় নিজে ও মিশে গেলাম নিজের স্কুল জীবনের কথা মনে পড়ে গেল সত্যি ই অসাধারণ ভিডিও টা সবাই ভালো থাকো

  • @thedifferentpicture3013
    @thedifferentpicture3013 2 ปีที่แล้ว +18

    কাকিমা,,সত্যিই আপনার বান্ধবীর গানের গলা ভীষণ সুরেলা,,, সঙ্গে আজকের ব্লগটাও দারুন হয়েছে ❤️🔥

  • @sayanichakraborty7164
    @sayanichakraborty7164 2 ปีที่แล้ว

    Ki osadharon gaan gailen apnar bandhobi... ae video ta o khub valo laglo.. Janen amr vugol didimoni o ato sundor poraten amr atotai valobasa toiri hoye gechilo j ami poroborti kaal e oita niyei porasuno korechi...valo thakben

  • @aratighosh9273
    @aratighosh9273 2 ปีที่แล้ว +6

    Ki darun laglo school er স্মৃতি কখনো পুরনো হায়না তোমার বান্ধবী র গান শুনে মুগ্ধ হয়ে গেলাম। পুরো। Vlog ta dekhta khub bhalo laglo bhalo theko

  • @subhrabhattacharya3686
    @subhrabhattacharya3686 6 หลายเดือนก่อน

    Ki ashadharan gaan ta gailo satti khub surela gala amdr o bandhu pray 40 years er bandhutya amdr ekhono ache

  • @joydeepguin3896
    @joydeepguin3896 2 ปีที่แล้ว +8

    জীবনের সবচেয়ে ভালো দিনগুলো... ভোলা যায় না.... আপনাদের স্কুলটি খুব সুন্দর....

  • @nabanitadas5720
    @nabanitadas5720 2 ปีที่แล้ว

    Apnar bandhobi gan ta khub sundor korlo... aunty ta k thanks eto valo gan sunanor jonno ...

  • @33muntehakhatun28
    @33muntehakhatun28 2 ปีที่แล้ว +4

    স্কুল জীবনের স্মৃতি গুলো খুব সুন্দর হয়। কত ভালো লাগা খারাপ লাগা ভালো-মন্দ সবকিছু থাকে এক স্কুল জীবনে লুকিয়ে♥️

  • @priyaguhathakurta3414
    @priyaguhathakurta3414 2 ปีที่แล้ว

    Khub oshadharon gaan geyeche aapnar bondhu ..... Bhishon misti aawaz ....

  • @modhumitaghosh3945
    @modhumitaghosh3945 2 ปีที่แล้ว +20

    মহুয়া দি তোমার স্কুলের বাইরের প্রাকৃতিক পরিবেশ টা সত্যিই মন ছুঁয়ে গেলো, খুব সুন্দর।

  • @jayitabiswas896
    @jayitabiswas896 2 ปีที่แล้ว

    খুব খুব ভালো লাগলো। স্কুল টা কত বড় !আর বন্ধু কে দেখতে যেমন মিষ্টি তেমনি মিষ্টি গান

  • @chandrimadewanjee2117
    @chandrimadewanjee2117 2 ปีที่แล้ว +8

    মনটা ভীষণ ভালো হয়ে গেলো, নিজের স্কুলে র কথা মনে পড়ে যাচ্ছিলো,
    কেবল মনে হচ্ছে যদি ওই দিনগুলো আবার ফিরে পাওয়া যেতো।
    ভালো স্মৃতি মনে করানোর জন্য অনেক ধন্যবাদ।
    ভালোবাসা জানাই ❤❤এই উদ্যোগ কে।

  • @Mampi617
    @Mampi617 2 ปีที่แล้ว

    স্কুল জীবনের সময় স্মৃতি কিছু ই ভোলার নেই। পুরোনো বন্ধু সবকিছু মনে পড়ে যাচ্ছে। তোমার ভিডিও দেখে। আমার ও অনেক দিন দেখা হয় না। আমি ও মুম্বাই তে থাকি। দিদি তোমার বন্ধু খুব খুব সুন্দর গান গাইলো। অসাধারণ

  • @satyabhamapal9641
    @satyabhamapal9641 2 ปีที่แล้ว +36

    সত্যি দিদি তোমাকে যতই দেখি আরও বেশি বেশি করে ভালো লাগে ❤️

  • @ambar8796
    @ambar8796 2 ปีที่แล้ว +1

    একদম ঠিক বলেছেন দিদি মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় মনে হয় শৈশব বালা আর স্কুল জীবনটাই । স্কুল পাস করেছি ১২ বছর হয়ে গেছে কিন্তু এখনো যখন স্কুলে গিয়ে দাঁড়াই তখন মনে হয় যেন এই তো সেদিনকেই আমরা ওইখানে ক্লাস করতাম প্রার্থনা গান করতাম এখন গিয়ে দাঁড়ালে মনে হয় যেন সময়টা একই আছে শুধু মুখগুলো বদলে গেছে খুব ভালো লাগলো আপনার ব্লগটা আর একটা কথা স্কুল জীবনের যে বন্ধু থাকে তার সাথে যেমন আত্মার টান থাকে আর কোন সময়ের বন্ধুর সাথে থাকে না জীবনে অনেক বন্ধু আসে কলেজ সময়ে চাকরির সময় কিন্তু স্কুল জীবনের বন্ধুদের ব্যাপারে আলাদা তাদের মধ্যে আর বন্ধুত্বের থেকেও যেন মনে হয় যেন নিজের আত্মীয়। আমারও এমন বন্ধু আছে যার সাথে টানটাই আলাদা হয়।

  • @souravdey3019
    @souravdey3019 2 ปีที่แล้ว +9

    Your friends singing skill is too much good ..❤️🔥

  • @sumitamukherjee2959
    @sumitamukherjee2959 6 หลายเดือนก่อน +1

    খুবই ভালো লাগলো। কারণ আমিও মিশন স্কুল থেকেই পাশ করেছি।তবে আমি তোমার থেকে অনেক senior। স্কুলটা সেই তেমনই আছে।সব পুরনো স্মৃতি মনে পড়ছে।

  • @manashray2248
    @manashray2248 2 ปีที่แล้ว +3

    I am in. USA and came here on 1985. Tomar vlog dekhe Shothyi mugdho. I am a subscriber and enjoyed each video. Amar meyera akhon boro and bibahitho. Amar purono doner smriti bheshe utchhey. You are simple and so authentic. God bless you and all me love and blessings to Meha and RamKrishna. Keep up the wonderful work - you are bringing joy to so many people.

  • @moulichakraborty4691
    @moulichakraborty4691 2 ปีที่แล้ว

    Ami o Aj 10 yrs er opor holo kaj er jonno desh er baire thaki.. Aj Ei video dekhe Amar school jibon er kotha mon e pore gelo.. apna thek e chokh ta vije gelo❤️ thank you didi.. school jibon Satti Ki valo chilo

  • @piyalimukherjee849
    @piyalimukherjee849 2 ปีที่แล้ว +6

    খুব ভালো লাগলো আজকের ব্লগটি, যদিও সব ব্লগগুলোই ভালো লাগে তবু আজকের দিনের ব্লগ কিছু বিশেষ ছিল, অনেক শুভেচ্ছা রইলো, ভালো থাকবেন সকলে।

  • @sudiptadas5987
    @sudiptadas5987 2 ปีที่แล้ว

    ভীষণ আবেগপ্রবণ একটা পোস্ট......খুব ভালো লাগলো.... ছোটবেলার স্কুলজীবনের কথা মনে পড়লেই মনে হয় একবার যদি সুযোগ পেতাম ঐ দিনগুলোতে আবার ফিরে যাওয়ার......

  • @jpfamily8850
    @jpfamily8850 2 ปีที่แล้ว +4

    দিদির গলার গান টা অসাধারণ 🥰সুন্দর

  • @BipulRanaVlogs
    @BipulRanaVlogs 2 ปีที่แล้ว

    আমারও বাড়ি মেদিনীপুরে। আপনার ভিডিওগুলি দেখে খুব ভালো লাগলো।😊

  • @nandanroy1598
    @nandanroy1598 2 ปีที่แล้ว +3

    Everyone loves you didi so 🍀. Your friend sang so melodiously. Sweet memories of childhood never forgettable

  • @subhajitguha3283
    @subhajitguha3283 2 ปีที่แล้ว +1

    Asadharan gaan gaylen uni. Mon bhore gelo.

  • @indrajitmohanta4844
    @indrajitmohanta4844 2 ปีที่แล้ว +5

    আজকের ব্লগটি এখন ও অবধি আমার কাছে সব থেকে প্রিয় হয়ে থাকবে দিদি 😍 আমি বর্ধমান এ থাকি আপনার সঙ্গে দেখা করা আর হবে না মনে হয় 🙂 অনেক অনেক ভালোবাসা ❤

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 2 ปีที่แล้ว +2

    পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়......রায়না,কোন দিন 'ই ভোলা যায় না। এবড়ো মধুর স্মৃতি। ধন্যবাদ জানাই সবাইকে।

  • @snehadey2926
    @snehadey2926 2 ปีที่แล้ว +38

    I can't control my tears watching this vlogs ❤️ ভাষাহীন অনুভূতি

  • @susmitaroy640
    @susmitaroy640 2 ปีที่แล้ว

    Khubbb sundor laglo aj..... amr to chokhe jol chole elo... sottyy kii misti Anuvuti , sukher anuvuti .... apnar bondhur ganer gola ta variii mistiii .... 🥰🥰

  • @oindrilaghosh7662
    @oindrilaghosh7662 2 ปีที่แล้ว +3

    Khub valo laglo school ta k apnar video theke abar kore dekhlam ❤❤

  • @sikhabhowmick7107
    @sikhabhowmick7107 2 ปีที่แล้ว

    খুব ভালো লাগলো। তোমার কথা শুনতে অসাধারণ লাগে। তোমার কথার জন্য সাধারণ জিনিস অসাধারণ লাগে। ভালো থেকো। আমি বারাসাতে থাকি।

  • @shikhachakravarthy2151
    @shikhachakravarthy2151 2 ปีที่แล้ว +14

    Mahua❤❤❤❤, u took us down the memory lane,😇😇,the best days of anybody's school life-"school days".💃🕺.hats off to MEHA for that beautiful intro in bangla👌👏👏,,credits to u and manik ..and a big round of applause to ur friend for that beautiful rendition 👏👏loads of love ❤️ ❣️ ❤️ ❣️ ❤️ ❣️ to ur family ..

  • @milighosh9489
    @milighosh9489 2 ปีที่แล้ว +1

    Bhalobasay bhora tomar ei safar-er saKSHi hoye thakte besh bhalo lagchhe. Tomar bandhobir gaaner gola or motonE sundor!

  • @shinesusmita108
    @shinesusmita108 2 ปีที่แล้ว +6

    কাল আমার M.A exm শেষ হয়ে গেলো কাল থেকেই মন টা এত খারাপ ছিল কলেজ জীবন এর ৫ টা বছর কেটে গেলো। সত্যি বন্ধু গুলো আর সুন্দর মুহুর্ত গুলো কোনোদিন ভুলতে পারবোনা😔 আপনার এই vlog টা দেখে চোখের জল আটকাতে পারলামনা 🥰🥰🥰

    • @suparnadasnag7331
      @suparnadasnag7331 2 ปีที่แล้ว

      ETA dekhecho? th-cam.com/video/3m12Z1kEWy4/w-d-xo.html

  • @pialyghosh3945
    @pialyghosh3945 2 ปีที่แล้ว +2

    ভালো লাগলো বহু বছর পর আমাদের স্কুল, সুজাতা দিদিমণি ও অন্য দিদিমণি ও বন্ধুদেরকে দেখে। আমি একই ব্যাচের হস্টেলে থাকতাম। মনে পড়ে গেলো খেলা স্পোর্টস ডে এর জন্য পিরামিড প্র্যাক্টিস, ক্লাস এইটে রিলে রেস। খুব ভালো লাগলো ভিডিও টা ও অন্য ভিডিও গুলোও খুবই সুন্দর।

  • @manalislove8677
    @manalislove8677 2 ปีที่แล้ว +3

    Mehar introduction ta khub valo laglo 😘..America te thekeo apni apner family k puro bagali ana dekhe satti khub khub valo lagche.. please apni aktu besi kore vedio deben...puro stress buster apner blogs gulo..ki j valo lage apnake 😘❤️❤️❤️❤️❤️❤️..

  • @sanjoydey3593
    @sanjoydey3593 2 ปีที่แล้ว

    School ta khub shundor. Eto jaega. Erokomi hoa uchit. Khub bhalo laglo

  • @horibol6982
    @horibol6982 2 ปีที่แล้ว +4

    বা দিদি যাওয়ার সময় ও হয়ে গেল দেশ ছেড়ে,, কিন্তু আপনার পুরনো স্মৃতি গুলো দেখে খুব ভালো লাগলো, আপনার স্কুল বান্ধবী এসবই ভালো লাগলো,, কিন্তু চলে যাওয়াটা খুব ই কষ্ট লাগছে, বিডি টা ভালো লাগলো ,, 🙏🌹🙏

  • @letusfly01234
    @letusfly01234 2 ปีที่แล้ว

    এমনি তেই আপনার ব্লগ খুব সুন্দর হয় তবে আজকে একটু বেশি ই ভালো লাগলো, আপনার স্কুলের পরিবেশ এবং অসাধারণ একটা সঙ্গীত উপস্থাপনা ...সত্যি অসাধারণ

  • @debjanisarkar2631
    @debjanisarkar2631 2 ปีที่แล้ว +4

    সত‍্যি স্কুল কলেজর বন্ধুর কোনো বিকল্প হয় না।সম্পর্কটা এক রকম থেকে যায় আজীবন।

  • @baisakhidutta6950
    @baisakhidutta6950 2 ปีที่แล้ว

    Eto vlo laglo bole bojhate parbo na.. tomr bondhur gaan er gola khub sundor .. ...tomader jonno onek valobasa roilo...❤❤❤❤❤

  • @tiya8544
    @tiya8544 2 ปีที่แล้ว +4

    তোমার তুলনা হয় না। ভালো থাকো, সুস্থ থাকো 🌹❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  2 ปีที่แล้ว +1

      Thank you 😊

    • @tiya8544
      @tiya8544 2 ปีที่แล้ว

      ভাষা নেই বলার মতো। ধন্যবাদ রিপ্লাই দেওয়ার জন্য 😊❤@@probaseghorkonna2712

  • @manikachakraborty5787
    @manikachakraborty5787 2 ปีที่แล้ว

    Ajker blog ti amar khub bhalo laglo school jiboner katha mone pore gelo r tomar bondhuo je gan ti gailo mon chuye galo ❣️💞

  • @sudeshnalaha5841
    @sudeshnalaha5841 2 ปีที่แล้ว +6

    স্কুল জীবনটা জীবনের সবথেকে সেরা মুহূর্ত ❤❤

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  2 ปีที่แล้ว +1

      Thank you 😊

    • @sudeshnalaha5841
      @sudeshnalaha5841 2 ปีที่แล้ว

      @@probaseghorkonna2712 অসংখ্য ধন‍্যবাদ 🙏❤🙏

  • @anindyadas1949
    @anindyadas1949 2 ปีที่แล้ว

    Satti khub valo laglo sabkichuta
    Ar oi divaier ganer galatao osadharan thank you

  • @tuhinapramanik4150
    @tuhinapramanik4150 2 ปีที่แล้ว +18

    দিদি আমার মেয়ে আপনার স্কুলে ক্লাস নাইন এ স্টুডেন্ট ।মেয়ে ঐ দিন আপনাকে দেখে খুব খুশি হয়েছে

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  2 ปีที่แล้ว +1

      ও তাই বাহ্..আমার ভালোবাসা জানাবেন ও কে 😊❤️

  • @jayantasarkar817
    @jayantasarkar817 2 ปีที่แล้ว

    Sotti khub sundor laglo
    Ar gan ta to puro mon chuya gelo 🤗🤗🤗

  • @prabirkumarsarkar762
    @prabirkumarsarkar762 2 ปีที่แล้ว +5

    ম্যাডাম আমি রজতের সহকর্মী ছিলাম, এখন অবসরে আছি। বাড়ী কাঁচড়াপাড়া। খুব ভাল লাগলো। দেখতে, দেখতে খুব নস্টালজিক হয়ে পড়ে ছিলাম! সময় পেলেই আপনার ব্লগে হানা দেই! নতুন ব্লগের অপেক্ষায় থাকলাম।💥🙏👍💥

    • @probaseghorkonna2712
      @probaseghorkonna2712  2 ปีที่แล้ว

      Thank you 😊আমার বড়দা হন উনি

  • @ngforu4443
    @ngforu4443 2 ปีที่แล้ว +2

    Asadharan gan sunlam

  • @ipinky2159
    @ipinky2159 2 ปีที่แล้ว +2

    মেহূরানীর চুলটা কাটার পর চুল টা বেঁধে খুবই মিষ্টি দেখতে লাগছে, বিদেশে গিয়েও চুল টা এমন করেই বেঁধো

  • @mylazyfamily7474
    @mylazyfamily7474 2 ปีที่แล้ว

    Ak ghor laglo vlog ta ....ki opurbo onuvuti chokhe jol chole elo anonde...khub khushi holam go dekhe vlog ta❤️❤️❤️❤️

  • @debjanisaha9234
    @debjanisaha9234 2 ปีที่แล้ว +7

    দিদি চোখে জল এসে গেছে জীবনের ভালো সময় কি ভাবে চলে গেছে স্কুল জীবন আপনার স্কুল টা খুব সুন্দর এত সবুজ আমার ও আপনার সাথে দেখা করতে ইচ্ছে করে আমি দমদম থাকি ❤❤🍫🍫⚘⚘

  • @rockbaban6453
    @rockbaban6453 2 ปีที่แล้ว +1

    আপনি খুব সাধারণ জিনিসকেও অসাধারণ ভাবে তুলে ধরতে পারেন

  • @bijen7415
    @bijen7415 2 ปีที่แล้ว +12

    মেহা ভাবছে গরু গুলোও স্কুলে যায় 🤣😂😁😅😚😚😆😁

  • @ashalatadey951
    @ashalatadey951 2 ปีที่แล้ว

    Didi darun laglo go. Nijer onek schl joboner sriti r kotha mone pore galo. Ak kothay vlog ta asadharon laglo.

  • @shyamalmaity9872
    @shyamalmaity9872 2 ปีที่แล้ว

    দারুণ অসাধারণ লাগলো মন টা ভরে গেলো আমার স্কুল লাইফ মনে পড়ে গেলো সত্যিই অসাধারণ খুব সুন্দর ভিডিও খুব খুব ভাল থাকবেন

  • @tushiadhikary1047
    @tushiadhikary1047 2 ปีที่แล้ว

    Sotti apnar bondhu khub valo gan gay osadharon gola 👍🏼👍🏼

  • @sudiptaghosh1346
    @sudiptaghosh1346 ปีที่แล้ว +1

    আজ তোমার ভিডিও দেখে আমার চোখে জল চলে এল। তুমি আবার সেই পুরোনো স্কুল লাইফের দিনগুলি ফিরিয়ে দিলে। আর তোমার বান্ধবীর গানেরগলা খুব সুন্দর।❤❤❤❤❤

  • @travelwithbengaliparibar1414
    @travelwithbengaliparibar1414 2 ปีที่แล้ว +1

    যেমন মিষ্টি তুমি তেমন মিষ্টি করেই কথা বলো, খুব ভালো লাগলো।

  • @mitalichatterjee3020
    @mitalichatterjee3020 ปีที่แล้ว

    Vishon valo laglo vlogta. Purono school.. didimoni. Choto belar bandhobi. Sab smriti egulo monke vishon nara dia jaye. Ae smriti hocche priceless
    R apner bandhobir gaan mugdho hoye sunlam.. vishon sundor gailen Uni.. amar anek anek shubhechya janaben onake😊❤👏🏻👏🏻

  • @magicreek123
    @magicreek123 2 ปีที่แล้ว +1

    Nostalgic..... sobkichu jeno aber notun kore fire pawa🥰🥰🥰🥰🥰

  • @kakalihalder1970
    @kakalihalder1970 2 ปีที่แล้ว

    Khubi sundor natural vlog. School er memory sotti khub mulloban. Apnar bandhobi mishti o tar gaan o mishti. 💐💐

  • @sudiptaadhikary1289
    @sudiptaadhikary1289 2 ปีที่แล้ว +2

    বন্ধু হারিয়ে গেলেও কোথাও না কোথাও বন্ধুত্ব টা থেকে যায়,,, বেচেঁ থাক এমন বন্ধুত্ব হারাজো ব্যস্ততার ভিড়ে

  • @sharbanidas8205
    @sharbanidas8205 ปีที่แล้ว

    দিদি,শাড়িতে আপনাকে ভীষণ ভালো লাগছে। আর আপনার বান্ধবী র গান শুনে মনটাওভালো হয়ে গেছে।

  • @tutunchanda7656
    @tutunchanda7656 ปีที่แล้ว

    Ato mon chuye jaoa vlogging r ato sundar uposthaona dekhe mugdho hoye gelam.....khub e bhao

  • @sampa4722
    @sampa4722 2 ปีที่แล้ว +1

    দিদি তোমার গলার আওয়াজে মনে হচ্ছে তুমি আজ কত খুশি। সত্যিই স্কুল আমাদের কাছে একটা দারুন মধুর স্মৃতি

  • @moumitaroychowdhury7279
    @moumitaroychowdhury7279 ปีที่แล้ว

    Bondhutto bachiye rakhte paratao khub sundor ekta jinis. ❤️