আপনার এক অন্য রূপ আজ দেখলাম। আপনার প্রতি শ্রদ্ধা দিন দিন বেড়েই চলেছে। আর এই উদ্যোগ টা খুব ভালো লাগলো। এভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে কুর্নিশ। 😊🙏🏻❤
আপনাকে যত দেখি তত মুগ্ধ হয়। আমাদের এখানে হয়তো কেউ ছোটো একটা চাকরি পেয়েই নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে, কিন্তু আপনি দূরদেশে থেকেও সবাইকে যে ভাবে নিজের করে নেন এবং মাতৃসুলভ আচরণ মানে প্রশংসা ছাড়া আর কিছু আসে না।
সত্যি দিদি আজকের এই দিনটা দেখার পর থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও অনেকটা বেড়ে গেল, অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এই মানসিকতা টাই তুমি বজায় রেখো, আমরা তো এখন বড্ড পরিবর্তনশীল, তাই তোমার মানসিকতার যেন কোন পরিবর্তন না হয় ভগবানের কাছে এই প্রার্থনা টুকুই করব। অনেক ভালো থেকো দিদি তোমরা সবাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য মেহা আর রামকৃষ্ণ মানসিকতা অনেক সমৃদ্ধ হবে।
সত্যিকারের দুর্গা মা আপনি কাকিমা❤️❤️..........সমানতালে সংসারের সবকিছু সামলিয়ে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো সত্যিই মা আপনি একজন❣️❣️.........ভালো থাকবেন কাকিমা আর মেহা রামকৃষ্ণের জন্য অনেক অনেক আদর😊❤️.......এইভাবেই এগিয়ে যান😊😊
আপনাকে অভিনন্দন। তার সঙ্গেই অভিনন্দন জানাই এইসব তরুণ উদ্যোগীদের যাঁরা শুধুমাত্র নিজেরা শিক্ষিত হয়েই সন্তুষ্ট নন, অন্য অনেক সবুজ প্রাণকে শিক্ষার আলোকে আলোকিত করার মহান ব্রত নিয়েছেন।
মহুয়াদি যে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা সেটা তিনি আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন।অভিনন্দন পাঁচ লাখ পরিবার আরো বড় হোক।এই পরিবারের সদস্য হতে পেরে খুব ভালো লাগে।অনেক ইউটিউবারের ভিডিও দেখি তবে সব থেকে পছন্দের হচ্ছেন আপনি।খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।আপনাদের মতন মানুষদের এই সমাজে দরকার। আর কুর্নিশ তাদের যারা আট নয় মাস ধরে এতগুলো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছে।
দারুন লাগলো।সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ।ছোটো ছোটো বাচ্চা দের নিয়ে এত সুন্দর একটা কাজ করে চলেছেন যারা তাদের প্রতি রইল অনেক শুভকামনা। আর গ্রামের পরিবেশ আপনার অসাধারণ উপস্থাপনা সবমিলিয়ে মন ভরে গেল।
আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল। এইভাবেই আপনার দেশের অভাবী কিন্তু প্রতিভাবান ছাত্র ছাত্রীদের কাছে টেনে নিয়ে তাদের পাশে থাকবেন। মেহা এবং রামকৃষ্ণ কে নিয়ে এসে খুব ভালো করেছেন। এই পরিবেশও ওদের দেখা উচিৎ । আর শ্রদ্ধা বনত শুভেচ্ছা জানাই কৌশিক, দেবারতী এবং বাকী একঝাঁক ঝকঝকে ইয়াং শিক্ষকদের। কে বলে এখনকার জেনারেশন আত্মকেন্দ্রিক? এরা তো পথপ্রদর্শক , এই বয়সে মানুষের সাথে মিশে তাদের উন্নতি সাধনে সময় ব্যয় করা মুখের কথা নয়। আজকের ব্লগটা মনের কোনে জায়গা করে নিল।আর পাঁচলক্ষ কেন আপনি আরো উন্নতি করবেন এটা নিশ্চিত । অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।,❤️❤️❤️
সত্যিই দিদি তোমার প্রতি দিনদিন সম্মান, শ্রদ্ধা , ভালোবাসা বেড়েই চলেছে । সারাজীবন তুমি এইরকম মাটির মানুষ হয়েই থেকো। আর অনেক অনেক শুভ কামনা তোমার পাঁচ লক্ষ সদস্যের জন্য ♥️🙏🥰
আপনার মতো সাকসেস ইউটিউবের সদস্য রা যদি এগিয়ে আসে এই সব মহৎ কাজের জন্য তাহলে এই পিছিয়ে পড়া মানুষ গুলো খুবই উপকার পায়। আপনার এই ভিডিওটি বেস্ট ছিল ।অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে
আমরা এই পরিবারের সদস্য হতে পারে অন্ত্যন্ত আনন্দিত.....সত্যিই; ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনো শেখানোর এই উদ্যোগের চেয়ে "বড়ো" জিনিস আর কিছু হতে পারে না। 💖 অসম্ভব সুন্দর লাগলো আজকের vlog টা। ✨ "প্রবাসে ঘরকন্না"- র জন্য অনেক অনেক শুভেচ্ছা।
তোমার প্রতিটা ব্লগ আমি দেখি আর নিজেকে সমৃদ্ধ করি।আজকের ব্লগ টা সত্যিই অসাধারণ।তোমার ব্লগের মাধ্যমে অনেক বেশি প্রচার হলো এই ভাবে অনেক স্টুডেন্ট এগিয়ে আসলে সমাজ অনেক উপকৃত হবে।
সত্যিই এক সুন্দর প্রচেষ্টা মহুয়া।খুব ভালো থেকো তোমরা। আর যে সমস্ত সিনিয়র ছাত্র ছাত্রী রা এই ছোটো ছোটো শিশুদের শিক্ষার দায়িত্ব নিয়েছে তাদের ও প্রচেষ্টাকে কুর্নিশ জানাই।👍👍❤️
শিক্ষার আলো যারা ছড়াচ্ছেন তাদেরকে কুর্নিশ। তার সাথে তোমাকে অনেক ধন্যবাদ এদের উদ্যোগ কে তুলে ধরা এবং তাদের পাশে থাকার জন্য। তাও এত অল্প দিনের জন্য দেশে ফিরে।তুমি সত্যিই মনে-প্রানে শিক্ষিত। 😊🥰
খুবই সহজ দৃষ্টিভঙ্গিকে মাধ্যম হিসেবে গ্রহণ করে উৎসুক জনের কাছে যে পৌঁছনো যায় তা আপনি করে দেখালেন। সম্প্রতি আপনার কয়েকটি ব্লগ দেখে ভালো লাগলো। সুস্থ থাকুন আরো সুন্দর ব্লগ তৈরি করুন, নিজের আনন্দের ভাগিদার বাড়িয়ে চলুন, ধন্যবাদ।
আপনার ভিডিওর দেখতে ভীষন ভালো লাগে দিদি। ধন্যবাদ অন্যদিন এর অপেক্ষায় একটু হলেও বেশি সময়ের ভিডিও দেওয়ার জন্য ❤️ ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤️ দিদি আপনাকে যতই দেখি ততই অবাক হই। সত্যি আপনি একজন আদর্শ influencer❤️
@@sunandamukherjee6565 Toma k anek anek subhecha tomar 5 lakh sodossor moddhe ami ekjon tomar ajker vlog ta dekhe bhison bhalo laglo ami ekjon Indian Railway r retired lady amar aashirbad roilo♥️
Khub valo laglo didi. Kono valo kaj suru korar sotti kono boyos hoina go. Seta tumi dekhiye dichho. Bideshe giye nijer porivar ke samlachho. Abr deshe ese eto valo kajo korcho.
আহা কি দারুন ভিডিও টি। ❤️❤️।। মন ভোরে গেলো। এইখানে যে শিক্ষা দেয়া হচ্ছে সত্যি খুব ভালো।। আপনার ভিডিও এর জন্য আরো অনেক অনেক বেশি ছড়িয়ে পড়বে।। আপনার পরিবার এর একজন সদস্য হয়ে খুবই ভালো লাগছে। আরো এগিয়ে যান। ভালো থাকবেন। অসংখ্য ভালোবাসা ❤️❤️🙏🏻
দিদি অভিনন্দন...... তোমাকে নিয়ে বলার মত কোন ভাষা নেই..... যাই বলি না কেন সেটাই অনেক কম বলা হবে...... তবে শুধু এইটুকুই বলব যে সবার পাশে এইভাবে সবসময় থেকো❤️❤️❤️❤️❤️❤️
এটা একটা অসাধারণ ব্লগ। এই যে আপনি সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের সমর্থনে এগিয়ে এসেছেন সেটা দেখে আমি মুগ্ধ। এতে আপনার একটা অন্য রূপ প্রকাশ পেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগের এখন পাঁচ লাখ ভিউয়ার পূর্ণ হলো
মহুয়া তুমি ও তোমার পরিবার এখন আমাদের ঘরের ই মানুষ হয়ে গেছো। প্রবাসে ঘরকন্নার সাফল্য যেন আমার ই সাফল্য বলে মনে হয়। ৫ লক্ষ সদস্য এ পৌঁছানোর জন্য আমার আন্তরিক অভিন্দন ও অন্তরের ভালোবাসা জানালাম আর সেই উপলক্ষ্যে যে অসামান্য পদক্ষেপ তুমি নিলে তার জন্য ভগবান তোমায় অনেক আশীর্বাদ করুন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পদক্ষেপে একটা গুরুত্বপর্ণ ভূমিকা আজ তুমি নিলে, তোমার জন্য শ্রদ্ধা, ভালোবাসা আরো বেড়ে গেলো আজ। এই ভাবেই এগিয়ে যাও মহুয়া, আরো অনেক ভালো কাজে সামিল হও। আমার ভালোবাসা নিও, মেহা ও রামা কে অনেক আদর।
'সাফল্যের চূড়ায় পৌঁছালেও মানুষের পা যেন মাটিতেই থাকে' এই উক্তি টির যথার্থ আপনি ... আপনি অসাধারণ ❤️
Anek anek shuvechha. Didi apni eto dur theke ese je udyog nilen sotyi asadharan nomoskar neben
আপনার এক অন্য রূপ আজ দেখলাম। আপনার প্রতি শ্রদ্ধা দিন দিন বেড়েই চলেছে। আর এই উদ্যোগ টা খুব ভালো লাগলো। এভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টাকে কুর্নিশ। 😊🙏🏻❤
th-cam.com/video/0_Otq2S-8Ow/w-d-xo.html
Akdom thik bolechen .. Darun Didi ..
Akdom thik bola6en 🙏🙏
Akdam thik bolechen
Congrats mohua
আপনাকে যত দেখি তত মুগ্ধ হয়। আমাদের এখানে হয়তো কেউ ছোটো একটা চাকরি পেয়েই নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে, কিন্তু আপনি দূরদেশে থেকেও সবাইকে যে ভাবে নিজের করে নেন এবং মাতৃসুলভ আচরণ মানে প্রশংসা ছাড়া আর কিছু আসে না।
সত্যি দিদি আজকের এই দিনটা দেখার পর থেকে তোমার প্রতি আমার শ্রদ্ধা আরও অনেকটা বেড়ে গেল, অনেক ভালো থেকো সুস্থ থেকো আর এই মানসিকতা টাই তুমি বজায় রেখো, আমরা তো এখন বড্ড পরিবর্তনশীল, তাই তোমার মানসিকতার যেন কোন পরিবর্তন না হয় ভগবানের কাছে এই প্রার্থনা টুকুই করব। অনেক ভালো থেকো দিদি তোমরা সবাই। তোমার এই সুন্দর মানসিকতার জন্য মেহা আর রামকৃষ্ণ মানসিকতা অনেক সমৃদ্ধ হবে।
Khub valo laglo aro agia jao amra tomar pase a6i
হক কথার মহুয়া দি বলেছিলো
আপনি মাটির মানুষ। সত্যিই আপনি মাটির মানুষ । কতো সহজেই মানুষের সাথে মিশে যান । আপনার এই প্রচেষ্টা কে শ্রদ্ধা জানাই ❤️💐
সত্যি আজকে আমরা সবাই তোমার একদম একটা অন্যরূপ দেখলাম খুব খুব ভালো লাগলো।
এতো Simplicity tomar didi hats off ato Simple ভাবেও থাকা যায় তোমরা বাইরে থাকো কিন্তু তোমাদের মধ্যে এই Simplicity টা খুব খুব ভালো লাগে
অপূর্ব দৃশ্য দেখলাম আজ। খুব ভালো লাগলো ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
সত্যিকারের দুর্গা মা আপনি কাকিমা❤️❤️..........সমানতালে সংসারের সবকিছু সামলিয়ে এইভাবে মানুষের পাশে দাঁড়ানো সত্যিই মা আপনি একজন❣️❣️.........ভালো থাকবেন কাকিমা আর মেহা রামকৃষ্ণের জন্য অনেক অনেক আদর😊❤️.......এইভাবেই এগিয়ে যান😊😊
Khub khub valo laglo, apni je oder jonoo eto ta vebechen etai khub anondo dilo.
এতো সুন্দর একটা ব্লগ উপহার দিলে খুব খুব ভালো লাগলো, শিক্ষার আলো ছড়াতে তোমার এই প্রয়াস কে ধন্যবাদ জানাই |
আপনাকে অভিনন্দন। তার সঙ্গেই অভিনন্দন জানাই এইসব তরুণ উদ্যোগীদের যাঁরা শুধুমাত্র নিজেরা শিক্ষিত হয়েই সন্তুষ্ট নন, অন্য অনেক সবুজ প্রাণকে শিক্ষার আলোকে আলোকিত করার মহান ব্রত নিয়েছেন।
এই সুন্দর মানবিক প্রচেষ্টার জন্য অনেক শুভকামনা রইলো ভালো থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন ।
Khub bhalo udyog.sikkha r prakrita rup aapni prokash korechen. Onek khela, songe pora. Obhibhuta holam. Sikkha r aalo chariee debar jonyo dhanyobad.
মহুয়াদি যে বাকিদের থেকে সম্পূর্ণ আলাদা সেটা তিনি আরো ভালোভাবে বুঝিয়ে দিলেন।অভিনন্দন পাঁচ লাখ পরিবার আরো বড় হোক।এই পরিবারের সদস্য হতে পেরে খুব ভালো লাগে।অনেক ইউটিউবারের ভিডিও দেখি তবে সব থেকে পছন্দের হচ্ছেন আপনি।খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন।আপনাদের মতন মানুষদের এই সমাজে দরকার। আর কুর্নিশ তাদের যারা আট নয় মাস ধরে এতগুলো বাচ্চার পড়াশোনার দায়িত্ব নিয়েছে।
Ki bolbo vasha khuje pachhi na daur....👍👍👍👏👏👏👏👏❤❤❤
দারুন লাগলো।সম্পূর্ণ অন্যরকম একটা পরিবেশ।ছোটো ছোটো বাচ্চা দের নিয়ে এত সুন্দর একটা কাজ করে চলেছেন যারা তাদের প্রতি রইল অনেক শুভকামনা। আর গ্রামের পরিবেশ আপনার অসাধারণ উপস্থাপনা সবমিলিয়ে মন ভরে গেল।
আছে তো অনেকের দেয় কজন ? নেহা আর রামকৃষ্ণ কে আমাদের আশির্বাদ। শুভেচ্ছা রৈল। কৌশিক তুমি ও তোমার সহযোদ্ধা রাও আশির্বাদ যোগ্য ।
আপনার প্রতি শ্রদ্ধা অনেক বেড়ে গেল। এইভাবেই আপনার দেশের অভাবী কিন্তু প্রতিভাবান ছাত্র ছাত্রীদের কাছে টেনে নিয়ে তাদের পাশে থাকবেন। মেহা এবং রামকৃষ্ণ কে নিয়ে এসে খুব ভালো করেছেন। এই পরিবেশও ওদের দেখা উচিৎ । আর শ্রদ্ধা বনত শুভেচ্ছা জানাই কৌশিক, দেবারতী এবং বাকী একঝাঁক ঝকঝকে ইয়াং শিক্ষকদের। কে বলে এখনকার জেনারেশন আত্মকেন্দ্রিক? এরা তো পথপ্রদর্শক , এই বয়সে মানুষের সাথে মিশে তাদের উন্নতি সাধনে সময় ব্যয় করা মুখের কথা নয়।
আজকের ব্লগটা মনের কোনে জায়গা করে নিল।আর পাঁচলক্ষ কেন আপনি আরো উন্নতি করবেন এটা নিশ্চিত । অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইলো।,❤️❤️❤️
একেবারে আমার মনের কথা বললেন
Anek dhonyobad tmak.
এরকম একটি পদক্ষেপ বা প্রয়াসকে কুর্নিশ আর আপনি যে এটাকে সবার সামনে তুলে ধরেছেন তার জন্য আপনার প্রতি সম্মান আর মর্যাদা বহুগুণে বেড়ে গেলো।🙏
Darun Kaj korecho...ae kajer kono tulona nae...tomader khub valo korben iswar.
Meha and Rama are so lucky so that they are getting this ambience at this little age,proud of You🙏🙂🥰
Darunnnnnnn laglo. Khub vlo kaj korechen
আমাদের দেশ ও সমাজের গরীব মানুষের প্রতি, যদি সবাই নজর দিত তাহলে সমাজ টা অন্য রকম হতো। ধন্যবাদ দিদি ভাই। আপনার জীবন মঙ্গলময় হোক।
Apnar ei kormo dekhe khub valo laglo. Apnar jodi ashubidha na hoi kichu taka ei bacchagulo k patha ora khub upokrito hobe. Ei uddyog ta khub valo
সত্যিই দিদি তোমার প্রতি দিনদিন সম্মান, শ্রদ্ধা , ভালোবাসা বেড়েই চলেছে । সারাজীবন তুমি এইরকম মাটির মানুষ হয়েই থেকো। আর অনেক অনেক শুভ কামনা তোমার পাঁচ লক্ষ সদস্যের জন্য ♥️🙏🥰
মহৎ কাজ ৷ আমি দুর থেকে ওদের (কচি কাচাদের) এবং আপনাদের শুভেচ্ছা জানাই৷
Darun laglo
Khub i bhalo kaaj. Erom udyog khub i bhalo. Best wishes.
আপনার মতো সাকসেস ইউটিউবের সদস্য রা যদি এগিয়ে আসে এই সব মহৎ কাজের জন্য তাহলে এই পিছিয়ে পড়া মানুষ গুলো খুবই উপকার পায়। আপনার এই ভিডিওটি বেস্ট ছিল ।অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্যে
অনেকের ই আত্মীয় স্বজন বিদেশে প্রতিষ্ঠিত, কজন ই বা আপনার ভাবে, শ্রদ্ধা অনেক বেড়ে গেল 🙏🏻🙏🏻🙏🏻
অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দিদি , আপনাদের মতো প্রবাসীদের জন্য আমাদের দেশের ঐতিহ্য বিদেশেও ছড়িয়ে পড়েছে । জয় হিন্দ
Khub khub vlo laglo monta vore galo.❤❤
আপনি যে এতো ভালো মানুষ , এটাই সবচেয়ে বেশি ভালো লাগে আপনার ব্লগে , এইজন্যই ব্লগ দেখি দিদি😊
Darun laglo didi
আমরা এই পরিবারের সদস্য হতে পারে অন্ত্যন্ত আনন্দিত.....সত্যিই; ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশুনো শেখানোর এই উদ্যোগের চেয়ে "বড়ো" জিনিস আর কিছু হতে পারে না। 💖 অসম্ভব সুন্দর লাগলো আজকের vlog টা। ✨ "প্রবাসে ঘরকন্না"- র জন্য অনেক অনেক শুভেচ্ছা।
Ki vabea aii poribar ar sadosho habo
Very nice Mahua.khub anondo pelam.tomra valo theko.
তোমার প্রতিটা ব্লগ আমি দেখি আর নিজেকে সমৃদ্ধ করি।আজকের ব্লগ টা সত্যিই অসাধারণ।তোমার ব্লগের মাধ্যমে অনেক বেশি প্রচার হলো এই ভাবে অনেক স্টুডেন্ট এগিয়ে আসলে সমাজ অনেক উপকৃত হবে।
Madam apaner eai prachesta osadharan khub valo. Laglo
Thank you
দিদি আপনাকে যত দেখি ততই অবাক হয়ে যাই। প্রতিটি যায়গায় কতটা সাবলীল, কতোটা আত্মীক আপনার ব্যবহার।। ভালো থাকবেন,,
Khub valo laglo Didi aj.upni aro valo kaj korun ...egie jan...vagoban upnar mongal koruk Didi...valo thakben sobai
আজকের ব্লগ টি দেখে আনন্দের অশ্রুধারা চোখ দিয়ে নেমে এলো,অসম্ভব সুন্দর একটি ব্লগ দেখলাম,তোমার এবং তোমার সাথীদের এই প্রচেষ্টা হৃদয় ছুঁয়ে গেল,তুমি এমনই ভালো মনের অধিকারী আজীবন থেকো,এই শুভকামনা রইলো😍😍
অপুর্ব প্রচেষ্টা খুব সুন্দর ব্লগ ধন্যবাদ।
আপনার জন্য এই রকম একটা মহৎ কাজের ব্যাপারে জানতে পারলাম। আপনাকে এবং এই কাজে যুক্ত সবাই কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ।
তোমার এই উদ্যোগ কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমার এরকম মহানুভবতার পরিচয় পেয়ে ভালো লাগলো
এই যুব সমাজ টা আছে এবং আপনার মতো শুভ চিন্তা ভাবনার মানুষদের জন্যই পৃথিবীটা এখনও টিকে আছে ।🙏🏻🙏🏻🙏🏻
Tomak jotoi dekhchi totoi obak hoi di, darun darun,
আজকে আমি আপনাকে অন্য ভাবে খুঁজে পেলাম.. দিদির প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল.. ধন্যবাদ
খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ।
সত্যিই এক সুন্দর প্রচেষ্টা মহুয়া।খুব ভালো থেকো তোমরা। আর যে সমস্ত সিনিয়র ছাত্র ছাত্রী রা এই ছোটো ছোটো শিশুদের শিক্ষার দায়িত্ব নিয়েছে তাদের ও প্রচেষ্টাকে কুর্নিশ জানাই।👍👍❤️
Khub valo laglo dekhe amar khub iccha ei kaje jog dewar ekhane erom sujog pele kortam
খুব ভালো লাগল । Facebook এ পাঁচ লক্ষ সদস্যের পরিবারের জন্যে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন 🥳🥰❤️❤️❤️❤️
কি অসাধারণ উপস্থাপক,কী মধুর কণ্ঠ,পুরো মুগ্ধ মন্ত্রের মতোন।
শিক্ষার আলো যারা ছড়াচ্ছেন তাদেরকে কুর্নিশ। তার সাথে তোমাকে অনেক ধন্যবাদ এদের উদ্যোগ কে তুলে ধরা এবং তাদের পাশে থাকার জন্য। তাও এত অল্প দিনের জন্য দেশে ফিরে।তুমি সত্যিই মনে-প্রানে শিক্ষিত। 😊🥰
Tumi sotti khub valo moner manush. Eto sundor bhabe chotoder utsaho dile dekhe khub valo laglo. Tomar sobar sathe ei anondo vaag korata dekhe chokhe jol chole elo..Tomra sokole khub valo theko, anonde theko r ebhabei tumi egie jao, anekk subhokamona roilo...
কচি কাঁচা গুলোর উদ্দেশ্য আপনার রাখা বক্তব্য খুবই সুন্দর।
ওদের কে ওদের ভাষা তেই বুঝিয়েছেন।
আমরা আমাদের শৈশবে অপনার মতো কাউকে পায়নি।
Khub valo laglo Didi...tmr ai sohoj sorol kotha r tmr ekta sundor Mon ache jar jnno bar bar tmr video gulo kujhe dekhi....erkmi theke sobsomoy...
অনেক অভিনন্দন শুভেচ্ছা রইল।আরো এগিয়ে যান।আর এই উদ্যোগ তো অত্যন্ত প্রসংশনীয়।
khub sundor video.koushik der ashadharon udoog .
ভাবতে ভালো লাগছে,ওই পাঁচ লাখের মধ্যে আমি একজন। আজকের ব্লগের জন্য অভিনন্দন!শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সবখানে।
❤❤
খুবই সহজ দৃষ্টিভঙ্গিকে মাধ্যম হিসেবে গ্রহণ করে উৎসুক জনের কাছে যে পৌঁছনো যায় তা আপনি করে দেখালেন। সম্প্রতি আপনার কয়েকটি ব্লগ দেখে ভালো লাগলো। সুস্থ থাকুন আরো সুন্দর ব্লগ তৈরি করুন, নিজের আনন্দের ভাগিদার বাড়িয়ে চলুন, ধন্যবাদ।
অসাধারণ
তোমার সুন্দর মানসিকতাকে কুর্নিশ জানাই। সন্তানদের সুন্দর শিক্ষায় শিক্ষিত করছো। অফুরান শুভেচ্ছা ও শুভ কামনা জানাই।
খুব ভালো লাগলো। পুরুলিয়া থেকে।
আপনি একদম মাটির মানুষ... খুব ভালো থাকবেন দিদি অনেক শুভেচ্ছা থাকলো ❤️❤
আজকের ভিডিওটাতো খুব সুন্দর হয়েছে। মন ভরে গেল একদম। খুব ভালো।
আপনার ভিডিওর দেখতে ভীষন ভালো লাগে দিদি। ধন্যবাদ অন্যদিন এর অপেক্ষায় একটু হলেও বেশি সময়ের ভিডিও দেওয়ার জন্য ❤️ ভালো থাকবেন সুস্থ থাকবেন ❤️ দিদি আপনাকে যতই দেখি ততই অবাক হই। সত্যি আপনি একজন আদর্শ influencer❤️
Didi khub bhalo laglo
@@sunandamukherjee6565 Toma k anek anek subhecha tomar 5 lakh sodossor moddhe ami ekjon tomar ajker vlog ta dekhe bhison bhalo laglo ami ekjon Indian Railway r retired lady amar aashirbad roilo♥️
Mahua tomar jonno amar message roilo bhalo theko sustho theko amar anek anek subhecha tomar jonno 🌹♥️
Khub valo laglo didi. Kono valo kaj suru korar sotti kono boyos hoina go. Seta tumi dekhiye dichho. Bideshe giye nijer porivar ke samlachho. Abr deshe ese eto valo kajo korcho.
অভিনব প্রয়াস। অভিনন্দন দিদি, পাঁচ লাখ পরিবারের জন্য। আপনি এগিয়ে যান। শুভেচ্ছা রইল।
এমনিতেই আপনাকে ভীষণ ভালো লাগতো আপনার ঘরোয়া আর সাবলীল পরিবেশনার জন্য , আজ আর না লিখে পারলাম না । অনেক শুভেচ্ছা আর অভিনন্দন এই সুন্দর উদ্যোগের জন্য।
আহা কি দারুন ভিডিও টি। ❤️❤️।। মন ভোরে গেলো। এইখানে যে শিক্ষা দেয়া হচ্ছে সত্যি খুব ভালো।। আপনার ভিডিও এর জন্য আরো অনেক অনেক বেশি ছড়িয়ে পড়বে।।
আপনার পরিবার এর একজন সদস্য হয়ে খুবই ভালো লাগছে। আরো এগিয়ে যান। ভালো থাকবেন। অসংখ্য ভালোবাসা ❤️❤️🙏🏻
Khub bhalo laglo😍😍 onnorokm ekta blog dekhlam😊😊
দেখবেন মহুয়া দি,মেহা আর রামকৃষ্ণ অনেক বড় মানুষ হবে। সন্তানদের মাটিতে পা রেখে চলার শিক্ষা আপনাদের মত অভিভাবক রা দিচ্ছেন।অফুরন্ত ভালোবাসা আপনার জন্য।🙏
Khubbbbb valo laglo.....r tomakeo khubbb valo lage....❤❤
খুব খুব ভালো লাগলো দিদি। গরিব বাচ্চাদের পাশে আপনি এসে থাকলেন দেখে খুব ভালো লাগলো
তোমার মত আর একটা মানুষ পাওয়া ভাগ্য।।
তোমাকে দেখলে যে কত ভালো লাগে তার আর বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না ।।
অনেক ভালো থেকো সবসময় ।।
🌼♥️♥️অনেক অনেক শুভকামনা "প্রবাসে ঘরকন্না" র জন্য। এভাবেই অনেক মানুষের কাছে পৌঁছে যাক। খুব ভালো থাকবেন।♥️♥️🌼
th-cam.com/video/0_Otq2S-8Ow/w-d-xo.html
Asadharon ekta vlog dekhlam didi...evabei samajer Garib o Pichhiye Pora manusder pase thakben ...Kachikachader oi Hasimukh aar Anander sathi hote parata Jiboner masto baro paoa ... Sikkha ebong Unnotir Alo jeno sobaike chhuye jete pare..Ora jeno pratyeke anek boro hoi ebong samaje pratisthito hoi ..Anek dhonnobad apnake
আপনার প্রতি সম্ভ্রম আজ আরো বেড়ে গেল। আপনি নমস্য। ভগবান আপনার ও আপনাদের সকলের মঙ্গল করুন।
anek valobasha r shroddha didi...tumi sottie asadharon...aj vdo dekhe chokher jol dhore rakhte parlam na...❤️❤️❤️
আপনার এই উদ্যোগ খুব খুব ভালো লাগলো 👍👍 আগামী দিনে যাতে আর ও ভালো কিছু করতে পারবেন তার জন্য অনেক শুভেচ্ছা রইল ❤️❤️
Jano mohua ami ajker video dekhe chokher jol atke rakhte parlamna khub bhalo laglo👏👏👏👏❤️❤️❤️❤️
কোটি কোটি প্রণাম দিদি, আপনি স্কুলটিতে আসায় আমি অসম্ভব মুগ্ধ হয়েছি, এগিয়ে যান আরো বহুদুর, ভালো থাকবেন, বাংলাদেশ থেকে♥♥♥♥
Khub bhalo laglo.....
Sobai jodi amon korto...
দিদি আপনি চালিয়ে যান খুব ভালো লাগলো আপনার এই পরিবেশটা দেখে, এই ভাবেই আপনার সহযোগিতায় সমাজ গড়ে উঠবে। ভগবানের কাছে আপনার শুভকামনা জানাই।
সত্যিই দিদি তোমার তুলনা হয় না. তোমাকে যত দেখছি ততো অবাক হয়ে যাচ্ছি. তোমার কাছ থেকে অনেক অনেক কিছু শেখার আছে.
খুব সুন্দর মুহূর্ত 🥰 ভালো থাকুন আপনি আর এই ভাবেই এগিয়ে যান আর এরকম মানুষ দের পাশে থাকুন ❤
খুব ভালো লাগলো ব্লগ টা দিদি আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক শুভ কামনা রইলো
আবেগ এ চোখে জল আসছিল❤️❤️
Onnek suveccha apner ae valo kajer jonno. Onek valo thakben poribark niy.
দিদি অভিনন্দন...... তোমাকে নিয়ে বলার মত কোন ভাষা নেই..... যাই বলি না কেন সেটাই অনেক কম বলা হবে...... তবে শুধু এইটুকুই বলব যে সবার পাশে এইভাবে সবসময় থেকো❤️❤️❤️❤️❤️❤️
Kub valo kaj egey jaoo tomra all the best
আজ ভিডিওটা দেখে মন টা পুরো ভরে গেলো♥️♥️♥️♥️
তুমি এভাবেই সকলের পাশে দাড়াও দিদি♥️♥️
Bhishon bhalo laglo
খুব সুন্দর একটি ব্লগ।অসাধারণ উদ্যোগ,স্কলারদের অসংখ্য ধন্যবাদ 🙏,এবং আপনাকেও অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ❤️
এটা একটা অসাধারণ ব্লগ। এই যে আপনি সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের সমর্থনে এগিয়ে এসেছেন সেটা দেখে আমি মুগ্ধ। এতে আপনার একটা অন্য রূপ প্রকাশ পেলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগের এখন পাঁচ লাখ ভিউয়ার পূর্ণ হলো
অসাধারণ দিদি আপনি 💐💐 ,,,,অনেক ভালো থাকুন ,সুস্থ থাকুন ,,,আরো সুন্দর সুন্দর ভিডিও র অপেক্ষায় রইলাম। Dr.ambedkor society ,,,
অনেক অনেক শুভ কামনা জানায় ,,🥰🥰
Khub bhalo kaaj... Meha , Ramkrishna .. orao janbe amader desher asol rup... Orao bhalo kaaj korte sikhbe ❤️❤️
মহুয়া তুমি ও তোমার পরিবার এখন আমাদের ঘরের ই মানুষ হয়ে গেছো। প্রবাসে ঘরকন্নার সাফল্য যেন আমার ই সাফল্য বলে মনে হয়। ৫ লক্ষ সদস্য এ পৌঁছানোর জন্য আমার আন্তরিক অভিন্দন ও অন্তরের ভালোবাসা জানালাম আর সেই উপলক্ষ্যে যে অসামান্য পদক্ষেপ তুমি নিলে তার জন্য ভগবান তোমায় অনেক আশীর্বাদ করুন। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পদক্ষেপে একটা গুরুত্বপর্ণ ভূমিকা আজ তুমি নিলে, তোমার জন্য শ্রদ্ধা, ভালোবাসা আরো বেড়ে গেলো আজ। এই ভাবেই এগিয়ে যাও মহুয়া, আরো অনেক ভালো কাজে সামিল হও। আমার ভালোবাসা নিও, মেহা ও রামা কে অনেক আদর।
Osadharon dekhe mon bhore gello ....tomar 5 k kenno onck onck subscriber.hoye jak ...aei kamona kori ...👌🏼🌿👌🏼🌿👌🏼🌿👌🏼🙏🌏🙏🌏🙏🌏🌹🌹🌹🌹🌹🌹