ইন্টারনেট না থাকলে কেমন লাগে? ইন্টারনেট অন্তিমকাল কালের ঘটনা। যখন নেট সারা বাংলাদেশে মরে গিয়েছিল।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ย. 2024
  • ইন্টারনেট না থাকলে কেমন লাগে? ইন্টারনেট অন্তিমকাল কালের ঘটনা। যখন নেট সারা বাংলাদেশে মরে গিয়েছিল। তখন জনজীবনে নেমে এসেছি দূর্যগের ঘনঘটা... সারাদিন এদিকে ওদিকে ঘোরাঘুড়ি তার পর কিছু ক্ষন পর পর হাতে মোবাইল ফোন নিয়ে নাড়াচাড়া কখন নেট আসবে একটু গেইম ফেলবো না হয় ফেইজবুক অথবা ইউটিউব না তাও ভালো লাগে না তা না অন্য কিছু.... কিছুই ভালো লাগছে না। ধুত কিছুই ভালো লাগছে না। বাহিরে গেলে পুলিশে দাবরায় ঘরে মা বাবা। কি যে করি কিছুই বুঝতে পারছি না। ইন্টারনেট ছাড়া আমার চলেই না। এখন ইন্টারনেট ছাড়া কোন কিছু চলে না। ইন্টারনেট দেশ অচল। তাই অতি দ্রুত ইন্টারনেট সচল করে আমাদের নিশ্বাস ফিরিয়ে দিন। না হলে অক্সিজেনের অভাবে মরে যাবো। পরিশেষে
    ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতি মধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।
    #internet #dhaka #internetnai
    ‪@mahmudetn‬ ‪@mahmudvlg‬ ‪@mahmudtvl‬

ความคิดเห็น •