একটি ভীষণ একা ছেলে | Ziaul Farque Apurba | Keya Payel | New Eid Natok | Bangla Natok 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 1.7K

  • @ntvnatok
    @ntvnatok  ปีที่แล้ว +234

    ঈদ নাটক ক্যান্সার পার্টনার দেখতে ক্লিক করুন th-cam.com/video/PysxH1cReSM/w-d-xo.html

    • @samtoronto8831
      @samtoronto8831 ปีที่แล้ว +10

      Gaza onk cheap .. nah hole ato baje story

    • @pratikshachakraborty7772
      @pratikshachakraborty7772 ปีที่แล้ว +1

      Keno emon kotha?????

    • @dipankar890
      @dipankar890 ปีที่แล้ว

      ক্লিক কোরবো না।

    • @subhankarmitra3022
      @subhankarmitra3022 ปีที่แล้ว

      Darun natok mone hoy nijer jiboner kotha bolche। Ekakitya boro kosther apurbo k notun rupe pelam ei natoke thanks director saheb mohasoy

    • @kawsarrahman1582
      @kawsarrahman1582 ปีที่แล้ว +1

      আমি ভালোবাসি

  • @rubibhaskar5176
    @rubibhaskar5176 ปีที่แล้ว +83

    অপূর্ব। অপূর্ব। অপূর্ব....
    প্রথমটা গল্পকারের জন্য। দ্বিতীয়টি পরিচালককে।আর তৃতীয় প্রিয় অভিনেতা অপূর্বর জন্য...এত সাবলীল!! মনটা ভালো হয়ে গেল..❤❤❤

    • @arefinhoosain654
      @arefinhoosain654 ปีที่แล้ว

      ঠিক বলেছেন। আপনার সাথে সম্পুর্ন একমত।

    • @ranamultimedia1995
      @ranamultimedia1995 ปีที่แล้ว

      ছোট বোনের জন্য সবাই দোয়া করবেন। যাতে আরও সুন্দর সুন্দর গল্প উপহার দিতে পারে আপনাদের

    • @manishaghosh1
      @manishaghosh1 ปีที่แล้ว +1

      কি অপুর্ব story .... তেমনি director...আর তেমনি casting..
      অ সা ধা র ণ

  • @barkatkhada2989
    @barkatkhada2989 ปีที่แล้ว +61

    আমি WB থেকে। বাংলাদেশের নাটকের ঐ একটাই দোষ দেখলেই চোখে জল আসবে। এই নাটকের কাহিনীটা খুব interesting এবং attractive. আর অপূর্ব হলো নাটক জগতের চকমকে নক্ষত্র।

  • @britishera6917
    @britishera6917 ปีที่แล้ว +37

    ইদানিং সময়ের একটি মিশে যাওয়া গল্প। অপূর্ব ভাইয়ের কাছে অন্তর থেকে একটা অনুরোধ যে দয়া করে উনি যেন ইউটিউব/টেলিভিশন নাটক না ছেড়ে দেয় নিশো, মেহজাবিন এর মতো।( আমরা কলকাতার মানুষেরা ওইসব ওয়েবসিরিজ দেখতেই পাই না, তাছাড়া ইউটিউব হলো বিনা খরচের সহজ মাধ্যম) কারণ এগুলো ছাড়া কিছু মানুষ অচল, কারণ এটা আমাদের কাছে অক্সিজেনের কাজ করে। অপূর্বর নাটকের নেশাগ্রস্ত হয়ে পড়েছি। ভাইয়া যেন এরকম্ভাবেই নতুন নতুন নাটকের মাধ্যমে আমাদের পাশে থাকে। ধন্যবাদ অপূর্ব ভাই।
    আসসালামুআলাইকুম
    কলকাতা থেকে বাংলাদেশ নাটকের পাগল ভক্ত ❤

    • @fazlerabbi9438
      @fazlerabbi9438 7 หลายเดือนก่อน +1

      রাইট ভাই

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 ปีที่แล้ว +111

    এই নাটকে অপূর্বের কন্ঠে প্রতিটি গানই আমার মন কেড়ে নিয়েছে। 😍
    👉🏻 8:12 - "সরলতার প্রতিমা" 💜
    👉🏻 14:59 - "ভালো আছি ভালো থেকো" ❤
    👉🏻 20:47 - "ওরে নীল দরিয়া" 💙

    • @tayeemhussain-jv6cx
      @tayeemhussain-jv6cx ปีที่แล้ว +1

      Hmm vai🤍

    • @ahamedrifat2001
      @ahamedrifat2001 ปีที่แล้ว +1

      @@tayeemhussain-jv6cx 💜🥀

    • @ayushmalakar0001
      @ayushmalakar0001 ปีที่แล้ว +2

      @@BINDASSMOODS ha 11:24 "হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি "

    • @greeninja9280
      @greeninja9280 ปีที่แล้ว +2

      8:12

    • @ayushmalakar0001
      @ayushmalakar0001 ปีที่แล้ว

      @@greeninja9280 thanks bro

  • @aruprakshit2802
    @aruprakshit2802 ปีที่แล้ว +22

    চুপচাপ বসে রয়েছি অনেকটা সময় ।মন ছুঁয়ে যাওয়া কবিতা পড়লাম, দেখলাম, শুনলাম ---অনুভব করে ভিজছি তো ভিজছি -----! বিষয় অভিনব, গল্প বলা ভাষাতীত সকলের অভিনয় বিমুগ্ধ করে দিল।অপূর্ব কে অবাক হয়ে দেখলাম, মুগ্ধ মুগ্ধ বিমুগ্ধ হলাম ।এটি আমার প্রিয় কবিতা হয়ে থাকলো ।আরও কতবার পড়বো জানি না।প্রতি বারই ওই 'সুখের মত ব্যাথা '---অনুভব করব ।গানগুলো ভোরের সুখের মত সঞ্চয় করে রাখলাম ।

    • @zahidhassan2067
      @zahidhassan2067 ปีที่แล้ว

      Arup Rakshit, Mughdho hoea apni nigei kobita likhea fellen. Salute from Dhaka, BD.

    • @aruprakshit2802
      @aruprakshit2802 ปีที่แล้ว

      @@zahidhassan2067 নাটক দেখে , মত প্রকাশ করে আমি রবি ঠাকুরের লেখা থেকে উদ্ধৃতি করি খুব বেশী ।তবে কবিতা লিখতে আমি বড্ড পছন্দ করি ।

  • @asimkrdutta8683
    @asimkrdutta8683 ปีที่แล้ว +13

    সুপার্ব , সুপার্ব ,সুপার্ব , নাটক টা দেখে প্রথমেই এর থেকে অন্য কিছু বিশেষন মনে আসছেনা। গল্পের অভিনবত্ব, সকল অভিনেতা অভিনেত্রীদের অসামান্য অভিনয় ও দুর্দান্ত পরিচালনার গুনে নাটক টা একটি অসাধারণ মাত্রায় পৌঁছেছে। জয় বাংলাদেশ নাট্য জগতের জয়।
    অসীম দত্ত, কলকাতা, ইন্ডিয়া।

  • @tultulroy2646
    @tultulroy2646 ปีที่แล้ว +33

    গল্পটা বেশ অন্যরকম... সত্যিই তো আমরা সবাই একা... অনেক লোকের ভীড়ে আমরা ভীষন একা ... নাটকটা খুব ভালো লাগলো... অপু র অভিনয় নিয়ে তো কোনো কথাই নেই... কেয়া নিজেকে বেশ তৈরী করছে ...❤কলকাতা থেকে

    • @VipAnam-eu1mj
      @VipAnam-eu1mj ปีที่แล้ว

      তবে একাতাকার চেয়ে মনের চাহিদা কমিয়ে মানুষের নামের অর্ত পূরণ করে সামাজিক জীবন গড়া দুনিয়া এবং পরকালের জন্য ভাল

  • @MdShaiful-p6w
    @MdShaiful-p6w ปีที่แล้ว +3

    সবাই ফিলিস্তিনের মানুষের জন্য দোয়া করবেন আল্লাহ জেনো ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনের মানুষকে আল্লাহ রক্ষা করে 🤲🕋🇦🇪🤲🕋🇦🇪🤲🕋🇦🇪

  • @arpitadey9665
    @arpitadey9665 ปีที่แล้ว +69

    দারুণ গল্প, জোরালো সংলাপ, অভিনয় আর অপূর্ব--সব মিলিয়ে দুর্দান্ত হয়েছে নাটকটা। অপূর্বর কন্ঠস্বর, কথা বলার দক্ষতা, গান আর অভিব্যক্তি এতকিছু একসাথে নাটকটিকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সাথে কেয়া পায়েল আর ডলি ম্যামের অভিনয়ও প্রশংসনীয়। Once again, award winning performance by Apurbo❤❤ & thanks to Mr. Director for casting Apurbo. Kolkata💐

    • @MdFiroz-jc9us
      @MdFiroz-jc9us ปีที่แล้ว +1

      নকল কপিরাইট

    • @sohanurrahman2798
      @sohanurrahman2798 ปีที่แล้ว +1

      ডায়েরিতে লেখা গল্পটা ছাড়া নাটকের প্লটটি মালায়লাম প্রিন্স দুলকার সালমানের 'চার্লি' মুভির কপি।

    • @tareqislam6254
      @tareqislam6254 ปีที่แล้ว +1

      ​@@sohanurrahman2798proved koren

    • @arpitadey9665
      @arpitadey9665 ปีที่แล้ว +2

      হতে পারে নকল। সে হয়ত গল্পটা, অভিনয়টা তো নয়। এক ঘন্টারও কম সময়ের মধ্যে মানুষের মনে জায়গা করে নেওয়া কম কৃতিত্ব নয়।

    • @arefinhoosain654
      @arefinhoosain654 ปีที่แล้ว

      ঠিক।

  • @mdakibullah9081
    @mdakibullah9081 ปีที่แล้ว +29

    অপূর্ব এই প্রজন্মের বাংলা নাটকের সেরা নায়ক ❤❤

  • @niloyroni-kh8di
    @niloyroni-kh8di ปีที่แล้ว +84

    বাংলা নাটকের জন্য অপূর্ব সেরা আমি মনে করি🤘🤩🤩

  • @gopadutta2418
    @gopadutta2418 ปีที่แล้ว +14

    দিনশেষে সবাই একা - এটাই চরম সত্য! আর সকলের মাঝে থেকেই অথবা না থেকে এই একাকীত্বকে নিয়েই আমাদের আপন জীবন পথে এগিয়ে যেতে হয় - এটাই চরম বাস্তব! ধন্যবাদ 🙏

  • @muhammaddelowarhossain1193
    @muhammaddelowarhossain1193 ปีที่แล้ว +25

    অপূর্ব - কেয়া পায়েল জুটি দর্শক হৃদয়ে ভীষণ ভাবে গ্রহন যোগ্যতা বাড়িয়ে দিচ্ছে।

  • @ahamedrifat2001
    @ahamedrifat2001 ปีที่แล้ว +16

    একাকিত্বটা এখন ক্যান্সার রোগের থেকেও ভয়ানক। আর এই গল্পের অনেক মানুষই বিভিন্নভাবে একা। কি অদ্ভুত তাই না...একজন একা ছেলেই অনেক মানুষের একাকিত্বের সঙ্গি হচ্ছেন। আসলেই দিন শেষে প্রত্যেকটা মানুষই একা....😢💔

  • @shibanikundu3671
    @shibanikundu3671 ปีที่แล้ว +45

    অপুর্বর গান শুনে চোখে জল এসে গেছে। অলরাউন্ডার অপু।

  • @seikhjakaria3336
    @seikhjakaria3336 ปีที่แล้ว +28

    নাটকটা দেখতে দেখতে প্রায় একটা ঘন্টা কিভাবে কেটে গেলো বুঝতেই পারলাম না,,,অনেক মধুর ছিল ❤️❤️❤️❤একাকীত্ব কাটানোর জন্য সবার একটা প্রিয় মানুষ হোক ❤️❤️

  • @rumachakraborty33
    @rumachakraborty33 ปีที่แล้ว +17

    অসাধারণ একটি গল্প .... অসাধারণ অভিনয়।
    পুরো মুগ্ধ হয়ে গেলাম।
    এবার ঈদে অপূর্বর অনেক অনেক সুন্দর অভিনয় দেখতে পেলাম। ধন্যবাদ।
    কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক

  • @Shakawat2494
    @Shakawat2494 ปีที่แล้ว +12

    অপূর্ব ভাইয়ে নাটক এত গভির, আমার কাছে অনেক ভালো লাগে, তাই সব চেয়ে বেশি নাটক দেখি অপূর্ব ভাইয়ে নাটক ❤❤

  • @praloysen8872
    @praloysen8872 ปีที่แล้ว +11

    গল্পের নতুনত্ব ভাবিয়ে তোলে আমাকে বা হয়তো আপনাদেরও। অসংখ্য ধন্যবাদ নাট‍্যকারকে। অার অভিনয় নাটক নয় সত‍্যিকারের জীবনের সমহার। অপূর্ব তুমি সত‍্যিকারই অপূর্ব। ভালোবাসা রইল।

  • @sonalidhar3787
    @sonalidhar3787 ปีที่แล้ว +3

    খুব ভাল লাগল ।❤খুব কঠোর কিন্তু খুব বাস্তব । এই পৃথিবীতে মানুষ পশু পাখি এমনকী গাছপালাও একা থাকতে পারে না, চায় না কিন্তু irony হচ্ছে সব্বাইকে কোন ও না কোন দিন কখনও না কখনও একাই বাঁচতে হয়। আমরা যারা Apurbajir গুণমুগ্ধ ওনার কাছে এমন কিছু নাটক ই আশা করি। ❤

  • @HasanHasan-xd7xg
    @HasanHasan-xd7xg ปีที่แล้ว +17

    প্রিয় মানুষটাকে খুব মিস করছেন
    আসলে মানুষ খুব অদ্ভুত !!
    প্রিয়জনদের কাছ থেকে দূরে থাকবেন ,,
    কিন্তু পিছু ছাড়বে না !!
    সত্যি নাটকে এই উক্তিটি খুব ভালো লেগেছে । নাটকের গল্প টা অসম্ভব ভালো লেগেছে ,,
    সব মিলিয়ে অসাধারণ ছিলো ❤️❤️

  • @MuhamnadAkash83
    @MuhamnadAkash83 ปีที่แล้ว +7

    এই গল্পে একটা সিনেমা বানিয়ে ফেলা যেতো। জাস্ট অসাধারণ❤❤❤❤❤❤

  • @mahathirmohammadkamrul8634
    @mahathirmohammadkamrul8634 ปีที่แล้ว +107

    মুগ্ধতা মানুষের রূপে আসে না,
    মুগ্ধতা আসে মানুষের কথায় এবং চরিত্র.! 🌺

    • @NaiemJessore
      @NaiemJessore ปีที่แล้ว +1

      এখন মানুষের রুপেই আসে। চরিত্র বেশিরভাগ মেয়েরা দেখে না।

    • @Emamhossain0
      @Emamhossain0 ปีที่แล้ว

      মুগ্ধতা মানুষের রূপে আসে না মুগ্ধতা আসে মানুষের কথায় এবং চরিত্র.!🌻

  • @sakibul-bashar
    @sakibul-bashar 2 หลายเดือนก่อน +1

    রোমান্টিক কিং অপুর্ব ভাইয়ের ফ্যান ফলোয়ার গুলো কই❓সারা দাও ❤️🇧🇩🍂🌿💐😩🌹🖤☹️💌💔🐰🍁🍂☘️🍀

    • @sakibul-bashar
      @sakibul-bashar 2 หลายเดือนก่อน

      সারা দেও

  • @Jakiya24
    @Jakiya24 ปีที่แล้ว +102

    কারা কারা নিজের জানের চেয়েও বেশি ভালোবাসেন প্রিয়নবী কে..??❤️❤️🕋🕋

    • @mrrana2944
      @mrrana2944 ปีที่แล้ว +6

      নাটক দেখতে আসছিস নাটক দেখ এইসব ভণ্ডামি বাদ দে

    • @mdsalim9914
      @mdsalim9914 ปีที่แล้ว

      👠🥿তোমাকে জুতা মূল্য হিন জায়গায় এসে অতি মূল্য বান মানব যার কারণে এই দুনিয়া আল্লাহ পাক এ-তো সুন্দর করে সাজিয়েছে, তার নাম নিয়েছো তাই জুতা ।

    • @MDjuwelRana-tx8ji
      @MDjuwelRana-tx8ji ปีที่แล้ว

      আমি আমাদের প্রিয়নবী কে ভালোবাসি

    • @fevorate8057
      @fevorate8057 ปีที่แล้ว +1

      Abal naki akane asob ki nam kos 🤬

    • @h.mabobkkar1030
      @h.mabobkkar1030 ปีที่แล้ว

      আমি

  • @ranamahamud8760
    @ranamahamud8760 ปีที่แล้ว +4

    আমি সত্যি বলছি একটা নাটকের ভিতরে এতো গল্প থাকতে পারে আমি সত্যি অবাক হয়ে গেছি, এক কথায় অসাধারণ অভিনয় ছিলো জিয়াউল ফারুক অপুর্ব আপনার সাথে প্রত্যেকজন শিল্পির।
    বিশেষ করে ধন্যবাদ গল্পের লিখিকার জন্য 🎉🎉

  • @iizaliza3540
    @iizaliza3540 ปีที่แล้ว +32

    দিন শেষে আমরা সবাই একা😭😭এই পৃথিবীতে কেউ কারো জন্য না😢

  • @mdeliusrahman8899
    @mdeliusrahman8899 ปีที่แล้ว +2

    অপূর্ব ভাই মানে বাংলা নাটকের ক্রাশ
    কত যে আপনার নাটক দেখেছি, যা বলেও শেষ করতে পারবো না। আসলেই এটাই সত্যি আপনি হাজারো মানুষকে ভালোবাসা শেখান, অথচ আপনার বাস্তব জীবনের সাথে মিল খুঁজে পাবেন এই নাটকের। অথচ আপনার নিজের ভালবাসাই নাই দিন শেষে আপনিও বড্ড একা😢😢😢😢

  • @Jakiya24
    @Jakiya24 ปีที่แล้ว +431

    কোন স্কুল,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা না করেও পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক ছিলেন একজন। তিনি হলেন আমাদের জানের থেকেও প্রিয় হযরত মোহাম্মদ (সাঃ),💕💙💜💝🕋

    • @mrrana2944
      @mrrana2944 ปีที่แล้ว +11

      হায়রে লাইকের ভিখারি

    • @kazimunzia2221
      @kazimunzia2221 ปีที่แล้ว +1

      আমিন

    • @cenashohan9682
      @cenashohan9682 ปีที่แล้ว +3

      সব আল্লাহ ভক্ত মেয়েদের ফেসবুকে লাইকি টিকটকে পাওয়া যায় তাই না

    • @cenashohan9682
      @cenashohan9682 ปีที่แล้ว

      এত আল্লাহ ভক্ত তাহলে এখানে কি করেন ভদ্রতার মুখোশ ব্যবহার না করে চরিত্র ঠিক করেন ঠিক আছে

    • @akhianaam2261
      @akhianaam2261 ปีที่แล้ว

      ram sagol

  • @mdahamedshuvo169
    @mdahamedshuvo169 ปีที่แล้ว +2

    "কী মধুর একটি বাক্য"♥️
    "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ) 🖤

  • @mdsamiulislam7839
    @mdsamiulislam7839 ปีที่แล้ว +67

    অপুর্ব ভাইয়ের রোমান্টিক নাটক গুলোর সাথো আসলেই অন্য কারো নাটক পাত্তা পায়না, আমার এনার কাছথেকেই প্রেম শেখা ❤

    • @sadtapu3533
      @sadtapu3533 ปีที่แล้ว +1

      আমারও সেম ভাই☺️

  • @e.h.sojibmia5118
    @e.h.sojibmia5118 ปีที่แล้ว +8

    সত্যি কথা যে পৃথিবীতে চলতে গেছে প্রতিটি মানুষ কোন একজন পথ চলার ও হাতে হাত রেখে চলার মতো একটি ভালো মনের মানুষ সবার জীবন প্রয়োজন হয়,, 💔💔💔!!!!!!!!!,,,

  • @mdalaminhossainmdalaminhos4079
    @mdalaminhossainmdalaminhos4079 ปีที่แล้ว +180

    সাব্বাশ বাংলাদেশ ১৪ বছর ধরে বাংলাদেশের সিনেমা না দেখলেও, বাংলা নাটক ছেরে না থাকা আমি বিশেষ করে অপূর্ব নাটক গুলা ❤️❤️

    • @NazrulIslam-re7gc
      @NazrulIslam-re7gc ปีที่แล้ว

      Same bro

    • @pratikshachakraborty7772
      @pratikshachakraborty7772 ปีที่แล้ว +1

      Fatafati kotha.

    • @nazmunnaharmunni-ym7mk
      @nazmunnaharmunni-ym7mk ปีที่แล้ว

      Ami opurbo ke sei valo basi

    • @SaifulislamKhan-r4r
      @SaifulislamKhan-r4r 11 หลายเดือนก่อน

      ঠিকই বলেছেন,, আমি কখনো ভাবি নাই,, এমন একটা বাজে গল্পের নাটক,, কোন ইতিহাসে লেখা নাই,, এই একটা জুটি অনেক পছন্দ আমার,, কিন্তু এখন বুঝলাম,, money is the power,, money is the power,, দেখার জন্য সব কিছু করতে পারে,, শুধু অভিনয় না,, অনেক কিছু,, অনেক কিছু, অনেক কিছু,, everything,, everything,, 😡

    • @SaifulislamKhan-r4r
      @SaifulislamKhan-r4r 11 หลายเดือนก่อน +1

      আলহামদুলিল্লাহ,, আপনি যা বলছেন,, ১০০% মিথ্যা কথা,, সত্য কথা বলতে কোন পয়সা লাগে না,,এবং টাকাও লাগেনা,, ১৪ বছর 🤣🤣🤣

  • @SimantoNokrek
    @SimantoNokrek ปีที่แล้ว +8

    নাটকটা এত অসাধারণ যে না দেখলে মিস্ করবেন। আর দেখলে নাটকের সকল কলাকৌশলীকে প্রশংসা না করে পারবেন না। নাটকের সকলকে অনেক ধন্যবাদ। যদিও অপূর্ব আমার আগে থেকেই প্রিয়💚💚

  • @oviovidas4417
    @oviovidas4417 ปีที่แล้ว +23

    যারা এই অসাধারণ গল্পটা এখনো দেখেননি অবশ্যই দেখে ফেলবেন 🥰
    কিভাবে যে গল্পটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না..

  • @tapashroy4455
    @tapashroy4455 ปีที่แล้ว +3

    অপূর্ব মানেই নতুন কিছু,অপূর্ব মানেই অসাধারন অভিনয়। এক কথায় অপূর্ব সবার সেরা।

  • @ARIYANSART
    @ARIYANSART ปีที่แล้ว +776

    কে কে প্রিয় রাসুল মুহাম্মদ সাঃ কে ভালোবাসেন????

    • @sad.boy.roton2022
      @sad.boy.roton2022 ปีที่แล้ว +18

      যত ধর্মপ্রাণ মানুষ নেট দুনিয়ায় 😇🤪

    • @chandanbaidya2984
      @chandanbaidya2984 ปีที่แล้ว

      এটা কি নবী জি কে নিয়ে এডবেটাইস করার জায়গা

    • @ifrathasan6348
      @ifrathasan6348 ปีที่แล้ว +1

      আমি💗

    • @emranemon5703
      @emranemon5703 ปีที่แล้ว +1

      আমি অনেক বেশি ভালোবাসি নবী কে নবী কথা শুনলে মন জুড়ে যায় 🤲🤲🤲🤲🤲🤲🤲

    • @artfelt2095
      @artfelt2095 ปีที่แล้ว +11

      কেনো ?? আপনি কি তাদের prize দেবেন ??

  • @manikasarkar694
    @manikasarkar694 ปีที่แล้ว +2

    দারুণ একটা কাহিনীর থেকে ভিষণ এক অভিজ্ঞতা 💝💝💝🙏🙏🙏

  • @oviovidas4417
    @oviovidas4417 ปีที่แล้ว +14

    সত্যি অসাধারণ একটি নাটক দেখলাম 🙂
    মনে ভরে গেলো 😊
    অপূর্ব ভাই এন্ড কেয়া পায়েল আপু অভিনয় খুবই ভালো লেগেছে 🥰

  • @dinodatta5250
    @dinodatta5250 ปีที่แล้ว +4

    অনেক সুন্দর একটা নাটক এই গানটি সুনে অনেক ভালো লাগলো।
    মনে পড়লো ফারুক ও কবরী মেমের কথা। অনেক ধন্যবাদ এই পরিচালকে।❤

  • @sameerkhan-xo2vz
    @sameerkhan-xo2vz ปีที่แล้ว +13

    সাকিব খান যদি বাংলা সিনেমার কিং হয় তাহলে অপূর্ব ভাই বাংলা নাটকের কিং ❤️🥀🌜

  • @debasishmondal2251
    @debasishmondal2251 ปีที่แล้ว +6

    নাটক টা অনেক কিছু বুঝিয়ে গেল জীবন সম্পর্কে। ❤❤❤❤

  • @sujatabaidya6160
    @sujatabaidya6160 ปีที่แล้ว +14

    অসাধারণ কিছু দেখলাম যা ভীষন ভাবে বাস্তব। অপূর্বর অসাধারণ অভিনয় মুগ্ধ হয়ে দেখেছি। ধন্যবাদ অপূর্ব কে ধন্যবাদ সমস্ত কলাকুশলীকে ধন্যবাদ পরিচালক মহাশয়কে এবং ধন্যবাদ NTV কে 😊💖💖💖

  • @MstAsfyAktar
    @MstAsfyAktar 17 วันที่ผ่านมา +1

    Apurba vaiyer gan ta onak sundor hoice ❤❤❤❤

  • @AnamulHaque-ki4ow
    @AnamulHaque-ki4ow ปีที่แล้ว +23

    এবার ঈদ সারা দিন শুধু অপূর্ব ভাই এর নাটক দেখিছি, অপূর্ব ভাই এর নাটক গুলো এতো সুন্দর হয় তা বলার ভাষা নেই,,,,, 🥀🥀🥀🥀🥀🥀

  • @anarulmondal5527
    @anarulmondal5527 ปีที่แล้ว +3

    অসাধারণ একটি বাস্তবতার সাক্ষী হলাম আজ। আমি অপূর্বর প্রায় সব নাটক দেখেছি। আই রিয়েলি লাভ হিম। But this the best story I've ever witnessed. Immense of thanks to all of you ❤️, the story makers❤❤❤❤

  • @mijanurrahman170
    @mijanurrahman170 ปีที่แล้ว +21

    মানুষ যখন তার ভুল টা বুঝতে পারে তখন সে ভুলের প্রতিকার খুজে পাই না।
    ....অসাধারন একটা নাটক....

  • @avijit4472
    @avijit4472 ปีที่แล้ว +4

    অপূর্ব মানেই অপূর্ব অনেক অসাধারণ একটা নাটক খুবই ভালো লাগলো ❤️❤️❤️

  • @morsedajam9165
    @morsedajam9165 ปีที่แล้ว +16

    আমার প্রিয় ছাত্রী জান্নাতুল ফেরদৌস বৃষ্টি তোমাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটি গল্প লেখার জন্য। সামনে আরো এগিয়ে যাও ।তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

    • @botsquad2673
      @botsquad2673 ปีที่แล้ว

      তোমার মত বোকা* চো* দা কে ও ধন্যবাদ। এত ফানি পোস্ট করার জন্য

  • @nmsaju
    @nmsaju ปีที่แล้ว +3

    মেহেদী হাসান জনি ভাইকে বলবো, এই নাটকের পার্ট-২ আনেন এবং রুনু ভাই -৩ এর মতো ভীষণ একা দুইটা মানুষকে মিলিয়ে দেন। 💖💖💖

  • @afsanamimi9829
    @afsanamimi9829 ปีที่แล้ว +28

    সত্যি তো তাই,
    দিনশেষে আমরা সবাই একা! 💔
    অসাধারণ ছিল- কয়েক বার তো চোখের জল ও গড়িয়ে পড়েছে। 🥀❤️

    • @altafhossainhossain5069
      @altafhossainhossain5069 ปีที่แล้ว

      দিন শেষে আমলারা সবাই একা ।

    • @SMSaju-pe3sd
      @SMSaju-pe3sd ปีที่แล้ว

      আপনার যদি পার্মানেন্ট গল্প শোনার বন্ধু না থাকে আমায় রেসপন্স করতে পারেন....
      অবশ্য পারিশ্রমিক লাগবে না 🥰

    • @candycrushsagareza2767
      @candycrushsagareza2767 11 หลายเดือนก่อน

      Hii

  • @rmroni8137
    @rmroni8137 ปีที่แล้ว +6

    সত্যিই অসাধারণ একটি নাটক। আরো আগে দেখা উচিত ছিল ❤❤❤❤

  • @simabhadra3637
    @simabhadra3637 ปีที่แล้ว +24

    আমাদের জীবন সায়াহ্নে একাকীত্ব যাপনের ঘটনা নিয়ে নির্মিত হৃদয় ছুঁয়ে যাওয়া অনবদ্য একটি কাজ, নাটকটা ভীষন ভালো লাগলো 👍❤️
    অপূর্ব ভাই এর অভিনয় নিয়ে নতুন করে কিছু বলার নেই গান, অভিনয় সব কিছু ই অসাধারন 👌❤️ কেয়া বোনের অভিনয় ও খুব সুন্দর 👌❤️ সবার অভিনয় দারুন সুন্দর 👌❤️

  • @FarukKhan-co1pr
    @FarukKhan-co1pr ปีที่แล้ว +259

    আমি ১০০% বলতে পারি
    বাংলা নাটকের রোমান্টিক হিরো❤️অপুর্ব ❤

  • @musharafhusain5757
    @musharafhusain5757 ปีที่แล้ว +3

    টিকটক আগে দেখতাম এখন থেকে পায়েলের নাটক দেখি পায়েলের অভিনয় নজর কেরে নিয়েছে মন ভোরে দেখি পায়েলের নাটক মিষ্টি হাসি দিয়ে পায়েল দশকদের মন কেরে নিয়েছে পিও মানুষটির জন‍্য দোয়া

  • @newsifatislam976
    @newsifatislam976 ปีที่แล้ว +4

    নাটক টা কত মিনিট চলছে তার দিকে খেয়াল না করে এক অন্য জগতে পা ফেলেছিলাম পরে দেখি নাটক শেষ ,অবশেষে নাটকটি আমার খুব ভাল লাগছে ,thanks অপূর্ব ,কেয়া পায়েল ,others all members der ,ajke ta natok dekhe Amar monta onek Valo Hoye গেছে ,একটা এক্ষণ দেখলাম , আর এর আগের টাও কেয়া পায়েল এর ই নাটক মাতা - পিতা সন্তান দেখে আসবেন মনটা ভালো হয়ে যাবে ,ধন্যবাদ সকলকে ।
    আসসালামুয়ালাইকুম

  • @MdJalal-fo8cd
    @MdJalal-fo8cd ปีที่แล้ว +3

    আই লাভ ইউ বস অপূর্ব ভাইয়া❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤বসের নাটক মানেই সুপার হিট,,,,এই ঈদে অপূর্ব ভাইয়ের নাটক ছাড়া আর কারো নাটক দেখিনাই

  • @arahaman412
    @arahaman412 ปีที่แล้ว +11

    এক কথায় অসাধারণ এবং অনবদ্য নাটক। অতুলনীয়।

  • @mstarafatking5314
    @mstarafatking5314 ปีที่แล้ว +2

    ৫০০ জন আল্লাহ প্রেমিক দেখতে চাই❤❤

  • @ASRQDEJKp137
    @ASRQDEJKp137 ปีที่แล้ว +5

    সুন্দর একটি message কারণ বর্তমান প্রেক্ষাপট ও পরিস্থিতি এরকম। আসলেই আমরা টাকার পিছনে ছুটছি। টাকার প্রয়োজন অবশ্যই আছে। টাকা ছাড়া পৃথিবী অচল।

  • @mithunbasu8702
    @mithunbasu8702 ปีที่แล้ว +5

    ভীষণ সুন্দর গল্প , অপূর্ব ও পায়েলের অভিনয় অসাধারণ লেগেছে।❤️❤️❤️

  • @mrsami8086
    @mrsami8086 ปีที่แล้ว +2

    অসাধারণ একটি নাটক ছিল গল্পটা বাস্তব জীবনের সাথে মিলে যায় সবার একটা প্রিয় মানুষ হোক একাকীত্ব কাটানোর জন্য ❤

  • @chandanabanik3562
    @chandanabanik3562 ปีที่แล้ว +10

    দূর্দান্ত গল্প , অসাধারন সংলাপ সব মিলিয়ে যেনো মনটা ছুঁয়ে গেলো ❤❤ অপুর্বর কন্ঠে গান, অভিনয় , তার অভিব্যক্তি এককথায় অনবদ্য সাথে কেয়া পায়েলের দারুন । মায়ের ভূমিকায় ডলি জহুর, মিলি বাশার মনটা আসলেই ভরে গেলো। সব প্রিয় শিল্পীদের উপস্থিতি সত্যি জনি ভাই অসাধারন আপনার উপস্থাপনা ❤❤❤❤

    • @sohanurrahman2798
      @sohanurrahman2798 ปีที่แล้ว

      ডায়েরিতে লেখা গল্পটা ছাড়া নাটকের প্লটটি মালায়লাম প্রিন্স দুলকার সালমানের 'চার্লি' মুভির কপি।

  • @zehadulislam9554
    @zehadulislam9554 ปีที่แล้ว +4

    লুতুপুতু টাইপ প্রেমের বাইরে গিয়ে নাটকে বাস্তবতার ছোয়া নিয়ে আসার জন্য ধন্যবাদ।

  • @mdshakilhossain5251
    @mdshakilhossain5251 ปีที่แล้ว +42

    😢😢😢একাকিত্ত টা যে মানুষের কত বড় সমস্যা যে একাকিত্তে থাকে সে বোঝে, যেমন টা আমি, নাটক টা আমার জীবনের সাথে মিলে গেল। 😢😢😢

  • @anantabiswas5268
    @anantabiswas5268 ปีที่แล้ว +8

    অনেক অনেক ধন্যবাদ পরিচালক কে অসাধারণ একটি নাটক উপহার দেবারজন্য, ইন্ডিয়া থেকে।

  • @rinkuganguly7686
    @rinkuganguly7686 ปีที่แล้ว +7

    It's a award winning performance...very practical, very touchy..Doli Mam..😢 excellent acting..nildoria ganer por Apurbo jokhon baire darie ..tokhon kothao jeno aami bastober Apurbo k dekhchilam..Asadharon Apurbo dialogue throwing..bhalo theko.

  • @shamimshahriar8912
    @shamimshahriar8912 ปีที่แล้ว +3

    অসাধারণ ছিলো গিল্পটা, খুবি সুন্দর ছিলো পুরো নাটকটি। অপূর্ব ভাইয়া মানেই সুন্দর আর ভালোবাসাময় একটি নাটক, আর তার সাথে যদি হয় কেয়া পায়েল তাহলে সুন্দরটা যেনো আরো সুন্দর হয়ে উঠে।❤
    অসংখ্য ধন্যবাদ সকল কলাকৌশলীদের।

  • @nomanphotography807
    @nomanphotography807 ปีที่แล้ว +30

    সোশ্যাল মিডিয়া ঘুম কেড়েছে, বন্দী করেছে ঘরের কোনে,
    "কোরআনের" গায়ে ধুলো জমেছে, আবেগটা শুধু স্মার্ট ফোনে!
    আল্লাহুম্মাগফিরলি🖤

  • @alminashuva3149
    @alminashuva3149 ปีที่แล้ว +3

    বয়স যত বেশি আপনজনের সংখ্যা তত কম।
    বাস্তবিক অসাধারণ একটি নির্মান।

  • @tareqislam6254
    @tareqislam6254 ปีที่แล้ว +4

    অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী জীবনের নাটক উপহার দেওয়ার জন্য।
    ভাবছিলাম এবার এর নাটক আজেবাজে হবে আমার ধারণা কিছুটা ভুল।
    বিদেশ পরে এই নাটকটি জীবনের সাথে মিল পেলাম ভীষণ ভালো লাগছে।
    সত্যি নিঃসঙ্গতা হচ্ছে মানুষের কঠিন শত্রু।
    আমরা আমাদের আপনজনের যত্ন নেই এটাই হবে বেচেঁ থাকার অন্যতম উপায়। 😊

  • @somamondal4639
    @somamondal4639 ปีที่แล้ว +5

    কাহিনীর মধ্যে বেশ নতুনত্ব তো আছেই সাথে অপূর্বর সুন্দর অভিনয়, দুটো মিলিয়ে নাটক টা বেশ ভালো লেগেছে❤

  • @shahnawazkhan-zn6ts
    @shahnawazkhan-zn6ts ปีที่แล้ว +10

    মানুষ কত অদ্ভুত প্রিয় মানুষটা থেকে দুরে থাকলেও পিছু ছাড়ে না।।
    দিন শেষে সবাই একা!!!

  • @tjchakma
    @tjchakma ปีที่แล้ว +21

    অপুর্বের নাটক মানে অন্য একটা অনুভূতি কাজ করে, একটার পর আরেকটা নাটক দেখতে ইচ্ছে করে...💗💞

  • @sumitakhan6013
    @sumitakhan6013 ปีที่แล้ว +19

    খুব বাস্তব একটি গল্প। পুরো জীবন টা তে আমরা সবাই এক সময় ভীষণ একা হয়ে যাই। সত্যিই কেউ থাকে না কথা বলার, কথা শোনার। পশ্চিমবঙ্গ থেকে।

  • @sabanashabnam7033
    @sabanashabnam7033 ปีที่แล้ว

    Khub khub khub sundor very very very very very very very very interesting akta misti Golpo darun darun darun darun darun darun darun darun darun darun laglo excellent 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍 best'of luck apurba ❤❤❤❤❤❤❤

  • @monishabanerjee5692
    @monishabanerjee5692 ปีที่แล้ว +12

    অসাধারণ অসাধারণ ,,,,,, যুগোপযোগী একটা নাটক অপূর্ব অপূর্ব অপূর্ব❤❤❤❤❤

  • @nadimshikder62
    @nadimshikder62 ปีที่แล้ว +4

    মনে থেকে ভীষণ ভালো লাগেছে 😊

  • @Fieldbuzz
    @Fieldbuzz ปีที่แล้ว +5

    সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটেপ্রেমিদের একটা প্রজন্মের আবেগ ভালবাসা যা কখনও শেষ হবার নয়❤

  • @arefinhoosain654
    @arefinhoosain654 ปีที่แล้ว +2

    অপূর্ব আসলেই অপুর্ব। কেয়া পায়েলও ক্রমান্বয়ে সিরিয়াস ও রোমান্টিক নায়িকা চরিত্রে পারদর্শী হয়ে উঠছে।

  • @anjanaray709
    @anjanaray709 ปีที่แล้ว +4

    ভীষন ভীষন ভালো অপূর্ব।আমিও যদি এরকম একটা নম্বর পেতাম শেষ জীবন টা‌ ধন্য হয়ে যেত। অপূর্ব র গান শুনে প্রাণ ভরে গেল ‌ অনেক দিন পর।।।🙏🙏🙏

    • @zahidhassan2067
      @zahidhassan2067 ปีที่แล้ว

      ANJANA RAY, Apni Apurbo'r one of the great fan tate kono sondeho nei. Apnar comments thakbei. Salute from Dhaka, BD.

    • @zahidhassan2067
      @zahidhassan2067 ปีที่แล้ว +1

      ANJANA RAY, Apni Apurbo'r one of the great fan tate kono sondeho nei. Apnar comments thakbei. Salute from Dhaka, BD.

    • @anjanaray709
      @anjanaray709 ปีที่แล้ว

      @@zahidhassan2067 অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে। খুব ভালো লাগলো। আপনার জন্য দোয়া রইল অনেক।🙏🙏🙏

  • @MdJahangir-zh5ef
    @MdJahangir-zh5ef ปีที่แล้ว +8

    এদেশে নাটকের কাছে সিনেমার কোন পাত্তাই নেই❤❤❤❤অ+ক দারুন জুটি

  • @Sohag632
    @Sohag632 ปีที่แล้ว +3

    অপূর্ব ভাইয়ের গান গুলো অনেক সুন্দর হয়েছে ❤❤❤

  • @rumachakraborty33
    @rumachakraborty33 ปีที่แล้ว +4

    বিনামূল্যে অপূর্বর সুন্দর কিছু গান‌ও শুনে নিলাম 😊

  • @mdsaimonsaimon7672
    @mdsaimonsaimon7672 ปีที่แล้ว +8

    এই নাটক টা যারা দেখেছেন এবং দেখবেন সবাই কে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক🥰🥰❤️❤️💓💓

  • @RubelHaque-vc2hn
    @RubelHaque-vc2hn ปีที่แล้ว +10

    মাঝে মাঝে মনে হয় অনেক দূরে গিয়ে ইচ্ছা মত কাদি, যেখানে কেউ থাকবেনা, কিন্তু ইচ্ছা হলেই কি সব ইচ্ছা পূরন করা সম্ভব, একটা পাখিকে যখন খাঁচায় বন্দি করে রাখা হয়,তবে সে যদি চায় ১ বার একটু খানি খোলা আকাশে ঘুরে আসি, তবে সেটা পুরাই টাই মালিকের উপর নির্ভর করে,পাখিটির না ঠিক সেরকম😢😢😢

  • @MdMasumahmedRasel
    @MdMasumahmedRasel ปีที่แล้ว +2

    বেশি কিছু বলার ভাষা নেই শুধু এতটুকু বলব.? অসাধারণ ভালোবাসা অবিরাম ❤

  • @jiourlife3072
    @jiourlife3072 ปีที่แล้ว +1

    অ সাধারণ কাহানি । আগে নাটক বা সিমানা দেখতাম না ? কিন্তু এখন আপনাদের অ সাধারণ কাহিনী আর খুব সুন্দর অভিনয় ও হেছে আমি তো নিজের জীবনের কাহিনী বলে মনে করছি এবং লুকিয়ে থাকা ব‍্যথায় চোখের জল ধরে রাখতে পারলাম না । আমি এটা😢 India Mumbai😢 থেকে দেখলাম আজ 18/11/2023 দিন শনিবার রাতে 9:45pm দেখলাম । সবাই জানাই ধন্যবাদ

  • @ARIFHASAN13945
    @ARIFHASAN13945 ปีที่แล้ว +12

    দেখলাম ঈদের চতুর্থ দিন। খুব সুন্দর একটা গল্প।
    অনেক ভালোবাসা কোলকাতা থেকে ❤

  • @mdshuvo9761
    @mdshuvo9761 ปีที่แล้ว +3

    অসাধারণ পারফর্মেন্স হয়েছে
    আর হ্যা....অনেক দিন পর একটা
    ভিন্ন গল্পের নাটক দেখলাম..🥰😊
    অপুর্ব ভাইয়ের নাটক মানেই অন্য রকম ভালো লাগার মতো একটি গল্প...?
    লাভ ইউ বস....ভালোবাসা অবিরাম ❤️❤️

  • @shawontaluqder1999
    @shawontaluqder1999 ปีที่แล้ว +8

    গল্পের নতুনত্ব বেশ অবাক করেছে পাশাপাশি ভীষণ স্বাদও দিয়েছে। 😊💟

  • @arefinhoosain654
    @arefinhoosain654 ปีที่แล้ว +5

    বাহ্ সুন্দর। নতুন চিন্তার অসম্ভব সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য লেখক পরিচালক সহ সকল কলাকুশলীদের অসংখ্য ধন্যবাদ।

  • @sibanisarkar5937
    @sibanisarkar5937 ปีที่แล้ว +86

    আজকের দিনে এটা একটা চরম সমস্যা. মানুষ নিজের জন্য ছাড়া আর কারও কথা ভাবার সময় পায় না. যখন নিজে একা হয়ে পড়ে তখন বোঝে একাকীত্ব কতো ভয়ংকর. নাটকটি সময়োপযোগী. অভিনন্দন ও ধন্যবাদ নাট্য দলের সবাইকে. এরকম professional রা আজকের ভরসা. পশ্চিমবঙ্গ দর্শক.

  • @mdsaimonsaimon7672
    @mdsaimonsaimon7672 ปีที่แล้ว +5

    এই দুই জনের নাটক আসলে না দেখে থাকতে পারি না🥰🥰❤️❤️

  • @tofazzalhussentofazz8528
    @tofazzalhussentofazz8528 ปีที่แล้ว +7

    খুব ভালো লাগলো নাটকটা দেখে, আসলেই আমরা সবাই একা, এই রহস্যময় পৃথিবীতে, নিশিজল তুমি থাকলে হয়তো এই নাটকের গুরুত্ব বুঝতাম না 😢
    হয়তো অন্যকেউ পাবো, কিন্তু তুমাকে না পাওয়ার কষ্ট আমাকে পুরাবে শত 😢

  • @RANA....RR.2222
    @RANA....RR.2222 ปีที่แล้ว +10

    ওয়াও এত সুন্দর নাটক আগে কখনো দেখিনি❤❤ মনটাকে অনেক ভালো করে দিল এই নাটকটা❤❤ থ্যাঙ্ক ইউ বস এত সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য❤❤

  • @MahbubAlam-ub8qk
    @MahbubAlam-ub8qk ปีที่แล้ว +6

    আসলেই একটা সময় পরে সবাই একা💖💖ধন্যবাদ অপূর্ব

  • @mdshamol4588
    @mdshamol4588 ปีที่แล้ว +3

    সুন্দর নাটক। মুগ্ধতার আরেক নাম অপূর্ব ♥️♥️♥️

  • @eshamukherjee6676
    @eshamukherjee6676 ปีที่แล้ว +4

    অপূর্ব অসাধারণ অসম্ভব ভালো লাগলো এতো সুন্দর নাটক উপহার দেওয়ার জন্য অনেক ধন্যবাদ