এতো সুন্দর করে সাজানো কাহিনী, চোখে জল এসে গেল। আমার দেশের শাহরুখ,সলমন খান রাও নিজেদের বয়স অনুযায়ী চরিত্র করার সাহসিকতা দেখাতে পারেন না,অথচ অপূর্ব অবলীলায় একটি নয়/দশ বছরের ছেলের বাবার চরিত্রে অভিনয় করছেন,কি অসাধারণ অভিনয় সকলের। পুরো নাটকের আশায় রইলাম। কলকাতা থেকে ♥️😍
বারবার দেখতে তো চলে আসি অপূর্ব ভাইয়ের নাটক কি অসাধারণ তার অভিনয় যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেয় তানিয়া বৃষ্টি অনেক সুন্দর অভিনয় করেছে শেষটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না 😢😢😢😢😢😢😢
এই নাটক টা পুরো আমার জীবনের কাহিনী।৪ বছরের বাচ্চা কে আমিই মা আমিই বাবা হয়ে বরো করেছি আমার ছেলের বয়স এখন ২০ বছর। আমি আর বিয়ে করিনি। আমার ঘরে আমি আর আমার ছেলে । কোলকাতা। ভারত থেকে দেখছি। খুব ভালো লাগলো ধন্যবাদ।
অসাধারণ সুন্দর লাগলো নাটকটি। প্রত্যেকের অভিনয় দারুণ। পরিচালক মশাইকে ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য। কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
আমি WB থেকে। আমি তানিয়ার অনেক নাটকই দেখেছি। তবে তানিয়ার এই নাটকটা আমার সবচাইতে বেস্ট মনে হয়েছে। তিনি খুব সুন্দর অভিনয় করেছেন। তার সাথে অপূর্ব ও বাচ্চাটাও মনকে ছুয়ে যাওয়ার মতো অভিনয় করেছেন। নাটকের গল্পটাও অসাধারণ লেগেছে।
OMG ! what a drama . Requesting for 2nd part. Apurbo is a time-tested actor , he is always special. But I am really surprised by the stunning acting of Taniya Bristy. She was differently awesome. Special thanks for Shakil vai.
সারাজীবন মনে রাখবে সময় ফুরিয়ে যায় যেটা যায় সেটা আর ফিরে আসে না তাই যা পাবে কুড়িয়ে নাও একথা টা একদম বাস্তব বলেছেন হৃদয় ছুঁয়ে গেছে এই কথা টা শুনে। নাটক টা খুব সুন্দর চমৎকার গল্প নিয়ে তৈরি করেছে অনেক ভালো লাগলো নাটক টা দেখে । 👍👍👍👍
সত্যি নাটকটি খুব ভালো লাগল এবং তানিয়া বৃষ্টির সঙ্গে ওই ছোট ছেলে অর্কর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভালোবাসা খুব ভালো লেগেছিল। দেখে একেবারে চোখ জুড়িয়ে গিয়েছিল। আর শেষমেশ ওই তাদের দুজনের মা ছেলের সম্পর্কটা আরো বেশি ভালো লেগেছে।
নাটক টা অসাধারন ছিল। নাটকটা খুব ভালো লাগছে এবং শেষের দিকে চোখের পানি চলে এসেছে। পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী দের কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।😂❤😂😂😂
অসাধারণ অভিনয় অপূর্ব মনে হয় না নাটক দেখছি । মনে হয় বাস্তব ।এতো সুন্দর অভিনয় কি ভাবে করেন। এতো বলিউড টলিউড স্টারদের অভিনয় দেখেছি আজ পর্যন্ত কাউকে আমার ভালো লাগেনি।আপনার অভিনয় দেখার জন্য অপেক্ষা করে থাকি।আপনি ভালো থাকুন সারা জীবন আমাদের এই ভাবে আনন্দ দিয়েজান ।west bengal nadia থেকে।
নাটকের কিছু কিছু কথা হৃদয় ছুঁয়ে গেলো। আমরা মানুষরা আসলে মিলনে আনন্দ পাই। পাই সুখ খোঁজে, বুঝি মিলনেই সুখ। সত্যি কি তাই? অপূর্ব এমন একজন অভিনেতা, যাকে বর্ণনা করে শেষ করা যাবেনা।
আমি অপূর্ব ভাইয়ার নাটক দেখে নিজেকে অনেকটা ধৈর্যশীল করেছি ভেঙে পড়লে কিভাবে নিজেকে নিজে ঠিক রাখতে হয় আমি সেটা অপূর্ব ভাইয়ের নাটক দেখে শিখেছি ভালোবাসার আরেক নাম অপূর্ব ❤️❤️
I'm liking Tania Bristy, she might not be called a real beauty but she is quite mature in acting. Her expression n delivery of speech is nice.. She is successful as the costar of Apurba. The story is designed in a fantastic way, it's really heart-melting. Also, a hearty thanks to the director.
Akhono Abdi Apurbor drama gulir modhye the best laaglo ei Dolna ghor. So full of love & emotion, Apurbo & Taniya charao oi child artist ti o has acted so smartly. A good rather right choice as Apurbo's son. So was the senior actor acted as Tania's protective dad. Beautiful climax. Altogether, the drama was so touching. A cute lovestory indeed. Mon bhore galo ❤️ 🌹😘👍
Assalamu alaikum Amar nam ayan I'm from India (Aasam Karimganj Amar kno jani ato valo lage bangladeshi drama Sotti ami onak like kori bamgladeshi natok moner maje jaiga kore nisse bangladeshi natok ❤❤❤
ভারত থেকে ঠিক বলেছেন বাংলাদেশের নাটক খুবই ভালো ইমসোনাল রোমান্টিক অপুর্ব বেষ্ট
এই প্রথম অপূর্ব তানিয়া জুটি দেখলাম খুব ভালো লাগছে নতুন জুটি
৪ জন মানুষ মিলে""কত সুন্দর একটা নাটক"""অসাধারণ।
বাবা বেঁপারী মানুষটাকে আপনি গুনলেনই না😂😂😂
শেষটায় চোখে জল এসে গেল 😭 অপূর্ব দার অভিনয় নিয়ে আলাদা করে আর কি বলবো যেকোন চরিত্রে উনি perfect আর তাইতো আমি ওনার একজন অন্ধ ভক্ত কলকাতা থেকে❤🇮🇳
আপু কলকাতা কোন উপজেলা থেকে বলছেন বলছেন
শেষের ফিনিশিং টা এত সুন্দর ছিল
চোখে জল এসে গেছিলো
এক কথায় অসাধারণ একটা নাটক
বাচ্চা ছেলে, কিন্তু কি দারুন অভিনয় করলো❤❤❤❤,ভারত থেকে বলছি, অপূর্ব ভাইয়া তো অসাধারণ
ধন্যবাদ ভারত থেকে দেখার জন্য শুভকামনা রইল।
এতো সুন্দর করে সাজানো কাহিনী, চোখে জল এসে গেল। আমার দেশের শাহরুখ,সলমন খান রাও নিজেদের বয়স অনুযায়ী চরিত্র করার সাহসিকতা দেখাতে পারেন না,অথচ অপূর্ব অবলীলায় একটি নয়/দশ বছরের ছেলের বাবার চরিত্রে অভিনয় করছেন,কি অসাধারণ অভিনয় সকলের। পুরো নাটকের আশায় রইলাম। কলকাতা থেকে ♥️😍
অপুর্বের নিজেরই ৯-১০ বছরের একটা ছেলে আছে, নাম আয়াশ
সলমন কি
@@মাটিরমানুষ-ঘ৪দ তো কি.... সেটা কি দোষের নাকি, তবু সবাই তো কচি সাজতে চায়।
@@rabbymondol3536 আমাদের Salman Khan
ধন্যবাদ
বারবার দেখতে তো চলে আসি অপূর্ব ভাইয়ের নাটক কি অসাধারণ তার অভিনয় যে কোনো চরিত্রে নিজেকে মানিয়ে নেয় তানিয়া বৃষ্টি অনেক সুন্দর অভিনয় করেছে শেষটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না 😢😢😢😢😢😢😢
"প্রেম,কষ্ট, কচ্ছপ সব'ই ধীর গতিতে চলে, একদম পারফেক্ট কথা টি!" 🙂
Right
অসাধারণ একটা নাটক দেখলাম মনটা ভরে গেল। শেষ টায় খুশীতে চোখে জল চলে এল। এমন সুন্দর সুন্দর নাটক ই দেখতে চাই 💖💖💖
শুধুই মুগ্ধতা। মন ছুঁয়ে যাওয়া গল্প আর অভিনয়।
প্রেম করার থেকেও প্রেমে পড়ার অনুভূতি গুলো অনেক বেশি মধুর হয়ে থাকে। 🖤🌺
হুম
ভুল বলতেছেন
@user-ee7qs5hx5q আমি প্রেমে পড়েছিলাম দেখেই মনে হয় এই মধুর অনুভূতিটা অনুভব করতে পেরেছিলাম। তাই তো এভাবেই লিখেছি। যেভাবে আমি অনুভব করেছি। 😊🌸
কোনো ভাষা খুঁজে পাচ্ছিনা। অসাধারণ অভিনয় তানিয়া বৃষ্টির। কি সুন্দর প্লট। অপূর্ব কে নিয়ে কিছু বলার নেই। রোমান্টিক রোলে ওর তুলনা নেই।
বাচ্চাটার প্রোপজ টেনে অনেক বার দেখলাম যত বার দেখি কলিজায় কেমন যেন টান লাগে,,,,,😢,,,,,
ভুল মানুষকে ভালোবাসলে যতটা দুঃখ পেতে হয়, সঠিক মানুষকে খুঁজে পেলে ভালোবাসা ততটাই সুন্দর হয়। 😇🌺
হুম
রাইট
একজন ভারতীয় হিসাবে আমি বাংলাদেশ র নাটকে প্রেমে পড়ে গেছি ৷
Ok
অনেক সুন্দর একটা নাটক।তাই কমেন্ট না করে থাকতে পারলাম না।চোখে পানি এসে গেল।কেউ লাইক কমেন্ট করলে নাটকটার কথা মনে পড়বে।
অপূর্ব ভাইয়ার নাটক হচ্ছে ট্রাজেডি এবং ইমোশন খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে কষ্টগুলো 😊❤️
❤
♥️♥️
কার কার অপূর্ব ভাইয়ার নাটক ভালো লাগে ❤❤
এই নাটক টা পুরো আমার জীবনের কাহিনী।৪ বছরের বাচ্চা কে আমিই মা আমিই বাবা হয়ে বরো করেছি আমার ছেলের বয়স এখন ২০ বছর। আমি আর বিয়ে করিনি। আমার ঘরে আমি আর আমার ছেলে । কোলকাতা। ভারত থেকে দেখছি। খুব ভালো লাগলো ধন্যবাদ।
তানিয়া বিষ্টি মনে হয় জিবনের সব থেকে অষাধারন ভালো অভিনয়ের একটা নাটক উপহার দিলো ধন্যবাদ সবাইকে,,,, ❤❤❤❤❤❤
ঠিক বলেছেন
😂😂 অসাধারণ একটা নাটক হাজার শক্ত মনের মানুষের চোখ ও পানি এসে যাবে 😂😂 অনেক ইমোশনাল ❤❤
বাংলাদেশের নাটক গুলো অনেক অনেক অনেক সুন্দর। ইন্ডিয়া থেকে বলছি।
অসাধারণ সুন্দর লাগলো নাটকটি। প্রত্যেকের অভিনয় দারুণ। পরিচালক মশাইকে ধন্যবাদ এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।
কলকাতা থেকে বাংলাদেশ নাটকের নিয়মিত দর্শক
আমি কলকাতা থেকে বলছি। অপূর্ব ভাই আমার কাছে সর্ব কালের সেরা অভিনেতা। এমনকি ভারতীয়দের থেকেও অনেক বেশি। তানিয়া বৃষ্টির ও জবাব নেই। ❤❤❤❤❤
Sorbokaler? Hasali re....ore tui border topkie chole jaaa😃😃
@@sudiptomondal5289 😅😅😅
ওঁরা কারা যারা বাংলা সিনেমার থেকে ও বাংলা নাটক ভালবাসেন বেশি,,,? ❤
Sobai
👉🏻 38:49
"প্রেম, কষ্ট, কচ্ছপ এগুলো ধীর গতিতে চলে।"
সংলাপটি অনেক ভালো লাগলো। 💗✨
বারবার দেখার মতো অসম্ভব ভালো লাগা একটা নাটক ❤️ সুন্দর গল্প, মনোরম পরিবেশ,প্রানবন্ত অভিনয় সবমিলিয়ে অসাধারণ লাগলো 👌
অপৃর্ব মানে বাংলা নাটকের অন্যতম প্রধান নাম হলো অপৃর্ব সব কিছু সাথে মিলিয়ে নিতে পারে সে,,, কে কে আমার সাথে এক মত হাত তুলেন
বড় ছেলের পর এই নাটকটা হিট হওয়া উচিৎ।অমায়িক হয়েছে।❤
Right
Akdom 2 to tey amar choke jol as6e ar atar 2nd part hoba to
নাটক টা ভীষণ ভীষণ ভালো লাগল একদম চোখে জল এসে গেছিল, সবার অভিনয় ও খুব ভাল হয়েছে কিছু বলার অপেক্ষা রাখেনা। আমি কোলকাতা থেকে লিখছি।
অনেক সুন্দর একটা গল্প গল্পর সাথে হৃদয় ছুঁয়ে যার মত অভিনয় ছিল থ্যাঙ্ক ইউ অপূর্ব ভাইয়া এত সুন্দর আজ উপহার
আমি WB থেকে। আমি তানিয়ার অনেক নাটকই দেখেছি। তবে তানিয়ার এই নাটকটা আমার সবচাইতে বেস্ট মনে হয়েছে। তিনি খুব সুন্দর অভিনয় করেছেন। তার সাথে অপূর্ব ও বাচ্চাটাও মনকে ছুয়ে যাওয়ার মতো অভিনয় করেছেন। নাটকের গল্পটাও অসাধারণ লেগেছে।
Location, Script, Character আর Acting just awesome!!!
কিন্তু নাটকটা তার প্রাপ্তির চেয়ে বেশি attention deserve করে
প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ কে কারা কারা ভালবাসেন? ❤❤
আর কোন কমেন্ট নেই,আর নাটক দেখতে আসলেই তোদের নবীর কথা মনে পড়ে
নাটক চালিয়ে কমেন্ট পড়া মানুষ গুলো কই পারলে হাত তুলে দেখাও ❤❤❤
আপনি তো দেখি সবজায়গায় হাজির😂😂😂😂
আমি সব সময় দেখি ❤
মি
গুরুত্বপূর্ণ কথা কখনো আগামীকালের জন্য রাখতে নেই। এটা আসলেই সত্যি কথা❤
অপূব ভাই তানিয়া আপু রানা স্যার একসাথে নাটকটা দেখে খুব খুব খুব ভালো লাগলো।
Haa
OMG ! what a drama . Requesting for 2nd part. Apurbo is a time-tested actor , he is always special. But I am really surprised by the stunning acting of Taniya Bristy. She was differently awesome. Special thanks for Shakil vai.
সারাজীবন মনে রাখবে সময় ফুরিয়ে যায় যেটা যায় সেটা আর ফিরে আসে না তাই যা পাবে কুড়িয়ে নাও একথা টা একদম বাস্তব বলেছেন হৃদয় ছুঁয়ে গেছে এই কথা টা শুনে। নাটক টা খুব সুন্দর চমৎকার গল্প নিয়ে তৈরি করেছে অনেক ভালো লাগলো নাটক টা দেখে । 👍👍👍👍
অপুর্ব & তানিয়া বৃষ্টি জুটির নতুন নাটক চাই। দুজনের জুটি দারুণ হয়।
অপূর্ব ভাইয়ার নাটক মানেই আগুন,
দেখলে হার্টবিট বেড়ে যায়
আমার ও
হৃদয় ছুয়ে যাওয়ার মত গল্প এক কথায় অসাধারণ ❤️❤️❤️
বারবার দেখার মতো অসম্ভব ভালো লাগা একটা নাটক দেখলাম 👍 সুন্দর গল্প, মনোরম লোকেশন, প্রানবন্ত অভিনয় সবমিলিয়ে অসাধারন লাগলো, শিশুশিল্পী র দুর্দান্ত সুন্দর অভিনয় 👌❤️ শেষ টা অবর্ণনীয় সুন্দর 👍❤️
অনেক দিন পর অপূর্ব কে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। অসাধারণ অভিনয়,আর কি বলবো যত বলা যায় ততই কম।।।।🙏🙏🙏
অসাধারণ একটা নাটক হয়েছে, কোবি ভালো লাগেছে, সবার অভিনয় দুর্দান্ত হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি এই নাটকের অল টিমকে, এতো সুন্দর একটা নাটক উপহার দেয়ার জন্য👌🏻👍
সত্যি নাটকটি খুব ভালো লাগল এবং তানিয়া বৃষ্টির সঙ্গে ওই ছোট ছেলে অর্কর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ভালোবাসা খুব ভালো লেগেছিল। দেখে একেবারে চোখ জুড়িয়ে গিয়েছিল। আর শেষমেশ ওই তাদের দুজনের মা ছেলের সম্পর্কটা আরো বেশি ভালো লেগেছে।
অসম্ভব সুন্দর একটা নাটক বাচ্চাটার অভিনয় দারুন ছিলো
কি আর বলবো অপূর্ব ভাই কে দেখে অবাক হয়ে যাচ্ছি , কি অসাধারণ তার অভিনয়,যে কোন চরিত্রে নিজেকে মানিয়ে নেয়, ❤❤❤❤❤😂
💯right
Nice
নাটক টা অসাধারন ছিল।
নাটকটা খুব ভালো লাগছে এবং শেষের দিকে চোখের পানি চলে এসেছে।
পরিচালক এবং অভিনেতা অভিনেত্রী দের কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য।😂❤😂😂😂
অসাধারন। অপূর্বর তো কথা হবে না। কিন্তু তানিয়া বৃষ্টিও অসাধারন করেছে। বিশেষ করে শেষের দিকে।❤
গল্প গল্পের মতো হলে মন ছূয়ে যায়, মনে হলে বাস্তব কোথাও বসে গল্প উপভোগ করছি, শেষ মুহূর্তে কান্না ধরে রাখতে পারলাম না।
Nice
অপূর্ব ভাইয়ের অভিনয় আমার কাছে খুবই ভালো লাগে ❤
অসাধারণ একজন অভিনেতা 😊
আমি সব সময় একটা কথা বলি ভালোবাসা সুন্দর যদি তা হালাল ভাবে হয় ❤
নায়িকা প্রেমে পড়েছে অপূর্বর! কিন্তু বিয়ে করতে চাইলো তার ছেলেকে কি আজব কাহিনী।
আরেকটা মন কেড়ে নেওয়া নাটক দেখলাম । কলকাতা থেকে শুভেচ্চা রইলো ।
"প্রেম , কষ্ট, কচ্ছপ, সবই ধীর গতিতে চলে " কথাটা কিন্তু ঠিক
সবই বুঝলাম কিন্তু কচ্ছপ কি বুঝলাম না।
নাটক চালিয়ে
কমেন্ট পড়তে আশা
পাবলিক গুলো কে দেখতে
চাই..!😍😇
Ami
Ami re boin🤪
Ami
ami😅😅😅😅😅
সৎ মা যদি বন্ধু হয়,,তা হলে সেই সন্তান অনেক হ্যাপি থাকে,,যেমনটা আমি,,আলহামদুলিল্লাহ
যার মা নেই সে বোঝে মা ছাড় কতোটা কষ্টের অপূর্ব ভাইয়ের নাটক অসাধারণ 💕❤❤❤❤❤❤❤
অসাধারণ অভিনয় অপূর্ব মনে হয় না নাটক দেখছি । মনে হয় বাস্তব ।এতো সুন্দর অভিনয় কি ভাবে করেন। এতো বলিউড টলিউড স্টারদের অভিনয় দেখেছি আজ পর্যন্ত কাউকে আমার ভালো লাগেনি।আপনার অভিনয় দেখার জন্য অপেক্ষা করে থাকি।আপনি ভালো থাকুন সারা জীবন আমাদের এই ভাবে আনন্দ দিয়েজান ।west bengal nadia থেকে।
নাটকের কিছু কিছু কথা হৃদয় ছুঁয়ে গেলো।
আমরা মানুষরা আসলে মিলনে আনন্দ পাই। পাই সুখ খোঁজে, বুঝি মিলনেই সুখ। সত্যি কি তাই? অপূর্ব এমন একজন অভিনেতা, যাকে বর্ণনা করে শেষ করা যাবেনা।
আমি অপূর্ব ভাইয়ার নাটক দেখে
নিজেকে অনেকটা ধৈর্যশীল করেছি
ভেঙে পড়লে কিভাবে নিজেকে নিজে ঠিক রাখতে হয় আমি সেটা অপূর্ব ভাইয়ের নাটক দেখে শিখেছি
ভালোবাসার আরেক নাম অপূর্ব ❤️❤️
💯right
বাস্তব বড়ই কঠিন....আর তার থেকেও কঠিন হল " কঠিন প্রেম ".....❤🌹
অপূর্ব হলো নাটক জগতের সবচেয়ে বড় রাজা
I'm liking Tania Bristy, she might not be called a real beauty but she is quite mature in acting. Her expression n delivery of speech is nice.. She is successful as the costar of Apurba.
The story is designed in a fantastic way, it's really heart-melting. Also, a hearty thanks to the director.
এক কথায় অসাধারণ লাগছে
লুকিং কালারিং সব কিছু একশো তে একশো
এই ঈদে আমরা কি অপুর্বর সাথে মেহেজাবিন আপু কে পাবোনা, তাহলে মিস করছেন যারা তারাই শুধু জানিয়ে 👇দিবেন
আমি এজন্য অপূর্বের নাটক দেখা বাদ দিছি
বাংলা নাটক মানেই হিট,,আর অপূর্ব ভাই হলে তো কথাই নেই
অসাধারণ বাস্তব জীবনে একটা চরিত্র। অনেক বেশি ভালোবাসা রইলো অপূর্ব ভাইয়ের জন্য
অসম্ভব সুন্দর গল্প টা.... হ্যা অসাধারণ অভিনয় করেছেন অপূর্ব ও তানিয়া বৃষ্টি, ছোট্ট বাচ্চা ছেলে টা, ও বাবা চরিত্রের সিনিয়র অভিনেতা।।।❤
দারুণ গল্প। এত সুন্দর করে কথা বলে অপূর্ব যে কারণে সংলাপগুলো মনের মধ্যে টোকা মারে। চোখে জল আসতে বাধ্য করে। সকলের অভিনয় প্রশংসনীয়। কলকাতা💐
শেষের দিকে চোখের জল ধরে রাখা গেলো না। এক কথায় অসাধারণ লিখনি ❤
নিজের অজান্তেই চোখে জল চলে এলো শেষ টা দেখে,,,,, অসাধারণ 😂😂😂😂😂😂❤❤❤❤❤❤❤😢😢😢😢
'দোলনাঘর' সত্যিই অসাধারণ গোছানো পরিপাটি অসম্ভব সুন্দর ভালো লাগার একটি কাজ, অপুর্ব ভাইয়ের অসাধারণ অভিনয় ভালো লাগলো। তানিয়া বৃষ্টি আপুও দিনকে দিন তার অভিনয়ের মুগ্ধতা ছড়াচ্ছেন, ভালো লাগে অনেক। 😘❤️
খুব ভালো নাটক। প্রত্যেকের অভিনয় আসাধারন। সকলকে অসংখ্য ধন্যবাদ।
যতটা আশা করেছিলাম
তারচেয়ে অনেক বেশি ভালো লেগেছে 👌👌👌
আসলে নাটক যদি নাটকের মত হয় তাহলে দেখেই মন ভরে যায় কাহিনী গুলো এত সুন্দর হয়েছে শেষমেষ দু চোখে পানি চলে আইছে 😥😔
মন ছুয়ে গেল..... গল্পটা 👌💝
কখন কাকে কিভাবে ভালো লাগে যায় বলা যায় না.... শুধু একটু ভালোবাসা 💝💝💝
অপূর্ব র নাটক মানেই অসাধারণ।
Just yes no very good
Eta jeno "BINI SUTAR TAN" er 2nd part. Jodio jani annyo Director, alada kahini. Khub Khub bhalo legeche. Onek bar dekhechi...aro dekhar ichha ache. KOLKATA theke.
Ekdom thik kotha👍
Ekta kotha volte hobe Bangladesh Natok gulor. Modde Ek onno rokom. Mayar. Onovutie are.. Bastovota pokash pay😌❤️🥺
অসম্ভব সুন্দর!! শেষ দিকে চোখ দিয়ে অশ্রু ঝরিয়ে পড়ে,,পার্ট ২ চাই সম্ভব যদি হয় আসবে আশা করি❤️🩹😭
চমৎকার । অপূর্ব সত্যি ই সব ধরনের চরিত্রে অপূর্ব , যাকে বিশ্লেষণ করা অসম্ভব ।
অসাধারণ একটি নাটক মনটা ভালো হয়ে গেলো , ধন্যবাদ এনটিভি কে
কিছু চরিত্র কারো জীবনের সাথে খুব মিলে যায়।❤
হৃদয় ছুয়ে যাওয়ার মত গল্প ❤
Akhono Abdi Apurbor drama gulir modhye the best laaglo ei Dolna ghor. So full of love & emotion, Apurbo & Taniya charao oi child artist ti o has acted so smartly. A good rather right choice as Apurbo's son. So was the senior actor acted as Tania's protective dad. Beautiful climax. Altogether, the drama was so touching. A cute lovestory indeed. Mon bhore galo ❤️
🌹😘👍
সত্যিই অসাধারণ অপূর্ব। নাম যেমন কাজ ও তেমন।❤️❤️❤️❤️❤️
আমার নেশা অপূর্ব ভায়ের নাটক দেখা।আবেগ অনুভতি প্রেম দুঃখ কষ্ট সব চরিত্রে অপূর্ব বেস্ট।
আমি ভাবছিলাম আমার চোখে নিজের অজান্তেই সেশ টুকু সইতে পারি নি কান্না চলে আসছে অপুর্ব তো আমার প্রিয় বলার কিছু নেই ❤❤❤❤❤❤❤❤❤❤
A Super story
A story of a mother
A Story of a father
Massive ❤❤❤
আহা' অসাধারণ নাটক হৃদয়কে শীতল করে গেল ভিষণ ভালো লাগলো।
❤
Assalamu alaikum
Amar nam ayan
I'm from India (Aasam Karimganj
Amar kno jani ato valo lage bangladeshi drama
Sotti ami onak like kori bamgladeshi natok moner maje jaiga kore nisse bangladeshi natok ❤❤❤
খুব ভালো লাগলো ,অদ্ভুত এক মন ভালো করা গল্প ,কলকাতা থেকে অনেক শুভেচ্ছা রইলো, সবাই ভালো থাকবেন
অসাধারণ একটা নাটক,, সব মা মরা বাচ্চারা যেন এমন একটা মা পায়
অসম্ভব সুন্দর একটি নাটক মনটা জুড়িয়ে গেছে
মুগ্ধ হলাম !!! চার জনেরই অসামান্য অভিনয় সঙ্গে দারুন লোকেশন আহা মনটা ভরে গেল..!! চোঁখের পলক না ফেলে নাটক টি উপভোগ করলাম !!
সত্যি সত্যি দিন দিন বাংলাদেশের নাটক এর ফ্যান হয়ে জাচ্ছি
Excellent নাটক, সেই স্বাদ, এতো স্বাদ কেনো..?