ভাসমান হাসপা তালে ২০ টাকায় অপারে শন সহ আধুনিক চিকিৎ সা সেবা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • বগুড়া সারিয়াকান্দি যমুনা নদীর চরে নোঙর করে থাকা এই জাহাজটি একটি ভাসমান হাসপাতাল। এই হাসপাতালের নাম লাইফবয় ফ্রেন্ডশীপ হাসপাতাল। নদীর মাঝে ভেসে থাকা চরে বসবাস করা প্রত্যন্ত মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেবার জন্য বিভিন্ন চরে নোঙর করে থাকে এই হাসপাতাল। মাত্র ২০ টাকায় এখানে মিলছে বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে আধুনিক চিকিৎসা সেবা। টিকেটের ঐ ২০ টাকা খরচেই হচ্ছে অপারেশন। দুর দুরান্ত থেকে প্রতিদিন রোগিরা আসছে এখানে চিকিৎসা সেবা নিতে। আবার প্রতিদিনই অনেকে সুস্থ হয়ে রোগিরা বাড়ি ফিরে যাচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগিদের জন্য বসার জায়গা রয়েছে। যদি কোন রোগির ভর্তি থাকতে হয় তাদের জন্য টিন দিয়ে অস্থায়ী শেড করে দেয়া হয়েছে। মাত্র বিশ টাকায় সুবিধা বঞ্চিত মানুষরা অপারেশন সহ সকল সুবিধা পাচ্ছে। জরুরী রোগী পরিবহনের জন্য রয়েছে ওয়াটার এম্বুলেন্স। বর্তমানে এই ভাসমান হাসপাতালটি অবস্থান করছে বগুড়া জেলার সারিয়াকান্দি যমুনা নদীর চরে। এই জায়গাটার নাম চর বাটিয়া। সারিয়াকান্দি কালিতলা ঘাটের ঠিক পূর্বের চরটিই হলো চর বাটিয়া।
    ভাসমান হাস-পাতালে মাত্র ২০ টকায় অপারে-শন সহ আধুনিক চিকি-ৎসা
    #বগুড়া #Bogura #সারিয়াকান্দি #sariakandi

ความคิดเห็น • 1

  • @quran6873
    @quran6873 3 หลายเดือนก่อน

    অপারেশন করতে গিয়ে নি ওপারে পাঠায় দেয়