অনেক দিন পরে, তোমার অমৃত বাণী শুনে ধন্য হলাম । ভীষণ ভাল লাগল, বর্তমানে এই সময়ের জন্য তোমার এই পরিবেশনা , ভীষণ প্রয়োজন, এইরকম আর ও অনেক কিছু জানার ইচ্ছে থাকল। তোমার প্রতিটি কথাই ভীষণ ভাল লাগল, ভাল থেকো
কি অদ্ভুত ব্যাখ্যা এখান থেকে সারা বিশ্বের শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা গুলি পাঠ্যপুস্তক বানিয়ে সিলেবাসে দিয়ে, পৃথিবীতে প্রকৃত মানুষ তৈরীর কারখানা গরে তুলতে হবে। রাধে রাধে রাধে রাধে
যতোই আপনাকে মানে আপনার ব্যাখ্যা আপনার দর্শন শুনছি সমস্ত বিষয়ে ততোই যেন মন্ত্র মুগ্ধ হয়ে পড়ছি...... শেষে এটুকুই বলতে পারি আপনি আমার নতমস্তকে প্রণাম নেবেন আর পারলে একবার আপনাকে দেখার সুযোগ করে দিয়েন 🙏🙏🙏
আমি আপনার নিয়মিত শ্রোতা। একটা দীর্ঘ সময় পর শ্রবণ করছি। এক তৃস্নার্ত র কাছে একটা পিপাসা মেটানোর মাধ্যম আপনি। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনি অনেক জটিল তত্ত্ব সহজ ও সরল করে দেন। ধন্যবাদ 🙏🙏
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুন্দরভাবে এই সনাতন ধর্ম ও বিজ্ঞান এর মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে তার তথ্যসমৃদ্ধ ব্যাখ্যা করার জন্য। আমরা সবাই সনাতন ধর্ম এবং প্রচলিত বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মের মধ্যে প্রভেদ করতে পারি না। আপনার মুখে আরও অনেক অনেক ধর্মীয় ব্যাখ্যা শোনার অপেক্ষায় রইলাম। ঈশ্বর আপনাকে দীর্ঘজীবী করুন।
দীর্ঘ দিন অপেক্ষার পর আপনার বলিষ্ঠ বিশ্লেষণ মূলক আলোচনা ভীষণ সম্পৃক্ত করেছে। সনাতন ধর্মের প্রকৃত ব্যখ্যা আপনার বক্তব্যের জন্য আপনাকে কুনিস জানাই। এগুলো ভাইরাল হ ওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
অনেক দিন অপেক্ষায় ছিলাম,,, সেজন্য প্রথমেই ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ অশেষ।আজ সত্যিই অসাধারন গঠন মূলক আলোচনা করলেন সনাতন ধর্ম নিয়ে। তবে এতো অল্প কথায় শেষ হল,,,তাই অনুরোধ সনাতন ধর্ম নিয়ে যদি আরও বিশদভাবে আলোচনা হয়,, সমৃদ্ধ হবো। আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। অনুরোধ -- আপনার ভিডিও যেন ধারাবাহিক ভাবে পাই।
নমস্কার আপনার সঙ্গে আমার হয়তো পরিচয় নাই আজকে প্রথম আপনার ভিডিও দেখছি কিন্তু কথাগুলো শুনে খুব ভালো লাগলো কিন্তু এই সনাতন ধর্মের ভেজালমুক্ত করেছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার সুযোগ্য পুত্র গুরুর চাঁদ ঠাকুর আপনি যদি শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ করেন বাঘ গুরুচাঁদ চরিত্র পাঠ করেন তাহলে আপনার এই কথাগুলো সম্পূর্ণ তার মধ্যে বিদ্যমান এই সূক্ষ্ম সনাতন ধর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এই মানব সমাজকে দিয়েছেন তাই এই মতুয়া ধর্মকে মানব ধর্ম বলা হয় বা সূক্ষ্ম সনাতন ধর্ম বলা হয় অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও দেখে খুব শান্তি পেলাম আপনি ভিডিও করতে থাকুন আমি উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ থেকে বলছি আমার নাম শংকর বিশ্বাস ব্রাকেটে দলপতি নমস্কার জয় হরি বল সনাতন ধর্মের জয় হোক
বিজ্ঞানের যুগ আবার কী? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। অধ্যাতিকতা ও একটা বিজ্ঞান, ধর্ম ও একটা বিজ্ঞান, দর্শনিকতা একটা বিজ্ঞান। যে কোন বিষয়ে বারংবার পরীক্ষা ও সত্য আবিষ্কারের পর সে বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন ও তার উপযুক্ত প্রয়োগ সেটাই বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান। যখন ধর্মের সাথে তুলনা করবেন তখন বলবেন " জড় বিজ্ঞান "।
Thank you Prof Panda. My regards. You give me hope that Sanatani sm may return to Bengal. If it does, Bengal, India & the world benefit from it. The whole of mankind. Montosh Banerjee. IL. USA.
Respect is not a one way street - as long as it is a two way street then it is the way to go forward. However, we the people of Bharat (followers of Dharmic tradition) shall be mindful of the history and people belonging to Abrahamic faith that tell a different tale - one of the root causes of present day Bharat and in the world.
Sir, ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ যদি ইংরেজি সাবটাইটেল দিয়ে ভিডিওটা করলে মনে হয় ভালো হয়.... তাহলে এই জ্ঞান সারা পৃথিবীতে বিকশিত হবে, ধন্যবাদ
ধর্ম কথার english equivalent word 'Religion' কথাটি ঠিক নয়। ধর্ম ও বিশ্বাস আলাদা আলাদা জিনিস। ধর্ম মানে সনাতন ধর্ম ❤ যেমন আগুনের ধর্ম তাপ ও আলোক। ঠিক তেমনই মানুষের ধর্ম হল সেবা করার প্রবণতা। এটিই সনাতন ধর্ম। বিজ্ঞান ও প্রযুক্তি আলাদা জিনিস ❤ Science is that branch of knowledge which deals with the things as they are. Sensibility, consciousness, dignity,honour must be added to this. আমাদের সনাতন বোধ দরকার ❤❤❤ Everything is contained in our Vedic scriptures। বিজ্ঞান হল সনতান ধর্মের প্রায়োগিক দিক।
Excelent...a clear idea and ediology of the clear blue SKY examples for the SUPREME NATURAL CLUES of the JUDGEMENTS of the supper natural feeling s FROM THE HEART..
আজ থেকে আমি আপনার একজন ক্ষুদ্র ভক্ত হয়ে গেলাম। ভালো থাকবেন স্যার।আর আমাদের এই ভাবে সনাতন শিক্ষা দান করিবেন।
😂😂😂
Sohomot
স্যার,আমি বাংলাদেশ 🇧🇩 থেকে,
আপনার কথার অপেক্ষায় থাকি ,আপনার কথাগুলো সত্যি প্রয়োজনীয় কথা
আপনাকে অনেক ধন্যবাদ 🙏🙏🙏
Sotii ashadharon
ওনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। সত্যিই অসাধারন আলোচনা।
নমস্কার দাতা ভাই আপনার কথা গুলো আমার কাছে খুব ভাল লাগে,,, বাংলাদেশ তেকে
অনেকদিন অপেক্ষার পর মনে হচ্ছে পিপাসিত হৃদয় ঠান্ডা মিষ্টি পানি পান করার স্বাধ উপলদ্ধি করছে! নিয়মিত ভিডিওর প্রার্থনা জানাই, ভাল থাকুন সবসময়।
❤❤❤❤❤
আপনার কমেন্টসের লেখাগুলো মনে ধরেছে ❤
প্রতিটা ঈশ্বরবাদি ধর্মে বস্তা পচা নোংরা নিয়ম - নীতি এবং রুপকথার গল্প আছে!
❤❤❤
❤🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉 thanks saying the dejital ba since.bibek 🙏🏻
অনেক দিন পরে, তোমার অমৃত বাণী শুনে ধন্য হলাম । ভীষণ ভাল লাগল, বর্তমানে এই সময়ের জন্য তোমার এই পরিবেশনা , ভীষণ প্রয়োজন, এইরকম আর ও অনেক কিছু জানার ইচ্ছে থাকল। তোমার প্রতিটি কথাই ভীষণ ভাল লাগল, ভাল থেকো
বাবা তোমার কথা শুনে আমার মনটা ভরে গেলো।ইশ্বর তোমার মঙ্গল করুন।জয় সনাতন ধর্মের।
কি অদ্ভুত ব্যাখ্যা এখান থেকে সারা বিশ্বের শিক্ষা নেওয়া উচিত। এই শিক্ষা গুলি পাঠ্যপুস্তক বানিয়ে সিলেবাসে দিয়ে, পৃথিবীতে প্রকৃত মানুষ তৈরীর কারখানা গরে তুলতে হবে। রাধে রাধে রাধে রাধে
সার্থক হোক আপনার আশা।
😂😂😂
দীর্ঘদিন পর আপনার ভিডিও দেখতে পেলাম। প্রণাম নেবেন।
Hare krishna
মনে হচ্ছে Vivek Tirtha আমার মনের কথা বলছেন। আমার ঠাকুরমা এই সারাংশ সহজ কথায় আমাদের বলতেন। Righteousness is the way of life. অসংখ্য ধন্যবাদ।
যতোই আপনাকে মানে আপনার ব্যাখ্যা আপনার দর্শন শুনছি সমস্ত বিষয়ে ততোই যেন মন্ত্র মুগ্ধ হয়ে পড়ছি...... শেষে এটুকুই বলতে পারি আপনি আমার নতমস্তকে প্রণাম নেবেন আর পারলে একবার আপনাকে দেখার সুযোগ করে দিয়েন 🙏🙏🙏
আমি আপনার নিয়মিত শ্রোতা। একটা দীর্ঘ সময় পর শ্রবণ করছি। এক তৃস্নার্ত র কাছে একটা পিপাসা মেটানোর মাধ্যম আপনি। আপনাকে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনি অনেক জটিল তত্ত্ব সহজ ও সরল করে দেন। ধন্যবাদ 🙏🙏
অনেকদিন ধরে আক্ষেপ নিয়ে অপেক্ষায় ছিলাম। আজ আপনাকে পুরনো ধারায পেয়ে খুব ভালো লাগছে।
অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সুন্দরভাবে এই সনাতন ধর্ম ও বিজ্ঞান এর মধ্যে যে নিবিড় সম্পর্ক রয়েছে তার তথ্যসমৃদ্ধ ব্যাখ্যা করার জন্য। আমরা সবাই সনাতন ধর্ম এবং প্রচলিত বিভিন্ন সাম্প্রদায়িক ধর্মের মধ্যে প্রভেদ করতে পারি না। আপনার মুখে আরও অনেক অনেক ধর্মীয় ব্যাখ্যা শোনার অপেক্ষায় রইলাম। ঈশ্বর আপনাকে দীর্ঘজীবী করুন।
অনেক সমৃদ্ধ হলাম।
নমস্কার নেবেন।
সনাতন ধর্মের কাছে আমার মাথা নত করি ও প্রণাম জানাই।
দীর্ঘ দিন অপেক্ষার পর আপনার বলিষ্ঠ বিশ্লেষণ মূলক আলোচনা ভীষণ সম্পৃক্ত করেছে। সনাতন ধর্মের প্রকৃত ব্যখ্যা আপনার বক্তব্যের জন্য আপনাকে কুনিস জানাই। এগুলো ভাইরাল হ ওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
স্যার,আপনাকে আমার সহস্র কোটি প্রণাম রইলো।আমি সবসময় আপনার দেখানো পথে চলার চেষ্টা করি।গোপাল আপনার মঙ্গোল করুক।🙏
আপনি ও বিবেক তীর্থের সঙ্গে থাকবেন।
মহাশয় আপনার কত অপেক্ষায় ছিলাম
দয়া করে নিয়মিত ভিডিও দেন।
Sir অনেক দিন পর আপনার কথা শুনলাম। ভীষণ ভালো লাগলো।
Kothay chilen moshai....etodin keu opekkha koriye rakhe? Apnar opekkhay sobai bose achi....ebhabe nirash korben na. Apnar video jeno bondho na hoy anurodh roilo.
স্যার অধীর আগ্রহে অপেক্ষা করি আপনার কথা শোনার জন্য। প্রণাম নেবেন স্যার।
অনেক মূল্যবান কথা বলার জন্য ধন্যবাদ। এরকম আলোচনা আর ব্যপক প্রচারের দরকার,
অনেক সময় পরে একটি খুব খুব খুব ভালো ধরনের ভিডিও দেখলাম, যেটা এখন সমাজে প্রচুর ভাবে প্র চার করা দরকার হয়ে পড়েছে এটাই প্রকৃত বিজ্ঞান।
যত দেখছি তথ্য ভিত্তিক আলোচনা। মুগ্ধ হচ্ছি।
অনেক দিন অপেক্ষায় ছিলাম,,, সেজন্য প্রথমেই ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ অশেষ।আজ সত্যিই অসাধারন গঠন মূলক আলোচনা করলেন সনাতন ধর্ম নিয়ে। তবে এতো অল্প কথায় শেষ হল,,,তাই অনুরোধ সনাতন ধর্ম নিয়ে যদি আরও বিশদভাবে আলোচনা হয়,, সমৃদ্ধ হবো। আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। অনুরোধ -- আপনার ভিডিও যেন ধারাবাহিক ভাবে পাই।
আশ্রম হলে হবে 😊
@@professorpanda5589 অবশ্যই হবে
এমন আলোচনায় মন জুড়িয়ে যায়। প্রনাম নিবেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
সকল ধর্ম মিথ্যা।ধর্ম থেকে বেরিয়ে আসুন
@@AbdulKarim-ve9zv ইসলাম থেকে বেরিয়ে আসুন, দুনিয়ার প্রায় ৯৫% অপরাধ এমনিতেই কমে যাবে।
আপনি এতটা গভীরভাবে সুন্দর শব্দচয়নের দ্বারা সনাতন ধর্মকে ব্যাখ্যা করলেন, আমি সত্যিই আশ্চর্য হয়েছি। জ্ঞানমূলক আলোচনা।❤❤❤ অমৃত
অনেক বড় উত্তর পেয়ে গেলাম কত গভীর ভাবনা।।
অপূর্ব স্যার আপনার মতার্দশ বর্তমান সময়ে খুব ই প্রাসঙ্গিক।
Heart touching and pragmatic discussion
. Really you are a great human being.
স্যার সময় পেলে জন্মান্তর নিয়ে একটা ভিডিও দেবেন।❤❤❤ প্রণাম নেবেন।
অসাধারণ যুক্তি সংগত আলোচনা। ধন্যবাদ ও নমস্কার স্যার।
খুব ভালো লাগলো দাদা। ধন্যবাদ এই উপস্থাপনার জন্য।
Love from Murshidabad ❤
নমস্কার আপনার সঙ্গে আমার হয়তো পরিচয় নাই আজকে প্রথম আপনার ভিডিও দেখছি কিন্তু কথাগুলো শুনে খুব ভালো লাগলো কিন্তু এই সনাতন ধর্মের ভেজালমুক্ত করেছেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার সুযোগ্য পুত্র গুরুর চাঁদ ঠাকুর আপনি যদি শ্রীশ্রী হরিলীলামৃত পাঠ করেন বাঘ গুরুচাঁদ চরিত্র পাঠ করেন তাহলে আপনার এই কথাগুলো সম্পূর্ণ তার মধ্যে বিদ্যমান এই সূক্ষ্ম সনাতন ধর্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর এই মানব সমাজকে দিয়েছেন তাই এই মতুয়া ধর্মকে মানব ধর্ম বলা হয় বা সূক্ষ্ম সনাতন ধর্ম বলা হয় অসংখ্য ধন্যবাদ আপনার ভিডিও দেখে খুব শান্তি পেলাম আপনি ভিডিও করতে থাকুন আমি উত্তর দিনাজপুর জেলা রায়গঞ্জ থেকে বলছি আমার নাম শংকর বিশ্বাস ব্রাকেটে দলপতি নমস্কার জয় হরি বল সনাতন ধর্মের জয় হোক
আপনার সাথে আমি এক মত।
আসলে কথা হল কি জানেন আমাদের মধ্যে দম (সাহস) নেই আমরা সব সময়ে পরনির্ভশীল হয়ে ছিলাম, আছি, এবং থাকবো এটাই আমাদের দুর্ভাগ্য।
দাদা অনেক দিন পর দেখলাম !! আমি বাংলাদেশ থেকে।
অসাধারণ।মনে হলো যেন অমৃত পান করলাম।
অনেক ধন্যবাদ sir❤❤
Thanks অপূর্ব নিদর্শন এবং সিদ্ধান্ত এই তো প্রয়োজন
অসাধারণ গঠনমূলক আলোচনা
বিজ্ঞানের যুগ আবার কী? বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান। অধ্যাতিকতা ও একটা বিজ্ঞান, ধর্ম ও একটা বিজ্ঞান, দর্শনিকতা একটা বিজ্ঞান। যে কোন বিষয়ে বারংবার পরীক্ষা ও সত্য আবিষ্কারের পর সে বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন ও তার উপযুক্ত প্রয়োগ সেটাই বিজ্ঞান। পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, সমাজ বিজ্ঞান।
যখন ধর্মের সাথে তুলনা করবেন তখন বলবেন " জড় বিজ্ঞান "।
আপনাকে "সত্যধর্ম্ম"- গ্রন্থটি পড়িবার অনুরোধ জানাই।
"Science is lame without religion and religion is blind without science" 🌼 Albert Einstein 🌼
🌱🌱🌱🌱🌱🌱🙏🌱🌱🌱🌱🌱🌱
Science is dead without faith and belives
আপনার বক্তব্য শুনে মুগ্ধ হয়ে রই।
অনেক সুন্দর আলোচনা ❤❤
Onek dhonyobad janai apnake . Moner somosto kotha apnar mukhe khub poriskar kore sunte pachchhi . Onek kichhu jante parchhi .
অনেক দিন পর মনে র মানষ পেলাম। আপনার কথা শুনে শান্তি পেলাম। কাছে পেলে কাজে র ফাকে বশে থেকে আরো শুনতাম।
নমস্কার গুরু শিক্ষক 🙏
অবশ্যই যুক্তি-যুক্ত আলোচনা ❤️❤️
আসসালামু আলাইকুম মান ইত্তাবাল হুদা,সত্যি শিক্ষনীয়।
Om Shanti!!! 🙏🙏
জয় সনাতন ধর্মের গীতা শিক্ষার হিন্দু সংকৃতি র ঐক্য সংঘের জয় ❤❤❤
মানব রচিত ধর্মগুলো শোষণ এবং ভোগের হাতিয়ার 💖💖🙏
Many many thanks 🙏 I have no language to praise
অসাধারণ আলোচনা ❤
Aaro besi video upload korar onurodh roilo...valo thakben Sir..
খুবই সুন্দর ভাবে বোঝালেন, জয় সনাতন
Thank you Prof Panda. My regards. You give me hope that Sanatani sm may return to Bengal. If it does, Bengal, India & the world benefit from it. The whole of mankind.
Montosh Banerjee. IL. USA.
স্যার,আপনার দীর্ঘায়ু কামনা করি 🙏
অসাধারণ বক্তব্য ❤️❤️❤️ চালিয়ে যাবেন।ধন্যবাদ 🙏🙏🙏
Definitely Sanaton Dharmo is the great religion all over the world. Very fruitful discussion.
আমি আচার্য প্রশান্তের কাছ থেকে গীতা শুনি। কথাগুলোর মাহাত্ম্য খুব ভালোভাবে বুঝতে পারছি❤❤
এত সুন্দর আলোচনা য় অনুপ্রেরণা পেলাম 🇧🇩🙏
Onkdin opekkha kore chilam❤
অনেক দিন পর আপনাকে আবার পেলাম ।
Khub bhalo laglo apnar juktigulo. Perfect. Thank u sir.
ATI Sundar alochona dhanyabad apnake ai bhabe Sanatan shiksha prachar hole jagate shanti fire asbe
Anek anek din pare apnar vidio dekhte pelam.punoray bandho korbenna please.🙏
খুব সুন্দর আলোচনা, অনেক ধন্যবাদ জানালাম।
অনেক দিন অপেক্ষায় ছিলাম আপনার ভিডিওর।
Smart and pure talk.
ভীষণ ভালো লাগল।
Bah besh bhalo. Logical.
আপনার বক্তব্য খুব ভালো লাগলো।আরো কিছু মূল্যবান বক্তব্য শুনতে চাই
খুব সুন্দর করে বোঝালেন সনাতন ধর্মের মুল তথ্য
ALWAYS RESPECT TO ALL RELIGION FAITH AND MODERN SCIENCE, BOLD VOICE OF DR.SUBHAS CHANDRA SAHA
Respect is not a one way street - as long as it is a two way street then it is the way to go forward. However, we the people of Bharat (followers of Dharmic tradition) shall be mindful of the history and people belonging to Abrahamic faith that tell a different tale - one of the root causes of present day Bharat and in the world.
হরে কৃষ্ণ স্যার, কৃষ্ণ আপনার মঙ্গোল করুক , অনেক সুন্দর প্রবচন
Asadharon Alochona, Thanks, Apnake,
ধন্যবাদ স্যার। এরকম ভিডিও আরো চাই।
Absolutely perfect thanks
Adbhut mon bhore galo darun bakhha
আপনার মত মানুষের ভীষণ দরকার
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ❤
Thanks to you sir. Wonderful. God bless to you.
Nice discussion for the society
ধন্যবাদ। আপনার আলোচনা উপভোগ করলাম।🌹🙏🙏🙏🌹
অসাধারণ আলোচনা ধন্যবাদ আপনাকে
Thank you.
ভাল লাগলো
অসাধারণ
আপনার আলোচনা ভীষন উপদেয়।
Sir, ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ যদি ইংরেজি সাবটাইটেল দিয়ে ভিডিওটা করলে মনে হয় ভালো হয়.... তাহলে এই জ্ঞান সারা পৃথিবীতে বিকশিত হবে, ধন্যবাদ
অপূর্ব 🙂🥰realty
সমৃদ্ধ হলাম। জয় হোক মানবতার। শ্রদ্ধা।
এখন অনেক কিছু শিক্ষার বাকি আছে , আমাদের পথ আরও প্রসস্হ করুন বিনীত অনুরোধ ,,,,,,,,,,, ধন্যবাদ৷।
অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আবারো ধন্যবাদ আপনাকে।
খুবই গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে
ধর্ম কথার english equivalent word 'Religion' কথাটি ঠিক নয়।
ধর্ম ও বিশ্বাস আলাদা আলাদা জিনিস।
ধর্ম মানে সনাতন ধর্ম ❤
যেমন আগুনের ধর্ম তাপ ও আলোক।
ঠিক তেমনই মানুষের ধর্ম হল সেবা করার প্রবণতা। এটিই সনাতন ধর্ম।
বিজ্ঞান ও প্রযুক্তি আলাদা জিনিস ❤
Science is that branch of knowledge which deals with the things as they are. Sensibility, consciousness, dignity,honour must be added to this.
আমাদের সনাতন বোধ দরকার
❤❤❤ Everything is contained in our Vedic scriptures। বিজ্ঞান হল সনতান ধর্মের প্রায়োগিক দিক।
দাদা, এ নিয়ে কিছু লিখুন। অপেক্ষায় রইলাম
Religion=dharma, "sanatan Dharma" D capital
অসাধারণ।
Excelent...a clear idea and ediology of the clear blue SKY examples for the SUPREME NATURAL CLUES of the JUDGEMENTS of the supper natural feeling s FROM THE HEART..
Outstanding ❤
Valuable discussion. Want more. Thanks.
আন্তরিক অভিনন্দন প্রিয় বন্ধু।
Such a lovely deliberation