আমি এক প্রবীন ব্যক্তি। যা শুনলাম এগুলো সব আমার মনের কথা। আমি এগুলো বলি। হয়ত আপনার মত এত সুন্দর ভাবে নয়। আমাদের সংষ্কৃতি এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে তা পুনরুদ্ধার করা বড় কঠিন, তবে অসাধ্য নয়। অশেষ ধন্যবাদ ।
খুবই তাপর্যপূর্ণ আলোচনা। যে জাতি নিজের ইতিহাস কে সঠিক ভাবে জানে না, হে জাতির উন্নতি কখনই সম্ভব নয়। এই আলোচনা আরো অনেক বেশি ভাবে হওয়া উচিৎ। অনেক ধন্যবাদ আপনাকে।
এই অসাধারণ আলোচনা যদি সম্ভব হয় ইংরেজিতে করুন। আমাদের গৌরব লুন্ঠনের ইতিহাস এবং তা পূনঃরুদ্ধারে আমাদের কর্তব্যের ব্যপারে আপনার প্রস্তাব সমগ্র ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে বিরামহীন ভাবে যতটা সম্ভব ছড়িয়ে যেতে হবে।
একদমই সহমত নই এই কারণে যে এই মতামতগুলো ইতিমধ্যে বাকি ভারতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে, পড়ছে। শুধু বাংলাই বাদ রয়ে গেছে। তাই এই জাতীয় বক্তব্য বাংলায়ই হওয়াটা ভীষণ ভীষণ জরুরি।
ঠিক এই জায়গাতেই সমস্যা। ইংরাজি ভাষায় কেন??? আমরা বিভিন্ন প্রাদেশিক ভাষায় কেন এই বক্তব্য / আলোচনাকে তুলে ধরতে পারি না! আর যারা এখনও শুধু মাত্র ইংরেজি ভাষা ছাড়া ভারতবর্ষের অন্য কোনও ভাষা জানেন না, তাদের কে এই আলোচনায় (সাময়িক ভাবে) বাদ দিয়ে আমরাই কিছু করি। সত্যি, প্রথাগত শিক্ষিত মানুষদের কথা শুনে মনে হয় - আমাদের শাসন, শোষন, লুন্ঠন করে এই জাতিগুলো যেন উপকার করেছে!
খুব ই তাৎপর্যপূর্ণ ও ভীষণ ই প্রয়োজন আলোচনা, এইরকম পদক্ষেপ গ্রহণ করতে অনেক সাহস লাগে, ইতিহাস আমাদের জীবনে কত টা মূল্যবান, সেটা আমাদের সবার জানা উচিত, অনেক বছর ঝিমিয়ে থাকা আমাদের ভারত আবার জেগে উঠুক 🙏🏻🙏🏻 সব সত্যি কথাই বলছো, অনেক শুভ কামনা রইল.... এগিয়ে যাও, দেখো আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন ভাল শিক্ষা থেকে বঞ্চিত না হয় 😊😊
এই বিষয় গুলি আমি জানতাম এলোমেলো ভাবে,কিন্তু আপনি যেভাবে সুন্দর করে আলোচনা করলেন ততটা বিস্তারিত জানতামনা ,নিরপেক্ষ সুন্দর আলোচনার জন্য আপনাকে হাজারো ধন্যবাদ,জলপাইগুড়ি থেকে
ঠিকঠাক একটা কলম দরকার ও সেই কালির অক্ষর যেন সাদা পাতায় ঝকঝকে ও স্পষ্টভাবে দেখা যায় তার ব্যবস্থা করতে হবে। আপনাকে শ্রদ্ধা জানাবার কোনও যোগ্যতাই নেই আমার । তবুও সেই অযোগ্যদের জন্য ঈশ্বর আপনাকে দিয়েছেন। ঈশ্বর আপনার সহায় হোন এই প্রার্থনা করি তাঁর চরণে ।🙏🙏
আপনার তুলে ধরা তথ্য গুলি বিশেষভাবে গ্রহণযোগ্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সঠিক তথ্য তুলে ধরার জন্য। আপনাকে একটি অনুরোধ রইল প্রাচীন ভারতবর্ষের ক্যাস্ট সিস্টেমের উপরে একটি প্রতিবেদন রাখার জন্য।
দাদা আপনার এই তথ্য ভিত্তিক বক্তব্যে আমি সহমত পোষণ করি। কিন্তু এর জন্য প্রয়োজনীয় বাতাবরণ আবশ্যক। এতো চিৎকার চারিদিকে, ডুব দেওয়া ভীষণ কঠিন। সাধনা পুজো অর্চনা অতো চিৎকার করে হয় না।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আলোচনা। শাসক এর লেখা ইতিহাস শোষিত সমাজ ধারণ করে চলেছে। এর ফলে শাসক বদলাবে কিন্তু শোষণ অবিরত চলবে এবং ইতিহাসের পুনরাবৃত্তি হবে।
আমি বিজয় নগর সাম্রাজ্য দেখে এসেছি বর্ত্তমান এটা হাম্পী নামে পরিচিত | একটা বিশাল ভগ্ন শহর দেখে থমকে দাড়াতে হয় | এখনো যা আছে দেখে মনে হয় সেই নগরে কি ছিলনা | এটা এখন Unesco world Heritage Site ঘোষণা করেছে| |
সোনার পদক পাওয়া চাটুকার দের জন্য ই আজ আমাদের এত অধ:পতন যুবসমাজের। ভ্রান্ত শিক্ষা য় শিক্ষিত হয়ে আজ আমরা বিভ্রান্ত। এই ধারণা থেকে যুব সমাজ কে এক মাত্র বাচাতে পারে বি, জে, পির মত দেশ প্রেমিক দল। মুসলিম প্রেমিক এই তৃণমূল, সি, পি, এম ও গান্ধী ক;গ্রেস এরা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সাবধান দেশ প্রেমিক নাগরিক গন।
স্যার খুব ভালো লাগলো আপনার কথা গুলো।আমি পেশায় শিক্ষক। ইতিহাস বইতে যেসব ব্যাক্তিদের ( মহান) আমরা নামটাও পাইনি ইউটিউব, গুগল সার্চ করে করে, একই ব্যাক্তিকে নিয়ে বেশ কয়েকজনের video দেখে নিজের মতো করে বাচ্চাদের তাঁদের ( মহামানব) বীরত্বের কাহিনী গল্পচ্ছলে জানানোর চেষ্টা করি।ওঁরা খুব মন দিয়ে শোনে।ভালো লাগে আমার।আপনি যথার্থ বলেছেন।সঠিক,নিরপেক্ষ ইতিহাস আমরা পড়িনি।ছাত্রাবস্থায় বুঝতে পারিনি।এখন বুঝতে পারি, বিদ্যালয়ের ইতিহাস বইগুলিতে অনেককিছু OMIT করে দেওয়া হয়েছে,আবার অনেক কিছু অতিরঞ্জিত করা হয়েছে।ধন্যবাদ আপনাকে সত্যটা তুলে ধরার জন্য।
অপূর্ব ... ... অসাধারণ ... আপনার জয় হোক ... আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষের অন্তর আত্মার মাঝে জমে থাকা ও প্রায় হারিয়ে যাওয়া ব্যাথিত অব্যক্ত কথাকে, আজ আপনি আপনার জ্ঞানের আলোকে প্রস্ফুটিত ও আলোকিত করে প্রকাশ করেছেন। আপনি প্রকৃতই জ্ঞানী। অত্যন্ত সুবিশ্লেষক ও ইতিহাস বিশারদ বলে মনে হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে সুবিচারকের আসনে বসে আপনার কথাগুলোর ব্যাখ্যা ও বিচার করেছেন। আমার মনে হয় যারা যারা আপনার এই ভিডিও দেখবেন তাদের সকলেরই আপনার এই ভিডিও ভালো লাগবে এবং তারা প্রত্যেকে আপনার কথাগুলো নিয়ে ভাববে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার কথাগুলো যেন কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। শতবর্ষ ধরে ভারতবর্ষের যে প্রকৃত ইতিহাস জানা থেকে সুকৌশলে ভারতীয়দেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই ইতিহাস যেন প্রতিটি মানুষ এবার জানতে পারে। 🙏
স্বামী বিবেকানন্দ একজন মহান সমাজতত্ত্ববিদ ও ভারতের প্রাচীন সংস্কৃতির জ্ঞানী ছিলেন।ওনার বহু বক্তব্যে এর পরিচয় আছে।বিবেকানন্দ পড়লে এই বিষয়ে অনেক কিছুই জানা যায়।বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ পড়লে প্রাচীন ইতিহাস সম্পর্কে ধারনা পাওয়া যায়।নমস্কার
স্যার নমস্কার, আমার নাম অপু চন্দ্র কুরি। আমি বাংলাদেশে বসবাস করি। আমি আপনার আলোচিত সনাতন ধর্মের সকল তথ্যের একজন অনুসারী। আমি মোটামুটি নিয়মিতভাবে আপনার কথাগুলো অতি সম্মানের সহিত শুনি। আমার কিছু জিজ্ঞাসা আপনার নিকট যে, ১) সনাতন ধর্মের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যদি সম্ভব হয় বলবেল অনুগ্রহ করে, ২) সনাতন ধর্মে সুদ সম্পর্কে কি বলা হয়েছে জানাবেন অনুগ্রহ করে। ধন্যবাদ
আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বিকৃত ইতিহাস আমাদের গেলানো হয়ে আসছে ২০০ বছরের বেশি সময় ধরে তার অবসান হওয়া দরকার।সেজন্য আপনাদের প্রজন্মের যত বেশি মানুষ এই সংগ্রামে এগিয়ে আসবেন তত বেশি মানুষ এই বিকৃত ইতিহাস বদলের সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। আমরা প্রবিনেরা বিশ্বাস করি আপনাদের এই আন্দোলন অচিরেই বদলের ইতিহাস রচনা করবে। এই প্রজন্মকে অনেক অনেক শুভেচ্ছা।
Truth will always win, sooner or later. History Bappa Rawal, Queen of Patan , Vikramshila vihar, Shailendra dynasty all are glorious past of our ancestors. We must know these with full vigour and quest. Thank you sir.
আমি মনে প্রাণে এই কথগুলোই বিশ্বাস করি। নতুন প্রজন্মের মধ্যে এই ইতিহাস জানা দরকার যাতে তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে এবং আমরা আমাদের পুরাতন গৌরব যাতে ফিরে পেতে পারি। সমস্ত বিশ্বের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি এই দর্শ্বন উপলব্ধি করতে পারে তবে এই বিশ্ব একদিন আনন্দময় হয়ে উঠবে। যেখানে থাকবেনা কোনো বিদ্বেষ কোনো হানাহানি। কোনো শত্রুতা কোনো বৈসম্য। আমি একদিন এই পৃথিবীর স্বপ্ন দেখি।
আপনার কথা শুনে আমার দেশের ভেবে এবং দেশের মানুষের কথা ভেবে মর্মাহত হলাম কী নিষ্ঠুর ভাবে একটা দেশের অবনমন হয়েছে ভাবতে বড়ই আফসোস হচ্ছে , যুগের পর যুগ ধরে ভারতবর্ষ লুণ্ঠিত নির্যাতন তীত হয়ে এসেছে কী করলে আবার আগের গৌরবে ফিরে পাবে? অথবা বলা যায় আবার কী সেই সম্মান পাবে ? কবির কথা কে সত্য করে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে ?
আমাদের মৌর্য বংশের পরিচয়, নাগ বংশের ইতিহাস জানা দরকার। হিউয়েন সান্, ফা হিয়েন এর বিবরণ সঠিক ভাবে জানতে হবে। ঘত জাতক কথা জানতে হবে। প্রত্নতাত্ত্বিক নিদর্শন সব গৌতম বুদ্ধের। সেগুলো সঠিক ভাবে বিচার করতে হবে।
Struggle , Your decision is very important good with very important NICE . জয় হিন্দ জয় ভারত । জয় সত্য মে ব জয়তে জয় । অখণ্ড ভারত অমর রহে । জয় জওয়ান জয় কৃষাণ ।
আপনি একদম ঠিক পথ দেখাচ্ছেন। ইউরোপিয়ানরা আমাদের সংস্কৃতি ধারণ করে চলেছে বিগত কয়েক দশক ধরে এবং ওদের পুরোনো কালচার্ল টা আমাদের ধারণ করিয়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে । তফাৎ দেখুন তারা নিজের দেখের অর্থনীতির এবং শান্তির জন্য উপরোপিয়ান ইউনিয়ন করেছে আর এদিকে আমদের এখানে পাশের দেখে ধ্বংশ চেয়ে ভোট চাওয়া হয়
যেকোন চিন্তাশীল ভারতীয় মনে করে আমরা প্রকৃত স্বাধীনতার দাবিদার নই আসলে ক্ষমতার হস্তান্তর মাত্র, আর স্বাধীনতা বলে প্রচার করা হয়েছে যারা গদিতে বসেছিল(এমনকি দেশভাগ করেও) তারাই স্বাধীনতা কথার জন্ম দিয়েছে দীর্ঘ বছর একই শব্দ ব্যবহার করে! বর্তমান জাতীয় সরকারের উচিত এটা ভারতীয়দের কাছে তুলে ধরা।
কিছু uprooted মানুষ সরকারি উদ্যোগে এই হীন কাজ করে আসছেন। আমার দেশের যব ইংল্যান্ড থেকে Robinson Barly নামে packed হয়ে আসত,পরম আনন্দে আমরা পান করতাম।আসলে ভারতের শিক্ষা সংস্কৃতি,ধর্ম স্বার্থান্বেষী মানুষকে ভীত করেছে।ভারতকে ছোট করে দেখানোর প্রবনতা এখনো চলছে। ধন্যবাদ আপনাকে।সকলের বিবেক জাগ্রত হোক,দেশকে জানুক,ভালোবাসুক বিবেক তীর্থে এসে।ঈশ্বর আপনার সহায় হোন।
ভারতবর্ষের ইতিহাসে ক্ষত্রিয় রাজপুতদের ভূমিকা খুবই গৌণ বলে দেখানো হয়েছে অথচ বীরত্ব ত্যাগ এসবের উল্লেখ ইতিহাসকারেরা উপেক্ষা করে গেছেন প্রকৃত ইতিহাস থেকে রাজপুত জাতি বঞ্চিত হয়েছে এদিকটা একটু আলোচনা করুন
15th August 1947 was not our independence day but we possibly obtained only Dominican status on that day. Though we were tought 15th August as our independence day by us. It took me long time to understand the tragic fact. Thank you.
স্যার আপনি অত্যন্ত জ্ঞানী ও ব্যতিক্রমী ব্যক্তি ,আপনার জ্ঞানের গভীরতা আমাকে ভীষণ আশ্চর্যের করছে। আপনি সত্যি ভারতের আত্মার কথা বলছেন।
সত্যিই ওনার মতো দ্বায়িত্ব বান জ্ঞানী মানুষ সমাজে বিরল।
আমি এক প্রবীন ব্যক্তি। যা শুনলাম এগুলো সব আমার মনের কথা। আমি এগুলো বলি। হয়ত আপনার মত এত সুন্দর ভাবে নয়। আমাদের সংষ্কৃতি এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে তা পুনরুদ্ধার করা বড় কঠিন, তবে অসাধ্য নয়। অশেষ ধন্যবাদ ।
খুবই তাপর্যপূর্ণ আলোচনা। যে জাতি নিজের ইতিহাস কে সঠিক ভাবে জানে না, হে জাতির উন্নতি কখনই সম্ভব নয়। এই আলোচনা আরো অনেক বেশি ভাবে হওয়া উচিৎ। অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার আলোচনার মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ । আপনার মতামত কে 100%
সমর্থন করছি । 🙏🙏🙏🙏🙏🙏🙏
এই অসাধারণ আলোচনা যদি সম্ভব হয় ইংরেজিতে করুন। আমাদের গৌরব লুন্ঠনের ইতিহাস এবং তা পূনঃরুদ্ধারে আমাদের কর্তব্যের ব্যপারে আপনার প্রস্তাব সমগ্র ভারতবর্ষে তথা ভারতবর্ষের বাইরে বিরামহীন ভাবে যতটা সম্ভব ছড়িয়ে যেতে হবে।
Age bangalira sona ovvvas koruk tarpor bakira sunbe... banglai valo
একদমই সহমত নই এই কারণে যে এই মতামতগুলো ইতিমধ্যে বাকি ভারতে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে, পড়ছে। শুধু বাংলাই বাদ রয়ে গেছে। তাই এই জাতীয় বক্তব্য বাংলায়ই হওয়াটা ভীষণ ভীষণ জরুরি।
সবার বোঝার জন্য বাংলায় হওয়া উচিত বলে আমি মনে করি। মার্জনা করবেন।
ঠিক এই জায়গাতেই সমস্যা।
ইংরাজি ভাষায় কেন???
আমরা বিভিন্ন প্রাদেশিক ভাষায় কেন এই বক্তব্য / আলোচনাকে তুলে ধরতে পারি না!
আর যারা এখনও শুধু মাত্র ইংরেজি ভাষা ছাড়া ভারতবর্ষের অন্য কোনও ভাষা জানেন না, তাদের কে এই আলোচনায়
(সাময়িক ভাবে) বাদ দিয়ে আমরাই কিছু করি।
সত্যি, প্রথাগত শিক্ষিত মানুষদের কথা শুনে মনে হয় - আমাদের শাসন, শোষন, লুন্ঠন করে এই জাতিগুলো যেন উপকার করেছে!
আর্যরা এই, দেশের অনুপ্রবেশ কারি
বাংলাদেশ থেকে ভালোবাসা রইল।
জয় শ্রী রাম🕉️
একদমই ঠিক। যথার্থ বলেছেন। অদ্ভুত ব্যাপার ভারতের স্বাধীনতা যে স্রেফ "ট্রান্সফার অফ পাওয়ার" এটা বলার সাহস আপনিই রাখেন 🙏
এই কথাটি বর্তমান সময়ে কঙ্গনা রানাওয়াত ও বলেছিলেন আর তার জন্য বিরোধীরা বিশেষ করে কংগ্রেস তেলেবেগুনে জ্বলে উঠেছিল
অনেক গুরুত্ত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ আলোচনা। সত্য ইতিহাসই মানুষকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে। ইতিহাসের গুরুত্ত্ব অপরিসীম।
About woman and sudras many references are there in ramayana mahabharata, nd gita . How do you know about chole dynesty if there in no history
খুব ই তাৎপর্যপূর্ণ ও ভীষণ ই প্রয়োজন আলোচনা, এইরকম পদক্ষেপ গ্রহণ করতে অনেক সাহস লাগে, ইতিহাস আমাদের জীবনে কত টা মূল্যবান, সেটা আমাদের সবার জানা উচিত, অনেক বছর ঝিমিয়ে থাকা আমাদের ভারত আবার জেগে উঠুক 🙏🏻🙏🏻
সব সত্যি কথাই বলছো, অনেক শুভ কামনা রইল.... এগিয়ে যাও, দেখো আমাদের ভবিষ্যত প্রজন্ম যেন ভাল শিক্ষা থেকে বঞ্চিত না হয় 😊😊
আমি একজন বাংলাদেশী। আমার বয়স ৬৭+, আপনার মুখের কথাগুলো কখনো কোথাও শুনিনি , পড়িওনি । সত্যিই আমরা কতটা মূর্খ ! ভাবতে লজ্জা হয় । অসংখ্য ধন্যবাদ স্যার ।
ইতিহাসকে নির্মোহভাবে দেখলেই প্রকৃত অর্থে ইতিহাস জানা যায়।
Hindura tader dharma o etihas na jene dharmantarito hoye kalpanik jagate patito hay.
সমৃদ্ধ হলাম।তিল তিল করে আমাদের ঐতিহ্য সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে।তবুও আমরা ঘুমিয়ে থাকবো।
Nachun...
ঝাল লেগেছে, রিলিজন সমাজের,মরু দস্যুর ভক্ত 😂😂😂😂@@mksunique3286
মুগ্ধ হয়ে শুনছিলাম, যারা জানতে চান প্রকৃত ইতিহাস আমাদের মানুষরা উপকৃত হবেন, সত্যটিকে সামনে আনার চেষ্টা করেছেন, অনেক ধন্যবাদ 👌👌👍👍
খুব সমৃদ্ধ আলোচনা।
এই বিষয় গুলি আমি জানতাম এলোমেলো ভাবে,কিন্তু আপনি যেভাবে সুন্দর করে আলোচনা করলেন ততটা বিস্তারিত জানতামনা ,নিরপেক্ষ সুন্দর আলোচনার জন্য আপনাকে হাজারো ধন্যবাদ,জলপাইগুড়ি থেকে
সঠিক ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি খোঁজে ভের করা দরকার
জয় শ্রী রাম
যারা ইতিহাস ভুলে যায়, ইতিহাস তাদের কাছে ফিরে আসে
অসাধারণ।।।ভারত মাতার জয় হোক 🧡🧡🧡
খুব ভালো আলোচনা।জীবন মুখোপাধ্যায় এর ৯ম ,১০ম এর বই তে খুব গর্ব ভরে লিখেছেন" ভারতে ইসলামের আবির্ভাব" এই "আবির্ভাব" কথাটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
আক্রমণ নয় আবির্ভাব! লেফ্টিস্ট প্রোপাগান্ডা।
দখল কখনও আবির্ভাব হোতে পারে না।
আশাকরি তিনি সরকারকে খুশি করতে লিখেছেন
এরো তিন হাজার বছর আগে ভারতে আর্যদের আবির্ভাব হয়েছিল । এদেশে আগে থেকে বসবাস কারি অনার্যদের ওপর তারাও অত্যাচার করেছে ।
🙏অন্তরাত্মা মোচড় দিয়ে ওঠে কিন্তু মানুষের লোভের কাছে সব ভালো গুলো ধ্বংস হয়ে যাচ্ছে
Right 💯✍️💜▶️👍
খুব সুন্দর আলোচনা
অসাধারণ । এই ভারভবর্ষে আপনার মতাদর্শের অনেক লোকের বিষেশ প্রয়জন । ধন্যবাদ আপনাকে ।
আপনার ভারতবর্ষের ইতিহাস এর ওপর পর্যালোচনা খুবই তাৎপর্যপূর্ণ ও সমসাময়িক। ঘটনার যথাযথ ও সত্য অনুপুঙ্খ প্রকৃত বিবরণ ইতিহাস এর প্রকৃত দাবি। ধন্যবাদ।
সত্যিই ইতিহাস আবার নতুন করে লেখার দরকার, আমরা ভুল ইতিহাস পড়ে চলেছি।
আপনার জন্য শুভ কামনা দাদা ।আপনিও আপনার সংস্থার মাধ্যমে যেন ভারতীয়রা সঠিক ইতিহাস জানতে পারে এবং নিজের ঐতিহ্য ধরে রাখতে পারে ।🙏🙏🙏🙏🙏
ভারতের প্রকৃত ইতিহাস জেনে আমি গর্ব ও আনন্দ অনুভব করছি। ধন্যবাদ।
খুব ভাল আলোচনা। সত্যটা সবার সামনে আসুক!
অসাধারণ ব্যাখ্যা 🙏 প্রতিটি বাঙালি তথা দেশবাসীর শোনা দরকার এই ভিডিওটি
Excellent presentation thanks 🙏
ঠিকঠাক একটা কলম দরকার ও সেই কালির অক্ষর যেন সাদা পাতায় ঝকঝকে ও স্পষ্টভাবে দেখা যায় তার ব্যবস্থা করতে হবে। আপনাকে শ্রদ্ধা জানাবার কোনও যোগ্যতাই নেই আমার । তবুও সেই অযোগ্যদের জন্য ঈশ্বর আপনাকে দিয়েছেন। ঈশ্বর আপনার সহায় হোন এই প্রার্থনা করি তাঁর চরণে ।🙏🙏
আমি নিজে ও অনেক দিন ধরে এসব নিয়ে ভেবেছি। আজ আপনার কথা শুনে তাই খুব আনন্দ পেলাম।
এ আলোচনাটা বিশ্বের সকল হিন্দুদের শোনা উচিত বলে আমি মনে করি।
ইতিহাস তো বিজেতারই হয়।
একদম ঠিক, সবার শোনা উচিত।😮🙏
You're bjp
শেয়ার করুন যেন অনেক বেশি সংখ্যক ব্যক্তি জানতে পারেন।
আপনাদের propaganda প্রচার করে, ভাল ত লাগবেই। 😂
আপনার তুলে ধরা তথ্য গুলি বিশেষভাবে গ্রহণযোগ্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। সঠিক তথ্য তুলে ধরার জন্য। আপনাকে একটি অনুরোধ রইল প্রাচীন ভারতবর্ষের ক্যাস্ট সিস্টেমের উপরে একটি প্রতিবেদন রাখার জন্য।
🙏
আমি কোনো ইতিহাস বা আমার কোনো ধর্মি বই পরা নেই। আমি শুধু খুঁজে বেড়ায়।
আপনার কথা গুলো সত্য, অসংখ্য ❤ রইল। 🙏
আপনাদের সবাইকে বাংলা শুভনবষ শুভেচ্ছা
দাদা আপনার এই তথ্য ভিত্তিক বক্তব্যে আমি সহমত পোষণ করি। কিন্তু এর জন্য প্রয়োজনীয় বাতাবরণ আবশ্যক। এতো চিৎকার চারিদিকে, ডুব দেওয়া ভীষণ কঠিন। সাধনা পুজো অর্চনা অতো চিৎকার করে হয় না।
অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় আলোচনা। শাসক এর লেখা ইতিহাস শোষিত সমাজ ধারণ করে চলেছে। এর ফলে শাসক বদলাবে কিন্তু শোষণ অবিরত চলবে এবং ইতিহাসের পুনরাবৃত্তি হবে।
কংগ্রেস ও কমিউনিস্টরা নিজেদের রাজনৈতিক মতাদর্শ কে প্রতিষ্ঠা করার ইতিহাস ভীষন ভাবে বিকৃত করেছে। এই আলোচনা খুব গুরুগম্ভীর, শুনে ভালো লাগলো। 🧡
Excellent. & importance discussion, sir.
🙏🙏🙏
আমি বিজয় নগর সাম্রাজ্য দেখে এসেছি বর্ত্তমান এটা হাম্পী নামে পরিচিত | একটা বিশাল ভগ্ন শহর দেখে থমকে দাড়াতে হয় | এখনো যা আছে দেখে মনে হয় সেই নগরে কি ছিলনা | এটা এখন Unesco world Heritage Site ঘোষণা করেছে| |
সোনার পদক পাওয়া চাটুকার দের জন্য ই আজ আমাদের এত অধ:পতন যুবসমাজের। ভ্রান্ত শিক্ষা য় শিক্ষিত হয়ে আজ আমরা বিভ্রান্ত। এই ধারণা থেকে যুব সমাজ কে এক মাত্র বাচাতে পারে বি, জে, পির মত দেশ প্রেমিক দল। মুসলিম প্রেমিক এই তৃণমূল, সি, পি, এম ও গান্ধী ক;গ্রেস এরা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবে। সাবধান দেশ প্রেমিক নাগরিক গন।
অসাধারণ কথা ❤❤❤
আপনিই পারবেন আমাদের হারিয়ে যাওয়া কঠিন এবং বস্তব সত্যটাকে উদঘাটন করতে,যে সত্যটাকে ইচ্ছাকৃত ভাবে বিকৃত করা হয়েছে। ধন্যবাদ ।
জনসাধারণকে সচেতন করতে আপনার প্রচেষ্টাকে জানাই হার্দিক সংগ্ৰামী অভিনন্দন,,,,,
সকলের শোনা উচিত।
খুব সুন্দর করে বুঝিয়ে বললেন অনেক অনেক ধন্যবাদ দাদা।
স্যার খুব ভালো লাগলো আপনার কথা গুলো।আমি পেশায় শিক্ষক। ইতিহাস বইতে যেসব ব্যাক্তিদের ( মহান) আমরা নামটাও পাইনি ইউটিউব, গুগল সার্চ করে করে, একই ব্যাক্তিকে নিয়ে বেশ কয়েকজনের video দেখে নিজের মতো করে বাচ্চাদের তাঁদের ( মহামানব) বীরত্বের কাহিনী গল্পচ্ছলে জানানোর চেষ্টা করি।ওঁরা খুব মন দিয়ে শোনে।ভালো লাগে আমার।আপনি যথার্থ বলেছেন।সঠিক,নিরপেক্ষ ইতিহাস আমরা পড়িনি।ছাত্রাবস্থায় বুঝতে পারিনি।এখন বুঝতে পারি, বিদ্যালয়ের ইতিহাস বইগুলিতে অনেককিছু OMIT করে দেওয়া হয়েছে,আবার অনেক কিছু অতিরঞ্জিত করা হয়েছে।ধন্যবাদ আপনাকে সত্যটা তুলে ধরার জন্য।
অপূর্ব ... ... অসাধারণ ...
আপনার জয় হোক ...
আমার মনে হয় লক্ষ লক্ষ মানুষের অন্তর আত্মার মাঝে জমে থাকা ও প্রায় হারিয়ে যাওয়া ব্যাথিত অব্যক্ত কথাকে, আজ আপনি আপনার জ্ঞানের আলোকে প্রস্ফুটিত ও আলোকিত করে প্রকাশ করেছেন।
আপনি প্রকৃতই জ্ঞানী। অত্যন্ত সুবিশ্লেষক ও ইতিহাস বিশারদ বলে মনে হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে সুবিচারকের আসনে বসে আপনার কথাগুলোর ব্যাখ্যা ও বিচার করেছেন। আমার মনে হয় যারা যারা আপনার এই ভিডিও দেখবেন তাদের সকলেরই আপনার এই ভিডিও ভালো লাগবে এবং তারা প্রত্যেকে আপনার কথাগুলো নিয়ে ভাববে।
ঈশ্বর আপনার মঙ্গল করুন। আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার কথাগুলো যেন কোটি কোটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। শতবর্ষ ধরে ভারতবর্ষের যে প্রকৃত ইতিহাস জানা থেকে সুকৌশলে ভারতীয়দেরকে বঞ্চিত করে রাখা হয়েছিল, সেই ইতিহাস যেন প্রতিটি মানুষ এবার জানতে পারে।
🙏
ঐতিহাসিক আলোচনার প্রাসঙ্গিকতা অনস্বীকার্য!
অসাধারণ, আপনাকে ধন্যবাদ, আরও শুনতে চাই, শিখতে চাই
অসাধারণ বক্তব্য। এরকম বাংলায় আগে দেখিনি। মানুষের চোখ খুলে দেবে।
স্বামী বিবেকানন্দ একজন মহান সমাজতত্ত্ববিদ ও ভারতের প্রাচীন সংস্কৃতির জ্ঞানী ছিলেন।ওনার বহু বক্তব্যে এর পরিচয় আছে।বিবেকানন্দ পড়লে এই বিষয়ে অনেক কিছুই জানা যায়।বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ পড়লে প্রাচীন ইতিহাস সম্পর্কে ধারনা পাওয়া যায়।নমস্কার
আপনার পুরো বক্তব্য শুনলাম । ভালো লাগল এবং দু:খবোধও তৈরি হল । BUT WHAT ABOUT FUTURE ? INDIAN FIRST OR GLOBAL HUMAN ?
আপনারা আরো অনেক অনেক এই ধরণের চর্চা সামনে আনুন, আমরা নিজেদেরকে চিনতেই শিখিনি, জাগান সবাইকে। অনেক অনেক ধন্যবাদ ❤❤।
স্যার নমস্কার, আমার নাম অপু চন্দ্র কুরি। আমি বাংলাদেশে বসবাস করি। আমি আপনার আলোচিত সনাতন ধর্মের সকল তথ্যের একজন অনুসারী। আমি মোটামুটি নিয়মিতভাবে আপনার কথাগুলো অতি সম্মানের সহিত শুনি। আমার কিছু জিজ্ঞাসা আপনার নিকট যে,
১) সনাতন ধর্মের সৃষ্টি তত্ত্ব সম্পর্কে যদি সম্ভব হয় বলবেল অনুগ্রহ করে,
২) সনাতন ধর্মে সুদ সম্পর্কে কি বলা হয়েছে জানাবেন অনুগ্রহ করে।
ধন্যবাদ
খুব, খুব ভাল লাগল ।
অসাধারণ! অপূর্ব সুন্দর এই বিশ্লেষণ!
অনেক অনেক সমৃদ্ধ হলাম।
বেশ সুন্দর বলেছেন
এইধরনের মূল্যবান সম্পদ তথা ভিডিও বাংলার সাথে সাথে হিন্দি ও ইংরেজী ভাষায় করা উচিৎ , যাতে ভারতীয় তথা ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। যে বিকৃত ইতিহাস আমাদের গেলানো হয়ে আসছে ২০০ বছরের বেশি সময় ধরে তার অবসান হওয়া দরকার।সেজন্য আপনাদের প্রজন্মের যত বেশি মানুষ এই সংগ্রামে এগিয়ে আসবেন তত বেশি মানুষ এই বিকৃত ইতিহাস বদলের সংগ্রামে ঝাঁপিয়ে পড়বে। আমরা প্রবিনেরা বিশ্বাস করি আপনাদের এই আন্দোলন অচিরেই বদলের ইতিহাস রচনা করবে।
এই প্রজন্মকে অনেক অনেক শুভেচ্ছা।
আপনার কথা শতভাগ সত্য। এই কথাগুলো একটু অন্যভাবে অনেক কে বলেছি তবে পুরোপুরি আপনার মত গুছিয়ে এবং তথ্য দিয়ে বলতে পারিনি। প্রণাম নিবেন।
Truth will always win, sooner or later. History Bappa Rawal, Queen of Patan , Vikramshila vihar, Shailendra dynasty all are glorious past of our ancestors. We must know these with full vigour and quest. Thank you sir.
আপনি আমার মনের কথা গুলো বলেছেন, এগুলো সবার জানা উচিৎ
স্যার আপনি আমাদের পশ্চিমবঙ্গের ও দেশের সম্পদ। আপনাদের শিক্ষতার কঠোর পরিশ্রমের ফলে, এই রাজ্যের ব্যাধি দুর হবে।❤🙏 স্যার।
অনেক নতুন তথ্য জানলাম
আমি মনে প্রাণে এই কথগুলোই বিশ্বাস করি। নতুন প্রজন্মের মধ্যে এই ইতিহাস জানা দরকার যাতে তারা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে এবং আমরা আমাদের পুরাতন গৌরব যাতে ফিরে পেতে পারি। সমস্ত বিশ্বের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ যদি এই দর্শ্বন উপলব্ধি করতে পারে তবে এই বিশ্ব একদিন আনন্দময় হয়ে উঠবে। যেখানে থাকবেনা কোনো বিদ্বেষ কোনো হানাহানি। কোনো শত্রুতা কোনো বৈসম্য। আমি একদিন এই পৃথিবীর স্বপ্ন দেখি।
দারুন আলোচনা 👍
শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে 🙏🙏🙏
খুব ভাল আলোচনা,অনেক সমৃদ্ধ হলাম।
প্রাণবন্ত আলোচনা। খুব ভালো লাগলো। সকলের জানা উচিৎ।
আপনার কথা শুনে আমার দেশের ভেবে এবং দেশের মানুষের কথা ভেবে মর্মাহত হলাম কী নিষ্ঠুর ভাবে একটা দেশের অবনমন হয়েছে ভাবতে বড়ই আফসোস
হচ্ছে , যুগের পর যুগ ধরে ভারতবর্ষ লুণ্ঠিত নির্যাতন তীত হয়ে এসেছে কী করলে আবার আগের গৌরবে ফিরে পাবে?
অথবা বলা যায় আবার কী সেই সম্মান পাবে ? কবির কথা কে সত্য করে জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লাভ করবে ?
আপনার আলোচনা সম্পূর্ণই ন্যায়সংগতভাবেই সত্য ইতিহাসকে তুলে ধরছেন। আপনার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা পোষন করছি।
We must have many such orators,speakers,& podcasts & vodcasts so the real History of India & its people be spread amongst its present generation.
অসাধারণ তথ্য সমৃদ্ধ ভিডিও
Very healthy discussion all should take participate
খুব ভালো লাগল এই ধরনের সত্যি ভারতের ইতিহাস প্রত্যেক ভারতীয় হিন্দুদের জনা দরকার
Khub vhalo lagloo video ta
মাঝে মাঝে মনে হয় স্কুলে আমি ইতিহাস পরে সময় নষ্ট করেছিলাম, 11 এ প্রথম হাতে ফোন পাওয়ার পর যেনো ইতিহাস নিয়ে আসল তথ্য জানতে পারছি।
আমাদের মৌর্য বংশের পরিচয়, নাগ বংশের ইতিহাস জানা দরকার। হিউয়েন সান্, ফা হিয়েন এর বিবরণ সঠিক ভাবে জানতে হবে। ঘত জাতক কথা জানতে হবে।
প্রত্নতাত্ত্বিক নিদর্শন সব গৌতম বুদ্ধের। সেগুলো সঠিক ভাবে বিচার করতে হবে।
Sudhu ghat jatok. noy er sathe Dasorath jatok keo jana darkar tobei Ram chondro ke jante parbo apni utube a search korun jara protnotatik nidorson nie gobeshona korchhen tader vedio sunun anek kichhui jante parben
Struggle ,
Your decision is very important good with very important NICE .
জয় হিন্দ জয় ভারত ।
জয় সত্য মে ব জয়তে জয় ।
অখণ্ড ভারত অমর রহে ।
জয় জওয়ান জয় কৃষাণ ।
দারুণ ব্যাখ্যা দিয়েছেন
শুভ, হিন্দু, নববর্ষ, আপনাদের, শুছা অভিনদর
আপনি একদম ঠিক পথ দেখাচ্ছেন। ইউরোপিয়ানরা আমাদের সংস্কৃতি ধারণ করে চলেছে বিগত কয়েক দশক ধরে এবং ওদের পুরোনো কালচার্ল টা আমাদের ধারণ করিয়ে দেওয়া হয়েছে ধীরে ধীরে । তফাৎ দেখুন তারা নিজের দেখের অর্থনীতির এবং শান্তির জন্য উপরোপিয়ান ইউনিয়ন করেছে আর এদিকে আমদের এখানে পাশের দেখে ধ্বংশ চেয়ে ভোট চাওয়া হয়
Awesome ❤🙏👌👍
আমাদের প্রতিষ্ঠান প্রণব কন্যা সঙ্ঘের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি।
কি করে করব?
যেকোন চিন্তাশীল ভারতীয় মনে করে আমরা প্রকৃত স্বাধীনতার দাবিদার নই আসলে ক্ষমতার হস্তান্তর মাত্র, আর স্বাধীনতা বলে প্রচার করা হয়েছে যারা গদিতে বসেছিল(এমনকি দেশভাগ করেও) তারাই স্বাধীনতা কথার জন্ম দিয়েছে দীর্ঘ বছর একই শব্দ ব্যবহার করে! বর্তমান জাতীয় সরকারের উচিত এটা ভারতীয়দের কাছে তুলে ধরা।
শুভেচ্ছা রইল।
অসাধারন! অপূর্ব বিশ্লেষণ❤❤❤
Fantastic
কিছু uprooted মানুষ সরকারি উদ্যোগে এই হীন কাজ করে আসছেন। আমার দেশের যব ইংল্যান্ড থেকে Robinson Barly নামে packed হয়ে আসত,পরম আনন্দে আমরা পান করতাম।আসলে ভারতের শিক্ষা সংস্কৃতি,ধর্ম স্বার্থান্বেষী মানুষকে ভীত করেছে।ভারতকে ছোট করে দেখানোর প্রবনতা এখনো চলছে। ধন্যবাদ আপনাকে।সকলের বিবেক জাগ্রত হোক,দেশকে জানুক,ভালোবাসুক বিবেক তীর্থে এসে।ঈশ্বর আপনার সহায় হোন।
বাঃ যবের ব্যাপারটা জানা ছিল না।
Osaadhaaran.
You are very wise
খুব ভালো লাগলো 🙏🙏🙏🙏🙏
ভারতবর্ষের ইতিহাসে ক্ষত্রিয় রাজপুতদের ভূমিকা খুবই গৌণ বলে দেখানো হয়েছে অথচ বীরত্ব ত্যাগ এসবের উল্লেখ ইতিহাসকারেরা উপেক্ষা করে গেছেন প্রকৃত ইতিহাস থেকে রাজপুত জাতি বঞ্চিত হয়েছে এদিকটা একটু আলোচনা করুন
should be explained it ?❤
অসাধারণ উপস্থাপনা অপূর্ব
15th August 1947 was not our independence day but we possibly obtained only Dominican status on that day. Though we were tought 15th August as our independence day by us. It took me long time to understand the tragic fact.
Thank you.
Shubho NabaBarsho ❤🎉🙏
আপনার কথা শতভাগ ঠিক।
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এর ঐতিহাসিক উপন্যাস পড়লে সেই প্রাচীন ইতিহাসের অনেক তথ্য স্বপ্নের মতো মনে হয়।
"ঐতিহাসিক উপন্যাস সমগ্র"
Bangla te Ami prothom eto valo video dekhlam itihas niye. Excellent video
India that is Bharat Sai Deepak এর বুক এর রিভিউতে কলোনাইজেশন - সোশালিসোম -constitution এর বই টাতে অনেক টাই মিল খুঁজে পাই আপনার পডকাস্ট এ। ভালো লাগলো
Unik ❤
শুভ নববর্ষ মহাশয়।
অসাধারণ ! 100 পার্সেন্ট সঠিক বিশ্লেষণ।
একদম ঠিক বলছেন।
The analyst is perfect and the truth of history as unveiled is really alarming.