জানুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের মধ্যে লুকিয়ে থাকা রহস্য | Mrityunjaya Mantra Mystery
ฝัง
- เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025
- যমরাজ প্রান নিতে এসে ফিরে যান! | Power of Mrityunjaya Mantra :
মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হলো এমন একটি মন্ত্র যাকে মৃত্যুও ভয় পায়, কেননা এই মন্ত্রটি মহাকালকে প্রসন্ন করে,আর যে মহাকালকে প্রসন্ন করে ফেলে তার আর মৃত্যুকে ভয় পাবার কারণ কি ? মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উৎপত্তিই এই জন্যে হয়েছে যাতে কালকে পরাজিত করা যায়। বলা হয়ে থাকে সোমবার দিন এই মন্ত্রটি পাঠ করলে মহাকালের কৃপা লাভ করা যায় এবং অনেকেও রোগব্যাধি তথা মানসিক অশান্তি দূর হয়ে যায়।
একবার যমরাজ এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটির উপেক্ষা করে প্রাণ কেড়ে নেবার ভুল করেছিলেন, কিন্তু খুব শীঘ্র তিনি বুঝতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অপমান করলে মহাকালের ক্রোধাগ্নি উনাকে ভস্ম করে দেবে। ঘটনাটি সেই সময়কার যখন ম্রিকান্দা ঋষির পুত্রের মাত্র ১২ বছর আয়ু হওয়ায় যমদূত তার প্রাণ কেড়ে নিতে এসেছিল কিন্তু তারা সফল হয়ে পারেনি।
স্বয়ং যমরাজও বালক মার্কণ্ডের প্রাণ কেড়ে নিতে পারেননি, বালক মার্কেন্ডে মহাকালের আরাধনা করার জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্রের রচনা করেছিলেন ও মহাকালকে প্রসন্ন করেছিলেন, তাই স্বয়ং মহাকালকে মার্কেন্ডের প্রানের রক্ষা করেছিলেন ও মার্কেণ্ডে নতুন জীবন প্রদান করেছিলেন।
আরো জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ।
|| মহামৃত্যুঞ্জয় মন্ত্র ||
ওঁ ত্রম্বকং য্জামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম্ ।
উর্বারূপমিব বন্ধনান মৃতৌমোক্ষীয় মামৃতাত !!
|| महा मृत्युंजय मंत्र ||
ॐ त्र्यम्बक यजामहे सुगन्धिं पुष्टिवर्धन्म।
उर्वारुकमिव बन्धनामृत्येर्मुक्षीय मामृतात् !!
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে,অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও subscribe করতে ভুলবেন না।
#mahamritunjayamantra
#shivamantra
• Please Like and Share : • জানুন মহামৃত্যুঞ্জয় মন...
• Please Subscribe Our Channel for Free: goo.gl/UF4oiE
Thanking You guys for Watching !!
পৌরানিক তথ্য(Myth Factz) ©