Drone View Saraghat, Ishwardi | সাড়া ঘাট, ঈশ্বরদী | 4K Video | DJI Mini 3 4K |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2024
  • পদ্মা আমাদের দেশে অন্যতম প্রধান নদী। নদীর পাড়ের সময় কাটাতে কার না ভালো লাগে। পদ্মা নদীর ইলিশ মাছের চাহিদা দেশ এবং দেশের বাহিরে সব জায়গা। অন্যান্য নদীর চাইতে পদ্মা নদীর ইলিশ মাছের স্বাদ অনেক বেশি। বিভাগীয় শহর রাজশাহী পদ্মা নদীর তীরে অবস্থিত। আমি কিছুদিন আগে গিয়েছিলাম ঈশ্বরদীর পদ্মা নদীর একটি ঘাটে । পদ্মা নদীর এই ঘাটের নাম হচ্ছে সাড়াঘাট।
    এই ঘাটে কিছু দোকানপাট আছে এবং একটি বট গাছ আছে। গাছের নিচে কিছুক্ষণ বসে নদীর দৃশ্য দেখলাম। তার কিছুক্ষণ পরে নদীর পানির খুব কাছাকাছি গেলাম, একটু পানি হাতে নিয়ে দেখলাম। নদীর পাড়ে দেখলাম অনেক বড় বড় জাল পড়ে আছে। এখন যেহেতু শুষ্ক মৌসুম তাই নদীতে মাছ ধরার কোনো কার্যক্রম দেখা গেল না। অনেক দূরে দেখা যাচ্ছে নৌকায় অনেক মানুষ পদ্মা নদী পাড়ি দিচ্ছে।
    ড্রেজারের সাহায্যে বালু তুলে ট্রলারে মাধ্যমে সেই বালু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। কয়েকটি ড্রেজার এবং ট্রলার নদীর পাড়ে রাখা হয়েছে। বর্ষা মৌসুম আসলেই কার্যক্রম অনেক বেড়ে যায়। নদী পাড়ের বাসিন্দারা তাদের প্রয়োজনীয় অনেক কাজ নদীর পানি দিয়ে করে থাকে। তারা এই নদীর পানিতে গোসল করে; কাপড় চোপড় পরিষ্কার করে, গরু- ছাগল গোসল করায়। শুক্রবার বিকাল বেলা এই ঘাটে প্রচুর মানুষ ঘুরতে আসে।
    Track: Good Times - Ason ID [Audio Library Release]
    Music provided by Audio Library Plus
    Watch: • • Good Times - Ason ID |...
    Free Download / Stream: alplus.io/good-times-ason-id
    #pabna
    #ishwardi
    #hardingbridge
    ‪@linkingtheroad‬

ความคิดเห็น • 6