বাইকে নিঝুম দ্বীপের ভয়াবহ ট্যুরের গল্প । Nijhum Dwip | গরমে ভুলেও যাবেন না নিঝুম দ্বীপে ।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 พ.ค. 2024
  • নিঝুম দ্বীপ বাংলাদেশের হাতিয়া উপজেলার একটি ছোট দ্বীপ, যা চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলার অন্তর্গত। নিঝুম দ্বীপ পূর্বে চর ওসমান নামে পরিচিত ছিল। এটি মেঘনা নদীর মোহনায় বঙ্গোপসাগরের বুকে জেগে উঠা একটি চর। মূল ভূখণ্ডের হাতিয়া উপজেলা সদর থেকে ২ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত। এটি একক কোন দ্বীপ নয় বরং চার পাঁচটি ছোট ছোট চর নিয়ে গঠিত।

ความคิดเห็น • 2

  • @ibrahimkholil.3254
    @ibrahimkholil.3254 หลายเดือนก่อน

    vhai akhon gorom kmn hobe oidike?
    Are ajak rate row na dile kmn hobe?

    • @linkingtheroad
      @linkingtheroad  หลายเดือนก่อน

      ভাই গরমে ঐদিকে না যাওয়াই ভালো, প্রচন্ড গরম ঐদিকে সহ্য করার মতো না। ঐদিকে কোন হোটেলেই এসি রুম নাই। আর যখনই রওনা দেন সকাল ৮ টা থেকে ১০:৩০ পর্যন্ত এক দেড় ঘন্টা পর পরই বোট পাওয়া যায়, বাইক ছাড়া গেলে গিয়েই স্পিডবোট পাবেন 500 টাকা ভাড়া