ধন্যবাদ কমেন্ট করার জন্য। স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার এর হিসাবও একই রকম। তবে সামান্য পার্থক্য আছে। আমরা জানি, ট্রান্সফরমার ৩ প্রকার। ১। স্টেপ আপ ট্রান্সফরমার ২। স্টেপ ডাউন ট্রান্সফরমার ৩। অটো ট্রান্সফরমার ✴️ স্টেপ আপ এবং স্টেপ ডাউন মুলত একই ট্রান্সফরমার। স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার একটি অটো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে শুধু একটা কয়েল। ভিডিও তে দেখানো হিসাব অনুযায়ী হিসাব করে নিতে হবে। তারপর প্রাইমারি ও সেকেন্ডারি একই গেজের একই অয়ার দিয়ে জড়াতে হবে। ০ থেকে ১৬০ ভোল্টের জন্য নিদিৃষ্ট পাক সংখ্যা জড়িয়ে একটা ট্যাব বের করতে হবে। তারপর ২০ ভোল্টের জন্য নিদিৃষ্ট পাক জড়িয়ে জড়িয়ে প্রয়োজন অনুযায়ী যতগুলো ট্যাব বের করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও আপনার কমেন্ট অনুযায়ী এই ট্রান্সফরমার এর একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। পাশে থাকবেন এবং দোয়া করবেন। ধন্যবাদ।
আলহামদুলিল্লাহ ভালো আছি। 1000VA / 800W ট্রান্সফরমার এর ভিডিও তো আপলোড দেওয়াই যায়। কিন্তু বর্তমানে আমার সংগ্রহে কোর নাই। তাই ভিডিও টি এখন আপলোড করতে পারছি না বলে দুঃখিত। পরে কোন একসময় আপলোড করার চেষ্টা করবো। যে ভিডিও টি আপনি দেখছেন, এই ভিডিও টি সম্পুর্ন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই 1000VA ট্রান্সফরমার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। যদি ভিডিও গুলো শেয়ার করেন, তাহলে অন্য যারা শিখতে আগ্রহী, তারাও ভিডিও দেখে বুঝতে ও শিখতে পারবে আশাকরি। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
@@BITENWORK জি চার আমি আপনার বিডিও গুলি এক এক করে দেখতেচি।আপনি ১ টা ৫০০ ওয়াড এর বিডিও দিচেন। ওখানে কেরের সুতএ হিসাবে ১১.৩,এখানে ১১.১। তাই জানতে চাওয়া।কারন টা বিডিওতে বাকি সুতএ চেইম।তাই
হ্যাঁ, আপনার স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার দিয়ে এমপ্লিফায়ার এর ট্রান্সফরমার তৈরী করা যাবে। তবে স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার টি খুলে নতুন করে বাঁধাই করতে হবে। আর কিভাবে বাঁধাই করতে হবে তা আমার ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন। আর একটা বিষয়, ট্রান্সফরমার আইপিএস বা এমপ্লিফায়ার এর জন্য আলাদা নিয়মে বাঁধাই করতে হয় না। বাঁধাই করার সময় লক্ষ্য রাখতে হবে, ট্রান্সফরমারটির ইনপুট ও আউটপুট ভোল্টেজ কতো হবে এবং কতো এ্যম্প কারেন্ট প্রয়োজন। কমেন্ট করার জন্য ধন্যবাদ।
প্রথমেই জানাই, আমাকে স্যার সম্বোধন করার প্রয়োজন নাই। আর আপনি কিসের ডায়াগ্রাম চেয়েছেন, বুঝতে পারছি না। যদি বিস্তারিত জানাইতেন, বুঝতে সুবিধা হতো। ধন্যবাদ কমেন্ট করার জন্য।
আসসালামু আলাইকুম জি উস্তাদ আমি আইপিএস তৈরি করতে চায় কিন্তু কোর ববিন এবং তার এর হিসাব বুঝে উঠতে পারছিনা জেমন ৪০০/৫০০/৬০০/৮০০/১০০০/১২০০উয়াট এগুলার ডায়াগ্রাম জদি দিতেন আমি খুবই উপকৃত হতাম আল্লাহ তাআলা আপনাকে জেনো আমাকে সহযোগিতা করার তাওফিক দিন আমীন।
আপনার এই কাজগুলো শিখবার আগ্রহ দেখে বেশ ভালো লাগছে। যাইহোক, এই চ্যানেল এ দুটি ট্রান্সফরমার তৈরী করার ভিডিও আছে। ভিডিও দুটি যদি সম্পুর্ন মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনার ট্রান্সফরমার তৈরী করতে অসুবিধা হবে না। তারপরও যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে উল্লেখ করবেন। আমি আপনাকে আমার অভিজ্ঞতা অনুযায়ী জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
ধন্যবাদ কমেন্ট করার জন্য। কিন্তু এই হিসাবের চাইতে কম খরচে তৈরী করলে আপনার ট্রান্সফরমার এর পাওয়ার ও কম হবে। ঐ বাজারের রেডিমেড ট্রান্সফরমার এর মতো। যাইহোক আপনি ভিডিওতে দেখানো হিসাব মানবেন কি মানাবেন না, সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু এটাই সঠিক হিসাব।
ধন্যবাদ কমেন্ট করার জন্য। আপনার চার্জার সার্কিটে যে ট্রান্সফরমার আছে, সেটার একটা ছবি দিবেন প্লিজ। আমি যতোটুকু জানি, ঐ চার্জার সার্কিটে ফেরাইট কোর ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর এই ধরনের ট্রান্সফরমার হাই-ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এ ধরনের ট্রান্সফরমার সরাসরি ২২০ ভোল্ট লাইনে ব্যবহার করা হয় না। একটা সার্কিটের সাহায্যে ফ্রিকোয়েন্সী হাই করে তারপর ব্যবহার করা হয়। এই ধরনের ট্রান্সফরমার বিভিন্ন SMPS সার্কিটে ব্যবহার করা হয়।
কমেন্ট করার জন্য ধন্যবাদ। দুঃখিত, ভিডিওর সাউন্ড কোয়ালিটি নিম্নমানের হয়েছে। পরবর্তী ভিডিও ধারণ করার সময় বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিব। কোর এর পরিমান বের করার হিসাবও দেখানো হয়েছে, বুঝতে না পারলে ইনবক্সে যোগাযোগ করুন। বিষয় টি জানানোর চেষ্টা করবো। আর একটা বিষয় মনে রাখবেন, নিজের হাতে তৈরী ট্রান্সফরমার এবং মার্কেটে রেডিমেড ট্রান্সফরমার অনেক পার্থক্য থাকে। নিজে তৈরী ট্রান্সফরমার যেমন খরচ বেশি হয়, তেমন'ই পাওয়ার আউটপুট ও শতভাগ পাওয়া যায়। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ। অনেক খুঁজার পরে আপনার মূল্যবান ভিডিওটি পেলাম
ভিডিও টি কি আপনার জন্য হেল্প ফুল?
জানাবেন প্লিজ।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
অনেক ভালো বোঝেন আপনি ভাই 🥰🥰🥰
অনেক ভালো বুঝতে পারি কিনা জানি না। তবে ট্রান্সফরমার তৈরী করতে যতোটুকু দরকার, সেইটুকু বুঝতে পারলেই চলে।
😀😀😀
আপনি খুব ভালো করে ভিডিওতে বোঝাতে পারেন ধন্যবাদ আপনাকে🥰🥰🥰🥰
আপনাকেও ধন্যবাদ।
আপনার ভিডিও খুবই সুন্দর হয়েছে কিন্তু স্যার স্টেবিলাইজার ট্রানসফর্মার 500 ওয়াড বা 1000 ওয়াট বাধাই করে দেখালে ভালো হতো প্রেকটিকেল হিসাব সহ❤❤
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার এর হিসাবও একই রকম। তবে সামান্য পার্থক্য আছে।
আমরা জানি, ট্রান্সফরমার ৩ প্রকার।
১। স্টেপ আপ ট্রান্সফরমার
২। স্টেপ ডাউন ট্রান্সফরমার
৩। অটো ট্রান্সফরমার
✴️ স্টেপ আপ এবং স্টেপ ডাউন মুলত একই ট্রান্সফরমার।
স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার একটি অটো ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারে শুধু একটা কয়েল।
ভিডিও তে দেখানো হিসাব অনুযায়ী হিসাব করে নিতে হবে। তারপর প্রাইমারি ও সেকেন্ডারি একই গেজের একই অয়ার দিয়ে জড়াতে হবে।
০ থেকে ১৬০ ভোল্টের জন্য নিদিৃষ্ট পাক সংখ্যা জড়িয়ে একটা ট্যাব বের করতে হবে। তারপর ২০ ভোল্টের জন্য নিদিৃষ্ট পাক জড়িয়ে জড়িয়ে প্রয়োজন অনুযায়ী যতগুলো ট্যাব বের করতে হবে।
আশা করি বুঝতে পেরেছেন।
তারপরও আপনার কমেন্ট অনুযায়ী এই ট্রান্সফরমার এর একটা ভিডিও করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
পাশে থাকবেন এবং দোয়া করবেন।
ধন্যবাদ।
ভিএসপি পিয়র সাইন ওয়েব ট্রান্সফারমারের একটি ভিত্তি আপলোড করলে অনেক উপকৃত হতাম
❤❤❤
Thanks ❤️❤️❤️❤️
Hallow sar.কেমন আচেন।একটি Dsp ১০০০ va টানাচপারমার এর বিডিও আপলোড করা য়াবে নাকি।Thanks you.
sorry sar, ১ টা পশন।আপনি য়খন ৫০০ ওয়াডে হিসাব করলেন তখন কোরের হিসাব করতে সুতএহিসাবে ১১.৩ বেবহার করেন।এখন কেন ১১.১। বুজিয়ে বললে কিতগ থাকব
আলহামদুলিল্লাহ ভালো আছি।
1000VA / 800W ট্রান্সফরমার এর ভিডিও তো আপলোড দেওয়াই যায়। কিন্তু বর্তমানে আমার সংগ্রহে কোর নাই। তাই ভিডিও টি এখন আপলোড করতে পারছি না বলে দুঃখিত।
পরে কোন একসময় আপলোড করার চেষ্টা করবো।
যে ভিডিও টি আপনি দেখছেন, এই ভিডিও টি সম্পুর্ন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই 1000VA ট্রান্সফরমার তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ।
যদি ভিডিও গুলো শেয়ার করেন, তাহলে অন্য যারা শিখতে আগ্রহী, তারাও ভিডিও দেখে বুঝতে ও শিখতে পারবে আশাকরি।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
ট্রান্সফরমার এর কোর এর পরিমান জানতে প্রতি ১ ওয়াট পাওয়ার এর জন্য ১১.১ গ্রাম ল্যামিনেশন কোর এর প্রয়োজন হয়।
@@BITENWORK জি চার আমি আপনার বিডিও গুলি এক এক করে দেখতেচি।আপনি ১ টা ৫০০ ওয়াড এর বিডিও দিচেন। ওখানে কেরের সুতএ হিসাবে ১১.৩,এখানে ১১.১। তাই জানতে চাওয়া।কারন টা বিডিওতে বাকি সুতএ চেইম।তাই
@@BITENWORK ওকে চার আমি এখন থেকে আপনার বিডিও সেয়ার করব।য়েকোন va,কোর সহ, অথবা কোর চারা Dsp ১ বিডিও আপলোড করার জননো অনুরোদ করচি।আবার Thavks.
স্ট্যাবিলাইজারের ট্রান্সফরমারের দিয়ে এমপ্লিফায়ার বানাতে পুনরায় কিভাবে বাধতে হবে এ টু জেড বলে একটি ভিডিও আপলোড করে প্লিজ
ভাইজান স্ট্যাবিলাইজারের ট্রান্সফর্মার দিয়ে কি এমনি ফায়ারের ট্রান্সফর্মার তৈরি করা যাবে এটা কিভাবে তৈরি করতে হয় একটা ভিডিও আপলোড দেন
হ্যাঁ, আপনার স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার দিয়ে এমপ্লিফায়ার এর ট্রান্সফরমার তৈরী করা যাবে। তবে স্ট্যাবিলাইজার এর ট্রান্সফরমার টি খুলে নতুন করে বাঁধাই করতে হবে।
আর কিভাবে বাঁধাই করতে হবে তা আমার ভিডিও দেখলে আশা করি বুঝতে পারবেন।
আর একটা বিষয়, ট্রান্সফরমার আইপিএস বা এমপ্লিফায়ার এর জন্য আলাদা নিয়মে বাঁধাই করতে হয় না। বাঁধাই করার সময় লক্ষ্য রাখতে হবে, ট্রান্সফরমারটির ইনপুট ও আউটপুট ভোল্টেজ কতো হবে এবং কতো এ্যম্প কারেন্ট প্রয়োজন।
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
Sar ei date drigram ti dile Valo hoy please
প্রথমেই জানাই, আমাকে স্যার সম্বোধন করার প্রয়োজন নাই।
আর আপনি কিসের ডায়াগ্রাম চেয়েছেন, বুঝতে পারছি না।
যদি বিস্তারিত জানাইতেন, বুঝতে সুবিধা হতো।
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
আসসালামু আলাইকুম জি উস্তাদ আমি আইপিএস তৈরি করতে চায় কিন্তু কোর ববিন এবং তার এর হিসাব বুঝে উঠতে পারছিনা জেমন ৪০০/৫০০/৬০০/৮০০/১০০০/১২০০উয়াট এগুলার ডায়াগ্রাম জদি দিতেন আমি খুবই উপকৃত হতাম আল্লাহ তাআলা আপনাকে জেনো আমাকে সহযোগিতা করার তাওফিক দিন আমীন।
আপনার এই কাজগুলো শিখবার আগ্রহ দেখে বেশ ভালো লাগছে।
যাইহোক, এই চ্যানেল এ দুটি ট্রান্সফরমার তৈরী করার ভিডিও আছে। ভিডিও দুটি যদি সম্পুর্ন মনোযোগ সহকারে দেখেন, তাহলে আশা করি আপনার ট্রান্সফরমার তৈরী করতে অসুবিধা হবে না।
তারপরও যদি আপনার কোন প্রশ্ন থাকে, তাহলে কমেন্ট বক্সে বা মেসেঞ্জারে উল্লেখ করবেন।
আমি আপনাকে আমার অভিজ্ঞতা অনুযায়ী জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ খুশি হলাম আমি কি আপনার মুল্যবান কোন সময় নস্ট করলাম করলে খমা করবেন আল্লাহ আপনাকে আরো অনেক ভালো কিছু করার তাওফিক দিন আমিন।
অবশ্যই না।
আপনার কোন জিজ্ঞাসা থাকলে জানাবেন। আমার অভিজ্ঞতার মধ্যে হলে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
এই হিসেবে তার ব্যবহার করলে ৬ হাজার টাকার বেশি লাগবে ১০০০ ওয়াড ট্রান্সফরমার এর জন্য
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
কিন্তু এই হিসাবের চাইতে কম খরচে তৈরী করলে আপনার ট্রান্সফরমার এর পাওয়ার ও কম হবে। ঐ বাজারের রেডিমেড ট্রান্সফরমার এর মতো।
যাইহোক আপনি ভিডিওতে দেখানো হিসাব মানবেন কি মানাবেন না, সেটা একান্তই আপনার ব্যাপার। কিন্তু এটাই সঠিক হিসাব।
অটো রিস্কার পাউডার বেটারির যে চার্জার থাকে ওই সার্কিটে যে টেনেসফরমা থাকে ওই টায় কত ভোল্ট বের করা যায় কিভাবে বাধতে হয় সুন্দর করে বুঝিয়ে বলবেন
ধন্যবাদ কমেন্ট করার জন্য।
আপনার চার্জার সার্কিটে যে ট্রান্সফরমার আছে, সেটার একটা ছবি দিবেন প্লিজ।
আমি যতোটুকু জানি, ঐ চার্জার সার্কিটে ফেরাইট কোর ট্রান্সফরমার ব্যবহার করা হয়। আর এই ধরনের ট্রান্সফরমার হাই-ফ্রিকোয়েন্সিতে কাজ করে। এ ধরনের ট্রান্সফরমার সরাসরি ২২০ ভোল্ট লাইনে ব্যবহার করা হয় না। একটা সার্কিটের সাহায্যে ফ্রিকোয়েন্সী হাই করে তারপর ব্যবহার করা হয়।
এই ধরনের ট্রান্সফরমার বিভিন্ন SMPS সার্কিটে ব্যবহার করা হয়।
সব ই ভালো কিন্তু স্যার 3কেজি তারের 2,5×2,5 কোর লাগবে কি ভাবে জানা গেল বুঝতে পারলাম না ।ভিডিওর সাউন্ড খুবই কম ধন্যবাদ স্যার
কমেন্ট করার জন্য ধন্যবাদ।
দুঃখিত, ভিডিওর সাউন্ড কোয়ালিটি নিম্নমানের হয়েছে।
পরবর্তী ভিডিও ধারণ করার সময় বিষয়টির প্রতি বিশেষ গুরুত্ব দিব।
কোর এর পরিমান বের করার হিসাবও দেখানো হয়েছে, বুঝতে না পারলে ইনবক্সে যোগাযোগ করুন। বিষয় টি জানানোর চেষ্টা করবো।
আর একটা বিষয় মনে রাখবেন, নিজের হাতে তৈরী ট্রান্সফরমার এবং মার্কেটে রেডিমেড ট্রান্সফরমার অনেক পার্থক্য থাকে। নিজে তৈরী ট্রান্সফরমার যেমন খরচ বেশি হয়, তেমন'ই পাওয়ার আউটপুট ও শতভাগ পাওয়া যায়।
ধন্যবাদ।