আফরিনের ‘ঠিকানা’ শুরুর অনুপ্রেরণা রিজিয়ার 'অদ্ভুত বাড়ি' | Thikana | Shykh Seraj | Channel i |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2021
  • আফরিনের ‘ঠিকানা’ শুরুর অনুপ্রেরণা রিজিয়ার 'অদ্ভুত বাড়ি'
    সম্পূর্ণ অনুষ্ঠান- • আফরিনের ‘ঠিকানা’ শুরুর...
    ================================
    কৃষি পর্যটনের উদ্যোগ নিয়েছে এক কলেজ পড়ুয়া এক তরুণী। রাজধানী ঢাকার ভেতরেই গড়ে তুলেছে দেশি ঐতিহ্যের সঙ্গে বিদেশি ফুলের সৌন্দর্যে মোড়া রেস্তোরাঁ। স্বপ্ন তার, বাণিজ্যিক ওই উদ্যোগ বহুদূর এগিয়ে নেয়ার।
    রিজিয়া বেগমের ‘অদ্ভুত’ বাড়ি - • রিজিয়া বেগমের ‘অদ্ভুত’...
    মৃত্যু নিশ্চিত জেনেও অপুকে বিয়ে করল লিজা - • মৃত্যু নিশ্চিত জেনেও অ...
    নগরায়ণ দ্রুত সম্প্রসারিত হলেও ঢাকার বাড্ডা থানার বেরাইদে এখনও টিকে আছে গ্রাম। বালু নদীর পাড়ে সেই গ্রামেই গড়ে উঠেছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী কাঠের বাড়ির আদোলের একটি সুউচ্চ কারুকার্যময় বাড়ি। সেটিকে মোড়ানো হয়েছে বিদেশি ফুলে। এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর ইউটিউবে চোখ আটকে যাওয়া স্বপ্ন থেকেই যাত্রা শুরু ‘ঠিকানা’ নামের ক্ষুদ্র এই ভূস্বর্গের।
    করোনার আগে দেখা স্বপ্ন, বাস্তবায়নের কাজটি চলেছে করোনার কয়েক মাস জুড়ে। আগস্ট থেকে প্রস্তুত বিনোদন খোঁজা মানুষদের জন্য। ক্যাফেসহ নানা বিনোদন আয়োজনের বাইরেও এখানে রয়েছে বিদেশি ফুল পিটুনিয়ার এক বাণিজ্যিক সম্ভার। প্রস্তুতি চলছে আরো অনেক কিছুর।
    Facebook: / shykhseraj
    TH-cam: / shykhseraj
    Twitter: / shykhseraj
    Instagram: / shykhseraj
    Linkedin: / shykhseraj
    #SSERAJ #ঠিকানা #Thikana
    Shykh Seraj,Shaikh Siraj,channel I,cenel I,Thikana,thikana restaurant,thikana resort,thikana day outers,thikana day long tour restaurant,day long tour near Dhaka,well decorated restaurant,premium resort,beautiful resort,thikana restaurant location,resort near Dhaka,100 feet,300 feet,ঠিকানা,ঠিকানা রেষ্টুরেন্ট,১০০ ফিট,ঠিকানা রিসোর্ট,thikana restaurant food review,ঠিকানা রিসোর্ট বেরাইদ,ঠিকানা রিসোর্ট ঢাকা,thikana day outers dhaka bangladesh,thikana

ความคิดเห็น • 4K

  • @Xobaer
    @Xobaer 3 ปีที่แล้ว +1053

    Khub valo laglo, deshe kichu korar onuprerona pelam 👌🏼 very creative person Afrin, MashaAllah

    • @bibifatema746
      @bibifatema746 3 ปีที่แล้ว +22

      Apndr volog dekhte vlo lge amr

    • @sohanarafat4860
      @sohanarafat4860 3 ปีที่แล้ว +10

      vabi k niye deshe chole ashen

    • @jowelrana71
      @jowelrana71 3 ปีที่แล้ว +8

      কি গো ফ্লোরিনা কেমন আছো

    • @abazadsadik8872
      @abazadsadik8872 3 ปีที่แล้ว +3

      Take love vaiya ❤️❤️💘💘

    • @Xobaer
      @Xobaer 3 ปีที่แล้ว +9

      @@secretshayerapoetsandlyric7821 Thank you, but Amio shobar moto bivinno jaga theke inspired hoi, jamon ai video ta 👌🏼

  • @tafseermedia8387
    @tafseermedia8387 3 ปีที่แล้ว +485

    মাশা-আল্লাহ মানুষের তৈরি এতো সুন্দর,তাহলে আল্লাহর তৈরি জান্নাত কত সুন্দর।

    • @ashkawser1500
      @ashkawser1500 3 ปีที่แล้ว +5

      Bal there is no alla

    • @linexplanation
      @linexplanation 3 ปีที่แล้ว +6

      Ekhane Allah nei kinto allahr bandara ase......

    • @nh9696
      @nh9696 3 ปีที่แล้ว +2

      @@ashkawser1500 If there is no Allah then what is there? 😆

    • @mdabusufian3955
      @mdabusufian3955 3 ปีที่แล้ว +5

      বিসমিল্লাহির রহমানির রহিম।
      লা ইলাহা ইল্লাল্লাহ্

    • @jo-wv4lc
      @jo-wv4lc 3 ปีที่แล้ว +9

      @@ashkawser1500@ রেন্ডিয়া যে এতবড় দেশ সেখানেই তােদের হাগার ব্যবস্থা নেই বলেই তােরা ২০০ বছরের পুরনাে গােলামের কাছে জাস পা চেটে চেটে হাগার ব্যবস্থা করার জন্য । আবার তাে আমেরিকার পা টাও চাটা ছারলি না , যেখানে আমেরিকা যার বন্ধু সেখানে তার শত্রুর প্রয়ােজন নাই একমাত্র তারই পা চেটে চেটে থালার বস্তাটি ভরে ফেললি । যেদিন তােদের দেশের ভিখারির কাছ থেকে থালার বস্তাটি টান দিবে সেদিন বুঝতে পারবি যে কেন আমেরিকার পা টা চেটে বস্তা বস্তা থালা করে ছিলাম । আগে নিজের দেশের অবস্থা দেখ আমাদের দেশের দিকে চোখ না দেওয়াটাই তােদের জন্য ভালাে বুঝলি ভিখারি ।

  • @BinodonMelahd
    @BinodonMelahd 3 ปีที่แล้ว +621

    বাবার কোটি টাকা থাকলে মেয়ের দেখা সপ্ন সত্যি করতে কষ্ট হয় না।
    তবে মেয়েটি সুচিন্তার জন্য ধন্যবাদ পাওয়ার যোগ্য।

    • @Alone-fx6uh
      @Alone-fx6uh 3 ปีที่แล้ว +23

      গরীব হয়ে জন্মানোটা আপনার বাবার দোষ। কারণ তিনি প্রতিষ্ঠিত হয়ে যথেষ্ট টাকা ইনকাম করতে পারেন নি।

    • @rifatdollar2394
      @rifatdollar2394 3 ปีที่แล้ว +19

      বাবার কোটি টাকা আছে তাই বলে তো সে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে না। আপনি কিছু করেন আপনারও বরকত হবে ইনশাআল্লাহ।

    • @biplob2071
      @biplob2071 3 ปีที่แล้ว +25

      কোটিপতি ছেলেমেয়েরা মাদক গ্রহণ করে উচ্ছোন্নে যায়, ফূর্তি। করে দিন কাটায়। কিন্তু এই মেয়েটি যা করছে সেটি অসাধারণ। টাকা ভর সবাই বহন করতে পারে না, আল্লাহ মানুষ বুঝে সব কিছু দেন।

    • @Nadim_Ahmed_001
      @Nadim_Ahmed_001 3 ปีที่แล้ว +5

      @@Alone-fx6uh ওয়াও! আপনি তো জিনিয়াস।
      নাম আর কমেন্ট দেখেই বলে দিলেন তার বাবা গরিব?
      প্রতিভার ভাল ব্যবহার দেখালেন বটে।

    • @Alormohonamedia
      @Alormohonamedia 3 ปีที่แล้ว

      @@Nadim_Ahmed_001 ভাই ঠিক বলেছেন

  • @kiron2435
    @kiron2435 3 ปีที่แล้ว +130

    মাশা-আল্লাহ্ মানুষের তৈরি এত্তো সুন্দর,,, না জানি আল্লার নিজের হাতে তৈরিকৃত জান্নাত কতইনা সুন্দর🙆‍♂️🤷‍♂️😱👌👌

    • @babulbepari4910
      @babulbepari4910 ปีที่แล้ว +2

      হুম ঠিক বলেছেন আলহামদুলিল্লাহ 🤲🥰

  • @RafiKhan-lf3pk
    @RafiKhan-lf3pk 3 ปีที่แล้ว +355

    দেশের গর্ব, টিক টকে নাছানাছি, সস্তা প্রেম বাদ দেন, দেশ কে রিপ্রেজেন্ট কি ভাবে করে এখন থেকে শিখেন,
    মাশাল্লাহ

  • @RayhanVlogsOfficial
    @RayhanVlogsOfficial 3 ปีที่แล้ว +73

    প্রথমে ভেবেছিলাম বাহিরের কোন দেশ কিন্ত ভিডিও দেখে অবাক। 💖💖
    প্রিয় মানুষের অন্যতম একজন শাইখ সিরাজ আপনার প্রতি শুভকামনা সব সময়।

    • @mdalmamun3437
      @mdalmamun3437 3 ปีที่แล้ว

      Seam bro

    • @mdnorjul1628
      @mdnorjul1628 2 ปีที่แล้ว +1

      আমিও

    • @abuside8422
      @abuside8422 11 หลายเดือนก่อน

      এই মেয়েটি আফরিন এর চেয়েও বাংলাদেশে অনেক অনেক গরিব শ্রেণীর মেয়েদের স্বপ্ন আরো অনেক সুন্দর, কিন্তু তাদের বাবার টাকা নাই, এবং বিয়ের স্বামীর টাকা নেই ,এজন্য স্বপ্ন স্বপ্নই রয়ে যায়। বাস্তবে রূপান্তরিত হয় না। এককথায় যাদের টাকা আছে। তাদের স্বপ্নের ডানা আছে যাদের টাকা নাই তাদের দুটি ডানা ও নাই। এটাই বাস্তব। যেমন আমার লাইফে, আমি গরিব ঘরের মেয়ে। বিয়ে হইছে, তার মা নেই, সে সবার বড় তারা পাঁচ ভাই-বোন। বাবা ছিল তাকে আমার হাজব্যান্ড বিয়ে করালো বন্ধ্যা নারী। কিন্তু সে টিকে থাকতে পারলো না। কারণ সবাই তো মমতাময়ী হয় না। তারপর সে নিজে বিয়ে করল আমাকে ঘরে আনলো। তারা চার ভাই একটি বোন। আমি তাদের বড় ভাবি, তাদের কে মায়ের মত স্নেহ দিয়ে লালন পালন করলাম আস্তে আস্তে করে সবাইকে বিয়ে-শাদী ও দিলাম। বর্তমানে বিয়ের বয়স 17 বছর। বর্তমানে সংসার অনেক ছোট। কোন এক সময় বুঝিনি তো অনেক বড় সংসার ছিল, জীবনে অনেক লড়াই করে একটু সুখের মুখ দেখতে পেলাম। ওরা সংসারে থাকাকালীন। একটুকরো জমি ও কিনলাম, জীবনে অনেক অনেক স্বপ্ন ছিল, সেটা আস্তে আস্তে করে রূপান্তরিত করলাম আল্লাহর প্রতি তাকিয়ে, যেমন বাসার কিচেন এর তরকারির খোসা ডিমের খোসা এবং ব্যবহারিত চাপাতি। এ থেকে স্যার বানালাম , এবং ফুল ফল গাছ লাগালাম 7 ছাদ বাগান করলাম সেখানে অনেক ফল এবং ফুল গাছ আছে, যখন মন খারাপ থাকে, তখন ছাদ বাগানে ঘুড়ি এবং সমস্ত গাছের দিকে তাকিয়ে মনটা শান্তিতে ভরে যায় একটু হলেও কষ্ট টা ভালোলাগায় রূপান্তরিত হয়, কারণ মেয়েদের তিল তিল করে গড়াই গাছগুলো, জানেন তো,, কষ্টের সব কিছুতে সুখ সুখ মিলে, যাইহোক তারপরে বাড়িটি নিজের মনের মত করে একটু একটু করে সাজাতাম, বড় কষ্ট করে, তখন মনে হল, আজ যদি টাকা থাকতো তাহলে এত কষ্ট করে বাড়িটি সাজানো দরকার হতো না, এজন্য কথায় বলে টাকা হলে অনেক কিছুই মিলে, কিন্তু সুন্দর মনের মন মিলেনা। যাইহোক জীবনটা হলো অনেক লড়াই করে বেঁচে থাকার জীবন, , কষ্ট করে একটু একটু করে সাজানো জীবনটা অনেক বেশি মিষ্টি হয়, সবকিছুতে মায়া থেকে যায়, আর টাকা থাকলে অনেক কিছুই ব্যাপার না রাতের ভিতরে ও স্বপ্ন পূরণ করা সম্ভব,,, এটাই বাস্তব,

  • @AlZainMediaofficial
    @AlZainMediaofficial 2 ปีที่แล้ว +26

    পবিত্র কুরআন প্রেমিক দের কে পবিত্র কুরআন এর সম্পুর্ণ সূরা গুলো শুনতে আমন্ত্রণ রইল।

  • @AtiqulIslamPalash
    @AtiqulIslamPalash 3 ปีที่แล้ว +13

    শ্বাস নিচ্ছি - আলহামদুলিল্লাহ
    ভালো আছি - আলহামদুলিল্লাহ
    -বেঁচে আছি - আলহামদুলিল্লাহ

  • @mahabub499
    @mahabub499 3 ปีที่แล้ว +669

    যদি টাকা থাকে তাহলে আপনি আপনার জীবনকে যেমন ইচ্ছে তেমন পরিবর্তন করতে পারবেন, আর যদি টাকা না থাকে তাহলে মা বাবা এমনকি সন্তানের জন্য ঔষধ কিনা যায়না।

    • @mohammadhasan1400
      @mohammadhasan1400 3 ปีที่แล้ว +4

      সহমত ভাই

    • @aploveday6046
      @aploveday6046 3 ปีที่แล้ว +3

      Right

    • @nasihulrifat6514
      @nasihulrifat6514 3 ปีที่แล้ว +24

      Taka thaklei shob hoyna..taka oneker e ache..ruchishilota Asol Kotha.

    • @mdismailhossenmdismailhoss4327
      @mdismailhossenmdismailhoss4327 3 ปีที่แล้ว +28

      টাকা থাকলেই সব কিছু হয়না ৤ বড় মানের ও সুন্দর্যের মন লাগে ৤

    • @raselkhandakar3094
      @raselkhandakar3094 3 ปีที่แล้ว +3

      সেরা মন্তব্য।

  • @fairucorporation5456
    @fairucorporation5456 3 ปีที่แล้ว +613

    মেয়েটার রুচি আছে। এত অল্প বয়সে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। মাশাহ্ আল্লাহ😍

    • @abirislam0076
      @abirislam0076 3 ปีที่แล้ว +24

      টাকা থাকলে সবাই পারে.....ওকে

    • @minhazhossain3324
      @minhazhossain3324 3 ปีที่แล้ว +8

      Ora dakat. Faultu khabar. Price is very high.

    • @mohammedriyad5039
      @mohammedriyad5039 3 ปีที่แล้ว +23

      রুচি নারে পাগলা বাপের টাকা থাকলে অাপনিও এর থেকে সুন্দর করতে পারবেন।।।।

    • @isratjahan2016
      @isratjahan2016 3 ปีที่แล้ว +1

      @@abirislam0076 exactly

    • @abirislam0076
      @abirislam0076 3 ปีที่แล้ว

      @@isratjahan2016
      Hmmm 👍

  • @kanikadhar7298
    @kanikadhar7298 3 ปีที่แล้ว +10

    আফরিন মামনি , তোমার এত সুন্দর চিন্তাধারার জন্য অভিনন্দন জানাই । জনাব শাইখ সিরাজ ভাইকে গভীর শ্রদ্ধা জানাই এই অসাধারণ ভিডিওটি দেখানোর জন্য । এই মনোমুগ্ধকর রিসোর্সটি দেখে কি লিখব ভাষা খুজে পাচ্ছিনা । তার মা- বাবার প্রতি অশেষ শ্রদ্ধা রইল। দেশে গেলে অবশ্যই দেখতে যাব । পরিশেষে সবার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি ।

  • @eyeofwatchman4970
    @eyeofwatchman4970 3 ปีที่แล้ว +22

    মন ছোয়ে গেল দেখে !! অশেষ ধন্যবাদ আফরিনকে। সৃজনশীল কাজে সহযোগিতা করায় আফরিনের বাবাকে ও ধন্যবাদ

  • @explorewithsajib1555
    @explorewithsajib1555 3 ปีที่แล้ว +488

    আজকের নতুন প্রজন্ম সুন্দরী মেয়েরা যেখানে সারা দিন মেকআপ আর রূপচর্চা নিয়ে ব্যস্ত, সেখানে এই সুন্দরী আপুর সুন্দর মনের সুন্দর চিন্তার বাস্তবায়ন সত্যি অসাধারণ লাগলো😍

  • @eyamin811
    @eyamin811 3 ปีที่แล้ว +543

    দুনিয়ায় এতো সুন্দর হলে,জান্নাত কেমন হবে, আল্লাহই ভালো জানেন।

    • @mdkhan8r
      @mdkhan8r 3 ปีที่แล้ว +3

      Hmm😇

    • @mdzahidkhan6199
      @mdzahidkhan6199 3 ปีที่แล้ว +2

      হুমমম....ঠিক

    • @mobasshirkhantanan6771
      @mobasshirkhantanan6771 3 ปีที่แล้ว +6

      @fahim sahriar Nawjubillah Astagfirulla
      Ya Allah tmi jalim dhongso koira dew

    • @26mamun
      @26mamun 3 ปีที่แล้ว +8

      @@mobasshirkhantanan6771 বাদ দেন। এটেনশন পাওয়ার জন্য আবোলতাবোল বকছে।

    • @mobasshirkhantanan6771
      @mobasshirkhantanan6771 3 ปีที่แล้ว

      @@26mamun ji vhai bhujte parsi

  • @fdallo6501
    @fdallo6501 2 ปีที่แล้ว +5

    আরফিনকে অনেক ধন্যবাদ এই রকম একটি সুন্দর বিনোদনের জায়গা উপহার দেওয়ার জন্য।তার এই সৃজনশীল চিন্তা ভাবনার জন্য আমরা এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে পারছি।টাকা পয়সা থাকলেই এমন উদ্যোগ সবাই নিতে পারেনা,এর জন্য মেধা,পরিশ্রম, মানুষের প্রতি ভালবাসা,রুচিসিলতা, আধুনিক চিনতাভাবনা, এগুলো গুণের দরকার হয়।

  • @mimislam2357
    @mimislam2357 3 ปีที่แล้ว +54

    লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ।।

  • @mdrabiul8992
    @mdrabiul8992 3 ปีที่แล้ว +66

    আমরা বাঙালি তার একটি প্রতিভা তুলে ধরেছে এই বোনটি, এ যেন এক অন্যরকম প্রকৃতির। এখানে নিঃশ্বাস নিলে জুড়িয়ে যাবে প্রাণ। অনেক চমৎকার বলাবাহুল্য। ধন্যবাদ এই বোনটিকে এবং তার পরিবারকে।

  • @sheikharianbipu77
    @sheikharianbipu77 3 ปีที่แล้ว +70

    আধুনিক, স্মার্ট এবং রুচিশীল মননশীলতার এক অনুপম নিদর্শন।

  • @laijomeftafuljannat2694
    @laijomeftafuljannat2694 3 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ ❤️এক কথায় অসম্ভব সুন্দর জায়গা।

  • @baulsongtv452
    @baulsongtv452 ปีที่แล้ว

    এত সুন্দর কাজ দেখে আমি মুগ্ধ

  • @user-gv3bk8kf8b
    @user-gv3bk8kf8b 3 ปีที่แล้ว +64

    মৃত্যু নিশ্চিত
    কিন্তু সময় টা অনিশ্চিত..
    ইয়া আল্লা্হ!
    যখনি মৃত্যু দিবা ঈমানী হালতে দিও।

  • @islameralosa
    @islameralosa 3 ปีที่แล้ว +217

    আল্লাহ তুমি আমাদের সকলকে 30 টা রোযা রাখার তৌফিক দান করুন সেই সাথে 30 টা তারাবির নামাজ পড়ার তৌফিক দান করুন আমীন

    • @kakhalida3066
      @kakhalida3066 3 ปีที่แล้ว +4

      Amin

    • @sheulyjahan2194
      @sheulyjahan2194 3 ปีที่แล้ว +2

      Right.

    • @mdarifsarkar4939
      @mdarifsarkar4939 3 ปีที่แล้ว

      আমিন

    • @md.ashrafulislam1680
      @md.ashrafulislam1680 3 ปีที่แล้ว

      Ameen

    • @HassanurRakib
      @HassanurRakib 3 ปีที่แล้ว +1

      Ki re? Subscriber paili ektao comment kore? Namaz er pati te tora ki doa korte vule jaish j TH-cam e eshe doa korish? 😂😂😂 Shala vondo!
      Allah tore hedayet dik. Allah, nobir naam beche subscriber tana bondho kor!

  • @NJM0901
    @NJM0901 3 ปีที่แล้ว +85

    It's not only about Afrin it's about a supportive parents who will appreciate their children's idea . But how many parents really support their children ? They will spend lakhs for marriage but not a single penny to make their daughter independent enough to feed her dreams 🙂

    • @zahanraka8970
      @zahanraka8970 3 ปีที่แล้ว

      Yeah. My dad never supported my dream.

    • @blackgirl8170
      @blackgirl8170 2 ปีที่แล้ว

      @@zahanraka8970 same here sister😞😞

  • @lipiakter4445
    @lipiakter4445 3 ปีที่แล้ว +5

    এরকম কাঠের ঘর আমাদের বিক্রমপুর মুন্সিগঞ্জের ঐতিহ্য। খুবই ভালো লাগছে যে আমাদের মুন্সিগঞ্জের ঐতিহ্য এখন ঢাকার অদূরেও পৌঁছেছে।😍

  • @shibudas3534
    @shibudas3534 3 ปีที่แล้ว +81

    মেয়েটা ছোট হলেও স্বপ্নগুলো আকাশ ছোঁয়া....। দেখে খুব ভালো লাগলো

  • @mmumasum205
    @mmumasum205 3 ปีที่แล้ว +12

    আজ আমরা ইট পাথরের গেরা শহরে সবাই আধুনিক হওয়ার জন্য,আমাদের আগের সুন্দর সুন্দর কাটের তৈরি ঘর গুলোকে আমরা আজ মাটি চাপা দিচ্ছি, আজ আমাপদের বাবা,চাচার সেই চিনা বাড়িগুলো আমরা আজ ভুলে গেছি,এই বাড়িটা দেখে আসলে অনেক অনেক খুশি হলা,আমাদের জনগনের সিরাজ ভাইকে ধন্যবাদ।

  • @saditakhan4731
    @saditakhan4731 3 ปีที่แล้ว +13

    আমি ভেবেছিলাম বিদেশি কোনো জায়গা
    দেখে তো অবাকই 😍😍

  • @MdRashed-lk1lc
    @MdRashed-lk1lc ปีที่แล้ว +3

    সত্যি অসাধারণ,বাংলাদেশের পত্যেক ঘরে ঘরে যদি এমন একটা মানুষ থাকতো তাহলে আমাদের বাংলাদেশ আরো সুন্দর হতো,ধন্যবাদ ছোট বোনটাকে

  • @Takealookat123
    @Takealookat123 3 ปีที่แล้ว +453

    কত বড়লোকের মেয়েরা টাকা নষ্ট করে ঘুরে বেড়ায় আর এই মেয়েটা এত কম বয়সে এত সুন্দর আয়ডিয়া বের করছে সত্যিই অসাধারণ।

    • @salafiqueen
      @salafiqueen 3 ปีที่แล้ว +2

      Borolok dekhle ki hingsha lage? Foinnirput?

    • @shehranwahid6056
      @shehranwahid6056 3 ปีที่แล้ว +20

      @@salafiqueen কুত্তার থেকেও বাজে ব্যবহার! তোমরাই দেশের মানুষের নাম খারাপ করছো!

    • @shohan962
      @shohan962 3 ปีที่แล้ว +7

      @@salafiqueen শুয়োরের থেকেও বাজে ব্যবহার। আপনার ব্যবহার ঠিক করতে হবে।

    • @ziauddin7576
      @ziauddin7576 3 ปีที่แล้ว +3

      Goribraw kom taka noshto kore na,taraw onek taka noshto kore.Tai kothay kothay Borolokh er Dosh diye lav nai

    • @tulufamiyofficial5843
      @tulufamiyofficial5843 3 ปีที่แล้ว +3

      @@salafiqueen উনি তো অনেক ভালো কথা লিখেছেন। আর তুই তো বড় ফকিরনী !

  • @voicefromheart2503
    @voicefromheart2503 3 ปีที่แล้ว +116

    আল্লাহৰ জান্নাত না জানি কতই সুন্দৰ

  • @mdmohonali9113
    @mdmohonali9113 3 ปีที่แล้ว +3

    এক কথায় বলতে গেলে অসাধারণ💞 সুন্দর মনের একটি চিন্তাভাবনা থেকে এই মনোরম পরিবেশ
    ধন্যবাদ আফরিন ও শেখ সিরাজ স্যার কে।
    💞💞💞 ঠিকানা💞💞💞

  • @mbmonerkhan3414
    @mbmonerkhan3414 3 ปีที่แล้ว +3

    সত্যিই অনেক সুন্দর হয়েছে আয়োজন ঢাকার ভিতরে এমন একটি জায়গা গড়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ রাখে কিন্তু অনেকেই দেখি রঙিন করে পৃথিবীতে সাজানো নিজেও সাজিদের সেই রঙে কিন্তু স্বপ্ন পূরণ হয় না অনেকের

  • @rayhanjubayer1494
    @rayhanjubayer1494 3 ปีที่แล้ว +140

    "যতদিন থাকবে তরুণদের হাতে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।"
    তারুণ্যে শক্তি, তারুণ্যে মুক্তি।
    আফরিনকে অভিনন্দন।

    • @joe_mama92
      @joe_mama92 ปีที่แล้ว +1

      নির্ভর করে তরুনদের চরিত্রের উপর।

  • @AliKhan-vh4bx
    @AliKhan-vh4bx 3 ปีที่แล้ว +179

    সাইখ সিরাজের অবদান অনেক মানুষ কে অনুসরন করতে দেখেছি। শাইখ সিরাজ একজন কিংবদন্তি, আমাদের গৌরব।

  • @Islamicquotes679
    @Islamicquotes679 2 ปีที่แล้ว +1

    আমি আপনার চেনেলে নতুন আপনার ভিডিও গুলো দেখে আমার অনেক ভালো লাগলো আমি আসামের বাসিন্দা

  • @newlook.southkorea
    @newlook.southkorea 3 ปีที่แล้ว

    অনেক বিডিও দেখেছি আর স্কিপ করে চলে গিয়েছি, কিন্তু এই বিডিওটি দেখে এত এত ভালো লেগেছে যা ভাষায় প্রকাশ করার মত না। মানুষের অন্তরের সৌন্দর্য প্রকাশ পায় তার কর্মের মাধ্যমে, আর এই "ঠিকানা" নামক এই ছোট্ট জান্নাতি টুকরোটা তৈরি করে তাদের হ্রদয়ের সৌন্দর্য প্রকাশ পেল। পুরো পরিবার এবং আমার প্রাণপ্রিয় শায়খ সিরাজ এর জন্য অন্তরের অন্তর্স্থল থেকে দো'আ ও ভালোবাসা রইল।

  • @habibullahmesbah6736
    @habibullahmesbah6736 3 ปีที่แล้ว +396

    সবকিছুর মুলে আছে রুচি আর টাকা,,, দুটার সমন্বয় না হলে হবেনা

  • @sumonhossain5212
    @sumonhossain5212 3 ปีที่แล้ว +306

    শুধু টাকা থাকলে হয় না, রুচি ও থাকতে হয়, ধন্যবাদ আপনাকে ম্যাডাম.... অসাধারণ 🚗

    • @zakir6495
      @zakir6495 3 ปีที่แล้ว

      Right 👍👍👍

    • @sumonhossain5212
      @sumonhossain5212 3 ปีที่แล้ว +12

      @@tonnisom1440 হুম আপনি তো আমার মত ফকিন্নি... 😥 আর কী করবেন বসে বসে হিংসা করেন, কেউ ভালো উদ্যোগ নিলে তাকে উৎসাহ দিতে হয়... ম্যাডাম

    • @sumonhossain5212
      @sumonhossain5212 3 ปีที่แล้ว

      @@zakir6495 ধন্যবাদ

    • @user-cl9qx5rq7j
      @user-cl9qx5rq7j 3 ปีที่แล้ว +5

      @@tonnisom1440 কেন আপু বাপের টাকা থাকলে অপরাধ নাকি!

    • @shadmanislam9559
      @shadmanislam9559 3 ปีที่แล้ว

      @@tonnisom1440 ⁰
      Pp
      Pppq

  • @rafaetkhanrk6475
    @rafaetkhanrk6475 3 ปีที่แล้ว +3

    অসম্ভব সুন্দর ঠিকানা ! নানা ধরনের প্রাকৃতিক সজ্জা আমি মুগ্ধ❤
    তবে আমাদের বিক্রমপুরের ঐতিহ্য বাড়ি এবং এগুলা বেশিরভাগ নেপালে দেখা যায় অসম্ভব চিন্তাভাবনা আফরিনের ধন্যবাদ শাইখ সিরাজ স্যার

  • @nobabsikder4301
    @nobabsikder4301 3 ปีที่แล้ว

    দারুণ। আমার ভাই যেদিন ওখানে যেয়ে ছবি উঠে ফেসবুকে আপলোড করে আমি ভেবেছিলাম অফিসের কাজে দেশের বাহিরে গেছে কিন্তু পরে জিজ্ঞেস করে জানি এটা আমার দেশেই, ছোটো আপু দারুণ কাজ করেছেন তার এই ছোটো বয়সে কিন্তু যে কেউ চাইলেই পারবেনা চিন্তা ভাবনা থাকলেও কারণ এগুলো বানাতে প্রচুর টাকা প্রয়োজন।
    আর ধন্যবাদ আপনাকে এগুলো আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য।

  • @Evan-xc2zk
    @Evan-xc2zk 3 ปีที่แล้ว +201

    অসাধারণ আইডা, তবে প্রচুর মুলধনের দরকার। পুরোটাই বানিজ্যিক,এবং মেয়েটির বাবার অসাধারণ সাপর্ট দিয়েছে বলেই সম্ভব হয়েছে

  • @3dwallpaperdegain846
    @3dwallpaperdegain846 3 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আমরা এই ঠিকানার ভিতরের ওয়ালে আমাদের থ্রিডি ওয়াল পেপারের কাজ করেছি, সত্যি এখান টা আমার খুব ভালো লেগেছে।

  • @Abdullahskbd
    @Abdullahskbd ปีที่แล้ว +1

    সত্যি দেখে ভালো লাগছে অসাধারণ একটা জায়গা।

  • @fineharunurrashid
    @fineharunurrashid 3 ปีที่แล้ว +151

    বাবা মেয়ের অসাধারণ প্রতিভা দুই জনের জন্য দোয়া ও ভালোবাসা রইল

  • @md.mohibbullah6592
    @md.mohibbullah6592 3 ปีที่แล้ว +219

    আফরিনের মতো হাজারো এরকম সৃজনশীল মানুষ আছে সুধু টাকার অভাবে বাস্তব হয় না।।

  • @sahadatshakil3337
    @sahadatshakil3337 ปีที่แล้ว +3

    -এক কথায় মনোমুগ্ধকর 🥰
    -ঐ খানে ঘুরতে যাইতে মন চাইতাছে😻

  • @soniaanwar6650
    @soniaanwar6650 2 ปีที่แล้ว +4

    মাশা আল্লাহ বাড়িটা অনেক সুন্দর এক কথাই অসাধারণ।

  • @ROK-TV
    @ROK-TV 3 ปีที่แล้ว +400

    রুচিশীলতা অবশ্যই আছে কিন্তু অর্থ না থাকলে উদ্যোক্তাদের উদ্যোগ মাঠেই মারা যায়😶

    • @exoanna58
      @exoanna58 3 ปีที่แล้ว +10

      setai taka na thakle kichui kora jai na..amrao onek dhoroner chinta korte pari..kintu setar jonno taka thaka lagbe..

    • @anamikamondol9041
      @anamikamondol9041 3 ปีที่แล้ว +1

      You are right

    • @GAL149
      @GAL149 3 ปีที่แล้ว +3

      টাকা থাকলেও একটা ব্যবসা বাস্তবায়ন করা কঠিন।

    • @exoanna58
      @exoanna58 3 ปีที่แล้ว +3

      taka thakle..Chinese wooden house banano kono matter na..okk

    • @sraboniakter7439
      @sraboniakter7439 3 ปีที่แล้ว +2

      R8

  • @AminAmin-bd4it
    @AminAmin-bd4it 3 ปีที่แล้ว +9

    এতো অল্প বয়ষে এতো সুন্দর চিন্তা ধারার বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসণীয়...মাশাল্লাহ!!
    Keep it up!!

  • @alamgirmtcc3669
    @alamgirmtcc3669 2 ปีที่แล้ว +3

    আসসালামুয়ালাইকুম
    মাশাআল্লাহ
    আলহামদুলিল্লাহ
    অনেক সুন্দর লাগছে
    দোয়া এবং অভিনন্দন রইল আপনাদের প্রতি

  • @BeautyofBangladesh-bd
    @BeautyofBangladesh-bd 9 หลายเดือนก่อน +1

    ধন্যবাদ স্যার এত সুন্দর "ঠিকানা" এবং এর পিছিনের কাহিনি আমাদের মাঝে তুলে ধরার জন্য

  • @sourovmahmudshohag493
    @sourovmahmudshohag493 3 ปีที่แล้ว +162

    শুধু টাকা থাকলেই সুন্দর কিছু করা যায়না। সুন্দর কিছু করতে হলে সুন্দর একটা মন লাগে।

  • @fashionworld4602
    @fashionworld4602 3 ปีที่แล้ว +287

    আহা টাকা থাকলে এমন কিছু অসম্ভব না।।
    বিঃদ্রঃ মাশাল্লাহ অনেক সুন্দর।

    • @abirislam0076
      @abirislam0076 3 ปีที่แล้ว +2

      ঠিক বলেছেন

    • @nayeemislam2439
      @nayeemislam2439 3 ปีที่แล้ว +33

      টাকা তো অনেকের আছে কিন্তু কয়জন এরকম ব্যতিক্রম কিছু করার চিন্তা করে.....সবাই তো ইট বালি আর সিমেন্ট নিয়ে পরে থাকে

    • @infatuation8490
      @infatuation8490 3 ปีที่แล้ว +21

      এখানে টাকার চেয়ে বড় কথা ক্রিয়েটিভিটি।

    • @abirislam0076
      @abirislam0076 3 ปีที่แล้ว +3

      @@infatuation8490
      Tumi bal bujo 😏
      Bangladesh a er theko o onek valo creativity dekhanor manua asa ja mama khalur jonno dekhate pare na... Seta apni bujben na... Jar mama khalu ney sudhu sei jane

    • @bdupskill429
      @bdupskill429 3 ปีที่แล้ว +1

      @@nayeemislam2439 Right creative idea

  • @jr.kiteslover4910
    @jr.kiteslover4910 2 ปีที่แล้ว +1

    মন মুগ্ধ করা চিন্তাধারা অপনার খুব ভালো লাগলো অাপু

  • @mdmehedi6344
    @mdmehedi6344 3 ปีที่แล้ว

    কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ ভাই

  • @alaminsarker8154
    @alaminsarker8154 3 ปีที่แล้ว +69

    ** আসছে একটা রাত
    নাম তার শবেবরাত ।
    তুলব আমরা দু হাত।
    করব আমরা মোনাজাত।
    আল্লাহ করবে গুনা মাফ।
    তোমাদেৱ রইল দাওয়াত।
    পবিত্র রমজান মোবারক।"

  • @AhmedRased-fd9zy
    @AhmedRased-fd9zy 3 ปีที่แล้ว +75

    সত্যি কথা বলতে কি, ভালো মানুষের ভালো চিন্তা ভাবনা। দেখে আমার খুব ভালো লাগছে।

    • @nasimazahid3665
      @nasimazahid3665 2 ปีที่แล้ว

      কিন্তু জায়গাটা কোথায়

  • @jubayerafrin5507
    @jubayerafrin5507 2 ปีที่แล้ว

    Bangladeshi College students,
    Very good monovab &
    Thanks mati o Manush, Shykh seraj.

  • @imdadkhan5264
    @imdadkhan5264 2 ปีที่แล้ว

    MashAllah, Wonderful.Apu,Keep going..

  • @decenttelevision9021
    @decenttelevision9021 3 ปีที่แล้ว +27

    এত অল্প বয়সে এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে......অনেক দূর এগিয়ে যাও

  • @mdal-amin7016
    @mdal-amin7016 3 ปีที่แล้ว +27

    এখানে অনেকেই বলছেন মেয়েটা বাবার টাকা আছে বলে সে এতো সুন্দর একটা উদ্যোগ নিতে পারছে। একটা কথা মনে রাখা জরুরী যে, একটা ব্যবসা প্রতিষ্ঠান দাড় করানো অনেকটা কাঁচ গিলে খাওয়ার সমান। আমরা শুধু তার সফলতাটাই দেখতে পেরেছি কিন্তু তার পিছনের পরিশ্রমগুলো দেখতে পারিনি।
    আর হ্যাঁ, আমাদের সমাজে টাকা থাকলেই যে একটা কিছু করতে পারব এটা ভুল। যদি এমন হতো তাহলে মানুষ ব্যাংকে এতো টাকা ডিপোজিট করতো নাহহ। ভালো কাজের প্রশংসা করতে পারাটাও এক ধরনের মহত্ব।

  • @tajulislamraju8332
    @tajulislamraju8332 3 ปีที่แล้ว +3

    অসাধারণ লাগলো পুরো বাড়িটা দেখে।প্রচুর টাকা, শ্রম, মেধা, সময়, কত কিছুইনা ব্যায় হয়েছে এই ঠিকানা নামক বাড়িটিতে।ধন্যবাদ আফরিনকে😍😍

  • @johngreen4147
    @johngreen4147 ปีที่แล้ว +3

    At first I thought it was in Japan or somewhere in China. Young lady, I'm married to a Japanese and have been in Japan for a long time. I haven't seen a project created by a person like this scale before!!! You are a talented person with incredible ideas. Your beautiful creation would beat many exparts!!! Do what you are doing. You probably need visitors for a long stay. Building a B&B nearby would be a good idea!!! Thanks for sharing...

  • @riponkhondakar6134
    @riponkhondakar6134 3 ปีที่แล้ว +40

    আমি বলবো, আফরিন অনেক সুন্দর মনের মানুষ, তার প্রতিচ্ছবি বাস্তবে ফুটিয়ে তুলেছে, best of luck Afrin

    • @fazlerabbi30m35
      @fazlerabbi30m35 3 ปีที่แล้ว

      ভাইয়া ঠিকানা টা জানেন

  • @ftvfrombangladesh5757
    @ftvfrombangladesh5757 3 ปีที่แล้ว +5

    খুব সুন্দর একটা জায়গা দেখে মনটা ভরে যায়।।আমাদের বাংলাদেশে এমন একটা জায়গা,সত্যিই ভালো লাগলো।।

  • @mst.jesminakterjesmin6705
    @mst.jesminakterjesmin6705 3 ปีที่แล้ว +1

    আমি আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লা। হরেকরকমফুলের বাহারী আয়োজন, সত্যি কল্পনাই করা যায় না। এমন বুদ্ধিদিয়ে,কল্পনা দিয়ে মানুষের মন মনরঞ্জনার নিপুন প্রয়াশ।খুবই ভালো লাগল।আরেফিন আপু তোমাকে আল্লাতালা নেক হায়াত দান করুক, আগামীতে আরও ভালো কিছু করার জন্য।

  • @TaijulIslamofficial605
    @TaijulIslamofficial605 ปีที่แล้ว +1

    কোথায় যেন হারিয়ে গেলাম ভালই লাগলো

  • @almahmud2922
    @almahmud2922 3 ปีที่แล้ว +61

    সত্যি অসাধারণ দোয়া রইলো আফরিনের জন্য। এমন আফরিনরা দেশে আরো জন্মায় । ♥️♥️♥️♥️♥️💙♥️♥️💙💙

    • @randomworkbyab6483
      @randomworkbyab6483 3 ปีที่แล้ว +1

      when your father have a lot of money you can flourish your idea...she is not a role model....her father is great and supportive you can say his father should be followed by other father to support their children's dream with money or mental support.

  • @Shaon_vlog
    @Shaon_vlog 3 ปีที่แล้ว +198

    এই মেয়ের টাকা ওর বাবা দিছে, এটা নিয়ে অনেক মানুষের মাথা ব্যাথা, কারন তাদের পরিবার কখনো ১০ টাকাও তাদের পেছনে ইনভেস্ট করতে পারে নাই এটাই তাদের হিংসার কারন ।

    • @AbdulKarim-wv8gh
      @AbdulKarim-wv8gh 3 ปีที่แล้ว +1

      😁😁

    • @Isratjahan-cs3io
      @Isratjahan-cs3io 3 ปีที่แล้ว +4

      Tik bolsen

    • @abdullahsmomkitchen1750
      @abdullahsmomkitchen1750 3 ปีที่แล้ว +8

      আপনি এভাবে বলাটা ঠিক হয়নি ভাই সব বাবা-মার টাকা থাকে না। আপনার যদি টাকা থাকতো আপনিও খুব ভালো একটা কিছু করতে পারতেন

    • @Shaon_vlog
      @Shaon_vlog 3 ปีที่แล้ว +8

      @@abdullahsmomkitchen1750 টাকা না থাকতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু ওন্য কারো বাবা-মার টাকা থাকলে সেটা দেখে আমাদের জ্বলবে কেন????????
      আমাদের নাই বলে????

    • @abdullahsmomkitchen1750
      @abdullahsmomkitchen1750 3 ปีที่แล้ว +2

      @@Shaon_vlog ভাইয়া এখানে জলার কিছু নাই হ্যা কিছু কিছু মানুষ আছে যারা বা মানুষের ভালো দেখতে পারে না সেটা ভিন্ন ব্যাপার কিন্তু এখানে তো টাকা টাই আসল।

  • @jillurrahman8075
    @jillurrahman8075 3 ปีที่แล้ว +13

    আমি প্রথমে যে দিন ছবি দেখে ভেবেছিলাম নেপালের কোন এক জায়গা হবে।
    ফুলের চারার দাম খুবই বেশি।

  • @drtsahasaha9867
    @drtsahasaha9867 3 ปีที่แล้ว +16

    What a beautiful thought and creation ..appreciated her initiation and effort ..truly inspiring and a positive and productive message to everyone who loves nature and want to save this earth ..thanks to this young lady who made this impossible to possible ..

  • @jutychowdhury
    @jutychowdhury 3 ปีที่แล้ว +57

    শাখেক সিরাজ ভাইর জন্য আমাদের দেশে অনেকে বাগান করছেন। মাশাআললাহ সুন্দর লাগছে গাছ গুলো দেখতে ।

  • @fozlurrohman1921
    @fozlurrohman1921 3 ปีที่แล้ว +209

    সামান্য তম ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারলে, আল্লাহ এ দুনিয়ার মতন , দশ টি জান্নাত আল্লাহ দান করবেন !

    • @SOHELRANA-vv1ye
      @SOHELRANA-vv1ye 3 ปีที่แล้ว +5

      তুমি জান্নাত এ তুমি এখানে এই লিখতে আসো কেন মাইগ্গা

    • @shakhawathossain7537
      @shakhawathossain7537 3 ปีที่แล้ว +1

      Pagol kothi kon comment korte hbe janis na

    • @mrlogic873
      @mrlogic873 3 ปีที่แล้ว +2

      jannat a jaba aita sure hoila kamne

    • @mdhasam6826
      @mdhasam6826 3 ปีที่แล้ว

      nice

    • @blog1754-b9j
      @blog1754-b9j 3 ปีที่แล้ว +2

      এই দুনিয়ার মত দশটা জান্নাত দিয়ে আমি কি করব ভাই?

  • @swarup.k.dasgupta537
    @swarup.k.dasgupta537 3 ปีที่แล้ว +6

    Good work.
    It's really exclusive!
    It's a wonderful design and development!
    It's an amazing excellent!
    I liked it.
    *Thanks and congratulations to the designers developers and architectures.*

  • @md.raselchowdhury3327
    @md.raselchowdhury3327 ปีที่แล้ว

    প্রথমে ভাবছিলাম ব্রিটেনের কোন একজায়গায়। কিন্তু তারপর কিছুক্ষণ দেখার পর বুঝলাম এটা আমাদের বাংলাদেশে। স্যালুট এই আপুকে সে আমার এক ক্লাস নিচে পড়লেও অভিজ্ঞতাটা আমার থেকেও বেশি। শুভকামনা রইল 🥰🥰

  • @DesignerBaktear
    @DesignerBaktear 3 ปีที่แล้ว +44

    টাকা তো অনেকের আছে কিন্তু কয়জন এরকম ব্যতিক্রম কিছু করার চিন্তা করে.....সবাই তো ইট বালি আর সিমেন্ট নিয়ে পরে থাকে

  • @feroztechbd
    @feroztechbd 3 ปีที่แล้ว +18

    স্যার আপনার জীবনে সব সমায় দেশকে এগিয়ে নিয়ে জাওয়ার জন্য আপনার যে চেষ্টা তা আমরা সফলতার মুখ দেখবো আশা করছি

  • @MitusNakshiKantha
    @MitusNakshiKantha 3 ปีที่แล้ว +1

    অসাধারন লেগেছে। সত্যিই এই যেনো ফুলের রাজ্য। প্রকৃতিপ্রেমী মানুষ গুলো আজ ক্লান্তি ভূলতে খুজে পাবে ঠিকানা। সত্যি ই অসাধারন।শুভ কামনা আপু।

  • @Elonefte
    @Elonefte 3 ปีที่แล้ว

    মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, ধন্যবাদ শেয়ার করার জন্য 💙 👍

  • @sohidulsordar1478
    @sohidulsordar1478 3 ปีที่แล้ว +215

    স্যার আপনার বাড়িটা একদিন দেখাবেন প্লিজ

  • @ihemon2996
    @ihemon2996 3 ปีที่แล้ว +39

    ধন্যবাদ আফরিনের এর সৃজনশীল চিন্তা ও তার বাস্তবায়ন এর জন্য। এর সবচেয়ে বেশী কৃত্বিত তার বাবা-মায়ের।। আমাদের ৯৯.৯৯% মা-বাবা সহায়তা তো দূরের কথা তাদের স্বর্বস্ব দিয়ে বিরোধীতা করবে।।

    • @kr09942
      @kr09942 3 ปีที่แล้ว +1

      Thik bolsen amio or age a thakte AMR dream project supershop khulte ceyechilam bt abbu invest korlona aj eta koto sucessful business hoto,akhon abbu dukhkho kore.

    • @AbdulKarim-wv8gh
      @AbdulKarim-wv8gh 3 ปีที่แล้ว

      কথা কিন্তু সত্য

    • @ihemon2996
      @ihemon2996 3 ปีที่แล้ว +1

      @@kr09942 ভাই আমারও সেম কাহিনী।।
      একটু সাপোর্ট পেলে জীবনটা অন্য রকম হতো।।
      আমার কমেন্টাও আমার জীবনে গল্পের একটা অংশ মাত্র

  • @shirinscollection1622
    @shirinscollection1622 ปีที่แล้ว

    মাশাআললাহ ।অসাধারন সুন্দর 🤩
    অনেক ধন্যবাদ এতো সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য।

  • @NiloyRahmanAkash
    @NiloyRahmanAkash 2 ปีที่แล้ว +1

    খুবই রুচিশীল চিন্তা ভাবনা 👍
    খুবই মুগ্ধ হলাম ❤️❤️

  • @afifmohammadafifmohammad3328
    @afifmohammadafifmohammad3328 3 ปีที่แล้ว +34

    আলহামদুলিল্লাহ, আল্লাহ র কদুরত এর শেষ নাই

  • @rubelbelal2674
    @rubelbelal2674 3 ปีที่แล้ว +38

    সবাইকে দিয়ে সব কিছু হয় না....
    টাকা অনেকের আছে কিন্তূ এমন মন মানসিকতা সবার থাকেনা।
    দেখতে পুরাই বাইরের দেশের বাডির মতই😍

  • @HDEasyArtSchool
    @HDEasyArtSchool 3 ปีที่แล้ว

    অসাধারণ

  • @md.sidulmllah3100
    @md.sidulmllah3100 2 ปีที่แล้ว +4

    মেয়েটির মন এবং মানুষিকতা দুটোই অনেক সুন্দর মাশাআললাহ

  • @Tanimavlogandcook
    @Tanimavlogandcook 3 ปีที่แล้ว +7

    ফুলের মতো সুন্দর এই মেয়েটির মন সৃজনশীল চিন্তা ধারা সবটাই তার কাজের মধ্যে ফুটে উঠেছে এতো অদম্য ইচ্ছা শক্তিই একদিন এই ঠিকানা হয়ে উঠতে পারে প্রতিটা বাংলাদেশীর অত্যন্ত একবেলা অথবা একদিনের সুখের ঠিকানা।

  • @ahmednobo9746
    @ahmednobo9746 3 ปีที่แล้ว +37

    আমাদের এই সোনার দেশ কে এগিয়ে নিতে হলে এমন উদ্বেগ গুলো নিতে হবে। ১০ - ২০ লাখ টাকা ঘুষ না দিয়ে এমন সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান করলে আমরা অনেক সফল একটা দেশে পরিনত হতে পারব ইনশাল্লাহ।❤️

    • @nazmulhossain2010
      @nazmulhossain2010 3 ปีที่แล้ว +1

      এরকম একটা প্রতিষ্ঠান গড়তে কত টাকার দরকার, ভাই?

    • @ashitnirobctg6909
      @ashitnirobctg6909 3 ปีที่แล้ว +2

      কি বলেন ভাই এইটা ১০/২০ লাখ টাকা দিয়ে কিছু হবে না।

    • @nazmulhossain2010
      @nazmulhossain2010 3 ปีที่แล้ว

      @@ashitnirobctg6909 শুধু জমিটার দাম-ই কয়েক কোটি টাকা! আর ১০/২০ লাখ টাকায়......!!!

  • @bangladeshiautismmom6137
    @bangladeshiautismmom6137 3 ปีที่แล้ว

    লাইক দিলাম। খুব ই ভালো লাগলো 😄😃😀👌🇧🇩💌💘

  • @anupamchakraborty5720
    @anupamchakraborty5720 3 ปีที่แล้ว

    অসাধারণ অনুভূতি তোমার, সত্যি সৃষ্টিকে আলিঙ্গন করাটার অনুভূতিই যেন অন‍্য এক আলাদা তৃপ্তির কথা, বলতে গেলে তার শেষ নেই......

  • @InMyLifeBD
    @InMyLifeBD 3 ปีที่แล้ว +8

    মাশাল্লাহ মুগ্ধ হয়েছি..! আমি নিজে করতেনা পারলেও এমন একটি স্থাপনা আমাদের দেশে হল...আমারও ইচ্ছে আছে দোয়া করবেন আমার জন্য✌️

  • @anwarulislam1858
    @anwarulislam1858 3 ปีที่แล้ว +51

    আফরিন আমার ছাত্রী। আমি ওর গনিত শিক্ষক। সত্যি আমরা গর্ব করতে পারি এ প্রযন্মের আফরিনকে নিয়ে। ওর রুচিবোধ সত্যিই প্রশংসনীয়। এগিয়ে যাও আফরিন। দোয়া রইলো তোমার জন্য।

    • @nihaldewan434
      @nihaldewan434 3 ปีที่แล้ว +1

      ❤❤❤❤

    • @rukshanaparvin8272
      @rukshanaparvin8272 3 ปีที่แล้ว

      Sir, ama k apni gonit teach koren, plz,, ame o amn resort banate cai

    • @mohon321
      @mohon321 3 ปีที่แล้ว

      একজন শিক্ষক তার ছাত্রীকে নিয়ে গর্ববোধ করতেই পারে। বিষেশ করে ছাত্র/ছাত্রী যদি ভালো কোনো অবদান রাখে? উনার মন্তব্যটা উনার ছাত্রীর এগিয়ে যাওয়ার পথেও তাকে উৎসাহ দিবে যে তার শিক্ষক তাকে নিয়ে গর্ব করছে। পাব্লিক প্লেসে এ ধরনের মন্তব্য না করলেই কি নয়?

  • @sahihqurantilawat
    @sahihqurantilawat 3 ปีที่แล้ว

    অসাধারণ মনোমুগ্ধকর ভিডিও

  • @mdrabbimolla8809
    @mdrabbimolla8809 2 ปีที่แล้ว +1

    দোয়া করি আরো সামনে যেন আগাতে পারেন ❤

  • @tahiatasin3703
    @tahiatasin3703 3 ปีที่แล้ว +221

    Rejia begum is my dadi . Really glad to see that you took inspiration from our home . Unfortunately my dadi is no more . This video is something really precious for us . She left us in this 2nd January due to covid . Please read my comment if possible .

    • @tamannarahman5204
      @tamannarahman5204 3 ปีที่แล้ว +2

      Inna lillahi wainnailaihi rajeun 😢

    • @roksanachowdhury3285
      @roksanachowdhury3285 3 ปีที่แล้ว

      Innalillahi wa inna elahi rajiwn, May Allah grant her jannatul ferdous Ameen.

    • @humayrajannat6504
      @humayrajannat6504 3 ปีที่แล้ว

      Inna lillahe wa inna ilaihe rajiun

    • @LEO-DASS
      @LEO-DASS 3 ปีที่แล้ว +1

      Your dadi was an inspiration...may Allah grant her jannah

    • @malajesmine6518
      @malajesmine6518 3 ปีที่แล้ว

      R.I.P

  • @jibon6454
    @jibon6454 3 ปีที่แล้ว +35

    মেয়েটির রুচির প্রশংসা করতেই হবে😍 এবং আফরিন এর কথা বলাও খুব সুন্দর 💝 মাশাআল্লাহ 🖤🖤

  • @khansaheb.7860
    @khansaheb.7860 ปีที่แล้ว

    Wonderful beautiful more excited! Thanks.

  • @dreamscape854
    @dreamscape854 3 ปีที่แล้ว +1

    Much love and respect from Aizawl. North East India

  • @shahidaskitchenworld4101
    @shahidaskitchenworld4101 3 ปีที่แล้ว +5

    অসাধারণ সম্ভাবনা দেখাচ্ছেন স্যার। খুব ভালো লাগছে।আফরিনে ও তার বাবার জন্য অনেক অনেক দোয়া করি।।