সন্তানের প্রতি যে অপরাধটি নিরানব্বই ভাগ মা বাবা করেন

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • আমাদের দেশে পিতা-মাতার অধিকার নিয়ে ওয়াজ হয় কিন্তু সন্তানের অধিকারের আলোচনা নেই বললেই চলে।
    সন্তানের প্রতি বাবা-মায়ের কর্তব্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন।

ความคิดเห็น • 250

  • @mrranavai3477
    @mrranavai3477 5 หลายเดือนก่อน +29

    বড় দুঃখের কথা লোক শুধু সৎ মায়ের বদনাম করে কিন্তু কারো কারো জন্মদাত্রী মা সৎ মায়ের থেকেও অনেক বেশি কষ্ট দেয়😢😢😢 সমাজের কাছে আত্মীয়-স্বজনের কাছে সব সময় ছোট রাখে.

    • @lubnaislam4213
      @lubnaislam4213 4 หลายเดือนก่อน +4

      রাইট আল্লাহ এই সকল ম বাবাকে হেদায়েত করতা

    • @sabujahmed7721
      @sabujahmed7721 3 หลายเดือนก่อน +1

      আমার প্রতি সেরকম করা হয়েছে।

    • @tawhidislam5394
      @tawhidislam5394 2 หลายเดือนก่อน

      আমার প্রতিও এরকম করা হয়েছে

    • @MdMukit-kz3jx
      @MdMukit-kz3jx หลายเดือนก่อน

      জী ভাই আমার বাবা মা ও অনেক খারাপ ব্যবহার করে 😢 খাবার এর সময় খাই আর কান্না করি

    • @N_P95
      @N_P95 26 วันที่ผ่านมา

      ঠিক কথা
      নাটকে খারাপ মা মানেই সৎ দেখায় কিন্তু নিজের মা ও এমন হয়

  • @borshabintyyeasin6476
    @borshabintyyeasin6476 2 ปีที่แล้ว +91

    আল্লাহ আমাদের সকলের বাবা মাকে সঠিক বুঝ দান করুক আমিন ইয়া আল্লাহ। 🌼🌼

  • @Jannatkh-p9d
    @Jannatkh-p9d 2 ปีที่แล้ว +83

    চোখের সামনে যত যুলুমবাজ বাবা মা দেখেছি,তাদের হিসেব করে শেষ করা যাবে না

    • @hkrubel7020
      @hkrubel7020 2 ปีที่แล้ว +5

      আমার সাথে ও হয়েছে..জায়গা কিনছি আমার টাকা দিয়া,আমার বাবা মরার আগে আমার কিনা জায়গা আমার ভাই এর নামে লিখে দিয়ে গেছে.আমার মা ভাই আমার বাবা সবাই জবাব দিতে হবে .২০ লক্ষ টাকার জায়গা এখন ৮০ লক্ষ হয়েছে এ জন্য এ চালাকি করছে..

    • @theunknown2257
      @theunknown2257 2 ปีที่แล้ว +5

      যে মা তার নিজের ছেলের উপর জুলুম করে, সেই মা ঐ ছেলের বউ এর সাথে কি আচরণ করতে পারে?

    • @angelindemon3789
      @angelindemon3789 2 ปีที่แล้ว +1

      Amio dekhechi.... nikristo joghonno ma baba dekhechi 🙂

    • @khansabah4111
      @khansabah4111 2 ปีที่แล้ว +1

      Me too

    • @afsanahaque7677
      @afsanahaque7677 5 หลายเดือนก่อน +2

      আমার বাবা আমাকে ছোট বেলা থেকেই অনেক অপমান করে অশ্লীল ভাষায় অপমান করে আমরাও মানুষ আমাদের ও সহ্য ক্ষমতা আছে কি করবো হুজুর বলেন।

  • @উম্মাহরবিজয়েরপথ
    @উম্মাহরবিজয়েরপথ 2 ปีที่แล้ว +20

    আল্লাহ তা'আলা সকল মা বাবা কে ইসলামের দৃষ্টিতে সন্তানের পরিপূর্ণ হক্ব আদায় করার তাওফিক দান করুক।

  • @MdShamim-rp6tu
    @MdShamim-rp6tu 2 ปีที่แล้ว +41

    এসব ইসলামিক উপকারী বক্তব্য আরো চাই প্রিয় শায়খ 💖

    • @lalkarigor
      @lalkarigor ปีที่แล้ว

      ইনশাআল্লাহ এই হুজুরও একদিন সবার মনে যায়গা করে নিবেন।
      th-cam.com/video/1vIqPnkW_kc/w-d-xo.html

  • @passionwithfashioncooking5033
    @passionwithfashioncooking5033 2 ปีที่แล้ว +83

    পানি খাওয়ার সময় ৬ টি সুন্নত ঃ
    ১। বসে পানি পান করা
    ২। ডান হাত দিয়ে পান করা
    ৩। দেখে পানি পান করা
    ৪। বিসমিল্লাহ বলে পান করা
    ৫। তিন বারে পান করা
    ৬। শেষে আলহামদুলিল্লাহ বলা

  • @shahidalom2634
    @shahidalom2634 2 ปีที่แล้ว +13

    খুব সুন্দর ওয়াজ করে বুঝিয়ে দিলেন হুজুর,,, আললাহ তায়ালা আপনাকে নেক হায়াত দান করোন

  • @mdalkawsarkawsar9378
    @mdalkawsarkawsar9378 2 ปีที่แล้ว +17

    আলহামদুলিল্লাহ 💖
    আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। জাজাকাল্লাহ খাইরান 💖💖

  • @fitnessalamin8860
    @fitnessalamin8860 2 ปีที่แล้ว +22

    ঠিক বলেছেন হুজুর। বাবা-মাদের আগের সতর্ক হতে হবে। তারপরে না সন্তান সতর্ক হবে ইনশাআল্লাহ

    • @angelindemon3789
      @angelindemon3789 2 ปีที่แล้ว +1

      Etai
      Ma baba ja korbe sontan to tai ferot dibe

    • @lalkarigor
      @lalkarigor ปีที่แล้ว

      ইনশাআল্লাহ এই হুজুরও একদিন সবার মনে যায়গা করে নিবেন।
      th-cam.com/video/1vIqPnkW_kc/w-d-xo.html

  • @hasaniaj6145
    @hasaniaj6145 2 ปีที่แล้ว +7

    হে আল্লাহ আপনি আমাদের সকল বাবা মা। দেরকে আপনি কামিল হেদায়েত দান করুন আমীন আমীন সুম্মা আমীন।

  • @tanjilmahmud7868
    @tanjilmahmud7868 2 ปีที่แล้ว +11

    একটি যুগপযোগী চমৎকার আলোচনা! মাশাআল্লাহ!

  • @khadizaakter3160
    @khadizaakter3160 2 ปีที่แล้ว +19

    কোন পরিবারে দেখা যায় মেয়ে নয় ছেলের প্রতিই বাবা মায়ের অনাদর, ভালোবাসা সবটুকু যেন মেয়ের জন্য ছেলের জন্য কিছুই নেই। মাত্র দুটি সন্তান তারপর ও বাবা মায়ের এমন আচরণ 😢

  • @mahfuzaakter922
    @mahfuzaakter922 2 ปีที่แล้ว +92

    মেয়েদেরকে বাবা ঠকায় সম্পদ থেকে, সামি ঠকায় মোহর আনা থেকে, আর সন্তানের কথা, নাই...বা বললাম

  • @roksanasweety1137
    @roksanasweety1137 2 ปีที่แล้ว +35

    অনেক family আছে যারা ছেলের থেকে মেয়েকে বেশি powerity দেন।

  • @borshabintyyeasin6476
    @borshabintyyeasin6476 2 ปีที่แล้ว +22

    আবূ আইয়ুব আল আনসারী (রাদিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বলল, আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন। তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ
    "যখন তুমি সলাতে দাঁড়াবে, তখন সে সলাতকে নিজের জীবনের শেষ সলাত মনে করে আদায় করবে। তুমি এমন কথা বলো না, যার জন্য তোমাকে কৈফিয়ত দিতে হবে। আর মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হও।"
    [ইবনু মাজাহ, মুসান্নাফ ইবনু আবী শায়বাহ্]

  • @taqwatv2442
    @taqwatv2442 2 ปีที่แล้ว +27

    হুজুর,,,,,,
    আপনার নেক হায়াত কামনা করি🖤❤️ আ-মীন

  • @farianaim57
    @farianaim57 2 ปีที่แล้ว +8

    যে পিতামাতার কেবলমাত্র কন্যা সন্তানই আছে (এক/একাধিক), তাদের সম্পত্তিতে হক এবং আল্লাহ্ পাকের এই সম্পদ বন্টনের বিধি-বিধানের পেছনে যে যৌক্তিক কারণ আছে….সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ শুনতে-জানতে আগ্রহী। এ বিষয়ে আলোকপাতের জন্য বিনীত অনুরোধ করছি॥

  • @nazmulsagor457
    @nazmulsagor457 2 ปีที่แล้ว +1

    সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ধন্যবাদ জনাব😍

  • @truthprevails6912
    @truthprevails6912 ปีที่แล้ว +3

    বেশিরভাগ মা-বাবা জেনে বা না জেনে সন্তানদের ইসলামের বিপরীতে পরিচালিত করে আর যখন সন্তান খারাপ হয় তখন নিজের ভুল খুঁজে পায় না।

  • @MAI.Tube.Official
    @MAI.Tube.Official 2 ปีที่แล้ว +3

    আলহামদুলিল্লাহ আপনার বয়ান শুনে অনেক ভালো লাগলো

  • @jummarbayan0012
    @jummarbayan0012 2 ปีที่แล้ว +10

    Alhamdulillah আমরা শেষ নবীর উম্মত 💓💓।

  • @jkhan4274
    @jkhan4274 2 ปีที่แล้ว +10

    আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হুজুর আমার একটি প্রশ্ন আছে। আজকাল বেশিরভাগই আমরা বউদেরকে খারাপ মনে করি বা ছেলের বউদের কে আমরা স্বামীর প্রতি বা শাসনের প্রতি দায়িত্ব বুঝিয়ে দেয়। বা কিভাবে শাশুড়ির সাথে বা স্বামীর সাথে ভালোভাবে সেবা যত্ন করতে হবে বা ভালো ব্যবহার করতে হবে সেটা নিয়ে আমরা সবাই কথা বলি এমনকি বেশিরভাগ ওয়াজ মাহফিলে এই বিষয় নিয়ে কথা বলা হয়। কিন্তু হুজুর আমার প্রশ্ন হচ্ছে আমরা যারা মেয়েরা ভালোভাবে স্বামীর ঘর করতে যেও স্বামীর এবং শাশুড়ি র হাতে অত্যাচারিত হচ্ছে। সারাদিন ছেলের বউ ঘরে কি করে কি না করে সবকিছু ছেলের কাছে বলে বেড়ানো এবং স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানো ঐসব শাশুড়ির ব্যাপারে কি বলেন আপনারা। এবং একটি ছেলের বউ তার শ্বশুরবাড়ির প্রতি সকল দায়িত্ব পালন করার পরেও অনেক নির্যাতিত হচ্ছে। যেখানে একটি ছেলের বউ তার মনের মত কিছুই করতে পারে না, ঘর সাজানোর জন্য কেনাকাটা করতে পারে না, আর যদিও করে তাহলে সবার কাছে গিয়ে বদনাম করে বেড়ানো হয় যে ছেলের বউ বেশি টাকা-পয়সা খরচ করে, প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে গেলেও তাদের চোখে লাগে, সে ক্ষেত্রে কি করা উচিত। আরো অনেক প্রশ্ন আছে যা বলতে ইচ্ছে করছে না এত কিছুর পরও ছেলের বউরা খারাপ। মেয়েরা কোথায় যাব। ভালো হলেও খারাপ বানিয়ে দেয়। একটা মেয়ের ঘরের প্রতি যতটুকু দায়িত্ব থাকা দরকার যেমন রান্না বান্না, ঘরের কাজকর্ম করা, স্বামীর বাড়ির সবাইকে একত্রে রাখা, সবার সাথে ভালো সম্পর্ক রাখা, সবাইকে রান্না করে খাওয়ানো। সব কিছু করার পরেও কিছু শাশুড়িকে সন্তুষ্ট করা যায় না। আমি কি শুধু এর উত্তর একটা দিতেন , এবং এ ব্যাপারে আমার আল্লাহ কি বলেন একটু জানালে শান্তি পেতাম।

  • @namirahnoor4076
    @namirahnoor4076 2 ปีที่แล้ว +3

    Ma sha Allah, ai hujur ta always mohilader upor nana rokom er jesob onnai kora hoi segula nia onk sundor kore bujhai bole ai jonno, ai karone take onkei pochai,dekta parena

  • @labonikitchen
    @labonikitchen 2 ปีที่แล้ว +6

    মহান আল্লাহ তায়ালা আমাদের কে বুজবার তৌফিক দান করুক আমিন

  • @mdabulkalamazad1177
    @mdabulkalamazad1177 2 ปีที่แล้ว +7

    মাশাআল্লাহ দারুণ আলোচনা

  • @Timetv24r
    @Timetv24r 2 ปีที่แล้ว +6

    সত্যি এই আলোচনা আমি আগে থেকে চেয়ে আসছি

  • @MDSohagHussain-d9m
    @MDSohagHussain-d9m 2 หลายเดือนก่อน +1

    বাবা-মা ছোট ছেলে কে বেশি চিন্তা টান, আর বড় ছেলে কে খোজ নেয় না। সবকিছু থেকে বনচিত করে, আল্লাহ কি এর বিচার করবে না!

  • @setusworld
    @setusworld 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ ও শিক্ষনীয় আলোচনা।

  • @mahmudavillagevlog5554
    @mahmudavillagevlog5554 2 ปีที่แล้ว +6

    কথা গুলো শুনে কান্না চলে আসল,,,কারন অনেকের জীবনে এমন ঘটনা ঘটে😥😥

  • @riyadhhassan3430
    @riyadhhassan3430 2 ปีที่แล้ว +3

    Allah bujhe Amol korar tawfiq daan korun...amin

  • @jesminakter1744
    @jesminakter1744 2 ปีที่แล้ว +13

    বতর্মান সময়ে এই ওয়াজ নাই বলে চলে

  • @serajislam1963
    @serajislam1963 2 ปีที่แล้ว +4

    জাযাকাল্লাহ খাইরান

  • @sumi-5000
    @sumi-5000 2 หลายเดือนก่อน

    ওয়াজটা শুনে ভালো লাগলো।টপিকসটা যুগোপযোগী।

  • @AponWaz24
    @AponWaz24 2 ปีที่แล้ว

    আলহামদুল্লিাহ,সুন্দর আলোচনা ।

  • @sufiaomarsk2570
    @sufiaomarsk2570 2 ปีที่แล้ว +1

    Amio amr ba66a k valo manush korar jnno nije k onk poriborton kre6i alhamdulillah

  • @aliesskitchen4956
    @aliesskitchen4956 2 ปีที่แล้ว +11

    অনেক বাবা আছে নিজেই শিক্ষা নেয় না।ছেলে মেয়ে কে কি শিক্ষা দিবে। মা কিছু ছেলে মেয়ে কে বলতে গেলে উল্টো মাকে দুই কথা শুনিয়ে দেয়। হুজুর আপনি দোয়া করবেন তাদেরকে যেন আল্লাহ হেদায়েত করে।

    • @nazminakter640
      @nazminakter640 2 ปีที่แล้ว

      Right...

    • @raisaislam7876
      @raisaislam7876 2 ปีที่แล้ว +1

      Chele meye ma baba k kichu sekhai te gelew onek somoy ulto Kotha sonai...

    • @tarinakter2774
      @tarinakter2774 2 ปีที่แล้ว

      @@raisaislam7876 eita amar satheou hoy besi hoy mar sathe babar sathe kom kotha boli tai babake kicho bola hoyna r amar make kicho bolte gelei na buje chillay

    • @tarinakter2774
      @tarinakter2774 2 ปีที่แล้ว

      Kothar kono mulloi deyna

  • @moniruzzamanmishu279
    @moniruzzamanmishu279 2 ปีที่แล้ว +2

    Vai Allah apanre lomba hayat dek. Apni BD r jonno Ekta hedayet.

  • @flawlesspink548
    @flawlesspink548 2 ปีที่แล้ว +1

    Onk shundor kore bolchen, Allah shob parents k bujhar toufiq din

  • @nayemgaming4845
    @nayemgaming4845 2 ปีที่แล้ว +4

    আল্লাহু আকবার

  • @ahmednn5547
    @ahmednn5547 2 ปีที่แล้ว +3

    Allahr jonno apnake valobasi

  • @sobviralekhanei9819
    @sobviralekhanei9819 2 ปีที่แล้ว +3

    অসাধারণ !! অসাধারণ !!

  • @tanjinkamal5593
    @tanjinkamal5593 2 ปีที่แล้ว +3

    কথা গুলো একেবারে ঠিক।

  • @mohammedrobiul4394
    @mohammedrobiul4394 2 ปีที่แล้ว +3

    Valobasi allahr jonno

  • @sumoneditz8606
    @sumoneditz8606 2 ปีที่แล้ว +8

    আমার বাবা আমার কোন ভালকাজই পছন্দ করেন না। অথচ আমি কোন অন্যায় করিনা। এমনকি আমি হালাল উপায়ে উপার্জন করে এবং প্রায় শতভাগ আল্লাহর হুকুম মানার চেষ্টা করি তার পরও আমার প্রতি তার কোন ভালবাসা নাই বরং সর্বদা আমার সমালোচনা করতেই তার ভাল লাগে। অন্যদিকে আর ছেলেমেয়ে যা করে তাই তার কাছে ভাল লাগে। বিষেশকরে ছোটবেলা থেকেই যেকোন ভাল প্রয়োজনে টাকা পয়শা চাইলেই আমার প্রতি নানা ইসু তৈরী করে আমার সাথে বৈশম্যমুলো ক আচারন করে। এমত অবস্থায় আমি তার সম্পত্তি না নেওয়ার ইচ্ছা করেছি তবে তাদের প্রয়োজনে আমি কোন অন্যায় করতে চাইনা। দয়া করে পরামর্শ দিবেন।

    • @khadijaakter9590
      @khadijaakter9590 2 ปีที่แล้ว +1

      বড়ো একজন আলেমের পরামর্শ নিন আর আপনার অধিকার আপনি ছাড়বেন কেনো না দিতে চাইলে সে এক কথা

  • @mayakapoor9863
    @mayakapoor9863 2 ปีที่แล้ว

    Priyo shaikh Allah apnake hefahjote rakhuk.. Amader jeno avabei onak ojana tothho dite paren.. Jazakallah khair.

  • @kazimanik186
    @kazimanik186 2 ปีที่แล้ว

    somoy upjoghi alosona ; allah rabbul alamin apnar nek hayat aro badiye thik';

  • @mdabirhossenjay9108
    @mdabirhossenjay9108 ปีที่แล้ว

    ~একটা জীবন মানে একটা গল্প....!
    -একটা মন মানে একটা ভালোবাসার মন্দির,....!
    ~একটা প্রেম মানে একটা সোনালি স্বপ্ন,...!
    -একটা মিলন মানে একটা সুখের সর্গ,....!
    ~ আর একটা বন্ধু মানে বেঁচে থাকার প্রেরণা..!

  • @mdsohid609
    @mdsohid609 2 หลายเดือนก่อน

    Allah apni amr family ke hedayut Dan krook ameen 😢😢😢

  • @MdMahin-wo1up
    @MdMahin-wo1up 2 ปีที่แล้ว +7

    বাবা মা শুধু মেয়েদের ‍প্রতি যুলুম করেনা ছেলেদের সাথেও করে।

    • @raisaislam7876
      @raisaislam7876 2 ปีที่แล้ว +1

      Cheler poti julum ta besi koren onek somoy

  • @voiceofquranbangla8669
    @voiceofquranbangla8669 2 ปีที่แล้ว

    আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন।

  • @anjumanrahman9215
    @anjumanrahman9215 2 ปีที่แล้ว

    Eto clear r sundor ,Valo vabe bojhanor poro Jara Hadis Quran er bani gulo bujhi na,Mani na, sottoi amra hotovaga.

  • @Max-vg7kq
    @Max-vg7kq 2 ปีที่แล้ว +1

    আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর

  • @rajibroji3254
    @rajibroji3254 2 ปีที่แล้ว +3

    হুজুর আমার শাশুড়ি টাকা ছাড়া কিছুই বুঝে না আমাদের টাকা থাকু বা না থাকুক টাকা দিতে হবে পরে টাকা গুলো আমার নন্দিনীকে দেয় আমার স্বামীকে বলেছিল যে বাবা ব্যা্্কে্ টাকা রাখতে হবে না সব টাকা বাড়িতে পাঠিয়ে দেয় তোমার ভবিষ্যত আমরা করে দিবো আর এখন বলে কিসের ভবিষ্যত নিজের ভবিষ্যত নিজে করে নাও

    • @noyonahamed-xw1rj
      @noyonahamed-xw1rj 3 หลายเดือนก่อน

      এটা বলে হুজুর দের ওয়াজ সুনবে না আর না সুনলে টাকা পাবে কই😄😄😄😄😄😄😄😄😄😄

  • @mst.shefalikhatun9641
    @mst.shefalikhatun9641 2 ปีที่แล้ว +4

    Kisu kisu ma baba akhon meyeke bonchit Kore na.borong seleke bonchit Kore.Meyer hok jototuku tar cheye beshi adai Kore.kinu seller kono khobor thake na.

  • @গ্রামেরজনপদ
    @গ্রামেরজনপদ 2 ปีที่แล้ว +2

    বর্তামানে মা / বাবার জন্য সংসার গুলোতে ঝামেলা হচ্ছে।।

  • @ramediadorompur4893
    @ramediadorompur4893 2 ปีที่แล้ว +2

    আলহামদুলিল্লাহ

  • @ImranAli-gf2nf
    @ImranAli-gf2nf 2 ปีที่แล้ว

    সময়োপযোগী আলোচনা

  • @ayeshabhuiyan7023
    @ayeshabhuiyan7023 2 ปีที่แล้ว +1

    Hujur assalamu alaikum. Jazakallahu khair for your efforts. Fathers leave wasiat to the sons and sons completely ignore sisters. When those sisters are in dire hardship, the brothers don't work, enjoy fathers wealth, holiday in expensive resorts and overseas trips. They don't hesitate to forge sister's signature.
    Brother please release more short clips on this topic to raise awareness.
    Those brothers are very pious, regular in namaj, roja, hajj, zakat, sadakah, teaching Islam to own children but they misbehave like animals with the sisters.

    • @truthprevails6912
      @truthprevails6912 ปีที่แล้ว

      how can u say them very pious? Ittakullah, don't talk like seculars! A pious person can't be such ignorant about the right of others let alone "VERY PIOUS"!

  • @_.Wt4.ariya._
    @_.Wt4.ariya._ 2 ปีที่แล้ว

    হুজুর আমার শশুর শাশুড়ি আমার স্বামী কে ঠকাইছে আমার স্বামী আজ 32 বছর ধরে বিদেশ করে আমার স্বামীর কোনো টাকা পয়সা জমানাই আমার ননদরা নিজেদের নামে মা বাবার কাছ থেকে জায়গা নিচে আর আমার স্বামী একটু মাথা গোজর জন‍্য ওদের কাছে কত কাকুতি মিনতি করে এসব দেখে আমার খুব কষ্ট হয় আমার স্বামী অনেক সরল মানুষ মা বোনেরা 35 বছর বয়সে বিয়ে করাইছে আমার সাথে আমার স্বামীর বয়সের অনেক তপাত তারপরও স্বামীকে ভালবাসি আমি সন্তান নিছি দেখে ওরা আমাকে অনেক কথা শুনাছে একটা মেয়ে আর সন্তান হয়না হুজুর ওরা আমাকে অনেক কষ্ট দিছে আল্লাহর ভয় আমার দিলে আছে দেখে অন‍্যায় কাজে লিপ্ত হতে পারিনা হুজুর আমার জন্য দোয়া কইরেন আমি এতিম

  • @ARHISLAMICTV1
    @ARHISLAMICTV1 2 ปีที่แล้ว +5

    আফসোস হয়
    প্রতিযোগিতা করার জন্য ছেলের অভাব পড়ছে
    লাইভ করার জন্য ছেলের অভাব পড়ছে
    গজল গাওয়ার জন্য ছেলের অভাব পড়ছে
    কুরআন তিলাওয়াত করার জন্য ছেলের অভাব পড়ছে
    ধিক্কার জানাই ঐ সব লোকদের যারা নারীদেরকে ব্যবহার করে যাচ্ছে,
    আরে বোন আপনাকে তো সম্মান করি শ্রদ্ধা করি,
    আপনি তো খুব দামি, কেন নিজেকে বুঝেন না?
    নিজেকে জানেন না? ইতিহাসের দিকে তাকান না?
    ________
    প্রাপ্ত বয়স্ক মেয়ে বা প্রাপ্ত বয়স্ক হবার নিকটবর্তী মেয়েদের পরপরুষের সামনে কুরআন তেলাওয়াত, গজল ইত্যাদি বলা যেমন জায়েয নেই, তেমনি গায়রে মাহরাম কারো জন্য এসব মেয়েদের তেলাওয়াত,গজল শোনাও জায়েজ নয়।
    নারীর প্রতি শরীয়তের নির্দেশনা হল, সে যেন প্রয়োজন ছাড়া এত জোরে কথা না বলে যে, তার আওয়াজ গাইরে মাহরাম পর্যন্ত পৌঁছে যায়।
    এ জন্য ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও তা লক্ষ রাখা হয়েছে। যেমন, আযান দেয়ার দায়িত্ব নারীদের দেয়া হয়নি। কারণ আযান উচুঁ শব্দে দিতে হয়। নারীগণকে সকল নামাযের কেরাত নিম্নস্বরে পড়তে হয়। হজ্বের তালবিয়া পুরুষগণ উচ্চ আওয়াজে পড়বে কিন্তু মহিলারা পড়বে নিম্ন আওয়াজে ইত্যাদি।অতএব মহিলাগণ সাধারণ অবস্থায় তাদের কথাবার্তা এমনভাবে বলার চেষ্টা করবে যেন তা নিজেদের পরিসর পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
    যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন:
    إِنِ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا (32) وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى
    তোমরা যদি আল্লাহকে ভয় পাও তবে আকর্ষণধর্মী ভঙ্গিতে কথা বলনা, যাতে যাদের মাঝে যৌনলিপ্সা আছে তারা তোমাদের প্রতি আকৃষ্ট হয়। বরং তোমরা স্বাভাবিক কথা বল। এবং তোমরা অবস্থান কর স্বীয় বসবাসের গৃহে, জাহেলী যুগের মেয়েদের মত নিজেদের প্রকাশ করো না। {সূরা আহযাব-৩২}
    "গায়রে মাহরাম মহিলার গান গজল সঙ্গীত নাসিদ শ্রবণ করার হুকুমের ব্যাপারে ওলামায়ে কেরামের বক্তব্য:
    ইমাম ইবনুল জাওযি (রহ:) বলেন,ইমাম শাফেয়ী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যে গায়িকার মালিক গজল, সংগীত ইত্যাদি শোনানোর জন্য লোকদের একত্রিত করে সে অজ্ঞ তার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তিনি আরো কঠোর ভাষায় বলেন, সে দাইউস। (তালবিসে ইবলিসঃ ২৭৭)।
    ইমাম ইবনুল কাইয়্যুম রহমাতুল্লাহি আলাইহি বলেন:
    " وأما سماعه - يعني الغناء عموما - من المرأة الأجنبية فمن أعظم المحرمات ، وأشدها فسادا للدي

    • @masummiah581
      @masummiah581 2 ปีที่แล้ว

      Correct bolechen. Allah sobaike bujar taufic dan korun. Amin.

  • @srityshandembroidery7678
    @srityshandembroidery7678 2 ปีที่แล้ว +5

    আমাদের ছেলেকে দেয় ১ভাগ মেয়েকে দেয় ৩ভাগ দেয়

  • @limaaktar3657
    @limaaktar3657 2 ปีที่แล้ว +2

    সম্পদ জদি ছেলে বা মেয়ের খেএে সমান হয় তাহলে মা বাবার দাইত্ত কী ছেলে মেয়ে সমান ভাবে পালন করতে হবে এ ব্যপারে একটু আলোচনা করবেন হুজুর

  • @tanjinkamal5593
    @tanjinkamal5593 2 ปีที่แล้ว +1

    কোনো ভুল নেই।আললাহ আমাদের কে বুঝার তওফিক দিও।

  • @tashmiraz
    @tashmiraz 2 ปีที่แล้ว

    Onek baba ma ase j Tara shontan der proti uchu nichu monobhab prokash Kore ..boishommo Kore oneke ..Allah r dorbare bichar dicchi ..

  • @spainbdmumnahida9180
    @spainbdmumnahida9180 2 ปีที่แล้ว +1

    Masha allha

  • @sohaniislam9590
    @sohaniislam9590 2 ปีที่แล้ว +6

    আমার পরিবার এ হয়,,, আমার মা ছেলেদের বেশি ভালোবাসে মেয়ে দের না

  • @hkrubel7020
    @hkrubel7020 2 ปีที่แล้ว +1

    আমার সাথে ও হয়েছে..জায়গা কিনছি আমার টাকা দিয়া,আমার বাবা মরার আগে আমার কিনা জায়গা আমার ভাই এর নামে লিখে দিয়ে গেছে.আমার মা ভাই আমার বাবা সবাই জবাব দিতে হবে .২০ লক্ষ টাকার জায়গা এখন ৮০ লক্ষ হয়েছে এ জন্য এ চালাকি করছে..

  • @rumanaakther452
    @rumanaakther452 2 ปีที่แล้ว +1

    ১০০% সত্য কথা।

  • @ranaabedin5832
    @ranaabedin5832 2 ปีที่แล้ว +1

    alhamdulillah

  • @LouDixon-t7m
    @LouDixon-t7m 2 ปีที่แล้ว +1

    সব বাবা মা সন্তানের ভালো চায় অন্তত 18 -20 বছর পর্যন্ত সন্তান বাবা মার সাথে থাকে .এবং বাবা-মা চেষ্টা করে নামাজ রোজা ভালো-সবকিছু শিক্ষা দেওয়ার জন্য .কিন্তু কিছু সন্তান বিয়ের পরে অথবা বিয়ের আগে যখন বুঝতে শিখে বাবা-মাকে ছেড়ে চলে যায় অন্যের জন্য. এবং কিছু সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে সেটা তো বললেন না হুজুর?

    • @jannatiafrosejuthy3976
      @jannatiafrosejuthy3976 2 ปีที่แล้ว +2

      Uni aajke aai video te shudhu matro shontaner hok niyei kotha bolechen pita mata niye always bole taken shobai ee, to Video ta specifically shontaner dik theke chilo, apni onanno Video gulo dekhe ashen jejhane ma babar proti shontaner ki daitto shegulo bolechen, okhane apnr answer paben

  • @r.bnasima
    @r.bnasima 2 ปีที่แล้ว

    Ma sha Allah......

  • @Sharifislam7050
    @Sharifislam7050 2 ปีที่แล้ว

    মাশাআল্লাহ্ খুবই সুন্দর আলোচনা
    🥀♥🕋

  • @hasibulmarjana733
    @hasibulmarjana733 2 ปีที่แล้ว +2

    হুজুর আপনার কথা শুনো কান্নায় বুক ফেটে গেছে আমার মা সব সম্পদ আমার মায়ের নামে করে ফেলছে তাতে দুঃখ নাই এখন আমার বাবাকে দেখতে পারেনা ৪ ছেলেকে নিয়ে আছে আমরা দুই বোন আমাদের দুই বোন কেও পছন্দ করে না বলে বিয়ে দিছি আর কি চাও ঈদেও দাওয়াত দেয় না শুধু ছেলেদের আদর করে একটা মেয়েকেও বলে না আছো বাড়িতে আমাদের দুই বোন কে অনেক কথা শুনতে হয় শুশুর শাশুরির মন চায় মাঝে মাঝে দুই বোন এক সাথে ফাঁসি দিই সম্পদ লাগবে না শুধু একটু আদর চাই সেটাও করে না শুধু ছেলে ছেলে করে বলে আমার ছেলেরা আমাকে সারা জীবন দেখবে তোরা মেয়েরা দেখবি নাকি তোরা থাকবি শুশুর বাড়ি এমন কথা বলে বলে ভাইদের সাথেও সম্পর্ক খারাপ করে ফেলছে আমার মা ভাইরাও পছন্দ করে না হুজুর একটা উপায় বলে দেন না হয় আমরা দুই বোন সত্যি মরে যাবো 😭😭😭😭😭

    • @rowshnimodhu3277
      @rowshnimodhu3277 2 ปีที่แล้ว

      Mon kharap korbenna Allah mohan apnar moto onek ace ami nijei vukto vogi

  • @MrAB24
    @MrAB24 2 ปีที่แล้ว +1

    হুজুর আপনাদের মেইলে একটা মেইল করেছিলাম, abparvez নামের একটা মেইল থেকে।
    আল্লাহর ওয়াস্তে যাচাই-বাছাই করে আমাকে সাহায্য করুন প্লিজ।

  • @jolym6786
    @jolym6786 2 ปีที่แล้ว

    ধন্যবাদ 👍

  • @Tahmeed2012
    @Tahmeed2012 2 ปีที่แล้ว +1

    Mashallah

  • @Sultan_The_King85
    @Sultan_The_King85 2 ปีที่แล้ว +1

    সম্পত্তি দিয়ে দিলো !! কিন্তু এই সম্পত্তির জেরে যে বোন অহংকার করবে তার সাথে কি রকম আচরণ করতে হবে তা একটূ নসিয়ত করে দেন ।।

  • @mdryhan6555
    @mdryhan6555 2 ปีที่แล้ว +1

    রায়হান 🤔

  • @kamrunnaher4944
    @kamrunnaher4944 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম।হুজুর কোন পুরুষ মানুষ যদি তার সংসার,সন্তান থেকে অন্য কাওকে অর্থাৎ তার ভাই-বোনের সংসারের ভাল মন্দের দিকে বেশি খেয়াল থাকে সেক্ষেত্রে কী করণীয়?যদি আলোচনা করতেন খুব উপকৃত হতাম। ধন্যবাদ.....

  • @mddider3893
    @mddider3893 2 ปีที่แล้ว +1

    হুজুরের কাছে আমার কথা গুলো পুছে দিবেন,আমার মা_বাবা শুধু মেয়ে নিয়ে বাস্ত তার যা কামাই রোজগার করে সব তার মেয়েকে দায় ছেলেদের কথা ভাবে না সেটা নিয়ে কিছু বলবেন

  • @mishtichoudhury7944
    @mishtichoudhury7944 2 ปีที่แล้ว

    আমার বাবা মা আমার ভাই ২ জনকে বেশির ভাগ সম্পদ লিখে দিছে এখনও তাদের সংসার চালায়।

  • @JisanKhan-cl7tv
    @JisanKhan-cl7tv ปีที่แล้ว

    ❤❤❤❤❤ thik kotha

  • @mahdirsoinik7473
    @mahdirsoinik7473 2 ปีที่แล้ว +1

    আসসালামুয়ালাইকুম হুজুর একটি প্রশ্ন, মসজিদে দাওয়াত পড়লে জায়েজ হবে কিনা?? রেফারেন্স সহ বয়ান করলে খুশি হবো

  • @bipulalom5605
    @bipulalom5605 2 ปีที่แล้ว

    হুজুর আমি আপনার ভিডিও প্রতিদিন দেখি ইন্ডিয়া থেকে আপনি সকল প্রকার প্রশ্নের উত্তর দেন আমার খুব ভালো লাগে আছকে আমি একটা কথা বলব আমার মাসিক ভালো হইছে আজকে 5 দিন ভালো হবার আমি পবিত্র হয়ে নামাজ আদায় করছি কিন্তু আজকে যখন গোসল করে নামাজ পরলাম নামাজ পরার পর দেখি আমার মাসিক আবার হয়েছে এখন আমি অনুতপ্ত আমার এই পাপের কি কুন গুনাহ হবে প্লিছ উত্তর দেন আমি খুব চিন্তিত 🙏🙏

    • @nusratahmed3135
      @nusratahmed3135 2 ปีที่แล้ว +1

      7 din wait korte hoi apu kintu apne na bujhe aita hoice allah kache koma chile allah khoma kore diben insallah. Karon apnr vhalo kaj korechen mon poriskar allah apnar upor rag korben na.

    • @K-Pop_er_prithibi
      @K-Pop_er_prithibi 2 ปีที่แล้ว

      Na apu aita natural apnar keno gunah hoini apni to jene korenni na jene ar period shorboccho shomoyshima thake 10 din 10 din er beshi hole sheta rog jonito abar 3 din er kom hole mane 72 ghonta er kom hole shtao rog jonito tai karo 5 ba 6 ba 7 ba 3 din thake tai 10 porjonto period bole jodi karo 5 din ba 7 din akdom shehs hoe jai tahole gosol more namaj aladai korbe

  • @Bitblog-m6k
    @Bitblog-m6k 2 ปีที่แล้ว +2

    হুজুর আমার মা আমার সাথে খারাপ আচরণ করেন

  • @মিত্যুপথেরপথিক
    @মিত্যুপথেরপথিক 2 ปีที่แล้ว +1

    আমার বাবা আমার উপর অবিচার করে আমাকে সপ্ততি তো থাক দুরে আমার খোচ খবরি নেয় না

  • @LoveN2002
    @LoveN2002 2 ปีที่แล้ว +1

    আমার মা তো অল্প কিছু হলে ই আমাকে বলে দেখিস তোর অবস্থা কি হয়,,,,,তারপর বলে,,,,আমারে যতটুকু জালাইছিস এর চেয়ে বেশি অশান্তি যে আল্লাহ তোর কেপালে রাখে😭😭😥আবার বলে,,,,,তোর নামাজ কোনোদিন কবুল হইতো না,,,জীবনে জান্নাত পাবি না😭😭😭😭😭🥺🥺🥺🥺

  • @Manikahmed_12
    @Manikahmed_12 2 ปีที่แล้ว +2

    ❤️❤️

  • @kaderkhan1691
    @kaderkhan1691 2 ปีที่แล้ว

    Asslamuolikum ' ami apnadar posnuttor golo dakhi ' ami akta posno korsi amr ma baba amaka onnar kasa bikri kora disa ami maya hoya jormo nichi bola ' amr palito baba ma amaka onak valobasa ' alhmdolliah ' kinto amr ma baba ki oporad korsa akto bolban plz .ami Maria' foriedpur thaka likhchi

  • @shimajannat6117
    @shimajannat6117 2 ปีที่แล้ว

    assalamu walaium
    amr akta help lagce hujur please help koren.ami regular namazi cilam but akta jinish haray feli ami but amr uddesho ta tik cilo.er por teke namaz pora hoy na r jodi o hoy tahole monojugi hoty pari na.amr mone hoy ame eman durbol hoygece.akn amr koronio ki bolen please 🙏🙏

  • @mdrajumdraju8626
    @mdrajumdraju8626 2 ปีที่แล้ว

    Amin

  • @muazislamislam1617
    @muazislamislam1617 2 ปีที่แล้ว +13

    শুনেছি একটা রোজা ছাড়লে ষাট টি রোজা রাখতে হবে,তা নাহলে ষাট জন মিসকিন কে খাওয়াতে হবে,এ মাসআলা কতটা সহি,আর যারা জীবনে অনেক রোজা ছেড়েছে তাদের কি করা উচিৎ, কোরআন হাদিসের আলোকে বিস্তারিত জানাবেন ।

  • @mrmuhammadulla5271
    @mrmuhammadulla5271 7 หลายเดือนก่อน

    Ovicurse to my wretched mother

  • @parvezsheikh9069
    @parvezsheikh9069 2 ปีที่แล้ว

    রাইট স্যার

  • @omorsikdar4886
    @omorsikdar4886 2 ปีที่แล้ว +7

    আমার সামী বিদেশ কামাই করে মা বাবার নামে জমি কিনে দিছে, আর একটা ভাই আছে তাকে ১২ লাখ টাকা দিছে, তিনটি বোনের বিয়ে হইতে শুরু করে সব করছে, মা বাবার সমস্ত খরচ পোষণ দিতেছে, সেই বাবা মা আারেক ছেলেকে তার জমি লিখে দিয়েছে, আর আমার সামীকে বলে তোর আছেনা,আল্লাহ তোরে দিব।এসব করার পরও সেই ভাই বোন ও বাবা মার সব দায়িত্ব পালন করে, বাবা মা র পান খাওয়া হইতে শুরু করে সব খরচ বহন করে আমার সামী,একি অন্যায় বাবা মায়,আর আমার সামী ৮ বছর থেকে শুরু করছে ইনকাম করা ও,সংসার চালিয়ে আবার পরালেখাও করছে।

    • @sadiasultana7691
      @sadiasultana7691 2 ปีที่แล้ว

      Faltu baba ma😡😡😡

    • @mdrakibhossain5415
      @mdrakibhossain5415 2 ปีที่แล้ว

      Arokom baba make allah bojar towfic din.arokom ahoroho poribare hoy besi hou boro celer proti jolom.

    • @omorsikdar4886
      @omorsikdar4886 2 ปีที่แล้ว

      আর এখানে ছোট ছেলের উপর সব আবদার সবার।

  • @user-be5lv1jn2v
    @user-be5lv1jn2v 4 หลายเดือนก่อน

    আমার বাবা আমাকে ঠকায় গেছে।আমাকে কিছুই দিয়ে যায়নি।এই রমজানে মারা গেছে।
    সব ছেলেদের কে দিয়ে গেছে।শুধু আমাকে দেয় নাই। 😢

  • @aijikhatun4201
    @aijikhatun4201 20 วันที่ผ่านมา

    আমার স্বামী কালিমায়ে তৈয়বা জানত না আমার বিয়ের পর আমি শিখিয়েছি তার পর জীবনে প্রথম রোজা রাখা করিয়েছি 2024 এ যেটা মা বাবার দায়িত্ব সেটা স্ত্রী হয়ে 35 বছর পরে নামাজ রোজার পথে আনলাম। বলে আমার ছেলে আমাদের দেখেনা বউ তাবিজ করে রেখেছে ,যাকে ইসলামের শিক্ষা দেইনাই সে কি জানবে মা বাবা কে মানতে হবে না হবেনা

  • @ninadjanifer5462
    @ninadjanifer5462 2 ปีที่แล้ว +2

    হুজুর আমার বাবাও আমাকে সম্পত্তির অধিকার দেয় নাই।ছেলেদের সবই দিয়েছেন।আমাকে ৩ কাঠা দিয়েছে।আর বাকী সব কিছুই থেকে আমাকে ঠকিয়ে গেল।খুব কষ্ট লাগে।

    • @sadiadoha5269
      @sadiadoha5269 2 ปีที่แล้ว

      apnaketo Tao desen.r amake bolsen kunu dabi na korte

  • @Vlogs-for-Lost-Family
    @Vlogs-for-Lost-Family 2 ปีที่แล้ว

    1st view

  • @isratkhan504
    @isratkhan504 2 ปีที่แล้ว

    আসসালামু আলাইকুম।জমি বন্টনের আগেই বাবা যদি মৃত্যু বরণ করে সেই দায়ভার কার উপর বর্তায় দয়া করে জানাবেন