"ভারতবর্ষ পুরোটা দেখতে পারলে, গোটা বিশ্বের অর্ধেক দেখা হয়ে যায়" - কথাটা একদম ঠিক । ইতিহাস সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খুঁটিনাটি বিষয় গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন আপনি, শিবাজীদা এবং কৌশিক । একজন ভিনদেশী হয়েও এতকিছু দেখতে ও জানতে পারার জন্য আমি ব্যক্তিগত ভাবে আপনাদের তিন জনের কাছেই কৃতজ্ঞ...🙏🏻 । অসম্ভব ভাল লাগল ভিডিও টা...👍❤️
বহু প্রতীক্ষিত পর্ব ,ভারতের এই অংশটি tourist destination হিসাবে ভীষণভাবে উপেক্ষিত। ভারতের প্রাচীন এবং ইতিহাস প্রসিদ্ধ এই স্থান নিয়ে ভিডিও র জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
দাদা, গয়াৱ এত সমৃদ্ধবহুল তথ্য পৱিবেশন কৱাৱ জন্য অনন্ত ধন্যযোগ ।গয়াৱ যে স্থানটি প্ৰশাসনেৱ পক্ষ থেকে বন্ধ কৱে দিয়েছে অৰ্থাৎ যেখানে জীবিত মানুষেৱ পিন্ড দান কৱা হয়,সেই স্থানটিৱ ইতিহাস সম্পৰ্কে জানালে খুবই কৃতজ্ঞ থাকিব ।
একেবারে শান্ত হয়ে বউদ্ধগয়আ দেখবো বলেই অনেক টা সময় নিয়ে ছি।আমার কিছু মাত্র দেখা হয়নি এই বুদ্ধ গয়া।এখানে যে এতো সম্পদ আছে,তা কেউ বলেননি।আজ দেখে মুগ্ধ, সমাহিত বৌদ্ধ মহিমায়।চলমান ইতিহাস। বলে গেছেন,আর আমরা ফিরেছি অশোকের যুগে,ধ্যানস্থ হয়েছি বৌদ্ধ যুগে। অপরিসীম ঐশ্বর্য এই বুদ্ধ গয়া।মুগ্ধ নয়ন।মুগ্ধ শ্রবণ।যেন ধ্বনিত হয়েছে বৌদ্ধ মন্ত্র ঐ প্রাচীন বৌদ্ধ সাধনার পাড় হয়ে আমাদের মননে।তাকে ভালো বলবো,না সমাহিত হবো চেতনায়!!! বুঝিনি। অসাধারণ ক্যামেরার চলন।মন্দির থেকে স্তূপ, প্রাচীরের গায়ে বুলিয়েছে স্পর্শ।একে তথ্য পূর্ণ ইতিহাস বলবো,না সঠিক গাইড বলবো জানিনা।নাকি আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ বৌদ্ধ দর্শন!!সব ই এক ই সুতোয় গাঁথা।সত্যিই আমি মুগ্ধ। আফশোষ,তাকে দেখিনি কেন!যাইনি কেন বৌদ্ধ দর্শনের দ্বারে।🙏🙏🥰
বুদ্ধগয়ার ওপর এতো তথ্যনিষ্ট,এতো পরম যত্নে নিবেদিত ব্লগ ইতিপূর্বে আমি দেখিনি। বুদ্ধের জীবন,তাঁর যাপন আর মানবাত্মার উদ্দেশ্যে সমর্পিত আপনাদের এই উপহার স্মরনীয় হোক।
ভীষণ ভালো লেগেছে স্যার ।আপনার এই ভিডিও দেখে আমরা আজ বুদ্ধগয়া এসেছি । বাংলাদেশ মনস্ট্রিতে থাকছি। এই ভিডিও ফলো করেই ঘুরবো। রাজগীরের ক্ষেত্রেও তাই। খুব ভালো থাকবেন স্যার
২০২৪ এর সেপ্টেম্বর এ পূজোর বন্ধে আমরা বুদ্ধগয়া গেছি। এটা আমার ২য়বার যাওয়া। এবার অনেকটা সময় নিজের মনের মতো করে মহাবোধি টেম্পলে সময় কাটালাম পূজো আর প্রার্থনায়। তারপরও আপনার সুন্দর করে ইতিহাসের বর্ণনা শুনে, দেখে অনেককিছু জানলাম। খুব ভালো লাগলো। বাংলাদেশ থেকে শুভকামনা রইলো আপনার জন্য।
Darun presentation. Apnader presentation er madhye jaygata tule dhorar byaparta vari sundar. Khub swavabik O akarsahnio. Khub valo lage. Anek dhanyabad.
খুব ভাল লাগল কোনও সন্দেহ নেই সবথেকে যেটা ভাল লাগে সেটা হোলো ভিডিও তে যাব দেখানো হয় তার ইতিহাস এতো সুন্দর করে বলন যার কোনও তুলনাই নেই কত নতুন তথ্য জানা যায় ,ভাল থাকবেন 🙏🙏
এক অসাধারণ ঐতিহাসিক তথ্যসম্বলিত ভিডিও…. মন কানায় কানায় ভরে গেল আর বুদ্ধগয়া যাওয়ার ইচ্ছেও বেড়ে গেল❤ দাদাভাইয়ের অনবদ্য বাচনভঙ্গিতে অসাধারণ ইতিহাসের জ্ঞান ও পরিবেশনায় সমৃদ্ধ হলাম…❤ সঙ্গে বুদ্ধং শরণং গচ্ছামি - আবহসঙ্গীতে একধরণের রোমাঞ্চ সৃষ্টি হল❤… সবমিলিয়ে অনবদ্য ভিডিও পরিবেশনে দাদাভাই বৌদিভাইয়ের জন্য রইল শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা❤
Je sob baccha der history subject e oruchi ache tader sobaike ei episode ta dekhte recommend korbo.. puro chhobir moto kore explain korlen Anindya da.. khub valo 👌👌
আরেকটি অনবদ্য উপস্থাপনা।এত তথ্যসমৃদ্ধ প্রতিটা ভিডিও আর কোনও চ্যানেলে আছে কিনা আমার জানা নেই। আপনাদের অনেক পরিশ্রম এর ফসল এই ধরনের ভিডিওগুলো। অনেক ধন্যবাদ ভাল থাকবেন নমস্কার।
অসাধারণ উপস্থপনা। কি দারুন ভাবে বর্ণনা করলেন পুরোটা। অনেকটাই অজানা। আপনার থাকার হোটেল টি বাইরে থেকে দেখেছি। খুবই সুন্দর। আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি অন্য কাজে গিয়ে। অত ভালোভাবে দেখা হয় ওঠে নি। আপনি ব্যাকগ্রাউন্ড এ যে স্তোত্র ব্যাবহার করেছেন, সেটাও উপযুক্ত। বেশ কিছুটা দেরিতে এই পর্ব এল। দারুন হয়েছে। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন। দেখা নিশ্চয়ই হবে একদিন... শান্তিনিকেতন থেকে 💐💐💐🙏🙏🙏...
এই ভিডিপ ও টি দেখতে দেখতে ২০০২ আমার এখানে আমার স্মৃতি মনে পড়ে গেল অনেক কিছু পালটে গেছে নতুনের ছোঁয়ায় | বুদ্ধং শরনম গচ্ছামি সংঘম শরনম গচ্ছামি ................
বৌদ্ধ গয়া থেকে রাজগীর গাড়ি ভাড়া কত যদি একটু ধারণা দেন তাহলে উপকৃত হই। এরপর বারাণসী যেতে হলে কি আবার গয়া ফিরে ট্রেন ধরা সুবিধাজনক? আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। 🙏😊
দাদা খুব সুন্দর করে ইতিহাসকে তুলে ধরেছেন, আপনার ভিডিও যখনই দেখি তখন মা কেও সঙ্গে নিয়ে নিই, ছোটোবেলায় ইতিহাস পড়তে খুব একটা ভালো লাগতো না কিন্ত চাকরীর পরীক্ষার জন্য এখন ইতিহাস পড়তে হয়, এখন খুবই ভাল লাগে, এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও এর অপেক্ষায় থাকলাম দাদা ❤
শুধু একটা কথাই বলা যায় অসাধারন। ভাবছিলাম এই একটা ভ্লগ বানাতে প্রচন্ড পরিশ্রমের কথাটা ধরে নিয়েও বলতে পারি আপনাকে কত পড়াশুনা করতে হয়েছে। বুদ্ধগয়া সম্বন্ধে এতিকছু তো জানতামই না। অসংখ্য ধন্যবাদ।
বিহার ভ্রমণের অন্যান্য ভিডিওগুলির Playlist Link :th-cam.com/play/PLKA_QKcJDDQi1WtIwnd3O_j6uxy9F4Ivg.html
%%%
❤ very nice
কি অদ্ভুত সুন্দর ঐতিহাসিক তথ্যগুলো । গায়ে কাঁটা দিচ্ছিল 'বুদ্ধং শরণং গচ্ছ্বামি' সুর । ভগবান বুদ্ধের চরণে জবা অর্পণ করলাম🌺🌺🙏
যেভাবে দেখালেন আর যেভাবে বিবরণ দিলেন তাতে নিজে যেতে না পারলেও আর কোন আক্ষেপ থাকবে না। মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ জানানোর ভাষা নেই।
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍
মন ভরে গেল। নিজের দেশের কত কিছুই দেখে ওঠা হলো না। অপূর্ব সুন্দর এই ভিডিওটির জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
অনেক ধন্যবাদ 🙏
"ভারতবর্ষ পুরোটা দেখতে পারলে, গোটা বিশ্বের অর্ধেক দেখা হয়ে যায়" - কথাটা একদম ঠিক । ইতিহাস সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের খুঁটিনাটি বিষয় গুলো আমাদের সামনে তুলে ধরার জন্য অক্লান্ত প্রচেষ্টা করে যাচ্ছেন আপনি, শিবাজীদা এবং কৌশিক । একজন ভিনদেশী হয়েও এতকিছু দেখতে ও জানতে পারার জন্য আমি ব্যক্তিগত ভাবে আপনাদের তিন জনের কাছেই কৃতজ্ঞ...🙏🏻 । অসম্ভব ভাল লাগল ভিডিও টা...👍❤️
অনেক ধন্যবাদ আপনাকে 😍 সঙ্গে থাকবেন ।
বহু প্রতীক্ষিত পর্ব ,ভারতের এই অংশটি tourist destination হিসাবে ভীষণভাবে উপেক্ষিত। ভারতের প্রাচীন এবং ইতিহাস প্রসিদ্ধ এই স্থান নিয়ে ভিডিও র জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আপনার সাথে একমত। ধন্যবাদ।
আমি একজন বৌদ্ধ ধর্মালম্বি বাংলাদেশ থেকে বলছি ❤❤
সাধু সাধু সাধু🙏🙏🙏
ধন্যবাদ....দাদা❤
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
th-cam.com/video/elOYUMHbb-4/w-d-xo.htmlsi=DinoRuY38OrBi8DW
এই ভিডিও দেখে ভালোলাগলো।। সুন্দুর এর ইতিহাস বন্র্নাও ভালোলাগলো।। শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন।।।
ইতিহাস আজ যেন জীবন্ত মনে হচ্ছিল, ভিডিও দেখার পর বিহার সম্পর্ক অনেক নতুন ধারনার জন্ম হল
Well said
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊)llllllllllllll)0⁰⁰khub valo .
বিহার মানেই ঐতিহাসিক, বিহার মানেই শান্তি , বিহার মানেই জ্ঞান, বিহার মানেই শিক্ষা, সব শেষে বলবো ভারত আমার বিশ্বসেরা
🙏🙏
@@AnindyasTraveloguespent considerable time in Bihar.loved its people
আপনার প্রতিটি ভিডিও আমার খুবই ভালো লাগে, আপনার এই ভিডিও জন্য আমার তরফ থেকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ 🙏
দাদা, গয়াৱ এত সমৃদ্ধবহুল তথ্য পৱিবেশন কৱাৱ জন্য অনন্ত ধন্যযোগ ।গয়াৱ যে স্থানটি প্ৰশাসনেৱ পক্ষ থেকে বন্ধ কৱে দিয়েছে অৰ্থাৎ যেখানে জীবিত মানুষেৱ পিন্ড দান কৱা হয়,সেই স্থানটিৱ ইতিহাস সম্পৰ্কে জানালে খুবই কৃতজ্ঞ থাকিব ।
একেবারে শান্ত হয়ে বউদ্ধগয়আ দেখবো বলেই অনেক টা সময় নিয়ে ছি।আমার কিছু মাত্র দেখা হয়নি এই বুদ্ধ গয়া।এখানে যে এতো সম্পদ আছে,তা কেউ বলেননি।আজ দেখে মুগ্ধ, সমাহিত বৌদ্ধ মহিমায়।চলমান ইতিহাস। বলে গেছেন,আর আমরা ফিরেছি অশোকের যুগে,ধ্যানস্থ হয়েছি বৌদ্ধ যুগে। অপরিসীম ঐশ্বর্য এই বুদ্ধ গয়া।মুগ্ধ নয়ন।মুগ্ধ শ্রবণ।যেন ধ্বনিত হয়েছে বৌদ্ধ মন্ত্র ঐ প্রাচীন বৌদ্ধ সাধনার পাড় হয়ে আমাদের মননে।তাকে ভালো বলবো,না সমাহিত হবো চেতনায়!!! বুঝিনি। অসাধারণ ক্যামেরার চলন।মন্দির থেকে স্তূপ, প্রাচীরের গায়ে বুলিয়েছে স্পর্শ।একে তথ্য পূর্ণ ইতিহাস বলবো,না সঠিক গাইড বলবো জানিনা।নাকি আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ বৌদ্ধ দর্শন!!সব ই এক ই সুতোয় গাঁথা।সত্যিই আমি মুগ্ধ। আফশোষ,তাকে দেখিনি কেন!যাইনি কেন বৌদ্ধ দর্শনের দ্বারে।🙏🙏🥰
এত শান্ত সমাহিত শৃঙ্খলা পূর্ণ ধর্মস্থান সত্যিই খুব কম দেখা যায় । "শান্তি" শব্দটির প্রকৃত রূপ যেন খুঁজে পাওয়া যায় এখানে 🙏🙏
History jana apnar mukhe jibanta hoye uthechilo. Anabanta barnana saili dwara jano temple guli chokher jibanta hoye uthechilo Aponake asankha dhanyabad. Yug Yug jio. May God Budha bless you.
Thank you so much 😊
অসাধারণ লাগলো আপনার অন্য ভিডিও গুলোর মত।
বুদ্ধগয়ার ওপর এতো তথ্যনিষ্ট,এতো পরম যত্নে নিবেদিত ব্লগ ইতিপূর্বে আমি দেখিনি। বুদ্ধের জীবন,তাঁর যাপন আর মানবাত্মার উদ্দেশ্যে সমর্পিত আপনাদের এই উপহার স্মরনীয় হোক।
অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো এত সুন্দর করে কত অজানা তথ্য আমাদের জানালেন r কত কিছু সুন্দর করে আমাদের দেখালেন অপূর্ব সুন্দর লাগলো
খুব ই সুন্দর এবং প্রেরণা দায়ক। প্রণাম।
Sei shibaji ar prittijit gechilo Nepal er Lumbini, tarpor ai apnader buddha gaya. Sei aki shanti abar akbar phire pelam. 🤩🤩🤩🥰🥰🥰💮🌸🌺🏵️🌼🏵️🌺💮🌸🏵️💮🌸🌺🙏🙏🙏💖
এক কথায় ভ্রমণ ও ইতিহাসের ক্লাস করলাম । দুর্দান্ত ।।।
Khub valo legeche dhanyabad ay videor jonno 🙏 namo buddhaya 🙏
ভীষণ ভালো লেগেছে স্যার ।আপনার এই ভিডিও দেখে আমরা আজ বুদ্ধগয়া এসেছি । বাংলাদেশ মনস্ট্রিতে থাকছি। এই ভিডিও ফলো করেই ঘুরবো। রাজগীরের ক্ষেত্রেও তাই।
খুব ভালো থাকবেন স্যার
ধন্যবাদ 🙏
অসাধারণ সুন্দর জায়গা, একবার যেতে হবে। সাথে আপনার এত সুন্দর বণর্না শুনতে শুনতে মন ভালো হয়ে যায়।
২০২৪ এর সেপ্টেম্বর এ পূজোর বন্ধে আমরা বুদ্ধগয়া গেছি। এটা আমার ২য়বার যাওয়া। এবার অনেকটা সময় নিজের মনের মতো করে মহাবোধি টেম্পলে সময় কাটালাম পূজো আর প্রার্থনায়। তারপরও আপনার সুন্দর করে ইতিহাসের বর্ণনা শুনে, দেখে অনেককিছু জানলাম। খুব ভালো লাগলো। বাংলাদেশ থেকে শুভকামনা রইলো আপনার জন্য।
অনেক ধন্যবাদ 🙏
অসাধারণ লাগলো আপনার উপস্থাপনা। অনেক কিছু না জানা তথ্য জানতে পারলাম। খুব ভালো লাগল। ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Darun presentation. Apnader presentation er madhye jaygata tule dhorar byaparta vari sundar. Khub swavabik O akarsahnio. Khub valo lage. Anek dhanyabad.
অসংখ্য ধন্যবাদ আপনাকে 🙏
Gadar 2 এখনো দেখা হয়নি দেখবো কিনা সেটা এখনো মনস্থির করে উঠতে পারিনি। কিন্তু এই ভিডিওটি এই নিয়ে তৃতীয় বার দেখলাম। অসাধারণ।
Gadar2 দেখবেন না, কারণ পয়সা নষ্ট হবে 😄
অসাধারণ উপস্থাপনা । খুব ভাল লাগল ভিডিও টা । ভূগোলের সঙ্গে সঙ্গে ইতিহাসের উপরেও অসাধারণ দক্ষতা চোখে পড়ছে ।
🤗🤗🌹
আপনার vlog দেখে এমনি হয়ে গেছে যে প্রতিদিন সকালে উঠে আপনার vlog দেখি ❤
Khub sundar dekhiyachen, boudha mandir gula.
Darun explation...darun dakhalen😊🎉🎉🎉🎉
খুব ভালো লাগলো।জায়গাগুলো দেখার পাশাপাশি তার ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা একটা অসাধারন প্রেক্ষাপট তৈরি করেছে🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
বেশ কয়েক বছর আগে বউদ্ধগয়আ গেছিলাম, ইতিহাস না জেনেই। আজ আপনার দৌলতে অনেক কিছুই জানলাম। অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন সুস্থ থাকবেন। প্রচুর ঘুরুন।
অনেক ধন্যবাদ 🙏
খুব ভালো বর্ণনা করেন l জায়গা আর বর্ণনা দুটোই দারুন l
বুদ্ধগয়াতে মানসভ্রমণ করলাম আপনাদের সঙ্গে। খুব ভালো লাগলো।
অসংখ্য ধন্যবাদ 🙏
Excellent presentation. Thanks a lot. God bless.
খুব ভালো লাগলো।অনেক দিন পরে পেলাম বুদ্ধের ইতিহাস সমৃদ্ধ জায়গা সমূহ
Sunaet er somoy bhidhogoya r mondir darun lagchilo photography ta darun hoyeche
খুব ভাল লাগল কোনও সন্দেহ নেই সবথেকে যেটা ভাল লাগে সেটা হোলো ভিডিও তে যাব দেখানো হয় তার ইতিহাস এতো সুন্দর করে বলন যার কোনও তুলনাই নেই কত নতুন তথ্য জানা যায় ,ভাল থাকবেন 🙏🙏
অসংখ্য ধন্যবাদ 😍 এভাবেই সঙ্গে থাকবেন ।
বুদ্ধং সংঘং ধম্মং শরনম গচ্ছামি | ২০০২ এর স্মৃতি চোখের সামনে ভেঁসে উঠে |
Very informative. Excellent narrative. Keep it up. God bless you
So nice of you
অসাধারণ একটা এপিসোড দেখলাম। ৩০ মিনিটের ভিডিওসহ একটা ইতিহাসের ক্লাস যেন উপহার দিলেন আমাদের!! Hatt's off👋
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Asadharon laglo.....Bihar samporke anek kichhu jante parlam.....khub sundar....
অনেক ধন্যবাদ 🙏
দারুণ সুন্দর একটি ভ্লগ। অনবদ্য উপস্থাপনা। অনেক ঐতিহাসিক তথ্য জানতে পারলাম।
খুব ভাল লাগল l অনেক আগে গেছিলাম অনেক পরিবর্তন হয়েছে আপনার বর্ননা খুব ভাল লাগল l ভালো থাকবেন আপনারাl❤️❤️
ধন্যবাদ আপনাকে 🙏
এক অসাধারণ ঐতিহাসিক তথ্যসম্বলিত ভিডিও…. মন কানায় কানায় ভরে গেল আর বুদ্ধগয়া যাওয়ার ইচ্ছেও বেড়ে গেল❤
দাদাভাইয়ের অনবদ্য বাচনভঙ্গিতে অসাধারণ ইতিহাসের জ্ঞান ও পরিবেশনায় সমৃদ্ধ হলাম…❤ সঙ্গে বুদ্ধং শরণং গচ্ছামি - আবহসঙ্গীতে একধরণের রোমাঞ্চ সৃষ্টি হল❤… সবমিলিয়ে অনবদ্য ভিডিও পরিবেশনে দাদাভাই বৌদিভাইয়ের জন্য রইল শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা❤
অসংখ্য ধন্যবাদ জানাই 🙏
Darun laglo ami Buddha Gaya giyechi khoobh sundar Jaiga
অনবদ্য ভিডিও টা ইতিহাসের সমস্তটাই দেখতে পেলাম।
Excellent presentation. Namaskar
Je sob baccha der history subject e oruchi ache tader sobaike ei episode ta dekhte recommend korbo.. puro chhobir moto kore explain korlen Anindya da.. khub valo 👌👌
অনেক ধন্যবাদ আপনাকে 😍 ভালো থাকবেন 🌹
অসাধারন পরিবেশন, দারুন লাগলো,না গিয়েও আপনার পরিবেশন এর মাধ্যমে ঘুরলাম
বহুদিন আগে ছোটবেলায় দেখা স্মৃতি আবার ফিরে পেলাম। খুব সুন্দর লাগল। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
খুব খুব ভালো লাগলো vabatu sabba mangalam
আরেকটি অনবদ্য উপস্থাপনা।এত তথ্যসমৃদ্ধ প্রতিটা ভিডিও আর কোনও চ্যানেলে আছে কিনা আমার জানা নেই। আপনাদের অনেক পরিশ্রম এর ফসল এই ধরনের ভিডিওগুলো। অনেক ধন্যবাদ ভাল থাকবেন নমস্কার।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
অনেক ধন্যবাদ আপনাকে 😍
Apnar sundor biboron e jaygagulor itihaas chokher samne fute uthlo..👌👌🙏🙏
Khub sundor laglo dekhe. Hoyto konodin jete parbo.
আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এইভাবে ঘুরে দেখানোর জন্যে, দাদা ভালো থাকবেন, জয় হিন্দ
Aj 1st time dekhchi..apnar vlog..just asadharon laglo..khub sundar explore korechen..
Khub khub enjoy korlam🙏👌👌👌👌👍
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 আমার অন্যান্য ভিডিওগুলিও দেখবেন ও মতামত জানাবেন 🌹
খুব সুন্দর, তথ্য বহুল ভিডিও ❤❤❤
(Pranab Traveller's)
আপনার ব্লগগুলো খুব তথ্যসমৃদ্ধ।
অনেক কিছু জানতে পারলাম 👍
Thank You🙏
চমৎকার উপস্থাপন। সাতাশি সালে গিয়েছিলাম, অনেক কিছুই ভুলে গিয়েছিলাম, অনেক নতুন দেখলাম, নতুন অথচ ঐতিহাসিক বুদ্ধগয়া মানুষের জীবনের লক্ষ্য নির্দেশ ক
করছে
অসাধারণ উপস্থপনা। কি দারুন ভাবে বর্ণনা করলেন পুরোটা। অনেকটাই অজানা।
আপনার থাকার হোটেল টি বাইরে থেকে দেখেছি। খুবই সুন্দর। আমি কিছুদিন আগেই ঘুরে এসেছি অন্য কাজে গিয়ে। অত ভালোভাবে দেখা হয় ওঠে নি। আপনি ব্যাকগ্রাউন্ড এ যে স্তোত্র ব্যাবহার করেছেন, সেটাও উপযুক্ত। বেশ কিছুটা দেরিতে এই পর্ব এল।
দারুন হয়েছে। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন।
দেখা নিশ্চয়ই হবে একদিন... শান্তিনিকেতন থেকে 💐💐💐🙏🙏🙏...
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍 ভালো থাকবেন 🙏
খুব ভালো লাগলো। 🙏
Khubb bhalo laglo ei Blogti
Dekhte Dekhte Notun kore Itihas Smorne esegelo❤
Khub sundor laglo video ta Dada 👍👍🙏🙏🙏
Asadharan laglo sir, love you sir.khub valo thakben apni❤❤
এই ভিডিপ ও টি দেখতে দেখতে ২০০২ আমার এখানে আমার স্মৃতি মনে পড়ে গেল অনেক কিছু পালটে গেছে নতুনের ছোঁয়ায় | বুদ্ধং শরনম গচ্ছামি সংঘম শরনম গচ্ছামি ................
Very beautiful❤❤❤❤ Niec Prajantasen.
দারুন সব তথ্য জানলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনবদ্য উপস্থাপনার জন্য।
Apni je. Tatthya den ta excellent, ei bhave keu dei ni aj parjanta, salute apnake, bhalo thaben.
Apnar vdo gulo dekhte khub bhalo lage.....khub informative.....apnar uposthaponao khuub sundor.....thanks dada
অনেক ধন্যবাদ 🙏
অপূর্ব। ঐতিহাসিক তথ্য সহ খুব সুন্দর উপস্থাপনা।🙏🙏
Apner jonnoi abar purano smriti mone pore gelo.thank you so much.
Excellent coverage
Wounderfull,step by step you have done your explanation & splendid seen also highly commendable & full of joy.With best regards I con elude.
Thank you so much 🌹
খুব ভালো লাগলো। নালন্দা দেখার জন্য অপেক্ষায় রইলাম।
খুব সুন্দর লাগলো আজকের ভিডিও , ধন্যবাদ আপনাকে।
অসাধারন লাগলো আপনার ব্লগ really awesome 💯
অসংখ্য ধন্যবাদ 🙏
very informative video, thank you very much ...
খুব ভালো লাগলো। অনেক পরিশ্রমের ফসল। ভালো থাকবেন।
বৌদ্ধ গয়া থেকে রাজগীর গাড়ি ভাড়া কত যদি একটু ধারণা দেন তাহলে উপকৃত হই। এরপর বারাণসী যেতে হলে কি আবার গয়া ফিরে ট্রেন ধরা সুবিধাজনক? আপনার উত্তরের অপেক্ষায় থাকবো। 🙏😊
Many many thank you for your nice video and the details description of Mahabudi Temple, Budi Tree etcetera.
You are most welcome ❤️
অনিন্দ্যবাবু, আপনার রেফারেন্সে রাজগীরের রাজু যাদবের গাড়ীতে ট্যুর করছি। খুব ভালো ভদ্র মানুষ। পুরো ট্যুরে আপনিই আমাদের গাইড। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের বিজয়ার শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন। 🙏😊
অসংখ্য ধন্যবাদ 🙏
ধন্যবাদ আপনার প্রাপ্য। রাজগীরেও উঠলাম আপনার বলা নাগেশ্বর প্যালেস হোটেলে। 😊😊😊
Khub sundar. Next vlog er apekhay achi
অসাধারণ বিশ্লেষন।
Khub bhalo laglo
দাদা খুব সুন্দর করে ইতিহাসকে তুলে ধরেছেন, আপনার ভিডিও যখনই দেখি তখন মা কেও সঙ্গে নিয়ে নিই, ছোটোবেলায় ইতিহাস পড়তে খুব একটা ভালো লাগতো না কিন্ত চাকরীর পরীক্ষার জন্য এখন ইতিহাস পড়তে হয়, এখন খুবই ভাল লাগে, এরকমই তথ্য সমৃদ্ধ ভিডিও এর অপেক্ষায় থাকলাম দাদা ❤
দাদা আমরা মার্চ মাসে বুদ্ধগয়ায় গিয়েছিলাম। আপনাদের এই পর্বটি দেখে আমাদের অনেক উপকার হয়েছে।love from Bangladesh ❤️
দুর্দান্ত লাগছে দাদা এই বিহার সিরিজ ভিডিও আপনার ভিডিও দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি ভালো থাকবেন দাদা আপনি ও দিদি🙏🙏
Apurba laglo, excellent narration khub bhalo hoyeche.
অসম্ভব ভালো লাগল। এত ইলাবরেট ডেসক্রিপশন, এত ভালো শটস্ নেওয়া হয়েছে তার সাথে apt মিউজিক ফাটাফাটি স্যার।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
শুধু একটা কথাই বলা যায় অসাধারন। ভাবছিলাম এই একটা ভ্লগ বানাতে প্রচন্ড পরিশ্রমের কথাটা ধরে নিয়েও বলতে পারি আপনাকে কত পড়াশুনা করতে হয়েছে। বুদ্ধগয়া সম্বন্ধে এতিকছু তো জানতামই না। অসংখ্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 🌹
Sotti sundor,sab monestry r atmosphere ak e rakam hay, Amar chele jakhon choto chilo amar husband oke Roomtek (gangtok)niye jeto, sudhu chele k sekhano hoto, discipline kake bale, mahabodhi society নমস্কার 🙏🙏👌
আপনার এই ভিডিও দেখে আমার মনে হচ্ছে আজ বুদ্ধগয়া তে এসেছি । সুন্দুর এর ইতিহাস বর্ননা ও ভালো লাগলো।নুতন বছর ২০২৫’র শুভেচ্ছা সহ শুভকামনা জানবেন।
অনেক ধন্যবাদ 🙏
Khub valo laglo dada, jaoa hoi ni ekhane, jete eche korche. Eto valo kore sob bujhie bollen, tar jonno thanks🙏🙏
Visan valo laglo…..Daroon informative…presentation durdanto….mon vore gelo
অনেক ধন্যবাদ 🙏
Khub bhalo laglo.Amar 2 times Buddhagaya jawar soubhagya hoyechilo.Apnar vedio dekhe abar sob mone pore galo.Thank you.Apnara bhalo thakben.
ধন্যবাদ 🙏
Khub valo laglo vlog ta. Onek kichu janlam
Ek kothai oshadharon ❤❤
ভীষন ভালো লাগলো।
অনিন্দ্যসুন্দর অনিন্দ্য দা