শিক্ষার উন্নতি সব রাষ্ট্র শক্তি ভয় পায়, তাই যুগে যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আঘাত হানা হয়।নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখতে দেখতে সেটাই মনে পড়লো।অনেক ধন্যবাদ একটি শিক্ষামূলক ব্লগ উপহার দেবার জন্যে।
ভাবলেও গর্ব হয় যে যখন সারা বিশ্বে সেভাবে শিক্ষার প্রসার ঘটেনি তখন আমাদের দেশে একটা বিশ্ববিদ্যালয় রমরমিয়ে শিক্ষার বিস্তার করছিল। যাইহোক ভ্লগ সবসময়ের মতোই অসাধারণ😊.
দুঃখের বিষয় সেই শিক্ষালয়কে আমরা বাঁচাতে পারিনি কারন অহিংস নীতি আমাদেরকে পিছু হঠতে বাধ্য করেছে যদি আমরা সহিংস হতাম তাহলে ভারতের বুকে ইসলামী রাষ্ট্রের সূচনা হতনা।।
নালন্দা সমন্ধে আপনার কাছে বর্ণনা শুনে ভালো লাগলো ৷ কিছু সময়ের জন্য মনে হল আপনি নালন্দার শিক্ষক আর আমরা দর্শকরা সবাই ছাত্র ৷ এভাবেই জ্ঞানের বিস্তার লাভ করে যান ৷ ভালো থাকবেন🙏
আপনার ব্লগ বরাবরই আমার ভালো লাগে, যেহেতু আমরা আগামী ফেব্রুয়ারি মাসে রাজগীর যেতে ইচ্ছুক তাই আপনার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখছি, আপনার বাচনভঙ্গি, ও মিউজিক সিলেকশন এই ভিডিও গুলোকে একটা অন্য মাত্রা নিয়ে যায় l
অসাধারণ সত্যের সন্ধানের কন্ঠস্বর তথ্যসূত্র বিশ্লেষণ অত্যন্ত শুন্দর গলার স্বরের আওয়াজ অতি মধুর। অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের জন্য। ভাল থাকুন। এ এক অসাধারণ প্রাচীনতম ভারতবর্ষের উন্নত ইতিহাসের জ্ঞানের সাগর আজও নালন্দা বিশ্ববিদ্যালয় সময়ের ইতিহাসের বিকল্প নেই সমগ্র পৃথিবীর সম্পদ। দুর্ভাগ্য সেই দিনের ধংসের সেই কারিগর ছিল বখক্তীয়ার ক্ষীলজীর সন্ত্রাসবাদ। আজও কোন রকম পরিবর্তন হয়নি ক্ষীলজী সন্ত্রাসীদের আমরা বর্তমান বিশ্বের সভ্যতার সমাজ লজ্জিত । পৃথিবীর বহু সভ্যতার ধংসের কারিগর সেই সন্ত্রাসবাদ। বর্তমান সন্ত্রাসীদের মত পথ বর্তমান উন্নত পৃথিবীর সভ্যতার আগামীর পথে এদের পরিবর্তন হোক ঈশ্বরের নিকট রইল প্রার্থনা।
আজকাল শিক্ষার যে কুফল আমরা দেখতে পাই, সেটা হলো জ্ঞানের বড়াই আর বিতর্কিত মন্তব্য। আপনার ব্রডকাস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম। কিছুটা স্কুল এ ক্লাস 6 পড়ার সময় পড়েছিলাম।🙏
নালন্দা বিশ্ববিদ্যালয় দেখার অদম্য বাসনা আমার বহুদিন থেকেই ছিল। আজ অন্দিন্দ্য বাবুর দৌলতে টা পূরণ হল । অসাধারণ ধারাভাষ্য সহ এত নিখুঁত পরিবেশনা খুবই কম দেখা যায় । আপনাকে অনেক ধনযবাদ এত তথ্য সম্বৃদ্ধ একটি পরিবেশনা আমাদের কাছে পরিবেশন করার জন্য ।
অসাধারণ হয়েছে, শুরুর লেখা টাই পুরো এপিসোড টাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেলো। নালন্দা বিশ্ববিদ্যালয় হলো সব চেয়ে বড় উদাহরণ যে , " knowledge is power"
চাকরির বই থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টপিক পড়ে এই বিশ্বিবদ্যালয় সম্পর্কে আরো ধারণা পেতে ইউটিউবে এসে সার্চ করলাম। পেয়ে গেলাম আপনাদের এই ব্লগটি। আরো অনেক বেশি তথ্য জানতে পারলাম ও ভিডিও ফুটেজ দেখতে পারলাম আপনাদের মাধ্যমে। নালন্দা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেলাম। ধন্যবাদ আপনাদেরকে ইতিহাস তুলে ধরার জন্য। ❤️ বাংলাদেশে সরকারি চাকরির পরিক্ষায় নালন্দা সম্পর্কে অনেক প্রশ্ন আসে
খুবই সুন্দর ভ্লগ। ভারতবর্ষ চিরকাল ই শক্তি নয়, নিজের জ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে নিজেকে বিস্তার করেছিল।আমরা গর্বিত ভারতবাসী। মহিমার তুমি জন্মভূমি মা এশিয়ার তুমি তীর্থক্ষেত্র
অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি বোঝালেন এবং এইটা আমার এডুকেশন বিষয়ের মধ্যে পড়ছে। আমার এক্সাম আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে উপকৃত হলাম আপনার বোঝানোটা আমি এক্সামে লিখবো ❤😊
অনিন্দ্য দা আপনার ব্লগ আপনার অসংখ্য অনুরাগীর পছন্দের অন্যতম কারণ হলো আপনার বর্ণনা। কি সাবলীল ভাবে আপনি প্রত্যেক টা খুঁটিনাটি সাবলীল ভাবে উপস্থপন করেন। নালন্দার ঐতিহাসিক বর্ণনা যেমন ভাবে দিলেন তাতে এরপর আপনার অগণিত শুভাকাঙ্ক্ষীর কাছে একটা প্রশ্নমালা দিয়ে উত্তর চাওয়া উচিত। আমি ছাত্রাবস্থায় প্রায় চল্লিশ বছর আগে এই তিনটি স্থান দেখে এসেছি। স্মৃতি ফিকে হয়ে এসেছে।একবার রিফ্রেশ হয়ে গেল। অসাধারণ জায়গা। ভিডিওগ্রাফি ভীষণ সুন্দর। বৌদি ভালো সঙ্গ দিচ্ছেন। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন। সাক্ষাৎ নিশ্চয় হবে একদিন... শান্তিনিকেতন থেকে.....💐💐💐💐🙏🙏🙏.
অসাধারণ লাগলো অসাধারণ। প্রথমে দেখে কমেন্টস লিখতে এসে বুঝলাম, ভালো কিছু দেখলে যেমন মন চায় আবার দেখতে তাই চাইছে। আবার দেখলাম একবার নয় পরপর আরো দুবার। নালন্দার এই ইতিহাসকে আপনি যেভাবে তুলে ধরলেন এক কথায় অবর্ণনীয়। আপনার background music , presentation একদম perfect. মুগ্ধ হয়ে অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য।
এত স্বল্প পরিসরে নালান্দা বিশ্ববিদ্যালয়ের যে সম্পূর্ণ ইতিহাস ব্যক্ত করেছেন তা অনবদ্য। এজন্য আপনাকে শুধু ধন্যবাদ জানানো ধৃষ্টতা মাত্র। তবুও বলছি আপনার research work on Nalanda and its presentation in a nutshell is masterpiece. ভবিষ্যতে ওখানকার musium এর বিবরণ আপনার চোখে দেখতে ও শুনতে চাই। নালান্দায় খাজার স্বাদ নিয়েছেন কিনা জানা হোলনা।ভালো থাকবেন।
আপনি আবার আমাকে আমার ছোটবেলা মনে করিয়ে দিলেন। অশেষ ধন্যবাদ। Your presentation is amazing. One may learn about our heritage and how we were invaded by the foreign ill-power. Thank you.
বিহার ভ্রমণের অন্যান্য ভিডিওগুলির Playlist Link :th-cam.com/play/PLKA_QKcJDDQi1WtIwnd3O_j6uxy9F4Ivg.html
শিক্ষার উন্নতি সব রাষ্ট্র শক্তি ভয় পায়, তাই যুগে যুগে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর আঘাত হানা হয়।নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ দেখতে দেখতে সেটাই মনে পড়লো।অনেক ধন্যবাদ একটি শিক্ষামূলক ব্লগ উপহার দেবার জন্যে।
আপনার তথ্যে সমৃদ্ধ হলাম , এই সব স্থান দু তিন বার ঘুরেছি কিন্তু পুরো কানার মতো , তাদের গল্প আপনার মুখে শুনে মোহিত হলাম , আপনাকে ধন্যবাদ।
ভারতবর্ষের বিভিন্ন যুগের রাজা এবং সম্রাটরাই ছিলেন শিক্ষার পৃষ্টপোষক। দ্বাদশ শতাব্দীর পর থেকেই ভারতবর্ষের বুকে নেমে আসে অন্ধকার যুগ।
কিন্তু এখানে তো তা হয় নি। রাষ্ট্রের প্রত্যক্ষ সহায়তায় এর প্রতিষ্ঠা ও বিকাশ হয়েছিল।
আর ধ্বংস করেছিল বর্বর, অশিক্ষিত, ধর্মোন্মাদ একটা গুন্ডা।
নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে এত সুন্দর বিস্তারিত বর্ণনা আগে কেউ বধহয় করেনি , খুব ভাল লাগল ।
Thank you 😊 ভালো থাকবেন 😍🌹
কোন প্রশংসাই পর্যাপ্ত নয়। অসাধারণ অভিজ্ঞতা হল আমাদের। সকলের দেখা উচিত। ❤❤❤
ভাবলেও গর্ব হয় যে যখন সারা বিশ্বে সেভাবে শিক্ষার প্রসার ঘটেনি তখন আমাদের দেশে একটা বিশ্ববিদ্যালয় রমরমিয়ে শিক্ষার বিস্তার করছিল। যাইহোক ভ্লগ সবসময়ের মতোই অসাধারণ😊.
ধন্যবাদ
@@AnindyasTravelogue🎉❤❤😮😅😅2😮😅😮😮 by
দুঃখের বিষয় সেই শিক্ষালয়কে আমরা বাঁচাতে পারিনি কারন অহিংস নীতি আমাদেরকে পিছু হঠতে বাধ্য করেছে যদি আমরা সহিংস হতাম তাহলে ভারতের বুকে ইসলামী রাষ্ট্রের সূচনা হতনা।।
অসাধারণ ভারতবর্ষের ইতিহাস, ধন্যবাদ।
বাংলাদেশ থেকে ভালোবাসা। 💚💚💚🇧🇩
Thank you ❤️
R Bangladesh theke bhalobasa janate hbe na.
Arab Desh er history niye anonde thakun apnara o Pakistan ra.
তারপরও নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে Baktierpur স্টেশনে নামতে হয়,,, দুর্ভাগ্য
অবশ্যই এই স্টেশনের নামের পরিবর্তন প্রয়োজন। স্টেশনের নামই নালন্দা রাখলে ভালো হয়
আসলে নালন্দা নামে ওই এলাকায় একটা রেল স্টেশন আছে। স্টেশন কোড NLD. কিন্তু সেটা মেইন লাইনে নয়। বক্তিয়ারপুরের নাম "নালন্দা সিটি" রাখলেও ভালো হয়।
Islam is a curse for a secular country. Congress is purely a anti-Hindu party. India would have been a Hindu country had there been no Congress party.
আমি ১৯৮৮ সালে গিয়েছিলাম। উচ্চ যে স্তুপ টা আছে ঐখানে উঠে ছিলাম। আপনার vdo আমি দেখি। আপনার উপস্থাপনা খুব ভালো।
নামটা থাকুক।ঔ নামটা যতবার উচ্চারিত হবে ততবার ঘৃণা উচ্চারিত হবে।
নালন্দা সমন্ধে আপনার কাছে বর্ণনা শুনে ভালো লাগলো ৷ কিছু সময়ের জন্য মনে হল আপনি নালন্দার শিক্ষক আর আমরা দর্শকরা সবাই ছাত্র ৷ এভাবেই জ্ঞানের বিস্তার লাভ করে যান ৷ ভালো থাকবেন🙏
অনেক বড় সম্মান পেলাম। ধন্যবাদ আপনাকে এইভাবে উৎসাহিত করার জন্য 🙏
ফিরে গিয়েছিলাম সেই সব ইতিহাসের পাতায়। গায়ে কাঁটা দিচ্ছিল। জয় সনাতন ধর্মের জয়। খুব ভালো লাগলো আপনার আন্তরিক উপস্থাপনা।
অনেক ধন্যবাদ আপনাকে 😍
আপনার ব্লগ বরাবরই আমার ভালো লাগে, যেহেতু আমরা আগামী ফেব্রুয়ারি মাসে রাজগীর যেতে ইচ্ছুক তাই আপনার ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখছি, আপনার বাচনভঙ্গি, ও মিউজিক সিলেকশন এই ভিডিও গুলোকে একটা অন্য মাত্রা নিয়ে যায় l
অনেক ধন্যবাদ 🙏
অসাধারণ সত্যের সন্ধানের কন্ঠস্বর তথ্যসূত্র বিশ্লেষণ অত্যন্ত শুন্দর গলার স্বরের আওয়াজ অতি মধুর। অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের জন্য।
ভাল থাকুন।
এ এক অসাধারণ প্রাচীনতম ভারতবর্ষের উন্নত ইতিহাসের জ্ঞানের সাগর আজও নালন্দা বিশ্ববিদ্যালয় সময়ের ইতিহাসের বিকল্প নেই সমগ্র পৃথিবীর সম্পদ। দুর্ভাগ্য সেই দিনের ধংসের সেই কারিগর ছিল বখক্তীয়ার ক্ষীলজীর সন্ত্রাসবাদ। আজও কোন রকম পরিবর্তন হয়নি ক্ষীলজী সন্ত্রাসীদের আমরা বর্তমান বিশ্বের সভ্যতার সমাজ লজ্জিত । পৃথিবীর বহু সভ্যতার ধংসের কারিগর সেই সন্ত্রাসবাদ। বর্তমান সন্ত্রাসীদের মত পথ বর্তমান উন্নত পৃথিবীর সভ্যতার আগামীর পথে এদের পরিবর্তন হোক ঈশ্বরের নিকট রইল প্রার্থনা।
নালন্দা বিশ্ববিদ্যালয়কে দারুন ভাবে উপস্থাপন করলেন, অসাধারণ ব্লগ। ধন্যবাদ আপনাকে ও বৌদিকে, ভালো থাকবেন।
আজকাল শিক্ষার যে কুফল আমরা দেখতে পাই, সেটা হলো জ্ঞানের বড়াই আর বিতর্কিত মন্তব্য।
আপনার ব্রডকাস্ট থেকে অনেক কিছু শিখতে পারলাম। কিছুটা স্কুল এ ক্লাস 6 পড়ার সময় পড়েছিলাম।🙏
নালন্দা বিশ্ববিদ্যালয় দেখার অদম্য বাসনা আমার বহুদিন থেকেই ছিল। আজ অন্দিন্দ্য বাবুর দৌলতে টা পূরণ হল । অসাধারণ ধারাভাষ্য সহ এত নিখুঁত পরিবেশনা খুবই কম দেখা যায় । আপনাকে অনেক ধনযবাদ এত তথ্য সম্বৃদ্ধ একটি পরিবেশনা আমাদের কাছে পরিবেশন করার জন্য ।
নালন্দা বিশ্ববিদ্যালয় আমার দেখা, কিন্তু আপনার ভাষা র বর্ণনায় যেন নতুন ভাবে দেখলাম Annidoda, u r the best.
আসাধারন। আপনার বোঝানো টা আর ইতিহাস কে মনে করানোর জন্য ধন্যবাদ
খুব সুন্দর, ছোট বেলায় পড়েছিলাম,কিন্তু ভুলে গিয়েছিলাম,আবার সব মনে পড়ে গেল, কি দারুন আমাদের এই ইতিহাস।❤❤
আসলে ভালো শিক্ষা মানুষকে আলো দেখায় সেটা যাতে মানুষ না পায় সেটাই চেষ্টা করা হয়েছিল
আপনার সব ব্লগের মত এটিও অসাধারণ
ধন্যবাদ 😍
অনিন্দ দা সোদপুর থেকে কোরছি, দারুন উপস্তোপনা বাঙালি জাতির গর্ব আপনি,
সব কিছু বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ।
দুর্ধষ্য লাগলো, প্রাচীন তথ্য সমৃদ্ধ
নালান্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনার তথ্য সমৃদ্ধ উপস্থাপনা খুব ভালো লেগেছে।
সত্যি অপূর্ব, অনেক ধন্যবাদ জনাব।
যতই দেখি আর একটু করে বুঝি
শুধু বিস্ময় আর বিস্ময়। অনেক ধন্যবাদ দাদা দিদি 🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আপনি খুব ভালো
হরে কৃষ 🪷🌹😊😊
খুব ভালো লাগলো আপনার এই ভিডিওটা দেখে। খুব ভালো হয়েছে।
অনেক ধন্যবাদ 🙏
😊Excellent discuss, Nalonda university, many many thanks.
65 yesrs age e arakbar nalonda dekhar ichhe ta abar jege uthlo. Thank you brother.
Always welcome 🤗🙏
আপনার কথা গুলো শুনে অনেক অভিজ্ঞতা হলো
অসাধারণ হয়েছে, শুরুর লেখা টাই পুরো এপিসোড টাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেলো। নালন্দা বিশ্ববিদ্যালয় হলো সব চেয়ে বড় উদাহরণ যে , " knowledge is power"
অসংখ্য ধন্যবাদ আপনাকে 😍
Nalanda Viswavidyalay dekhar onekdiner icha aaj puron holo...apnar mukhe sei gourobmoy itihass sunte sunte jeno pouche gechilam sei prachin somoy e...khub khub bhalo laglo...ar ei bhalo lagar resh moner modhey roe jabe..bhalo thakun apnara .
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
আপনার কাছ থেকে নালন্দা বিশ্ববিদ্যালয়ের অনেক তথ্য জানলাম অনেক অনেক ধন্যবাদ 🙏🇧🇩
অনেক ধন্যবাদ 🙏
চাকরির বই থেকে নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে টপিক পড়ে এই বিশ্বিবদ্যালয় সম্পর্কে আরো ধারণা পেতে ইউটিউবে এসে সার্চ করলাম। পেয়ে গেলাম আপনাদের এই ব্লগটি। আরো অনেক বেশি তথ্য জানতে পারলাম ও ভিডিও ফুটেজ দেখতে পারলাম আপনাদের মাধ্যমে। নালন্দা সম্পর্কে পরিপূর্ণ একটা ধারণা পেলাম। ধন্যবাদ আপনাদেরকে ইতিহাস তুলে ধরার জন্য। ❤️
বাংলাদেশে সরকারি চাকরির পরিক্ষায় নালন্দা সম্পর্কে অনেক প্রশ্ন আসে
Thank you and best of luck for your exam 🌹
খুবই সুন্দর ভ্লগ। ভারতবর্ষ চিরকাল ই শক্তি নয়, নিজের জ্ঞান ও সংস্কৃতির মাধ্যমে নিজেকে বিস্তার করেছিল।আমরা গর্বিত ভারতবাসী।
মহিমার তুমি জন্মভূমি মা
এশিয়ার তুমি তীর্থক্ষেত্র
সঠিক বলেছেন 👍
.Anindya da ajker video dekhe anek ki6u janlam. Thanks dada valo thakben❤❤🥰🥰💛🧡
দাদা আপনার history er durodorsita শুনে mukhdho হয়ে গেলাম. Excellent dada
ভালো লাগলো। আপনাদের presentation খুব ভালো লাগছে।
অপূর্ব বর্ননা l
ভালো লাগলো l👍❤️❤️
Khub valo laglo dada. Onoboddo ekti jaiga, ar apnar bolar khomota osadharon 🙏🙏💐💐👌👌
খুব ভালো লেগেছে দাদা নমস্কার
Onek kichu jante parlam.....Asonkho Dhonnobad❤
Asadharon explains mon vore gelo valo o sustho thako ❤❤
আপনার প্রতিটি ব্লগের অসাধারণ বর্ণনা অপূর্ব । খুব সুন্দর।
অসাধারণ সুন্দর লাগল এই পর্বটি । স্কুল জীবনের ইতিহাস বইয়ের পাতাগুলো আবার চোখের সামনে ভেসে উঠল । এ এক অসাধারণ অনুভূতি ।
অনেক দিন আগে গিয়েছিলাম। আজ আবার সব কিছু মনে পরে গেলো।😊😊
Anindya
Apnar anindya sundar experience share korar jonno thanks.
Onek kichu mone pore galo.
অনেক অনেক ধন্যবাদ। খুব সুন্দর করে আপনি বোঝালেন এবং এইটা আমার এডুকেশন বিষয়ের মধ্যে পড়ছে। আমার এক্সাম আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখে উপকৃত হলাম আপনার বোঝানোটা আমি এক্সামে লিখবো ❤😊
খুব সুন্দর লাগলো ভিডিওটা। ছোটবেলায় ইতিহাসে পড়েছিলাম সবকিছু। নতুন করে আবার সবকিছু জানতে পারলাম।
দুইবার গিয়েছি তবু মনে হয় অনেক দেখা বাকি। ভিডিও দেখতে দেখতে মন ভালো হয়ে গেলো।
অসাধারণ কাজ, খুব ভালো
অনিন্দ্য দা আপনার ব্লগ আপনার অসংখ্য অনুরাগীর পছন্দের অন্যতম কারণ হলো আপনার বর্ণনা। কি সাবলীল ভাবে আপনি প্রত্যেক টা খুঁটিনাটি সাবলীল ভাবে উপস্থপন করেন।
নালন্দার ঐতিহাসিক বর্ণনা যেমন ভাবে দিলেন তাতে এরপর আপনার অগণিত শুভাকাঙ্ক্ষীর কাছে একটা প্রশ্নমালা দিয়ে উত্তর চাওয়া উচিত।
আমি ছাত্রাবস্থায় প্রায় চল্লিশ বছর আগে এই তিনটি স্থান দেখে এসেছি। স্মৃতি ফিকে হয়ে এসেছে।একবার রিফ্রেশ হয়ে গেল। অসাধারণ জায়গা।
ভিডিওগ্রাফি ভীষণ সুন্দর। বৌদি ভালো সঙ্গ দিচ্ছেন। খুব ভালো লাগলো।
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন।
সাক্ষাৎ নিশ্চয় হবে একদিন... শান্তিনিকেতন থেকে.....💐💐💐💐🙏🙏🙏.
এইভাবেই সাথে থাকবেন 🙏 অনেক ধন্যবাদ আপনাকে।
Ashadharon laglo, itihasher boi jano jibonto hoye utheche apnar sundor presentation maddhome
ধন্যবাদ 🙏
খুব ভালো লাগলো sir অনেক ধন্যবাদ, দুই জন কেই , অক্লান্ত পরিশ্রম, আর প্রানবন্ত উপস্থাপনা করা হয়েছে । 🕊️
অনেক ধন্যবাদ 🙏
অসাধারণ উপস্থাপনা..... খুব ভালো লাগলো
Khub sundar presentation,photography
অসাধারণ লাগলো অসাধারণ। প্রথমে দেখে কমেন্টস লিখতে এসে বুঝলাম, ভালো কিছু দেখলে যেমন মন চায় আবার দেখতে তাই চাইছে। আবার দেখলাম একবার নয় পরপর আরো দুবার। নালন্দার এই ইতিহাসকে আপনি যেভাবে তুলে ধরলেন এক কথায় অবর্ণনীয়। আপনার background music , presentation একদম perfect. মুগ্ধ হয়ে অপেক্ষায় রইলাম পরের পর্বের জন্য।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 সঙ্গে থাকবেন 😍
Very informative vlog... Bhison bhalo laglo
খুব ছোট বেলায় গিয়েছিলাম। আপনি পুরাতন স্মৃতিগুলো আবার চোখের সামনে তুলে ধরলেন। অসংখ্য ধন্যবাদ 🙏😊
আর আপনার উপস্থাপনা অপূর্ব 😊🙏।
ভালো লাগলো। পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ ভারতের ইতিহাস
ধন্যবাদ।
Anek dhonyobad...mugdho hoe dekhchi..sunchi..nalonda bharotbasir gorbo🙏
Asadharon...... highly informative
অপূর্ব লাগলো ।অনেক কিছু জানতে পারলাম ।
খুব ভালো উপস্থাপনা দারুন লাগলো l
নালন্দার ইতিহাস অসাধারণ ভাবে পরিবেশন করলেন আমি যে তথ্য দিলাম তার উল্লেখ থাকবে আশা রাখি
অবশ্যই । খুবই গুরুত্বপূর্ণ তথ্য । ভালো থাকবেন 😍
apnader uposthapona kokhono kharap lagte pare? darun khub bhalo👍
Very good. Khub bhalo laglo. Puro pramany ep3, there is nil distortion of history i.e. (maternican thime, bibilik history..).
এত স্বল্প পরিসরে নালান্দা বিশ্ববিদ্যালয়ের যে সম্পূর্ণ ইতিহাস ব্যক্ত করেছেন তা অনবদ্য। এজন্য আপনাকে শুধু ধন্যবাদ জানানো ধৃষ্টতা মাত্র। তবুও বলছি আপনার research work on Nalanda and its presentation in a nutshell is masterpiece. ভবিষ্যতে ওখানকার musium এর বিবরণ আপনার চোখে দেখতে ও শুনতে চাই।
নালান্দায় খাজার স্বাদ নিয়েছেন কিনা জানা হোলনা।ভালো থাকবেন।
অনেক ধন্যবাদ আপনাকে 🙏 রাজগীর থেকে ফেরার সময় ওখানকার খাজা খেয়েছিলাম ।
Namaskar ANINDYA BABU. KHUB VALO LEGECHE. KEEP IT UP
ধন্যবাদ,🙏
Darun informative video. Nalanda, Rajgir, Buddha Gaya,is the historical places.Your presentation is superb.
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন ।
Always stay with your video,
আপনার ভিডিও ফুটেজ (ক্যামেরার ছবি)অপূর্ব, তার সঙ্গে এই বিবরণ ভীষণ মনোগ্রাহী হয়েছে,এক কথায় অনবদ্য।
অনেক অনেক শুভেচ্ছা জানাই।
ধন্যবাদ আপনাকে 🙏
আমি রাজগীর ও নালন্দা গিয়ে ছিলাম ১৯৯১ সালে। আপনার ভিডিওটি দেখে আবার নতুন করে যেন আর একবার দর্শনের অনুভূতি পেলাম। উপস্থাপনা বেশ ভালো লাগলো। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ 🙏
প্রতিটি episode এ সমৃদ্ধ হয়ে চলেছি, কৃতজ্ঞ চিত্তে আপনাকে সম্মান, শ্রদ্ধা আর ভালোবাসা জানাই।।।
🙏🙏🌹🌹
মোহিত হয়ে শুনি আর দু চোখ ভোরে দেখি। আপনাদের এই প্রয়াস কে কুর্নিশ জানালাম।
ধন্যবাদ
অসাধারণ অসাধারণ অসাধারণ উপস্হাপনা
শুভেচ্ছা নিরন্তর
Khub vlo laglo dada.. Nalanda University e bapera onek kichu jante parlam jegulo onek kichui janar chilo na.. Osadharon lglo..
অনেক শুভেচ্ছা দাদা আপনাকে এতো সুন্দর একটি ব্লগ দেখানোর জন্য। ইতিহাস কে নতুন করে জানলাম এবং তার নিদর্শন দেখলাম। মেয়ে কে নিয়ে যাবার খুব ইচ্ছা আছে।
ইতিহাস, স্থাপত্য আর আপনার অনবদ্য উপস্থাপন, সবকিছুর সমন্বয়ে একটি অসাধারণ ভিডিও হয়েছে। মুগ্ধ হয়ে গেলাম। 🙏🙏
অনেক ধন্যবাদ আপনাকে 🙏
Sotiee mone bhore gelo..Nalanda ai vlogta dekhe r Anindya da tomar information gulo sune..porer vlog jonno wait kore roilam
অনেক ধন্যবাদ 🙏 সঙ্গে থাকবেন 😍
Apurbo laglo apner nalanda avijan🎉🎉🎉❤🎉
apni je bhabe sundar vlog tule dhorchen khub khub bhalo lagche
ধন্যবাদ।
খুব সুন্দর একটি ভিডিও দেখলাম 👌❤
সত্যি খুবই অপুর্ব লাগলো দাদা। । নিজে ও ঘুরে এসেছি যদিও, তবুও যেন কোথাও অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। আজকে আপনার ভিডিও দেখে সম্পুর্ন হয়ে গেলো । ধন্যবাদ, খুবই ভালো লাগলো। দারুণ । আমি ত্রিপুরা থেকে, আপনার চ্যানেল র অনুরাগী ।
Your travel blog is excellent.Very informative.Your passions reflecting through your blog.
Thank you so much 🙂
খুব সুন্দর লাগলো আপনার বর্ণনা অসাধারণ....
ধন্যবাদ 🙏
Very informative video. Thanks Dada
আপনি আবার আমাকে আমার ছোটবেলা মনে করিয়ে দিলেন। অশেষ ধন্যবাদ। Your presentation is amazing. One may learn about our heritage and how we were invaded by the foreign ill-power. Thank you.
Video ta Dekhe onek valo laglo uncle ❤🌼💜
খুব সুন্দর ভিডিও, ভাল লাগল 👌👌👌
Asadharon Bibarani ' r Samahar !
অবশ্যই ভালো লাগলো। ঝকঝকে নিবেদন।
Chotobalay giyechilam Nalanda,gaya,Budhdhagaya, pabapuri,apnader chokhe aro akbar ato vividly dekhe nostalgic hoye jachchi, Bhalo thakben
Wonderful presentation...thank you for sharing
Thank you too.
Khub bhalo laglo ❤
খুব ভালো লাগলো আজকের ভিডিও
Ashadharon.laglo 11 shale gechilam aber notun kore sob dekhlam 🙏🏻🙏🏻
ধন্যবাদ 😍
Khub bhalo sir,purber smriti te fire gelam
Great!, thank you, God bless you both
দারুন তথ্য উপস্থাপন। ভালবাসা দাদা।
Very important analysis video