বাঁশি কেন গায় , শিল্পীঃ তুষিতা বড়ুয়া
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- গানঃ বাঁশি কেন গায়
কথাঃ সলিল চৌধুরী
সুরঃ সলিল চৌধুরী
মূল শিল্পীঃ লতা মঙ্গেশকর
কাভারঃ তুষিতা বড়ুয়া
তবলাঃ নান্টু আচার্য্য
কথা ও সুরঃ সলিল চৌধুরী
শিল্পীঃ লতা মঙ্গেশকর
ও........ও.......ও...বাঁশি হায়...
বাঁশি কেন গায় আমারে কাঁদায়
কে গেছে হারায়ে স্মরণের ব্যদনায়
কেন মনে এনে দেয়
আ..আ.... বাঁশি ।।
ও বাঁশি.......
কখনো আনন্দ ছিলো জীবনের ছন্দে
হৃদয় মাতাল হতো ফাগুনের গন্ধে ।।
সে গেলো কোথায়
আমি বা কোথায়
যদি না জানা..
আ....আ....বাঁশি কেন গায় ।।
ও বাঁশি........
তমাল কদম্ব আমার গোপিনী সখিনী
যমুনা উজান গেছে আর তো দেখিনি ।।
সবই যদি যায়
ধুলিতে মিলায়
তবু কেন হায়....
আ.....আ.... বাঁশি কেন গায়
আহা দিদি কি গাইলে । তবলাও অতি সুন্দর।