হিমছড়ি মেরিন ড্রাইভ রোড কক্সবাজার | Himchori, Marine Drive Road Cox’s Bazar Tour ৷ Himchori Jhorna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2022
  • LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    In this video I'll show you on of the beautiful place Himchori Cox's Bazar Bangladesh. This place located 12km away from cox's Bazar city. You can come here to visit by car, zip and auto van.
    Here you can see the himchori watefall , Himchori Hill track, Himchori Sea Beach, eco park and also the world largest marine Drive road! So Guys Enjoy This video. You are invited to visit my following social media:
    হিমছড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় অবস্থিত একটি পর্যটনস্পট। হিমছড়ি কক্সবাজার থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত হলেও কক্সবাজারের ডলফিন মোড় থেকে এর দুরত্ব মাত্র ৮ কিলোমিটার দক্ষিনে। ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ হয়ে খুব সহজেই পৌছান যায় এই জনপ্রিয় পর্যটনস্পটে। হিমছড়ি একটি জাতীয় উদ্যান এটি ১৯৮০ খ্রিষ্টাব্দে, ১৭২৯ হেক্টর বা ১৭.২৯ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে প্রতিষ্ঠিত হয়। যানা যায় হিমছড়ি বনাঞ্চল বন্য হাতির আবাসস্থল। এছাড়া এ বনে মায়া হরিণ, বন্য শুকর ও বানর দেখা যায়। হিমছড়ি পর্যটন কেন্দ্রে আছে প্রাকৃতিক ঝর্ণা, উচু পাহারের নৈসর্গীক দৃশ্য, বিস্তীর্ণ কক্সবাজার সমুদ্র সৈকত, সবুজে ঘেরা মেরিন ড্রাইভ রোড আর পাহাড়ের উপর দাঁড়িয়ে সূর্য্যাস্ত উপভোগ করার ব্যবস্থা। এখানে পাহাড়ের উপরে রয়েছে অনেকগুলো বিশ্রামাগার। বেশ লম্বা প্রায় ২ শতাধিক সিড়ি পাড় হয়ে উঠতে হয় এই পাহাড়ের উপর। পর্যটন কেন্দ্রে প্রবেশ করে হাতের বামে রয়েছে পাহাড়ের উপরে ওঠার শিড়ি এবং ডানে রয়েছে ঝর্নায় যাবার পথ। হিমছড়ি জাতীয় উদ্যান একটি চিরসবুজ ও প্রায়-চিরসবুজ ক্রান্তীয় বৃক্ষের বনাঞ্চল। হিমছড়ি জাতীয় উদ্যান স্থাপনের মূল উদ্দেশ্য হচ্ছে গবেষণা ও শিক্ষণ, পর্যটন ও বিনোদন এবং বন্যপ্রাণী সংরক্ষণ। যানা যায় এই বনে ১১৭ প্রজাতির উদ্ভিদের মধ্যে ৫৮ প্রজাতির বৃক্ষ, ১৫ প্রজাতির গুল্ম, ৪ প্রজাতির তৃণ, ১৯ প্রজাতির লতা এবং ২১ প্রজাতির ভেষজ রয়েছে। হিমছড়ি জাতীয় উদ্যানে দেখতে পাওয়া যায় ৫৫ প্রজাতির স্তন্যপায়ী, ২৮৬ প্রজাতির পাখি, ৫৬ প্রজাতির সরীসৃপ ও ১৬ প্রজাতির উভচর প্রাণী। এখানে রয়েছে উল্লুকের আবাসস্থল। এখানকার পাখির মধ্যে ময়না, ফিঙ্গে ও তাল বাতাসি উল্লেখযোগ্য। হিমছড়ি পর্যটন কেন্দ্রের একপাশে রয়েছে বিস্তৃত সমুদ্র সৈকত এবং অন্যপাশে রয়েছে উচু উচু সুবিশাল পাহাড়ের সারি। হিমছড়িতে একটি পাহাড়ি ঝর্না রয়েছে যা এখানকার প্রধান পর্যটন আকর্ষণ। এই ঝর্নাটি হিমছড়ি পর্যটন কেন্দ্রের পাদদেশে অবস্থিত।
    কিভাবে যাবেনঃ
    কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের কাছে হিমছড়ি জাতীয় উদ্যান একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। হিমছড়ি আসতে হলে প্রথমে ঢাকা বা চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে হবে। কক্সবাজারের যে কোন জায়গা থেকে ইজিবাইক/অটোরিক্সা অথবা সিএনজি নিয়ে হিমছড়ি ঘুরে আসা যায়। এছাড়া কলাতলী মোড় থেকে লোকাল ইজিবাইকে/সিএনজি করে হিমছড়ি যাওয়া যায়। এছারাও খোলা জীপ করে ঘুরে আসতে পারবেন দৃষ্টিনন্দন হিমছড়ি জাতীয় উদ্যান।
  • บันเทิง

ความคิดเห็น • 9