বাংলাদেশের পতাকার এমন টি শার্ট ১৬+১০=২৬ ভাগ ছাড়ে কিনতে Salman10 কুপন ব্যবহার করতে পারেন। লিংক: in2travels.com/shop/bangladesh-originals-flag-long-sleeve-jersey/
বাংলাদেশের সব থেকে বেশি ট্রেন দুর্ঘটনা হচ্ছে! তাইতো এখন ট্রেন জার্নি করতে ভয় লাগে! আর আমাদের মতো এটুবারের ট্রাভেলিং করতে সবথেকে সহজ হয় ট্রেন জার্নি! যাই হোক দাদা আপনি ভিডিওটি অসাধারণ হয়েছে ❤
আপনার মতো এত সুন্দর করে কেউ ট্রেনকে উপস্থাপন করেনি???প্রত্যেকটা জিনিস যেভাবে তুলে ধরছেন,,,না গিয়েও ফিল পাচ্ছি 🥰🥰🥰🥰 আমার প্রশ্ন হলো কুমিল্লা থেকে এই ট্রেনে ভ্রমণ করতে পারবো???
অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের ভিডিওটা দেখার জন্য। আপাতত এই ট্রেনটি ডিরেক্ট ট্রেন্ড হবার ফলে কুমিল্লা থেকে উঠার কোন সুযোগ নেই। তবে খুব সামনে আরও বেশ কিছু ট্রেন চালু হবে তখন আপনি কুমিল্লা থেকে উঠতে পারবেন
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের ভালোবাসার জন্য। আপনাদের কারণেই আসলে ভিডিও বানাই,, নইলে আসলে আমার পক্ষে ইউটিউবে ভিডিও বানানোটা অনেক কষ্টের হয়ে যায়, কারণ সময় বের করে এই কাজগুলো করা অনেক মুশকিল
অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি ব্যক্তিগতভাবে সত্যজিৎ রায়ের বড় ভক্ত। তার সমস্ত কাজ, ফেলুদার আমি বিশাল বিশাল ফ্যান,, তাই সব সময় নিজের কর্মের মধ্যে চেষ্টা করি ক্লাসিক বাঙালি কাজগুলো রাখার জন্য।
অনেক ভালো লাগলো এই কক্সবাজারের ব্লগ টা চমৎকার একটা অসাধারণ লেগেছে। ইনশআল্লাহ আল্লাহ যদি যায় ২০২৪ সালেই রেলওয়ে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবো। ২০২৪ সালের ৩ জুলাই এই ব্লগে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
অনেক অনেক ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য। ইনশা আল্লাহ ভাই আগামী বছর জুন মাসে নেক্সট ভিডিও হয়তোবা দিব। আপাতত youtube থেকে বিদায়। আমি ভাই সব সময় চেষ্টা করি মানসম্মত ভিডিও শুধু মাত্র ইউটিউবে আপলোড করার জন্য যেগুলো সত্যিকার ভাবে দিনশেষে মানুষের কাজে লাগবে। ভালো থাকবেন ভাই
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালমান ভাই আমি আপনার চ্যানেলের নিয়মিত একজন দর্শক অনেকদিন পর আপনার আরো একটি নতুন ভিডিও পেয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি
Assalamualaikum bhaiya ❤ Video ta onek bhalo lagse but bhaiya amader ma bonder face ta blure Kore dile r o besi bhalo hoto beadobi maf korben prio Bhai ❤️
মাসা আল্লাহ অনেক ভালো একটা ট্রেন ভূমন কক্সবাজার টু ঢাকা ইনশাআল্লাহ একবার হলেও যাবো এনজয় করতে ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর ভিডিওর মাধ্যমে আমাদের কে সঠিক নিয়ম কানুন দেখানো জন্য 💖💖💖 ১১:৩৫
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য। সত্যিকার অর্থে ভিডিও যত ছোট হবে বানাতে আমার তত সুবিধা হয়,, অনেক ইনফরমেশন চাইলেই ফাঁকিবাজি করে বাদ দেওয়া যায়। কিন্তু আমি আসলে ট্রাভেল ডকুমেন্টারি বানাই। গোটা বছরে মাত্র তিনটা ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন, আমি চাইলেই হয়তোবা প্রতি মাসে মাসেই ভিডিও বানাতে পারতাম কিন্তু কোয়ালিটি আমার কাছে সবার আগে।
আসসালামু আলাইকুম মুরাদ ভাই। জানিনা এই ভিডিওটা কতটুকু মানুষ দেখবে,, কিন্তু এই ভিডিও সাফল্যের ভাগীদার সম্পূর্ণ আপনি। আপনার সাথে খুব ভালো একটা ভ্রমণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আপনি চাইলে ইনশাআল্লাহ আমরা আবার কোন এক জায়গায় ঘুরে আসবো। বাসার সবাইকে আমার সালাম পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম
You're amazing brother. I like ur gentleness. আমরা বাঙালিরা সত্যিই নিজের ভালো বুঝিনা। নিজের সম্পদ নষ্ট করাতে খুব পটু। এই ভিডিওটা ছাড়ার পর প্রথম একবার দেখলাম আর আজকে প্রায় নয় মাস পর অর্থাৎ ০৪-১০-২০২৪ এ। ❤️
আসসালামু আলাইকুম শুভ ভাই। অনেক ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে। আমার মত ক্ষুদ্র মানুষের কথা আপনি মনে রেখেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমি সব সময় চেষ্টা করি যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখেন, তাদের প্রত্যেককে রিপ্লাই করার জন্য। আমি ভাই সর্বোচ্চ চেষ্টা করি আমার দিক থেকে যতটা নিউট্রাল পজিশনে থেকে সত্য এবং সঠিক ভিডিও বানানো যায় সেটি করতে। টাকার জন্য কখনো ভিডিও বানাইনি হয়তো বানাবোও না ইনশাআল্লাহ। ভালো মানের ভিডিও যদি বছরে একটা বানাতেও পারি তা তো আমার শান্তি। আজ হয়তো নতুন একটা ভিডিও আসতো, এডিটিং ৯৯ ভাগ সম্পন্ন করে ফেলেছিলাম। কিন্তু একটা জায়গায় মনে একটু খুত ছিল।তাই রেকটিফাই করে দিব ইনশাআল্লাহ। আগামী শুক্রবার দুপুর ২ টায় ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনি প্রথম ব্যক্তি যাকে আমি অগ্রিম ভিডিওর ডেট জানিয়ে দিলাম। শুভকামনা রইল ভাই। আসসালামু আলাইকুম।
ভাই আমি কক্সবাজার থেকে ঢাকা ডিসেম্বরের ২ তারিখে যাত্রা করেছিলাম কিন্তু সে যাত্রাটা ছিল খুবই অস্বস্তি জনক সেদিন ওয়াশরুম গুলো একেবারেই নোংরা ছিল এবং ব্যবহারের অনুপযোগী ছিল আর ট্রেনের খাবারের মান একদমই ভালো ছিল না আর তুলনামূলকভাবে দামটা অনেক বেশি তাই আমি বলব যারা কক্সবাজার যাবেন এবং কক্সবাজার থেকে ঢাকা যাবেন তারা ভালো করে বিবেচনা করে তারপর ট্রেনে উঠবেন
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য। আসলে দুঃখ লাগে ভাই জাতি হিসেবে আমরা দোষী। মানলাম অনেক জায়গায় অনেক সিস্টেমে অনেক গলদ আছে, কিন্তু মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব একজন পর্যটক হিসেবে আমাদের যে দায়িত্ব সেই বিষয়গুলোই আমরা কেন জানি পালন করতে ভুলে যাই। আপনার জন্য অনেক শুভকামনা রইল
ভাইয়া আপনার এই ভিডিওটা দেখে অনেক কিছুই শেখার আছে।জাস্ট ভ্রমণ টাই না ভাইয়া। উফ ভাইয়া কী সুন্দর করেই না সব কিছু উপস্থাপন করলেন। আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা জাস্ট আমাকে মুগ্ধ করেছে ভাইয়া।❤️❤️❤️ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।🤲🤲
অনেক অনেক ধন্যবাদ ভাই এত বড় একটা কমপ্লিমেন্ট আমায় দেওয়ার জন্য। আমি হয়তোবা এত বড় বিশেষণের যোগ্য নই। শখ থেকে ভিডিও বানাই আর কোয়ালিটি ফুল কন্টেন্ট বানানোর চেষ্টা করি সব সময়,,, তাই দেখা যায় বর্তমানে বছরে দুইটা মূল ভিডিও এবং তার সাথে তিন চারটা সাহায্যকারী ভিডিও আমার বানানো হয়। সব মিলিয়ে বছরে সর্বোচ্চ পাঁচটা এর বেশি নয়। আপনার জন্য শুভকামনা
অনলাইনে টিকিট কাটার পর যে pdf ফাইল পাবেন সেটার একটা প্রিন্ট থাকলেই হবে। আর যদি কোন কারণে প্রিন্ট হাতে না থাকে পিডিএফ দিয়েও কাজ সাড়া যাবে, তবে সাথে জাতীয় পরিচয় পত্রের একটা ফটোকপি থাকা উত্তম । তাহলে আর কেউ একবিন্দু গ্যাঞ্জাম করতে পারবে না।
বাংলাদেশের পতাকার এমন টি শার্ট ১৬+১০=২৬ ভাগ ছাড়ে কিনতে Salman10 কুপন ব্যবহার করতে পারেন।
লিংক:
in2travels.com/shop/bangladesh-originals-flag-long-sleeve-jersey/
26+10=36
রিটার্ন টিকিট আগেই কাটতে হয়?
Quarters 😊p
Ei train ki padma shetu diye jai?
না, কক্সবাজার যাবার জন্য পদ্মা সেতু পার হবার প্রয়োজন নেই
পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারটা আপনি উল্লেখ করছেন এটা খুব ভালো লাগছে। সামনের ভিডিও গুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আরো জোর দিবেন এই আশা করি।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণার জন্য
সহমত।
লাখের মধ্যে একটা ভিডিও যা সব দিক দিয়ে হেল্প ফুল
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণার জন্য
মনে হচ্ছিলো পুরোটা সময় আপনার সাথেই ছিলাম,,, ভালোবাসা আবিরাম ভাইয়া 🥰🥰
অনেক অনেক ধন্যবাদ।
খুব ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
বাংলাদেশের সব থেকে বেশি ট্রেন দুর্ঘটনা হচ্ছে! তাইতো এখন ট্রেন জার্নি করতে ভয় লাগে! আর আমাদের মতো এটুবারের ট্রাভেলিং করতে সবথেকে সহজ হয় ট্রেন জার্নি! যাই হোক দাদা আপনি ভিডিওটি অসাধারণ হয়েছে ❤
অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য
@@dr.salmanmahiruhulkowser9812 আপনাকেও ধন্যবাদ ❤️
Zxc
আলহামদুলিল্লাহ। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।তার প্রমান এই ট্রেন।
আলহামদুলিল্লাহ
@@dr.salmanmahiruhulkowser9812 আসসালামু আলাইকুম ভাই, DANT তে কোন বগি বুঝানো হয়েছে???
ভাইয়া প্রতিমাস অন্তত দুইটা করে ভিডিও দিয়েন।।। আপনার ভিডিওর অপেক্ষায় থাকি।।।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণার জন্য,,, শুভকামনা
আপনার কক্সবাজার ট্রেন ভ্রমন অনেক ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ 🇧🇩🌏
অনেক অনেক ধন্যবাদ
আসসালামু আলাইকুম ভাইয়া আপনার এই ভিডিও পুরাটাই আমি দেখছি অনেক অনেক সুন্দর লাগছে ভাইয়া থ্যাঙ্কস
ওয়া আলাইকুম আসসালাম।
অনেক অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।
ধন্যবাদ ভাই এতো সুন্দর করে বিডিও করে দেখানোর জন্য
অনেক অনেক ধন্যবাদ
সুন্দর ভিডিও, তবে আরেকটু ছোট হলে ভালো হতো ভাইয়া।
ধন্যবাদ
ধন্যবাদ ভাইয়া, প্রবাসে থেকে দেশের এত নতুনত্ব উন্নয়ন দেখে খুব গর্ব হয়, দেশে এসে এই ট্রেনে অবশ্যই ভ্রমণ করব
অনেক অনেক ধন্যবাদ ভাই প্রবাস থেকে আমাদের এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের অনুপ্রেরণা যোগানোর জন্য
অনেক দিন পর দেখে খুব ভালো লাগলো ভাই। মাসে অন্তত একটা ভিডিও দিয়েন। আপনার থেকে সব সময় সব কিছুতে ভ্যালু ফর মানি অপশন গুলো জানতে পেড়েছি।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মতামত এর জন্য।
আপনাদের মতামত আমাদের সামনে আগাতে সহায়তা করে,নতুন কিছু করার অনুপ্রেরণা যোগায়।
শুভকামনা
ভ্রমণের সময় পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এবং ট্রাফিক আইন বিষয়ে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা দেবার ব্যবস্থা করতে হবে ।
আপনার সুচিন্তিত মতামতের জন্য অনেক ধন্যবাদ
অনেক দিন পর নতুন ভিডিও পেলাম ভাই 😊 নিয়মিত ভিডিও চাই
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভিডিওটা দেখার জন্য এবং আপনার কমেন্টের জন্য ধন্যবাদ।
ভাই বাংলাদেশী এই একমাত্র ইউটিউবার যায় ভিডিও ফুল দেখে ও মন ভরে না❤️❤️
অনেক অনেক ধন্যবাদ ভাই
❤🎉
আসসালামু আলাইকুম, ভাই। আপনার চ্যানেলের প্রথম দিকের সাবস্ক্রাইবার আমি। অনেক অপেক্ষায় ছিলাম আপনার নতুন ব্লগ এর জন্যে 💖💖💖🤲🤲🤲🤲
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাকে মনে রাখার জন্য
Full VIdeo tai onek monojog diye dekhlam vaiya😊
Thanks a lot emon ekta video upohar dewar jnno😘😊
অনেক ধন্যবাদ
আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সালাম,, এই ইসলামিক কথা গুলো আমাকে মুগ্ধ করেছে
এখন হিন্দুরাও এগুলা দেয় আবাল
আপনি বিষয়টা খেয়াল করেছেন তার জন্য অনেক ধন্যবাদ
ভিডিওটির কারণে খুব উপকৃত হলাম ভাই
ধন্যবাদ
সবকিছুর মধ্যেই আপনার সালাম দেওয়াটা ভালো লাগলো,❤️
অনেক অনেক ধন্যবাদ
আপনার মতো এত সুন্দর করে কেউ ট্রেনকে উপস্থাপন করেনি???প্রত্যেকটা জিনিস যেভাবে তুলে ধরছেন,,,না গিয়েও ফিল পাচ্ছি 🥰🥰🥰🥰 আমার প্রশ্ন হলো কুমিল্লা থেকে এই ট্রেনে ভ্রমণ করতে পারবো???
অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের ভিডিওটা দেখার জন্য।
আপাতত এই ট্রেনটি ডিরেক্ট ট্রেন্ড হবার ফলে কুমিল্লা থেকে উঠার কোন সুযোগ নেই।
তবে খুব সামনে আরও বেশ কিছু ট্রেন চালু হবে তখন আপনি কুমিল্লা থেকে উঠতে পারবেন
@@dr.salmanmahiruhulkowser9812 আমি নরমান ট্রেনে করে চট্টগ্রাম গিয়ে,,,টুরিস্ট ট্রনটা দিয়ে কি কক্সবাজার যেতে পারবো??
পারবেন @@IsratjahanMaria111
আপনার ভিডিও অনেক ভালো লাগে,,ওই দিন একজনের ভিডিও তে আপনাকে দেখলাম,বুঝলাম,,খুব তাড়াতাড়ি আপনার ভিডিও পাবো।
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাদের ভালোবাসার জন্য।
আপনাদের কারণেই আসলে ভিডিও বানাই,,
নইলে আসলে আমার পক্ষে ইউটিউবে ভিডিও বানানোটা অনেক কষ্টের হয়ে যায়, কারণ সময় বের করে এই কাজগুলো করা অনেক মুশকিল
Kub sundor hoice apnr video ta vaia
অনেক অনেক ধন্যবাদ নাজমুল ভাই আপনার মন্তব্যের জন্য
ভিডিও ব্যাকগ্রাউন্ড ফেলুদার মিউজিকটি আসলেই অসাধারণ
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আমি ব্যক্তিগতভাবে সত্যজিৎ রায়ের বড় ভক্ত।
তার সমস্ত কাজ, ফেলুদার আমি বিশাল বিশাল ফ্যান,,
তাই সব সময় নিজের কর্মের মধ্যে চেষ্টা করি ক্লাসিক বাঙালি কাজগুলো রাখার জন্য।
Bhai sei hoiche video ta
অনেক অনেক ধন্যবাদ
আপনি একদম ঠিক কথা বলেছেন আমরা যদি এগুলোর যথাযথ ব্যবহার করতে না পারি তাহলে তো এগুলো নষ্ট হবেই
অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য
অনেক ভালো লাগলো এই কক্সবাজারের ব্লগ টা চমৎকার একটা অসাধারণ লেগেছে। ইনশআল্লাহ আল্লাহ যদি যায় ২০২৪ সালেই রেলওয়ে করে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাবো। ২০২৪ সালের ৩ জুলাই এই ব্লগে কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম। 👍👍👍👍
অনেক অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
আল্লাহ তায়ালা আপনার মনের আশা পূরণ করুন। আমিন
শুকরিয়া দেখলাম সম্পূর্ণ ভিডিও 🎉❤🇧🇩✌️🇴🇲🙋♂️
অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য
আবারো ২ মাস অপেক্ষায় থাকার পর আবার নতুন ভিডিও পেলাম।
রেগুলার ভিডিও পেলে অনেক খুশি হবো।
অনেক অনেক ধন্যবাদ আমার মত ক্ষুদ্র মানুষের কথা মনে রাখার জন্য।
ইনশা আল্লাহ ভাই আগামী বছর জুন মাসে নেক্সট ভিডিও হয়তোবা দিব।
আপাতত youtube থেকে বিদায়।
আমি ভাই সব সময় চেষ্টা করি মানসম্মত ভিডিও শুধু মাত্র ইউটিউবে আপলোড করার জন্য যেগুলো সত্যিকার ভাবে দিনশেষে মানুষের কাজে লাগবে।
ভালো থাকবেন ভাই
ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত কষ্ট করে ভিডিওটি করার জন্য। ঢাকা টু কক্সবাজার প্রেম বর্মনের জন্য আপনার এই ভিডিওটি ট্রাভেল গাইড হয়ে থাকবে 🚇
অনেক অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য
@@dr.salmanmahiruhulkowser9812 ❤️
সঠিক দিকনিরদেশনায় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি|
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার অনুপ্রেরণার জন্য
Details এ পরিপূর্ণ, অসাধারণ একটি ট্রাভেল ব্লগ😮🖤☺️
অনেক অনেক ধন্যবাদ
সানডে সাসপেন্স এর ফেলুদা ফেলুদা ফিল আসলো ভিডিওর শুরুতেই.. 🤍
সুন্দর 👌
অনেক অনেক ধন্যবাদ।
আমি নিজেও যেহেতু এই বিষয়গুলোতে কাজ করেছি তাই সবসময় চেষ্টা এই বিষয়গুলোকে নিজের মাঝে ধারণ করার।
আপনার দেখানো এইরকম সুন্দর আর আধুনিক জিনিস কিছু বাঙালি যাত্রীর কারণে কতদিন টিকবে ঐটা দেখার অপেক্ষায় আছি। ৬ মাস পর আর একটা ভিডিও দিয়েন ভাই 😊
ইনশাআল্লাহ ভাই।
আল্লাহ বাঁচায় রাখলে নেক্সট আপডেট আমি জানাবো।
ভালো থাকবেন না বলে,আল্লাহ তায়ালা ভালো রাখুক বলাটাই সমীচীন, প্রিয় ভাইজান।
অনেক ধন্যবাদ ভাই
আস্তে আস্তে সব সমস্যা কেটে যাবে, একটু সময় নিন ধর্য ধরুন পদ্মা সেতুর মতো সব বাধা দুর হবে ইনশাআল্লাহ।
আমিও অনেক আশাবাদী
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালমান ভাই আমি আপনার চ্যানেলের নিয়মিত একজন দর্শক অনেকদিন পর আপনার আরো একটি নতুন ভিডিও পেয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি
ওয়ালাইকুম আসসালাম কাওসার ভাই।
আপনার কমেন্ট পেয়ে আমার অনেক ভালো লাগলো।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল
ভিডিও টা অনেক ভালো লেগেছে। ভয়েস টা অনেক সুন্দর আপনার
অনেক অনেক ধন্যবাদ
Assalamualaikum bhaiya ❤
Video ta onek bhalo lagse but bhaiya amader ma bonder face ta blure Kore dile r o besi bhalo hoto beadobi maf korben prio Bhai ❤️
ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ ভাই।
ভবিষ্যতে আমি এই বিষয়টি প্রতি লক্ষ্য রাখার চেষ্টা করব।
আপনার সাজেশন এর জন্য অনেক ধন্যবাদ ভাই।
খুব ভালো এবং প্রয়োজনীয় বিষয়গুলো দেয়ার জন্য অনেক ধন্যবাদ ❤
ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য
ভাই আপনি নিয়মিত ভিডিও দিয়েন আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে
অনেক ধন্যবাদ ভাই আমাকে মনে রাখার জন্য।
আমি ট্রাই করব
nice and very informative, keep it up
অনেক অনেক ধন্যবাদ
মাসা আল্লাহ অনেক ভালো একটা ট্রেন ভূমন কক্সবাজার টু ঢাকা ইনশাআল্লাহ একবার হলেও যাবো এনজয় করতে
ভাই আপনাকে অনেক ধন্যবাদ জানাই সুন্দর ভিডিওর মাধ্যমে আমাদের কে সঠিক নিয়ম কানুন দেখানো জন্য 💖💖💖
১১:৩৫
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য এবং কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আপনার এবং আপনার পরিবারের জন্য অনেক অনেক শুভকামনা রইল
অসংখ্য ধন্যবাদ ভাইয়া ডিটেলসে পরিপূর্ণ একটি ভিডিও শেয়ার করার জন্য অনেক কিছু জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে।
ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ
ভাইয়া সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি 1st comment
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য
ধন্যবাদ ভাই আপনার ভিডিও থেকে অনেক কিছু জানতে পারলাম ইনশাআল্লাহ আগামী জানুয়ারি মাসে আমি ভ্রমণ করব আশা করি। আমি নিজেও বাংলাদেশ রেলওয়ের একজন কর্মী।
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য।
আপনার মাধ্যমে বাংলাদেশ রেলওয়েকে অনেক ধন্যবাদ জানাই
প্লেন ভ্রমণ ও ট্রেন ভ্রমণ ভিডিও দুটাই পর পর দেখলাম।অনেক আগে থেকেই আপনার ভিডিও দেখি।খুব ভালো লাগল।
অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আপনার জন্য অনেক শুভকামনা রইল
আপনি যে কক্সবাজার থেকে ঢাকায় আসতে ফিরতি টিকেট করতে দেখালেন না।সে টা যাওয়ার সাথে ই ফিরতি টিকেট কাটতে হবে ❤❤❤🎉🎉
যত শীঘ্রই কাটতে পারবেন ততই উত্তম
স্যার আপনার ভিড়িও গুলা অনেক ভালো হয় আমি আপনার সব ভিড়িও গুলা দেখি
অনেক অনেক ধন্যবাদ ভাই।
দেরী হলেও খুব ভালো লেগেছে জেনে। ট্রেন জার্নি অনেক নিরাপদ হবে।
অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য
video beshi boro arektu short krle reach beshi hbe i mean 20/22 mnt perfect 30 er upore gele beshi manush dekte chayna
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মন্তব্যের জন্য।
সত্যিকার অর্থে ভিডিও যত ছোট হবে বানাতে আমার তত সুবিধা হয়,, অনেক ইনফরমেশন চাইলেই ফাঁকিবাজি করে বাদ দেওয়া যায়।
কিন্তু আমি আসলে ট্রাভেল ডকুমেন্টারি বানাই।
গোটা বছরে মাত্র তিনটা ভিডিও আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন, আমি চাইলেই হয়তোবা প্রতি মাসে মাসেই ভিডিও বানাতে পারতাম কিন্তু কোয়ালিটি আমার কাছে সবার আগে।
Very informative video thanks for shearing.from chattogram city.
Thanks a lot for Watching
আমার জীবনের শ্রেষ্ঠ ভ্রমণ ছিলো কক্সবাজার এক্সপ্রেস এ যাএা করা🎉❤
ধন্যবাদ। শুনে ভাল লাগলো
আমার প্রিয় চ্যানেল ❤❤❤
আসসালামুআলাইকুম ভাই।
অনেক অনেক ধন্যবাদ আপনার কমেন্ট পেয়ে
ধন্যবাদ। খুব সুন্দর করে ভিডিও দিয়েছেন। অনেক তথ্য জানতে পারলাম।
ধন্যবাদ
eto din pore video pailam..love u boss
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে মনে রাখার জন্য
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এরকম করার জন্য 😊
ধন্যবাদ
Excellent Travel video,
Thank you so much
Most Welcome.
Thanks for watching our video
ধন্যবাদ ভাইয়া, আপনার কারণে ট্রেনের ভিডিও টা নতুন করে জানার সুযোগ হলো ❤
ধন্যবাদ
দারুন ছিল ভাই আমাদের ঢাকা থেকে কক্সবাজার এবং কক্সবাজার থেকে ঢাকায় ফেরার জার্নিটা ❤
আসসালামু আলাইকুম মুরাদ ভাই।
জানিনা এই ভিডিওটা কতটুকু মানুষ দেখবে,, কিন্তু এই ভিডিও সাফল্যের ভাগীদার সম্পূর্ণ আপনি।
আপনার সাথে খুব ভালো একটা ভ্রমণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ।
আপনি চাইলে ইনশাআল্লাহ আমরা আবার কোন এক জায়গায় ঘুরে আসবো।
বাসার সবাইকে আমার সালাম পৌঁছে দিবেন।
আসসালামু আলাইকুম
@@dr.salmanmahiruhulkowser9812 ওয়ালাইকুম আসসালাম,ইনশাআল্লাহ ভাই আল্লাহ চাইলে অবশ্যই ভ্রমণ হবে একসাথে।
Dhaka to Cox’s Bazar & Cox’s Bazar to Dhaka 2 ta ticket ki aksathe kata jabe
সবকিছুর মধ্যেই আপনার সালাম দেওয়াটা ভালো লাগলো
ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য
ভাইয়া মানুষজন যেন যেখানে-সেখানে ময়লা আবর্জনা না ফেলে এবং যেখানে সেখানে পোস্টার ব্যানার না লাগায় ভিডিওর শেষে একটি বার্তা দিতে পারেন 🙏🇧🇩
অনেক অনেক ধন্যবাদ।
সাজেশন গুলো আমি নেক্সট ভিডিও থেকে কাজে লাগানোর চেষ্টা করব।
You're amazing brother. I like ur gentleness.
আমরা বাঙালিরা সত্যিই নিজের ভালো বুঝিনা। নিজের সম্পদ নষ্ট করাতে খুব পটু।
এই ভিডিওটা ছাড়ার পর প্রথম একবার দেখলাম আর আজকে প্রায় নয় মাস পর অর্থাৎ ০৪-১০-২০২৪ এ। ❤️
আসসালামু আলাইকুম শুভ ভাই। অনেক ভালো লাগলো আপনার কমেন্ট পেয়ে।
আমার মত ক্ষুদ্র মানুষের কথা আপনি মনে রেখেছেন, এটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি।
আমি সব সময় চেষ্টা করি যে সমস্ত মানুষ আমার ভিডিও দেখেন, তাদের প্রত্যেককে রিপ্লাই করার জন্য।
আমি ভাই সর্বোচ্চ চেষ্টা করি আমার দিক থেকে যতটা নিউট্রাল পজিশনে থেকে সত্য এবং সঠিক ভিডিও বানানো যায় সেটি করতে। টাকার জন্য কখনো ভিডিও বানাইনি হয়তো বানাবোও না ইনশাআল্লাহ।
ভালো মানের ভিডিও যদি বছরে একটা বানাতেও পারি তা তো আমার শান্তি।
আজ হয়তো নতুন একটা ভিডিও আসতো, এডিটিং ৯৯ ভাগ সম্পন্ন করে ফেলেছিলাম। কিন্তু একটা জায়গায় মনে একটু খুত ছিল।তাই রেকটিফাই করে দিব ইনশাআল্লাহ।
আগামী শুক্রবার দুপুর ২ টায় ভিডিও দেখার আমন্ত্রণ রইল।
আপনি প্রথম ব্যক্তি যাকে আমি অগ্রিম ভিডিওর ডেট জানিয়ে দিলাম।
শুভকামনা রইল ভাই।
আসসালামু আলাইকুম।
this video is worth it,you have tried your best give us and to share your experience.
Thanks a lot for watching and for your valuable comment.
Video quality was superb 👌Thanks
Most Welcome, thanks a lot for watching our video.
ভাই, আপনার এই ভিডিওর অপেক্ষাতেই ছিলাম। ❤❤
অনেক অনেক ধন্যবাদ ভাই।
আপনাদের উৎসাহেই আসলে আমার ভিডিও বানানো
@@dr.salmanmahiruhulkowser9812 ভাই, অনেক ধন্যবাদ, আমি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছি, মেডিকেল অফিসার হিসেবে।
ভাই আমি কক্সবাজার থেকে ঢাকা ডিসেম্বরের ২ তারিখে যাত্রা করেছিলাম কিন্তু সে যাত্রাটা ছিল খুবই অস্বস্তি জনক সেদিন ওয়াশরুম গুলো একেবারেই নোংরা ছিল এবং ব্যবহারের অনুপযোগী ছিল আর ট্রেনের খাবারের মান একদমই ভালো ছিল না আর তুলনামূলকভাবে দামটা অনেক বেশি
তাই আমি বলব যারা কক্সবাজার যাবেন এবং কক্সবাজার থেকে ঢাকা যাবেন তারা ভালো করে বিবেচনা করে তারপর ট্রেনে উঠবেন
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মতামতের জন্য।
আসলে দুঃখ লাগে ভাই জাতি হিসেবে আমরা দোষী।
মানলাম অনেক জায়গায় অনেক সিস্টেমে অনেক গলদ আছে, কিন্তু মানুষ হিসেবে আমাদের যে দায়িত্ব একজন পর্যটক হিসেবে আমাদের যে দায়িত্ব সেই বিষয়গুলোই আমরা কেন জানি পালন করতে ভুলে যাই।
আপনার জন্য অনেক শুভকামনা রইল
নতুন নতুন পাবলিক উঠবে, কয়দিন পর দেখবেন লছ লছ লছ বাঙালি জাতির কম্পানি। অন্ধকারে কিছুই দেখা যায় না।
আপনার সর্বোচ্চ কতো টাকা খরচ হলো ভাইয়া
ভাই,,কক্সবাজার থেকে ঢাকা যেথে কয় ঘণ্টা লেগেছিল আপনার?
৯ ঘন্টার কিছু কম
ভাইয়া সব সময় আপনার ভিডিওর অপেক্ষায় থাকি কিন্তু অনেক দেরি হয়ে যায় ভিডিও দিতে ❤❤
অনেক অনেক ধন্যবাদ ভাই আমার কথা মনে রাখার জন্য এবং ভিডিও দেখার জন্য
অনেক দিন পরে আবার নতুন ভিডিও দেখার সুযোগ
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য
পুরো ভিডিওটা দেখলাম ভাই, অনেক ভালো লাগলো ❤️ কক্সবাজার এক্সপ্রেস এ ভ্রমণের দিন আপনার সাথে সারাদিন থাকতে পেরে অনেক ভালো লেগেছিলো 💞
অনেক অনেক ধন্যবাদ দাদা। তোমার সাথে ভ্রমন করতে পেরে আমারও অনেক ভালো লেগেছে।
তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো
@@dr.salmanmahiruhulkowser9812vai apnar seat namber koto cilo
আপনার কণ্ঠ টা সুন্দর। ভিডিও বানানোর সময় যখন কথা বলছিলেন তখন কথা শুনতে ধারুন লাগছিলো
অনেক অনেক ধন্যবাদ আপনার মতামতের জন্য
ফেলুদার থিম টোন টা লাগানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
ধন্যবাদ
অনেক ধন্যবাদ
আপনার এই ভিডিওটার অপেক্ষায় ছিলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনার অপেক্ষার জন্য।
@@dr.salmanmahiruhulkowser9812Ticket na pele kivabe trai e jaowa jbe?
@@dr.salmanmahiruhulkowser9812Ticket na pele kivabe train e jaowa jabe??
@akilakhanom2336 আমরা ভিডিও তে যে পদ্ধতি দেখিয়েছি,আপনি তা হু ব হু ফলো করে ট্রাই করেন,,মাস্ট টিকেট পাবেন
❤️🌻🍓☘️🕋🇧🇩🏵️🥝 খুব সুন্দর তথ্যবহুল ভিডিও
অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য
ভাইয়া আপনার এই ভিডিওটা দেখে অনেক কিছুই শেখার আছে।জাস্ট ভ্রমণ টাই না ভাইয়া।
উফ ভাইয়া কী সুন্দর করেই না সব কিছু উপস্থাপন করলেন।
আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা জাস্ট আমাকে মুগ্ধ করেছে ভাইয়া।❤️❤️❤️
আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।🤲🤲
অনেক অনেক ধন্যবাদ
অনেক দিন পর আপনার ভিডিও পেলাম❤
অনেক অনেক ধন্যবাদ ভাই
খুব ভালো একটা ধারনা পেয়েছি।
ধন্যবাদ।
ধন্যবাদ
আপনার ভিডিও দেখার অপেক্ষা ছিলাম তাই এখনো কার ব্লগ ভিডিও দেখিনি ❤ Love you Boss🥰
অনেক অনেক ধন্যবাদ ভাই আপনার মন্তব্যের জন্য
ভাই ব্যাকগ্রাউন্ড ফেলুদার থেম মিউজিক শুনে অনেক মজা পেলাম
অনেক ধন্যবাদ ভাই
Thanks for your information brother.
Most Welcome
আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে ভাইয়া। সুন্দর করে বোঝান আপনি। এবার আপনার বিদেশ টুরের ভিডিও দেখতে চাই। বিশেষ করে ঢাকা টু কাশ্মীর বাই রোডে।
অনেক অনেক ধন্যবাদ। ইনশা আল্লাহ,, শিগগিরই পাবেন
আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে, কিন্তু অপেক্ষাটা একটু বেশিই করতে হয়।😔
অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ সুন্দর ভিডিওটি বানানোর জন্য।
ধন্যবাদ
One of the most qualitative content I saw in this year
অনেক অনেক ধন্যবাদ ভাই এত বড় একটা কমপ্লিমেন্ট আমায় দেওয়ার জন্য।
আমি হয়তোবা এত বড় বিশেষণের যোগ্য নই।
শখ থেকে ভিডিও বানাই আর কোয়ালিটি ফুল কন্টেন্ট বানানোর চেষ্টা করি সব সময়,,,
তাই দেখা যায় বর্তমানে বছরে দুইটা মূল ভিডিও এবং তার সাথে তিন চারটা সাহায্যকারী ভিডিও আমার বানানো হয়।
সব মিলিয়ে বছরে সর্বোচ্চ পাঁচটা এর বেশি নয়।
আপনার জন্য শুভকামনা
ধন্যবাদ ভাইয়া আপনাকে অনেক জানতেই পারতাম
ধন্যবাদ
Mymensingh থেকে Cox's Bazar train চালু হলে ভিডিও দিবেন ❤
ইনশাআল্লাহ
Ektu na tenei shompurno video deklam khub shundor hoise vaiya❤
অনেক অনেক ধন্যবাদ ভাই।
শুনে ভাল লাগলো
Hats off to you brother such a detailed and thorough video..Thank you so much
অনেক অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
আপনাদের উৎসাহ আমাদেরকে ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়
আপনার ভিডিও দেখে অনেক কিছুই শিখেছি। খুব সুন্দর হয় আপনার ভিডিও ❤
অনেক অনেক ধন্যবাদ আপনার সুচিন্তিত মতামত এর জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
Great explanation brother 👍
অনেক অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য
Dhonnobad eto sundor ekta video upohar dewar Jonno 😊😊😊😊😊❤❤❤❤
অনেক অনেক ধন্যবাদ
পুরো ভিডিও টা দেখে ভালো লাগলো ভাই,,ঢাকা টু কক্সবাজার,,
অনেক ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য
এই ট্রেন যখন প্রতম আসছিলো তখন চড়েছিলাম,সিলেট টো চট্টগ্রাম, আজ থেকে দুই বছর আগে😎
অনেক ধন্যবাদ ভাই।
শুনে ভাল লাগলো
আলহামদুলিল্লাহ আমার বাড়ি কক্সবাজার রেল স্টেশনের পাশে ❤😊 কারো সহযোগিতা লাগলে বলতে পারেন 😊😊
ধন্যবাদ
bhai apnr ei video te amr ma asse amr ma airport railwaay station asilo
অনেক ভাল লাগলো জেনে।
আন্টিকে আমার সালাম জানাবেন
সালমান ভাই খুব ভালো লাগলো আপনার ব্লগ এবং অনেক তথ্যবহুল ভিডিও আসলে এত সুন্দর সাজানো গুছানো ভিডিও আপনার দাড়াই সম্বব ভালোবাসা নিবেন ভাই ♥️🩵
অনেক অনেক ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য।
আসলে আপনাদের উৎসাহেই আমি এই ইনফো টেইনমেন্ট ভিডিও গুলো বানাই।
আপনার জন্য অনেক শুভকামনা রইল
Vaiya online e tickets katar por ki oikhane jeye dekhiye ticket neya lgbe naki amr phn e download thklei hba dekhano lgbe na
অনলাইনে টিকিট কাটার পর যে pdf ফাইল পাবেন সেটার একটা প্রিন্ট থাকলেই হবে।
আর যদি কোন কারণে প্রিন্ট হাতে না থাকে পিডিএফ দিয়েও কাজ সাড়া যাবে, তবে সাথে জাতীয় পরিচয় পত্রের একটা ফটোকপি থাকা উত্তম । তাহলে আর কেউ একবিন্দু গ্যাঞ্জাম করতে পারবে না।
আমাদের ময়মনসিংহ রেলওয়ে থেকে কক্সবাজারের ট্রেন চাই।
ইনশাআল্লাহ খুব শীঘ্রই চালু হয়ে যাবে
Nice description ❤❤
Thanks 😋