ঢিরস্মরণীয় গান। ঈশ্বরপ্রদত্ত গলা। একটা সময় এপার বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলাকে এই সব গান সমানভাবে মাতিয়ে রাখত। দেশ ও কালের ব্যবধানকে দূরে সরিয়ে দিয়ে এই সব গান মানুষের হৃদয়ে চিরন্তন ভাবে জায়গা করে নিয়েছে। এই গান একাকী বসে শোনার মধ্যেও একটা অদ্ভুত অনুভূতি ছিল। কী যে ভালো লাগতো পশ্চিমবঙ্গের এক অজ পাড়া গাঁয়ে বসে রেডিওতে এই সব গান শুনতে! কোনো একদিন সন্ধ্যায় রাস্তা দিয়ে যেতে যেতে দূর থেকে এই গানের সুর শুনে মনে অদ্ভুত একটা টান অনুভব করেছিলাম। সেই সব দিন হারিয়ে গেছে। আর ফিরে আসবে না। তখন এপার বাংলা এবং ওপার বাংলার গানের স্বর্ণযুগ। এই সুর, এই কথা, এই রকম কন্ঠ হয়তো আর আমাদের পাওয়ার সৌভাগ্য হবে না।
এই গান কতো শুনেছি ছাত্রজীবনে রেডিওতে।বারে বারে শুনে শুধু মুগ্ধ হয়েছি।আজ ও ত্রিশ বছর পরও একই ভলোলাগা❤️👌মনের কথা আজ ও গুছিয়ে বলতে পারলামনা।শুধু বলব প্রজন্মের পর প্রজন্মের ভালোলাগার একটি গান।❤❤❤❤ 3:19
আমি ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গে থাকি এবং নিয়মিত বাংলাদেশের নানারকম গান শুনি।এই গানটি সাবিনা ম্যাডাম অসাধারণ গেয়েছেন কিন্তু যারা ডিসলাইক করেছেন আমার মনে হয় তাদের এই গানটি বারবার শোনা উচিৎ তবেই বুঝতে পারবেন গানটি কত উচ্চদরের।
গানটি গভীর অন্ধকার রাতে নিরিবিলি পরিবেশে শুনেন আপনি অবশ্যই শুরের টানে পৃথিবীর যে কোনোখানে থাকেনা না আপনাকে আকৃষ্ট করবেই । একটি ভালো গান শত শত বছর মানুষের মনে বেচে থাকবে । কারণ মানুষ ভালোটাইবেচে নিয়ে থাকে ।
সাবিনা ইয়াসমিন ম্যাম। তার কন্ঠ অসাধারন তার সমতুল্য শিল্পী কেউ নেই। তার কন্ঠে বাংলা ভাষার গান অসম্ভব মধুর মিষ্টি লাগে আমি নিজেকে ধন্য মনে করি যে এরকম একজন শিল্পীএবং অসাধারন দক্ষতা সম্পন্ন অভিনেত্রী আমার দেশে আছে।
সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনের এই গান গাওয়া একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া এই মন কখনও কি যায় ফিরে পাওয়া আঁধারের শেষে জানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া -------- সাবিনা ইয়াসমিন
জীবনের সেরা গান,,,।।। এক নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ করছি,,,।।। সত্যি আমি খুব মুগ্ধ হয়ে গেলাম,,,।।। ধন্যবাদ অনুপমকে,,,।।। এমন সব স্বর্নালী দিনের গান উপহার দেয়ার জন্য,,,।।।♥️♥️♥️🌺🌺🌺
ছোট বেলা আম্মু এই গান বলতে বলতে ঘুম পাড়াত,, তখন থেকেই এই গান এর খুব বড় ভক্ত আমি,,,আজ অনেক দিন পর শুনলাম গান টা,,, কিন্তু আম্মুর কণ্ঠে আর কেনো দিন শুনতে পারবো না 😭😭 আল্লাহ তুমি আমার আম্মুকে ভালো রাখো😥😥
সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া ভালো লাগে জীবনের এই গান গাওয়া। একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে, ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে...(২) সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া এই মন কখনও কি যায় ফিরে পাওয়া। আঁধারের শেষে জানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো...(2) সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া। গীতিকারঃ মাসুদ করিম সুরকারঃ সুবল দাস
রাজ্জাক শাবানা হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা মানানসই মধুময় রোমান্টিক কালজয়ী স্বরনিয় অমর জুটি। এই জুটি তরুণ তরুণীর মনে কাঁপন ধরিয়ে দিয়ে আবালবৃদ্ধবনিতার মনের মনিকোঠায় আসীন হয়ে মিশে গিয়ে আজও অমলিন হয়ে আছেন। এই জুটি উত্তম সুচিত্রা জুটির তুলনায় অনেক অনেক বেশি রোমান্টিক।
আজথেকে দীর্ঘ 25 বছর পূর্বে বাসা থেকে রাগকরে চলে যাই অজানা এক গন্তব্যে.... স্থানটির নাম ঢাকা। তখন আইডিয়াল স্কুলের পাশেই ছিল একটি বস্তি। আনুমানিক রাত 10 টা হবে সময়, আমি বস্তির পাশে বসে কান্না করতে ছিলাম... হঠাৎ এক মানবিক বোনের দৃষ্টি পরলো আমার উপর,,, ওখান থেকে উঠিয়ে নিয়ে ওনার ভাঙা ঘরের একপার্শে বসিয়ে আমায় খাবার খাইয়ে শুইতে দিলো। একটু পরেই কানে ভেজে আসলো তার কণ্ঠে- এই গানটি.... জীবনে অনেক খাবার খেয়েছি এবং গান শুনেছি কিন্তু সেদিনের খাবারের সাধ আর গানের সুর আজও খুজি! কিন্তু পাইনা😢 যেখানেই থাকো ভালো থাকো মানবতার বোন আমার। 🙏
না বন্ধু। এমন ও তো হতে পারে ওরা অতৃপ্ত। ওরা আরো মরমী গান চায়। আমরা বদলে নিই না ওদের। হয়তো তখন ওরা বদলে নিজেদের। বন্ধু ভালোবাসায় সব হয়। হয়তো অনেক দেরীতে... 😊
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি, আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক।
সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া, একটি দুটি তারা জ্বলে আকাশের ও কোলে, ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে। একটি দুটি তারা জ্বলে আকাশের ও কোলে, ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে। সাত রঙ্গা সেই রঙে মন হলে চাওয়া, এই মন কখন ও কি যায় ফিরে পাওয়া। সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া, আধারের ও শেষে যানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। আধারের ও শেষে যানি আছে শুধু আলো, অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো। সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া, এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া। সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া, ভালো লাগে জীবনের এই গান গাওয়া। সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,
নরসিংদীর সংগীতা সিনেমা হলে পুত্রবধূ ছবিটি দেখেছিলাম। কামাল মামা ছবিটি দেখিয়েছিলেন। কি অসাধারণ কন্ঠ সাবিনা ইয়াসমিনের।অনেক দিন আগের কথা। আমি তখন হাই স্কুলে পড়ি।
ছোটবেলায় যখন ৮ম শ্রেনীতে পড়েছিলাম,গানটি কত যে মধুর।তুলনা হয়না।কোথায় গেলো সে দিনগুলি?সবই কেবল স্নতি। অামি কোন একদিন হারিয়ে যাবো কিন্তু গানটি থাকবে কিয়ামত পর্যন্ত।
কালজয়ী মিষ্টি রোমান্টিক গান টা অনেক সুন্দর, সাবিনা yasmin এর গাওয়া ক্লাসিক গান গুলা সব সময় থাকবে নতুন হয়ে বাংলা গানে, মন ভরে যায় এমন গান শুনলে , ধন্যবাদ সবাই কে মিজান মাদ্রিদ স্পেনে থেকে
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া.. hammm স্বর্নালী যুগে ফিরে যাওয়া আর সম্ভব না। তবে স্বর্নালী যুগের স্মৃতি গুলো নিয়ে বেঁচে থাকা সম্ভব। এই গানগুলো স্বর্নালী যুগকে আজীবন বাঁচিয়ে রাখবে।ধন্যবাদ প্রিয় গান আপলোড করার জন্য শাবানা অভিনীত ভাত দে,মরনের পরে,রাঙা ভাবী,দুই পয়সার আলতা মুভির গানগুলো আপলোড করবেন
বাঙালি চিরদিন বিতর্ক করে যাবে কে সেরা! সাবিনা ইয়াসমিন নাকি রুনা লায়লা, শাবানা নাকি ববিতা, খালেদা জিয়া নাকি শেখ হাসিনা 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊।আর এই ছয় জন বাঙ্গালী জাতির কাছে আজীবন আইকন হয়ে থাকবে।
৯০ দশক ইজ বেস্ট 💚 যত দিন যাচ্ছে তোতই বেশি মিস করে চলেছি! ২০২৩ সালের নভেম্বরের রাতে কমেন্ট করে গেলাম। আপনারাও কি সোনালী ৯০ দশক খুব মিস করেন ?? যেই জেনারেশন আসুক না কেনো যদি তাদের মধ্যে ভালো মন থাকে তাহলে ৯০ দশকের গানের প্রেমে পড়তে বাধ্য। ৯০ দশকের গান ওমর 🌻❤️🩹
গানের কথাঃ সন্ধ্যারও ছায়া নামে এলো মেলো হাওয়া... গীতিকারঃ মাসুদ করিম, সুরকারঃ সুবল দাস, মূলশিল্পীঃ সাবিনা ইয়াসমিন, চলচ্চিত্রঃ পুত্রবধূ (১৩/০২/১৯৮১ইং), শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/কল্পনা/মঞ্জু দত্ত প্রমুখ, গানের দৃশ্যেঃ শাবানা,রাজ্জাক ও গোলাম মোস্তফা, পরিচালকঃ কামাল আহমেদ। ---------------- সন্ধ্যারও ছায়া নামে,এলো মেলো হাওয়া... ভালোলাগে জীবনের এই গান গাওয়া... সন্ধ্যারও ছায়া নামে...! Music একটি দুটি তাঁরা জ্বলে আকাশেরও কোলে... ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে... Music একটি দুটি তাঁরা জ্বলে আকাশেরও কোলে... ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে... Short Music সাতরঙা সেই রঙে মন হলে চাওয়া... এইমন কখনও কি যায় ফিরে পাওয়া...? সন্ধ্যারও ছায়া নামে,এলো মেলো হাওয়া... ভালোলাগে জীবনের এই গান গাওয়া... সন্ধ্যারও ছায়া নামে...! Music আঁধারেরও শেষে জানি আছে শুধু আলো... অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো... Music আঁধারেরও শেষে জানি আছে শুধু আলো... অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো... Short Music সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া... এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া? সন্ধ্যারও ছায়া নামে,এলো মেলো হাওয়া... ভালোলাগে জীবনের এই গান গাওয়া... সন্ধ্যারও ছায়া নামে...! ------ আপলোডঃ মইনুল জীবন।
Ai ganti sunte amar khub valo lage karan ami choto belay amar pishimar mukhe suntam ,ata amar smriti. Jini ganti geyechen onake anek thank you so much.
ঢিরস্মরণীয় গান। ঈশ্বরপ্রদত্ত গলা। একটা সময় এপার বাংলা এবং ওপার বাংলা, দুই বাংলাকে এই সব গান সমানভাবে মাতিয়ে রাখত। দেশ ও কালের ব্যবধানকে দূরে সরিয়ে দিয়ে এই সব গান মানুষের হৃদয়ে চিরন্তন ভাবে জায়গা করে নিয়েছে। এই গান একাকী বসে শোনার মধ্যেও একটা অদ্ভুত অনুভূতি ছিল। কী যে ভালো লাগতো পশ্চিমবঙ্গের এক অজ পাড়া গাঁয়ে বসে রেডিওতে এই সব গান শুনতে! কোনো একদিন সন্ধ্যায় রাস্তা দিয়ে যেতে যেতে দূর থেকে এই গানের সুর শুনে মনে অদ্ভুত একটা টান অনুভব করেছিলাম। সেই সব দিন হারিয়ে গেছে। আর ফিরে আসবে না। তখন এপার বাংলা এবং ওপার বাংলার গানের স্বর্ণযুগ। এই সুর, এই কথা, এই রকম কন্ঠ হয়তো আর আমাদের পাওয়ার সৌভাগ্য হবে না।
এটা ১৯৮০ সালেের গান। ১৯৭০ সালে এই গান ছিলোনা 🤣
Qà
ভালো বলেছেন । বাংলাদেশ বেতারে ওপার বাংলার অনেক গান বাজতো আর আমরা তন্ময় হয়ে সেসব রেডিওতে শুনতাম । এখনও শুনলে মনে হয় যেন সেই সময়ে ফিরে গেছি ।
right bro
T
এই গান কতো শুনেছি ছাত্রজীবনে রেডিওতে।বারে বারে শুনে শুধু মুগ্ধ হয়েছি।আজ ও ত্রিশ বছর পরও একই ভলোলাগা❤️👌মনের কথা আজ ও গুছিয়ে বলতে পারলামনা।শুধু বলব প্রজন্মের পর প্রজন্মের ভালোলাগার একটি গান।❤❤❤❤ 3:19
আমি ভারতের একটি রাজ্য পশ্চিমবঙ্গে থাকি এবং নিয়মিত বাংলাদেশের নানারকম গান শুনি।এই গানটি সাবিনা ম্যাডাম অসাধারণ গেয়েছেন কিন্তু যারা ডিসলাইক করেছেন আমার মনে হয় তাদের এই গানটি বারবার শোনা উচিৎ তবেই বুঝতে পারবেন গানটি কত উচ্চদরের।
Amio purono indian gan suni..duibanglar modhur sob gan.
ধন্যবাদ
Thanks bhai
Vai kaw dislike dibena
সাবিনা মেডামের এই গানটি অসাধারণ !!
২০২৪ সালে কে কে এই গান দেখছেন লাইক দিয়ে বুঝিয়ে দেন
২০২৪ সালে এসেও কারা কারা গানটি শুনেছেন? লাইক দিয়ে জানিয়ে দিন।
Ami
Ami
এই গুলো হলো হৃদয়ের গান। প্রজন্মের পর প্রজন্ম চলে যারে এই গান শেষ হবে না। জানি না এই ধরনের শুরকার গীতিকার আর জন্ম গ্রহন করবে কিনা।
আমার সব সময় ই ভালো লাগে আগের সাদাকালো জত ছবি আছে সব ছবির গান ই আমার প্রিয়
২০৩০ সালের জন্য কমেন্ট টা করে গেলাম।আজ থেকে ৮ বৎসর পর এই কমেন্ট টা যখন ছোট্টরা ও বড়রা দেখবে তখন তারা বুঝবে সাদা কালো যুগের গান গুলো কত সুন্দর ছিল 😄🤔
গানটি গভীর অন্ধকার রাতে নিরিবিলি পরিবেশে শুনেন আপনি অবশ্যই শুরের টানে পৃথিবীর যে কোনোখানে থাকেনা না আপনাকে আকৃষ্ট করবেই । একটি ভালো গান শত শত বছর মানুষের মনে বেচে থাকবে । কারণ মানুষ ভালোটাইবেচে নিয়ে থাকে ।
সাবিনা ইয়াসমিন ম্যাম। তার কন্ঠ অসাধারন তার সমতুল্য শিল্পী কেউ নেই। তার কন্ঠে বাংলা ভাষার গান অসম্ভব মধুর মিষ্টি লাগে আমি নিজেকে ধন্য মনে করি যে এরকম একজন শিল্পীএবং অসাধারন দক্ষতা সম্পন্ন অভিনেত্রী আমার দেশে আছে।
বাংলার মাটি ধন্য হয়েছে সাবিনা ইয়াসমিন , রুনা লায়লার পদচারণায় ❤❤❤❤❤❤❤❤
সাবিনা ইয়াসমিন ও শাবানা একসঙ্গে কত চমৎকার সব গানের জন্ম দিয়েছেন তার শেষ নেই 💖 দুজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করি 💖
গানটি শুনে ফেলে আসা দিন গুলির কথা বার বার মনে পড়ছে। সত্যি মনকে ছুয়ে যায়। দোয়া রইল শিল্পী ও অভিনেত্রীর জন্য
Apurbo... Koto abeg. Koto sadhona lukie achhe ei sob gane... E jeno dui banglar ek melbondhon. Kolkata
২০২৩ সালের জানুয়ারি মাসে এসেও
এই গানগুলো শুনতেছি.এই গানগুলো শুনলে অন্যরকম একটা তৃপ্তি খুঁজে পাওয়া যায়।
ছোটবেলায় আম্মুকে গান শোনাতে বললে এই গান টা প্রায় শুনাতো।
আম্মুর কন্ঠে প্রথম শোনা গান এইটা।
এখনো মাঝে মাখে শুনতে আসি❤
সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া
একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে,
ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে
সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া
এই মন কখনও কি যায় ফিরে পাওয়া
আঁধারের শেষে জানি আছে শুধু আলো,
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো
সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া
--------
সাবিনা ইয়াসমিন
চমৎকার গান, আমার মা খুব গাইতেন। এই গানটা প্রথম আমার মায়ের মুখে শুনেছি। চির অমর হয়ে থাকবে এই গানটি।
কারোর একটু ভুল খুঁজে বের করার সাধ্যি আছে? যেমন গায়িকা তেমন নায়িকা! দুইয়ে মিলে অসাধারণ ও নিখুঁত।🥰
বাংলাদেশ গিয়েছিলাম ১৯৮৫সালে।এই ছবিটা দেখেছি। খুব ভালো লাগে,
চির সবুজ এই গানগুলো শুনলে অতীত জীবনে হারিয়ে যাইতে মন চায়❤❤
❤
জীবনের সেরা গান,,,।।।
এক নৈস্বর্গিক সৌন্দর্য উপভোগ করছি,,,।।। সত্যি আমি খুব মুগ্ধ হয়ে গেলাম,,,।।। ধন্যবাদ অনুপমকে,,,।।।
এমন সব স্বর্নালী দিনের গান উপহার দেয়ার জন্য,,,।।।♥️♥️♥️🌺🌺🌺
Congratulation for.
]
Love lk
Kkkmkk
মনটা ভালো হয়ে গেলো।
এখনো শুনি,, ভালো লাগা লেগে আছে সেই পুরানো দিনের,,
জানিনা কেন আজ এই গানের কথা খুব বেশি মনে পড়লো তাই শুনতে চলে এলাম।
২০২৩ সালে এসেও এখনো কারা এই কালজয়ী গানগুলোকে মনে রেখেছেন হাত তুলে যান।
🖐️
অসাধারণ কন্ঠ। ( ভারতের অসম রাজ্যে থেকে )
অসম হবে না আসাম হবে, যা একটা প্রদেশ
A
@@farukahmed9662 ভাই আমি অসম /আসাম যাই হোক এখানকারই লোক । আমাকে বুঝাতে লাগবেনা। রাজ্য আর প্রদেশ একটাই। ধন্যবাদ।
হয়তোবা আর পাবোনা ফিরে সেই দিন গুলি,
গানটি শুনে তবুও মনে হয় ফেলে আসা পুরনো সোনালি সৃতি
সিরাজগঞ্জ হতে যখন পটুয়াখালী রাতের বাসে যেতাম সারা রাত নবীনবরন বাসে এই পুরাতন গানগুলো বাজত,একটু ঘুম একটু গান,মৃদু ঘুমের মধ্যে গানগুলো শুনেই রাত শেষ হতো
এখন বাজে বাজখাই কন্ঠের ওয়াজ।
সিরাজগঞ্জের মানুষ বাংলাদেশের মধ্য সবচেয়ে রুচিশীল
এখন শুধু ওয়াজ। ঘুম হারাম।
Miss you bandhu ❤❤❤
সত্যি বলতে পুরোনো গানের মাঝে যে প্রাণ আছে,, তা বলার ভাষা রাখে না,,
তেমন কোন মিউজিক নাই, আছে শুধু মায়ায় পরিপূর্ণতা,,,
অসাধারণ গান এবং সাবিনা ম্যাডামের অসাধারণ কন্ঠ এই গানটি ছোটবেলা থেকে সুনে আসছি আমার খুবই পছন্দের গান ভারতের কোলকাতা থেকে
গান অতীত সৃতিকে বারবার মনে করে দেয়।
ছোট বেলা আম্মু এই গান বলতে বলতে ঘুম পাড়াত,, তখন থেকেই এই গান এর খুব বড় ভক্ত আমি,,,আজ অনেক দিন পর শুনলাম গান টা,,, কিন্তু আম্মুর কণ্ঠে আর কেনো দিন শুনতে পারবো না 😭😭 আল্লাহ তুমি আমার আম্মুকে ভালো রাখো😥😥
Mind-blowing expression....
আঁধারেরও শেষে জানি আছে শুধু আলো
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো...♥♪
যেমন গায়িকার কন্ঠ তেমন সুন্দর অভিনয়। দুই এর সংমিশ্রণে অপূর্ব হয়েছে।
আমার ছেলে বা মেয়ে এসে পড়ুক। আমরা কি গান শুনতাম
❤❤
সন্ধ্যার ছায়া নামে, এলোমেলো হাওয়া
ভালো লাগে জীবনের এই গান গাওয়া।
একটি দু’টি তারা জ্বলে আকাশের কোলে,
ভীরু ভীরু চোখে কোন স্বপ্ন যে দোলে...(২)
সাতরঙা সেই রঙে মন হলে ছাওয়া
এই মন কখনও কি যায় ফিরে পাওয়া।
আঁধারের শেষে জানি আছে শুধু আলো,
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো...(2)
সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া।
গীতিকারঃ মাসুদ করিম
সুরকারঃ সুবল দাস
Thank you for the lyrics
কন্ঠ সাবিনা ইয়াছমিন
Now singing see the lyric
গানটা অনেক সুন্দর
ইন্ডিয়ায় আর ডি বর্মন এবং বাংলাদেশের সুবল দাস, দুইজন দুই পাড়ের কিংবদন্তি সঙ্গীত পরিচালক।
Hffgg
Right
আসলেই ❤️
R Sabina Yasmin otulonio
১৯ ৯৫ সনে কলেজের অনুষ্ঠানে গান গেয়ে
প্রথম পুরস্কার পেয়েছিলাম।
মনে পড়ে গেল সেই পুরোনো দিনের কথা।
onek sunder
@@riponmia4956 0lllllllllll
Nice song
Awesome
তখন আমি হাই স্কুলে দশম শ্রেনীতে পরতাম রেডিও শুনতাম খুব মজা লাগতো
শাবানা এক কিংবদন্তী! বাংলাদেশের সেরার সেরা নায়িকা।
ঐঘঝজ থানার ওসি কীরকম বলছো জাই বলছো জাই
হয় গত
@@MdRohan-mi8nf অনেক ো
@@MdRohan-mi8nf amonotoprem h ai
Nice. Universal song.
রাজ্জাক-শাবানা অভিনীত হারানো দিনের এই গানটি অপূর্ব একটি গান। জ্ঞানের ভাবার্থের সাথে অভিনয়ের চমৎকার মিল সংযোজিত হয়েছে। এই জন্যই তো তারা কিংবদন্তি নায়ক-নায়িকা জুটি---রাজ্জাক-শাবানা, পাক-ভারত উপমহাদেশের অপ্রতিদ্বন্দ্বি সিনেমা জুটি। রাজ্জাক-শাবানার জন্য রইলো সীমাহীন অভিনন্দন, অফুরন্ত ভালবাসা। তোমরা যেখানেই থাকো, সুখে থেকো, এই কামনা করছি।
রাজ্জাক শাবানা হচ্ছেন বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে অন্যতম সর্বাধিক সেরা মানানসই মধুময় রোমান্টিক কালজয়ী স্বরনিয় অমর জুটি। এই জুটি তরুণ তরুণীর মনে কাঁপন ধরিয়ে দিয়ে আবালবৃদ্ধবনিতার মনের মনিকোঠায় আসীন হয়ে মিশে গিয়ে আজও অমলিন হয়ে আছেন। এই জুটি উত্তম সুচিত্রা জুটির তুলনায় অনেক অনেক বেশি রোমান্টিক।
আগের দিনের ছবির গান এমনি মার্জিত ছিল। আর এখনকার ছবিতে নায়িকারা লেংটা হয়ে যায়।
সুমধুর এই গানটা শুনে মনটা ভরে গেল। শিল্পী সাবিনা ইয়াসমিনকে শ্রদ্ধা জানাই।
বর্তমানের ছেলে মেয়েদের এই গান শুনতে দিয়ে আমাদের সমৃদ্ধ সংস্কৃতিকে জানানোর দায়িত্ব আমাদের।
শত্রু তুমি বন্ধু তুমি
শত্রু তুমি বন্ধু তুমি
আজথেকে দীর্ঘ 25 বছর পূর্বে বাসা থেকে রাগকরে চলে যাই অজানা এক গন্তব্যে....
স্থানটির নাম ঢাকা।
তখন আইডিয়াল স্কুলের পাশেই ছিল একটি বস্তি।
আনুমানিক রাত 10 টা হবে সময়,
আমি বস্তির পাশে বসে কান্না করতে ছিলাম...
হঠাৎ এক মানবিক বোনের দৃষ্টি পরলো আমার উপর,,,
ওখান থেকে উঠিয়ে নিয়ে ওনার ভাঙা ঘরের একপার্শে বসিয়ে আমায় খাবার খাইয়ে
শুইতে দিলো।
একটু পরেই কানে ভেজে আসলো তার কণ্ঠে-
এই গানটি....
জীবনে অনেক খাবার খেয়েছি এবং গান শুনেছি কিন্তু সেদিনের খাবারের সাধ আর গানের সুর আজও খুজি!
কিন্তু পাইনা😢
যেখানেই থাকো
ভালো থাকো মানবতার বোন আমার। 🙏
এটা কি সত্যি?
@@sdshifatdewan3102
জি,, ভাইজান
ভবিষ্যৎ প্রজন্মের জন্য কমেন্ট রেখে গেলাম।২০২১ সালের শেষ প্রান্তে এসে ও এই কালজয়ী গান শোনার লোক ছিলো, ভবিষ্যতে ওথাকবে
অপূর্ব সুন্দর গান। সে পুরানো দিনের গানগুলো বার বার শুনতে ইচ্ছা করে । ❤️💙💛
আসলেই আমাদের মাঝে রুচির দুর্ভিক্ষ চলতেছে,না হলে সাদা সাদা কালা কালা গান কিভাবে জনপ্রিয় হয়। ...
ছোট বেলায় রেডিও তে শুনতাম, সত্যিই খুব ভালো লাগে গানটি ।
এই মিষ্টি সুরের গানটি খুব ছোটবেলায় নিজেই কতোযে গেয়েছি।
প্রাইমারি স্কুলের স্যারেরা সেই সময়ে আমার গাওয়া গানটি প্রায় প্রতিদিনই শুনতেন।
১২৪ জনে আন লাইক দিছে,
তারা।গানের কিছু বুজেনা
হ ঠিকই কইছেন
এরা হলো অপরাধী গানের ভক্ত
@@mahbubrh ভ গ;:&,
এগুলো বুদ্ধি প্রতিবন্ধী।
না বন্ধু। এমন ও তো হতে পারে ওরা অতৃপ্ত। ওরা আরো মরমী গান চায়। আমরা বদলে নিই না ওদের। হয়তো তখন ওরা বদলে নিজেদের। বন্ধু ভালোবাসায় সব হয়। হয়তো অনেক দেরীতে... 😊
বাংলা চলচ্চিত্র জগতের ইতিহাসে সবচেয়ে রোমান্টিক নায়ক বলতে আমরা একজনকেই বুঝি, আর তিনি হচ্ছেন আমাদের অহংকার, গর্ব করার মতো একজন আদর্শ মহানায়ক নায়ক রাজ রাজ্জাক।
জী। তিনি এই গানটিতে চুপচাপ দাঁড়িয়ে শাবানা'র অভিব্যক্তি দেখছেন আর সাবিনার কন্ঠ শুনছেন।
এ গান গুলো কখনো পুরাতন হয় না, যত শুনি ভাল লাগে।
এসব গান কেউ রিকমেন্ড করেনায় এসব গান খুঁজে খুঁজে বের করে তারপর শুনতেছি। আহা কতো সুন্দর গান। মুগ্ধ হয়ে শুধু শুনি। মধ্যে রাতে শুনতে খুব ভালো লাগে
P
সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,
ভালো লাগে জীবনের এই গান গাওয়া।
সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,
একটি দুটি তারা জ্বলে আকাশের ও কোলে,
ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে।
একটি দুটি তারা জ্বলে আকাশের ও কোলে,
ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে।
সাত রঙ্গা সেই রঙে মন হলে চাওয়া,
এই মন কখন ও কি যায় ফিরে পাওয়া।
সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,
ভালো লাগে জীবনের এই গান গাওয়া।
সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,
আধারের ও শেষে যানি আছে শুধু আলো,
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো।
আধারের ও শেষে যানি আছে শুধু আলো,
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো।
সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া,
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া।
সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,
ভালো লাগে জীবনের এই গান গাওয়া।
সন্ধ্যার ও ছায়া নামে এলো মেলো হাওয়া,
😍
ধন্যবাদ
O
আজ আমার মন্টা খুবই খারাপ লাগছিল হঠাৎ এই গান্টা শুনে কিচুটা হলেও একটু ভাল ফিল করছি ধন্যবাদ সাবানা ম্যামকে।
এসব গান কখোনো পুরোনো মনে হয় না,যত সুনি ততোই নতুন মনে হয়।আসাধারন একটি গান,নতুন কিছু হাতসানি দেয় সব সময় মনে হয়।
কি মধুর সুর ছোট বেলার কথা মনে পড়ে যায়
Right bro
অনুপমকে আমার হৃদয় নিংড়ানো ভালো বাসা
৮০' র দশক ছিলো বাংলা সিনেমার এক স্বর্ণ যুগ!
আহা,অর্থবহ এবং মধুর কন্ঠে এমন গান আর কোন দিন শুনতে পাব কি?
বাংলা চলচ্চিত্র জগতের রোমান্টিক নায়ক একজনই আার তিনি হচ্ছেন নায়ক রাজ রাজজাক।
শাওনের সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করছি ।
অসাধারণ গানের ডালি উপহার দিয়েছেন সবিনা ইয়াসমিন দিদি ভাই।সুর কণ্ঠ ওগায়কি অতুলনীয়। শুভ রাত্রি শুভেচছা র ইলো
অপূর্ব ❤
যারা ডিসলাইক দিছে তারাই এলিয়েন আমি নিশ্চিত
এলিয়েন????? ওরা এককথায় রাম 🐐
Tui
Tui boro alien
এই গানও কারোর অপছন্দ হতে পারে! যাস্ট ভাবা যায় না।
যারা ডিসলাইক দিছে, তারা পর্ণ স্টারদের ভক্ত।
কি বলবো ভাসা জানা নেই❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
এই বাংলা তে জন্ম নিয়ে নিজেকে ধন্য মনে করি, কারণ আমরা সাবিনার মতো একজন শিল্পী পেয়ে ছি,,
আহা! কোনদিন এইসব গানের আবেদন ফুরাবে না। এর চেয়ে বেশি কিছু লিখতে পারলাম না। বাকিটুকু অনুভবে রেখে দিলাম।
আমার আম্মু প্রায়ই এই গানটা গায়। ভালোবাসি আম্মু❤️
Tomi o gaite paro.balo gan
কি যে সুন্দর গান শুধু শুনতেই মনে চায়
🏵️🌹🍒🌽🥝✌️🍓🏆☘️
কলেজ জীবনে চাঁদনী রাতে বাড়ির সামনে ধানকাটা ক্ষেতে জমির আইলে বসে কখনো বা চাঁদনী রাতে উঠানে শুয়ে সৈনিক ভাইদের জন্য রেডিওতে দুর্বার অনুষ্ঠানে নিজের ছোট্ট রেডিওতে গানগুলো আমরা শুনতাম । কয়েকদশক পরে গানটি শুনে হারানো দিনের হারানো শশীকে খুঁজি পেলান যেন । ২-১১-২০২৪
জনপ্রিয় বাংলা চ্যেনেল নারায়ণগঞ্জ সদর থেকে
নরসিংদীর সংগীতা সিনেমা হলে পুত্রবধূ ছবিটি দেখেছিলাম। কামাল মামা ছবিটি দেখিয়েছিলেন। কি অসাধারণ কন্ঠ সাবিনা ইয়াসমিনের।অনেক দিন আগের কথা। আমি তখন হাই স্কুলে পড়ি।
ছোটবেলায় যখন ৮ম শ্রেনীতে পড়েছিলাম,গানটি কত যে মধুর।তুলনা হয়না।কোথায় গেলো সে দিনগুলি?সবই কেবল স্নতি। অামি কোন একদিন হারিয়ে যাবো কিন্তু গানটি থাকবে কিয়ামত পর্যন্ত।
জানিনা কখন যে খাওয়া দাওয়া করব।কি যে মিস্টি সুর!!!
কালজয়ী মিষ্টি রোমান্টিক গান টা অনেক সুন্দর, সাবিনা yasmin এর গাওয়া ক্লাসিক গান গুলা সব সময় থাকবে নতুন হয়ে বাংলা গানে, মন ভরে যায় এমন গান শুনলে , ধন্যবাদ সবাই কে মিজান মাদ্রিদ স্পেনে থেকে
এ
@@MrNMrsDey কি বলেন
সাবিনা ইয়াসমিন বাংলাদেশের লিজেন্ডারি শিল্পী।❤
Amar ammor fvrte chilo gan ta....ammor ksei gan ta shunsi...😭😭😭
এই সিনেমা রাজশাহী কল্পনা হলে দেখেছিলাম । তখন আমি নবম শ্রেণীর ছাত্র । সেই স্মৃতি এখনও তরতাজা মনে আছে ।
Bangla ganeer amar ek matro varosha Anupam movie song chennel
এই গানটি আমার খুব ভালো লাগে
ধন্যবাদ সাবিনা ইয়াসমিন ম্যাম কে
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া..
hammm স্বর্নালী যুগে ফিরে যাওয়া আর সম্ভব না।
তবে স্বর্নালী যুগের স্মৃতি গুলো নিয়ে বেঁচে থাকা সম্ভব। এই গানগুলো স্বর্নালী যুগকে আজীবন বাঁচিয়ে রাখবে।ধন্যবাদ প্রিয় গান আপলোড করার জন্য
শাবানা অভিনীত ভাত দে,মরনের পরে,রাঙা ভাবী,দুই পয়সার আলতা মুভির গানগুলো আপলোড করবেন
ভালোবাসার মাঝে সুখ আছে । ভালো থাকার মাঝে কষ্ট আছে । ভালো রাখার মাঝে টান আছে । মনে রাখার মাঝে প্রান আছে । তাই মনে রেখ আমায় চিরদিন
হৃদয় ছুঁইয়ে গেলো
আমার অনেক প্রিয় গান আমি নিরিবিলি পরিবেশ একা একা এই পুরনো দিনের গান শুনতে পছন্দ করি
২০২৪ সালে এসে আমার মত কে কে এই গান শুনতে ভালবাসেন❤
চমৎকার গান। গীতিকার ও সুরকার কে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর হৃদয় স্পর্শ করা গান উপহার দেওয়ার জন্য। পুরান গানগুলো সত্যি চমৎকার।
অসম্ভব সুন্দর গানও ছবি।এগান জখনি সুনি তখনই চাঙা হয়ে জায় মন
একটা comment করেছেন, তাতে সহশ্র বানান ভুল। spelling গুলো খেয়াল করেননি।
ভালো বাসা।।এই গান গুলো মানুষের হৃদয়ে আজীবন থেকে যাবে।
সোনালী রূপালী পর্দার জনপ্রিয় একটি নাম শাবানা।
Q
Qq
Qq
Qqqqqqqqq
Qqqqqqqq
বাঙালি চিরদিন বিতর্ক করে যাবে কে সেরা! সাবিনা ইয়াসমিন নাকি রুনা লায়লা, শাবানা নাকি ববিতা, খালেদা জিয়া নাকি শেখ হাসিনা 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊।আর এই ছয় জন বাঙ্গালী জাতির কাছে আজীবন আইকন হয়ে থাকবে।
৯০ দশক ইজ বেস্ট 💚
যত দিন যাচ্ছে তোতই বেশি মিস করে চলেছি!
২০২৩ সালের নভেম্বরের রাতে কমেন্ট করে গেলাম।
আপনারাও কি সোনালী ৯০ দশক খুব মিস করেন ??
যেই জেনারেশন আসুক না কেনো যদি তাদের মধ্যে ভালো মন থাকে তাহলে ৯০ দশকের গানের প্রেমে পড়তে বাধ্য। ৯০ দশকের গান ওমর 🌻❤️🩹
ভালোবাসার মাঝে সুখ আছে । ভালো থাকার মাঝে কষ্ট আছে । ভালো রাখার মাঝে টান আছে । মনে রাখার মাঝে প্রান আছে । তাই মনে রেখ আমায় চিরদিন
এই গানটা বিশেষ করে ফাল্গুন/চৈত্র মাসে সন্ধ্যায় গাইলে খুব সুন্দর লাগে।
ছবি পুত্রবধু
ছোট বেলায় ছবিটি দেখেছিলাম। এবং আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম।
অসাধারণ সুন্দর গান। এই গান প্রকৃতি ও মানুষের মধ্যে একটি গভীর সম্পর্ক সৃষ্টি করে।
মন আকুল করা গান,শুধু শুনতেই ইচ্ছা করে, আবার যদি সেই সুনালী দিনগুলি ফিরে পেতাম
Yeah
খুব ইচ্ছে করে সাদাকালো জিবন টা যদি ফিরে পেতাম
Very excellent songs...Thanks
গীতিকার ও সুরকার দুজনেই অসাম
গানের কথাঃ সন্ধ্যারও ছায়া নামে এলো মেলো হাওয়া...
গীতিকারঃ মাসুদ করিম,
সুরকারঃ সুবল দাস,
মূলশিল্পীঃ সাবিনা ইয়াসমিন,
চলচ্চিত্রঃ পুত্রবধূ (১৩/০২/১৯৮১ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/শাবানা/কল্পনা/মঞ্জু দত্ত প্রমুখ,
গানের দৃশ্যেঃ শাবানা,রাজ্জাক ও গোলাম মোস্তফা,
পরিচালকঃ কামাল আহমেদ।
----------------
সন্ধ্যারও ছায়া নামে,এলো মেলো হাওয়া...
ভালোলাগে জীবনের এই গান গাওয়া...
সন্ধ্যারও ছায়া নামে...!
Music
একটি দুটি তাঁরা জ্বলে আকাশেরও কোলে...
ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে...
Music
একটি দুটি তাঁরা জ্বলে আকাশেরও কোলে...
ভিরু ভিরু চোখে কোন স্বপ্ন যে দোলে...
Short Music
সাতরঙা সেই রঙে মন হলে চাওয়া...
এইমন কখনও কি যায় ফিরে পাওয়া...?
সন্ধ্যারও ছায়া নামে,এলো মেলো হাওয়া...
ভালোলাগে জীবনের এই গান গাওয়া...
সন্ধ্যারও ছায়া নামে...!
Music
আঁধারেরও শেষে জানি আছে শুধু আলো...
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো...
Music
আঁধারেরও শেষে জানি আছে শুধু আলো...
অচেনাকে চিনে নিতে তাই লাগে ভালো...
Short Music
সে চেনায় হয় যদি আরো কিছু পাওয়া...
এ মনের সাধ্য কি আর পিছু ফিরে যাওয়া?
সন্ধ্যারও ছায়া নামে,এলো মেলো হাওয়া...
ভালোলাগে জীবনের এই গান গাওয়া...
সন্ধ্যারও ছায়া নামে...!
------
আপলোডঃ মইনুল জীবন।
Unparalleled brilliant singer nice performance famous in world ❤❤
এই গানগুলোর কথা আজও মনে পড়ে খুব মনে পড়ে এবং অনেক শুনতে ইচ্ছা করে এবং শুনি খুব ভালো লাগে আপনারা শুনবেন
?
অনেক অনেক ভালোবাসা আর ভাললাগার নির্যাস !
এই গান কখনো পুরানো হবে না।
Ai ganti sunte amar khub valo lage karan ami choto belay amar pishimar mukhe suntam ,ata amar smriti. Jini ganti geyechen onake anek thank you so much.
এই গানগুলো চিরকাল অমর হয়ে থাকবে।
আমার খুব ভালো লাগা একটি গান। স্কুলে বান্ধবিদের সাথে গাইতাম। গানের সাথে কত সৃতি জরিত। সাত রংয়ে রাঙা ছিলো জীবন টা তখন।
Hum