আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই কোনো শিল্পীকে মাথায় কাপড় দিয়ে গান গাইতে এই প্রথম দেখলাম এই প্রতিভাটা যদি সবার মধ্যে থাকতো তাহলে বাংলাদেশ আর অশ্লীলতার মধ্যে যেতো না মুগ্ধ হলাম প্রিয় শিল্পী কে দেখে
আহা কি কন্ঠ মনটা ভরে গেলো,সেই ছোটো বেলা থেকে শুনছি গানটি,কি মধুর কন্ঠ, ভালো থাকবেন ওপারে।আমি মনে করি বাংলাদেশে তার মতো এতো দরদী কন্ঠ আর কারও নেই, আজই দেখলাম
চোখের কোনে অটোমেটিক পানি চলে এলো। এমন কথা যিনি লিপিবদ্ধ করেছেন তার কথা চিন্তা করে, যিনি সুর করেছেন তার কথা চিন্তা করে, আল্লাহ তাদের কি প্রতিভা দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়ায়। এমন প্রতিভা কি পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্ম নিবে!!!! আমার মনে হয়না।।।
দেশে যাওয়ার প্রবল ইচ্ছে টা মূহুরতেই শেষ যখনই মায়ের কথা মনে পরে কার কাছে যাবো মা তো চলে গেছেন না ফেরার দেশে, আজকের এই জুমার দিনে,আল্লাহ যেন মাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন আমিন
আমি তাঁকে সব সময় আমার মা’য়ের মতো শ্রদ্ধার দৃষ্টিতে দেখেছি। শাহনাজ রহমতউল্লাহ আপনি বাঙ্গালী জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন !!
বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই এসব গান থাকবে মানুষের মধ্যে,,,কি কথা আর গাওয়ার ভংগি সুর,,, অসাধারণ,, যত শুনি ততই ভালো লাগে ,,যদিও গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আমাদের শেরে চোলে গেছেন
আমার মাতৃভূমি !! আমার মায়ের মতো !! দারুন আবেগ !! সবকিছু আজ বিলিন হয়ে গেছে নির্মমতার কাছে !! অথচ অনেক অভাবি মানুষ ছিল তখন !! তবুও উনারা দেশের জন্য অনেক কিছু দিয়ে গেছেন !! উনাদের জন্য বুক ভরা ভালবাসা রইলো !!
শ্রদ্ধেয় শিল্পী শেহনাজ রহমত উল্লাহ কে আমার শ্রদ্ধা নিবেদন ও প্রনাম। ভারত এর পশ্চিম বঙ্গ থেকে আমি ওনার গান শুনে মুগ্ধ যা ভাষায় প্রকাশ করা যাবে না । জানিনা বাঙলা দেশে ওনার মূল্যায়ন কতটা। তবে ভারত এ হলে ওনার মূল্যায়ন অনেক বেশি হত
শ্রদ্ধায় বুক গর্বে ভরে উঠে এমন মরমী শিল্পী আমাদের দেশে জন্ম নিয়েছিলো। ইতিহাস হয়ে থাকবে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, এন্ড্রো কিশোর,সৈয়দ আঃ হাদি, আঃ জব্বাররা। বাঙালি জাতি চিরকাল তাদের স্মরন করবে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ।
চমৎকার একটি দেশাত্মবোধক গান. এই গান শোনার সাথে সাথে যে কোনো বাংলাদেশি থমকে দাঁড়াবে. সব দর্শকএর চোখে স্বদেশ প্রেমের অসাধারণ অনুভূতি দেখতে পাচ্ছি. মাশাল্লাহ
এই গানটা শুনে কাঁদতাম বিদের মাটিতে সবাই যখন রাতে ঘুমায় পড়তো তখন মোবাইলে গান দিয়ে হেডফোনে লাগিয়ে গান শুনতাম এবং রাতের আধার একা একা নিরবে কাদতাম এখনো গান টা শুনে কেঁদে ফেল লাম
আমি এখন বিদশে আছি সব সময় এই গানটা শুনি সেই ছেলে কত ছোট বেলায় বিদশে এসেছি এই গান টা শুনলে সেই গ্যাম লতা পাতা সাজানো ছায়া গ্যামের কথা মনে পড়ে যায় এখনো আমি এই গান টা শুনে কাঁদলাম
দেশের গানটি শুনে চোখের জল আসে অসাধারণ কন্ঠ অসাধারণ গান ।শাহনাজ আপুকে ছালাম ।সত্যই এই বাংলাদেশে জন্ম নিয়ে আমরা ধন্য। এমন দেশ আর কোথায়ও নেই। বাংলাদেশ আমার গর্ব আমার অহংকার।
কিংবদন্তি শিল্পী শাহনাজ। তিনি নটরডেম কলেজের একটি অনুষ্ঠানে গান করেন। তিনি তখন নবম শ্রেণীর ছাত্রী। আমি ছাত্র ছিলাম কলেজের। তার মা সাথে এসেছিল। খুব সুন্দর গেয়েছিলেন শাহনাজ। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন আমিন
যেমন গান, তেমনি অসাধারণ এক গ্রাম্য বধুর সাজে সজ্জিত হয়ে গানটি গেয়েছেন। অসাধারণ গেয়েছেন 🌺🌺🌺🌺 যতবার শুনি খুব ভালো লাগে আবার আবেগে আপ্লুত হয়ে হৃদয়ে দাগ কেটে যায়।আর ভালো লাগেনা, মনে হয় এখনি ছুটে যাই। আমার সেই ছোট্ট সোনারগায়। যত কষ্ট হোক যেতে পারিনা। কারন আমি যে প্রবাসী 🥺🥺🥺🥺😭😭😭😭😭
গানটির পুরোপুরি মর্ম বুঝি যখন আমি দেশের বাহিরে থাকতাম তখন। সেই --- সুর ------"একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার,, গায়। গ্রামের মাটি ও মানুষের কথা দুচোখে বেসে উঠতো।
এ গানটি যখন শুনি,চোখের সামনে ভেসে উঠে, সেই শৈশব স্মৃতি বিজড়িত দিন গুলোর কথা। মেঠো পথ, সোনালী ধান খেত,, ধনাগোদা নদীর স্রোতধারা,,, শীত কালে খেজুরের রস,,,, খাল, ডোবা নালায় হাত দিয়ে মাছ ধরা, সব কিছুই যেন জীবন্ত হয়ে ধরা দেয় চোখের সামনে।।
আমাদের শৈশব, আমাদের কৈশোর, তারুণ্য পেরিয়েও দেখি সেই একই অনুভূতি! দেশটাকে যে মায়ের মতই ভালবাসি। সেই ভালবাসা যেন প্রতিটা মানুষের হৃদয়ে উচ্ছ্বল আবেগ সৃষ্টি করে
সত্তিকারের শেক মুজিবের চাওয়া, অর্থাত আমাদেরই বাংলা মায়ের সোনার বাংলার ভালোবাসার প্রতি যে দরদী দীর্ঘশ্বাস তারই স্পর্শ পায়ার একটি মুহূর্তের ছন্দ । তবে বরতমান এই মুহুর্তের বাংলাদেশে খোঁজে করলে কষ্টের কারন হবে।
সেই 94 সাল ইঞ্জিনিয়ারিং পাশের পর থেকে চাকরি জীবনে বিভিন্ন জায়গায় আছি আল্লাহর রহমতে গভমেন্টের এনার্জি সেক্টর একটি বড় পদে আছে কিন্তু শাহনাজ রহমতুল্লাহর গান শুনলে আমার ছোটবেলার কথা মনে হয় নরসিংদীর জেলা শিবপুর উপজেলার আড়ালি গ্রামে যেখানে আমার শৈশব ছাত্রজীবন কেটেছিল যেখানে আমার প্রাণ প্রিয় মা শুয়ে আছে
রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, কনক চাঁপা র কথা মাথায় রেখেই বলছি-- শাহনাজ রাহমাতুল্লাহ প্রাণের গান গেয়েছেন অসাধারণ হৃদয় দিয়ে, দেশের গান গেয়েছেন প্রাণের স্পর্শ মিশিয়ে। প্রাণের গান আর দেশের গানে শাহনাজ রাহমাতুল্লাহ সবার সেরা!!!
মায়ের মায়ের উদর থেকে পৃথিবীতে এসে প্রথমে পবিত্র আযান বাণী আমার কানে শুনেয়েছে । এর পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন এই একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ গান প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবসে বাজানোর ফলে শুনে শুনে বড় হয়েছি। এই দেশাত্ববোধক গানটা মূল শিল্পির কন্ঠে শুনার পর মনটা অস্তির ভাব শুরু হয়ে গেল। আজ এই বিখ্যাত গানের গীতিকার, সুরকার ও শিল্পী কেউ বেচে নাই তাই অন্তরা হুহু করে এক মায়ায় কেঁদে উঠলো। ইয়া আল্লাহ তায়ালা তুমি তাদেরকে মাপ ও জান্নাত নসীব করুন। আমীন।
আমি ভারত থেকে দেখছি, ম্যামের যেমন কন্ঠ তেমন ভদ্র পরিহিত শাড়ি এই গানগুলো সব সময় জনপ্রিয়তার শীর্ষে থাকবে।
My, and my mother favorite singer,............. Allah give best paradise him..... Ameen...........
ওহ্। সেই কন্ঠ এই বয়সেও এতটুকু পরিবর্তন হয়নি। হুবহু আগের সেই কন্ঠ। শাহনাজ রহমতউল্লাহ বাংলাদেশে একজনই।
It was lipsync
আহা কন্ঠ, সোনায় বাধিয়ে অন্তরে রেখে দেয়ার মতো। ছোটবেলায় স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে শুনেছিলাম প্রথম। এরকম কন্ঠের প্রেমে পড়তে চাই যুগ যুগ ধরে। পাগল করা সুর। ভালো থাকুন শাহনাজ রহমতুল্লাহ। আল্লাহ যেন আপনাকে বেহেশতে রাখেন। আমিন। এমন গান উপহার দিয়েছেন, সমস্ত অশ্লীলতা দূর হবে এমন সাংস্কৃতিক উপাদানেই।
শ্রদ্ধা এবং বিনয়ে স্মরণীয় হয়ে থাকুক আমাদের কাছে!
এই গানের অর্থ একমাত্র প্রবাসী ছাড়া কেউ বুজবে না । খুব মিস করি সেই গ্রামের মাঠ ঘাট সরিষা ভরা ক্ষেত । ধানে ভরা জমি বর্ষার দিনে বৃষ্টি 🪙
ভালো থাকবেন ভাই
❤❤❤
শিল্পী আজীবন মানুষের মাঝে বেঁচে থাকবে।
😢
সত্যি ই তাই,, এই বাংলাদেশ ছেড়ে অনেক দুরে থাকা খুব কস্টের,,উপলব্ধি করছি,,,😢
"শাহনাজ রহমতুল্লাহ" দেশের অহঙ্কার কিংবদন্তি কণ্ঠশিল্পী, শ্রদ্ধেয়া শাহনাজ আপা ভাল থাকুন ওপারে।
আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন, আমিন।
আনোয়ার পারভেজ ও জাফর ইকবালের আপন বোন।শেষ জীবনে খোদাভীরু হয়ে গান কমিয়ে দেন।এখন পরকালে, আল্লাহ তাদের ৩ জনকে বেহেস্তবাসি করুন।
আমিন
সকল বিদেহী আত্মা সহ ভালো থাকবেন পরপারে, আমিন
😄😅😅
শাহনাজ রহমত উল্লাহ বাংলাদেশের একজন কিংবদন্তি কন্ঠ শিল্পী।
মহান আল্লাহ বোন শাহনাজকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমীন
শাহনাজ রহমতুল্লাহ বাংলাদেশে একজনই।
আহা কি কন্ঠ মনটা ভরে গেলো,সেই ছোটো বেলা থেকে শুনছি গানটি,কি মধুর কন্ঠ, ভালো থাকবেন ওপারে।আমি মনে করি বাংলাদেশে তার মতো এতো দরদী কন্ঠ আর কারও নেই।💞🙏
বিয়াল্লিশ বছর পর আবার পাগল করে দিলেন,দিদি। ঐ উদাস করা সুর তখনো আমাকে উদাসিন করতো,আজ দেখছি, অনুভূতি তেমন ই আছে। অনেক অনেক ধন্যবাদ,দিদি।
আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই কোনো শিল্পীকে মাথায় কাপড় দিয়ে গান গাইতে এই প্রথম দেখলাম এই প্রতিভাটা যদি সবার মধ্যে থাকতো তাহলে বাংলাদেশ আর অশ্লীলতার মধ্যে যেতো না মুগ্ধ হলাম প্রিয় শিল্পী কে দেখে
তাকে দেখলে শ্রদ্ধা সন্মান এমনিতেই আসে।
এটাই বাংলাদেশের সংস্কৃতি তা হলো শালীনতা।যা এখন ধ্বংস হতে চলেছে।
Tai
শাহনাজ রহমতুল্লাহ সকল অনুষ্ঠানে এমন পোষাকে উপস্থিত হন।(আমার দেখা মতে)।
❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤😂❤😂😂❤❤❤❤
"শাহনাজ রহমতুল্লাহ "এক কথায় অনন্য অসাধারণ একজন শিল্পী। তাহার সাথে অন্য কারোর তুলনা করা চলে না।
অতূলনীয়। অনন্যসাধারণ।
ভয়ংকর হৃদয় নিঙরানো।
বুকফেটে কান্নার ঝড়। চলে যাই
মহামূল্যবান ফেলে আসা দিনগুলোতে।
কতই না বিমূর্ত মধুরতম আবেগপূর্ণ
হৃদয়গ্রাহী ভূবনভোলানো কন্ঠস্বর ও সুর লহরী।
শাহনাজ রহমতুল্লাহ" দেশের অহঙ্কার কিংবদন্তি কণ্ঠশিল্পী, শ্রদ্ধেয়া শাহনাজ আপা ভাল থাকুন ওপারে।
আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন, আমিন।
আহা কি কন্ঠ মনটা ভরে গেলো,সেই ছোটো বেলা থেকে শুনছি গানটি,কি মধুর কন্ঠ,
ভালো থাকবেন ওপারে।আমি মনে করি বাংলাদেশে তার মতো এতো দরদী কন্ঠ আর কারও
নেই, আজই দেখলাম
"শাহনাজ রহমতুল্লাহ" দেশের অহঙ্কার কিংবদন্তি কণ্ঠশিল্পী, আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন, আমিন।
বড় ভালোবাসি তোমায়, আমার প্রিয় জন্মভূমি ❤❤
আমার সালাম জানালাম আমার দেশের অহঙ্কার কিংবদন্তি কণ্ঠশিল্পী সাহনাজ রহমাতুল্লাহ কে। কোনো তুলনা নাই।
অপূর্ব ! অপূর্ব !! অপূর্ব !!!! মাগো তুমি বেচে থাকো হাজার হাজার বছর ধরে আমাদের মধ্যে তোমার মমতাময়ী সুরের মাঝে। গান যখনই শুনি তখনই মাতৃভূমির মায়ায় কাঁদতে শুরুকরেদেই। আমি কখনোই এগান পুরাপুরি শুনতে পারিনা। এগান যখনই শুনি খাওয়া দাওয়া ঘুম ভুলে যাই। আমি আবেগপ্লুত হয়ে যাই।
এই গানটি শুনলে শরীর কাটা দিয়ে উঠে। কি সুর। কি কণ্ঠ। কি কথা। শাহনাজ রহমতুল্ল্যাহ বাংলাদেশের রত্ন। অসাধারণ সংগীত।
চোখের কোনে অটোমেটিক পানি চলে এলো। এমন কথা যিনি লিপিবদ্ধ করেছেন তার কথা চিন্তা করে, যিনি সুর করেছেন তার কথা চিন্তা করে, আল্লাহ তাদের কি প্রতিভা দিয়ে পাঠিয়েছেন এই দুনিয়ায়। এমন প্রতিভা কি পৃথিবীতে আর দ্বিতীয়বার জন্ম নিবে!!!! আমার মনে হয়না।।।
❤❤❤❤
এতো বড়ো গুনি শিল্পী একবারই জন্মায়। মহান আল্লাহ্ বেহেশত নসীব করুন।
16 কোটি বাংলার মানুষের হৃদয়ের স্পন্দন এই গান জাগায়।
বর্তমান জুগে অটো টিউন দিয়েও এত সুন্দর কণ্ঠ আনা যায় না ... এ সবই আল্লাহর দান ।।
দেশে যাওয়ার প্রবল ইচ্ছে টা মূহুরতেই শেষ যখনই মায়ের কথা মনে পরে কার কাছে যাবো মা তো চলে গেছেন না ফেরার দেশে, আজকের এই জুমার দিনে,আল্লাহ যেন মাকে জান্নাতুল ফেরদাউস নাসিব করেন আমিন
Ameen
ইস্ কি দিন ছিলো, শালীনতার মাঝে কত সুন্দর গান উপস্থাপন... অনেক মিস করি সেই সোনালী দিন গুলো😍😍
গানটা শুনলে গ্রামের কথা মনে পড়ে যায়। হলুদ সরষে ফুলে ভরা মাঠে হাঁটতাম আর শুনতাম ❤
এত ভালো একজন শিল্পী বাংলাদেশে জন্মেছিলেন, ধন্যবাদ আমি বাংলা মাগো তোমার বুকে ঠাই পেয়ে
গান গাওয়ার জন্য শরীর পরিদর্শন করতে হয় না কি সুন্দর করে শাড়ি পরে গানটা গাইলো অসাধারণ লাগছে
ভাই গান ইসলামে হারাম বোকরার মধ্যে বসে গাইলে আর ভাল হত
بهووووت شكريييييياااا١....
সব কিছুতেই নেগেটিভ। এর নাম আপনি
sohomoth
@@samiyusufattousifabdullahi1118 35
গানটি যতবার শুনি ততোবার গানের মাঝে হারিয়ে যায়।।।। আল্লাহ আপনাকে জান্নাতুল মাকাম দান করুক,,আমিন।।।
এমন কন্ঠে গান গা্ওয়ার লোকটি আর বাংলায় ফিরবেন না,উনিবেছে আছে কুটি কুটি মানুষের মাঝে আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌসের অধিকার করিয়ে দিন আমিন।
দেশের গান,,তার উপর অসাধারণ কন্ঠ। গায়ের পশম দাড়িয়ে আছে। হৃদয় ছুয়ে গেল আপু। thanks শাহানাজ রহমতুল্লাহ।
সত্যিই এক কথায় অসাধারণ, বলার অপেক্ষা রাখে না,,, এই রকমের গুণী শিল্পী আর আসবে না।।আল্লা তুমি এই গুণী শিল্পীকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দিও,,,
গানের মধ্যে তুলে ধরেছেন গ্ৰামের অপরুপ রুপ।কি অসাধারণ সুরের মূর্ছনা।
আমি তাঁকে সব সময় আমার মা’য়ের মতো শ্রদ্ধার দৃষ্টিতে দেখেছি।
শাহনাজ রহমতউল্লাহ আপনি বাঙ্গালী জাতির কাছে চির স্মরনীয় হয়ে থাকবেন।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।
আমিন !!
অরিজিনাল গলায় শুনতে আলাদা এক অপরিসীম অনুভুতি ( পশ্চিম বঙ্গ থেকে)
বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই এসব গান থাকবে মানুষের মধ্যে,,,কি কথা আর গাওয়ার ভংগি সুর,,, অসাধারণ,, যত শুনি ততই ভালো লাগে ,,যদিও গানটির গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আমাদের শেরে চোলে গেছেন
আমার মাতৃভূমি !! আমার মায়ের মতো !! দারুন আবেগ !! সবকিছু আজ বিলিন হয়ে গেছে নির্মমতার কাছে !! অথচ অনেক অভাবি মানুষ ছিল তখন !! তবুও উনারা দেশের জন্য অনেক কিছু দিয়ে গেছেন !! উনাদের জন্য বুক ভরা ভালবাসা রইলো !!
শাহনাজ রহমতুল্লাহর কালজয়ী দেশাত্মবোধক গান।
শ্রদ্ধেয় শিল্পী শেহনাজ রহমত উল্লাহ কে আমার শ্রদ্ধা নিবেদন ও প্রনাম। ভারত এর পশ্চিম বঙ্গ থেকে আমি ওনার গান শুনে মুগ্ধ যা ভাষায় প্রকাশ করা যাবে না । জানিনা বাঙলা দেশে ওনার মূল্যায়ন কতটা। তবে ভারত এ হলে ওনার মূল্যায়ন অনেক বেশি হত
সত্যি মনমুগ্ধকর করা গান, প্রাণ জুড়িয়ে যায় এই অপূর্ব গান শুনে। সত্যিই আমরা ধন্য, এই বাংলার মাটিতে জন্ম নিয়ে।
নিখাদ এক কণ্ঠে চমৎকার কথাগুলো
হৃদয় স্পর্শ করে দেয়।
শ্রদ্ধায় বুক গর্বে ভরে উঠে এমন মরমী শিল্পী আমাদের দেশে জন্ম নিয়েছিলো। ইতিহাস হয়ে থাকবে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, শাহনাজ রহমতউল্লাহ, এন্ড্রো কিশোর,সৈয়দ আঃ হাদি, আঃ জব্বাররা। বাঙালি জাতি চিরকাল তাদের স্মরন করবে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ।
চমৎকার একটি দেশাত্মবোধক গান. এই গান শোনার সাথে সাথে যে কোনো বাংলাদেশি থমকে দাঁড়াবে. সব দর্শকএর চোখে স্বদেশ প্রেমের অসাধারণ অনুভূতি দেখতে পাচ্ছি. মাশাল্লাহ
এই গানটা শুনে কাঁদতাম বিদের মাটিতে সবাই যখন রাতে ঘুমায় পড়তো তখন মোবাইলে গান দিয়ে হেডফোনে লাগিয়ে গান শুনতাম এবং রাতের আধার একা একা নিরবে কাদতাম এখনো গান টা শুনে কেঁদে ফেল লাম
আমি এখন বিদশে আছি সব সময় এই গানটা শুনি সেই ছেলে কত ছোট বেলায় বিদশে এসেছি এই গান টা শুনলে সেই গ্যাম লতা পাতা সাজানো ছায়া গ্যামের কথা মনে পড়ে যায় এখনো আমি এই গান টা শুনে কাঁদলাম
You are very brilliant singer with sweet melodies voice. Keep it up. Take care. From Odisha 🇮🇳
দেশের গানটি শুনে চোখের জল আসে অসাধারণ কন্ঠ অসাধারণ গান ।শাহনাজ আপুকে ছালাম ।সত্যই এই বাংলাদেশে জন্ম নিয়ে আমরা ধন্য। এমন দেশ আর কোথায়ও নেই। বাংলাদেশ আমার গর্ব আমার অহংকার।
দেশের গান গাইলে অনেক সম্মান পাওয়া যায় ৷
আমাদের একজন শাহনাজ, একজন সাবিনা, একজন রুনা আছে বলেই আমাদের দেশাত্মবোধক গানগুলো এতটা হৃদয়স্পরশী!!
বাংলার বউ বাংলা মায়ের সুমধুর গান । ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি । ভারত থেকে হারাধন দাশ ।
সত্তি গুনমান এক জন শ্লিপি ছিলেন উনি আল্লাহ৷ ওনাকে জানাত্তে উচা মোকাম দান করুক৷ আমিন
কতজন কেঁদেছেন গানটি শুনে, আমিতো কেঁদেই ফেলেছি।
শাহনাজ রহমতুল্লা গান গায় দেশেতব্দা। যাহা অনেক পূর্ববে থেকে শুনে থাকি।
১৬ কোটি মানুষের হৃদয়ের স্পন্দনের গান,,, সত্যি অসাধারণ গেয়েছেন ❤️💜💙💚
এ এক অবিস্মরণীয় সৃষ্টি, এই গান যুগ যুগ বাংগালির ধমনীতে প্রবাহিত হবে।
শাহনাজ রহমতুল্লা....
এই কন্ঠ আর হবে না।
আমি বাকরুদ্ধ। প বঙ্গ থেকে।গান জীবনে প্রচুর শুনেছি তবে এই গানটি না শুনলে মনে হয় অসম্পূর্ণ থেকে যেত।
Asadharon displayed by Salma.83 yrs old RTD Engineer from Bangalore.
উনার প্রতিটি গান খুব হৃদয় দিয়ে গাওয়া।এমন কাউকে দেখেনি এমন ভাবে গান গাইতে।অনেক গান তো আছে শুধু চোখে জল গড়িয়ে পড়ে।উনাকে আল্লাহ্ ক্ষমা করে দিও।
মাশাআল্লাহ, আমার বাংলা মায়ের গান কতো সুন্দর ❤❤
গানটা শুনলে মনটা জুড়িয়ে যাই,আজকে ওনি নেই,আল্লাহ যেনো তাকে বেশেস্তো নসিব করেন।ওনি আনোয়ার পারভেজ এবং জাফর ইকবালের বড় বোন ছিলেন।
কিছুক্ষণ এর জন্য হারিয়ে গিয়েছিলাম সেই ছোট্ট বেলায়
গানটা শুনলে ছোট বেলার অনেক স্মৃতি মনে পরে যায়,অসাধারণ🎉🎉
ভারত থেকে ভালোবাসা রইলো 🙏🙏❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
ছোট্ট খোকির মতো কি মধুর গান, কি মধুর আবেগ মিশ্রিত, এই গানগুলো শুধু আমাদের স্বর্ণালী যুগের মানুষদের দ্বারাই সম্ভব।
এই যুগের দেহ বিলিয়ে দেয়া।নসটারা দেখ।কতো সুন্দর করে।গান গেয়েছে।
চোখের পানি ধরে রাখতে পারলাম না মা
জানিনা কেন যে শাহানজ আপার কনঠো শুনে আমার গাযের পোরতিটি লোম শিউরে উঠে।
একটা অন্যতম সেরা দেশাত্ববোধক গান। এই গানটা ছাড়া ২৬শে মার্চ,১৬ই ডিসেম্বর অপুর্ন থেকে যায়। অনেক দোয়া রইল এই লিজেন্ড সিঙ্গারের জন্য।
বাংলার মাটির যে সোঁদা গন্ধ, মায়ের আঁচলের যে গন্ধ , বাবার ঘর্মাক্ত গায়ের গন্ধ সব খুঁজে পাই শাহনাজ রহমতউল্লার কণ্ঠে।
May Allah Subhanahu Wa Ta’ala bless her with Jannatul Ferdous. Ameen
বিংশ শতাব্দীর সবাই এক অনন্য মেধাবী। তারা ছিলেন অনেক স্মার্ট এবং বিনয়ী ❤️
"শাহনাজ রহমতুল্লাহ " "শাহনাজ রহমতুল্লাহ " ই । অনন্য ও অসাধারণ । অন্য কারোর তুলনা করা চলে না। দোয়া রইল,,শ্রদ্ধেয় শাহনাজ আপা। ভাল থাকুন পরপারে।
গানের মধ্যে যেন পুরো বাংলাদেশ ফুটে উঠে!
ক্লাস ফাইভের কথা মনে পড়ে গেলো। আমাদের বান্ধবীরা শুধু এই গানটা হয়তো কতবার যে শুনেছি তার ইয়ত্যা নাই।
মনটা ভরে গেল
কিংবদন্তি শিল্পী শাহনাজ। তিনি নটরডেম কলেজের একটি অনুষ্ঠানে গান করেন। তিনি তখন নবম শ্রেণীর ছাত্রী। আমি ছাত্র ছিলাম কলেজের। তার মা সাথে এসেছিল। খুব সুন্দর গেয়েছিলেন শাহনাজ। আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুন আমিন
যেমন গান, তেমনি অসাধারণ এক গ্রাম্য বধুর সাজে সজ্জিত হয়ে গানটি গেয়েছেন।
অসাধারণ গেয়েছেন 🌺🌺🌺🌺
যতবার শুনি খুব ভালো লাগে আবার আবেগে আপ্লুত হয়ে হৃদয়ে দাগ কেটে যায়।আর ভালো লাগেনা, মনে হয় এখনি ছুটে যাই।
আমার সেই ছোট্ট সোনারগায়।
যত কষ্ট হোক যেতে পারিনা।
কারন আমি যে প্রবাসী 🥺🥺🥺🥺😭😭😭😭😭
গানটির পুরোপুরি মর্ম বুঝি যখন আমি দেশের বাহিরে থাকতাম তখন। সেই --- সুর ------"একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার,, গায়। গ্রামের মাটি ও মানুষের কথা দুচোখে বেসে উঠতো।
গানটি যতোবারই শুনি ততবারই চোখের জল আসে। ( ভারতের আসাম থেকে ) ।
ধন্যবাদ।
শাহনাজ রহমতুল্লাহ আজও এই শিল্পীর দেশাত্মবোধক গান এবং আধুনিক সংঙ্গীত মানুষের অন্তরে গেথে আছে।
এখনো অ সাধারণ কন্ঠ
আমি মালদা ভারত থেকে
আপার গান শুনলাম। মন ভরে গেলো
উনি ওপারে ভালো থাকুন এই দোওয়া করি। আমিন।
😂
আমার জীবনের সেরা একজন শিল্পী
যার গানের মর্ম এতই যে মধুর যা মুখের ভাষায়
বুঝানো অসম্ভব......... ★★★★★★★
কন্ঠে কি মায়া! চোখে পানি চলে আসলো। ভালো রাখুক আল্লাহ ঐপারে আপনাকে ম্যাডাম।
আরে কি আওয়াজ মনকে হৃদয়কে ছুঁয়ে যায় উনাকে এ আওয়াজের জন্য অনেক ধন্যবাদ
শাহনাজ রহমতুল্লাহ এইসবগানগুলো চোখ পানি আসে শাহনাজ রহমতুল্লাহ শিল্পী ধন্যবাদ আমি আল্লাহ কাছে দোয়া করি
এ গানটি যখন শুনি,চোখের সামনে ভেসে উঠে, সেই শৈশব স্মৃতি বিজড়িত দিন গুলোর কথা। মেঠো পথ, সোনালী ধান খেত,, ধনাগোদা নদীর স্রোতধারা,,, শীত কালে খেজুরের রস,,,, খাল, ডোবা নালায় হাত দিয়ে মাছ ধরা, সব কিছুই যেন জীবন্ত হয়ে ধরা দেয় চোখের সামনে।।
আমাদের শৈশব, আমাদের কৈশোর, তারুণ্য পেরিয়েও দেখি সেই একই অনুভূতি!
দেশটাকে যে মায়ের মতই ভালবাসি।
সেই ভালবাসা যেন প্রতিটা মানুষের হৃদয়ে উচ্ছ্বল আবেগ সৃষ্টি করে
শাহনাজ রহমতুললাহ বাংলাদেশ এর গর্ব 🫡🫡🫡🇧🇩🇧🇩🇧🇩
অতি সুন্দর গেয়েছেন , গানটাও ছিল বড়ই আনন্দ দায়ক ।
গানের পাখি শাহানাজ রহমতউল্লাহ্ কত সুন্দর কন্ঠ !
আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার কবরকে সম্মানিত করুক
সত্তিকারের শেক মুজিবের চাওয়া, অর্থাত আমাদেরই বাংলা মায়ের সোনার বাংলার ভালোবাসার প্রতি যে দরদী দীর্ঘশ্বাস তারই স্পর্শ পায়ার একটি মুহূর্তের ছন্দ । তবে বরতমান এই মুহুর্তের বাংলাদেশে খোঁজে করলে কষ্টের কারন হবে।
সেই 94 সাল ইঞ্জিনিয়ারিং পাশের পর থেকে চাকরি জীবনে বিভিন্ন জায়গায় আছি আল্লাহর রহমতে গভমেন্টের এনার্জি সেক্টর একটি বড় পদে আছে কিন্তু শাহনাজ রহমতুল্লাহর গান শুনলে আমার ছোটবেলার কথা মনে হয় নরসিংদীর জেলা শিবপুর উপজেলার আড়ালি গ্রামে যেখানে আমার শৈশব ছাত্রজীবন কেটেছিল যেখানে আমার প্রাণ প্রিয় মা শুয়ে আছে
লিজেন্ড! সালাম ও শ্রদ্ধা অনেক; আমার প্রিয় শিল্পী। ওপারে ভালো থাকবেন সবসময়।
সারা বাংলাদেশের প্রিয় গায়িকা
শাহনাজ রহমতুল্লাহ ম্যম
বেঁচে থাকবে হাজারো বছর
Bangladesh is the best country of the world !! I love my Bangladesh!!! I can feel my mother land with this song!!
রুনা লাইলা, সাবিনা ইয়াসমিন, কনক চাঁপা র কথা মাথায় রেখেই বলছি-- শাহনাজ রাহমাতুল্লাহ প্রাণের গান গেয়েছেন অসাধারণ হৃদয় দিয়ে, দেশের গান গেয়েছেন প্রাণের স্পর্শ মিশিয়ে। প্রাণের গান আর দেশের গানে শাহনাজ রাহমাতুল্লাহ সবার সেরা!!!
ধন্যবাদ... এতো মিষ্টি করে কাঁদিয়ে দেয়ার জন্য
মায়ের মায়ের উদর থেকে পৃথিবীতে এসে প্রথমে পবিত্র আযান বাণী আমার কানে শুনেয়েছে ।
এর পরে আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন এই একবার যেতে দেনা আমার ছোট্ট সোনার গাঁ গান প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবসে বাজানোর ফলে শুনে শুনে বড় হয়েছি।
এই দেশাত্ববোধক গানটা মূল শিল্পির কন্ঠে শুনার পর মনটা অস্তির ভাব শুরু হয়ে গেল।
আজ এই বিখ্যাত গানের গীতিকার, সুরকার ও শিল্পী কেউ বেচে নাই
তাই অন্তরা হুহু করে এক মায়ায় কেঁদে উঠলো। ইয়া আল্লাহ তায়ালা তুমি তাদেরকে মাপ ও জান্নাত নসীব করুন। আমীন।
ami kolkata theke bolchi didi emon hridoy mon dhele geyechen jotobar suni mayer kotha bhishon mone pore .
❤❤❤❤❤❤😢😢😢😢😢😢এরকম কন্ঠ শিল্পি আর পাবেনা বাংলাদেশ😢😢😢😢😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
অনেক সুন্দর লাগছে
এ-ই গান অনেকদিন পরে শুনিলাম । রাত দশটা ১১টা রেডিও গান,।বাবা মাঝে বকছে লেখা পড়া নাই খুবুই ভালো লাগিল