লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে.Flipkart সাইটে Redmi Note 13Pro+5G!এখন অত্যন্ত সস্তায় !

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে!
    Flipkart সাইটে Redmi Note 13 Pro+ 5G ফোন!
    এখন অত্যন্ত সস্তায় !
    রেডমির 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ দুর্দান্ত 5G স্মার্টফোন
    দুর্দান্ত কোয়ালিটি দারুন ফিচার!
    গত বছরের জানুয়ারি মাসে Redmi Note 13 5G ফোনটি সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ। শাওমির কাছে প্রতিটি সেগামেন্টে একাধিক দুর্দান্ত স্মার্টফোন রয়েছে। কোম্পানি তার মিড রেঞ্জ স্মার্টফোন রেডমি নোট 13 5জি ফোনের দাম একধাপে কমিয়ে দিয়েছে।
    রেডমি নোট 13 5জি ফোনটি Flipkart সাইটে সস্তায় বিক্রি হচ্ছে। এখানে রেডমি ফোনের 256 জিবি স্টোরেজ মডেলটি 17,999 টাকায় লিস্ট করা। তবে এখন এই ফোনটি 21 শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। ফোনটি 22,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
    শুধু তাই নয়, রেডমি নোট 13 5জি ফোনের 256 জিবি মডেলটি Flipkart Axis Bank Credit Card দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া কোম্পানি যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড়ও দেওয়া হচ্ছে।
    ফোনটিতে রয়েছে উন্নত ডিসপ্লে স্ক্রিন, 33 ওয়াট চার্জিং সাপোর্ট এবং 108MP+8MP+2MP এর চমৎকার রিয়ার ক্যামেরা।
    ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি চিপসেট প্রসেসর, অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম, 6.67 ইঞ্চি ডিসপ্লে স্ক্রিন এবং 5000mAh এর ব্যাটারি।
    যদি আপনি এই অসাধারণ ফোনটি কিনতে চান, তবে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে আপনাদের বলবো ফোনটির ফিচার, দাম এবং বিশেষত্বের বিস্তারিত বিবরণ।
    ফোনটির ডিসপ্লে 6.67 ইঞ্চি । এতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 nits উজ্জ্বলতার AMOLED স্ক্রিন।
    ফোনটিতে 108MP+8MP+2MP এর রিয়ার ক্যামেরা রয়েছে। এছাড়া, এতে 16MP এর উচ্চমানের সেলফি ক্যামেরাও রয়েছে।
    এই ফোনটিতে 128GB এবং 256GB স্টোরেজ অপশন রয়েছে। RAM-এর তিনটি বিকল্প - 6GB, 8GB এবং 12GB।
    ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 অক্টা-কোর প্রসেসর রয়েছে। এটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে চলে।
    রেডমি ফোনের ব্যাটারি 5000mAh, যা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
    এই ফোনটি চারটি রঙে উপলব্ধ -স্টিলথ ব্ল্যাক, প্রিজম গোল্ড, ক্রোমাটিক পার্পল এবং আর্কটিক হোয়াইট।
    Flipkart-এ 6+128GB এর জন্য 20,999, 8+256GB এর জন্য 22,999 এবং 12+256GB এর জন্য 24,999 টাকা দাম।
    এই ফোনে বর্তমানে 27%, 21% এবং 28% পর্যন্ত চমৎকার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।
    ডিসকাউন্টের পরে ফোনটির দাম যথাক্রমে 15,299, 17,999টাকা।
    Axis ক্রেডিট কার্ড ব্যবহার করে কিনলে 765 অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

ความคิดเห็น •