Technology Gurujee
Technology Gurujee
  • 28
  • 12 823
১০ হাজার টাকার মধ্যে ৬টি শক্তিশালী স্মার্টফোন
মাত্র ১০ হাজার টাকার মধ্যে ৬টি শক্তিশালী স্মার্টফোন !
পাওয়া যাচ্ছে দারুন সব স্পেসিফিকেশন ?
দেখে আপনি খুশি হয়ে যাবেন!
স্মার্টফোন কিনতে চান ?
বাজেট 10 হাজারের কম ?
তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য।
মাত্র ১০ হাজারেও কম দামের বেশ কিছু দারুণ 5G স্মার্টফোনের নাম আর ফিচার ৷
যদি আপনি নিজের জন্য বা প্রিয়জনের জন্য একটি সস্তা স্মার্টফোন কেনার কথা ভাবছেন, যা দৈনন্দিন কাজ সহজ করতে পারে, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। বাজারে অনেক বিকল্প উপলব্ধ থাকায় সস্তা স্মার্টফোনে ভালো প্রসেসর, পর্যাপ্ত ব্যাটারি, শক্তিশালী ক্যামেরা এবং অন্যান্য প্রয়োজনীয় ফিচার পাওয়া বেশ কঠিন।
যুগের সঙ্গে তাল মেলাতে প্রতিমুহূর্ত আমাদের নজর থাকে স্মার্টফোনে ৷ বলা যায় স্মার্টফোন ছাড়া একটা মুহূর্ত কল্পনাকরা যায় না ৷ কর্মক্ষেত্রে যে কোনও ধরনের ক্যালকুলেশন থেকে শুরু করে তথ্য নোট ডাউন করতে ভরসা স্মার্টফোন ৷ এক কথায় স্মার্টফোনের সুবিধা আমাদের ব্যক্তিগত এবং পেশাদার দু’টি ক্ষেত্রেই অপরিহার্য় ৷ বর্তমান যুগে স্মার্টফোন কেনা বিলাসিতা নয়, অত্যাবশ্যকীয় ইলেকট্রনিক্স গেজেটে পরিনত হয়েছে । স্মার্টফোন শুধুমাত্র যোগাযোগের জন্য নয়, বিনোদন থেকে বাজারের তালিকা সব কিছুর জন্যই ভরসা স্মার্টফোন ৷ কিন্তু স্মার্টফোনের বাজেট যদি 10 হাজার বা তার কম হয় তবে তা নিয়ে একটি চিন্তা ভাবনা করতেই হয় ৷ আমারা দেব 10 হাজারের নীচে কিন্তু কাজে সেরা বেশ কিছু স্মার্টফোনের সুলুক সন্ধান ৷
শাওমি রেডমি 10 প্রাইম স্মার্টফোনে আছে কোয়াড ক্যামেরা, অক্টো কোর প্রসেসর, এক্সপেন্ডেবেল স্টোরেজ, দুর্দান্ত ব্যাটারি, আপডেটেড অ্যান্ড্রয়েড ভার্সন ৷ 6.5 ইঞ্চি এফএইচডি ডিসপ্লে ৷ 180 এইচ জেড টাচ স্যাম্পলিং সুবিধা আছে ৷ মিডিয়া টেক Helio G88 অক্টা-কোর প্রসেসর ও হাইপার ইঞ্জিন 2.0 ব্যবহার করা হয়েছে ৷ 4 জিবি RAM ও 64 জিবি ইনবিল্ট স্টোরেজ আছে ৷ 6 হাজার মেগাহার্জের ব্যাটারি ও ফার্স্ট চার্জিংয়ের সুবিধা আছে ৷ 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের চারটি রিয়ার ক্যামেরা আছে ৷ 8মেগা পিক্সেল ক্যামেরা আছে ৷ এক বছরের ওয়ারেন্টি আছে ৷ দাম 10 হাজার 999 টাকা ৷
এই স্মার্টফোনে 6.51 ইঞ্চি LCD ডিসপ্লে আছে ৷ Vivo Y15s নতুনদের জন্য একটি দুর্দান্ত ফোন ৷ কারণ ডিভাইসটি 3 GB RAM এবং 32 GB ইনবিল্ট মেমরির আছে । তাছাড়া, ফোনটি Mediatek Helio P35 প্রসেসর রয়েছে ৷ একটি 5000 mAh লিথিয়াম ব্যাটারি প্যাক করে। সবশেষে, ডিভাইসটিতে একটি 13 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরার পাশাপাশি একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে। এই মোবাইলের দাম 9 হাজার 499 টাকা।
4 জিবি ব়্যাম এবং 64 জিবি ইনবিল্ট স্টোরেজ আছে ৷ Samsung Galaxy M13 একটি 6.6 ইঞ্চি FHD+ LCD- infinity O FHD+ ডিসপ্লে থাকায় যে কোনও দামি স্মার্টফোনের সঙ্গে টক্কর দিতে পারবে ৷ অ্যান্ড্রয়েড 12 ভার্সন ব্যবহার করা হয়েছে এই ডিভাইসটিতে ৷ এছড়াও এই স্মার্ট ফোনের RAM 12 GB পর্যন্ত বাড়ানো যাবে ৷ এছাড়াও, ডিভাইসটিতে একটি শক্তিশালী অক্টা-কোর মিডিয়াটেক MT6833 ডাইমেনসিটি 700 প্রসেসরের ও 6000 অ্যাম্পেয়ারের লিথিয়াম-আয়ন ব্যাটারি রয়েছে। সবশেষে, Samsung Galaxy M13 একটি 50 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি 8 মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকায় ছবিও বেশ ভালো ওঠে ৷ এই মোবাইলটির দাম 9 হাজার 990 টাকা ৷
রিয়েলমি সি63 ফোনে 6.67-ইঞ্চি HD+ স্ক্রিন ডাইনামিক রিফ্রেশ রেট 120Hz এবং 625 নিট পিক ব্রাইটনেস সহ আসে। ফোনটি অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 6nm প্রসেসরে কাজ করে। রিয়েলমি সি63 ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি সাপোর্ট করে যা 10W কুইক চার্জিং সাপোর্ট করে।
মোটোরোলা মোটো জি35 5জি ফোনটি সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে। মোটোরোলার এই 5জি ফোনের দাম 9999 টাকা। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ এর UFS 2.2 স্টোরেজ কেনা যাবে। প্রসেসর হিসেবে ফোনে Unisoc T760 দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লে 6.72-ইঞ্চি সহ আসে, এটি 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনে 50MP মেইন ক্যামেরা এবং 16MP সেলফি ক্যামেরা রয়েছে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছ যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
ইনফিনিক্স হট 50 5জি ফোনটি 6.7-ইঞ্চি HD+ LCD ডিসপ্লে রয়েছে। এটি 1600 x720 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফোনটি মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 প্রসেসরে কাজ করে। ফোনটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা। ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনে 48MP Sony IMX582 প্রাইমারি সেন্সর এবং ডেপথ সেন্সর এবং ডুয়াল LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। এর সাথে 8MP আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে। পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
มุมมอง: 1 263

วีดีโอ

বাজারে ঝড় তুলবে Realmeবাজারে ঝড় তুলবে Realme
বাজারে ঝড় তুলবে Realme
มุมมอง 1946 วันที่ผ่านมา
বাজারে ঝড় তুলবে Realme! এবার আনছে ৮০ ওয়াট চার্জিং ও ৭,০০০mAh ব্যাটারি! এত কম দামে এত ভালো ফোন? কোথায় মিলছে? প্রতি মাসে নতুন ফোন লঞ্চ করা অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়েলমি। গত ডিসেম্বরে চীনে Dimensity 9300 প্রসেসর ও ৭,০০০ এমএএইচ ব্যাটারি দিয়ে Realme Neo 7 ঘোষণা করেছে সংস্থা। আবার চলতি মাসে Realme 14 Pro এবং Realme 14 Pro ভারত সহ গ্লোবাল মার্কেটে মুক্তি পেয়েছে। এবার Realme Neo 7 SE নামে আরেকটি...
এক ধাক্কায় ১৮ হা*জার টাকা ছা*ড়! এই Motorola ফোন এখন সবচেয়ে স*স্তায়!এক ধাক্কায় ১৮ হা*জার টাকা ছা*ড়! এই Motorola ফোন এখন সবচেয়ে স*স্তায়!
এক ধাক্কায় ১৮ হা*জার টাকা ছা*ড়! এই Motorola ফোন এখন সবচেয়ে স*স্তায়!
มุมมอง 50511 วันที่ผ่านมา
এক ধাক্কায় ১৮ হা*জার টাকা ছা*ড়! এই Motorola ফোন এখন সবচেয়ে স*স্তায়! পেয়ে যান খুব স*স্তায় কেনার সুযোগ! Moto Razr 40 এই মুহূর্তে ভারতের সবথেকে সস্তা ফোল্ডিং স্মার্টফোন। যখন এটি লঞ্চ হয় তখন দাম রাখা হয়েছিল ৫৯,৯৯৯ টাকা। কিন্তু, অনলাইন সাইটে এটি আরও ১৫,০০০ টাকা সস্তায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ৪৪,৯৯৯ টাকায় কিনতে পারবেন এই হাই-এন্ড ফোল্ডেবেল স্মার্টফোন। তবে অফার সীমিত সময়ের জন্য। কোন সাইটে পাবেন? কী...
লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে.Flipkart সাইটে Redmi Note 13Pro+5G!এখন অত্যন্ত সস্তায় !লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে.Flipkart সাইটে Redmi Note 13Pro+5G!এখন অত্যন্ত সস্তায় !
লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে.Flipkart সাইটে Redmi Note 13Pro+5G!এখন অত্যন্ত সস্তায় !
มุมมอง 4913 วันที่ผ่านมา
লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় পাওয়া যাচ্ছে! Flipkart সাইটে Redmi Note 13 Pro 5G ফোন! এখন অত্যন্ত সস্তায় ! রেডমির 8GB RAM এবং 256GB স্টোরেজ ভ্যারিয়েন্ট সহ দুর্দান্ত 5G স্মার্টফোন দুর্দান্ত কোয়ালিটি দারুন ফিচার! গত বছরের জানুয়ারি মাসে Redmi Note 13 5G ফোনটি সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ। শাওমির কাছে প্রতিটি সেগামেন্টে একাধিক দু...
মাত্র ৬ হা*জার! Moto G05-র দারুন চমক! কোথায় পাবেন? জানেন ফিচার?মাত্র ৬ হা*জার! Moto G05-র দারুন চমক! কোথায় পাবেন? জানেন ফিচার?
মাত্র ৬ হা*জার! Moto G05-র দারুন চমক! কোথায় পাবেন? জানেন ফিচার?
มุมมอง 4.4K14 วันที่ผ่านมา
মাত্র ৬ হা*জার! Moto G05-র দারুন চমক! কোথায় পাবেন? জানেন ফিচার? মাত্র ৬ হা*জার! লঞ্চ হল Moto G05 স্মার্টফোন! স্পেসিফিকেশন জানলে অবাক হবেন! দুর্দান্ত ফিচার! মোটোরোলা তাদের নতুন বাজেট স্মার্টফোন Moto G05 ভারতের বাজারে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে মুক্তিপ্রাপ্ত Moto G04-এর উত্তরসূরি হিসেবে আসছে। উন্নত প্রসেসর, ক্যামেরা, এবং ব্যাটারির সঙ্গে ফোনটি ব্যবহারকারীদের জন্য আরও উন্...
কিনুন OnePlus 13 এবং 13R স্মার্টফোন একেবারে স*স্তায় !কিনুন OnePlus 13 এবং 13R স্মার্টফোন একেবারে স*স্তায় !
কিনুন OnePlus 13 এবং 13R স্মার্টফোন একেবারে স*স্তায় !
มุมมอง 15315 วันที่ผ่านมา
কিনুন OnePlus 13 এবং 13R স্মার্টফোন একেবারে সস্তায়! পাবেন ৩০০০ টাকা ছাড়! আপনার হাতের মুঠোয় থাকবে আপনার স্বপ্নের ফোন! অ্যামাজনের বছরের প্রথম সেলের ঘোষণা করা হয়েছে। এই দিনেই শুরু হবে অ্যামাজন গ্রেট রিপাবলিক ডে সেল। সেলে আপনি স্মার্টফোন, ল্যাপটপ এবং অন্যান্য ডিভাইসে বিশাল ডিসকাউন্ট পাবেন। এই সেল কখন শুরু হবে এবং নতুন স্মার্টফোন OnePlus 13 এবং 13R এর উপর কীভাবে ৩০০০ টাকা পর্যন্ত অফার পাবেন, তা ...
জলের দ*রে সেরা ফোন! Redmi দু*র্দান্ত অফার! সুযোগ হাতছাড়া করবেন না!জলের দ*রে সেরা ফোন! Redmi দু*র্দান্ত অফার! সুযোগ হাতছাড়া করবেন না!
জলের দ*রে সেরা ফোন! Redmi দু*র্দান্ত অফার! সুযোগ হাতছাড়া করবেন না!
มุมมอง 9517 วันที่ผ่านมา
জলের দরে সেরা ফোন! Redmi দুর্দান্ত অফার! সুযোগ হাতছাড়া করবেন না! জলের দরে সেরা ফোন! Redmi 14C 5G দুর্দান্ত ফিচার্স ! বিশাল সস্তায় এল বাজারে ! Redmi 14C 5G ভারতে ১০ হাজার টাকার কমে লঞ্চ হয়ে গেল। গত বছরের Redmi 13C 5G-এর তুলনায় নতুন ডিজাইন, বড় ডিসপ্লে, ফাস্ট চিপসেট সহ একাধিক আপগ্রেড যুক্ত হয়েছে এই ফোনে। ৩.৫ মিমি হেডফোন জ্যাকের মতো বেসিক ফিচার তো থাকছেই। পাশাপাশি, ৩৩W চার্জার এবং IP৫২ ডাস্ট এবং ...
AI ফিচারে ভরপুর! বাজারে আসছে Nothing Phone 3! লঞ্চ কবে? দাম কত?AI ফিচারে ভরপুর! বাজারে আসছে Nothing Phone 3! লঞ্চ কবে? দাম কত?
AI ফিচারে ভরপুর! বাজারে আসছে Nothing Phone 3! লঞ্চ কবে? দাম কত?
มุมมอง 56หลายเดือนก่อน
AI ফিচারে ভরপুর! বাজারে আসছে Nothing Phone 3! লঞ্চ কবে? দাম কত? AI ফিচারে পূর্ণ থাকবে Nothing Phone 3! আগামী বছরের শুরুতেই আসছে বাজারে! দাম কত থাকবে? আগামী বছর লঞ্চ হতে চলা সেরা ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির মধ্যে একটি হবে। এটি এই বছরের শেষের দিকে লঞ্চ হওয়ার কথা ছিল, তবে নাথিং সিইও কার্ল পেই বলেছেন যে, এআই টাচ অন্তর্ভুক্ত করার জন্য ফ্ল্যাগশিপ ফোনটি 2025 সালে আসবে। তবে তার আগে এখন একের পর এক Nothi...
লোহার ডিসপ্লে দুর্দান্ত ফোনে দারুণ অফার !লোহার ডিসপ্লে দুর্দান্ত ফোনে দারুণ অফার !
লোহার ডিসপ্লে দুর্দান্ত ফোনে দারুণ অফার !
มุมมอง 104หลายเดือนก่อน
হেডার : লোহার ডিসপ্লে ! দুর্দান্ত ফোনে দারুণ অফার! লোহার মতো শক্ত ডিসপ্লে! 108MP যুক্ত ক্যামেরা ! দুর্দান্ত ফোনে দারুণ অফার! তাড়াতাড়ি করুন! ধ্যম-বাজেটে একটি প্রিমিয়াম ক্যামেরা এবং শক্তিশালী ডিসপ্লে সমৃদ্ধ স্মার্টফোন খুঁজছেন? তাহলে অনার এক্স৯বি (Honor X9b) হতে পারে আপনার জন্য উপযুক্ত পছন্দ। ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামাজন-এ চলমান Honor Days Sale-এ এই ফোনে মিলছে বিশেষ ছাড়। ১০৮ মেগাপিক্সেল ক্যাম...
বাজারে আসছে Google Pixel 9, Pixel 9 Proবাজারে আসছে Google Pixel 9, Pixel 9 Pro
বাজারে আসছে Google Pixel 9, Pixel 9 Pro
มุมมอง 205หลายเดือนก่อน
বাজারে আসছে Google Pixel 9, Pixel 9 Pro! দা*ম ক*ত জানেন ? * ফোনপ্রেমীদের জন্য সুখবর! * বাজারে আসছে গুগল পিক্সেল 9 আর 9 প্রো ! * দারুন সব ফিচার ! * দা*ম জানেন ? বিশ্বের সবচেয়ে বড়ো টেক কোম্পানি Google তাদের Pixel 9 সিরিজের অধীনে চারটি স্মার্টফোন ভারত সহ গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এই সিরিজের অধীনে Pixel 9, Pixel 9 Pro, Pixel 9 Pro XL এবং Pixel 9 Pro Fold স্মার্টফোনগুলি রয়েছে। এই সমস্ত ফোনগুলিতে অস...
* Redmi Note 14 Pro আর Pro Plus তুখোড় ফোন ! গরম জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না !* Redmi Note 14 Pro আর Pro Plus তুখোড় ফোন ! গরম জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না !
* Redmi Note 14 Pro আর Pro Plus তুখোড় ফোন ! গরম জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না !
มุมมอง 3.5Kหลายเดือนก่อน
* Redmi Note 14 Pro আর Pro Plus তুখোড় ফোন! * গরম জলে ডুবিয়ে রাখলেও নষ্ট হবে না! * থাকছে IP69 রেটিং! * দুর্ধর্ষ ফোন এত সস্তায়? * একদম লটারি লুফে নিন। শাওমির নতুন Redmi Note 14 সিরিজের স্মার্টফোন বাজারে আসতে চলেছে। আগামী 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে এই সিরিজের ফোনগুলি। তার আগে আজ শাওমি ইন্ডিয়া নিশ্চিত করেছে যে আসন্ন Redmi Note 14 Pro ও Redmi Note Pro মডেল দুটি IP69 রেটিং সহ লঞ্চ হবে। অর্থাৎ ডিভা...
17 হা*জার ছা*ড়, OPPO Find X8 সিরিজ সস্তায় কে*নার সুযোগ17 হা*জার ছা*ড়, OPPO Find X8 সিরিজ সস্তায় কে*নার সুযোগ
17 হা*জার ছা*ড়, OPPO Find X8 সিরিজ সস্তায় কে*নার সুযোগ
มุมมอง 72หลายเดือนก่อน
* Oppo Find X8 সিরিজের রেকর্ড বিক্রি! * ইতিমধ্যেই 10 লা ডেলিভারি! বাবা এত সেল? * দুর্দান্ত ফোন, দাম কত ? * কি কি থাকছে ফিচার? দেখে নিন। * OPPO Find X8 সিরিজ সস্তায় কেনার সুযোগ? অক্টোবরে Find X8 সিরিজ লঞ্চের পর থেকে আপাতত Oppo এর 10 লাখের বেশি ইউনিট বিক্রি করেছে। Oppo সম্প্রতি ভারতে সবচেয়ে শক্তিশালী ফ্ল্যাগশিপ সিরিজের স্মার্টফোন OPPO Find X8 লঞ্চ হয়েছে। 3 ডিসেম্বর থেকে এই সিরিজের দুটি ফোন Find X...
200MP ক্যামেরার Redmi Note 13 Pro+ 5G9 mp49200MP ক্যামেরার Redmi Note 13 Pro+ 5G9 mp49
200MP ক্যামেরার Redmi Note 13 Pro+ 5G9 mp49
มุมมอง 91หลายเดือนก่อน
* 200MP ক্যামেরার Redmi Note 13 Pro 5G * দাম কমলো 4 হাজার টাকা? * এতো ভালো ফোন এতো সস্তায়? * কোথায় মিলছে অফার? রেডমি নোট 14 সিরিজ আগামী সপ্তাহে 9 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে। এই সিরিজের অধীনে Redmi Note 14 এর পাশাপাশি Note 14 Pro এবং Note 14 Pro 5G বাজারে আসবে। এই সিরিজ লঞ্চ হওয়ার আগেই এর পূর্বসূরি মডেল Redmi Note 13 Pro 5G এর দাম অনেকটাই কমানো হল। লঞ্চ সময়ের থেকে হাজার হাজার টাকা কম দামে পাওয়...
Lava Blaze Curve 5G পাওয়া যাচ্ছে এত ক*ম দা*মে ?Lava Blaze Curve 5G পাওয়া যাচ্ছে এত ক*ম দা*মে ?
Lava Blaze Curve 5G পাওয়া যাচ্ছে এত ক*ম দা*মে ?
มุมมอง 125หลายเดือนก่อน
Lava Blaze Curve 5G পাওয়া যাচ্ছে এত ক*ম দা*মে ? তার সাথে থাকছে অনেক ডি*স*কা*উন্ট ! মার্চ মাসে লাভা তাদের Blaze Curve 5G স্মা*র্টফোন ল*ঞ্চ করেছিল। ভারতীয় ইউজাররা এই ফোনটিকে ভালো রেটিং দিয়েছে। তাই কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 3,500 টাকার ডিসকাউন্ট এবং 1,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অফার দেওয়া হচ্ছে। ছাড়াও ফোনটি 13,950 টাকার এক্সচেঞ্জ এবং নো কোস্ট EMI মতো অপশনের মাধ্যমেও এটি আরও কম দামে কেনা যাবে। চলু...
Redmi Note 14 5G এর লঞ্চ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেইRedmi Note 14 5G এর লঞ্চ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই
Redmi Note 14 5G এর লঞ্চ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই
มุมมอง 78หลายเดือนก่อน
Redmi Note 14 5G এর লঞ্চ এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সকলেই এবার লঞ্চ হওয়ার আগেই প্রকাশ পেলো এই ফোনের এক ঝলক শাওমি ফ্যানরা অধীর আগ্রহে 2024 সালের 9 ডিসেম্বরের জন্য অপেক্ষা করছেন। এই দিন ভারতে ‘Redmi Note 14 5G’ সিরিজ এবং এই সিরিজের অধীনে Redmi Note 14, Redmi Note 14 Pro এবং Redmi Note 14 Pro স্মার্টফোনগুলি ভারতে লঞ্চ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দাম জানানোর আগেই এর MRP ইন্টারনেটে...

ความคิดเห็น