সুইডেনে হাইস্কুল পাশ হলে হয় দুর্গাপুজোর মতো উৎসব;মিভান পেলো জুনিয়র ডিপ্লোমা,সঙ্গে চিকেন ফুচকা

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 มิ.ย. 2024

ความคิดเห็น • 893

  • @champam7779
    @champam7779 8 วันที่ผ่านมา +25

    ছাত্রদের নিয়ে এতো আনন্দ সত্যিই আমাদের দেশে এই আনন্দ থেকে একদম বঞ্চিত হয়েছি আমরা......আমাদের সময় নম্বর দেওয়া তো যেন মনে হত teacher নিজের পকেট থেকে পয়সা দিচ্ছে। খুব কম সংখ্যক 1st devision পেতো। পরে দেখলাম একটু বেশি দিতে শুরু করেছে.....আজ অবশ্য অনেক নম্বর পাচ্ছে। যাইহোক খুব ভাল লাগল। সাথে চিকেন ফুচকা টাও খুব ভাল লাগল। তোমাদের জন্য থাকল অনেক আশীর্বাদ ও ভালবাসা।❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      একদমই ঠিক কথা বলেছো তুমি চম্পা কাকিমা🙏♥️সুন্দর গুছিয়ে লিখলে,খুব ভালো লাগলো

  • @a.chatterjee3106
    @a.chatterjee3106 8 วันที่ผ่านมา +7

    মিভানকে ডিপ্লোমা পাওয়ার জন্য আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। জীবনে হয়তো ডিপ্লোমা, ডিগ্রি, শংসাপত্র দরকার হয়, কিন্তু সাফল্যের একটা পর্যায়ের পর এসব অর্থহীন মনে হবে। আনন্দের সঙ্গে স্কুলে যাচ্ছে, কিছু শিখছে সেটা অনেক বড়ো ব্যাপার। ভারতের শিক্ষা ব্যবস্থায় শিশুদের উপর বোঝা চাপিয়ে যন্ত্র বানানোর চেষ্টা হয়। অসফলদের অহেতুক বড়ই অবহেলা করে থাকে সমাজ।
    মিভান বড়ো মনের মানুষ হোক। ❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา +1

      খুব ভালো লাগলো আপনার লেখা পড়ে দাদা,একদম চরম সত্যি কথাই বলেছেন,ভালো থাকবেন দাদা

    • @triseemapaul3020
      @triseemapaul3020 6 วันที่ผ่านมา

      সব কিছু দেখে শুনে খুব ভালো লাগলো।মিভান কেও একদিন এরকম দেখব আনন্দ করতে, নাচতে 🎉।
      আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার যা পরিণতি হচ্ছে , নিশ্চয়ই খবর পাচ্ছ, সেখানে ছাত্রজীবন এত আনন্দময় দেখে অভিভূত হতে হয়।
      মিভানের জয় হোক সর্বত্র।❤

  • @bhramanbandhubikas1809
    @bhramanbandhubikas1809 9 วันที่ผ่านมา +20

    স্টুডেন্ট ডে উদযাপন দেখে মনে হল ছাত্র দিবস তো সুইডেনের অন্যতম একটি জাতীয় উৎসব । অপরূপ অভিজ্ঞতার সাক্ষী থাকলাম আমরা । ভারতবর্ষে এই দৃশ্য কল্পনাও করা যায় না। খুব সুন্দর এই ভিডিও । উপস্থাপনাও ভাল । সুইডেনের রাস্তাঘাটের ঝাঁ চকচকে রূপ দেখে ভাল লাগল । সুইডেনের শিক্ষা ব্যবস্থায় পড়ুয়ার মনের উপর অহেতুক চাপ দেওয়া হয় না দেখে ভাল লাগল। ধন্যবাদ ।

    • @rabinbisws6863
      @rabinbisws6863 8 วันที่ผ่านมา +1

      ❤❤❤🎉 🎉🎉🎉🎉

    • @rabinbisws6863
      @rabinbisws6863 8 วันที่ผ่านมา +1

      ❤🎉 brAvo❤🎉bravo🎉🎉🎉❤.madhu

    • @sbi744
      @sbi744 8 วันที่ผ่านมา

      good to see u all
      god bless Bivan

  • @sumitadey7575
    @sumitadey7575 9 วันที่ผ่านมา +5

    কত তফাত শিক্ষাব্যবস্থার মধ্যে....উন্নত দেশ এমনি এমনি হয় না। চপ শিল্প আর ঢাকাই দিয়ে রাজ্যের প্রগতি থমকে গেল। বড্ড কষ্ট পাই আর রিম্পার ভিডিওগুলো জাগিয়ে দেয়। অসাধারণ লাগলো। সক্কলে ভাল থেকো।

    • @sumitadey7575
      @sumitadey7575 9 วันที่ผ่านมา +1

      ঢপবাজি লিখতে গিয়ে ঢাকাই টাইপ হয়ে গেছে।

    • @bonginsweden
      @bonginsweden  4 วันที่ผ่านมา

      সুমিতা দি,এত সুন্দর কমেন্ট করলে তুমি,ইদানিং এত বেশি কমেন্ট আসছে যে দেরি হয়ে যায় উত্তর দিতে,কিছু মনে করোনা প্লিস,ভালো থেকো তুমি

  • @suchitasen1035
    @suchitasen1035 9 วันที่ผ่านมา +12

    দারুন চন্দ্রিমা!! শুধু নিজেদের ঘরকন্না না দেখিয়ে যেখানে থাকো সেখানের সমাজ ও সংষ্কৃতি দেখানোর জন্য অনেক ধন্যবাদ। তবে মনে হয় এই কনসেপ্ট টা তুমি মৈনাকের থেকে পেয়েছো 😀
    জোকিং...😊 কিছু মনে করো না, অনেক ভালো থেকো দুজনেই❤

    • @bonginsweden
      @bonginsweden  4 วันที่ผ่านมา

      সূচিত। দি,মৈনাক সব কনসেপ্ট দেয়,আমি তৈরি করি রিসার্চ করে কন্টেন্ট,ঠিক ধরেছো তুমি,রিসার্চ আর তথ্য সব আমার

  • @rokomarivlogs-159
    @rokomarivlogs-159 9 วันที่ผ่านมา +24

    সকাল সকাল চলে এলাম মানা আমাদের বাচ্ছা রা এই আনন্দ থেকে বঞ্চিত। স্কুল পাশ করেছে এই যথেষ্ট তার পর চপ শিল্প অনেক ভালোবাসা তোমাদের জন্য ❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি দিদি,তোমার নিয়মিত কমেন্ট পেয়ে খুব ভালো লাগে

  • @kekaghosh
    @kekaghosh 8 วันที่ผ่านมา +4

    Student দের এই এই বিশেষ দিনে র সাক্ষী হলাম তোমার ক্যামেরা র মাধ্যমে খুব ভালো লাগলো। আমাদের এখানে তো শুধু ছাত্র ছাত্রী কেন অভিভাবকদের ও ঘুম উড়ে যায় পরবর্তীতে ভর্তির চিন্তায়। মিভান কে অনেক ভালোবাসা ও আশীর্বাদ ওর সাফল্যের জন্য

    • @bonginsweden
      @bonginsweden  6 วันที่ผ่านมา

      খুব সহজেই খুব সুন্দর কথা বললে তুমি কেকা দি,খুব ভালো থেকো তুমি

  • @dalidebnath1767
    @dalidebnath1767 9 วันที่ผ่านมา +8

    Congratulation ছোট্ট মিভান সোনা, অনেক ভালো ও বড় মনের মানুষ হও অনেক অনেক আদর আর ভালোবাসা রইলো তোমার জন্য। সকলে ভালো থেকো চন্দ্রিমা 💙💙💙💙💙💙

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় ডালি দি,তোমার নিয়মিত কমেন্ট পেয়ে খুব ভালো লাগে

  • @Rupkathaunlimited
    @Rupkathaunlimited 8 วันที่ผ่านมา +3

    আমাদের এখানকার System ও প্রায় একই রকম। শিক্ষাটা এখানে কখনোই জোর করে চাপিয়ে দেওয়া দম বন্ধ করা কোন বিষয় নয়, জীবনের একটা প্রয়োজনীয় কিন্তু আনন্দময় অংশ। এখানে না আছে uniform, না আছে first/ second এর ইঁদুর দৌড়, পুঁথিগত লেখাপড়ার সাথে সাথে জীবনের practical শিক্ষাগুলিও এদের মধ্যে প্রথিত করে দেওয়া হয়। সার্বিকভাবে এদের শিক্ষা বাস্তবিক ভাবেই অনেক বেশী জীবনোযোগী এবং কার্যকরী। মিভান সোনার জন্য রইল অনেক আদর আর শুভকামনা।❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      তাই নাকি দিদি। জেনে খুব ভালো লাগলো,কোন দেশ জানিয়ো প্লিস,ভালো থেকো তুমি,♥️🙏

  • @nabanitaboral1574
    @nabanitaboral1574 3 วันที่ผ่านมา

    আজকের এই আনন্দের সামিল যেমন তোমরা হয়েছো তেমনি তোমার মাধ্যমে আমরাও ওখানকার স্টাডি সিস্টেম জানতে পেরে খুব ভালো লাগলো। আমাদের ছোট্ট মিভানকেও তার জীবনের এক ধাপ অগ্রসরের জন্য আন্তরিক ভালবাসা। এই রকম একদিন আমাদের মিভানের জীবনেও আসবে সেদিন আমরাও এই রকম উচ্ছাসের সাথে মিভানকে অভিনন্দন জানাবার অপেক্ষায় রইলাম। সব মিলিয়ে আজকের ব্লগটি যেমন লোভনীয় খাবারে আকর্ষকণ ছিল ঠিক তেমনি নতুন কিছু ইনফরমেশন আরো জানতে পারলাম। সবাই ভালো থেকো আর ছোট্ট মিভানকে প্রাণ ভরা ভালবাসা।❤❤❤❤

  • @SharmishtaBarik
    @SharmishtaBarik 8 วันที่ผ่านมา +2

    Khub valo laglo❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      তুমি ভালো থেকো শর্মিষ্ঠা দি

  • @ashokbhowmik3607
    @ashokbhowmik3607 8 วันที่ผ่านมา +7

    আজকের ভিডিওটা দেখে মন ভরে গেল। সত্যিই আমাদের দেশ আর উন্নত দেশগুলোর মধ্যে কত পার্থক্য। হাই স্কুল পাশ করেছে ছেলেমেয়েরা তাতেই কত আনন্দ; কে কত নম্বর পেয়েছে তাতে কারও মাথা ব্যাথা নেই। আর আমাদের দেশে একটু কম নম্বর পেলেই প্রায়ই ছেলেমেয়েদের উপর উত্তম মধ্যম পড়ে! ওরা আসলে জীবনটাকে সহজ সরলভাবে উপভোগ করতে জানে। আর আমারা সব বিষয়কেই জটিল করে ফেলি। তাই এখানে পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। মিভানের জন্য অনেক অনেক আদর ও শুভ কামনা রইল।

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      একদমই সঠিক কথা লিখলেন অশোক দা 🙏ভালো থাকবেন দাদা

  • @samitasamajdar7447
    @samitasamajdar7447 8 วันที่ผ่านมา +2

    বাহ খুব সুন্দর অনুষ্ঠান দেখলাম তোমার সৌজন্যে... তুমি খুব ভালো রান্না করো... কিন্তু ফুচকা আলু মাখা আর টক জল ছাড়া ভাবতেই পারি না। মৈনাক খুবই simple মানুষ... মিভান কে নিয়ে তোমরা ভালো থেকো

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি সুমিতা দি,আমাদের প্রণাম নিও তুমি

  • @suparnabiswas7692
    @suparnabiswas7692 8 วันที่ผ่านมา +2

    অনেক অনেক অভিনন্দন মিভান সোনা। অনেক অনেক আদর ভালোবাসা ও আশীর্বাদ। খুব ভালো লাগলো চন্দীমা আজকের ভিডিও টা সুইডেনের শিক্ষা ব্যবস্থার মাধুর্য দেখে।❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      খুব ভালো থেকো তুমি সুপর্ণা দি♥️🙏

  • @somadas3386
    @somadas3386 8 วันที่ผ่านมา

    Inormative and interesting tooo.thnxx

  • @ranudey3039
    @ranudey3039 8 วันที่ผ่านมา +2

    Baccha der anando dekhle Mon bhalo laglo.mivan er mane khub sundor.aga jantam na moinak der kache janlam.school er ovations jate bhalo lage.mojao Hoy. Bhalo thakbe sobai.

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি রানু দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @susmitadey-js4vu
    @susmitadey-js4vu 8 วันที่ผ่านมา +2

    ছোট্ট মিভানের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং ভালবাসা রইল। তোমার রান্না নিয়ে কিছুই বলার নেই, আজকের ব্লগ একটা অন্যরকম মাত্রা এনে দিল কারণ আমরা সবাই এই দিন অতিক্রম করে এসেছি।

    • @bonginsweden
      @bonginsweden  6 วันที่ผ่านมา

      ঠিক বলেছো তুমি সুস্মিতা দি,খুব ভালো থেকো তুমি,সুন্দর কথা লিখলে

  • @bidishachatterjee947
    @bidishachatterjee947 8 วันที่ผ่านมา +4

    সত্যি আমাদের দেশের শিক্ষাব্যবস্থার থেকে কতো তফাৎ! ছেলেমেয়েরা এখানে বাবা মায়ের বকুনির ভয়ে নয়, নিজেদের মনের আনন্দে পড়াশোনা করে,কোনো রকম মানসিক চাপ তাদের উপর প্রয়োগ করা হয় না।খুব ভালো লাগলো।ভালো থেকো তোমরা ❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      ঠিক বলেছো তুমি বিদিশা দি। খুব ভালো থেকো তুমি,♥️🙏

  • @jayatinag7576
    @jayatinag7576 8 วันที่ผ่านมา

    Ki bhalo laglo!!! Darun❤❤

  • @pinkimallick7839
    @pinkimallick7839 8 วันที่ผ่านมา +2

    Congratulations মিভান বাবু, খুব বড়ো হও, খুব ভালো একটি মানুষ হও, সর্বক্ষেত্রে তুমি সফলতা অর্জন করো ঈশ্বরের কাছে এই কামনা করি❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      পিঙ্কি দি, Mivaan কে সুন্দর কথার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমায় 🙏♥️

  • @Munmunsinharoy12
    @Munmunsinharoy12 7 วันที่ผ่านมา

    সত্যি আমাদের এখানে বাচ্চাগুলো পড়াশুনার চাপে শৈশবটাকেই হারিয়ে ফেলছে.... বাইরের দেশের এই Graduation day celebration সত্যি ই খুব সুন্দর....Congratulations & best wishes for Mivaan❤❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  6 วันที่ผ่านมา +1

      খুব ভালো থেকো তুমি মুনমুন দি

  • @dhrubapadamandal8454
    @dhrubapadamandal8454 9 วันที่ผ่านมา +2

    অনন্য সুন্দর লাগলো আপনাদের এই ব্লগ।সুইডেনের মতো উন্নত দেশএর শিক্ষা ব্যাবস্থায় এরকম সুন্দর অনুষ্ঠান তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন ❤❤❤।

    • @bonginsweden
      @bonginsweden  6 วันที่ผ่านมา +1

      অসংখ্য ধন্যবাদ ধ্রুব দা,ভালো থাকবেন

  • @suparnamanna2447
    @suparnamanna2447 8 วันที่ผ่านมา

    Bahhh! khub sundor.Informative

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় সুপর্ণা দি

  • @indiragupta4141
    @indiragupta4141 8 วันที่ผ่านมา +3

    আমার তোমার ব্লগ গুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে। সত্যি কত সহজ ভাবে এরা জীবন কে নিতে পেরেছে। কোনও জটিলতা নেই। মানুষ তো প্রাথমিক শিক্ষা পায় বিদ্যালয় থেকে। যেহেতু না
    নম্বর নিয়ে কোনো প্রতিযোগিতা নেই, তাই কত সহজেই খুব সুন্দর করে পাস করে দিনটাকে সেলিব্রেট করছে। খুব ভালো লাগলো দেখে। ছেলে কে ভালো করে মানুষ করো। খুব ভালো লাগবে রিপ্লাই করলে। ভালো থেকো

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      কত সুন্দর করে লিখলে ইন্দিরা দি, অসংখ্য ধন্যবাদ তোমায় 🙏♥️

    • @indiragupta4141
      @indiragupta4141 4 วันที่ผ่านมา

      খুব ভালো লাগলো তোমার উত্তর পেয়ে। খুব ভালো থেকো তোমরা

  • @swetadasgupta7940
    @swetadasgupta7940 8 วันที่ผ่านมา

    Khub valo laglo anusthan ta dekhe

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      তোমার ভালো লাগলেই আমি খুশি শ্বেতা দি,ভালো থেকো তুমি

  • @dipankardatta9649
    @dipankardatta9649 9 วันที่ผ่านมา

    Marvelous. Very beautiful

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      ভালো থাকবেন দীপঙ্কর দা🙏

  • @rumishort80
    @rumishort80 7 วันที่ผ่านมา +1

    Darun laglo ❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি রুমি দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @barnalimondal1424
    @barnalimondal1424 9 วันที่ผ่านมา +4

    2007, সালে আমি যখন উচ্চ মাধ্যমিক দিয়ে ছিলাম। রেজাল্ট দিনে রাতে আমার ঘুম চলে গিয়েছিল।Mivaanজন্য শুভেচ্ছা।

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      বর্ণালী দি,তুমি ভালো থেকো, অসংখ্য ধন্যবাদ তোমায় ♥️🙏

  • @koustubhchakraborty1462
    @koustubhchakraborty1462 8 วันที่ผ่านมา

    চন্দ্রিমা তোমাদের সবাই কে দেখলে মন টা এমনিই ভালো হয় এ যায় । ভাল থেকো তোমরা।আমি মালদা থেকে মায়া বলছি।

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      মায়া দি,আমাদের প্রণাম নিও তুমি,খুব ভালো লাগে তোমার নিয়মিত কমেন্ট পেয়ে

  • @aninditaghosh3138
    @aninditaghosh3138 7 วันที่ผ่านมา

    খুব ভালো লাগলো, মিভানকে শুভেচ্ছা ভালোবাসা, চিকেন ফুচকা বেশ আভিনব👌❤ভালো থেকো

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      তুমিও ভালো থেকো অনিন্দিতা দি

  • @sharmisthadutta9281
    @sharmisthadutta9281 5 วันที่ผ่านมา

    চন্দ্রিমা এই ভিডিও টা ভীষন ভীষন ভালো লাগলো । তোমাদের দুজনের কথা শুনতে আমার ভীষন ভালো লাগে । তোমার চিকেন ফুচকার রেসিপি টা তো দারুণ হয়েছে । মিভান সোনা কে আমার প্রাণ ভরা আদর ভালোবাসা জানাই ওর জন্য অনেক শুভ কামনা রইলো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ❤️❤️❤️❤️

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি শর্মিষ্ঠা দি♥️🙏

  • @user-cj4tt9pn9u
    @user-cj4tt9pn9u 8 วันที่ผ่านมา

    অনেক অনেক ভালোবাসা আর শুভ কামনা রইল মিভান সোনার জন্য. জীবনে আর অনেক বড় হও..খুব ভাল থেকো.

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি শতাব্দী দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @reshmachakraborty9878
    @reshmachakraborty9878 9 วันที่ผ่านมา

    Lots of love and wishes for Mivan

  • @anjanaroy4653
    @anjanaroy4653 8 วันที่ผ่านมา

    congratulation ছোট্ট মিভান। অনেক বড় মানুষ হও। students day অনুষ্ঠান দারুন লাগলো। আমাদর দেশে এগুলো কিছুই নেই। তোমরাও খুব ভালো থেকো।❤❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি অঞ্জনা দি,Mivaan কে উইশ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @tapasidatta7990
    @tapasidatta7990 8 วันที่ผ่านมา

    খুব সুন্দর পড়া , পাশকরা যে এত আনন্দের ভাবতেই অবাক লাগছে ।

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      সত্যি তাই তাপসী দি,ভালো থেকো তুমি

  • @baishaliguha3422
    @baishaliguha3422 8 วันที่ผ่านมา

    Congratulations Mivan. Anek baro hou bhalo theko . Anek ❤tomake Mivan

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি বৈশালী দি

  • @chandrimaghosh3734
    @chandrimaghosh3734 7 วันที่ผ่านมา

    Khub sundor ❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি চন্দ্রিমা দি

  • @indiramoitra2295
    @indiramoitra2295 8 วันที่ผ่านมา

    Congrats,Mivaan.Stay blessed.

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো লাগলো ইন্দিরা দি Mivaan কে শুভ কামনা জানালে,ভালো থেকো তুমি ♥️

  • @sanjibnandy4827
    @sanjibnandy4827 8 วันที่ผ่านมา

    মিভানকে আন্তরিক অভিনন্দন ও ভালেবাসা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যাতে মিভান আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে।

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ সঞ্জীব ড,ভালো থাকবেন দাদা

  • @riyaghosh4864
    @riyaghosh4864 8 วันที่ผ่านมา

    মিভান নাম এর উৎস অর্থ জেনে খুব ভালো লাগলো। শুনতে তো একদমই বিদেশী কিন্তু উৎস সংস্কৃত ভাষা। দারুন❤❤। আমি ইংরেজী সাহিত্য পড়তে গিয়ে দেখেছি এমন প্রচুর শব্দ যা সংস্কৃত, বাংলা, হিন্দি থেকে ইংরেজী ভাষাতে যাচ্ছে 😅😅। খুব ভালো লাগলো আজকের ভিডিও। Love from Chinsurah ❤❤।

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา +1

      খুব ভালো থেকো তুমি রিয়া দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

    • @riyaghosh4864
      @riyaghosh4864 8 วันที่ผ่านมา

      @@bonginsweden চন্দ্রিমা দি তোমাকে আমি আগেও বলেছি দিদি বলোনা আমাকে। আমি অনেক ছোটো তোমার থেকে। 20 বছর বয়স আমার, এখনো গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি আমার।

  • @debopriyadutta3486
    @debopriyadutta3486 8 วันที่ผ่านมา

    Khub shundor laglo vlog ❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো দেবপ্রিয়। দি,তোমার নিয়মিত কমেন্ট পেয়ে খুব ভালো লাগে

  • @moushumiraychaudhury375
    @moushumiraychaudhury375 8 วันที่ผ่านมา

    Unique jinish dekhale tumi ..high school pass out celebration ta ..

  • @lifestylebypriyanka5461
    @lifestylebypriyanka5461 8 วันที่ผ่านมา

    Kije mon ta valo hoye gelo vdo ta dakhei

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา +1

      খুব ভালো থেকো তুমি প্রিয়াঙ্কা দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @mousumichetia4577
    @mousumichetia4577 8 วันที่ผ่านมา

    Congratulations and blessings to the little one.Food items dekhtey daruuuuuun laagche

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา +1

      তোমার নিয়মিত কমেন্ট পেয়ে খুব ভালো লাগে মৌসুমী দি

  • @user-wn7mn4mb2u
    @user-wn7mn4mb2u 9 วันที่ผ่านมา

    Many times thanks for choosing the high school information blog

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      এই নিয়ে ভবিষ্যতে আরও ডিটেইলস ব্লগ করবো,ভালো থেকো তুমি 🙏♥️

  • @amlannag4147
    @amlannag4147 8 วันที่ผ่านมา +1

    Congrat. To mevan.

  • @user-tv6dr4gt9r
    @user-tv6dr4gt9r 8 วันที่ผ่านมา

    খুব ভালো লাগল দেখে l

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি দিদি🙏♥️

  • @JuliaRoy-el8sv
    @JuliaRoy-el8sv 8 วันที่ผ่านมา

    খুবই সুন্দর নিয়ম।❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি জুলিয়া দি♥️🙏

  • @mayukhroy8745
    @mayukhroy8745 7 วันที่ผ่านมา

    সত্যি অসাধারন ভারতবর্ষের মাটিতে এমন দিন কবে যে দেখবো কে জানে। সত্যি অসাধারন কিছু একটা দেখলাম আজ ১৯ জুন। আগামি কাল ২০ জুন আগামী কাল আমার হাওড়া থেকে অমৃতস্বর যাওয়ার ট্রেন এবার যাচ্ছি হিমাচল প্রদেশ। কবে ফিরবো এখনো পর্যন্ত জানিনা।
    ভালো থেকো তোমরা সুস্থ্ থেকো❤❤❤❤❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      খুব ভালো লাগলো ময়ূখ দা জেনে,তোমার ছবি গুলো আজ দেখলাম,একদম ইউরোপের মত সুন্দর আমাদের দেশ বলো!

    • @mayukhroy8745
      @mayukhroy8745 7 วันที่ผ่านมา

      @@bonginsweden সত্যি ভারতবর্ষ খুব সুন্দর। Land Of Magic Incredible India

  • @mitalichatterjee1767
    @mitalichatterjee1767 7 วันที่ผ่านมา

    খুব ভালো লাগলো গো আজকের ব্লগটা, ওদেশে পড়াশোনার জন্য students দের কোনো চাপ নেই,আর আমাদের দেশে প্রত্যেক বছর কতো students এই চাপ নিতে না পেরে নিজেদের প্রানটা দিয়ে দেয়। দিনে দিনে নাম্বারের দৌড় প্রতিযোগিতা বাড়ছে।
    মিভানকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জীবনের পথে এভাবেই সাফল্যের সাথে এগিয়ে যাক সবক্ষেত্রে এই কামনা করি ঈশ্বরের কাছে। অনেক আদর ওর জন্য ❤️❤️🥰🥰😘😘
    আর তোমার বানানো ডিশ গুলো তো সবসময়ই দারুন হয়।❤😊।

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      Mivaan কে শুভ কামনার জন্য অনেক ধন্যবাদ জানাই তোমায় মিতালী দি,খুব ভালো থেকো তুমি

    • @mitalichatterjee1767
      @mitalichatterjee1767 7 วันที่ผ่านมา

      @@bonginsweden তোমরা ও খুব ভালো থেকো ❤️❤️❤️😊

  • @AnuradhaDailyDay
    @AnuradhaDailyDay 7 วันที่ผ่านมา

    এমনই হওয়া উচিত....এমন একটা উৎসব দেখে চোখ জুড়িয়ে গেলো.. এতো সুন্দর একটা জিনিস দেখলাম সবটা তোমার জন্যই দিদি 🥹..পশ্চিমবঙ্গে শুধু পাস করুক বা ফার্স্ট হোক তাও কি করে ছোটো করা যায় সেই সুযোক খোঁজে লোক.. যদিও সবাই এক হয় না তাও ৯০% মানুষের,result out এর পর first priority হয়ে দাঁড়ায় কি করে ছোটো করা যায়

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      অনুরাধা,খুব মর্ম স্পর্শ করা কথা বললে তুমি,ভালো থেকো তুমি

  • @reshmachakraborty9878
    @reshmachakraborty9878 9 วันที่ผ่านมา

    Thank you so much Chandrima for sharing this beautiful cultural side of Sweden

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি রেশমা দি,আমাদের ভালবাসা নিও

  • @linamukherjee6693
    @linamukherjee6693 8 วันที่ผ่านมา

    আবার একটি সুন্দর ভিডিও মিভান কে অনেক ভালোবাসা দিও তোমরা ও ভালো থেকো ❤❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি লীনা দি,খুব ভালো লাগে তোমার নিয়মিত কমেন্ট পেয়ে

  • @anshularoyrakshit6400
    @anshularoyrakshit6400 8 วันที่ผ่านมา

    Wowwwwwww Mivan❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏 congratulations

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา +1

      খুব ভালো থেকো তুমি Anshula দি

  • @kekaray6471
    @kekaray6471 8 วันที่ผ่านมา +1

    খুব ভাল লাগল সবকিছু❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      তোমার ভালো লাগলেই আমি খুশি কেকা দি♥️🙏

  • @user-hp3ex8bw3w
    @user-hp3ex8bw3w 8 วันที่ผ่านมา

    Congrats Mivaan. 👍❤️👍

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি রিনি দি,তোমাকে আমরা ভালো ভাবে চিনি

  • @jayatinag7576
    @jayatinag7576 8 วันที่ผ่านมา

    Congratulations Mivan. God bless you❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      Mivaan কে উইশ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায় জয়তী দি,ভালো থেকো তুমি

  • @sangitachatterjee5476
    @sangitachatterjee5476 7 วันที่ผ่านมา

    Khub valo laglo tomar chiken phuchka recipe. ..khub valo theko tomra ❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      খুব ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে সঙ্গীতা দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @suchanabiswas2237
    @suchanabiswas2237 8 วันที่ผ่านมา

    মিভানকে শুভেচ্ছা আর অনেক ভালবাসা।

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো সূচনা দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @___risha658
    @___risha658 8 วันที่ผ่านมา +1

    Thank you video deoyar jano😊

    • @___risha658
      @___risha658 8 วันที่ผ่านมา

      Aktu taratari video debe ❤❤

  • @ushmitadas9811
    @ushmitadas9811 5 วันที่ผ่านมา

    সত্যি অসাধারণ লাগলো ভালো থেকো তোমরা ❤️❤️❤️

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      তুমিও ভালো থেকো উষ্মিতা দি🙏♥️

  • @poushaligosai2683
    @poushaligosai2683 7 วันที่ผ่านมา

    ❤moinak daa r simplicity r kono tulona nay.... akdom matir manush uni ...onek onek shordhya roilo 🙏

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি পৌশলী দি

  • @itachiofthesharingan67
    @itachiofthesharingan67 9 วันที่ผ่านมา +5

    Now we understand why Sweden ranks as the fourth happiest country in the world.

    • @bonginsweden
      @bonginsweden  4 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি দিদি, অসংখ্য ধন্যবাদ তোমায় ♥️🙏

    • @itachiofthesharingan67
      @itachiofthesharingan67 4 วันที่ผ่านมา

      @@bonginsweden didi na bhai 😄

  • @user-wv9ho7fw4f
    @user-wv9ho7fw4f 8 วันที่ผ่านมา

    Well done মিভান। আর সত্যি ই অসাধারণ vlog.

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา +1

      খুব ভালো থেকো তুমি দিদি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @TapatiBhattacharjee-ik2pd
    @TapatiBhattacharjee-ik2pd 8 วันที่ผ่านมา

    Congratulations Mivan anek ador r valobasa tomar jonno

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় তপতী দি♥️🙏

  • @sanchitagoutam4262
    @sanchitagoutam4262 8 วันที่ผ่านมา

    খুব ভালো লাগলো আজকের ভিডিও। তুমি না দেখালে স্টুডেন্ট ডে র বিষয়টা জানতেই পারতাম না। আমাদের দেশে এটা কখনোই সম্ভব না। মিভান ও বেশ খাদ্য রসিক হয়ে উঠছে গো! কি সুন্দর নিজের প্লেটে খাবার টা নিয়ে খেতে শুরু করল। আদর আদর❤❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      সঞ্চিতা দি,Mivaan একদম বাবার মতো,প্লেটে খাবার পেলে আর কিছু লাগে না,ভালো থেকো তুমি

  • @tanmaymondal3679
    @tanmaymondal3679 8 วันที่ผ่านมา

    বাহ্ চমৎকার ছিল ব্ল্যাগটা, অনেকককককক কিছু জানতে পারি তোমার ব্ল্যাগের থেকে,,, কত অজানা তথ্য। আর খুব ভালো এই ব্যবস্থা টা।
    ভালো থেকো তোমরা দিদি, দাদা, ভাই(মিভান)😊❤

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি তন্ময় ভাই🙏

  • @TriptiDuttaEntreprenuer
    @TriptiDuttaEntreprenuer 8 วันที่ผ่านมา +1

    Congratulations...Nivan ..❤love you..God Bless You .

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় তৃপ্তি দি Mivaan কে আশীর্বাদ করার জন্য

  • @lipikabiswas830
    @lipikabiswas830 9 วันที่ผ่านมา

    So beautiful vlog ❤

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় লিপিকা দি

  • @papiyasinha8550
    @papiyasinha8550 9 วันที่ผ่านมา

    Khub bhalo laglo.. mivaan ke onek ❤❤❤, bah !! Bes innovative recipe 👏🏼

    • @bonginsweden
      @bonginsweden  4 วันที่ผ่านมา

      পাপিয়া সি,তোমার ভালো লাগলেই আমি খুশি,ভালো থেকো তুমি

  • @rimimondal8415
    @rimimondal8415 8 วันที่ผ่านมา +1

    ❤️❤️

  • @anjanaguha5348
    @anjanaguha5348 7 วันที่ผ่านมา

    Congratulations Mivan beta ❤🎉
    Chandrima ekta notun experience share korle khub valo laglo
    Chicken fuchka ta darun 😋

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      অঞ্জনা দি,তোমার ভালো লাগলেই আমি খুশি,Mivaan কে উইশ করার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @user-hn9yr9iw3o
    @user-hn9yr9iw3o 8 วันที่ผ่านมา

    Congratulations Mivan 🎉🎉🎉🎉 khub valo theko tomra

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় পৌলমী

  • @sandipsardar1476
    @sandipsardar1476 8 วันที่ผ่านมา

    হাইস্কুল পাশ করার পর এইরকম অনুষ্ঠান হয় সত্যিই জানা ছিল না। আমাদের এখানে একমাত্র যারা highest marks পায় তাদের নিয়ে একটু মাতামাতি তাছাড়া বাদবাকি স্টুডেন্ট দের কেউ খোঁজই নেয় না। খুবই ভালো লাগলো আজকের ভিডিওটা ❤❤🥰

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      ঠিক বলেছো সন্দীপ ভাই,ভালো থেকো তুমি

  • @koustubhchakraborty1462
    @koustubhchakraborty1462 8 วันที่ผ่านมา

    মিভাণ কে অনেক ভালোবাসা,অনেক আদর।

  • @bidishabasu1930
    @bidishabasu1930 7 วันที่ผ่านมา

    ❤❤❤darun anek kichu jante parlam

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় বিদিশা দি

  • @anuvaganguly7407
    @anuvaganguly7407 8 วันที่ผ่านมา

    Students day দেখে এক দারুণ অভিজ্ঞতা হলো। এবং ভীষণ ভালো লাগল। তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ ❤। মিভান সোনা এইভাবেই তুমি সফলতার সঙ্গে আগামীদিনে এগিয়ে যাও। GOD BLESS YOU 🙌. ❤❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি অনুভা কাকিমা

  • @kakalikoley3769
    @kakalikoley3769 8 วันที่ผ่านมา

    দারুন লাগলো চন্দ্রিমা এই ভিডিও টা...মিভান কে অনেক আদর আর শুভেচ্ছা 🥰💖💖

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      আমাদের প্রণাম নিও তুমি কাকলী দি,খুব ভালো থেকো তুমি

  • @ritumakeoveracademyweprovi8560
    @ritumakeoveracademyweprovi8560 8 วันที่ผ่านมา

    Congratulations Mivaan ❤ khub valo laglo

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি ঋতু দি,ভালো থেকো তুমি

  • @grishmadas5744
    @grishmadas5744 8 วันที่ผ่านมา

    প্রথমে মিভান সোনা কে congratulations, অনেক ভালোবাসা আদর ❤❤❤❤ আর আমাদের সবার অনেক আশির্বাদ। সুস্থ থেকো ভালো থেকো। অনেক বড়ো হও ❤❤❤❤

    • @srabanibasak2641
      @srabanibasak2641 8 วันที่ผ่านมา +1

      Congratulations dear Mivan.!!❤ খব বড় হও। আজকের video তে Sweden er উন্নত শিক্ষা সম্মান ব্যবস্থার কথা জেনে খুব ভাল লাগল। শিক্ষিত হবার কোন বয়স নেই , কি অদ্ভুত। আমাদের দেশ কয়েক যোজন দূরে এ ব্যপারে। এত systematic সব কিছু যে শিখতেই দশক লেগে যাবে। তোমাদের জন্য এ রকম একটি বিষয়ের সাক্ষী থাকতে পারলাম। Thank you . রান্না গুলি অসাধারণ। তোমাকেই এত রকম রান্না করার জন্য একটা পুরস্কার দেওয়া উচিৎ আমাদের। প্রাকৃতিক দৃশ্য অসাধারণ। ❤

  • @titly6831
    @titly6831 9 วันที่ผ่านมา

    খুব ভালো লাগলো...
    Congratulations Mivan... অনেক দূর এগিয়ে যাও...
    অনেক ভালবাসা রইলো...💐💐💐💐

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি তিতলি দি,তোমার নিয়মিত কমেন্ট পেয়ে খুব ভালো লাগে

  • @saptadeepabiswas8503
    @saptadeepabiswas8503 8 วันที่ผ่านมา

    Congratulations.. khoob bhalo kiddo 🎉🎉❤❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি সপ্ত দীপা দি

  • @monojitgupta1689
    @monojitgupta1689 8 วันที่ผ่านมา

    My best wishes for Mivan for his whole study life in Sweden. Thanks

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      ভালো থাকবেন মনজিত দা🙏

  • @PadminiBiswas
    @PadminiBiswas 6 วันที่ผ่านมา

    Chicken phuchka nishchoi khub bhalo hoyechhilo.

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      পদ্মিনী কাকিমা,হয়েছে একরকম বেশ,মৈনাক হাসি মুখে খেয়ে নেয়♥️🙏তুমি আমাদের প্রণাম নিও

    • @PadminiBiswas
      @PadminiBiswas 5 วันที่ผ่านมา

      @@bonginsweden Tumi bhalo ranna koro sheta Mainak bolechhe.

  • @sharmilabukun7246
    @sharmilabukun7246 8 วันที่ผ่านมา

    Mivan namer mane ta khub sundor.Mivaner jonno anek valobasa pathalam.vlogta khub valo hoyeche.

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      অনেকদিন পর তোমার কমেন্ট পেলাম শর্মিলা দি,ভালো থেকো তুমি

  • @simabala7811
    @simabala7811 9 วันที่ผ่านมา

    ভিষন সুন্দর লাগল সব কিছুই ভাল থেক সবাই ❤

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      তুমিও ভালো থেকো সীমা দি🙏♥️

  • @anitadey195
    @anitadey195 9 วันที่ผ่านมา +1

    সুইডেনে হাই স্কুল পাশ করা কি খুব কঠিন ব্যবহার ❓খুব ভালো লাগলো ভিডিও টা। তোমরা খুব ভালো থেকো।

    • @bonginsweden
      @bonginsweden  6 วันที่ผ่านมา

      অনিতা দি,পুরো স্কুল সিস্টেম টা আলাদা ভারতের থেকে, তাই ওভাবে নম্বর ভিত্তিক ভাবে মূল্যায়ন করা ঠিক হবে না,আমি ব্লগ করবো এই নিয়ে,ভালো থেকো তুমি

  • @feel_goodpaintingsandlifea715
    @feel_goodpaintingsandlifea715 9 วันที่ผ่านมา

    Mivaan k congratulations ❤❤❤ ar anek ador and blessings.. ki sweetly kotha bole..

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา +1

      খুব ভালো থেকো তুমি দিদি, অসংখ্য ধন্যবাদ তোমায় 🙏♥️

  • @susmitade5969
    @susmitade5969 9 วันที่ผ่านมา

    Congratulation Mivaan .Love u. Soo sweet. 🎉🎂

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় সুস্মিতা দি,ভালো থেকো ♥️

  • @user-hf3ln6zh5c
    @user-hf3ln6zh5c 8 วันที่ผ่านมา

    With many ❤& blessings for your little 🤴.

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      ভালো থাকবেন বাপি দা, অসংখ্য ধন্যবাদ

  • @rubyroy5791
    @rubyroy5791 8 วันที่ผ่านมา

    খুব ভালো লাগলো ব্লগ টা। মিভানের জন্য অনেক অনেক শুভেচ্ছা আদর ও ভালোবাসা রইলো।ও অনেক বড়ো হোক। খুব ভালো থেকো তোমরা ❤❤❤।

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ রুবী দি Mivaan কে উইশ করার জন্য

  • @tufanojhavlogs
    @tufanojhavlogs 8 วันที่ผ่านมา

    খুব সুন্দর লাগলো ভিডিও টা দিদিভাই 👌 যদিও ভিডিও টা দেখতে একটু দেরি হয়ে গেল duty ছিলও তাই👍👍👍

  • @rinapaul9881
    @rinapaul9881 8 วันที่ผ่านมา

    chandrima khub valo laglo .Mivan k onek valobasha .❣️❣️❣️❣️❣️👌

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় রীনা দি🙏♥️

  • @SWATIDASGUPTA
    @SWATIDASGUPTA 8 วันที่ผ่านมา

    অনেক অনেক অভিনন্দন মিভান সোনা কে, অনেক আদর আর ভালোবাসা রইলো |❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি স্বাতী দি, অসংখ্য ধন্যবাদ তোমায়

  • @tanusreedas9494
    @tanusreedas9494 9 วันที่ผ่านมา

    soo informative vedio.khub valo laglo ❤😊❤😊

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      তোমার ভালো লাগলেই আমি খুশি তনু দি

    • @tanusreedas9494
      @tanusreedas9494 5 วันที่ผ่านมา

      @@bonginsweden amr nik name dhore dakle .aro boro apon laglo . khub valo thako tomor sobai

  • @SumonaBanerjee
    @SumonaBanerjee 7 วันที่ผ่านมา

    Nice video Chandrima.

    • @bonginsweden
      @bonginsweden  7 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ সুমনা দি, ভাল থেকো তুমি

  • @sohinisardar7505
    @sohinisardar7505 9 วันที่ผ่านมา

    Wow❤❤❤

    • @bonginsweden
      @bonginsweden  5 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় সোহিনী দি

  • @user-zc4hb4nh6s
    @user-zc4hb4nh6s 6 วันที่ผ่านมา

    আবার একটা সুন্দর পরিবেশনা। mainak কত সুন্দর খাবার খেতে পারে তোমার জন্য। আর মিভান খুব মিষ্টি তোমার মতো দেখতে। ♥♥♥

    • @bonginsweden
      @bonginsweden  6 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি মিতা দি♥️🙏

  • @nupurkundu1616
    @nupurkundu1616 6 วันที่ผ่านมา

    Mivan er jonno anek subhechha o bhalobasha ...tomader moto bhalo moner ekjon hauk ei subhechha roilo..❤

    • @bonginsweden
      @bonginsweden  6 วันที่ผ่านมา

      অসংখ্য ধন্যবাদ তোমায় নুপুর দি🙏♥️

  • @mayersansar8451
    @mayersansar8451 8 วันที่ผ่านมา

    Congratulations মিভান সোনা জীবনে অনেক বড় হও আর বাবা , মায়ের মতোন ভালো মানুষ হয়ে ওঠো । অনেক অনেক ভালোবাসা রইলো ❤❤

    • @bonginsweden
      @bonginsweden  8 วันที่ผ่านมา

      খুব ভালো থেকো তুমি দিদি, অসংখ্য ধন্যবাদ তোমায়