আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাড়ি কিনে ফেলছো শুনে আমার খুবই আনন্দ লাগতেছে। মনে হচ্ছে আমি নিজেই বাড়ি কিনেছি। কেউ যদি একটু উন্নতি করে ভালো জায়গায় পৌঁছায় আমার দেখতে খুবই আনন্দ লাগে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো জায়গায় পৌঁছার তৌফিক দান করুন। আমার মনে হয় সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি করা। তোমার খুশি দেখে আমার খুব ভালো লাগতেছে। আল্লাহ সব সময় তোমাদের সুখের সংসারকে ভালো রাখুক।
আলহামদুলিল্লাহ। দিশা তোমাদের আল্লাহ রিজিকের আরো বরকত দিন। আমিন। খুব ভালো লাগলো U K মতো জায়গায় তোমাদের নিজেদের একটা বাড়ি হয়েছে। আল্লাহ তোমাদের সুস্থতা দান করুন ও হেফাজত করুন। মাগো
লন্ডনের মত একটা জায়গায় নিজের বাড়ি থাকা মানে অনেক কিছু! দিশা ঠিকঠাক মতো কথাই বলতে পারতাছে না সে এত খুশি হয়েছে। সত্যি বিষয়টা স্বপ্নের মত। সবার একটি স্বপ্ন দেখে বিলেতে একটি বাড়ি থাকার। সুখে থাকো দিশা দোয়া রইল ও এমন হাসি খুশি সব সময় থাক ❤️
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর বাড়ি হয়েছে তোমার। এবার মনের মাধুরি দিয়ে সাজিয়ো।আমার এক খালাত বোন বেলজিয়াম ৩ তলা বাড়ি কিনেছে আমার অনেক খুশি লেগেছে।আজ তোমরা বাড়ি কিনেছো তাই দেখে ও খুশি লাগছে।আমি যখন প্রথম আমার স্বামির কেনা বাড়িতে উঠেছি অনেক আনন্দ পেয়েছি তাই বুঝি একটা বাড়ি মানে একটা স্বপ্ন।মহান আল্লাহ তোমাদেরকে এই বাড়িতে ভালো রাখুন এ কামনা করি।দোয়া ও শুভ কামনায়
আসসালামু আলাইকুম আপু আপনি এবং ভাইয়া দুজন ই, মহান রাব্বুল আলামীনের প্রতি শোকরিয়া আদায় করছেন বার বার বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন। আপনি মহান রাব্বুল আলামীনের উপর বেশি বেশি নির্ভরশীল দেখে অভিভূত হলাম। আমার মহান রাব্বুল আলামীন আপনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন এবং ভাইয়াকেও এবং আপনার সন্তানদের কেও। প্রায় কথায় আপনি মহান রাব্বুল আলামীনকে স্মরণ করছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহু সুবহানাহু তাআলা যে কত মহান আপনি বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
Alhamdullah. আমি খুবই আনন্দিত আপনাদের নুতন বাড়িতে বাস করা। যেহেতু নিজের কেনা বাড়ি ,, আনন্দ অনেক বলে শেষ করা যাবে না। আমি আশীর্বাদ করি। বাড়িতে সুখ শান্তি তে থাকুন। আর আল্লাহ শোকার করুন। ঈমান আর আমল জমে থাকুন। আর পরবর্তী তে আর একটি বাড়ি তে যেতে হবে, সেটাই আসল and forever ,, তার সুখ আর শেষ হবে না। From India with love ( সালাম )😮😮😢🎉🎉😂😂❤❤😂
মাশাল্লাহ আপু বাসাটা খুব সুন্দর হয়েছে। আমি আর আমার মামুনি সবসময় তোমার ভিডিও দেখি।আমরা মাগুরার মানুষ। আর মাগুরা এবং যশোর তো প্রতিবেশীর মতো। এই জন্য তোমার উপর একটা আলাদা ভালোবাসা কাজ করে।তোমরা সবাই অনেক ভালো থেকো এই দোয়া করি।❤️❤️
Apnar kusi daka amr onak balu lagasa,ababa kunu manuska Ami gibona kusi daki nai.bar bar alhamdulila bolsan amr onak balo lagasa alla aponaka suka rakban sob sob somoy Dua kori.alla hafaz.
আলহামদুলিল্লাহ, দিশা আপু আর ইব্রাহিম ভাইয়া আপনাদের কে খুশি দেখে অনেক অনেক ভালো লাগতেছে দোয়া করি আল্লাহ আপনাদের আরো মনের আশা পুরন করুক আপনারা ও আমাদের জন্য দোয়া করবেন। আমিন। ❤
মাশা আল্লাহ,আলহামদুলিল্লাহ। কথায় কথায় আলহামদুলিল্লাহ বলছেন খুব ভালো লাগলো।তবে নিজেকে আরেকটু পর্দায় রাখার চেষ্টা করবেন তাহলে আলহামদুলিল্লাহ বলার হক আদায় হবে।শুভকামনা রইল আপনাদের জন্য।
সুদের উপর বারি করে কি যে খুশি আমরা আহ যদি জানতাম এর শেষ পরিনতি🥺🤲 ২৫ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা-মা তো ভীষণ খুশি। ঠিক দুই মাস আগে নতুন এপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটাও বেশ ভাল ফেভার করেছে। বছর বছর চাকুরীতে পদন্নোতি পাচ্ছে। বেতনও বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি-গাড়ি সব কিনে ফেলল। সংসারে যেন আনন্দের বন্যা বইছে। সেই সুবাদে রিয়াজ বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্নীয়-স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হৈ-হুল্লোর আর খাওয়া দাওয়ায় রিয়াজ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংশায় পঞ্চমুখ। সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে,ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিং এ যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগল। রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে। রিয়াজ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা। স্ত্রীর নামে ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অংকের ডি.পি.এস আর এফ.ডি.আর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে-ভাতে। চার মাস পরের কথা। গাড়ি এক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাত। রিয়াজ যতদিন চালিয়েছে ধীরে সুস্হ্যেই চালিয়েছে। কোন সমস্যা হয় নাই। ড্রাইভারেরর বেসামাল গতি এদূর্ঘটনার বড় একটা কারন। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি আর এখন তো সবই শেষ হয়ে গেল। সারা বাড়িজুড়ে শোকের মাতম। স্ত্রী, সন্তান, মামা-বাবা, আত্নীয়স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে। রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউ মাউ করে কাঁদছে। এত সুখের সংসারটা ভেঙ্গে খান খান হয়ে গেল। রিয়াজের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মত দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাযা পড়ানো হবে। মৃত রিয়াজ সবার আহাজারী,আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসল, জানাযা পড়ানো হলো। কবর দেয়া হলো। কবর হতে হতে রাত প্রায় ১২ টা বেজে গেলো। সবাই ফিরে গেছে, এখন কবরস্হানে আর কেউ নেই। দুইজন ফেরেশতা এসে মুখ গোমড়া করে রিয়াজকে কিছু প্রশ্ন করতে লাগল। তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওয়ানা হলো। অর্ধ-আসমানে পৌছানোর পর আওয়াজ আসল, থামো,এর আত্না আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনও শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহনযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল। রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছে আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙ্গে ফেল,ছেলেমেয়েদের সমস্ত ডি.পি.এস আর এফ.ডি.আর ভেঙ্গে ফেল আমি আর এ যন্ত্রনা সহ্য করতে পারছি না। কিন্তু না, রিয়াজের চিৎকার কারও কাছে পৌছাল না। এভাবে ৬ মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুন কষ্টে রিয়াজ আফসোস করতে লাগল। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি আর আজ আমার কোন মুল্য নাই। ৬ মাস হয়ে গেল এখনও আমার আত্না গ্রহনযোগ্যতা পেল না, আর কোনদিন পাবে কিনা তাও জানি না। রিয়াজ কাঁদতে লাগল। আসরের আযানের শব্দে রিয়াজের ঘুম ভাঙ্গল। এতক্ষন রিয়াজ স্বপ্ন দেখছিল। ঘেমে একাকার হয়ে গেছে। রিয়াজ উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয় মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো এ দুনিয়াতে কেউ কারো নয়। প্রতিজ্ঞা করল, আর কোন ঋণ নয়। সমাপ্ত
নিজেদের মাথা গোঁজার এক টুকরো ঠাই ! কি শান্তি, আহা ! অনেক অনেক খুশি হইসি ! আরো বিশেষ করে বাচ্চাদের জন্য ! আল্লাহ রহমত বর্ষন করেছেন | আরো করুন | ফী আমানিল্লাহ | মাশাআল্লাহ | আলহামদুলিল্লাহ |
অভিনন্দন আপু নিজের বাড়ি মানেই অসাধারণ অনুভূতি শান্তি এবং আল্লাহর সেরা নেয়ামতের মধ্যে অন্যতম।❤ খুব খুশি হলাম জায়নামাজ কুরআন আগে নিয়েছেন এবং নিয়মিত নামাজ আদায় করবেন কুরআন অর্থসহ পড়বেন ইনশাআল্লাহ 🌺
আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ সবাই তোমাকে ভালোবেসে নতুন বাড়িতে ঢুকার সময় এটা কোরবা এটা কোরবা। সূরা বাকারা ঘরের মধ্যে মোবাইলে বাজাবা। অনেক কিছু থেকে নিরাপদ থাকবা। আস্তে আস্তে সুন্দর করে সাজায়ে নিও। আল্লাহ ভরসা।
আলহামদুলিল্লাহ সর্বাবস্থায়,, তোমরা বাড়ি কিনেছো খুবই ভালো লাগলো তবে অনেক বেশি ভালো লেগেছে মনটা ভরে গেছে তোমাদেরকে দু-জনের খুশি আর প্রাণ খুলে হাসি, কি যে ভালো লেগেছে তোমাদের দুজনের প্রাণ খুলে হাসি আর খুশি দেখে,তোমাদেরকে অনেক আপন মনে হয়েছে,অবশ্যই এর কারণ ও আছে। তোমাদের এই গৃহে তোমরা সহ আল্লাহর অনুগ্রহের রহমত সাজাই বর্ষণ করুন ❤আমিন।
নিজস্ব একটা বাড়ি অনেক মানুষের স্বপ্ন, এই স্বপ্ন পূরন হয়েছে অভিনন্দন এ দোয়া রইলো।
পর্দা করা সবচেয়ে সহজ।
শুকরিয়া করলে আল্লাহ আরও বাড়িয়ে দিবেন।
আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো এটা দেখে যে বাড়ি তে প্রবেশের সময় জায়নামাজ আর আল্লাহ কোরান নিয়ে প্রবেশ করেছো।
বাড়িতে ডুকার সময় সালাম দিয়ে ডুকবেন বের হওয়ার সময় সে-ইম সালাম দিয়ে বের হবেন ইনশাআল্লাহ সকল প্রকার বিপদ থেকে রক্ষা করবেন মহান আল্লাহ
ঠিক বলেছ।
Bismillah o porte hoy
@@kaniz-e-zannat2905 বিসমিল্লাহ তো পড়তে হয় ই সাথে প্রবেশ করার সময় ও বের হয়ে যাওয়ার সময় সালাম দিতে হয়।
বাড়ির সালাম টা হচ্ছে,, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইক
@gazistimeline
হুম লেখায় মিসটেক হয়েছে
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাড়ি কিনে ফেলছো শুনে আমার খুবই আনন্দ লাগতেছে। মনে হচ্ছে আমি নিজেই বাড়ি কিনেছি। কেউ যদি একটু উন্নতি করে ভালো জায়গায় পৌঁছায় আমার দেখতে খুবই আনন্দ লাগে খুব ভালো লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো জায়গায় পৌঁছার তৌফিক দান করুন। আমার মনে হয় সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে নিজের একটা বাড়ি করা। তোমার খুশি দেখে আমার খুব ভালো লাগতেছে। আল্লাহ সব সময় তোমাদের সুখের সংসারকে ভালো রাখুক।
আপনি ভালো মানুষ
টাকার উৎস
বাড়ি শান্তির নীড়! বিদেশের মাটিতে আপনাদের আনন্দ, শান্তি আল্লাহ তাআলা বজায় রাখুন। আমিন। অভিনন্দন ❤🎉
আলহামদুলিল্লাহ। দিশা তোমাদের আল্লাহ রিজিকের আরো বরকত দিন। আমিন। খুব ভালো লাগলো U K মতো জায়গায় তোমাদের নিজেদের একটা বাড়ি হয়েছে। আল্লাহ তোমাদের সুস্থতা দান করুন ও হেফাজত করুন। মাগো
নিজের একটা বড়ি এটা সবার সপ্ন, অভিনন্দন তোমাদের সপ্ন পূরনের জন্য🥰
মাশাল্লাহ ,বোন নতুন বাড়িতে প্রথম অবস্থায় ডায়নামাজ এবং কোরআন শরীফ নিয়ে যাচ্ছেন দেখে অনেকটা ভালো লাগলো,দোয়া করি সবসময় ভাল থেক 😍
Alhamduliilah 😍
অভিনন্দন দুজন কে এত চমৎকার একটা বাড়ি কেনার জন্য,,,,, এখন এটাই হবে আপনাদের জন্য এক টুকরো জান্নাত। সবাই ভালো থাকবেন।
খুশি তো তোমাদের৷ কিন্তু আনন্দে আমার চোখে পানি আসলো কেনো?!!🥺🥺
আল্লাহ সবাইকে এরকম ভালো রাখুক🤲
😘🤗🤗
আলহামদুলিল্লাহ্।
দোয়া আর শুভকামনা রইলো তোমাদের জন্য। ❤❤
লন্ডনের মত একটা জায়গায় নিজের বাড়ি থাকা মানে অনেক কিছু! দিশা ঠিকঠাক মতো কথাই বলতে পারতাছে না সে এত খুশি হয়েছে। সত্যি বিষয়টা স্বপ্নের মত। সবার একটি স্বপ্ন দেখে বিলেতে একটি বাড়ি থাকার। সুখে থাকো দিশা দোয়া রইল ও এমন হাসি খুশি সব সময় থাক ❤️
Insha-Allah 😍 thank you
আলহামদুলিল্লাহ। এইভাবে হাসি খুশি থাকো সবসময়🥰🥰 মাশা-আল্লাহ ❤️❤️❤️❤️
আলহামদুলিল্লাহ। এই দিনের অপেক্ষায় ছিলাম
আলহামদুলিল্লাহ।
আপু, ভাইয়া ও দুই মিষ্টি বাবার জন্য রইলো অনেক অনেক দোয়া ও শুভকামনা।
আপনাদের খুশি দেখে খুব ভালো লাগলো।
আলহামদুলিল্লাহ।।।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু অনেক সুন্দর বাড়ি হয়েছে তোমার। এবার মনের মাধুরি দিয়ে সাজিয়ো।আমার এক খালাত বোন বেলজিয়াম ৩ তলা বাড়ি কিনেছে আমার অনেক খুশি লেগেছে।আজ তোমরা বাড়ি কিনেছো তাই দেখে ও খুশি লাগছে।আমি যখন প্রথম আমার স্বামির কেনা বাড়িতে উঠেছি অনেক আনন্দ পেয়েছি তাই বুঝি একটা বাড়ি মানে একটা স্বপ্ন।মহান আল্লাহ তোমাদেরকে এই বাড়িতে ভালো রাখুন এ কামনা করি।দোয়া ও শুভ কামনায়
Alhamduliilah 😍
তোমার ভিডিও প্রতিদিন দেখি কিন্তু কমেন্ট করা হয় না লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম বাড়ি কেনার জন্য কংগ্রাচুলেশন
😘
আপনার মত এরকম একটা লক্ষ্মী বউ যদি ঘরে থাকে তাহলে ইনশাল্লাহ প্রতিটা ঘরে ঘরে এরকম বাড়ি গাড়ি হবে আপনি আসলেই অনেক লক্ষী
আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আজ তোমাদের আনন্দ দেখে। আল্লাহ তোমাদের সারাজীবন এইভাবেই আনন্দে রাখুন, আমিন ❤
Fi Amaanillah ! Always stay humble with Takwah and Tawakkul. Aameen.
দিশাআপুর খুশিতে আমিও খুব খুশি হয়েছি আপনাদের সবাইকে আমার খুব ভালো লাগে
একে আপরের কথা শুনুন বুঝুন। daily 2করে ঘরে হাদিস পড়ুন ❤ জীবন সুখী হবে
আসসালামু আলাইকুম
আপু আপনি এবং ভাইয়া দুজন ই, মহান রাব্বুল আলামীনের প্রতি শোকরিয়া আদায় করছেন বার বার বলছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন। আপনি মহান রাব্বুল আলামীনের উপর বেশি বেশি নির্ভরশীল দেখে অভিভূত হলাম। আমার মহান রাব্বুল আলামীন আপনাকে হায়াতে তাইয়্যেবা দান করুন এবং ভাইয়াকেও এবং আপনার
সন্তানদের কেও। প্রায় কথায় আপনি মহান রাব্বুল আলামীনকে স্মরণ করছেন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহু সুবহানাহু তাআলা যে কত মহান আপনি বুঝতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপু ভালো লাগলো তোমাদের বাড়ি দেখে অনেক ভাল থেকো সবাইকে নিয়ে
Alhamdullah.
আমি খুবই আনন্দিত আপনাদের নুতন বাড়িতে বাস করা। যেহেতু নিজের কেনা বাড়ি ,, আনন্দ অনেক বলে শেষ করা যাবে না।
আমি আশীর্বাদ করি। বাড়িতে সুখ শান্তি তে থাকুন। আর আল্লাহ শোকার করুন। ঈমান আর আমল জমে থাকুন।
আর পরবর্তী তে আর একটি বাড়ি তে যেতে হবে, সেটাই আসল and forever ,, তার সুখ আর শেষ হবে না।
From India with love ( সালাম )😮😮😢🎉🎉😂😂❤❤😂
দিশা , কোন কিছুই আমার , আমার বলবানা , আল্লাহ্র দেয়া নেয়ামত আমাদের বলবা। ❤
আপনার রিয়্যাকশনটা বেশ ন্যাচারাল ছিল। ভাল লেগেছে।
মাশাল্লাহ আপু বাসাটা খুব সুন্দর হয়েছে। আমি আর আমার মামুনি সবসময় তোমার ভিডিও দেখি।আমরা মাগুরার মানুষ। আর মাগুরা এবং যশোর তো প্রতিবেশীর মতো। এই জন্য তোমার উপর একটা আলাদা ভালোবাসা কাজ করে।তোমরা সবাই অনেক ভালো থেকো এই দোয়া করি।❤️❤️
অনেক ধন্যবাদ!! 😊🙏🏽🥰
magura koi
Rbt ঋ।। @@saniakabir9744
মাগুরা ঝিনাইদহ পাশাপাশি জেলা
@@roksanarahman2798 Ji..
আলহামদুলিল্লাহ, আল্লার তোমাদের কে সুখি করুন। ❤
আলহামদুলিল্লাহ অনেক খুশির খবর তোমাদের জন্য দোয়া রইল ❤❤❤🎉😊😊💯🇧🇩
Apnar kusi daka amr onak balu lagasa,ababa kunu manuska Ami gibona kusi daki nai.bar bar alhamdulila bolsan amr onak balo lagasa alla aponaka suka rakban sob sob somoy Dua kori.alla hafaz.
বাড়িটা খুবই সুন্দর , ভালোলাগার মানুষ গুলা ভালো থাকলে খুব বেশি ভালোলাগে
ভিডিওটা দেখে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ অনেক ভালো লাগলো।কিযে খুশি লাগছে
আপু ও ভাইয়া তোমাদের জন্য দোয়া ও ভালবাসা রইল।
বাংলাদেশ থেকে লোকমান
Congratulations🎉 সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ
মাশাল্লাহ অসাধারণ অতুলনীয় লাগছে, তবে চকলেটি অনেক দামী
আলহামদুলিল্লাহ দোয়া ও শুভকামনা রইল 💖
Mashallah, it is a different feeling to enter ones own house.
আলহামদুলিল্লাহ, দিশা আপু আর ইব্রাহিম ভাইয়া আপনাদের কে খুশি দেখে অনেক অনেক ভালো লাগতেছে দোয়া করি আল্লাহ আপনাদের আরো মনের আশা পুরন করুক আপনারা ও আমাদের জন্য দোয়া করবেন। আমিন। ❤
Masallah may allah bless you for ever and your family also ameen summa ameen try to obey the islamic sunnah please from India kolkata city
Mashallah onk sundhor hoise boro soro bari
মাশা আল্লাহ,আলহামদুলিল্লাহ। কথায় কথায় আলহামদুলিল্লাহ বলছেন খুব ভালো লাগলো।তবে নিজেকে আরেকটু পর্দায় রাখার চেষ্টা করবেন তাহলে আলহামদুলিল্লাহ বলার হক আদায় হবে।শুভকামনা রইল আপনাদের জন্য।
Alhamdulillah Alhamdulillah Alhamdulillah 😊 Congratulations apu &vaiya dua kori tomra onek onek valo thaiko❤🎉❤
আলহামদুলিল্লাহ, অসম্ভব ভালো লাগলো, দোয়া করি এই সুন্দর জীবন যাপন তোমাদের আরো ভালো হউক। ❤❤
আলহামদুলিল্লাহ। এইভাবে হাসি খুশি থাকুন❤❤❤
অনেক বড়ো হয়ে গেছে তোমার ছেলেরা আপু❤❤❤
Alhumdulliah! Congratulations ❤
আসসালামুআলাইকুম আপু ভালো লাগলো আপনি।বাডি নিয়েচেন আরোবালোলাগলো যায়নামাজ নিয়েচেন অনেক দিন পর আপনার বিডিয়ো দেখলাম
দিশা, অনুরোধ রইলো, মেইন ডোর এশ আর নেভি ব্লু কালার চুজ করো,,,দারুণ লাগবে,,,দোয়া দোয়া, অনেক দোয়া রইলো ❤❤❤❤❤❤
White or beige color would be best ,wood color as well
এই ডোর টাই রাখুন! ক্লাসি এটা! শুধু কালার করে নিন! শুভ কামনা! অভিনন্দন আপনাদের!
ফায়ার প্লেস টা রাখুন! ছেলে কারেক্ট বলেছে! তার এক্সেন্ট শুনে অভিভূত!
Alhumdullilah, Congratulations
Nice house
May Allah SWT bless your family!
Many many thanks
খুব ভালো লাগল আপু ভাইয়া।সুখে থাকবেন।সৎ মানুষের আনন্দটাই এরকম।
আলহামদুলিল্লাহ। ❤❤❤
আপনার পরিবারের সবার জন্য দোয়া ও শুভকামনা। 🌹🌹
সুদের উপর বারি করে কি যে খুশি আমরা আহ যদি জানতাম এর শেষ পরিনতি🥺🤲
২৫ লক্ষ টাকা ব্যয় করে রিয়াজ নতুন গাড়ি কিনেছে। একদম ঝকঝকে সিলভার কালারের গাড়ি। গাড়ি দেখে স্ত্রী, দুই সন্তান আর বাবা-মা তো ভীষণ খুশি। ঠিক দুই মাস আগে নতুন এপার্টমেন্টে উঠেছে। পরিশ্রমের সঙ্গে সঙ্গে রিয়াজের ভাগ্যটাও বেশ ভাল ফেভার করেছে। বছর বছর চাকুরীতে পদন্নোতি পাচ্ছে। বেতনও বেড়ে চলছে হু হু করে। তাই দ্রুত ব্যাংক লোন নিয়ে সেই টাকায় বাড়ি-গাড়ি সব কিনে ফেলল। সংসারে যেন আনন্দের বন্যা বইছে।
সেই সুবাদে রিয়াজ বাসায় একটা পার্টি দিল। অফিস কলিগরা দুপুর থেকে বিকেল আর আত্নীয়-স্বজনেরা সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমন্ত্রিত ছিল। বেশ হৈ-হুল্লোর আর খাওয়া দাওয়ায় রিয়াজ পার্টি শেষ করলো। সবাই বেশ খুশি আর রিয়াজের প্রশংশায় পঞ্চমুখ।
সকাল হলেই রিয়াজ গাড়ি করে অফিস করবে,ছেলেমেয়েরা গাড়ি করে স্কুলে যাবে, স্ত্রী গাড়ি করে শপিং এ যাবে, গ্রামে বেড়াতে গেলেও গাড়ি করে যাবে ভাবতেই গর্বে রিয়াজের বুক ফুলে উঠতে লাগল। রিয়াজ ড্রাইভিংটাও শিখে নিয়েছে।
রিয়াজ পরিবারের ভবিষ্যতের জন্য খুব চিন্তা করত। অর্থ সম্পদ জমানো রিয়াজের যেন নেশা। স্ত্রীর নামে ২৫ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনে দিয়েছে। ছেলেমেয়ের নামে মোটা অংকের ডি.পি.এস আর এফ.ডি.আর করে রেখেছে। পরিবার যেন থাকে দুধে-ভাতে।
চার মাস পরের কথা। গাড়ি এক্সিডেন্ট করে রিয়াজ মারা গেল। সে এক বিভীষিকাময় মৃত্যু। কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ, স্পট ডেড। ড্রাইভারটা প্রথম থেকেই রাফ চালাত। রিয়াজ যতদিন চালিয়েছে ধীরে সুস্হ্যেই চালিয়েছে। কোন সমস্যা হয় নাই। ড্রাইভারেরর বেসামাল গতি এদূর্ঘটনার বড় একটা কারন। কয়েকবার সতর্ক করার পরও পরিবর্তন হয়নি আর এখন তো সবই শেষ হয়ে গেল।
সারা বাড়িজুড়ে শোকের মাতম। স্ত্রী, সন্তান, মামা-বাবা, আত্নীয়স্বজন সবাই কান্নায় ভেঙ্গে পড়েছে। রিয়াজের মা এই বয়সে এমন শোক কিছুতেই মেনে নিতে পারছে না, বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী যেন শোকে পাথর হয়ে গেছে। সন্তান দুটো হাউ মাউ করে কাঁদছে। এত সুখের সংসারটা ভেঙ্গে খান খান হয়ে গেল।
রিয়াজের লাশ গ্যারেজে শুইয়ে রাখা হয়েছে। সারা শরীর থেকে রক্ত ধুয়ে লাশের খাটে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। একটু পর পর সবাই এসে মুখটা শেষবারের মত দেখে আবার ঢেকে দিয়ে যাচ্ছে। একটু পর জানাযা পড়ানো হবে। মৃত রিয়াজ সবার আহাজারী,আফসোস দেখছে। ওর কেন যেন বিরক্ত লাগছে কিন্তু কিছুই বলতে পারছে না। হুজুর আসল, জানাযা পড়ানো হলো। কবর দেয়া হলো। কবর হতে হতে রাত প্রায় ১২ টা বেজে গেলো। সবাই ফিরে গেছে, এখন কবরস্হানে আর কেউ নেই।
দুইজন ফেরেশতা এসে মুখ গোমড়া করে রিয়াজকে কিছু প্রশ্ন করতে লাগল। তারপর রিয়াজকে নিয়ে আসমানের দিকে রওয়ানা হলো। অর্ধ-আসমানে পৌছানোর পর আওয়াজ আসল, থামো,এর আত্না আর এগোতে পারবে না। এর অনেক ঋণ আছে। ওর ঋণ এখনও শোধ হয় নাই। ঋণ শোধ না হওয়া পর্যন্ত ও গ্রহনযোগ্যতা পাবে না। ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে নিয়ে যাও। রিয়াজকে আবার কবরে নিয়ে আসা হলো। কবরে রিয়াজের খুব কষ্ট হচ্ছিল। রিয়াজ চিৎকার করে স্ত্রীকে বলছে আমার ঋণগুলো তাড়াতাড়ি পরিশোধ করে দাও। তোমার নামে করা সঞ্চয়পত্রগুলো ভেঙ্গে ফেল,ছেলেমেয়েদের সমস্ত ডি.পি.এস আর এফ.ডি.আর ভেঙ্গে ফেল আমি আর এ যন্ত্রনা সহ্য করতে পারছি না। কিন্তু না, রিয়াজের চিৎকার কারও কাছে পৌছাল না।
এভাবে ৬ মাস চলে গেল। রিয়াজের ঋণগুলো কেউ শোধ করল না। নিদারুন কষ্টে রিয়াজ আফসোস করতে লাগল। বেঁচে থাকতে পরিবারের জন্য কত কষ্ট করে সম্পদ গড়েছি আর আজ আমার কোন মুল্য নাই। ৬ মাস হয়ে গেল এখনও আমার আত্না গ্রহনযোগ্যতা পেল না, আর কোনদিন পাবে কিনা তাও জানি না। রিয়াজ কাঁদতে লাগল।
আসরের আযানের শব্দে রিয়াজের ঘুম ভাঙ্গল। এতক্ষন রিয়াজ স্বপ্ন দেখছিল। ঘেমে একাকার হয়ে গেছে। রিয়াজ উঠে বসল। ঘুম থেকে উঠে আজ গাড়ি কিনতে যাওয়ার কথা। রিয়াজ ওয়াশরুমে গেল এবং ওয়াশরুম থেকে বের হয়ে গাড়ি কিনতে নয় মসজিদে চলে গেল। যাওয়ার পথে কেবল এটুকুই মনে হলো এ দুনিয়াতে কেউ কারো নয়।
প্রতিজ্ঞা করল, আর কোন ঋণ নয়।
সমাপ্ত
আল্লাহ তুমি সবাইকে সটিক পথে চলার তৌফিক দান করো।
মাশাআল্লাহ
আলহামদুলিল্লাহ
আপু তোমরা আরো বড় হও। সবাই দীর্ঘ জীবি হও।
আলহামদুলিল্লাহ 😊
আলহামদুলিল্লাহ ❤
আলহামদুলিল্লাহ ভালো লাগলো ইংল্যান্ডের মতো জায়গায় তোমরা একটা বাড়ি কিনেছো অবশ্যই শুকরিয়া করবে আল্লাহ তাআলার পতি।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ❤
আলহামদুলিল্লাহ নতুন বাড়ি পেয়ে আপু যে খুশিটা হয়েছেন,আমরা জনগন আপনাদের খুশিতে আমরাও অভিবুত।
অনেক অনেক ধন্যবাদ সুস্থ থাকুন শুভকামনা রইলো, আললাহু রাব্বুল আলামীনের নাম নেয়া তে ভালো লেগেছে, মোসলমানের মতো কিছু ঘটনা খুবই ভালো লেগেছে,
নিজেদের মাথা গোঁজার এক টুকরো ঠাই ! কি শান্তি, আহা ! অনেক অনেক খুশি হইসি ! আরো বিশেষ করে বাচ্চাদের জন্য !
আল্লাহ রহমত বর্ষন করেছেন | আরো করুন | ফী আমানিল্লাহ | মাশাআল্লাহ | আলহামদুলিল্লাহ |
Thank you so much ☺️
alhamdulillah, সকল প্রশংসা আল্লাহর। করৃতজ্ঞতা আল্লাহর নিকট। congratulation Apa. bismillahir rahmanir rahim
অভিনন্দন আপু নিজের বাড়ি মানেই অসাধারণ অনুভূতি শান্তি এবং আল্লাহর সেরা নেয়ামতের মধ্যে অন্যতম।❤ খুব খুশি হলাম জায়নামাজ কুরআন আগে নিয়েছেন এবং নিয়মিত নামাজ আদায় করবেন কুরআন অর্থসহ পড়বেন ইনশাআল্লাহ 🌺
মাশাআল্লাহ দোয়া ও শুভেচ্ছা রইলো ❤
আল্লাহ জান্নাতে আপাদের বড়ী দান করুক।
Ameen 🤲🤲
কিছু বলার নেই, তবে এতটুকু বলবো এই বাড়ীই বাড়ী নয় আসল বাড়ীর জন্য কিছু করো নয়তো দিন শেষে তুমিই একাকী।
Alhamdulillah 😊😊😊
আলহামদুলিল্লাহ আপনারদের আছার আচরন খুব ভালো শুকরিয়া।
আপু এটা যে কি আনন্দের তা ভাষায় প্রকাশ করার নয় ,আমি ও একদিন তোমার মতো খুব খুশি হয়েছিলাম । দোয়া করি আল্লাহ তোমাদের সারা জীবন ভালো রাখুক
আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের পরিশ্রমের বরকত দিয়েছেন।আপনাদের রিজিক্ব আরো বাড়িয়ে দিন।
Mashaallah, baccha dr english accent dam cool. Asha korbo islamic bishoye o bachadr best shikkha diben. Inshaallah.
বিদেশের মাটিতে বাড়ি কেনা টা অনেক আনন্দের
Just like dreamy fairytale house ❤❤❤
Porda kora foroj apu .pordar vitore cholen oparer barita sundor hobe in SE Allah.
আলহামদুলিল্লাহ্ 🤲💓🤲
বাড়ি অলা নাইরে বাড়ি
নাইরে দুনিয়াতে👌😄
মাশাআল্লাহ লন্ডনে।বন বাড়ি কিনেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে নেক হায়াত দান করুন মনের আশা পূরণ করুন
আপনাদের সাহস দেখে অবাক হতেই হয়। এ দেশে বাড়ি ক্রয় সবাই গোপন রাখে। আর আপনারা প্রকাশ করে দিলেন।
🤣🤪🤣
All time ALLAH , K SORON KORSEN TAI KHUB VALO LAGLO , ALHAMDULILAH. SOUTH KOREA THAKAY MONA. THANKS.
খুব খুশী হলাম মনে হচছে আমার বোনের বা ড়ী। সুখে থাক
দামটা বললে আরো খুশী হতাম।
অভিনন্দন নিজের সুন্দর একটা বাড়ি সব সময় মনে সুখ সুখ লাগে
Allah apnar money ta aro basi rizik dan koruk amin
লাইক দিয়ে দেখে নিলাম আপু তোমার বাড়িটা অনেক সুন্দর হয়েছে❤❤❤❤
মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে
বাড়িটি খুব সুন্দর ❤❤
আলহামদুলিল্লাহ
আল্লাহ তোমাদেরকে ভালো রাখুন সুখে রাখুন। দ্বীনের পথে থাকো।❤❤❤❤❤❤❤
আলহামদুলিল্লাহ , আলহামদুলিল্লাহ
সবাই তোমাকে ভালোবেসে নতুন বাড়িতে ঢুকার সময় এটা কোরবা
এটা কোরবা। সূরা বাকারা ঘরের মধ্যে মোবাইলে বাজাবা। অনেক কিছু থেকে নিরাপদ থাকবা। আস্তে আস্তে সুন্দর করে সাজায়ে
নিও। আল্লাহ ভরসা।
আলহামদুলিল্লাহ সর্বাবস্থায়,, তোমরা বাড়ি কিনেছো খুবই ভালো লাগলো তবে অনেক বেশি ভালো লেগেছে মনটা ভরে গেছে তোমাদেরকে দু-জনের খুশি আর প্রাণ খুলে হাসি, কি যে ভালো লেগেছে তোমাদের দুজনের প্রাণ খুলে হাসি আর খুশি দেখে,তোমাদেরকে অনেক আপন মনে হয়েছে,অবশ্যই এর কারণ ও আছে। তোমাদের এই গৃহে তোমরা সহ আল্লাহর অনুগ্রহের রহমত সাজাই বর্ষণ করুন ❤আমিন।
5:11
আলহামদুলিল্লাহ 🤲🏻 ভাবী & ভাইয়া 🥰🥰
আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি হয়েছি।
Congratulations
Welcome to dream House
মাশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের ভু্ক করার তাওফিক দান করুন আমিন
অভিনন্দন। দোয়া ও শুভকামনা রহিলো।
মাশা-আল্লাহ অনেক সুন্দর লাগলো বাসা দেখে,
আলহামদুলিল্লাহ, আপনাদের খুশি দেখে চোখে পানি চলে আসলো