NINE POPULAR SONGS OF BANGLA MOVIE RUPBAN (1965) BY ABDUL ALIM & NINA HAMID

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 670

  • @BabluSk-cz7uk
    @BabluSk-cz7uk ปีที่แล้ว +35

    আমি পশ্চিম বাংলা ভারত থেকে বলছি বাবলু শেখ আমার বয়স এখন 62 বছর কিন্তু আমি এই গান 55 বছর আগে শুনেছি তখন আমার বয়স ছিল মাত্র সাত থেকে আট তখন মাইকে রেকর্ডে গান বাজতো তাই আমি এই 55 বছর আগে গান শুনে এখনো আমি মনে রেখেছি আমার জীবনের শ্রেষ্ঠ সুরকার গান এইটাই আমার সবথেকে ভালো লেগেছে আর এই 965 সালের যে চলচ্চিত্র ছিল এই চলচ্চিত্র আমি কুড়ি বছর যাবত খুজছি কিন্তু আজ আমি নেটে খুঁজে পেলাম বলে আমার মনটা যেন ভরে গেছে তাই এই পুরনো রেকর্ড সংগ্রহ করার জন্য আমাদের এই ইউটিউবার ভাইকে অনেক ধন্যবাদ মুর্শিদাবাদ ভারত

    • @munirhossain803
      @munirhossain803 8 หลายเดือนก่อน

      আপনাকে স্বাগত আমাদের প্রাচীন গানগুলো স্মৃতিতে স্থান দিয়ে রেখেছেন বলে। সেরা গানগুলো গেয়েছেন তো আপনাদেরই মুর্শিদাবাদের সন্তান আব্দুল আলীম।

    • @GuniJiboni
      @GuniJiboni 7 หลายเดือนก่อน +1

      কালজয়ী গান শুনে ভালো লাগে
      তাই আমার এ চ্যানেলেও গেয়ে গেয়ে দিই যাতে হারিয়ে না যায় গানগুলো।। প্রজন্মকে অনুপ্রেরণা দেওয়া ফরয

    • @nrityadatta3179
      @nrityadatta3179 7 หลายเดือนก่อน +1

      সর্বকালের সর্বশ্রেষ্ঠ গান।

    • @Md.ShahidulIslam3575
      @Md.ShahidulIslam3575 2 วันที่ผ่านมา

      এইসব গান কত যে মধুর ভুলতে পারি না।

  • @mafijuddin1074
    @mafijuddin1074 3 ปีที่แล้ว +17

    সোনালি দিনের স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ।গ্রাম্য লোক সংস্কৃতি আমাদের সম্পদ,পরবর্তী প্রজন্মের জন্য বিশেষ প্রয়োজন

  • @sajidmiah2115
    @sajidmiah2115 2 ปีที่แล้ว +36

    বাংলা পৃথিবীর শ্রেষ্ঠ ভাষার অন্যতম একটি ভাষা,আর শ্রেষ্ঠত্বের পেছনে এ গানগুলো বড় নিয়ামক।

    • @md.syedalisarker7382
      @md.syedalisarker7382 2 ปีที่แล้ว +1

      Right.

    • @NurulIslamKhannikhanneion-n6e
      @NurulIslamKhannikhanneion-n6e 3 หลายเดือนก่อน

      When I was a boy of 7 years, at that time I was see the Robban Zattra palla in our area Shibpur bazar

    • @AliHossin-lx8yu
      @AliHossin-lx8yu 5 วันที่ผ่านมา

      এইগানগুলি মাটিওমানুষে ভিতরথেকেউঠেআসা রিদয়সপরসকরাগান।

  • @AzharulIslam-d3z
    @AzharulIslam-d3z 14 วันที่ผ่านมา +1

    অসাধারণ পুরোনো দিনের গান গুলি আজীবন চলবে

  • @sadrulhoque8547
    @sadrulhoque8547 2 ปีที่แล้ว +24

    ছোট বেলায় পুরো পরিবার আলমাস সিনেমা হলে সিনেমা দেখেছিলাম। তখন টাকা কম ছিল কিন্তু মনে শান্তি ছিল। আজ আর্থিক স্বচ্ছলতা এসেছে। কিন্তু মা বাবা, ৩ ভাই বোন মারা গিয়েছে। সেই সাথে মনের ও দেহের সুখ বিদায় নিয়েছে।

    • @fazilatunnessa1542
      @fazilatunnessa1542 8 หลายเดือนก่อน

    • @1110-t5o
      @1110-t5o 7 หลายเดือนก่อน +1

      ব্যপারটা টাকার নয়, বয়সের। ধনী-গরীব সবার শৈশব-কৈশর সুখের সময়। বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে , মনের শান্তি কমে।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 6 หลายเดือนก่อน

      কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @rtghjjjhhggghhgffgg513
    @rtghjjjhhggghhgffgg513 5 ปีที่แล้ว +21

    গান সুনে সরিরটা নড়ে উঠলো চোখের জলে অত্যনত্য বেদনা দাযক।

  • @shahreza6363
    @shahreza6363 3 ปีที่แล้ว +35

    আহ্! কি কথা কি সুর!
    মন চলে যায় অতীত সুদূর!
    ধন্যবাদ মনসুর!

  • @mdaslam9841
    @mdaslam9841 3 ปีที่แล้ว +17

    আমার সর্ব কালের সেরা শিল্পী আব্দুল আলীম।

  • @ahamadulchy2899
    @ahamadulchy2899 2 ปีที่แล้ว +37

    হে মহান আল্লাহ তায়ালা উনাকে বেহেশত বাসী করুন। আমিন। এ ছবিটি আমি ১৯৭২ সালের জুলাই মাসে চট্টগ্রামের রংগম সিনেমা হলে দেখেছিলাম।

    • @MdIslam-wj8wc
      @MdIslam-wj8wc 7 หลายเดือนก่อน

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @abulhasanat.dulalmusicchanel56
    @abulhasanat.dulalmusicchanel56 2 ปีที่แล้ว +7

    ১৯৬৫সালে বাগেরহাট লাইট হলে এ ছবি দেখেছিলাম।আমি তখন এ সি ল হাইস্কুলে(মোড়েলগন্জ) সিক্সে পড়ি।

  • @MdMannan-or9wh
    @MdMannan-or9wh 3 ปีที่แล้ว +10

    Ki sur, ki ganer katha.Oshadharon.

  • @abduskhan5645
    @abduskhan5645 2 ปีที่แล้ว +8

    ভীষন নষ্টালজিয়ায় পেয়ে বসে। সেই ছোটো বয়সে দেখেছিলাম। আজ আমি প্রৌড়। চাইলেইতো আর ফেরা যায়না।

  • @nitaychandas8557
    @nitaychandas8557 2 ปีที่แล้ว +9

    অতুলনীয় এই গান গুলি।মন প্রান সব ছুয়ে গেল।চির অমর হয়ে এই অমায়িক গানগুলো।💖💖💗💗🌹

  • @Abdulsukkur100
    @Abdulsukkur100 6 ปีที่แล้ว +21

    অসাধারণ গান, এই গান কোনো দিন বিলুপ্ত হবে না ।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  6 ปีที่แล้ว

      + Abdul Sukkur : ঠিক বলেছেন, ধন্যবাদ।

  • @mubaraukhossen6100
    @mubaraukhossen6100 5 ปีที่แล้ว +9

    চেনেলে র ভাই কে ধন্যবাদ যে এতো পুরনো গান গুলো শুনানোর জন্য, এই গান গুলো শুনলে পিছনের দিকে যেতে মন চাই হাইরে জীবন, তাদের মত মধু মাখা সুর আর হবে না ।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  5 ปีที่แล้ว

      + Mubarauk Hossen : ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

    • @aktharhossain5517
      @aktharhossain5517 4 ปีที่แล้ว

      সোনালী দিনের গান মনকে যেভাবে জাগ্রত করে,,, এখনো এমন গান তৈরিই হয়নাই। আমি এসব গানই শুনি ।

  • @delowarabegum5663
    @delowarabegum5663 3 ปีที่แล้ว +41

    প্রাণ ছুঁয়ে যায় গানের কথা ও সুরে।
    এই গান গুলো সংগ্র করার জন্য
    মিডিয়াকে ধন্যবাদ।

    • @mim37284
      @mim37284 2 ปีที่แล้ว

      UC fvnuttuyyûuiuúii

  • @shahnawaz.chakaria
    @shahnawaz.chakaria 2 ปีที่แล้ว +28

    গানগুলো শুনলে ছোট বেলার কথা মনে পড়ে যায়,এবং মনের গভীরে কেমন যেন লাগে !

  • @tanvirmasud4693
    @tanvirmasud4693 4 ปีที่แล้ว +37

    রাতে গানের ডালি অনুষ্ঠানে আবদুল আলিমের গান শোনার জন্য তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে থাকতাম। আহ্ কি দরাজ কনঠের মানুষ ছিলেন তিনি।যুগের পর যুগ শুনলেও তৃষনা মিটে না।

    • @HussainAli-vq4rl
      @HussainAli-vq4rl ปีที่แล้ว

      Tanvir masud oigula chagoler 3 number bacca.

    • @ahlii3637
      @ahlii3637 ปีที่แล้ว

      Llllllllllllllllllllll

  • @animalsbirdsloversgroup9264
    @animalsbirdsloversgroup9264 2 ปีที่แล้ว +3

    খুবই সুন্দর গান ।এ সকল গান শুনে মনটা জুড়িয়ে যায় ।উপস্থাপনার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
    Mukundalal Saha,24pgs North,W.B)

  • @julkernaim5858
    @julkernaim5858 ปีที่แล้ว +2

    ছোট বেলায় এসব গান শুনতাম খুব ভালো লাগতো এখন এসব গান শুনলে সেই ছোট্ট বেলার কথা মনে পড়ে যায় আর মনটা কেঁদে উঠে ।

  • @adv.sardarmozammelhaque815
    @adv.sardarmozammelhaque815 2 ปีที่แล้ว +18

    আমার বয়স ৫৫....আমার বাপের প্রিয় গান গুলি।আমার ও সমান প্রিয় আবার আমার ছেলেদের ও সমান প্রিয় It ha
    S a ever lasting impression....

  • @abdullahamzad5488
    @abdullahamzad5488 3 ปีที่แล้ว +14

    ছোটো বেলায় রুপবান যাএাপালা দেখেছিলাম।

  • @MDshahajan-v1u
    @MDshahajan-v1u 2 ปีที่แล้ว +6

    আমার ছোট বেলার গান আবদুল আলিম, আববাস, নীনা হামীূদ, এসব, গান শুনলে , মন টাভরে যাতো,নাখায়ে ও শুনতে মন চাই ছে। কলের গান ছিল।

  • @SiddqueAli-l7m
    @SiddqueAli-l7m 6 หลายเดือนก่อน +3

    নীনা হামিদ বাংলাদেশের শ্রেষ্ট সম্পদ,সেই সম্পদের তুলনা নাই।তার প্রতিটা গানেহৃদয়ে দাগ কাটে।

  • @AliHossin-lx8yu
    @AliHossin-lx8yu 2 หลายเดือนก่อน +1

    আমার আববার কাছে রুপবান ছবিরগলপ শুনতাম।আজআববানেই।তবুও এইরিদয় ছুয়াগানগলো আজওশুনলেভাললাগে।

  • @e.mahsanhabib9469
    @e.mahsanhabib9469 7 หลายเดือนก่อน +15

    আমি ১৯৬৫ সালে পঞ্চৃম শ্রেণীর ছাত্র ছিলাম, আমাদের গ্রামে যাত্রা গান হতো, সেই সময় দেখেছি, অনেকেই কান্না করতে দেখছি। এমনকি আমার চোখেও জল আসতো।

  • @mdmostafa652
    @mdmostafa652 4 ปีที่แล้ว +12

    আমার জন্ম১৯৬২ গানটি রেকর্ড হয়েছে ১৯৬৫ পল্লী অঞ্চলে তখন যাএা গানের প্রচলন ছিল। বিবাহ অনুষ্ঠানে এই গান গুলি মাইক দিয়ে বাজাত সুনতাম।আ আ আ আ

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  4 ปีที่แล้ว +1

      + Md Mostafa স্মৃতিময় এই গানগুলির তুলনা নেই, এগুলি চিরকালের।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 6 หลายเดือนก่อน

      কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @asmohammad8270
    @asmohammad8270 5 ปีที่แล้ว +26

    অসাধারণ রুপবানের গান কথায় বলে ওল্ড ইজ গোল্ড

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  5 ปีที่แล้ว

      + As Mohammad : ঠিক তাই, ধন্যবাদ।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 6 หลายเดือนก่อน

      @@md.mansuralibiswas1645 কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @nabingaractionsclips8560
    @nabingaractionsclips8560 2 ปีที่แล้ว +1

    জীবনের প্রথম শুনেছি রেডিওতে,,
    রেডিওতে রাতের ১০ টার পরে পল্লিগীতি গান দিতো,, শৈশবের আজ শুধু সৃতি,,, অনেক সুন্দর ছিলো ১৯৮৮ - ১৯৯০ সন,,,
    আর কলের গান আরো ভালো লাগতো,,

  • @sobourhossain6110
    @sobourhossain6110 4 ปีที่แล้ว +38

    বাল্যকাল আর কৈশোরে এসব গান বুঁদ হয়ে শুনতাম। যে কোন বিয়ে অনুষ্টানে মাইক লাগিয়ে এসব গান বাজানো হতো। জীবন ছিল কৃত্রিমতা ও জটিলতা বর্জিত । আহা ! সেসব দিন কতই না আনন্দের ছিল। ৫০ পেরিয়ে আজ আবার এসব সংগীত প্রান ছুয়ে যায়। কোথায় যেন আমাদের এ সরলতা, সহজতা, নির্মলতা হারিয়ে গেছে যা দখল করেছে সীমাহীন লোভ।

    • @nazrulislam7846
      @nazrulislam7846 2 ปีที่แล้ว +2

      ভাই তুমি কিভাবে অমর মনের কথা গুলো লিখলে তোমরা গলা ধরে কাঁদতে পারলে সুখ পেতাম

    • @abulkalamishurdy
      @abulkalamishurdy 2 ปีที่แล้ว +4

      ঠিক বলেছেন ভাই।সে সব দিনের কথা মনে পড়লে চোখ ভিজে যায়।

    • @kazimdhelaluddin2768
      @kazimdhelaluddin2768 ปีที่แล้ว +2

      The best songs of Bangladesh by the best singer for their Legendary and melody voice.

  • @khokanmiha1672
    @khokanmiha1672 2 ปีที่แล้ว +8

    আহ কি সুন্দর গান

  • @MizanurRahman-pd8zg
    @MizanurRahman-pd8zg 7 หลายเดือนก่อน +1

    এই গান শুনতে ভালো লাগে না এমন মানুষ বোধহয় খুব কমই আছেন ।আমার কাছে অনেক বেশি ভালো লাগে যতবার শুনি ততবার শুনতে মনে যায় ।আমার একদিন এই পৃথিবীতে থাকবো না কিন্তু এই গান গুলি থাকবে মানুষের কাছে আজীবন ভালো লাগার বিষয় হয়ে।

  • @khandakershahalam8074
    @khandakershahalam8074 2 ปีที่แล้ว +89

    আব্দুল আলিম ও নিনা হামিদ ১৯৬৫ সালে রুপবান ছবির কলের গানের মধ্য দিয়ে গ্রাম বাংলাকে মাতিয়ে রাখতেন। বিয়ে বাড়িতে, মুসলমানীর (সুন্নত) অনুষ্ঠানে কলের গান না বাজলে মনেই হতোনা এ বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে। ৪০/৪৫ বছর আগের সেই হারানো দিনের গানগুলো আজো ভুলিনি,যতো বারই শুনতে চাই ততই ভালো লাগে। একমাত্র এ ছবিটি দেখার জন্য মাইলের পর মাইল হেঁটে গিয়ে হলে দেখতাম । কি মারপিট টিকেটের জন্য। ১০/১২জন দল বেধে একজনকে গাইট করতাম বাস ঠেকায় কে। সত্যি স্মৃতির পাতার আজো দাগ লেগে আছে। পরে অবশ্য রঙিন রূপবান কয়েকবার তৈরি করেছে কিন্তু রাজ্জাক- সুজাতার জুটির মতো জুটি হয়নি। পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতিসরুপ মিডিয়ায় পোস্ট করার জন্য পোস্ট কারীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

    • @md.syedalisarker7382
      @md.syedalisarker7382 2 ปีที่แล้ว +4

      ১৯৬৫ সালের নির্মাণকৃত এই ছবির জুটি রাজ্জাক-সুজাতা ছিল না,ছিল সুজাতা-মনসুর।

    • @hamidsarker3493
      @hamidsarker3493 2 ปีที่แล้ว

      Razzak sujata noy sujata mannan

    • @shahalamalam990
      @shahalamalam990 ปีที่แล้ว +2

      আমরা আর একটু পরের প্রজন্মের। ১৯৮০ দশকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় সকল গ্রামে আব্বাস উদ্দিন, আব্দুল আলীম ও নীনা হামিদের গান বিয়ে বাড়িতে, মুসলমানী ও অন্যান্য অনুষ্ঠানে ব্যাপকভাবে বাজানো হতো। আমাদের বাড়ি নদীর তীরে হওয়ায় ঐ গান আরো বেশি শোনার সুযোগ হয়। মানুষের মনে তখন আনন্দ উচ্ছ্বাস ছিল, ভালোবাসা ছিল এবং একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা এবং মধুর সামাজিক বন্ধন ছিল। ঐসব গানের সাথে সাথে এবং গ্রামীণ জীবনের সকল প্রাণের বন্ধন হারিয়ে গেছে।
      আপনার গ্রামের বাড়ি কোন উপজেলায়? ভালো থাকুন ইনশাল্লাহ।

    • @asgarhossain865
      @asgarhossain865 ปีที่แล้ว +1

      রাজ্জাক ও না মুনসুর ও না, আজিম ও সুজাতা ।
      আজগর , আলোকিয়া , মাগুরা ।

    • @moniruzzamanmonir2001
      @moniruzzamanmonir2001 ปีที่แล้ว

      ⁰0q

  • @md.wahidunnabiarman8526
    @md.wahidunnabiarman8526 ปีที่แล้ว +1

    খুব অল্প বয়স থেকেই আব্দুল আলীমের গানের ভক্ত। এমন কন্ঠ আর হবে না। যিনি বাংলা পল্লী গানকে উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন।

  • @imanuddinaibok9793
    @imanuddinaibok9793 2 ปีที่แล้ว +10

    এ আমাদের অন্তরের সুর, সহজ সরল নির্ভেজাল জীবনের সেই সব দিনগুলো সত্য অনুভবের দিন ছিল। আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেই পরিবেশ সংরক্ষণ করতে ব্যর্থ হয়েছি। আমাদের শিক্ষাব্যবস্থার ব্যর্থতা লোভ লালসা ধর্ম বিমুখতা এক অপরাধ প্রবণ সমাজব্যবস্থায় এখন আমরা বাস করতে বাধ্য হচ্ছি।

  • @rafiuddinahmed405
    @rafiuddinahmed405 3 ปีที่แล้ว +53

    কী অপূর্ব মধুনির্ঝর কণ্ঠ। এ কণ্ঠস্বর বক্ষ বিদীর্ণ করে হৃদয়ের অন্তঃস্থল এ প্রবেশ করে ও মরম বিদ্ধ করে।
    বাঙলা পল্লী সংগীতে এরকম কণ্ঠশিল্পী ক্ষণজন্মা ও বিরল।
    ---------কোলকাতা থেকে।

  • @tanjirhossain4913
    @tanjirhossain4913 2 ปีที่แล้ว +1

    Khub valo hoyeche Alla unake jannat dik nayika

  • @badboy-li9jj
    @badboy-li9jj ปีที่แล้ว +3

    😮 অসাধারণ গানের সুর এবং বা দ্য যন্ত্র ।

  • @mddewangias3169
    @mddewangias3169 2 ปีที่แล้ว +4

    আমি এইমরমী শিল্পী কে ছোট করে দেখছি না তবে কারো মাঝেই যদি এই কন্ঠ লেশমাএথাকে সেএইহতভাগ্ হিরো

  • @mdabdussamad2488
    @mdabdussamad2488 ปีที่แล้ว +1

    ছেট বেলায় পন্চম শ্রেনীতে পড়ার সময় রুপবান সেজে যখন এই গান গুলি গাইতাম তখনকার যে অনুভূতি ছিল আজ প্রায় ষাট বছর বয়সেও সে অনূভূতিরএকটুও পরিবর্তন হয়নি।বরং গানগলি শুনলে কোথায় যেন হারিয়ে যায়।অমর হয়ে থাকবে গানগুলী যুগ যুগ ধরে।

  • @zillurrahman4259
    @zillurrahman4259 3 ปีที่แล้ว +12

    এ গান গুলি অমর হয়ে থাকবে।

  • @karimbox5428
    @karimbox5428 3 ปีที่แล้ว +12

    আমার কাছে এই গান গুলো জ্ঞান হিসেবে কাজ করে, অনেক ভালো লাগে

  • @mdrazul5796
    @mdrazul5796 6 ปีที่แล้ว +69

    আগের সবকিছুই সহজ সরল ছিল সহজ সরল ছিল মানুষের জীবন গুলো ছিলোনা অভিমান ছিলোনা কোন ছলনা মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিলো অনেক গভীর ' তাই আমার মন কাঁদে ফিরে যেতে চাই সেই জীবনে যেখানে শুধু সুখ আর সুখ ছিল ৷৷ ধন্যবাদ ভাই

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  6 ปีที่แล้ว +6

      + Md Razul : অতীত যতই মধুর হোক তা' আর ফিরে পাওয়ার নয়। বর্তমানে দাঁড়িয়ে অতীত স্মৃতি রোমন্থন করাও অতি মধুময়। ধন্যবাদ ভাই।

    • @RezaulKarim-jn1dt
      @RezaulKarim-jn1dt 5 ปีที่แล้ว +6

      Md Razul ওই সৃতি গুলো মনে হলে খুব কষ্ট হয় ।

    • @tmtaher4493
      @tmtaher4493 5 ปีที่แล้ว +4

      আমার জন্ম ১৯৬৮ সালে এই গান শুনলে মন চায় আগের সেই দিনে চলে যেতাম

    • @nanibhowmik230
      @nanibhowmik230 4 ปีที่แล้ว +5

      ছিলো না কোন হিংসা বিদ্বেষ, একে অপরের সাথে সম্পর্ক ছিলো ভ্রাতৃত্ব বন্ধনের মতো। খুব বেশি মনে পড়ে সে দিন গুলি।

    • @md.armanalimolla1771
      @md.armanalimolla1771 3 ปีที่แล้ว +1

      @@md.mansuralibiswas1645 no no v to in by in no in. In no co co in co ICICI co

  • @potentialcomment8541
    @potentialcomment8541 3 หลายเดือนก่อน

    আব্দুল আলিম ও নিনা হামিদ বাংলার পল্লী গানের জগতে বিশেষ সুপরিচিত নাম। ছোটকালে রেডিওতে পাগল হয়ে এই গানগুলো শুনতাম। এই গানগুলোতে গ্রাম বাংলার সহজ সরল মানুষগুলোর জীবনের ঘাত-প্রতিঘাত বিধৃত হয়েছে। আধুনিকতার ছোবলে এ সব পল্লী গান নিঃশেষ হবার পথে। আবহমান বাংলার এ সব পল্লী গান বাংলার অমুল্য সম্পদ হিসেবে বিবেচিত। সুতরাং এ গানগুলোর সংরক্ষন এবং অনুশীলন সংস্কৃতিমোনাদের কাছে গুরুত্ব পাবে বলে আমার বিশ্বাস।

  • @anupacharya8731
    @anupacharya8731 3 ปีที่แล้ว +5

    Apurba. Mon bhore gelo ❤️🎉

  • @yousufhossain7762
    @yousufhossain7762 2 ปีที่แล้ว +9

    Such songs of,"Rupban" cinema make me nostalgic.

  • @TamimTalukdar-q5o
    @TamimTalukdar-q5o หลายเดือนก่อน +1

    প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়,
    প্রাণ ও সখি লো......
    চিও কালা বন্ধুয়ার চিন্তায় আয়।
    প্রাণ ও সখি লো, সোনার যৌবন দিল উকি,
    বান্ধিয়া কেমন করে রাখি,
    বলনা তুই কি? করি উপায়।
    সহেনা বিষের দহন, সদায় করে উচাটন,
    দিবানিশি জাগে শুধু সংশয়।
    প্রাণ ও সখি লো, প্রথম প্রেম নতুন বয়সে,
    প্রাণেশ্বর রইল দূর বৈদেশে,
    জাতি কূল মান অর্পণ করি বন্ধুয়ার ঔ রাঙা পায়।
    এ যুগে কত নারী, পথী লইয়া চলছে গৌরব করি,
    মহানন্দে হাট বাজারে যায়।
    প্রাণ ও সখি লো, একদিন মাত্র দিল দেখা,
    কেহ ছিলনা আছিলাম একা,
    প্রতিজ্ঞা দুকা, আবদ্ধ থেকে আছে কোথায়।
    এই দিল প্রতিদান সম্বল, বুকে আগুন আর দু চোখের জল,
    একলা গৃহে ভাবে বসে অনুরাগ সাজ শয্যায়।
    প্রাণ ও সখি লো, সুখ বসন্ত সুখের কালে,
    বিরহ আগুনের চিতা হিয়ার ব্যাথা সুলে,⛑️🩺
    ঝাপ দিয়া মরিব যমুনায়। 🪖⛵⛵⛵⛴️
    বলিস তোরা শ্যাম উদ্দেশ্যে, আব্দুল মুকিম শাহ্ রে নিলনা ভালো বেসে,
    অপার পন্ত আশে রই নৈরাশায়।
    প্রেম অনলে অঙ্গ জ্বলে যায়,
    প্রাণ ও সখি লো
    চিও কালা বন্ধু আর চিন্তায় আয়।
    বাংলাদেশ সিলেট। 🏢🏥🏚️🏡🛖⛺🌳🌒
    🌾🦢🐝🪰🐇🐸🐢🐔🐓🕊️🦅🐐🐂🐮🐄🦌🦌🐃🐘🦣🦬🐈🐱🐴🐎🦄🐆🐅🐯🌲🌴🔨🪓🪚

  • @abdullahalmamun7357
    @abdullahalmamun7357 7 หลายเดือนก่อน +1

    এই রূপবান ছবি দেখার জন্য কত কষ্ট আর আনন্দ নিয়ে পাঁচ / ছয় কিলোমিটার পায়ে হেটে রাতে দোলপূর্ণিমায় আসা সিনেমা দেখতে যেতাম। সেই দিনের অন্যরকম একটা অনুভূতি ছিলো। আর হয়তো কোনদিন ফিরে আসবে না।

  • @BDTubeS16
    @BDTubeS16 22 วันที่ผ่านมา +1

    অসাধারন সুন্দর গান শুনলে সেই ছোট বেলা অর্থাৎ 1980-81 সালের কথা মনে পড়ে যায় ।মাইকে যখন এগানগুলো বাজতো তখন মানুষ দৌড়ে নদীর পাড়ে মাইক েদেখতে চলে আসতো । আহা কোথায় সেই দিনগুলি। এখন তার কোন সাদৃশ্য ‍কি খুজে পাওয়া যায়?

  • @mirzaabujafar7292
    @mirzaabujafar7292 3 ปีที่แล้ว +29

    জনাব মনসুর সাহেবকে অন্তর থেকে অভিনন্দন জানাতে হয় তার এহেন দূর্লভ সংগ্রহ তথা নিরলস একটা নির্মল প্রচেষ্টার জন্য!

  • @mohammedshofi6365
    @mohammedshofi6365 5 ปีที่แล้ว +13

    এই গান গুলি যখন শুনি মন.ছলে.যাই আগের সোনালি দিন.গুলেথে

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  5 ปีที่แล้ว

      + Mohammed Shofi : ঠিক তাই, ধন্যবাদ।

    • @susantasamaddar6344
      @susantasamaddar6344 2 ปีที่แล้ว +1

      ছোট বেলায় খুব শুনতাম এইসব গান। অনুষ্ঠান বাড়িতে মাইক বাজিয়ে রূপবান যাত্রা পালা চলত। পরে সিনেমা বের করেছে। গান গুলি অসাধারণ গেয়েছেন ভাটিয়ালি শিল্পী শ্রদ্ধেয় আব্দুল আলীম সাহেব ও নীনা হামিদ। শ্রদ্ধা জানাই অমর শিল্পীদের।

  • @tariqulislam2009
    @tariqulislam2009 2 ปีที่แล้ว +17

    এমন দরদী কন্ঠ আর পেলাম না। ভাওয়াইয়া গানের জনপ্রিয় শিল্পী আব্দুল আলিম বিকল্প নাই।

    • @1110-t5o
      @1110-t5o 7 หลายเดือนก่อน +1

      ক্যামনে পাবেন, আব্দুল আলীম তো একজন। এরা বারবার জন্মায় না !
      এটা পল্লীগীতি , ভাওয়াইয়া নয়। পল্লীগীতি ভাওয়াইয়া গানের প্রধান পার্থক্য - স্বর ভংগ, পল্লীগীতিতে স্বর ভংগ হয় না, ভাওয়াইয়া গানে স্বর ভংগ হয়। এটা মনে রাখলে পার্থক্য বুঝতে সহজ হয়।

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 6 หลายเดือนก่อน

      @@1110-t5o কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

    • @emdadulhaque8929
      @emdadulhaque8929 6 หลายเดือนก่อน

      @@1110-t5o কোক স্টুডিও তে পরিবেশিত মালো মা , কথা কইও না -- এই গান গুলি কি লোক সংগীত নাকি যে গান হচ্ছে এগুলি লোক সংগীত ?

  • @AlMamun-gd2yb
    @AlMamun-gd2yb 4 ปีที่แล้ว +45

    আহা রে। সেই ছোট্ট বেলায় ছবিটা দেখেছিলাম। দাদির মুখে কাহিনীটা শুনে ছিলাম তার কাছে শুয়ে শুয়ে। আজ দাদি নেই, মা নেই, বাবা নেই, প্রিয় গোলজার ভাই নেই। শুধু স্মৃতি গুলো অঝোরে কাঁদে।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  4 ปีที่แล้ว +7

      + Al Mamun স্মৃতি যেমন মধুর তেমনই বেদনাদায়কও হতে পারে। এই নিয়েই জীবন ভাই।

    • @md.syedalisarker7382
      @md.syedalisarker7382 2 ปีที่แล้ว +3

      ১৯৭৫ সালে কলেজ জীবনে এই ছবিটি দেখেছিলাম। খুবই মনোমূগ্ধকর ছবি।পরিচালক সালাউদ্দিনের এই ছবির মূল ভূমিকায় ছিল সুজাতা ও মনসুর। আজকের এই গানগুলো সত্যিই কিছুক্ষণের জন্য হলেও অতীতের ঐ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিল।

    • @nakshapitha
      @nakshapitha 2 ปีที่แล้ว +2

      @@md.mansuralibiswas1645 ঙম সৌদি

    • @mdkdnsosjbsjd396
      @mdkdnsosjbsjd396 2 ปีที่แล้ว +1

      P

  • @mohamadmohamad158
    @mohamadmohamad158 4 ปีที่แล้ว +13

    আমার মনে হয় ,আগের গান গুলো পরিবারসহ সবাই এক সাথে বসে শোনা যেত,,,

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  4 ปีที่แล้ว

      + Mohammad Mohammad : ঠিক বলেছেন, ধন্যবাদ।

  • @asmohammad6091
    @asmohammad6091 ปีที่แล้ว +1

    আগের ছবি ও গান সব সময় সবার কাছে অতি প্রিয় হয়ে রবে সবার মনে ও মুখে
    আছ মোহাম্মদ সৌদি আরব থেকে 🌿

  • @mdmasumhossainbd
    @mdmasumhossainbd 2 หลายเดือนก่อน

    রঙ্গিন রুপবান মুক্তি পায় ১৯৮৫ সালে, ক্লাশ এইটের ছাত্র। বাড়ীর একমাত্র রেডিও আমার দখলে থাকতো। শনিবারের বাশরী গান এবং মঙ্গলবারের অথবা বৃহস্পতিবারের দূর্বার অনুষ্ঠান ছিল সারা দেশের প্রিয় অনুষ্ঠান। ছায়াছবির গানের আসর ও মানুষকে জাগিয়ে রাখতো মধ্যে রাত পর্যন্ত।
    কিশোর বয়সে কি এক আবেগ! আজ সব হারিয়ে অকুলহারা।

  • @MdFiroz-ct6ej
    @MdFiroz-ct6ej 4 ปีที่แล้ว +14

    জীবনে দেখা প্রথম সিনেমা রূপবান । প্রতি টি গানের প্রতি টি কলি , সুর এখনো মনে দোলা দিয়ে যায় ।

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  4 ปีที่แล้ว

      + Md Firoz : ধন্যবাদ। স্মৃতিময় এই গানগুলো কোনদিনই পুরনো মনে হবে না।

  • @aslamgazi462
    @aslamgazi462 2 ปีที่แล้ว +10

    অসাধারন গান

  • @MominMia-h1f
    @MominMia-h1f 3 หลายเดือนก่อน +1

    Unparalleled brilliant singer nice voice famous in Bangladesh ❤❤❤❤❤❤😢😢😢😢

  • @AliHossin-lx8yu
    @AliHossin-lx8yu 3 หลายเดือนก่อน +2

    পচাশি সালের দিকে নতুন টেপরেকটেরুপবান গান বাজাতে বাজাতে আমাদের দরগা তলা দিয়ে একজন সাইকেলযাচছিল।আমাদের গ্রামের সকলে ধরে এইগানগুলি সুনে তবে ছাড়ল।

  • @foysalahmed2085
    @foysalahmed2085 2 ปีที่แล้ว +5

    আমার জন্ম টা ৫০এর দশকে হলে ভালো হতো।ঐ সময়টাই সত্যিকারের জীবন ছিল

  • @multibarman-tz9vo
    @multibarman-tz9vo 7 หลายเดือนก่อน +1

    অমর হয়ে থাকবে আমার মতো গ্রামের গ্রামীন মানুষদের মনে।

  • @popyara1470
    @popyara1470 2 ปีที่แล้ว +3

    সে সময়ের বাংলার শ্রেষ্ট ভাওয়াইয়া কন্ঠ শিল্পী মরহুম আব্দুল আলিম ও কন্ঠ শিল্পী নিনা হামিদ দুইজনই চির স্মরনীয় ও বরণীয় তো বটেই বিশেষ করে ছায়া ছবি রুপবান, গুনাই বিবি,এসব পুরানা ফ্লিম দেশের সম্পদ। যদি আবার দেখতে পারতাম কতই না ভালো লাগতো। জানি না সেগুলো এখন কারও সংগ্রহে আছে কি না?

  • @ShohidulIslam-sz3hc
    @ShohidulIslam-sz3hc ปีที่แล้ว +1

    নীনা হামিদের গান গুলো হারিয়ে গেছে বাংলার নদী মাঠ খালবিল থেকে গান গুলো শুনলে মনে পড়ে সেই ছোট্ট বেলার স্মৃতি।

  • @lokenathsharma5319
    @lokenathsharma5319 2 ปีที่แล้ว

    Ki darun ganer sur....amr babar priyo gan egulu,but amr o priyo... I'm from Kolkata,f...India...

  • @Nazrul-Sangeet
    @Nazrul-Sangeet 3 ปีที่แล้ว +18

    শ্রদ্ধেয় মনসুর সাহেব গত হ​য়েছেন ২ বছর হতে চলল। আজ যদি উনি বেঁচে থাকতেন আমরা আরো অনেক গান পেতাম উনার চ্যানেলে। মনসুর সাহেবের আত্মার শান্তি প্রার্থনা করছি।

  • @AliHossin-lx8yu
    @AliHossin-lx8yu 3 หลายเดือนก่อน +1

    রুপবানছবির গান সুনলে রিদয়ছুয়েযায়।

  • @sadrulhoque8547
    @sadrulhoque8547 2 ปีที่แล้ว +2

    প্রিয় গায়িকা নীনা হামিদকে বহু দিন হল দেখি না। তিনি বেঁচে আছেন কিনা জানিনা। আল্লাহ তাকে সর্বাবস্থায় সুখে রাখুন।

  • @bikramshil1424
    @bikramshil1424 2 ปีที่แล้ว +1

    অনেক ছোট বেলায় এই যাএা পালা শুনি 19_76_77সালে

  • @nizamuddin4688
    @nizamuddin4688 3 ปีที่แล้ว +7

    জিবনের ফেলেয়াসা দিন
    গুলি ম নে প রে

  • @jitendranathkabiraj839
    @jitendranathkabiraj839 3 ปีที่แล้ว +13

    খুব ছোটবেলায় আমাদের বাড়িতে বসে রেডিওতে এবং কলেরগানে এই সব গান শুনতাম এবং সাথে সাথে গলা মিলিয়ে কতো গান করতাম। সেই দিন গুলো খুব সুন্দর ও আকর্ষণীয় ছিল। নমস্কার।

    • @golammurtuzamurtuza309
      @golammurtuzamurtuza309 ปีที่แล้ว +1

      Tupttrpottettottttyttrotptyrottuottttrptttyettrorttttptettttryyttottyttotottyttrotuotyepttutettuotruotytteppottyotytttettytttruottyttttttytoterottttyptyotytotttyyptytorottuotrottruopruotottututrotttotyroettryttytttuptyfrottytttyttyttyottouttttytttytþruoktytttttyttttyftrrtyttyyyttyttyttrtotuopyyyyytiottftyttyitgfttyttutupetutfotyrpetotttutocçyrottrottýtyttfryttrottotttittotttygyffytorpcptroohtytrottttttruottytryttoþttytotttorptyritorpttyottotttydotottttýtotytottytrottyttuetto

  • @m.a.quashem1989
    @m.a.quashem1989 5 ปีที่แล้ว +4

    Mansur Ali Biswas, Apnar ei chamatkar proyash er jonno onek onek dhannobad.

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  5 ปีที่แล้ว

      + M.A. Quashem : প্রয়াস ভালো লাগায় আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।

  • @shatabdiart3866
    @shatabdiart3866 5 หลายเดือนก่อน

    মন ভরে শুনলাম, কি যে দরদ।

  • @nazrulislam1103
    @nazrulislam1103 4 ปีที่แล้ว +13

    This song take me back to the child hood thanks for uploading

  • @ShahanoorMamun
    @ShahanoorMamun 4 ปีที่แล้ว +16

    যতকিছুই ই শুনিনা কেন। ..... এখানেই ফিরে আসতে মন চাই !
    মন প্রাণ ছুঁয়ে যায় গানগুলো !
    কেমন যেন এক মায়া ভালোবাসা মিশে আছে !

  • @abdulawal7917
    @abdulawal7917 3 ปีที่แล้ว +15

    Old is gold.these songs proves

  • @এমডিকামালহোসেন-ধ১য

    সৃষ্টিশীল গানগুলো আজীবন বেঁচে থাকবে

  • @ashrafrigger1853
    @ashrafrigger1853 ปีที่แล้ว

    ১৯৬৬ তে জন্ম আমার, প্রাইমারী স্কুলে থাকতেই রেডিওতে শুনতাম আব্দুল আলীমের গান । এখনো প্রবাসে আছি
    যগৎ সংসারের চাপে 😭

  • @mdjahangir.2461
    @mdjahangir.2461 3 ปีที่แล้ว +3

    মি,রিয়াজুল,ভাই,,আপনা,মানসী,ভাবনা,,এক,দম,পোফলল।এই,গান,রীদয়, ভেংগে যায়।পিছে,ফিরে,দেখা

  • @shamsulalam9330
    @shamsulalam9330 3 ปีที่แล้ว +5

    ফিরে গেলাম সেই কিশোর বয়সে।অসাধারণ, অসাধারণ

  • @everythinghere8889
    @everythinghere8889 2 ปีที่แล้ว +31

    বাংলাদেশ যদি হয় সুন্দরের রাণী, তবে এই গান গুলো ও গানের রাণী.. 🌷🌷🌷

  • @smulesongchannel5879
    @smulesongchannel5879 4 ปีที่แล้ว +30

    জানিনা কেন এত বেশি ভালো লাগে এই গান গুলি
    অনেকে হাঁসে কিন্তু আমার প্রাণটা শীতল হয়
    শুনি আর ভাবি সেই দিন কি আর আসবে 😭

    • @mdrobiul7916
      @mdrobiul7916 3 ปีที่แล้ว +2

      এসব গান শুনে যে হাসাহাসি করে সে বাংলার সংস্কৃতির মধ্যে পড়ে না

  • @nanigopaldas304
    @nanigopaldas304 6 ปีที่แล้ว +10

    Very sweet songs..........old is gold.......thanks dada and didi.

    • @md.mansuralibiswas1645
      @md.mansuralibiswas1645  6 ปีที่แล้ว

      +Nani Gopal Das : Thanks for thanks, but why for didi ?

    • @kuddoskuddos462
      @kuddoskuddos462 6 ปีที่แล้ว

      Nani Gopal Das po

    • @slimslim9616
      @slimslim9616 4 ปีที่แล้ว

      জান্নাতীসূরএতসুন্দরসুরকোনদিনশুনিনি

  • @mdsardar8365
    @mdsardar8365 2 ปีที่แล้ว +29

    পঞ্চাশ দশকের শৈশব জীবনের প্রথম ভালো লাগানো, আবদুল আলী মের দরদী কন্ঠের গান গুলি যখন শুনি, তখন আবারও মনে হয়, যেন শৈশব জীবন ফিরে পেয়েছি।

  • @mdherumolla5240
    @mdherumolla5240 7 วันที่ผ่านมา

    পল্লীগীতির সম্রাট সম্রাঙ্গী হলো আবদুল আলিম এবং নীনা হামিদ। দুজনেই আমার প্রিয় শিল্পী ।

  • @subodhmajumder3889
    @subodhmajumder3889 3 หลายเดือนก่อน

    চ্যানেল কে ধন্যবাদ জানাই পুরানো দিনের গানগুলো শুনানোর জন্য

  • @tatbari
    @tatbari 3 ปีที่แล้ว +32

    গ্রাম বাংলার এই সুস্থ গান গুলো এখনো অমর হয়ে আছে ।

  • @MominMia-h1f
    @MominMia-h1f 10 หลายเดือนก่อน +1

    Unparalleled brilliant singer ❤❤❤❤❤

  • @AYUBKHAN-fz3mm
    @AYUBKHAN-fz3mm 11 หลายเดือนก่อน

    ৪০ বৎসর পূর্বে রেডিঅতে আব্দুল আলীমের গান শুনার জন্য রাতে ৯.৩০ মিনিট বাজার জন্য অপেক্ষা করতাম।আজো সেই স্মৃতি মনে পড়ে।

  • @arajali1265
    @arajali1265 3 ปีที่แล้ว +5

    Very good,again& again.

  • @sauravsarkar4707
    @sauravsarkar4707 ปีที่แล้ว +2

    Every song is excellent melody voice. Thanks Nina Hamid.

  • @ibnashamim8361
    @ibnashamim8361 3 ปีที่แล้ว +2

    এই গানগুলো শুনলে আমি নিজেকে হারিয়ে ফেলি, কোন কিছুর খবর থাকে না।

  • @sulemankhan-jf5sx
    @sulemankhan-jf5sx 2 วันที่ผ่านมา

    THIS KIND OF SONGS Reminds us THE BANGLAIANA AMONG US. THANKS.

  • @shahreza6363
    @shahreza6363 4 ปีที่แล้ว +11

    ভাই মোহাম্মদ মনসুর, তুমি শোনালে এ কোন সুর, মনটা হয়ে গেল বেদনাবিধুর! আরো পুরোনো দিনের গান চাই।

    • @gamingwithniloy6165
      @gamingwithniloy6165 3 ปีที่แล้ว

    • @golammortuza4286
      @golammortuza4286 3 ปีที่แล้ว

      ইউটিউবে হাজার হাজার পুরানা গান আছে। শিল্পীর নাম লিখে ক্লিক করলেই আসবে

  • @AbdulLatif-jn1sm
    @AbdulLatif-jn1sm 3 ปีที่แล้ว +25

    মন উতাল করা সুর, যে গান শুনলে মনের গহীনে ব‍্যথা লাগে।1976 সাল ---আজ13 06 2021 সৌদি।

    • @AliAli-pp6vt
      @AliAli-pp6vt 3 ปีที่แล้ว

      এখন কোথায় আছেন আপনি

    • @eusufali3482
      @eusufali3482 ปีที่แล้ว

      Nostalgic songs. I enjoyed my first cinema in 1965 while I was a student of cl viii; the Hall was রূপকথা of Pabna.

    • @md.masudrana27
      @md.masudrana27 ปีที่แล้ว

      All time green songs.22/12/23

  • @AbdusSalam-rd6jt
    @AbdusSalam-rd6jt 5 ปีที่แล้ว +17

    সত্যিই গানগুলো শুনলে সেই ছেলেবেলার আনন্দের দিনগুলি মনেপরেজাই

  • @zainalabedin7487
    @zainalabedin7487 4 ปีที่แล้ว +34

    আলকাছ মামা,যাকে নিজের আপন মামা বলেই জানতাম ছোট বয়সে,পর বড় হয়ে জানি তিনি মা'য়ের একমাত্র ফুপাতো ছোট ভাই, এতো মায়া,এতো আদর মামা করতেন এখন বুঝি, বর্তমানে যা কল্পনাতীত,আমি খুবই চোট ছিলাম( হাঁটতে পারি)মামার বাড়িতে গেলে মামা ছাড়া কিছুই বুঝতাম না,কান্না করলে মামা ছাড়া আর কেউ থামাতে পারতোনা,তখন আমন ফসল ছাড়া বৃষ্টি নির্ভর একটি ফসল হতো আউশ ফসল বলা হতো,মামা ভোরে উঠে নামাজ পড়ে আউশ ক্ষেতে আঁচড়া দিতে যেতেন,আমাকে ফেলে তো যেতেই পারতেন না,মামা নামাজে জোরে জোরে কেরাত( শব্দকরে)পড়তেন, আর তাতেই আমি টের পেয়ে উঠে যেতাম,আর কি আমায় রেখে মামা যেতেই পারতেন না,মামা নির্দ্বিধায় আমাকে কাঁধে তুলে ঘাঁড়ের দু,পাশে দু,পা দিয়ে বসিয়ে দিতেন,আমি মামার মাথার চুল ধরে বসে থাকতাম,মামা রুপবান ছবির সব গুলো গান খুবই সুন্দর করে গাইতে পারতেন,আমাকে কাঁধে করে মামা কাজ করতে কোন অসুবিধা মনে করতেন না,মা,নানী,মামী সবাই নিষেধ করলেও মামা কারো কথা শুনতেন না,মামার আদর কাকে বলে আমি পুরোপুরি পেয়েছি,মামার সেই' ফাঁন্দে পড়িতে বগা কাঁন্দেরে...'অপূর্ব সে গান ভূলার নয়, আপন মামা (মায়ের আপন ভাই) তাদেরকে চিনতামও না, মামা ছোট বয়সে পিতৃ হারা ছিলেন, নানু আর বিয়ে করেননি,বাপের বাড়ি চলে আসেন এক ছেলের দিকে তাকিয়ে জীবন পার করে দেন,নানুর আদর,মামার আদর এতো বেশী ছিল যে গেলে আসতে চাইতাম না,হায় বাল্য স্মৃতি খুবই মধুর, ও কষ্টের,আজ তাঁরা কেউ নেই,মা,বাবা,নানা,নানী,প্রিয় মামা,নেই কেউ নেই, "আল্লাহ" তাঁদের কে জান্নাতের উচ্চ মাকামে স্হান দাও,আমিন।

    • @MannyChaudhury
      @MannyChaudhury 3 ปีที่แล้ว +3

      খুবই ভাল লাগল

    • @manojkantimajumder2508
      @manojkantimajumder2508 8 หลายเดือนก่อน

      Sabai er ekta e galpo mane hoy

    • @munirhossain803
      @munirhossain803 8 หลายเดือนก่อน

      যে আদর স্নেহ মায়া মমতার বিবরণ আপনি দিয়েছেন তা নিতান্তই অকৃত্রিম ও বাস্তব। একদিন আমাদের জীবন ঠিক এমনই মমতায় ঘেরা ছিল। যা স্বাধীনতা পরবর্তী প্রজন্মের কাছে মনে হবে অবাস্তব ও অকল্পনীয়।

    • @bipulsenbhikkhu9460
      @bipulsenbhikkhu9460 7 หลายเดือนก่อน

      😅😅😊😊😊😅😅😊

    • @najrulislam7428
      @najrulislam7428 หลายเดือนก่อน

      4:43

  • @azadmojumder425
    @azadmojumder425 2 ปีที่แล้ว +2

    I Am So Great full To Abdul Alim & Nina Hamid

  • @shilahoritv1877
    @shilahoritv1877 4 ปีที่แล้ว +36

    উনবিংশ শতাব্দীর গান গুলো ধরে রাখার জন্য অভিবাদন। এগুলো মানবিক গান হিসাবে পল্লী অঞ্চলে বিস্তৃত।

  • @fahimtravels7482
    @fahimtravels7482 5 ปีที่แล้ว +30

    Thank you .....................আগের সবকিছুই সহজ সরল ছিল সহজ সরল ছিল মানুষের জীবন গুলো ছিলোনা অভিমান ছিলোনা কোন ছলনা মানুষের প্রতি মানুষের ভালোবাসা ছিলো অনেক গভীর ' তাই আমার মন কাঁদে ফিরে যেতে চাই সেই জীবনে যেখানে শুধু সুখ আর সুখ ছিল ৷৷ ধন্যবাদ ভাই