এই সব গান শুনলে সত্যিই মনটা ভারী হয়ে যায়।সেই ছোট বেলা থেকে আমার বাবাকে রেডীওতে এই গান গুলো শুনতে দেখেছি।তখন থেকেই এইসব গানের প্রেমে পরেছি।তবে এখন এই গান গুলো শুনলে বাবাকে অনেক মনে পরে,কারন আজ আর বাবা নেই।
পরম শ্রদ্ধার সাথে স্বরণ করি কিংবদন্তি এই শিল্পীকে! বাংলা সংগীতের অনন্য সাধারণ প্রতিভা, বাংলার মাটি ও মানুষের গানের সম্রাট আব্বাস উদ্দীন বেঁচে থাকবেন যুগ যুগ ধরে শত কোটি মানুষের হৃদয়ে❤️ তিনি অসামান্য ও অতুলনীয়❤️❤️❤️
দারুন ছোট বেলার স্মৃতি মনে পরে যাই গান গুলো শুনলে রেডিওতে শুনতে কত না ভালো লাগতো আজ এই দালান টাকা পয়শা শহরে ভালো লাগে না। গ্রামিন সবুজ ঘেরা মাঠে যেতে মন চাই।আহ!যদি ফিরে পেতাম সেই সময়।।❤❤😢😢
গানগুলো শুনে আমি আমার ছোট বেলায় ফিরে গেলাম ❤❤❤কি অসাধারণ সময় পার করে এলাম। সুদূর প্রবাসে ২০২৩ এর ডিসেম্বর মাসে এসে ৯০ দশকের নিজের জন্ম ভূমি সীতাকুণ্ডে হারিয়ে গেলাম
সত্তর আশি বছর আগে আব্বাসউদ্দিন সারা বাংলায় তুফান তুলেছিলেন। পল্লিগীতির সেই মুকুটহীন সম্রাটের গান , আজও আমার অন্তরে যেন মাটির গন্ধ মেশা নদীর ঢেউয়ের এক অনির্বচনীয় অনুভূতির পরস দিয়ে গেল! অপূর্ব ,অনবদ্য, অসাধারণ!!!
এই সব গান শুনলে মনটা বড়ই উদাস হয়ে যায়।আমার জন্ম বাংলাদেশে।ছোট বেলায় এই সব গান শুনতে শুনতে বড়ো হয়েছি।কোথায় গেল যে সেই সব সোনালী দিন গুলো!কোথায় হারিয়ে গেল সেই সব সোনার মানুষ গুলো?
আব্বাস উদ্দিন সাহেবের লোক গীতি আমাকে আবার নিয়ে গেল সেই হারানো লোকায়েত বাংলায়। তাঁর অসাধারণ বাউলিয়ানার ডং এ গাওয়া অসাধারণ অমৃত সুরধারা আমাকে নিয়ে যাচ্ছে ফেলে আসা অতীত সুরের ভূবনে। অসাধারণ কণ্ঠ!
এই গানের মধ্যে রয়েছে গ্রাম বাংলার শুধু মাত্র গ্রাম বাংলা কেন বিশ্বের সমস্ত রাষ্ট্রের গ্রাম গঞ্জের শুর যেন এই গানের মধ্যে ই রয়েছে তাইতো এই গান এতো সুন্দর এবং জনপ্রিয় । গায়ক কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও সালাম । ❤❤❤
কিংবদন্তী শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ প্রোনাম। গান গুলি যখন ই শুনি, তখনই ছোট বেলায় হারিয়ে যাই। বর্তমানে (৬২)পেরিয়েছি।এই অনবদ্য গান গুলো সেই ছোটো বেলা থেকে শুনে আসছি। গান গুলো সেই একই রকম প্রানবন্ত। নমস্কার আব্বাস উদ্দিন আহমেদ।কল্যাণী নদীয়া।
আসলে এই গান গুলা শুনলে মনের ভেতর কেমন অন্য এক অনুভূতি লাগে! আসলেই এই গান গুলার কোন তুলনা হয়না / আজ আমাদের সমাজ যেন অন্য এক জগতে আমাদের এই প্রজন্ম গুলা যদি এই গান গুলা মন দিয়ে শুনে, তাহলে অভ্যাসই তাদের মন নরম হয়ে যাবে, আর এই গান গুলা সবাই আবার শুনতে পারেনা - যারা নরম দিলের মানুষ তারাই শুনে.! পল্লিগানের অন্যতম এক শিল্পী আমার প্রিয়দের মধ্যে আব্বাসউদ্দীন আহমেদ সাহেব / আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন!🤲🤲
আব্বাস উদ্দিন বাংলা মায়ের প্রতি আল্লাহর দেওয়া ঐশ্বরিক দান, এমন শিল্পী পৃথিবীতে বারবার জন্মায় না । পারিবারিকভাবে ছোটবেলা থেকে আমরা আব্বাস উদ্দিনের গান শুনে বড় হয়েছি, আমার আব্বাও আব্বাস উদ্দিনের একনিষ্ঠ ভক্ত ছিলেন । আমার বাবার মুখে অসংখ্য বার আব্বাস উদ্দিনের গান শুনেছি । আমার বিশ্বাস আব্বাস উদ্দিনের গান লক্ষ বছর চির অম্লান থাকবে । আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন
এই সব গান শুনলে মনটা বড়ই উদাস হয়ে যায়।আমার জন্ম বাংলাদেশে।ছোট বেলায় এই সব গান শুনতে শুনতে বড়ো হয়েছি।কোথায় গেল যে সেই সব সোনালী দিন গুলো!কোথায় হারিয়ে গেল সেই সব সোনার মানুষ গুলো?😢
পুরোনো দিনের গান। ছোট বেলায় কলের গানের মাধ্যমে শুনেছি। কতো ভালো লাগতো। আজকে দিনে জীবন মুখি শুনেছি। আমার ছোট্ট মনের বিচারে মানুষ তার মনের কথা এই গানের মাধ্যমে একে অপরকে বার্তা দিয়ে থাকেন।সময় ও কাল এবং স্থানীয় নিরিখে সব কিছু বদলে যেতে পারে। মনের আবেগ কিন্তু ঠিকই থাকে।মে দিন এই আবেগ ও অনুভূতি শেষ হয়ে যাবে সেই দিন হব কিছু শেষ হয়ে যাবে।
বয়স বর্তমান ৬০ বছর হল, শৈশব কাল থেকে এই সমস্ত গান শুনে শুনে বড় হয়েছি, এখন আমি ভারতবাসী, এসব গান শুনলে কোথায় যেন হারিয়ে যাই, শৈশবের স্মৃতিগুলো জ্বলজ্বল করে ভেসে ওঠে। অমর অক্ষয় শিল্পী আব্বাস উদ্দিন। এইসব গান কোনদিনও পুরানো হবে না।।
জন্ম আমার ২০০০ এর পরে তবুও জনাব আব্বাস স্যারের গান গুলো অনেক ভালো লাগে সার্চ দিয়ে শুনি ২০২১ এ এসে কমেন্ট রেখে গেলাম আশা করি হাজার বছর ধরে অনেকেই খুঁজে বের করবে আমি অনুভব করি গানের ভাষায় আমার দেশকে অনেক ভালোবাসি বাংলাদেশ আর স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤️☺️😊🥰 আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন
আমি ৭২ বছর বয়সী কোচবিহারের মানুষ, যদিও বর্তমানে শিলিগুড়িবাসী । তাই আমি জানি এই গানের মূল্য কতটা। বাংলার সাংস্কৃতিক জগতে আব্বাসউদ্দীন আহমেদের একটা আলাদা স্থান রয়েছে। আব্বাসউদ্দীনের গান এই এম ভিতে রেকর্ড করানোর যাঁর অবদান রয়েছে তিনি কোচবিহারের বিশিষ্ট গ্রামোফোন রেকর্ডের ব্যবসয়ী ও ভাওয়াইয়া গানের প্রবর্তক স্বর্গীয় হরিশচন্দ্র পাল মহাশয়ের ।
I am from west bengal, hooghly, 66 years old,I heard these songs from my childhood, Abbasuddin also favorite singer of my father, now he is no more. From these song I remember my father, he was a army man.
When my age 5years 1955,at that time my father have a gramophone(kolergaan and somany records of AbbasUddin his master voice song it.From that time I am a forward of Abbasuddin Sangeet voice, I pray to Allah give him please him hiyest in the heaven.
দুটো কথা প্রথম , আব্বাসউদ্দিনের মহাশয়ের এই গানগুলো ছোটবেলা থেকে শুনছি, এবং এই ধরণের গান শুনতে শুনতেই বার্ধক্যের সিঁড়ি ভেঙ্গে এগিয়ে চলছি। দ্বিতীয়, এখানে দেখলাম আব্বাসউদ্দিন মহাশয়ের description এ লেখা হয়েছে , ওনার গানের জনপ্রিয়তা দেখে তখন অনেক হিন্দু গায়কই মুসলমান নাম নিয়ে গান গাইতেন । এইরকম কয়েকজন গায়কের নাম যদি এখানে উল্লেখ করেন , তাহলে আমার জ্ঞান কিছুটা বাড়বে ।
আমার বয়স 17 আমি এখনো এই গান শুনি আমি যখন ছোট ছিলাম আব্বু ক্যাসেট কিনে এনে দিয়েছিলেন তখন ক্যাসেট এ আমি এই গান শুনতাম এখন ও আমি এই গান শুনি। সেই ছোট বেলা খুব মিস করি 🥺🥺🥺🥺🥺।।।
আব্বাসউদ্দিন সাহেব বাংলা ও বাঙালির গর্ব ৷ ওঁর সুযোগ্যা কন্যাকে বাংলাদেশে ও ভারতে অনেকেই খালামণি বলে সম্বোধন করে শ্রদ্ধায় ও ভালোবাসায় ৷ উনিও পিতার মত অসাধারন শিল্পী ৷
যাদের বয়স ৬০/৭০অথবা৫০ তারা এই গানের মর্ম বুঝবে এবং এই গান গুলি গাওয়ার সাথে চোট কালের স্মৃতি গুলো ভেসে উঠে। আরো ভেসে উঠে আজ থেকে ৪৫/৫৫আগে এদেশের আকাশ বাতাস খাল বিল নদী নালা খেত ফসল গাছ গাছালির দৃশ্য মনে পড়ে এবং অনেক বড় নিঃশ্বাস আসে মনে।
I’m from Kurigram, now live in the USA. The opportunity to listen to Abbasuddin’s songs bring back my childhood cultural memories of the region. Dr. Solaiman Ali
ছেলে বেলার স্মৃতি মনে পড়ে যায তখন পূর্ব পাকিস্তানের ঢাকা, খুলনা রেডিও সেন্টার থেকে এরকম কত সুন্দর সুন্দর গান পাবলিষ্ট করতো। মানুষ শোনার জন্য কতো আগ্রহী হয়ে বশে থাকতো সে সব ই আজ অতীত।
আব্দুল আব্বাস, আব্দুল আলিমের মত শিল্পী যে বাংলাদেশের তা ভাবতেই প্রান জুরিয়ে যায়। তাদের গান শুনলে বসন্তের মৃদু বাতাসের ন্যায় অন্তরকে শীতল ও প্রানবন্ত করে তুলে ❤️❤️❤️❤️
আহা দরদ ভরা কন্ঠে গান। শুনতেই ভালো লাগে। আমি এপ্রজন্মের সন্তান হলেও এসব গান আমাট বেশি প্রিয়❣️এজন্য কেউ খ্যাত বললেও আমার কিছু যায় আসেনা। ( আজ, ২২জুলাই২০২২)
এ পার বাংলা বা ও পার বাংলা যেখানেই হোক না কেন বাংলার কিছু শ্বাশ্বত চিত্র আছে যা বাঙালি মাত্রই ভুলতে পারে না। আব্বাসউদ্দিনের গান তার মধ্যে একটি। এর সুর স্বর সুরচিত্র স্বর দ্বারা পরিবেশিত পারিপার্শ্বিক চিত্র অখন্ড ভুবনের স্মারক। মনে হয় সব মানুষই এক পৃথিবীবাসী। সব সুখদু:খ অন্তরের নির্যাসে সিক্ত হয়ে একাকার হয়ে যায়।
মরমী শিল্পী আব্বাস উদ্দিন বাংলার একজন শ্রেষ্ঠ শিল্পী। ছোটবেলায় আব্দুল আলিম নীনা হামিদ আব্বাস উদ্দিন এর গান বর্ষার সময় মাঠ পানিতে ভরপুর হয়ে থাকতো তখন পালতোলা নৌকায় গ্রামোফোন বাজিয়ে চলে যেত। আমরা বিলের পাশে দাঁড়িয়ে গান শুনতাম।
আমার গর্ব আব্বাসউদ্দীন, আমার গর্ব আব্দুল আলিম।আজ ২০২২ সালে এসেও এই গানগুলো আমারে টানে,এই গানের ম্যাজিকটাই এমন।আমার বাবার প্রিয় ছিল এখন আমার প্রিয়,পরে আমার পরবর্তী প্রজন্মের কাছেও ভালো লাগবে এই গানগুলো।
উনার বড় ছেলে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন। উনার মেঝো ছেলে এবং মেয়ে বাংলাদেশের প্রখ্যাতশিল্পী। আমার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে। কোচবিহারের দিনহাটা আমার বাড়ি থেকে ১৫ কিলো
আব্বাস উদ্দিনের গান আমার মা খুবই পছন্দ করতেন,আজ মা আমার নেই স্মৃতি গুলো উস্কে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অসাধারণ পল্লী গীতি আমাকে মুগ্ধ করেছে। শিল্পী কে আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করিতেছি
আমি আপনাকে অসংখ ধন্যবাদ জানানালাম অনেক দিন পর গানের সম্রাট মরমী শিল্পি আব্বাস উদ্দিনের মন মাতাল করা সুললিত কনঠের গান শুনানোর জন্য।
একসময়ের আলোড়ন তুলেছিল আঃ আব্বাস উদ্দিন এর এ সব গান।
অনেক বছর পরে আবার শুনলাম ।খুব ভালো লাগলো ।অনেক ধন্যবাদ ভাই ।
অসাধারণ শুন্দর গলার স্বর আজ ও আব্বাসউদ্দীন চিরকালের চিরন্তন সত্য। সেই নুতন মুখ নুতন গলার স্বর আওয়াজ আজও অমর সকলের অন্তরের আব্বাস আছেন থাকবেন।
সহজ, সরল, আটপৌরে ভাষায় আব্বাস উদ্দিনের গান মনকে উদাসীন করে দেয়।
এই সব গান শুনলে সত্যিই মনটা ভারী হয়ে যায়।সেই ছোট বেলা থেকে আমার বাবাকে রেডীওতে এই গান গুলো শুনতে দেখেছি।তখন থেকেই এইসব গানের প্রেমে পরেছি।তবে এখন এই গান গুলো শুনলে বাবাকে অনেক মনে পরে,কারন আজ আর বাবা নেই।
অসাধারণ । গান শুনলে বাংলার মাটি , নদনদী , নৌকা , সবুজ প্রকৃতির চোখের সামনে ভেসে ওঠে ।
ঠিক
একদম
এমন সুন্দর শিল্পীর অভাবে বাংলাদেশের সাংস্কৃতিক অংগনে শূন্যতা থেকেই যাবে। যা কোনো দিন পুরন হবার নয়।
এ সব গান চিরন্তন ।এর সাথে জড়িয়ে আছে মাটির সোঁদা গন্ধ, নদীর কুলুব্ধনী,বিরহীর আকুতি। অসাধারণ
একবার নয় শত শত বার শুনলেও পিয়াস মেটে না। শিল্পীকে প্রণ্আম জানাই।
আমার বয়স ১৭/১৮ বছর থেকেই এসব গান শুনি,তখনও ভালোলাগতো আর এখনো। এসব গান লিজেন্ডরাই শুনে আর সমাজের অন্য লোকজন থেকে তাদের বৈশিষ্ট্য ভিন্ন। ❤️❤️
মাঝি বাইয়া যাও রে আমার আম্মার কন্ঠে শুনতে খুব ভালো লাগে। আমার মায়ের বয়স ৬২ বছর। সবাই দোয়া করবেন আমার আম্মাকে আল্লাহ নেক হায়াত দান করুক।
আ গে রেডিওতে শুনতাম আজ আবার এতদিন প র শুনে প্রাণ টা জুড়িয়ে গেলো
পরম শ্রদ্ধার সাথে স্বরণ করি কিংবদন্তি এই শিল্পীকে! বাংলা সংগীতের অনন্য সাধারণ প্রতিভা, বাংলার মাটি ও মানুষের গানের সম্রাট আব্বাস উদ্দীন বেঁচে থাকবেন যুগ যুগ ধরে শত কোটি মানুষের হৃদয়ে❤️ তিনি অসামান্য ও অতুলনীয়❤️❤️❤️
50বছর পর এই গান শুনে অতীত ফিরে পেলাম ।উচ্চারণ সুর সঠিক ।
আহা কতদিন পর শুনলাম গানটা। দাদু র কথা মনে হল ভীষণ ভাবে
অসাধারণ পল্লী গীতি চিরকাল মানুষ মুগ্ধ হয়ে শুনবে
99
60Year আগে থেকেই এই গান শুনি। আ হা কি হৃদয় ছুঁয়ে যাওয়া সুর।
Right
ল@@robiislam7833
Rathindranath songs
দারুন ছোট বেলার স্মৃতি মনে পরে যাই গান গুলো শুনলে রেডিওতে শুনতে কত না ভালো লাগতো আজ এই দালান টাকা পয়শা শহরে ভালো লাগে না। গ্রামিন সবুজ ঘেরা মাঠে যেতে মন চাই।আহ!যদি ফিরে পেতাম সেই সময়।।❤❤😢😢
আজ আমার মনে এক নতুন কিছু পাওয়ার আনন্দের মত এক উচ্ছাসে আন্দোলিত হচ্ছে। এ গান যেন বাঙলার অতিতকে টেনে এনেছে।
কলকাতা থেকে শুনছি মুগ্ধ হয়ে। মনে হয় ওই নদীর নৌকা তেই আছি । অপূর্ব অনুভূতি ।
কি অসাধারণ গান গুলো। শুনলে মন ভরে যায়। ছোট থেকে এই গান গুলো শুনছি।
মিউজিক তেমন নেই,তবু হৃদয়ের গহীনে গানগুলো অসংখ্য মিউজিকের আলোড়ন সৃষ্টি করে। অসাধারণ, সত্যিই অসাধারণ।
গানগুলো শুনে আমি আমার ছোট বেলায় ফিরে গেলাম ❤❤❤কি অসাধারণ সময় পার করে এলাম। সুদূর প্রবাসে ২০২৩ এর ডিসেম্বর মাসে এসে ৯০ দশকের নিজের জন্ম ভূমি সীতাকুণ্ডে হারিয়ে গেলাম
এ গানগুলো শুনলে ৭০ দশকের আমার ছোট বেলার গ্রামের স্মৃতিগুলো ক্ষয়িঞ্চু আকারে ভেসে উঠে ৷ আহা গ্রামের সেই দিনগুলো !!
কত দেশ প্রেম, মানব প্রেম ও প্রকৃতিপ্রেম থাকলে মানুষ তার মানুষত্বের পরিচয় দেয় ! যা এই গানগুলির মাধ্যমে ফুটে উঠেছে।
আহা কি অপূর্ব, প্রকৃত পারের গান "স্বর্গে যাওয়ার গান
সত্তর আশি বছর আগে আব্বাসউদ্দিন সারা বাংলায় তুফান তুলেছিলেন।
পল্লিগীতির সেই মুকুটহীন সম্রাটের গান , আজও আমার অন্তরে যেন মাটির গন্ধ মেশা নদীর ঢেউয়ের এক অনির্বচনীয় অনুভূতির পরস দিয়ে গেল!
অপূর্ব ,অনবদ্য, অসাধারণ!!!
বিনম্র শ্রদ্ধা জানাই এই গুনী শিল্পী কে 🙏
উনারা ই আমাদের পথ চলতে শিখিয়েছেন
এই সব গান শুনলে মনটা বড়ই উদাস হয়ে যায়।আমার জন্ম বাংলাদেশে।ছোট বেলায় এই সব গান শুনতে শুনতে বড়ো হয়েছি।কোথায় গেল যে সেই সব সোনালী দিন গুলো!কোথায় হারিয়ে গেল সেই সব সোনার মানুষ গুলো?
তার গানে পল্লীগ্রামের নিরেট সোঁদা গন্ধ পাওয়া যায়
আব্বাস উদ্দিন সাহেবের লোক গীতি আমাকে আবার নিয়ে গেল সেই হারানো লোকায়েত বাংলায়। তাঁর অসাধারণ বাউলিয়ানার ডং এ গাওয়া অসাধারণ অমৃত সুরধারা আমাকে নিয়ে যাচ্ছে ফেলে আসা অতীত সুরের ভূবনে। অসাধারণ কণ্ঠ!
এই গানের মধ্যে রয়েছে গ্রাম বাংলার শুধু মাত্র গ্রাম বাংলা কেন বিশ্বের সমস্ত রাষ্ট্রের গ্রাম গঞ্জের শুর যেন এই গানের মধ্যে ই রয়েছে তাইতো এই গান এতো সুন্দর এবং জনপ্রিয় । গায়ক কে জানাই আন্তরিক শ্রদ্ধা ও সালাম । ❤❤❤
কিংবদন্তী শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ প্রোনাম। গান গুলি যখন ই শুনি, তখনই ছোট বেলায় হারিয়ে যাই। বর্তমানে (৬২)পেরিয়েছি।এই অনবদ্য গান গুলো সেই ছোটো বেলা থেকে শুনে আসছি। গান গুলো সেই একই রকম প্রানবন্ত। নমস্কার আব্বাস উদ্দিন আহমেদ।কল্যাণী নদীয়া।
বাংলার মানুষের অমর শিল্পী...
আসলে এই গান গুলা শুনলে মনের ভেতর কেমন অন্য এক অনুভূতি লাগে!
আসলেই এই গান গুলার কোন তুলনা হয়না /
আজ আমাদের সমাজ যেন অন্য এক জগতে
আমাদের এই প্রজন্ম গুলা যদি এই গান গুলা মন দিয়ে শুনে, তাহলে অভ্যাসই তাদের মন নরম হয়ে যাবে, আর এই গান গুলা সবাই আবার শুনতে পারেনা - যারা নরম দিলের মানুষ তারাই শুনে.!
পল্লিগানের অন্যতম এক শিল্পী আমার প্রিয়দের মধ্যে আব্বাসউদ্দীন আহমেদ সাহেব /
আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন!🤲🤲
আব্বাস উদ্দিন বাংলা মায়ের প্রতি আল্লাহর দেওয়া ঐশ্বরিক দান, এমন শিল্পী পৃথিবীতে বারবার জন্মায় না । পারিবারিকভাবে ছোটবেলা থেকে আমরা আব্বাস উদ্দিনের গান শুনে বড় হয়েছি, আমার আব্বাও আব্বাস উদ্দিনের একনিষ্ঠ ভক্ত ছিলেন । আমার বাবার মুখে অসংখ্য বার আব্বাস উদ্দিনের গান শুনেছি । আমার বিশ্বাস আব্বাস উদ্দিনের গান লক্ষ বছর চির অম্লান থাকবে । আল্লাহ পাক উনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন
এই সব গান শুনলে মনটা বড়ই উদাস হয়ে যায়।আমার জন্ম বাংলাদেশে।ছোট বেলায় এই সব গান শুনতে শুনতে বড়ো হয়েছি।কোথায় গেল যে সেই সব সোনালী দিন গুলো!কোথায় হারিয়ে গেল সেই সব সোনার মানুষ গুলো?😢
আগে রেডিও তে খুব শোনা যেতো। আজকাল শোনাই যায় না
এখন ওয়াজ শুনে শুনে মানুষ আর মানুষ রয় নাই, মানুষ জেহাদি হয়ে যাচ্ছে। আমি পাকিস্তানি জমানা দেখেছি আর কয়েক বছর আগে গিয়ে দেখে এলাম।
আমার জন্ম কোলকাতায় ১৯৬১ সালে, কোনদিনও পিতৃপুরুষের ভিটায় যাই নাই। আশ্চর্য এই যে বুকের ভেতরে ঐ সাবেক পূর্ববঙ্গের জন্য এতো টান কিকরে এলো।
সম্মানিত আব্বাস উদ্দিন সাহেবের সেই পুরনো দিনের বাংলা প্রাণের গান এগুলো যেন হারিয়ে না যায় !
পুরোনো দিনের গান। ছোট বেলায় কলের গানের মাধ্যমে শুনেছি। কতো ভালো লাগতো। আজকে দিনে জীবন মুখি শুনেছি। আমার ছোট্ট মনের বিচারে মানুষ তার মনের কথা এই গানের মাধ্যমে একে অপরকে বার্তা দিয়ে থাকেন।সময় ও কাল এবং স্থানীয় নিরিখে সব কিছু বদলে যেতে পারে। মনের আবেগ কিন্তু ঠিকই থাকে।মে দিন এই আবেগ ও অনুভূতি শেষ হয়ে যাবে সেই দিন হব কিছু শেষ হয়ে যাবে।
আব্বাস উদ্দিনের মনমুগ্ধকর গানের সুরে বাংলার মাটি একসময় কেঁপে উঠেছিল। কিন্তু স্বৈরচিন্তার নগ্ন গানে তালিয়ে গেছে আব্বাস উদ্দিনের অর্থবহুল গান।
বয়স বর্তমান ৬০ বছর হল, শৈশব কাল থেকে এই সমস্ত গান শুনে শুনে বড় হয়েছি, এখন আমি ভারতবাসী, এসব গান শুনলে কোথায় যেন হারিয়ে যাই, শৈশবের স্মৃতিগুলো জ্বলজ্বল করে ভেসে ওঠে। অমর অক্ষয় শিল্পী আব্বাস উদ্দিন। এইসব গান কোনদিনও পুরানো হবে না।।
0❤❤😢
অনবদ্য।
Ni ni 0:11 0:12
Marvellous.Evergreen.Should be preserved with care and desire.
মনটা উদাস হয়ে যায়, বহু বছর পর আবার এই গান শুনলাম, অবিশ্বাস্য।
অন্তরে ঐশ্বরিক আবেদন আনে এমন শিল্পীর চরণে প্রণাম
Asadharon bolechen 🙏
এই ১৭ বছর বয়সে এসেই আমার গানগুলো মনে ধরে গেছে।❤️👌
sm bro!
আহ কি শ্রুতি মধুর গান
আব্বাসউদ্দীন সাহেবের গান বাংলার চিরকালীন ঐতিহ্য ,এক অসাধারন পরম্পরার উত্তরাধিকার।
বাংলাদেশের জাতীয় সংগীত শিল্পীর গান আসলেই জাতীয় পর্যায়ের এ যোগের ছেলে হয়েও এইসব গানের মাঝে যেন অসম্ভব কিছু খুজে পাই।
খুব ভাল লাগে আব্বাসউদ্দিনজীর গান শুনতে। মন হারিয়ে যায়।
গ্রামীণ জনপদের মনের আনন্দ বেদনা সুখদুঃখ প্রকাশিত হয়েছে আব্বাস উদ্দিন আহমেদ এর কন্ঠে। এমন অসাধারণ গান শুনে সত্যিকারের চিত্তবিনোদন হয়।
এইচ এম নুরুন নবী চৌধুরী
শ্রীধরপুর , সরসপুর, মনোহরগঞ্জ, কুমিল্লা
বাংলাদেশ
হায় হায়
আব্বাস উদ্দিনের কন্ঠে গান শোনার মজাই আলাদা। এ কন্ঠের আবেদন কখনও শেষ হবে না।
কি সুন্দর কথামালা!! এক কথায় অসাধারণ
আমি গর্বিত বাংলাদেশী হয়ে, তবে নদী বন পাখি ফুল প্রকৃতি হারিয়ে যাচ্ছে গানগুলোর অস্তিত্ব সংকটে!
জন্ম আমার ২০০০ এর পরে তবুও জনাব আব্বাস স্যারের গান গুলো অনেক ভালো লাগে সার্চ দিয়ে শুনি ২০২১ এ এসে কমেন্ট রেখে গেলাম আশা করি হাজার বছর ধরে অনেকেই খুঁজে বের করবে আমি অনুভব করি গানের ভাষায় আমার দেশকে অনেক ভালোবাসি বাংলাদেশ আর স্যারের জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤️☺️😊🥰 আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দিন
আমি ৭২ বছর বয়সী কোচবিহারের মানুষ, যদিও বর্তমানে শিলিগুড়িবাসী । তাই আমি জানি এই গানের মূল্য কতটা। বাংলার সাংস্কৃতিক জগতে আব্বাসউদ্দীন আহমেদের একটা আলাদা স্থান রয়েছে। আব্বাসউদ্দীনের গান এই এম ভিতে রেকর্ড করানোর যাঁর অবদান রয়েছে তিনি কোচবিহারের বিশিষ্ট গ্রামোফোন রেকর্ডের ব্যবসয়ী ও ভাওয়াইয়া গানের প্রবর্তক স্বর্গীয় হরিশচন্দ্র পাল মহাশয়ের ।
❤❤❤
বাংলা সাহিত্যের ইতিহাস জানার পর কুচবিহার কে আমাদের বাংলাদেশ মনে হয়!কিন্তু কেন এক অদেখা অপশক্তির কারনে কুচ বিহার আলাদা হয়ে গেল
I'm 30 years old, I like this Legendary man from childhood ❤️
হরিশচন্দ্র পাল মহাশয়ের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
I am also Bangla deshi cooch behari. Repects to all the coochbehari folk singer.
I am from west bengal, hooghly, 66 years old,I heard these songs from my childhood, Abbasuddin also favorite singer of my father, now he is no more. From these song I remember my father, he was a army man.
বোধহয় রেডিওতে শুনতেন। আনুমানিক কত সালের দিকে এসব গান বাজতো বলে মনে হয়?
We love and respect the peoples of west Bengal. Salute you.
@@Get-Agar I heard Since 1965 ( Sorry can not type of Bangla)
@@abdulmalek8261 ধন্যবাদ। কোন অসুবিধা নেই।
@@Get-Agar be.
Ki
Me
এই সব গানে পল্লীর সৌরভ মিলানো আছে তাই এতো ভালো লাগে ।
আহা কি সুন্দর গান এর কথা এবং সুর 👍 ছোট বেলায় থেকে এই গান শুনে আমার মনের মনিকোটা ভরে যায় 👍 আল্লাহ তায়ালা গায়ক কে জান্নাত বাসী করুন আমিন
ইসলামে গানবাজনা কিন্তু হারাম।জান্নাত নসিব হবে কি?
❤😊
🙃😊✍ 8:10 😊
আমি সেই ছোট বেলা থেকে শুনে আসছি, একিই রকম ভালো লাগা৷
আমরা নিজের মাত্রি ভাষা ভুলে যাচ্ছি কিন্তু এসব গান আমাদের বুঝিয়ে দিচ্ছে আমাদের মাত্রি ভাষা কোনো বড় বড় ভাষার থেকে কম নয়।
মাতৃভাষা লিখুন দয়া করে
@@daliadasdutta6570 mor bare kushtia
আসাধারন গান অনেক দিন পর শুনলাম ধন্যবাদ ভাই
When my age 5years 1955,at that time my father have a gramophone(kolergaan and somany records of AbbasUddin his master voice song it.From that time I am a forward of Abbasuddin Sangeet voice, I pray to Allah give him please him hiyest in the heaven.
আহা। মন উদাস করা গান। মরি মরি, যেমন গলা তেমনি কথাা॥
এইসব বিশেষ গান যারা শোনেন তারাও বিশেষ মন মানসিকতার মানুষ """
একদম, দাদা, যত সুনবে তত
ভালো লাগে
সত্যি
Ekdom thik bolechhen... Mon pran juriye dei..
আমার প্রিয় গান
❤
দুটো কথা
প্রথম , আব্বাসউদ্দিনের মহাশয়ের এই গানগুলো ছোটবেলা থেকে শুনছি, এবং এই ধরণের গান শুনতে শুনতেই বার্ধক্যের সিঁড়ি ভেঙ্গে এগিয়ে চলছি।
দ্বিতীয়, এখানে দেখলাম আব্বাসউদ্দিন মহাশয়ের description এ লেখা হয়েছে , ওনার গানের জনপ্রিয়তা দেখে তখন অনেক হিন্দু গায়কই মুসলমান নাম নিয়ে গান গাইতেন ।
এইরকম কয়েকজন গায়কের নাম যদি এখানে উল্লেখ করেন , তাহলে আমার জ্ঞান কিছুটা বাড়বে ।
১৭-১৮ বছর এর বয়স থেকে শুনি এ গান গুলো, কি যে মাহাত্ম্য এ গান গুলোর তা একা থেকে শুনলে অর্থ গুলো স্পষ্ট হয়ে যাবে। ❤️
যতদিন যাবে, তত এই সমস্ত গানগুলি জনপ্রিয়তার শিখরে উঠে মানুষের মনের মধ্যে প্রাণের সঞ্চার সৃষ্টি করতে পারবে।
আব্বসুদ্দিন দুনিয়াতে একজন ই ।ছিলেন ।তিনি চির অমর ।তার মৃত্যু নেই ।
এই গান গুলো মাটি ও মানুষের গান চিরকাল বেঁচে থাকবে আবহমান বাংলার জনপদে।
সোনালি দিনের সোনালি গান।
মানুষের মনের গান।
দুঃখ প্রকাশের গান।
সুখ ভাগাভাগির গান।
বাংলার গান।
You're going for more song music jono 2AM for your favourite album of music jono is m for 5AM ujyjhjhngjy
I remember the golden age which we pa
..
অসাধারণ গানের কথা, অসাধারণ গানের সুর ও সংগীত ।
আমার বয়স 17 আমি এখনো এই গান শুনি আমি যখন ছোট ছিলাম আব্বু ক্যাসেট কিনে এনে দিয়েছিলেন তখন ক্যাসেট এ আমি এই গান শুনতাম এখন ও আমি এই গান শুনি। সেই ছোট বেলা খুব মিস করি 🥺🥺🥺🥺🥺।।।
আব্বাসউদ্দিন সাহেব বাংলা ও বাঙালির গর্ব ৷ ওঁর সুযোগ্যা কন্যাকে বাংলাদেশে ও ভারতে অনেকেই খালামণি বলে সম্বোধন করে শ্রদ্ধায় ও ভালোবাসায় ৷ উনিও পিতার মত অসাধারন শিল্পী ৷
Amar shisukal fire pelam
আব্বাসউদ্দিন আহমেদের গান সর্বাঙ্গে এক শিহরন তোলে। আজও ওনার গান শুনলে মন যে কোথায় হারিয়ে যায়, তা তো আমি নিজেই জানি না।
যাদের বয়স ৬০/৭০অথবা৫০ তারা এই গানের মর্ম বুঝবে এবং এই গান গুলি গাওয়ার সাথে চোট কালের স্মৃতি গুলো ভেসে উঠে। আরো ভেসে উঠে আজ থেকে ৪৫/৫৫আগে এদেশের আকাশ বাতাস খাল বিল নদী নালা খেত ফসল গাছ গাছালির দৃশ্য মনে পড়ে এবং অনেক বড় নিঃশ্বাস আসে মনে।
I’m from Kurigram, now live in the USA. The opportunity to listen to Abbasuddin’s songs bring back my childhood cultural memories of the region.
Dr. Solaiman Ali
Abbasuddin Ahmed assets of Bangladesh.
ছেলে বেলার স্মৃতি মনে পড়ে যায তখন পূর্ব পাকিস্তানের ঢাকা, খুলনা রেডিও সেন্টার থেকে এরকম কত সুন্দর সুন্দর গান পাবলিষ্ট করতো। মানুষ শোনার জন্য কতো আগ্রহী হয়ে বশে থাকতো সে সব ই আজ অতীত।
Thank you brother s
আমরা যখন ছোট ছিলাম তখনও এই গান শুনতাম আজও এই গানই শুনি।
Bangla language er Boro singer
পল্লিকবি জসিমউদদীন আর আব্বাস উদ্দিন মানেই অনন্য সৃষ্টি।
আব্দুল আব্বাস, আব্দুল আলিমের মত শিল্পী যে বাংলাদেশের তা ভাবতেই প্রান জুরিয়ে যায়। তাদের গান শুনলে বসন্তের মৃদু বাতাসের ন্যায় অন্তরকে শীতল ও প্রানবন্ত করে তুলে ❤️❤️❤️❤️
শিল্পীর কোনো দেশ হয় না, কোনো ধর্ম হয় না। শিল্পই তার দেশ, তার ধর্ম। আমি যতদূর জানি শ্রদ্ধেয় আব্বাসউদ্দিন পশ্চিমবঙ্গের কুচবিহারের শিল্পী
"শিল্পীর কোন দেশ হয় না " অসাধারণ - - -
অবশ্যই শিল্পীদের দেশ হয়
যদি তাই হতো তাহলে তোরা মালাউনরা পাকিস্তানি শিল্পিদের ভারতে গান গাওয়ার উপর নিষেধাজ্ঞা দিলি কেন?@@avijitchaudhury9649
আমার সোনার বাংলার মাটি আর মায়ের সাথে গভীর সম্পর্ক যুক্ত এসব গান মন জুড়িয়ে দেয়।
আহা দরদ ভরা কন্ঠে গান। শুনতেই ভালো লাগে।
আমি এপ্রজন্মের সন্তান হলেও এসব গান আমাট বেশি প্রিয়❣️এজন্য কেউ খ্যাত বললেও আমার কিছু যায় আসেনা।
( আজ, ২২জুলাই২০২২)
আমাদের বাংলা গানের প্রাচীন ঐতিহ্য। কোনোদিন পুরনো হবে না।
এ পার বাংলা বা ও পার বাংলা যেখানেই হোক না কেন বাংলার কিছু শ্বাশ্বত চিত্র আছে যা বাঙালি মাত্রই ভুলতে পারে না। আব্বাসউদ্দিনের গান তার মধ্যে একটি। এর সুর স্বর সুরচিত্র স্বর দ্বারা পরিবেশিত পারিপার্শ্বিক চিত্র অখন্ড ভুবনের স্মারক। মনে হয় সব মানুষই এক পৃথিবীবাসী। সব সুখদু:খ অন্তরের নির্যাসে সিক্ত হয়ে একাকার হয়ে যায়।
এমন শীল্পির আর দিতীয় বার জন্ম হবেনা
ছোট বেলায় অনেক শুনতাম বাবার খুব প্রীয় গান গুলি মনেপরে,ভারত থেকে অনেক ভালবাসা জানাই।
অপূর্ব অপূর্ব,মন ভরে যায় এমন সঙ্গীত শ্রবণে 🙏
মরমী শিল্পী আব্বাস উদ্দিন বাংলার একজন শ্রেষ্ঠ শিল্পী। ছোটবেলায় আব্দুল আলিম নীনা হামিদ আব্বাস উদ্দিন এর গান বর্ষার সময় মাঠ পানিতে ভরপুর হয়ে থাকতো তখন পালতোলা নৌকায় গ্রামোফোন বাজিয়ে চলে যেত। আমরা বিলের পাশে দাঁড়িয়ে গান শুনতাম।
আমার গর্ব আব্বাসউদ্দীন, আমার গর্ব আব্দুল আলিম।আজ ২০২২ সালে এসেও এই গানগুলো আমারে টানে,এই গানের ম্যাজিকটাই এমন।আমার বাবার প্রিয় ছিল এখন আমার প্রিয়,পরে আমার পরবর্তী প্রজন্মের কাছেও ভালো লাগবে এই গানগুলো।
আনেক ভালো লাগে, সত্যি এ গান গুলা সারাজীবন থাকবে সুনবেও মানুষ,
নেটের বদউলতে গান গুলো ইচ্ছামতো শুনতে পাই। খু উ ব ভালো লাগে
এটাই বাংলার সংস্কৃতি ও সভ্যতা। প্রনাম 🙏🏻🙏🏻🙏🏻❤❤❤
য
এসব গান যারা শোনে অনেক ভালো মন-মানসিকতার লোক
এমন ঐশ্বরিক শিল্পী আর হবে না।
16 বছরে ই আমার গান গুলো ভালো লাগলো..কারন এত সুন্দর গান একমাত্র একতার বাজিয়ে গেয়েছেন.. আর বর্তামান গান থাকুক বা না থাকুক মিউজিক থাকে
0:00 - মাঝি বাইয়া যাও
3:09 -নাও ছাইড়া দে
6:09 - ওই শোনো কদম্ব তলে
9:36 - ও ঢেউ খেলেরে
12:31 - ও নদীর কুল নাই
15:50 - একবার আসিয়া সোনার
18:55 - আল্লাহ মেঘ দে
আমি আব্দুল আলিম আব্বাসুদ্দিন এর ভক্ত আমি এদের গানগুলি গাইতে খুব ভালোবাসি
পুরাতন দিনের গানের কদর ই আলাদা।এসব গান শুনতে এখন ও ভালো লাগে।
সেই কবে ফেলে আসা শৈশবে ফিরে পেলাম সামান্য সময়ের জন্য।মনে পড়ল সেই নদী আর খালের কথা।
17/10/2020
মাঝি ও মল্লার এই গান অসাধারণ ।বাংলা গানের সম্পদ। আরো এইরকম গান শুনতে চাই।
এই জীবনমুখি গান গুলির মধ্যে গভীর আদ্ধাদিকতা লুকিয়ে আছে। সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না।
এই গুলি জীবনমুখি গান নয় পল্লীগীতি। কোনও গান মরণমুখি হয় বলে আমার জানা নাই।
আমাদের কোচবিহার এর গর্ব আব্বাস উদ্দিন আহমেদ ,, ❤️
আমি কোচবিহারের বাসিন্দা
উনার বড় ছেলে বাংলাদেশের প্রধান বিচারপতি হয়েছিলেন।
উনার মেঝো ছেলে এবং মেয়ে বাংলাদেশের প্রখ্যাতশিল্পী।
আমার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলাতে। কোচবিহারের দিনহাটা আমার বাড়ি থেকে ১৫ কিলো
গানগুলো আমাদের মতো শ্রোতাদের জন্যই লেখা ❤️