লেবু গাছে মে জুন মাসে এই পরিচর্যা না করলেই সর্বনাশ ! Orange, Malta, Lemon care in May and June month

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024

ความคิดเห็น • 235

  • @ujjaldas4285
    @ujjaldas4285 ปีที่แล้ว +17

    আমি প্রায় তিন চার মাস আগে নার্সারি থেকে অনেক ছোট বড় ফল সমেত একটা কাগুজি লেবুর গাছ কিনে বড় মাটির ম্যাচলাতে বসিয়ে ছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি গাছ টা ডেভলপ হওয়া তো দূরের কথা আস্তে আস্তে ডালগুলো সব শুকিয়ে যাচ্ছে, দয়া করে গাছ টা বাঁচিয়ে তোলার ও যথাযথ ফলন্ত করার সুপরামর্শ দিলে যারপরনাই কৃতজ্ঞ থাকব।

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว +3

      গাছের ছবি সহ আমাকে Whatsapp করুন । মাটি কিভাবে বানিয়েছেন , কি কি মিশিয়েছেন , কি কি পরিচর্যা করেছেন , টবের ড্রেনেজ সিস্টেম ......... সব কিছু ডিটেইলসে লিখবেন । 9732654353 wp

    • @durreshawer8983
      @durreshawer8983 4 หลายเดือนก่อน +2

      এতো প্রকার কেমিক্যালস সংগ্রহ করা সম্ভব নয়।এতো বকবকানি শোনার ধৈর্য আমার নাই।

  • @sanjayroy4334
    @sanjayroy4334 ปีที่แล้ว +1

    বোরন না পাওয়া গেলে তার পরিবর্তে কি ব্যাবহার করা যায়,আমি অনেক চ্যানেল কে জিগ্যাস করেছি কেও বলেন নি।

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว

      না দাদা , বোরনের পরিবর্তে অন্য কিছু দিলে হবে না । কারন বোরনের কাজ অন্য কোন সার করবে না । তবে একান্তই না পেলে আপনি বোরন আছে এমন অনুখাদ্য দিয়ে দেবেন ।

  • @chinmaydas-qw4sq
    @chinmaydas-qw4sq ปีที่แล้ว +2

    টবে কাগজি লেবুর গাছ আছে এ বছর ফুল আসেনি। এই গাছেও এই ভাবে রত্ন কোবো ?

  • @arupasarkar8602
    @arupasarkar8602 ปีที่แล้ว +2

    লেবু গাছের গোরা যদিসবসময় জলে‌ ভেজা থাকে তব কি গাছের কোন ক্ষতি হতে পারে।গাছটি মাটিতে লাগানো আছে।সামনে গর্তে জল জমে।

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว +1

      যে কোন গাছের গোড়াই সব সময় ভেজা থাকলে ক্ষতি হয় , আর লেবু গাছের ফুল আসার ক্ষেত্রে এটা মারাত্মক ক্ষতি করবে ।

  • @runuali8691
    @runuali8691 ปีที่แล้ว +1

    আমাদের অফিসের ছাদের পাশে একটা বড় নিম গাছ আছে। এই নিম গাছের পাতা অফিসের ছাদে পড়ে পচে ঝুরঝুরে মাটির একটি লেয়ার তৈরি হয়ে গেছে। গত বছর একটি ভিডিওতে দেখিয়েছিলেন এই পাতা পচা ঝুরঝরে মাটি উৎকৃষ্ট মানের সার। আমি কি এই পাতা পচা মাটিগুলোকে কি ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি? প্রতি টবে ড্রাগনগাছে কতটুকু দেব?

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว

      নিশ্চই সার হিসেবে ব্যবহার করতে পারেন তবে শুধুমাত্র নিম পাতার সার না দিয়ে এর সঙ্গে অন্য পাতার সার বা গোবর সারের সঙ্গে অল্প অল্প মিশিয়ে ব্যবহার করুন ।

  • @ezazadnan2439
    @ezazadnan2439 3 หลายเดือนก่อน

    দাদা আমার টবের লেবু গাছে ২০.২০.২০ বেসি দিয়েছি। তার আগে পাতা হলুদ হয়ে ঝরে জাচ্ছে অতিরিক্ত গরমে। আজ আমার লেবু গাছের পাতা সুকিয়ে জাচ্ছে ২ টি লেবু ধরেছে অটাও শুকিয়ে জাচ্ছে😢😢।মনে হচ্ছে গাছ টা মারা যাবে। আমি এখন ছায়া যুক্ত জায়গায় রেখেছি।😢😢 দাদা এখন আমি কি করবো?? আমাকে অবশ্যই জানাবেন দয়া করে।

  • @rafiqulislam-hh3jx
    @rafiqulislam-hh3jx ปีที่แล้ว +1

    Reply peyeso,but Nim hd বুঝলাম না/reply again..

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว

      " Nim hd " এটার মানে আমিও বুঝলাম না । যাইহোক আম গাছের মুকুল বা গুঁটি ঝরার সমাধানের জন্যে দেখুন চ্যানেলে ভিডিও দেওয়া আছে , ওটা দেখে নিলেই সমাধান পেয়ে যাবেন । ধন্যবাদ ।

  • @wasihossain5730
    @wasihossain5730 ปีที่แล้ว +1

    দাদা আমি আপনার ভিডিও দেখে বাগান করা,বাংলাদেশ থেকে৷ আমার করলা গাছে করলা ছোট অবস্তায় হলুদ হয়ে যচ্ছে,এখন আমার করনিয়কি জানালে উপর্কৃত হতাম৷ছবি পাঠালাম৷

  • @mithubanerjee6196
    @mithubanerjee6196 4 หลายเดือนก่อน +1

    আমার লেবু গাছ ছোট ।কোন ফল গাছে এখনও ধরেনি। আমি কি এই সার গাছে দেব?

  • @jayinighosh8474
    @jayinighosh8474 ปีที่แล้ว +1

    নমস্কার। আপনার এত detailed information পেয়ে খুবই উপক্রিত হলাম। অসংখ্য ধন্যবাদ। আমার লেবু গাছ টি একেবারে ছোট। টবে লাগিয়েছি। দু ফুট মতো হাইটে। আপনি যা যা করতে বললেন সেই সব কি আমার ছোট গাছটিতে করবো? ফুল বা ফল কিছুই নেই। গাছের বয়স দের মাস মতো। Kindly একটু জানান এই ছোটো গাছের পরিচর্যা কি ভাবে করবো।

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว

      দু এক দিনের মধ্যেই এটা নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি , ছোট গাছের পরিচর্যা আলাদা হবে । দু এক দিন অপেক্ষা করুন প্লিজ ।

    • @jayinighosh8474
      @jayinighosh8474 ปีที่แล้ว

      অনেক ধন্যবাদ 🙏

  • @mainaksarkar217
    @mainaksarkar217 ปีที่แล้ว +2

    আমাদের এখানে 0.0.50 available নয়। Mop দেওয়া যাবে কি?

  • @NajmunnaharNajmu
    @NajmunnaharNajmu 3 หลายเดือนก่อน

    দাদা আমার দের বছরের কাগজি লেবু গাছে ফুল ও ফল কিছু আসে না শুধু নতুন পাতা বের হচ্ছে এখন কি করবো?

  • @soumikkrroy
    @soumikkrroy ปีที่แล้ว +2

    Apni bollen ei shaar debar byaparta ekhon korley abar 2 months por repeat kortey..... Kintu 2 month por toh monsoons dhukey jaabey Bengal ey... Tokhon ki gaach ey saar deoya jaay?

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว +1

      হ্যাঁ , তখন জাস্ট বর্ষা শুরুর সময় , তখন দিয়ে রাখুন - কোন অসুবিধা হবে না ।

  • @ratnasaha2778
    @ratnasaha2778 ปีที่แล้ว +1

    Last 5 years amar labu gache labu hoache, aber kono gache labu hoini.
    BARSHA kale phul aste pare ? Ter Jonne ai sab farteliser use korbo ?

  • @laltudey8869
    @laltudey8869 3 หลายเดือนก่อน

    Mira coolan spray korun..স্ত্রী phool aasbe..

  • @sunandasinha6375
    @sunandasinha6375 ปีที่แล้ว +2

    আমার দুচারটে গাছ আছে ছাদে। বাগানে অনুৎসাহি মানুষ ও আপনার বোঝানোর গুণে উৎসাহিত হবেন।😂। বাগান করা যথেষ্ট পরিশ্রম ও সময়ের কাজ। তবু ও বাগান করতে ভালোবাসি , সামান্য হলেও। আপনার পরামর্শ কাজে আসে। ভালো থাকবেন ❤।

    • @runumibhattacharya5134
      @runumibhattacharya5134 5 หลายเดือนก่อน

      Amer namu gos adelat bahut mati khinit khub fungej haise ki Kariba pari janaba

  • @suklabiswas733
    @suklabiswas733 3 หลายเดือนก่อน +2

    খুব সুন্দর আমি মন দিয়ে দেখছি ভাই।

  • @MrDebarshi7
    @MrDebarshi7 3 หลายเดือนก่อน

    systemic insecticide ba fungicide fol er gach e dile eta khabar khetre safe hobe?

  • @rafiqulislam-hh3jx
    @rafiqulislam-hh3jx ปีที่แล้ว

    আম গাছের মুকুল ঝরে যাওয়া র পর কড়ি গুলো কিছুদিন পর হলুদ হয়ে নষ্ট হয়ে থায় কেন,এখনো কিছু কড়ি আছে ,pl.suggest on it/reply here...

  • @jibonaruhongram
    @jibonaruhongram ปีที่แล้ว +2

    লে‌‍বু গাছেৰ চাৰা ১বছৰে ফল ধৰাতে কি কৰতে হতে?

  • @sharmistharaha3083
    @sharmistharaha3083 3 หลายเดือนก่อน

    Bhai ami ei salt june mashe ditey pari ami notun onek gulo plants kine chi

  • @UshaUsha-zb7ty
    @UshaUsha-zb7ty ปีที่แล้ว

    আমি উপযুক্ত যত্ন নেওয়ার পর ও ফেব্রুয়ারি মাসে একবার ফুল আসে এবং কিছু লেবু মটর দানার মতো হয়ে সব ঝরে যায়, গাছের বয়স তিন বছর,
    কি করলে লেবু ফলবে অধিক পরিমাণে?

    • @Chlorophyll220
      @Chlorophyll220 ปีที่แล้ว

      আপনাকে পিজিআর ব্যবহার করতে হবে

  • @linaghosh222
    @linaghosh222 3 หลายเดือนก่อน

    আমার গাছে এক বৎসর ফুল ফুল হচ্ছে না এই সারটা কি দিতে পারি ?

  • @chandanbiswas1509
    @chandanbiswas1509 ปีที่แล้ว +1

    লেবু গাছকে পোকার আক্রমণ থেকে বাঁচানোর জন্য কি কি কীটনাশক ব্যবহার করবো বুঝতে পারলাম না দাদা..

    • @pradipdutta8337
      @pradipdutta8337 ปีที่แล้ว

      পাতা নিচের দিকে কুঁকড়ে যাচ্ছে , কি করব ? (কি কীটনাশক দিতে হবে ?)

  • @Sabuj_mon
    @Sabuj_mon ปีที่แล้ว

    এই খাবার গুলো কি পেয়ারা গাছে দিতে পারি? আমার পেয়ারা গাছে এখন একটু বড় ফল ধরে আছে তাই বলছি এই খাবার কি দিতে পারি।তাহলে কি খাবার দেবো পেয়ারা গাছে?

  • @madanmohanmanna3731
    @madanmohanmanna3731 ปีที่แล้ว

    আমার কাঁকরুল গাছের পাতা পোকায়।
    খেয়ে ঝাঁঝরা করছে কি করব?

  • @nadirabashar7919
    @nadirabashar7919 3 หลายเดือนก่อน

    আমার ছিল কিন্তু মারা গেছে ভাইয়া 🥲🥲🥲🥲🥲🥲🥲

  • @tarunghosh1340
    @tarunghosh1340 ปีที่แล้ว

    আমার গাছে ফল আসছে না।মাটিতে লাগিয়েছি।এক বছর হয়ে গেল

  • @sikhakundu6362
    @sikhakundu6362 ปีที่แล้ว +1

    Je sakal gache fal nei athaba choto tar paricharja bolben pls

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว

      দু এক দিনের মধ্যেই এটা নিয়ে একটা ভিডিও করে দিচ্ছি , পরিচর্যা একটু আলাদা ।

  • @dolamandal5640
    @dolamandal5640 ปีที่แล้ว +1

    Dada ami notun chad bagani apner blok gulo suni amer malta gachey 5 ta lebu dariyechey atei ami khub annando peyechi thank you dada valo thakben

  • @archananath1410
    @archananath1410 ปีที่แล้ว

    Ami bij theke ekta pati lebu gach korechilam, 7 bochor hoyegeche ekhono fol asheni. Ami sunechi dal kete tar theke gach korle tatey fol ashe. Guti kolom korle ki hoy? Janaben ki kore fol ba ful anbo tate?

    • @Chlorophyll220
      @Chlorophyll220 ปีที่แล้ว

      সামনে বর্ষাকাল আসছে এই বর্ষাতে আপনি গুটি কলমের সাহায্যে একটি পাতি লেবুর গাছ থেকে গাছ তৈরি করুন এই গাছে আপনার এক বছরের মধ্যে ফল চলে আসবে

  • @NajmunnaharNajmu
    @NajmunnaharNajmu 3 หลายเดือนก่อน

    চুনের বদলে ডিমের খোসার গুরো দেওয়া যাবে

  • @akhter-ul-alam998
    @akhter-ul-alam998 ปีที่แล้ว

    ১০০ শতক জমিতে ২২০ দেশী বিচি ওয়ালা গাছে মিলিবাগের জন্্য কি স্প্রে করবো? অনেক গাছ তাই তুলি দিয়ে রাবিং লাগানো সম্ভব না।

  • @anjuacharjee1881
    @anjuacharjee1881 4 หลายเดือนก่อน

    আমার লেবু গাছে মাত্র দুটো ফল এসেছে।গাছ টা বেশ পুরনো। অনেক টা ই বড় গাছ। ফুল তেমন আসেই নাই। কি করব প্লিজ বলবেন ❤❤

  • @ashimchakaroborty4390
    @ashimchakaroborty4390 ปีที่แล้ว

    দাদা আমার বাগানে একটি লাল থোকা জবা গাছ আছে বয়স তিন বছর pruning cutting সার জল সবই দেওয়ার পরেও কোনও সপ্তাহে কুড়ি ঝরে যায় আবার কোনও সপ্তাহে একটা বা দুটো ফুল দেয় কি করলে ভাল ফুল ফোটা যায় জানালে উপকৃত হব, ধন্যবাদ।

  • @asitmukherjee3960
    @asitmukherjee3960 4 หลายเดือนก่อน

    Amar 5/6 year kono ful fal aschhe na kamla lebu gachhe.gachhta 10 years boys 3/4 years fal diyechhe. Upai janaben!

  • @chinmoygupta6225
    @chinmoygupta6225 ปีที่แล้ว +1

    যেই গাছের ফল নেই সেই গাছে কি এই খাবার দেওয়া যাবে

  • @imamulhuq2632
    @imamulhuq2632 4 หลายเดือนก่อน

    আমে মে জুন মাসে কি খাবার দিব? বাংলাদেশ থেকে বলছি

  • @Hello_MD_ASHRAF_HOSSEN
    @Hello_MD_ASHRAF_HOSSEN ปีที่แล้ว

    আপনি যে সবগুলো দিতে বলছেন এগুলো আমাদের এখানে পাওয়া যায় না যদি রাসায়নিক কীটনাশকের কী কী দিতে হবে বলে দিতেন তাহলে ভালো হতো

  • @nayon67
    @nayon67 3 หลายเดือนก่อน

    দাদা শুভেচ্ছা আর ছোট্ট বাবুটার জন্য ভালবাসা আর আদর। দাদা একটা বিষয় জানার ছিলো। তা হচ্ছে আপনার এই খাবারটা তৈরী করলেন তা কি এখন ফল ধরে থাকা গাছ যেমন পেয়ারা, আমড়া, সবেদা, বরই এসব গাছে কি দেয়া যাবে? যদি জানাতেন।

  • @sekharhalder9843
    @sekharhalder9843 4 หลายเดือนก่อน

    গন্ধ রাজ লেবুগাছে ফুল আসছেনা কি করব

  • @sushmitabanerjee82
    @sushmitabanerjee82 3 หลายเดือนก่อน

    মাটিতে লাগানো লেবু গাছে কতটা সার দেবো?

  • @manishreemondol2861
    @manishreemondol2861 ปีที่แล้ว +6

    দাদা প্রথমেই আমার প্রণাম নিবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর আর সহজ করে বোঝানোর জন্য। আমি নতুন ছাদবাগানি। অনেক কিছু শিখতে পারছি। ভগবান আপনার মঙ্গল করুক। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি এইভাবেই এগিয়ে যান।All The Best.

  • @bimaljana4268
    @bimaljana4268 3 หลายเดือนก่อน

    Talk to the points only, do not stretch the video unnessarily.

  • @rabeyakhatun3710
    @rabeyakhatun3710 ปีที่แล้ว +1

    দাদা আমি আমেরিকার ফ্লোরিডায় আছি। আমার বাড়িতে বেশ কয়েকটা লেবু গাছ আছে। আমি গাছের যথেষ্ট পরিচর্যা করি, গাছের রোগ বালাই যথেষ্ট আছে। এরমধ্যে ফুল ঝরা। আমি এই মুহূর্তে আপনার এই ভিডিও টা দেখতেছি মে-জুন মাসের পরিচর্যার কথা আপনি বলেছেন। আমি তা করেছি আমার গাছে প্রচুর পরিমাণে ফুল। আমি কিভাবে স্প্রে করবো কীটনাশক? আরজে পরিমাণে ফুল হয় সেই পরিমাণে ফল হয় না। আমি ঠিক বুঝি না কি করবো আমি।

    • @dilipmondal4704
      @dilipmondal4704 ปีที่แล้ว

      ফ্লোরিডার কিছু আমের সায়ন পাঠাতে পারবেন? আমি মুর্শিদাবাদ এ থাকি।

    • @gramindrishti4192
      @gramindrishti4192 ปีที่แล้ว

      দিদি ভাই লেবুগাছে জেপরিমান ফুলহয় সেইপরিমান ফল কখোনোই হবেনা

  • @ashishkumargoswami6691
    @ashishkumargoswami6691 4 หลายเดือนก่อน +1

    সম্রাট কেমন আছিস ভাই।

  • @Tofail-q6l
    @Tofail-q6l 4 หลายเดือนก่อน

    Apne Jyada basic দাদা অনেক বেশি কথা বলেন বিরক্ত লাগে

  • @ramendranathnaskar4051
    @ramendranathnaskar4051 4 หลายเดือนก่อน

    খুব ভাল লাগল ভিডিওটা এবং অবশ্যই বাপ বেটাকে একসঙ্গে দেখে। ভাল থাকবেন দুজনেই। হ্যাঁ, একটা প্রশ্ন, আপনার বর্ণনা করা সারগুলো দেওয়ার উপযুক্ত সময় কখন?- সকালে না বিকালে ?

  • @mdabdulkhalik675
    @mdabdulkhalik675 ปีที่แล้ว

    সফেদা গাছে প্রচুর ফুল এসেছে গাছ মাটিতে রোপণ করেছি। ফল ধরাতে কি করব ভিডিও বানান প্লিজ।

  • @ritabratanandy4172
    @ritabratanandy4172 ปีที่แล้ว

    এই সব উপাদানগুলো কি আপেল, বেদানা, আঙ্গুর,ন্যাসপাতি গাছেও দেওয়া যাবে?

  • @ritamazumdar5920
    @ritamazumdar5920 5 หลายเดือนก่อน

    দাদা আমার লেবু গাছে কোনরকম ফুলফল আসলো না আমিও এখন এই খাবার টা লেবু মুসামবির গাছে দিতে পারব

  • @bikramkole7127
    @bikramkole7127 ปีที่แล้ว +2

    প্রতি রবিবার আপনার ভিডিওর অপেক্ষা য় থাকি।

  • @pravatidas743
    @pravatidas743 ปีที่แล้ว

    নমস্কার দাদা আমার একটা লেবু গাছ আছে সাত মাসের আপনি যে খাবার দিয়েছেন বোরন সার বাদে সবই দিয়েছি তাই কিছুকিছু খোতি হবে ? যদি কিছু পরামর্শ দেন উপকার হবে ।

  • @olivialifestyle5282
    @olivialifestyle5282 ปีที่แล้ว

    টবে দানা থেকে একটি কাগজী লেবু গাছ হয়েছে। বেশ খানিক টা বড়ো হয়েছে। কিন্তু ফুল বা ফল আসেনি ।কি ঘরোয়া উপায় করব বলুন দোয়া করে

    • @Chlorophyll220
      @Chlorophyll220 ปีที่แล้ว +2

      বীজের গাছে ফুল ফল আসতে একটু সময় লাগে তবে আসবে গাছটিকে টানা রোদে রাখুন এবং পরিচর্যা করুন

    • @olivialifestyle5282
      @olivialifestyle5282 ปีที่แล้ว

      @@Chlorophyll220রোদের মধ্যে রেখেছি। এরপর তো বর্ষা এসে যাবে রোদ পাবো না। আর ঘরোয়া কি পরিচর্চা করবো বলুন একটু। আমি তো চা পাতা দি। চাল, ডাল সবজি ধোয়া জল দি।

  • @GoutamThakur-ni5bc
    @GoutamThakur-ni5bc 4 หลายเดือนก่อน

    দাদা আমার লেবু গাছ এর কিছু ডাল লেবু সমেত শুকিয়ে গেছে,এরপতিকার জানাবেন দয়া করে।

  • @easyengineering5546
    @easyengineering5546 ปีที่แล้ว

    এই জুন মাসে কি কাগজী লেবুর ডাল ছাঁটাই করা যায়,গত মাসে গাছের সব লেবু তুলে নেওয়া হয়েছে

  • @rabeyakhatun3710
    @rabeyakhatun3710 ปีที่แล้ว

    দাদা আমি জানি যে ফলে অপরিমাণ কি বাগ হতেপারে।৫/৪বাগও যদি হত,তাও আমি কিছু মনে করতামনা।

  • @BickramRdx
    @BickramRdx 4 หลายเดือนก่อน

    নমস্কার দাদা শিং কুঁচি এবং বোরন কি সেটা কোথায় পাওয়া যেতে পারে ।একটু বলবেন দাদা।

  • @krishnadhar8892
    @krishnadhar8892 ปีที่แล้ว

    নমস্কার দাদা । পাতিলেবু গাছে কোন ফল হয়নি এবার ।গত বছর হয়েছিল ।
    গাছের বয়স দুই বছর ।
    আমি কি এই সার ব্যবহার করতে পারি ।

  • @masudahmed1551
    @masudahmed1551 ปีที่แล้ว

    দাদা লেবু গাছের পাতা পোকা খেয়ে ফেলতেছে। এখন করনীয় কি জানাবেন please....

  • @tanyasultanachapa9320
    @tanyasultanachapa9320 4 หลายเดือนก่อน

    আমার লেবু গাছে শুধু পুরুষ ফুল হয়, কি করণীয় বলবেন pls.

  • @sanchitabose1077
    @sanchitabose1077 ปีที่แล้ว

    Ami apnar katha sunei bagan kori .khub upokar hoy .Dada amar ekta jinis janar chilo peyara boyes 8-9 mas ebar ful hoyeo sob jhore pore geche bolchi apni lebu gach e je gulo korte bollem peyera gach .aam gach eo ki ekhon ei jinis gulo debo ?ektu bole deben Dada

  • @sanjoytudu9582
    @sanjoytudu9582 ปีที่แล้ว +1

    Boron আর potash ,epsom salt এক সঙ্গে স্প্রে করা যাবে?

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว +1

      হ্যাঁ যাবে । হাফ চামচ- এক চামচ - হাফ চামচ / এক লি জলে ।

  • @rafiqulislam-hh3jx
    @rafiqulislam-hh3jx ปีที่แล้ว

    Seen the next video...boron apply করার কথা বলা হয়েছে,but দোকানে K2 diese,/bolse it is better to boron/already applied,but raining also//ok,thanks you from Coochbehar,w.b.//nim HD not cleared !!

  • @dipatarafdar41
    @dipatarafdar41 3 หลายเดือนก่อน

    Ai sar ki aam gachhe deoya jabe?

  • @sangitasarkar253
    @sangitasarkar253 ปีที่แล้ว

    Anek dhanyabad..amar taber lebu gache last 2years kono lebu hochhe na....kochi pata hochhe ..kintu phool, fal hochhe na...ki korbo bolben pls

  • @tulikamondal9074
    @tulikamondal9074 ปีที่แล้ว +1

    দাদা পুকুরে যে কলিচুন দেওয়া হয় ওই চুন গাছে দেওয়া যাবে?
    দয়াকরে জানাবেন

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว

      পুকুরে দুই ধরনের চুন দেওয়া হয় । এটা জমিতে দেওয়ার চুন বা যে চুন দিয়ে স্কুলে Sports এর সময় ট্রাক তৈরি করে সেই চুন ।

  • @sabujephera2680
    @sabujephera2680 ปีที่แล้ว

    দাদা persimmon গাছ কিভাবে success করব?একটা video karun

  • @kajupihu6296
    @kajupihu6296 ปีที่แล้ว

    আমার মাল্টা গাছে কোনো ফল নেই নতুন পাতা, ডাল বেরোচ্ছে এই ক্ষেত্রেও কি একই ভাবে পরিচর্যা করবো?

  • @santanudutta4409
    @santanudutta4409 ปีที่แล้ว +1

    দাদা আমার গাছে ফুল ও ফল কিছু ই দিচ্ছে না।কী করতে হবে একটু বলবেন।

    • @ChannelPanchMishali
      @ChannelPanchMishali  ปีที่แล้ว

      আমাকে গাছের ছবি সহ পরিচর্যা কি কি করেছেন একটু জানান প্লিজ ... whatsapp 9732654353

  • @kidszonewithnamirzayan6108
    @kidszonewithnamirzayan6108 3 หลายเดือนก่อน

    এটা কতদিন পর পর দিতে হবে?

  • @asitsarkar356
    @asitsarkar356 ปีที่แล้ว

    Shrodheyo Dada,
    Namaskar niben. Asa kori valo achhen. Coochbehar theke Asit. Sathik samoye Sathik Uposthapona. Ei naholey Aamader sabar priyo C P M G ! Sabar bhison kaje lagbe. R ekta katha janar chhilo seta holo ei samoy ki CITRUS Gachh pot theke Matite Lagate Parbo? Dayakore janale khub upokrito habo. Bhalo thakben.

  • @biswadipjoardar6438
    @biswadipjoardar6438 5 หลายเดือนก่อน

    Notun pati lebu gach ki ae khabar gulo mixed kore tobe bosano jabe. Just kal ekta notun pati lebu gach kine anechi ekto suggest korben pls

  • @harekrokom-ck8vq
    @harekrokom-ck8vq ปีที่แล้ว

    Bah khub upokari vdo,ami just 15 days hoyeche lebu gache khabar diyechi,tahole aro 45 din pore khabar bebo,tahole hobe to?
    ?

  • @gopalchandraroy7717
    @gopalchandraroy7717 ปีที่แล้ว

    Sir,লেবু গাছের মাটি পরিবর্তন এবং হারড প্রুনিং কখন করব?

  • @sonalisarkar4413
    @sonalisarkar4413 ปีที่แล้ว

    Dada ami jokhon lebu gach kinechi tokhon gache fool fol chilo kintu tar pore gach gulo more jacche ki korbo bujhte parchi na please help me

  • @babludebnath9846
    @babludebnath9846 ปีที่แล้ว

    Dada apnar ph no screene die din

  • @mousumisamanta6731
    @mousumisamanta6731 ปีที่แล้ว

    আমার বাতাবিলেবু গাছে একবার 3 টি লেবু হওয়ার পর 2 বছর ফুল আসছে না। কি করব?

  • @ujjaldas4285
    @ujjaldas4285 ปีที่แล้ว

    গাছের অবস্থা অত্যন্ত খারাপ, তাই যত তাড়াতাড়ি সম্ভব পরামর্শ একান্ত প্রয়োজন।

  • @donemon2506
    @donemon2506 ปีที่แล้ว

    দাদা আমি বাংলাদেশ থেকে বলছি এখন কি ক্যপসিক্যম এর গাছ লাগালে হবে,,বিজ আছে আমার কাছে

  • @abduljolilyusufi7551
    @abduljolilyusufi7551 ปีที่แล้ว

    এগুলো আমরা কই পাবো,জৈব সার দিলে হবেনি।

  • @monjumonju921
    @monjumonju921 ปีที่แล้ว

    আমার সমস্ত ফল ফুল গাছে কোনো উন্নত নেই, জানাবেন কি উপায়

  • @dhritisundarbandyopadhyay4232
    @dhritisundarbandyopadhyay4232 ปีที่แล้ว

    মুসুমবী লেবুর গাছ লাগাতে চাই, কোথায় ভালো চারা পাওয়া যাবে

  • @shorifulalam3837
    @shorifulalam3837 ปีที่แล้ว +10

    আমি আপনার কথামতো বাগান করার চেষটা করছি আপনাকে Thanks

  • @sonalisarkar4413
    @sonalisarkar4413 ปีที่แล้ว

    Dada apnara Bolen choto Tobe gach bhalo hoy kintu Amar gach 10 litarer baltite ache Amar kono gachei fol hocchena

  • @NajmunnaharNajmu
    @NajmunnaharNajmu 3 หลายเดือนก่อน

    দাদা লাল পটাশ সার টা দিলে হবে

  • @manikaray6397
    @manikaray6397 4 หลายเดือนก่อน

    আমার গাছে ফুল এসেছে , এখন কি এই খাবার দেওয়া যাবে?

  • @dinbandhudas9765
    @dinbandhudas9765 ปีที่แล้ว

    Bhub Bhalo Dada Kulgache Pata Kukde Jache R Pata Phuto Kore Diche Ki Bebohar Korbo Bolben

  • @bishalghoshb3412
    @bishalghoshb3412 ปีที่แล้ว

    Dada magnichium sulfect kothay pabo

  • @sanjibmajumdar8808
    @sanjibmajumdar8808 ปีที่แล้ว

    বড় বেশি ‌অপ্রাসঙ্গিক কথা হয়েছে ।

  • @parthasarathisarkar1309
    @parthasarathisarkar1309 4 หลายเดือนก่อน

    আমার ২বছরের পাতি লেবু গাছে ফুল ফল কিছুই আসে না। কি করা যায়

  • @ajantasoma
    @ajantasoma ปีที่แล้ว

    প্রথম বার আপনার গাছ সংক্রান্ত বক্তব্য শুনলাম। বেশ কার্যকরী বলে ই মনে হল।detailing র জন্য ধন্যবাদ।আমার অনেক গুলো লেবু গাছ আছে ,আপনার suggestion follow করা র চেষ্টা কোরবো।

  • @AtaurTeaching
    @AtaurTeaching ปีที่แล้ว

    ভিডিওটি দেখে খুব ভালো লাগলো। আমার লেবু বাগান আছে। আমি খুব উপকৃত হচ্ছি।

  • @rembusaha9445
    @rembusaha9445 4 หลายเดือนก่อน

    খুব ভালো কথাটা হয়ত বেশি কিন্তু পারিষকার ও যথাযথ

  • @GoutamThakur-ni5bc
    @GoutamThakur-ni5bc 4 หลายเดือนก่อน

    জামরুল গাছ এর পোকার পত্রিকার জানাবেন দয়া করে।

  • @samarendranathchoudhury2706
    @samarendranathchoudhury2706 ปีที่แล้ว

    দাদাভাই ধন্যবাদ আপনাকে নমস্কার OM NOM Shiva

  • @joydevbhattacharjee8472
    @joydevbhattacharjee8472 4 หลายเดือนก่อน +3

    আজ 23rd May, 2024 আপনার এই video টা দেখলাম। প্রায় 1 বছরের পুরনো video.. Loaded with very useful information.. খুবই উন্নতমানের পরিবেশনা। খুব কাজের video. অসংখ্য ধন্যবাদ ভাই ❤ আমার প্রায় 200 টি নানান জাতের Citrus এবং অন্যান্য ফলের বাগান আছে Deoghar Jharkhand এ। একবার বেড়াতে আসুন ভাই, ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন 🥰
    নমস্কার জানাই 🙏

    • @ranabijoydeb9097
      @ranabijoydeb9097 4 หลายเดือนก่อน

      Deoghar near Thakurbari thaken?

    • @joydevbhattacharjee8472
      @joydevbhattacharjee8472 3 หลายเดือนก่อน

      @@ranabijoydeb9097 হ্যাঁ দাদা, সৎসঙ্গ ঠাকুরবাড়ির কাছে থাকি। আপনি কি ঠাকুরের আশ্রমের দীক্ষিত?

  • @bableeroy9663
    @bableeroy9663 ปีที่แล้ว

    Ai khaber gulo ano gaachgulo ta deya jabe?aamar safeda gaache prochur phul aache kintu phal daray na

  • @sanjayroy4334
    @sanjayroy4334 ปีที่แล้ว

    একবার আপনার ঠিকানাটি দেবেন একটু আপনার বাগান টি ঘুরে দেখে আসবো।

  • @AbuTaher-qj8mj
    @AbuTaher-qj8mj ปีที่แล้ว

    আমার ছয় মাস গাছ লাগানো হয়েছে কোন ফল নেই এই খাবার দাওয়া যাবে কি