ফুলচাষীর গান_Phulchashi’r Gaan_Joler Gaan_ জলের গান_Noyon Joler Gaan_ নয়ন জলের গান

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 339

  • @riyadhasan916
    @riyadhasan916 5 หลายเดือนก่อน +13

    ৩হাজারের বেশি বাদ্যযন্ত্র ছিলো মানুষটার ঘরে, সব পুড়ে ছাই।
    সারা জীবনের পরিশ্রম একমুহূর্তের আগুনে শেষ।
    এক কাপড়ে বের হয়ে পড়া মানুষটা তারপরও চায়, তার দেশে শান্তি ফিরুক।
    অসীম শ্রদ্ধা আর কৃতজ্ঞতা দাদা। আমাদের ক্ষমা করে দিন, আমরা মানুষ হতে পারিনি..

  • @Theburntphoenix
    @Theburntphoenix 2 ปีที่แล้ว +4

    জলের গান অথচ বুকের পারদ বাড়িয়ে দেয়। মনখারাপ এনে দেয়। মন ভালোও করে দেয়। সেইজন্যই এত পছন্দের। জলের গান জলের মতই বইতে থাকুক। এপার বাংলা থেকে একরাশ ভালোবাসা।

  • @adityadasutsha6813
    @adityadasutsha6813 5 หลายเดือนก่อน +1

    প্রিয় রাহুল আনন্দ, আপনার এই কল্পনাতীত দুঃখের দিনে স্বান্তনা দেয়ার ভাষা আমার নাই।
    শুধু এটুকু জানবেন,জলের গান আর আপনাকে অনেক বেশি ভালবাসি।
    আপনি আবার শুরু করবেন জানি। আমার প্রার্থনা আপনার সাথে আছে।

  • @SayedMuntasirMamun
    @SayedMuntasirMamun ปีที่แล้ว +1

    ফুলচাষী হয়ে যাওয়ার এই গল্পের শেষে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে নিজের কাজে মন দেয়ার নামই নিষ্ঠুরতা! জলের গান ধন্যবাদ, কয়েক বছর ধরে দীর্ঘশ্বাসে সহযোগিতা করার জন্য।

  • @sankorday1795
    @sankorday1795 2 ปีที่แล้ว +4

    রাহুল দার পৈতৃক বাসস্থান কুলাউড়ার টিলাগাঁও থেকে,, ভালোবাসা অবিরাম প্রিয় ব্যান্ড -- জলের গান -- ♥♥

  • @Op.....430
    @Op.....430 3 ปีที่แล้ว +22

    সৃতি রেখে গেলাম..
    যারা সুনবেন এইক্টা লাইক দিবেন যাতে মনে পরে এই মাস্টারপিছের কথা❤️❤️

    • @mdNiloy341-m9w
      @mdNiloy341-m9w 5 หลายเดือนก่อน

      vai, sob ses kore dilo ... With fire

  • @zaformozaharulalamchowdhur2139
    @zaformozaharulalamchowdhur2139 3 ปีที่แล้ว +3

    যতই শুনি ইংরেজি গান
    কিন্তু ফিরে আসি এই ফুলচাষীর গানের কাছে!
    অফুরন্ত এক ভালোবাসা কাজ করে এই গানটার জন্য!

  • @sumanmajumdar4671
    @sumanmajumdar4671 5 หลายเดือนก่อน +1

    অদ্ভুত! অদ্ভুত!!
    এই মহৎপ্রাণ-কে প্রণাম ...

  • @mdshepon6687
    @mdshepon6687 5 ปีที่แล้ว +25

    আমার সবচাইতে প্রিয় গান এটা, প্রতিদিন একবার হলেও শুনি, এটা গান নয় যেন হৃদয় নিংড়ানো কিছু কথা

  • @anik0792
    @anik0792 5 ปีที่แล้ว +23

    আমার হৃদয়পুরের শুক পাখিটা অসুখ নিয়েও হাসে।❤
    আহারে! অদ্ভুত সুন্দর

  • @ehmilon01
    @ehmilon01 5 ปีที่แล้ว +14

    আহা!!😌
    মধ্যে রাতে চারদিকে নিশ্চুপ আর ইয়ারফোনে ফুলচাষীর গান- এক অসাধারণ কম্বিনেশন 😍

  • @meetadas2349
    @meetadas2349 5 ปีที่แล้ว +4

    Oh amar cheley Rahul, mon ta sotti meghey dana lagiye jetey chaichey abar tomar uthaney, khub bhalo laglo.
    Mas, from kolkata

  • @tarunghatak2679
    @tarunghatak2679 4 ปีที่แล้ว +12

    জলের গান যেমন করে জীবনের গান গায় তেমনভাবে বেঁচে থাক প্রাণের বাংলা ভাষা।

  • @rathindra2011
    @rathindra2011 4 หลายเดือนก่อน

    এক ভিন্ন স্বাদের গানের মধ্যে দিয়ে আপনার সংগে পরিচয় হলো। বড় আনন্দ পেলাম।

  • @kunaldutta242
    @kunaldutta242 3 ปีที่แล้ว +4

    আপনাদের গানের মধ্য দিয়েই একটা নাটক পরিবেশন হয় যা খুব প্রয়োজন আজকের দিনে। অনেক অনেক ভালোবাসা রইলো ....................

  • @himelsorker4533
    @himelsorker4533 2 ปีที่แล้ว +4

    মাজ রাতে খোলা আকাশের নিচে শুয়ে আকাশের দিকে তাকিয়ে একা একা কেউ গান টা শুনে দেখেছেন? এই গান টার আসল রুপ তখন ফুটে উঠে 😍

  • @chaitaliseal1443
    @chaitaliseal1443 4 ปีที่แล้ว +159

    উত্তর কলকাতার একটা তস্য গলির কোণ থেকে ভালোবাসা পাঠালাম।

    • @aruppramanik8646
      @aruppramanik8646 3 ปีที่แล้ว +2

      Nice

    • @evanjuwel5632
      @evanjuwel5632 3 ปีที่แล้ว +2

      আহা 🖤

    • @mdsifatullah2054
      @mdsifatullah2054 3 ปีที่แล้ว +2

      ধন্যবাদ

    • @writersshuvo2219
      @writersshuvo2219 3 ปีที่แล้ว +3

      Onk dhonnobad upnakay

    • @sumontechandmedia9257
      @sumontechandmedia9257 3 ปีที่แล้ว +1

      আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই বাংলার গানে মুগ্ধ হয়েছেন জেনে ভাল লাগলো

  • @mehadihasan629
    @mehadihasan629 3 ปีที่แล้ว +12

    সবথেকে প্রিয় গান ❣️
    সবথেকে প্রিয়তমা সে হোক
    যে এমন গান বারবার শুনতে আসে ❣️
    বোঝে আর খেলে 🙂

  • @habibulbasarchoton3290
    @habibulbasarchoton3290 2 ปีที่แล้ว +3

    মনে শুদ্ধ, সুন্দর এক অনুভূতির সৃষ্টি হয় আপনাদের গানে।🖤

  • @limonhossain8524
    @limonhossain8524 11 หลายเดือนก่อน

    ভালোবাসার আরেক নাম জলের গান -
    অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা পাইন্নার দল-
    এতো এতো বার শুনি তৃপ্তি পায়না গানটার -

  • @icebear6904
    @icebear6904 4 ปีที่แล้ว

    aha... abar arek bhalo gaaner dol ... dhonnobad eto sundor gaan bandhar jnno .. onk bhalobasa ebong pronam neben... from India :)

  • @mdaminul4943
    @mdaminul4943 2 ปีที่แล้ว

    আমি কোনো ভাষা খুজে পাচ্চি না বলার মতো,,, জলের গান বেঁচে থাকবে সারা জীবন

  • @arnabmardanya3971
    @arnabmardanya3971 3 ปีที่แล้ว

    আহা দুই বাংলার মাঝে যদি বেড়া না থাকত কি ভালটাই না হত পশ্চিম বাংলা থেকে ভালবাসা রইল♥♥♥

  • @নাফিসা
    @নাফিসা 3 ปีที่แล้ว +2

    অসাধারণ
    কথা সুর কন্ঠ
    কোন কথা হবে না।
    একদম মন ভরে গেল।

  • @rahulshaw.8889
    @rahulshaw.8889 ปีที่แล้ว +1

    প্রিয় তুমি আমার প্রেমিকা তুমি আমার স্বপ্ন ভেঙ্গে দেবা!!!
    ঠিক আছে নতুন স্বপ্ন গড়ে নেবো তুমি নীল টা ভেঙ্গেদেবা আমি সাদা টা গড়ে নেবো তুমি সাদা টা ভেঙ্গে দেবা আমি লালটা গড়ে নেবো 💛

  • @sajibsakhawat5190
    @sajibsakhawat5190 5 ปีที่แล้ว +7

    ধন্যবাদ জলের গান আমাদের সময়গুলোতে প্রাণ ফিরিয়ে দেয়ার জন্য ❤ নিরন্তর ভালোবাসা

  • @AlaminKhan-lu7pq
    @AlaminKhan-lu7pq 5 ปีที่แล้ว +57

    আমার হৃদয়পুরের শুক পাখিটা অসুখ নিয়েও হাসে,
    খাঁচায় বন্দী জেনেও পাখি- বাসতে ভালবাসে।
    তোমায় আকাশ দিলাম- বাতাস দিলাম-
    মেঘকে দিলাম ডানা...
    উড়ে বেড়াও যেথা খুশি কে করিলো মানা ?
    উড়ো উড়ো মেঘ পাখি- যাও যেথা খুশি,
    আমি তোমার জন্য পাঁজর জুড়ে- অচিন পাখি পুষি!

    • @ariyanashraf7607
      @ariyanashraf7607 5 ปีที่แล้ว +2

      অসাধারণ ভাই❤❤

  • @প্রীতিলতা-ন১ভ
    @প্রীতিলতা-ন১ভ 3 ปีที่แล้ว +1

    গানগুলো সরল ভাষায় লোহার শিকল ভেঙ্গে মনকে বুঝিয়ে দিয়ে যায়
    প্রকৃতির কাছে বারবার ফিরে আসি🖤

  • @alamanhomosapiens.17
    @alamanhomosapiens.17 5 ปีที่แล้ว +75

    জলের গান 🎶
    এ এক ভয়াবহ নেশার নাম।
    😍 😍 😍

    • @jolergaan
      @jolergaan  5 ปีที่แล้ว +6

      অনেক ভালবাসা ......

    • @romjanbapari8939
      @romjanbapari8939 5 ปีที่แล้ว

      জি ভাই❤❤❤

    • @ঐশীসুর-ত৫ঞ
      @ঐশীসুর-ত৫ঞ ปีที่แล้ว

      জলের গান হৃদয়-আসনে জায়গা করেছে।
      আলো হোক
      ভালো হোক আগামীর পথচলা...❤❤

  • @sanjoydey2801
    @sanjoydey2801 ปีที่แล้ว +1

    Khub sundor Big fan sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arbhowmik
    @arbhowmik 3 ปีที่แล้ว +50

    কোন একদিন এই গান ইতিহাস হবে।

  • @shuvobarua7766
    @shuvobarua7766 5 ปีที่แล้ว +10

    ২০১৭ সালে চট্টগ্রামের ডি.সি হিলে লাইভ শুনেছিলাম। তখন থেকে প্রিয় গানটা। এতদিন পরে গানটা অফিসিয়াল রিলিজ হওয়াতে ভাল লাগছে খুব। 😍😍

  • @tawfiquealam259
    @tawfiquealam259 3 ปีที่แล้ว

    Oshadharon.....kiii modhumoiiii lyrics......

  • @SBPBRB07
    @SBPBRB07 5 ปีที่แล้ว +9

    আহা গান 😍
    আহা আনন্দ দা 😘
    আহা জলের গান ❤

  • @bitastachanda2499
    @bitastachanda2499 4 หลายเดือนก่อน +1

    সত্যিই তো উনি আমাদের হাতে অসীম আস্থায় রঙিন বেলুন আর আলপিন দুটোই দিয়েছিলেন.....

  • @rayhansadik7807
    @rayhansadik7807 4 ปีที่แล้ว +4

    গানটা যে কতবার শুনছি এটার হিসাব দেওয়ার ক্ষমতা আমার নেই,শুধু এটা বলতে পারি এটা কোনোদিনই পুরানো হবার নয়, শতবছর পরেও এই প্রতিবাদি সুর ও কথা লোকে খুঁজবে। 🌸♥

  • @RIKUCHAKRABORTY
    @RIKUCHAKRABORTY 5 ปีที่แล้ว +3

    কোন কথা হবেনা...।। ঘোর এ আছি এখনো।
    জলের গান তুমি পাঁজরেতে পোষ অচিন পাখি কিংবা হও ফুল-চাষী ,
    তোমার গানের পাগল নেশায় তোমায় ভালোবাসি :)

  • @MahmudulHasan-oh6le
    @MahmudulHasan-oh6le 5 ปีที่แล้ว

    জলের গান না হয়ে প্রাণের গান হওয়া উচিৎ ছিল... আহা... কি সুন্দর... এ গান শুনতে শুনতে আমি মরতেও রাজি আছি...

  • @ashishdas2153
    @ashishdas2153 5 ปีที่แล้ว

    হৃদয়পুরে বন্ধু তোমার নিত্য যাওয়া আসা!
    আহা আহা!!

  • @Marley_the_rock
    @Marley_the_rock 2 ปีที่แล้ว +1

    প্রেমিকার কাছে না বলা কথা গুলো যেন এই গানটাকে বলে দিলাম। এটা শুনলে সব বিষাদ আমাকে ছেড়ে চলে যায়।

  • @rilaakter261
    @rilaakter261 3 ปีที่แล้ว +1

    Aija vai apnara ato sundor sundor gan koy pan. I Love all .

  • @Ali_Reza_Raju
    @Ali_Reza_Raju 2 ปีที่แล้ว

    আর অন্য হাতে সূচালো আলপিন......
    অসাধারণ ...

  • @prosonjitdas9170
    @prosonjitdas9170 7 วันที่ผ่านมา

    অসাধারণ ❤❤

  • @IfatAra.
    @IfatAra. 4 ปีที่แล้ว +10

    তোমার এক হাতে দিবো টুকটুকে লাল বেলুন-
    আর, অন্য হাতে সূঁচালো আলপিন।
    খেলো তুমি যেমন ইচ্ছে - তোমার খেয়াল খুশি,
    আমি আমার রাজ্যে তোমার জন্য-
    হাজার বেলুন পুষি!
    এসো, বসো আমার উঠানে...
    বুক ভরে নাও শ্বাস।
    শীতল পাটি বিছিয়ে দিবো-
    তালপাখার বাতাস।
    আমার হৃদয়পুরের শুক পাখিটা অসুখ নিয়েও হাসে,
    খাঁচায় বন্দী জেনেও পাখি- বাসতে ভালবাসে।
    তোমায় আকাশ দিলাম- বাতাস দিলাম-
    মেঘকে দিলাম ডানা...
    উড়ে বেড়াও যেথা খুশি কে করিলো মানা ?
    উড়ো উড়ো মেঘ পাখি- যাও যেথা খুশি,
    আমি তোমার জন্য পাঁজর জুড়ে- অচিন পাখি পুষি!
    আমার মনের বনে ফুটলো যে ফুল ভুল ডালে তার বাসা,
    হৃদয়পুরে বন্ধু তোমার- নিত্য যাওয়া আসা ।
    তোমায় বন দিলাম- মন দিলাম-
    ফুলকে দিলাম ডানা…
    প্রজাপতি হলে তারে- কে করিবে মানা?
    উড়ো উড়ো ফুলপতি- যাও যেথা খুশি
    আমি তোমার জন্য আবার না হয়- হবো ফুল চাষী!

  • @suryasekharray2306
    @suryasekharray2306 6 หลายเดือนก่อน

    Bangladesh keno ! Sara prithibi te 2 to joler gaan hobena ! Beshi manush joler gan bojhe na bujhteo chaina! To be jara chai joler gan tader jibone sob somoi theke jabe ❤ . Rahul anand er golai r o onek onek gan sonar opkkhai ! India theke

  • @blackworld4155
    @blackworld4155 5 ปีที่แล้ว +8

    Love from Chittagong.. 😍

  • @sojolsafin2269
    @sojolsafin2269 3 ปีที่แล้ว

    কোথায় যেন হারিয়ে গেলাম,,,,, হারনো পথিকের ১ বুক ভালবাসা রাহুল দা তোমার জন্য

  • @faysalhawladar5663
    @faysalhawladar5663 9 หลายเดือนก่อน

    বাংলাদেশ চন্দ্র দ্বীপ থেকে আপনাদের হাজারো ভালোবাসা ও শুভেচ্ছা রইল

  • @MdSagor-mz3yu
    @MdSagor-mz3yu ปีที่แล้ว

    স্মৃতির পাতায় থাক না এক টুকরো গল্প 😍🥰

  • @debasishdas5170
    @debasishdas5170 3 ปีที่แล้ว +2

    কোচবিহারে বসে মাঝে মাঝেই জলের গান শুনি। বেশ লাগে 👌👌

  • @mdshoaib1134
    @mdshoaib1134 3 ปีที่แล้ว

    এই গানটা ভাইরাল না হলে ই ভালো।
    আমাদের মত হাতে গোনা কিছু মানুষের মনে আজীবন সীমাবদ্ধ থাকুক এ গানটা

  • @jonybro900
    @jonybro900 5 ปีที่แล้ว +2

    সারাজীবন জলের গানের ভক্ত থেকে যাব😍😍😍
    love u always

  • @mohammadlukman8225
    @mohammadlukman8225 3 ปีที่แล้ว +1

    সারাদিনের ব্যাস্ততা শেষে যখন রাতে সময় পাই জলের গানগুলো শুনে মনের খাবার দেই ❤️

  • @SohanurRahman-fo2ep
    @SohanurRahman-fo2ep ปีที่แล้ว +1

    Volo lage apnar ai gaanta dada ❤.. (🤍🖤🤍)

  • @ttanvir_09
    @ttanvir_09 2 ปีที่แล้ว

    গানের প্রত্যেকটা লাইন সুন্দর, অসম্ভব ভালোবাসার বহিঃপ্রকাশ গানটায়।
    🥰🥰

  • @lovevlog6653
    @lovevlog6653 4 ปีที่แล้ว +2

    🙏 দাদা তোমাদের খাঁচার ভিতর থেকে অফুরন্ত লাল গোলাপ ভালোবাসা ❤❤❤

  • @md.rifathhossain09064
    @md.rifathhossain09064 3 ปีที่แล้ว +2

    ভালোবাসা যখন জলের রূপ ধারণ করে তখনই এই গানের সৃষ্টি হয়!❤️❤️

  • @SabrinAlArefin
    @SabrinAlArefin ปีที่แล้ว +1

    কি সুন্দর কথা গুলো🌺🌺🌺🌺🌺

  • @mdbappi3573
    @mdbappi3573 5 ปีที่แล้ว

    ভাবতেই অবাক লাগে যে এটা জলের গানের বান্ড রাহুল দা আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @abdullahal7002
    @abdullahal7002 5 ปีที่แล้ว

    কিছু বলার নেই,, সত্যি নতুন সব পুরাতন জীবনের গল্পের গান

  • @ullashtravel4115
    @ullashtravel4115 5 ปีที่แล้ว +4

    কি! অসাধারণ কম্পোজিশন 😍

  • @suvamdas8175
    @suvamdas8175 3 ปีที่แล้ว +1

    @জলের গান , আপনারা এত ভালো কেনো গান বলুনতো মশাই?? একটা তো মন , বারবার জিতে গেলে হবে?????????

  • @raiyanfahim2906
    @raiyanfahim2906 5 ปีที่แล้ว +10

    মাশরাফির জন্য জলের গানের উপহার ছিল গানটা ❤❤

  • @surjosaha2712
    @surjosaha2712 3 ปีที่แล้ว

    আমার এই দলের গান গুলো এত ভালো লাগে য়ে ভাষায় বলা যাবে না খুব খুব খুব ভালো লাগে এভাবে চালিয়ে য়ান😍🌹🎁🕶️

  • @shantanuchowdhury6845
    @shantanuchowdhury6845 5 ปีที่แล้ว +20

    হে গানের স্বরলিপিগণ আবারও আমন্ত্রণ তোমাদিগকে প্রিয় শাবিপ্রবি (SUST) ক্যাম্পাসের আঙ্গিনায়.. আবারও মুখরিত হবে জলের গানের ঢেউয়ে.. 😍

  • @reponsarkar4087
    @reponsarkar4087 5 ปีที่แล้ว

    WoW! মহীনের ঘোড়াগুলি স্বাদ আবার ফিরে পেলাম!!!!

  • @tawsifkabir2150
    @tawsifkabir2150 5 ปีที่แล้ว +1

    এই গানটি শুনলে মনের বিষন্নতা এর মাঝে অজান্তেই মনের কথাগুলো বলতে না বলা সেই মানুষটার প্রতি একটা অস্ফুট হাসি চলে আসে...
    চমৎকার দাদারা...একদিন খুব ইচ্ছা আপনাদের সাথে টিএসসি তে ভাপা পিঠা খাবো...😄

  • @shahmd.tohidurrahman9452
    @shahmd.tohidurrahman9452 3 ปีที่แล้ว

    ৭০ বার শুনেও আফসোস মিটে না। এইরকম একটা গান।

  • @whitebusinessman
    @whitebusinessman 5 ปีที่แล้ว

    খুব সুন্দর, একদম নেশা ধরে যায় এমন!

  • @gmpasha6582
    @gmpasha6582 5 ปีที่แล้ว

    Joler gan sunle kothai je hariye jai nijeke khuje paina.....love.. U.....joler gan

  • @inmintcondition4247
    @inmintcondition4247 5 ปีที่แล้ว

    হটাৎ করে কাল রাতে জলের গান youtube suggestions e এসেছিল, তার পর থেকে প্রত্যেকটি গান কম করে 10 বার শুনেছি । কলকাতা থেকে ভালোবাসা নেবেন ❤️❤️

  • @BabyDiariess
    @BabyDiariess 3 ปีที่แล้ว +3

    পাহাড়ের উপর দারিয়ে আকাশ কে যতটা কাছে মনে হয়, আকাশ ততোটা কাছে নয়, ঠিক তেমনি কোন মানুষকে যতটা আপন মনে হয়, আসলে সে কখনো ততোটা আপন নয়?

  • @জাগতিক-ট৫ন
    @জাগতিক-ট৫ন 4 ปีที่แล้ว +1

    অ্যালবামের প্রতিটি গানই ভাল্লাগছে।
    বন্ধু গানটা সেরা

  • @monikaferdousi1796
    @monikaferdousi1796 3 ปีที่แล้ว +1

    Ei gaan gula keno viral hoyna🥺❤️💙

  • @tungiparaking..gopalgonj7139
    @tungiparaking..gopalgonj7139 3 ปีที่แล้ว

    অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদের এতো সুন্দর গ্রামীন গান উপহার দেওয়ার জন্য 🖤🖤🖤❤️🌹

  • @tripod.bengali
    @tripod.bengali ปีที่แล้ว +1

    কাঁদিয়ে ছাড়লো।

  • @Tmkoc-t5d
    @Tmkoc-t5d ปีที่แล้ว +1

    আহহহহহহহ❤❤❤❤❤❤❤

  • @iqbalhasan3913
    @iqbalhasan3913 3 ปีที่แล้ว

    নিস্তব্ধ মনে আমি যত বার শুনি ততই পাওল হয়ে যায় ❤❤

  • @SourovMahmudJolbindu
    @SourovMahmudJolbindu 5 ปีที่แล้ว +6

    জলের গান না শুনলে আমার নেশা হয়না😇🤩

  • @hariroy6843
    @hariroy6843 3 ปีที่แล้ว

    এই গানে কথা ও সুরের কথা কী বলব ভাষা খুজে পাচ্ছি না!

  • @biswaruproy6072
    @biswaruproy6072 4 ปีที่แล้ว

    mon chhuye jaay joto baar i shuni...!!! 💙💙

  • @ratonhussain3654
    @ratonhussain3654 3 ปีที่แล้ว

    অসাধারণ গুরু ❤️❤️❤️

  • @mt.sujoybiswas
    @mt.sujoybiswas 3 ปีที่แล้ว

    আমার হৃদয়পুর এর সুখপাখিটা অসুখ নিয়েও হাসে,,,,,,
    খাঁচায় বন্দী জেনেও পাখি বাশকে ভালোবাসে,,,,,,,,,,,
    This is my febrt line♥️

  • @shasotidey4911
    @shasotidey4911 4 ปีที่แล้ว +1

    অসাধারণ দাদা ❤️

  • @sadikiqbal3026
    @sadikiqbal3026 ปีที่แล้ว +1

    প্রিয় ❤❤

  • @m.kamruzzaman5711
    @m.kamruzzaman5711 5 ปีที่แล้ว +4

    নির্দিষ্ট একটি চ্যানেলে গান গুলো পাবো ভেবে, বড্ড ভাল্লাগছে...😊😊

  • @akaisenpaitsubakihiganbana6706
    @akaisenpaitsubakihiganbana6706 ปีที่แล้ว +1

    bah

  • @Raziasultana-qs7wt
    @Raziasultana-qs7wt 4 ปีที่แล้ว

    ফুলচাষী পাগলের 'পাগলামি' দেখে ভালো লাগলো...

  • @sajalpanday7129
    @sajalpanday7129 5 หลายเดือนก่อน

    বুকভরা ভালোবাসা❤

  • @augostiuntuhinsarkar3026
    @augostiuntuhinsarkar3026 4 ปีที่แล้ว

    বাহ বাহ অসাধারণ গান।

  • @icebear6904
    @icebear6904 4 ปีที่แล้ว

    asa kori apnara ei epidemic sesh hole kolkata sofor e asben, tahole chakuus dorson er soubhaggo, ki janen , aage kono din concert e jaini, bhevechi pore jabo, aj mittupuri er mdhe bose mone hchhe , ami pakhi holeo amar ekta dana bhanga. opekhai roilam .. :)

  • @dhirajsarker906
    @dhirajsarker906 ปีที่แล้ว

    জলের গানের গান শুনে আনমনা হয়ে যাই।

  • @mhk7735
    @mhk7735 ปีที่แล้ว +1

    debi..amar O-JEO rajje

  • @amitghosh6365
    @amitghosh6365 3 ปีที่แล้ว

    গানটা শুনে এটাই মনে হলো "ভালোবাসার শহর থেকে ,
    ভালোবাসার মানুষের জন্য ভালোবাসা পাঠালাম" 🥀♥️

  • @jubaetullahjihad7417
    @jubaetullahjihad7417 2 ปีที่แล้ว

    হৃদয় হীম হয়ে গেলো❤️

  • @arijitbiswas2065
    @arijitbiswas2065 3 ปีที่แล้ว

    অসাধারণ, সাধু সাধু সাধু

  • @doer3017
    @doer3017 8 หลายเดือนก่อน

    congratulations, আপনি এই গান সার্চ দিয়ে শুনছেন,তার মানে আপনি বড় হয়ে গেছেন , ম্যাচিউর 😢

  • @ashrafzamil429
    @ashrafzamil429 ปีที่แล้ว +2

    where is location????
    please janaben kew

  • @RakibHasan-sh1fd
    @RakibHasan-sh1fd ปีที่แล้ว

    আমি আমার রাজ্যে তোমার জন্য হাজার বেলুন পুষি 👈👈

  • @amazingashiq3625
    @amazingashiq3625 5 ปีที่แล้ว +7

    খেলো তুমি যেমন ইচ্ছে - তোমার খেয়াল খুশি,
    আমি আমার রাজ্যে তোমার জন্য-
    হাজার বেলুন পুষি!❤❤❤