গাজীপুরের বিখ্যাত কালা ভুনার আদলে কালা ভুনা।

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • আসসালামু আলাইকুম,
    আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ব্লকে, অনেকদিন যাবত কোথাও বেড়াতে বা ঘুরতে যাওয়া হয়না, তাই হঠাৎ করে ভাবলাম কাছে কোথায় যাওয়া যায়? তখন বড় এক ভাই প্রস্তাব করলেন গাজীপুরের বিখ্যাত কালা ভুনা খাওয়ার জন্য আলামিন হোটেলে যাই। তার কথায় আমরা রাজি হয়ে গেলাম। যাওয়ার তারিখটা হল -১৭/০৮/২০২৫ রোজ শনিবার।
    লোকেশন: আমরা সবাই উত্তরা থেকে টঙ্গী স্টেশন রোড বাসে পৌছালাম। স্টেশন রোড থেকে ধীরাশ্রমের অটোতে করে 'মৈরান বাইপাস বিশ্বরোড গাজীপুর'পৌঁছালাম, সময় লেগেছিল ২৫ মিনিট। মাই ওয়ান ফ্যাক্টরির ঠিক পাশেই বাইপাসের পাশে "আলামিন হোটেল অবস্থিত"আমরা খুব অল্প সময়ই পৌছে গেলাম। অটো ভাড়া জনপ্রতি লেগেছিল ৩০ টাকা।
    খানাপিনা: এখানে সকল রান্নাবান্না লাকরির চুলাতেই হয়।
    প্যাকেজের মূল্য: পর্যাপ্ত পরিমাণ কালা ভুনা, আনলিমিটেড ভাত, ডাল, পর্যাপ্ত পরিমাণ সালাত , ভাজি ভর্তা এবং সুস্বাদু দই সবগুলো একসাথে জনপ্রতি ৩০০ টাকা।
    মন্তব্য: অরিজিনাল কালা ভুনার সাথে আলামিন হোটেলের কালা ভুনার অনেকটাই গুণগত পার্থক্য রয়েছে। আমার কাছে মোটামুটি ভালই লেগেছে তবে অতটা না।
    #gazipur
    #Uttara
    #Dhaka
    #Bangladesh
    #India
    #Kala bhuna
    #chattagram

ความคิดเห็น •