দ্বিতীয়বার আগরতলা ভ্রমন।(০৬-০৩-২০২৪) Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2024
  • আসসালামু আলাইকুম,
    দ্বিতীয়বার আগরতলা ভ্রমন।(০৬-০৩-২০২৪)
    এবারের ভ্রমণ ছিল খুব অল্প সময় মাত্র দুই দিনের।
    এর আগের বার নীরমহল জমিদার বাড়ি যেতে পারিনি
    তাই এবারের উদ্দেশ্যই ছিল নীরমহল জমিদার বাড়ি ঘুরে দেখা।
    যাত্রা শুরু বিমানবন্দর রেলস্টেশন থেকে মহানগর প্রভাতী দিয়ে আখাউড়া পর্যন্ত যাওয়া। তারপর অটোতে করে আখাউড়া স্থলবন্দরে যাওয়া । নতুন সার্ভিস ওরা চালু করেছে গাড়িতে করে জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া জনপ্রতি ভাড়া ১০০ টাকা। এর মধ্যে ট্রাভেল ট্যাক্স এবং চেকপোস্ট চেকিং ওরাই করে দিবে। ট্রাভেল ট্যাক্সের জন্য জনপ্রতি ১০০০ টাকা করে দিতে হবে।ওপারেও একই রকম ব্যবস্থা আছে।
    দুই দেশের ইমিগ্রেশন কমপ্লিট করে সিএনজিতে করে সেন্ট্রাল রোডে গিয়ে নামলাম ভাড়া নিল চারজনের ১৫০ রুপি।
    এবার আমরা সেন্টাল রোডের রুপার তৈরি হোটেলে উঠলাম।
    ভাড়া নিল পার ডে ১০০০ রুপি করে। কিন্তু হোটেল ভাড়া ছিল ১২০০ রুপি আমরা ২০০ রুপি কম দিয়েছিলাম।
    দুপুরের খাবারটা আমরা হজ ভাবনে সেরে ফেললাম।
    ঐ দিন বিকেল বেলা আমরা উজ্জয়ন্ত প্যালেস জমিদার বাড়ি এবং আশেপাশের মার্কেটে ঘুরাঘুরি করলাম।
    পরের দিন সকালে বাতাসা পট্টি থেকে কিছু কেনাকাটা করে নীরমহলে দিকে যাত্রা শুরু করলাম।।
    নীর মহল যেতে হলে প্রথমে নাগের জলা বাস স্ট্যান্ড থেকে বাস অথবা জিব গাড়িতে করে মেলাঘর বাস স্ট্যান্ড যেতে হবে। ভাড়া পড়বে বাসে ৫০ রুপী, জিপ গাড়িতে ৬০ রুপি।
    মেলাঘর স্টেশনে নেমে বিসমিল্লাহ হোটেলে আমরা দুপুরে খাবারটা সেরে নিলাম।
    মেলাঘর থেকে খুব অল্প সময় পায়ে হেঁটে অথবা অটোতে ১০ রুটি জনপ্রতি ভাড়া নিবে রাজঘাট । রাজঘাট থেকে ইঞ্জিননৌকা ভাড়া নেবে জনপ্রতি আপডাউন ৫০ রুপি। নীর মহলে ঢোকার এন্ট্রি ফি জনপ্রতি ৩০ রুপি।নীর মহল ঘোরাঘুরি করতে করতে বিকেল হয়ে গেল এবার ফেরার পালা।মেলাঘর স্টেশন থেকে জিপ গাড়িতে নাগের জলা বাস স্ট্যান্ডে আসলাম। বাসস্ট্যান্ডে থেকে অটোতে করে আমাদের হোটেল রুপার তৈরিতে পৌঁছালাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতে আগরতলা শহরে ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে হোটেলে পৌঁছালাম। পরের দিন শুক্রবার জুম্মার নামাজ আদায় করে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। দুই দেশের ইমিগ্রেশন এবং কাস্টম কমপ্লিট করে আমরা সন্ধ্যার সময় আখাউড়া রেলস্টেশনে পৌঁছালাম। আমাদের ট্রেন সন্ধ্যা ছয়টায় ছিল কিন্তু ২ ঘন্টা বিলম্ব করে স্টেশনে আসে। আমরা রাত ৮ টায় ট্রেনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে রাত এগারোটার দিকে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছায়।
    #আগরতলা ট্যুর
    #নীড় মহল জমিদার বাড়ি
    #রুদ্র সাগর
    #ভ্রমণ
    #উজ্জয়ন্ত প্যালেস

ความคิดเห็น •