শিবলিঙ্গে নিরন্তর জলাভিষেক করা হয় কেন | What is the Science Behind it

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 พ.ย. 2018
  • "Shiva Lingam is a very powerful Nuclear Reactor, Which consumes more radio active energy, According to scientists".
    কিন্তু শিবলিঙ্গে নিরন্তর জলাভিষেক করা হয় কেন? এর পিছনে আধ্যাত্মিক কারণও আছে আবার বৈজ্ঞানিক কারণও আছে। আপনি যদি Bhabha Atomic Research সেন্টারের Nuclear reactor বা পারমাণবিক চুল্লির রচনাটি ভালো করে দেখেন,তো জানতে পারবেন এই Nuclear reactor এর আকার ও শিবলিঙ্গের আকার প্রায় একই রকম। এই Nuclear reactorটির গঠন ও শিবলিঙ্গের গঠন প্রায় একই রকম হওয়াটা কোনো সংযোগ বা কাকতালীয় নয়।
    ভারত সরকারের নিউক্লিয়ার রেয়াক্টরগুলি ছাড়াও সবকটি জোতির্ময় শিবলিঙ্গের স্থানে সব থেকে বেশি রেডিয়েশন পাওয়া যায়। এর অর্থ হলো
    শিবলিঙ্গের সাথে এনার্জির সম্পর্ক আছে অর্থাৎ শিবলিঙ্গ গুলিও একটি নিউক্লিয়ার রিয়েক্টর মতোই রেডিও একটিভ এনার্জিতে পরিপূর্ণ থাকে।
    আর এই কারণেই মহাকালের এই প্রলয়কারী উর্যাকে শান্ত রাখার জন্যই আদিকাল থেকেই শিবলিঙ্গে নিরন্তর জলাভিষেক করা হয়।
    এর পিছনে লুকিয়ে থাকা আধ্যাত্মিক কারণটি জানা যাক। Accroding to Purana and Vedas, Shiva is the Supreme being who creates, protects and transforms the universe. In the tradition of Hinduism called Shaktism, the Goddess, or Devi, is described as supreme,yet Shiva is revered along with Vishnu and Brahma. বিষ্ণুপুরান অনুযায়ী যখন দেবতা ও রাক্ষসরা মিলে সমুদ্র মন্থন করেছিলেন, তখন সেই মন্থনের থেকে হলাহল নামের একটি বিষের উৎপত্তি হয়, যা সাধারণ মানুষের জন্য ক্ষতিকারণ হতে পারতো,কারুর মধ্যে এত শক্তি ছিলো না যে বিষের প্রবাহকে আটকাতে পারে বা বিষটাকে নষ্ট করতে পারে। তখন ভগবান শিব নিজে থেকে এগিয়ে আসে সম্পূর্ণ বিষ পান করে নেন।
    বিষের প্রভাবে শিবজির মস্তক গরম হয়ে যায়, তখন সমস্ত দেবতারা মিলে শিবজির মাথায় জলাভিষেক করেন,এইভাবে শিবজির মস্তকের গরমভাব দূর হয়ে যায় কিন্তু উনার কণ্ঠে তখনও বিষের প্রভাবে তীব্র জলন বাকি ছিল, তো দেবতারা তখন মহাদেবকে বেলপত্র খাওয়ান, কেননা বেলপত্র বিষের প্রভাবকে কম করে দেয়। এই জন্যই শিবলিঙ্গে জলাভিষেক করা হয়ে থাকে ও বেলপত্র অর্পন করা হয়ে থাকে।
    🔥সম্পূর্ণ তথ্যটি জানতে অব্যশই ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
    #Shivalinga
    #Nuclearenergy
    #lordshiva
    • Please Like and Share : • শিবলিঙ্গে নিরন্তর জলাভ...
    • Please Subscribe Our Channel for Free: goo.gl/UF4oiE
    • Music - Echoes of Time by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    • Source: incompetech.com/music/royalty...
    • Artist: incompetech.com/
    Thanking You guys for Watching !!
    #পৌরানিক তথ্য(Myth Factz) ©

ความคิดเห็น •