আমি অনেকবার কাশ্মীর ভ্রমণ করেছি কিন্তু সাধারণ গ্রামের মানুষের সঙ্গে কথা বলার সাহস হয় নি , ভারতের অন্য অংশের লোকেরা কথা বলতে গেলে হয়তো স্বাভাবিক ভাবে নেবে না , এই ভয় ছিলো । যদি অগ্রেসিভ মুড নেয় ! তবে আপনার ভ্রমণ দেখলাম আম জনতা ভালই ।
Kashmir jiban jatra eto ta sohoj noi, bises kore gramer dike, ami nije Kashmire achhi, tai ami jani...dui din por por gramer side gulo te terrorist r senabahinir songhorshe koto sadharon manuser mrityu hochhe...seta ekhane thakle jante parbe
জানি না কতটা গুছিয়ে বলতে পারবো তাও বলছি আপনি কাশ্মীর না যেখানেই যান না কেনো সেখানে উচ্চ থেকে নিম্ন মানের মানুষের সঙ্গে এক ব্যবহার করেন । এটা আমার intersting লাগে ,আর আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আমাদের কাশ্মীরের প্রাকৃতিক সন্দর্য্ এত সুন্দর করে সবার সামনে তুলে ধরেছেন ,ভগবানের কাছে প্রার্থনা করি যে জীবনে আরো এগিয়ে চলেন । 🇮🇳
সুন্দর ব্লগ কাশ্মীরীদের জীবন-যাপন ফুটিয়ে তোলা হয়েছে। বিরূপ প্রকৃতি আর বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে কাশ্মীরী জনগণ তাদের জীবন অতিবাহিত করে। মোঃ ফিজ আংকেল একান্ত নিজের ভাষায় বর্ননা অনেক অনেক আনন্দদায়ক।
কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম ♥️ সত্যি বলতে ভিডিওটি অনেক ভালো হয়েছে♥️ কেন জানি মনে হয় শুধুমাত্র তুমি কাশ্মীরের ব্লগের জন্য পারফেক্ট 😊😊😊 এগিয়ে যাও ভাই ইনশাআল্লাহ ভালো কিছু হবে ♥️♥️
আপনার হিন্দি কোন রকম, বাংলা বলার স্টাইলও তত ভালো না, কিন্তু আপনার ঘোরার মন দেখে আমি মুগ্ধ ৷ কাশ্মীরে গিয়ে কোন ব্লগার যা কোনদিন দেখাবে না, আপনি তাই দেখিয়ে দিলেন ৷ মানুষ কে আপন করার দারুণ ক্ষমতা আপনার ৷
মন ছুয়ে যাওয়ার মতো একটি ভিডিও,, নেই কোনে মিউজিক নেই একটু পর পর ড্রন শুট,,,, এটাই ভালো মনে হলো একেবারে সত্যিটাই নিজ চোখে দেখলাম, ❤️❤️এভাবেই ভিডিও গুলা করবেন আশা করবো,সাবস্ক্রাইব এবং লাইক করে দিলাম 😍
খুবই সুন্দর একটি পোস্ট। ভালো লাগলো কাশ্মীরের সাধারণ মানুষের জীবন যাপন দেখে।কতইনা প্রতিকুল পরিবেশে এদের জীবন যাপন! প্রাকৃতিক সৌন্দর্যে কাশ্মীর ভূস্বর্গ এটা ঠিকই তবে শস্য শ্যামলা, নদী ,নালা ভরা সবুজ এই বাংলাই আমার কাছে সবচেয়ে সেরা । কাশ্মীরের সাধারণ মানুষের দৈনন্দিন জনজীবন দেখার সুযোগ করে দিয়ার জন্য আপনাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন।
🥰ভিষণ ভালো লাগে যখন ফিজ ভাই তোমার মিষ্টি ভ্লগ ঘুম থেকে উঠেই দেখি😍অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো বাংলাদেশ ও ভারত বর্ষের প্রতিটা মানুষের প্রতি❣️🇪🇬🇮🇳🇧🇩❤️
তোমার ভিডিওতে কাশ্মীরের দারুন একটি গ্ৰাম্য জীবন দেখালে। তোমার সাহস, ধৈর্য্য এবং সুন্দরের প্রতি আকর্ষণকে সাধুবাদ জানাই। ভালো থেকো এবং আরও ভিডিও উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি।
খুব সহজ সরলভাবে মানুষের সাথে এত সুন্দর করে কেউ মিশতে পারে তা আপনাকে না দেখলে বুঝতাম না৷ অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে৷ আর এই জিনিসটা আল্লাহ এবং রাসূল (সাঃ) পছন্দ করেন৷ আলাহর এত সুন্দর সুন্দর যায়গা দেখার সৌভাগ্য হয়েছে আপনার সো আল্লাহর শুকরিয়া আদায় করবেন বেশি বেশি৷ আর ঘুরাফেরা পাশাপাশি আল্লাহকে স্মরণ করবেন৷ তাহলে আপনার ঘুরাফেরাটাও ইবাদাতে গন্য হবে৷ মনে রাখবেন জান্নাত এর চেয়েও সুন্দর৷ যা আমাদের কল্পনার বাইরে৷
ভাইয়ের কাছে অনুরোধ আপনি পাক অধিকৃত কাশ্মীরের ওপরও একটি ভিডিও করুন। তাহলে বুঝবো আপনার ক্ষমতা। আর আমাদেরও সুবিধা হবে দুই কাশ্মীরের মানুষের মধ্যে কারা ভালো আছে।
এই গ্রামটি পাহারের উপরে চমৎকার একটি গ্রাম খুবই সুন্দর ছিল 🥰🥰
30k থেকে এই পর্যন্ত
Fizz ভাইয়ের একটা ভিডিও মিস দি নাই
তোমার সব video দেখি , তোমার সাথে দেখাকরার খুব ইচ্ছা
💜সত্যিই অসাধারণ মন জুড়িয়ে গেলো🥰
@@osmanvau ভালোবাসা অবিরাম💜
@@skmoaazahmed2400 ইনশাআল্লাহ একদিন দেখা হয়ে যাবে😊
আপনার ৩-৪টা ভিডিও দেখা হইছে যা থেকে বুঝলাম আপনি খুব সহজেই যেকোনো জায়গায় যে কারো সাথে মিশে যেতে পারেন।আপনার মনটা হয়তো অনেক ভালো।
আল্লাহর অপরুপ যে এত সুন্দর হয় মাশাল্লাহ
আমার মনে হয় কাশ্মিরে পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষগুলোর বসবাস,,কাশ্মিরের মানুষ খুবই সুন্দর হয়।
সঠিক বলেছেন❤
Wrong..Egypt,Morocco,Japan
আমি অনেকবার কাশ্মীর ভ্রমণ করেছি কিন্তু সাধারণ গ্রামের মানুষের সঙ্গে কথা বলার সাহস হয় নি , ভারতের অন্য অংশের লোকেরা কথা বলতে গেলে হয়তো স্বাভাবিক ভাবে নেবে না , এই ভয় ছিলো । যদি অগ্রেসিভ মুড নেয় ! তবে আপনার ভ্রমণ দেখলাম আম জনতা ভালই ।
Kashmir jiban jatra eto ta sohoj noi, bises kore gramer dike, ami nije Kashmire achhi, tai ami jani...dui din por por gramer side gulo te terrorist r senabahinir songhorshe koto sadharon manuser mrityu hochhe...seta ekhane thakle jante parbe
ভাইয়ের সাহস,শক্তি, একাগ্রতা দেখে আমি সত্যিই মুগ্ধ। ❤️
Onekkk sundor jaiga osadaron, mashallah 🥰
জানি না কতটা গুছিয়ে বলতে পারবো তাও বলছি আপনি কাশ্মীর না যেখানেই যান না কেনো সেখানে উচ্চ থেকে নিম্ন মানের মানুষের সঙ্গে এক ব্যবহার করেন । এটা আমার intersting লাগে ,আর আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনি আমাদের কাশ্মীরের প্রাকৃতিক সন্দর্য্ এত সুন্দর করে সবার সামনে তুলে ধরেছেন ,ভগবানের কাছে প্রার্থনা করি যে জীবনে আরো এগিয়ে চলেন । 🇮🇳
Nice
❤❤❤❤🇧🇩
পাগল ভাই আমাদের, ভিডিও টা অনেক সুন্দর হয়েছে দোয়া করি তুমি সারাজীবন ভালো থেকো আমিন এভাবেই এগিয়ে যাও
আল্লাহু আকবর। কতো সুন্দর।
যা দেখালেন কখনো ভুলবো না। এ জায়গা কেউ দেখায়নি,,,, thanx and thanx
এটা শুনে ভাল লাগল যে কাশ্মীরেও আসামের চাহ এত জনপ্রিয়তা❤️❤️
আমি আসাম থেকে🥀✨
অনেক অনেক ধন্যবাদ❤
Me from Assam
সুন্দর ব্লগ কাশ্মীরীদের জীবন-যাপন ফুটিয়ে তোলা হয়েছে। বিরূপ প্রকৃতি আর বৈচিত্র্যময় আবহাওয়ার মধ্যে কাশ্মীরী জনগণ তাদের জীবন অতিবাহিত করে। মোঃ ফিজ আংকেল একান্ত নিজের ভাষায় বর্ননা অনেক অনেক আনন্দদায়ক।
অসাধারণ তাদের জীবনযাপন অসাধারণ সবকিছু,
সত্যি অসাধারণ কাশ্মীর অসাধারণ সেখানকার মানুষ গুলো!!
বই পড়লে জ্ঞান বাড়ে,
ভ্রমণ মানুষের মানসিক স্বাস্থ্য ভালো রাখে,
ভ্রমণ করলে জ্ঞান বাড়ে।
সঠিক উত্তর🥰
Akmot apnar sathe
কতো কিছু জানতাম না। পাথর দিয়ে ওরা ব্যারিকেড বানায় আর সিঁড়িগুলো! সত্যিই খুব কঠিন জীবনযাপন ওদের...বাচ্চা ভাইটা খুব মিষ্টি... ❤️
আমি একজন ভারতীয় হয়েও আপনার মত মিশতে পারবোনা। সত্যি মামা তুমি অসাধারণ। 💞💞💞💞
বাঙ্গালিরা অসাধারন মিশুক!
আমি বাংলা দেশি আমি ভারতকে কুব বালাবাসি
এগুলো গ্রাম ও কৃষি সবকিছুই আরব দেশের গ্রামের মত,, এই ভিডিও দেখে আমার সৌদি আরবের কথা মনে পড়ে গেলো
খুব সুন্দর একটি গ্রাম , দেখে খুব ভালো লাগলো।
সেম টু ইউ😊
ভাই,আপনার এই সমস্ত ব্লগগুলো দেখে কাশ্মীরের প্রতি ভালোবাসা আর ও বেড়ে গেছে,ইনশাআল্লাহ দেশে গেলে যাব একবারের জন্যও,❤️❤️❤️❤️🇧🇩🇸🇦
কিছুক্ষণের জন্য হারিয়ে গেলাম ♥️ সত্যি বলতে ভিডিওটি অনেক ভালো হয়েছে♥️ কেন জানি মনে হয় শুধুমাত্র তুমি কাশ্মীরের ব্লগের জন্য পারফেক্ট 😊😊😊 এগিয়ে যাও ভাই ইনশাআল্লাহ ভালো কিছু হবে ♥️♥️
বহুৎ উপভোগ করেছি এই ভ্রমণ ভিডিও যা এর আগে কখনো হয়নি ।
মোঃ ফিজ ভাই আপনার জন্য শুভ কামনা।
কাশ্মীরের পাহাড়ী মানুষ গুলো খুব ভালো।দেেখানোর জন্য তোমাকে ধন্যবাদ
সত্যি ভাই মনটা ভরে গেল, এরকম সুন্দর ভিডিও আর কখনো দেখিনি,, আমি আপনার ভিডিও দেখতে দেখতে হারিয়ে গেছি সপ্নের দেশে,,আমি বাংলাদেশ থেকে দেখছি, 🇧🇩🇧🇩
চমৎকার গ্রামটির দৃশ্য
আপনার হিন্দি কোন রকম, বাংলা বলার স্টাইলও তত ভালো না, কিন্তু আপনার ঘোরার মন দেখে আমি মুগ্ধ ৷ কাশ্মীরে গিয়ে কোন ব্লগার যা কোনদিন দেখাবে না, আপনি তাই দেখিয়ে দিলেন ৷
মানুষ কে আপন করার দারুণ ক্ষমতা আপনার ৷
খুব ভালো লাগল, সাধারণ মানুষ আছে তার জন্য উপযোগী।
মন ছুয়ে যাওয়ার মতো একটি ভিডিও,, নেই কোনে মিউজিক নেই একটু পর পর ড্রন শুট,,,, এটাই ভালো মনে হলো একেবারে সত্যিটাই নিজ চোখে দেখলাম, ❤️❤️এভাবেই ভিডিও গুলা করবেন আশা করবো,সাবস্ক্রাইব এবং লাইক করে দিলাম 😍
শুভ দিপাবলি ফিজ ভাই ! তুমি খুব সুন্দরভাবে সবার মধ্যে মিশে যেতে পার , সবার এই গুন থাকেনা !
May God Bless you .
You're right✅❤️
ইয়া হার কাদাম কাদাম পে ধাএি বাদলে রাং, ইহা হার বলি পে সাত রাঙ্গ।।।। LOVE FROM WB INDIA.....
Take Love🥰❣️
অসাধারণ অসাধারণ খুব সুন্দর।দারুন লাগলো ভাইজান।❤️❤️❤️❤️❤️❤️
খুবই সুন্দর একটি পোস্ট। ভালো লাগলো কাশ্মীরের সাধারণ মানুষের জীবন যাপন দেখে।কতইনা প্রতিকুল পরিবেশে এদের জীবন যাপন! প্রাকৃতিক সৌন্দর্যে কাশ্মীর ভূস্বর্গ এটা ঠিকই তবে শস্য শ্যামলা, নদী ,নালা ভরা সবুজ এই বাংলাই আমার কাছে সবচেয়ে সেরা । কাশ্মীরের সাধারণ মানুষের দৈনন্দিন জনজীবন দেখার সুযোগ করে দিয়ার জন্য আপনাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থাকবেন।
ভাই আপনাকে অনেক ভালো লেগেছে মানুষ হিসেবে অনেক ভালো মানুষ আপনে আর কাশ্মীরতো আল্লাহর সুন্দর সৃষ্টি
ভাই আপনি খুব ইন্টেলিজেন্ট
আপনার সব ভিডিও দেখা হয় আপনার জন্য দোয়া রইল সবসময় 🥰
👍👁️খুব সুন্দর গ্রাম তোমার পরিশ্রামকে সালাম
❤❤
মানুষের জীবন টা কতোই না বিচিত্র। হে আল্লাহ্ তুমি মহান। তুমি কত সুন্দর। বাংলাদেশ থেকে দেখছি।
আসলে ভ্রমণ না করলে আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর তা জানা যায় না
কার সৃষ্টি 😂😂😂😁😁😁
@@RajDas-sh9re আল্লাহর সৃষ্টি ভাই
ভাই ভীষণ ভালো লেগেছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কাশ্মীরের গ্রাম দেখানোর জন্য এত সুন্দর দৃশ্য থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ🥰🥰
অসাধারণ, খুব ভালো লাগলো। এভাবেই মিশতে থাকো দেশ বিদেশের মানুষের সাথে, তুলে ধরো বাংলাদেশকে। ভালো থাকো, নিরাপদ থাকো।
🥰ভিষণ ভালো লাগে যখন ফিজ ভাই তোমার মিষ্টি ভ্লগ ঘুম থেকে উঠেই দেখি😍অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো বাংলাদেশ ও ভারত বর্ষের প্রতিটা মানুষের প্রতি❣️🇪🇬🇮🇳🇧🇩❤️
Love from Assam ❤️
Love from Burdwan
@@notungyanassamese5200 ❤️❤️
@@malaykumarsarkar9165 ❤️❤️
প্রিয় আজকের পৃথিবীটা অন্যরকম সুন্দর করে সেজেছে☺️🖤🌹
তোমার ভিডিওতে কাশ্মীরের দারুন একটি গ্ৰাম্য জীবন দেখালে। তোমার সাহস, ধৈর্য্য এবং সুন্দরের প্রতি আকর্ষণকে সাধুবাদ জানাই। ভালো থেকো এবং আরও ভিডিও উপহার দেওয়ার জন্য অনুরোধ করছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার জন্যই কাশ্মীরকে এত সুন্দর ভাবে দেখতে পারি
খুব সুন্দর অপরূপ দৃশ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে খুব সুন্দর
মাশাল্লাহ জাজাকাল্লাহ খাইরান খুব ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া
মাসআল্লাহ ভালো লাগলো। ভালোবাসা নিও মামা।
Take Love🥰❣️
৫-৬ বার ইন্ডিয়া যাওয়ার পরও এতো সুন্দর এক্সপ্লোরিং দেখিনি আগে
ভারত পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর
গোটা ভারত ঘুরলে সারা পৃথিবীতে ঘোরা
হয়ে যায়।🇮🇳🇮🇳🇮🇳 I love India 🇮🇳🇮🇳🇮🇳
ধন্যবাদ
তমার ভিডিওর জন্য অপেক্ষায় ছিলাম
রাজ প্রসাদ থেকেও সুন্দর লেগেছে কাশ্মীরের গ্রামের জীবন
যা ভেবেছিলাম তার চেয়েও সুন্দর,,,।।
খুবই চমৎকার একটা ভ্লগ! আপনাকে অনেক ধন্যবাদ। এতো সুন্দর একটা ভ্লগ উপহার দেয়ার জন্য!
You are the best..... for making the video for enjoyment to all..... thanks 👍🌹
ভাই সত্যি আপনাকে ধন্যবাদ দেওয়ার আয়োজন
অনেক সুন্দর ভিডিও আপলোড দিলেন
দেখার খুব ইচ্ছে ছিল আজ দেখে নিলাম
অনেক ভালো লাগছে-ধন্যবাদ আপনাকে🇧🇩🇲🇾
মাশাআল্লাহ কাশ্মীর গেরাম অনেক অনেক শুনদর লাগলো দেখতে ধন্যবাদ দোবাই থেকে।
ভালোবাসা নিয়েন ফিজ ভাই।এভাবেই মানুষের সাথে মিশতে থাকেন।
You are a good person bro🖤
ধন্যবাদ
দেখে মুগ্ধ হলাম।আলহামদুলিল্লাহ।
খুব সহজ সরলভাবে মানুষের সাথে এত সুন্দর করে কেউ মিশতে পারে তা আপনাকে না দেখলে বুঝতাম না৷ অনেক কিছু শেখার আছে আপনার কাছ থেকে৷ আর এই জিনিসটা আল্লাহ এবং রাসূল (সাঃ) পছন্দ করেন৷ আলাহর এত সুন্দর সুন্দর যায়গা দেখার সৌভাগ্য হয়েছে আপনার সো আল্লাহর শুকরিয়া আদায় করবেন বেশি বেশি৷ আর ঘুরাফেরা পাশাপাশি আল্লাহকে স্মরণ করবেন৷ তাহলে আপনার ঘুরাফেরাটাও ইবাদাতে গন্য হবে৷
মনে রাখবেন জান্নাত এর চেয়েও সুন্দর৷ যা আমাদের কল্পনার বাইরে৷
এই পব'টা বেশি ভালো লাগলো। রাজশাহী থেকে দেখছি,আগে দেখা হলে ভালো হতো,২০০৩থেকে ২০১৯পয'ন্ত ব্যাঙলোরে ছিলাম।বধ'মানে শশুর বাড়ি 🌿
বর্ধমানের কোন জায়গায় আপনার শ্বশুড়বাড়ি আমি বর্ধমান থেকে বলছি 👍👍
ব্যাঙালোরে কি করতেন?
বাহ্ বেশ চমৎকার❤
@@dipakdebnath2285 ক্যান্সার চিকিৎসা জন্য
@@ironsteelwork সুমদ্র গড় গোয়াল পাড়ার,👍👍
Mashaallah Alhamdulillah onek onek ovinondon apnar jonno ar kahsmirer manosh der jonno onek vallo laglo.bay
ফিজ,, ভাই তুমি আমার মন উতলা করে দিলা,,,। আর মন মানছে না এই বদ্ধ ঘরে থাকতে।
ধন্যবাদ
প্রকৃতি মতই অনেক সুন্দর!
ইনশাআল্লাহ একদিন আমি আপনার মত সফল youtubar হবো 🥰
ইনশাআল্লাহ❣️
Balshallah 🤲🐖
Amin🤲
ভাইজান আপনার ভিডিও গুলো অসাধারণ আমার খুবি ভালো লাগে, এবং আমি সবসময় দেখি আপনার ভিডিও
ভাই তোমার ভিডিও এত ভালো লাগে কি বলবো♥️♥️♥️♥️
আগের বার কাশ্মীর ভ্রমণে ভিডিওতে যে মিউজিকটি ছিল,সেটা খুব ভাল লাগতো।
খুব সুন্দর গ্রাম থাকতে যদি পারতাম মনে কতই না আনন্দ লাগতো ভাইয়া আপনি নিজের চোখে দেখছেন আপনার খুব ভালো লাগছে
FANTASTIC FANTASTIC FANTASTIC ... INFORMATIVE. ON CULTURE AGRICULTURE PEOPLE NATURE SHOPS etc. liked it very much. CHANDRANY will miss it very much.
ভাই Fizz তোমার কাজ দেখে খুব ভাল লাগে। অবাক লাগে তোমার পরিশ্রম দেখে।
Khub bhalo laglo video dada , khub sundor 👍❤️❤️❤️❤️❤️
You're right❤
একদম অন্যরকম ব্লগ ।
খুব ভালো লাগলো দেখতে ।
অসাধারণ আপনার বিডিও গুলা অনেক ভালো লাগে
Masaallah. Khub e chomotker laglo. Dhonnobad.
ফিজ ভাই আপনার ভিডিও সবসময় দেখি খুবই ভালো লাগে
পাহাড়ি গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে আমি তো হতবাক হয়েছি,আসাধারন ভিডিও 👌❤️❤️❤️
Mashllaha Allah Upnar Nek O Susto Hayat Dan korun, Amin Allah huakber...
দারুণ একটা গ্রাম মনে হয় খুব কাছ থেকে দেখছি ধন্যবাদ এমন একটা ভিডিও দেয়ার জন্য
ভাইয়ের কাছে অনুরোধ আপনি পাক অধিকৃত কাশ্মীরের ওপরও একটি ভিডিও করুন। তাহলে বুঝবো আপনার ক্ষমতা। আর আমাদেরও সুবিধা হবে দুই কাশ্মীরের মানুষের মধ্যে কারা ভালো আছে।
Wow প্রাণ জুরিয়ে যায় মামু এইসব গ্রামীণ জীবন দেখে 🥰🥰🤗🤗,,,,একদিন সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে ভিডিও চাই মামা😊
Vaiya apni so so cute 💞 Kashmir very nice and manush gulo oo onek valo 🤍❤️🤍❤️🤍❤️ vlog ta darun laglo 🤎🤍🤎🤍🤎🤍
Thank you so much🥰❣️
বাড়িটি খুব সুন্দর
খুবই ভালো লাগলো ভিডিওটি
Nice vlog vido Md Fizz mama ❤️🌹❤️🥳🥳🥳❤️🥳❤️🌹❤️🥳❤️🥳❤️
খুব সুন্দর লাগলো দাদা। ভারত দিয়ে ভালোবাসা রইল।❤️
Vai apni kasmirer gramti onek sondor babe opstapon korencn,,, hov valo laglo
হুক্কা ,শব্দটাই কেমন॥ খুব ছোটবেলায় গ্রামে গেলে এমনটা দেখতে পেতাম। আজকে অনেক বছর পর দেখলাম। অনেক সুন্দর ।
তুমি যেকোনো শ্রেনীর মানুষের সাথে ন্যাচারাললি যেভাবে মিশে যাও এটা একচুয়েলি সব ব্লগারদের দ্বারা সম্ভব নয় গো এহেড। আরো একাধিক গ্ৰামিন ব্লগ চাই।
এই প্রথম আপনার ভিডিও দেখলাম খুব ভাল লাগল super super
Beautiful village watching from England
Uncle ka ghar khub sundar,bhai khub kosto kore video🎥 ta korechho. Thanks🌹🙏 to all.
Hum kashmiri hain he dil k bhi aur shakal se bhi pyareee Alhumdullilah ❤️
ধন্যবাদ
কষ্টের জীবন। কিন্তু অবাক করা বাড়িঘর।তবে ঝড়ের কবলে তাদের অবস্থা যে খুব ভালো না এটা বুঝা যায়
Ami India theke,
Dada tomar Hindi te kotha gulo sunle amar khub hasi lage, sotti tomar Hindi gulo khub khub valo lage,,,
তোমার সরল সহজাত উপস্থাপনা ভালো লাগে।
Nice Places and people.Thank u MD Fizz Brother .
Welcome❤❤
ভাই আসলেই আপনি অনেক মিশুক,,,,অনেক অনেক ভালবাসা❤️❤️
আসসালামু আলাইকুম কেমন আছেন আশাকরি পরিবারে সবাই কে নিয়ে খুব ভালো আছেন অনেক সুন্দর লেগেছে অনেক দােয়া রইলাে ভালো থাকবেন
আপনার ভিডিও ও প্রেজেন্টেশন দেখে আপনার ভক্ত হয়ে গেলাম ভাই।
Oh comotkar sotti khub sundor masallah
ফেইসবুকে দেখছিলাম ভাবছিলাম ইউটিউবে পেলে ভাল হত।বের হলাম ইউটিউবে দেখব সাথে সাথেই নোটিফিকেশন। খুব ভাল লাগল।
Hi bro please support
Darun video..dua korio ..agiye jao guru❤️
Sera laglo video ta ❤️
হুম❤