ব্যাঙ্গালোরের সেরা ৭ টি হাসপাতাল এর সমস্ত তথ্য এই ভিডিওতে দেখুন: th-cam.com/video/zg1yutqJIro/w-d-xo.html খুব শীঘ্রই সম্পূর্ন ফ্রী হাসপাতালের সম্পর্কে ভিডিও দেব। এখানে চিকিৎসা এর সাথে সাথে খাবারও ফ্রী দিয়ে থাকে বা অতি সামান্য পয়সা নেয়। এই হাসপাতাল সম্পর্কে ভিডিও দেব। ভিডিওর নোটিফিকেশান এর জন্য subscribe করে বেল আইকন টি প্রেস করে নেবেন, তাহলেই ভিডিও দিলে আপনি জানতে পারবেন। ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। ভিডিও ভাল লাগল একটা লাইক করলে খুবই আনন্দিত হব।
না স্যার ক্যান্সার না আমি আগে একটা সার্জারী করিয়েছি।এক বছর ভালোই ছিলো। এখন আবার ইনফেকশন হইছে। বাংলাদেশের ডাক্তার একমাসের ওষুদ দিছে।ভালো না হলে আনার সার্জারী করতে হবে। তাই আমি ভাবছি ইন্ডিয়া গিয়ে ভালো ডাক্তার দেখাবো।
@@khadijaislamjui6386 st John এ মহিলা বিভাগ আছে, এখানে দরকারি টেস্ট ও হয়ে যায়। এখানে চাইলে দেখতে পারেন। আমার জানা নির্দিষ্ট কোনো ডাক্তারের নাম জানা নেই। আপনি st John এর ওয়েবসাইট এ গিয়ে ডাক্টার এর ডিটেইলস পেয়ে যাবেন।
আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।এই ভিডিওটা দেখেই আম্মুর চিকিৎসার করিয়ে আসলাম এই হাসপাতাল থেকে। অনেক বড় অপারেশন করালাম বাংলাদেশ থেকে এসে। কৃতজ্ঞ আপনার প্রতি। ধন্যবাদ।❤
ধন্যবাদ। আপনার কাছ কাছি কোনো ঘর জানা আছে যেখানে চিকিৎসার জন্য কেউ এলে কম খরচে থাকতে ও সম্ভব হলে রান্না করে খেতে পারে? জানলে এখানে একটু জানাবেন, অন্যের সুবিধা হবে।
আপনার ইনফরমেশন সব ঠিক। এখানে অত্যাধুনিক চিকিৎসার জণ্য কম্পিটেন্ট চিকিৎসক আছেন। আমি এই হসপিটাল এ আমার ও আমার ফ্যামিলির সকলের চিকিৎসা করাই, আমার শ্বাস কষ্ট এখান থেকে চিকিৎসা করে সম্পুর্ণ সুস্থ করেছেন এখানকার ডাক্তার বাবুরা।
আরও দুটি অপেক্ষাকৃত কম খরচার ভালো গুণমানের হাসপাতাল হল হোয়াইটফিল্ডে সাই বাবা হাসপাতাল ও বৈদেহী হাসপাতাল। দুটো খুব কাছাকাছি অবস্থিত। তবে খুব ভিড়। বাংলা সহায়তা কেন্দ্র আছে।
Honest review! Maximum patient WB er pawa jai, doctor poramorsho nitee jaben, good idea, but ami bolbo j ektu time niye sob kichu chinta bhebe ,taraghuro kore decision niben na. Karon sob doctor ra Jane j WB theke patient treatment ee ase, no doubt treatment hobe, kintu ei din kaal ee sob kichu scheme hoye ache, tai taraghuro kore decision niben na. Khoroch kichu Kom oo hobe seta doctor er upore depend korbe, karon doctor Jane j kar koto khomota ache.
দাদা খুব সুন্দর। যদিও আমি ২০০৪ এ St.John এ চোখ দেখিয়েছি। তারপর আরো ৫ বার NIMHANS,DEVI SETTY ,MONIPLE গেছি কিন্তু ঐ হাসপাতালে আর আমি যাইনি। এবার বাবার টিউমারের চিকিৎসার জন্য যাবো ।
২০১৩এর ডিসেম্বর মাসে এবং ২০১৪এর মাঝামাঝি হার্টের সমস্যা নিয়ে প্রথমে মনিপালে পরে শ্রীজয়দেবা রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছিলাম। যাঁরা আর্থিক দিক থেকে মজবুত নন , তাঁদের মনিপাল থেকে দূরে থাকাই ভালো।তবে নিঃসন্দেহে সেরা পরিষেবা পাওয়ার সম্ভাবনা আছে , ওখানে। কাউকে কাউকে ওখানে মনিপাল-কে ' মানিপাল 'বলেও মন্তব্য করতে শুনেছিলাম। ছিলাম কাডুগুডি -তে।কম খরচে ভালো থাকার জায়গা। কারুর উপকার হতে পারে ভেবে, অভিঞ্জতার কথা জানালাম।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।অরথোপেডিক ডিপারট মেন্ট এ কেমন চিকিৎসা হয় জানালে বাধিত হব।কারণ আগামী মে মাসে আমি ঐ হসপিটালে প্রথমবার হাড়ের সমস্যা নিয়ে যেতে চাচ্ছি।
দাদা, আমি আমার স্ত্রী কে নিয়ে সেন্ট জনস হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলাম, খুব দ্রুত ই আমাদের চেকআপ করিয়ে ফিরে এসেছি । সেন্ট জনস হাসপাতাল কতৃপক্ষ এবং আপনাকে ধন্যবাদ জানাই!!
@@rabindas9575 dada okhane taka kemon lage. Ektu bolben. R Narver treatment hoy. Dada ami bujhte parchi na kothay gele valo hbe. Ami kolkata te onek D.r dekhiyechi. Kono kaj hoyni.. Plz bolben dada
প্রথমে ভেবেছিলাম মনিপাল এ যাবো, কিন্তু আপনার ভিডিও দেখার পর সিদ্ধান্ত বদল করলাম। সেন্ট জন্স এই বাবা কে দেখাবো। এই বিষয় আপনার একটু হেল্প চাই। আমার বাবার হার্নিয়ে বা পোস্টেড্ গ্লেন্ড হয়েছে। এখানে কউকেই দেখায়নি। ওখানেই দেখাবো। সেন্ট জন্স এ কোন ডাক্তার দেখালে ভালো হবে,ও ছিক্তশা করা তে কতদিন সময় লাগতে পারে। কারণ আমি আসবো উত্তরবঙ্গ থেকে। একটু যদি জানাতেন খুব ভালো হতো।
খুব সুন্দর উপস্থাপনা অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে বলছি আগামী মাসে চিকিৎসার জন্য যাব। নাকের চিকিৎসার জন্য চেন্নাই বা ব্যাঙ্গালোরের কোন হসপিটাল সবচেয়ে বেস্ট হবে সাজেশন দিলে খুব উপকার হবে ?
কিন্তু ওদের কাছে জানতে চাইলে তো বলে দেয় কিভাবে কি করতে হবে। আমিও জানতাম না ওদের জিজ্ঞাসা করে করে জেনে নিয়েছি। অনেকসময় ভিড় এর জন্য হয়ত একবারে বলে না কিন্তু নিজেদের দরকার এত দূর থেকে এসে হাল ছাড়লে হবে কি করে।
Very much informative & in detail video. Thanks. I’m from Dhaka , need a information. I’ll be grateful to have it. My patient is 6 years old girl. Suffering from severe cough/ asthma for 05 years. 04 years back got treatment in CMC & she was stable 01 year but now suffering a lot. I’d request you to advise best doctor/ hospital in this regard. If possible in Kolkata. Thanks
কলকাতার ব্যাপারে আমি বলতে পারব না। আপনি CMC তেই আরেকবার দেখিয়ে নিন, আগে ওরা চিকিৎসা করেছে ওনারাই হয়ত ভাল বলবে। CMC ভারত এর অন্যতম সেরা হাস্পাতাল মনে হয় rank এ ৩ নম্বর
দাদা, ব্যাঙ্গালোরে থেকে যাতায়াতের মাধ্যম কি? যদি বাসে করে যাতায়াত করি, তাহলে খুব অসুবিধা হবে কী? প্লিজ আমাকে বলবেন! এখানে নিউরোলজি ডিপার্টমেন্ট টি কিরকম জানাবেন!
Bangalore এ খুব বাজে রকমের জ্যাম হয়, ফলে মেট্রো বাদে যাতেই যাতায়াত করুন সময় লাগবে। অনেক সময় বাস বা গাড়ির চেয়ে হেঁটে দ্রুত যাওয়া যায়। ফলে সব সময় কাছাকাছি থাকবার চেষ্টা করবেন। আর ব্যাঙ্গালোর এর অনেক জায়গায় এখন মেট্রো নতুন লাইনের কাজ চলছে ফলে সেসব এলাকায় জ্যাম বেশ হয়। যাই হোক এখানে অটো, ola, Uber, রেপিড বাইক ভাড়া এসব পাওয়া যায় বাসের সাথে সাথে। এবং নিজে চালানোর বাইক ভাড়া নিতে পারেন যাকে app bikes বলে। তবে লাইসেন্স লাগবে। Bounce কোম্পানির বাইক ভাড়া পাবেন। এছাড়া ইলেকট্রিক সাইকেল yulu পাবেন যেটা বেশ ভাল এবং আমার সব চেয়ে পছন্দের , বাস অটো এসবের চেয়ে। কম খরচে যাতায়াত করা যায়। মোবাইল app দিয়ে ভাড়া নেয়া যায়, কোনো লাইসেন্স লাগে না। এর ভাড়া 10-15 টাকা থেকে শুরু তারপর প্রতি মিনিটে ভাড়া হয়। বাস এর চেয়ে বেশি খরচ তবে অটো বা ola এসবের চেয়ে সস্তা। নিউরোলজি আছে বেশ ভাল। তবে এই চিকিৎসার জন্য আছে Nimhans হাসপাতাল যা শুধু ভারতের মধ্যেই নয় গোটা এশিয়ার মধ্যে অন্যতম সেরা নিউরো হাসপাতাল। এখানে নিউরো চিকিৎসার জন্য এলে আমি st john নয় Nimhans সাজেস্ট করব।
ভাল ডাক্তার যে শুধুই সন্ধায় বসে এটা ঠিক কথা নয়। আমি নিজে ডিপার্টমেন্ট হেড কে দেখিয়েছি ১৫০ টাকা দিয়ে। সকালেও স্পেশাল টাকা দিয়ে দেখানো যায়। একই ডাক্তার একই চিকিৎসা শুধু আপনার লাইন আগে হবে। তেমনই সন্ধায় শুধুই স্পেশাল লাইন, কিন্তু ডাক্তার একই থাকে। আর।আমি যখন গিয়েছিলাম ৫০০-৬০০ টাকা ছিল, মনে হয় ৮০০ এখনও হয়নি। তবে আমি মাস ছয়েক যাইনি ফলে যদি বেড়ে থাকে সেটা আমি জানি না। তবে এই লাইনের ব্যাপারটা সত্যিই খারাপ, আমার শেষবার শুধু রিপোর্ট দেখতে বেলা ১ টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, মনে হয় পয়সাও দিতে হয়েছিল। কারণ আমার লাইন ছিল ৪২/৪৩ নম্বরে। USG এর জন্য এত লম্বা লাইন হয় কিনা জানানেই। আমার মায়ের সময় অনেক টেস্ট করতে হয়েছিল সেসব দিনের দিন বা পরের দিন হয়ে গিয়েছিল। হতে পারে রোগীর অবস্থা দেখে ওরা date দেয়।
@@bhromonindia দাদা Bangalore St jhon হসপিটাল এ কি বিনামূল্যে টেস্ট করানো হয়?আর যদি টাকা দিয়ে করতে হয় তাহলে কেমন খরচ হতে পারে দয়া করে জানাবেন দাদা আমি মা কে নিয়ে ব্যাঙ্গালোরে এসেছি কিন্তু বুঝতে পারছি না কোথায় দেখাবো doctor
Very informative video Dada nimhanse a appointment aache november a so help me to find out in bengaluru best orthopedic dr. and best orthopedic hospital.Because ekta orthopedic doctor o dekhabo. Thank you
Thank you for the informative video. I’m having urological problem. Which hospital is advisable between CMC Vellore & St. John’s Bangalore? Please advise.
Hi, you have to pronunce properly of all the hospital names and you had collected wrong information and also shared to us. However I’m working in Bangalore since 8yrs and also I known all processes. By the way 1st time I watched ur vdo. So, my advice is collect proper informations and keep sharing. Bst of luck
Thanks for the comment. It will be great if you can share some information at least for most important hospitals and please correct me wherever I made mistakes. So people will be benefited. Pronunciation like South India is probably not possible by me as I speak in my native Bengali way, I'm sorry it's out of my skills.
ধন্যবাদ। আপনারা এমন তথ্য জানালে সত্যিই অন্য দের উপকার হয়। বোনম্যারো খুবই জটিল একটা বিষয়, হয়ত st john এ এই অভিজ্ঞতা নেই কিন্তু Manipal এর আছে। আসলে একটা হাসপাতাল সব বিষয়ে তো ভাল হতে পারে না।
আমি কয়েক মাস আগে নারায়না হাসপাতালে সেবা নিয়েছি ও এখনো ওনাদের ঔষধ খাচ্ছি । আমাকে একবছর পরে আবার যেতে বলেছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সবসময় হাই প্রেসার ছিল এখন অনেক বেশি কমে গেছে । আমি বাংলাদেশে আবার ডাক্তার দেখাম।উনি কিছু ঔষধ বদলে দিলেন । এখন একটু ভালো আছি । পরামর্শ চাচ্ছি ।
আমি manipal hospital গিয়েছিলাম। খরচ অনেকটা বেশি আমার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এর জন্য । খরচ বলে ছিল 10 লাখ টাকা আমার মনে হয়েছে অন্য হসপিটাল ছাড়া খরচ অনেকটা বেশি তারপর আমি st jons hospital গিয়েছিলাম ওখানে খরচ বলল 4.5লাখ টাকা
Dada amear chalea age 7 year neuro prolam achea valo neuro doctor er khoj dabean bangalore ami nemahans a geachelam 5 years agea khub time lagea tai anoo kothao valo doctor but sir chep and best sir plz janaben 👏🙏
ব্যাঙ্গালোরের সেরা ৭ টি হাসপাতাল এর সমস্ত তথ্য এই ভিডিওতে দেখুন: th-cam.com/video/zg1yutqJIro/w-d-xo.html
খুব শীঘ্রই সম্পূর্ন ফ্রী হাসপাতালের সম্পর্কে ভিডিও দেব। এখানে চিকিৎসা এর সাথে সাথে খাবারও ফ্রী দিয়ে থাকে বা অতি সামান্য পয়সা নেয়। এই হাসপাতাল সম্পর্কে ভিডিও দেব। ভিডিওর নোটিফিকেশান এর জন্য subscribe করে বেল আইকন টি প্রেস করে নেবেন, তাহলেই ভিডিও দিলে আপনি জানতে পারবেন। ভিডিও দেখবার জন্য ধন্যবাদ। ভিডিও ভাল লাগল একটা লাইক করলে খুবই আনন্দিত হব।
স্যার সেন্ট জোহানে কি ব্রেস্ট এর চিকিৎসার জন্য ভালো ডাক্তার আছে প্লিজ অনুগ্রহ করে একটু জানাবেন। আমি বাংলাদেশ থেকে যাব।
@@khadijaislamjui6386 ক্যান্সার জাতীয় কিছু কি নাকি সাধারণ চেকআপ?
না স্যার ক্যান্সার না আমি আগে একটা সার্জারী করিয়েছি।এক বছর ভালোই ছিলো। এখন আবার ইনফেকশন হইছে। বাংলাদেশের ডাক্তার একমাসের ওষুদ দিছে।ভালো না হলে আনার সার্জারী করতে হবে। তাই আমি ভাবছি ইন্ডিয়া গিয়ে ভালো ডাক্তার দেখাবো।
@@khadijaislamjui6386 st John এ মহিলা বিভাগ আছে, এখানে দরকারি টেস্ট ও হয়ে যায়। এখানে চাইলে দেখতে পারেন। আমার জানা নির্দিষ্ট কোনো ডাক্তারের নাম জানা নেই। আপনি st John এর ওয়েবসাইট এ গিয়ে ডাক্টার এর ডিটেইলস পেয়ে যাবেন।
দাদা সাই বাবা নামে কি কোন হাসপাতাল আছে কি? জানাবেন প্লিজ
Best Hospital. Not expensive because it's a charity Hospital . Hospital staffs are very polite and helpful mind.
অসাধারণ সুন্দর তথ্য সমৃদ্ধ একটা পোষ্ট..... আপনাকে অনেক অনেক অভিনন্দন।।।।।।।। ঈশ্বর মালিক.........
সাইক্রিয়াটিক পেশেন্টের সবথেকে ভালো ট্রিটমেন্ট কোথায় হয় যদি একটু জানান তাহলে খুব উপকৃত হব স্যার
সবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে মানুষের উপকার করলেন, অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ
Thank you
@@bhromonindia da apnar mobile number
আমিও দাদার ভিডিও থেকে খুব উপকৃত হচ্ছি, অবশ্যই শেয়ার করবো।
দাদা সত্যি খুব ভালো মুল্যবান ভিডিও, আপনার বোঝানোর ধরনটা খুব পরিস্কার। আপনি খুব ভালো থাকুন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ বেঙ্গালোরে চিকিৎসা করার জন্য বিস্তারিত বিিবরন প্রকাশ করার জন্য।
খুবই সুন্দর করে বুঝিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সবচেয়ে ভাল লেগেছে ওই কথাটা যে এখানে চোর জোচ্চরের ব্যবস্থা নেই 😂।
আপনাকে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।এই ভিডিওটা দেখেই আম্মুর চিকিৎসার করিয়ে আসলাম এই হাসপাতাল থেকে। অনেক বড় অপারেশন করালাম বাংলাদেশ থেকে এসে। কৃতজ্ঞ আপনার প্রতি। ধন্যবাদ।❤
ধন্যবাদ।
Dada kon hospital koralam operation
ফোন হাসপাতালে?
Ki operation aktu bolben? Kon hotel silen,jodi aktu bolen kub upokar hoy.donnobad
Besh bhalo tothyo. Sakra World vs. Manipal Hospital er bepare ami nijer experience share korbo.
Plz jodi ektu bolten...ami dui din er modhei jachchi
দাদা হাসপাতালের বিষয় নিয়ে সমস্ত বাঙালির কাছে তুলে ধরার জন্য অশেষ ধন্যবাদ। আমি থাকি মনিপাল হাসপাতালের পাশে।
ধন্যবাদ। আপনার কাছ কাছি কোনো ঘর জানা আছে যেখানে চিকিৎসার জন্য কেউ এলে কম খরচে থাকতে ও সম্ভব হলে রান্না করে খেতে পারে? জানলে এখানে একটু জানাবেন, অন্যের সুবিধা হবে।
@@bhromonindia dada, amar akjon Bondur guesthouse ache ranna kore khete parbe moni pal theke 10min ar rasta.
Bhaiya apni ki jonno gachen
Apnar number ta deben please
দাদা আপনার নাম্বার টা দেবেন
খুব ভালো লাগলো আপনার ভিডিও আমরা পশ্চিম বঙ্গবাসীদের খুব উপকৃত হবে।
আপনাকে অশেষ ধন্যবাদ বাঙ্গালিদের খুব ই উপকার হবে একথাগুলি শুনলে ।
আপনার ইনফরমেশন সব ঠিক। এখানে অত্যাধুনিক চিকিৎসার জণ্য কম্পিটেন্ট চিকিৎসক আছেন। আমি
এই হসপিটাল এ আমার ও আমার ফ্যামিলির সকলের চিকিৎসা করাই, আমার শ্বাস কষ্ট এখান থেকে চিকিৎসা করে সম্পুর্ণ সুস্থ করেছেন এখানকার ডাক্তার বাবুরা।
এটা তো দারুন উপকারী তথ্য দিলেন। কিন্তু কোন হাসপাতাল St John's নাকি Monipal আর কোন ডিপার্টমেন্ট এ দেখিয়েছিলেন এবং ডাক্টার এর নাম টা যদি জানতে পারেন।
কোন হাসপাতালে ভাই আর ডাক্তারের নাম কি
@@sagarsarker5630 uni mone hoy ar message dekhen ni, ei tathy ta pele bhalo hoto.
আরও দুটি অপেক্ষাকৃত কম খরচার ভালো গুণমানের হাসপাতাল হল হোয়াইটফিল্ডে সাই বাবা হাসপাতাল ও বৈদেহী হাসপাতাল। দুটো খুব কাছাকাছি অবস্থিত। তবে খুব ভিড়। বাংলা সহায়তা কেন্দ্র আছে।
ঠিক। সেরা ৭ হাসপাতাল এর ভিডিওতে এটা বলেছি। আর আলাদা করেও ডিটেইলস ভিডিও দেব।
চমৎকার। আমি এই হাসপাতালের কথা সবাইকে বলবো
আপনার সহজসরল তথ্যমূলক বিবরণ আমাদের অনেক উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ধন্যবাদ
দাদা বাংলাদেশ থেকে, আপনার পরামর্শে ভিশন মুগ্ধ হয়েছি, আল্লাহ আপনার মঙ্গল করুন, আমি একজন ভালো স্পাইন সার্জন ডক্টর দেখাবো, কোথায় ভালো হবে জানাবেন।
দাদা কিডনির সমস্যার জন্য কোন হসপিটাল ভালো?
দুর্দান্ত guidance, অশেষ ধন্যবাদ 🙏🏾😊
প্রতিটি কমেন্টের যেভাবে বুঝিয়ে উত্তর দিয়েছেন তা বলেদেয় আপনি ভ্লগিং নয় মানব সেবা করছেন। ঈশ্বর আপনার সহায় হোন।
ধন্যবাদ।
Apner ph dile khuv valo hoy
Dada many many thanks ami jabo aujuste ami saibabae surgarihoe chilam apner mob no dele bhalohoy
Dada What s App number din
Smvt station theke koto dur snt Jones ?
আপনাদের মতন মানুষেরা আছেন বলেই আজও পৃথিবীটা এত সুন্দর। খুব খুব ভালো থাকবেন।
ধন্যবাদ।
ঈশ্বর আপনা কেএবং আপনার প্রিয়জনদের সুস্থ ও আনন্দে রাখুন,দাদা 👏🙏
Thank you, আপনারাও ভাল থাকবেন।
আপনার কথা শুনে আমার অনেক উপকার হলো। আপনার সর্বাংগিন মংগল কামনা করি। ভালো থাকবেন দাদা 🇧🇩
স্যার নাক কান গলার জন্য কোন হসপিটাল বেস্ট হবে??কাইন্ডলি একটু জানালে খুবই উপকৃত হতাম।
Dada apner bujhano akebare trinomul to leaf bujhiyechen . Khub khub helpful VDO. Apnake Onek dhonyobad. Bhalo thakun .
ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো। আপনার ভিডিও টি অনেকের কাজে লাগবে।
আপনার ফোন নম্বরটা যদি পাই কথা বলতাম।
Dada Madical Asst (DMF) der MBBS pass Korar vortir sujug ache ki na Madical college Hospita gulite janaben please .
আপনার কথা শুনে অভিভূত হলাম।
You have rendered a great service to the common people-really great.
Thank you
Apnake dhannyabad Apner Video dheke neuro tritment Korte 27May2023 Nimhans Jacchi
ধন্যবাদ। দয়াকরে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাবেন তাহলে অন্যদেরও সুবিধা হবে।
নারায়ণ হৃদয়ালয় একটা বড় হাসপাতাল। খরচ মনিপলের চেয়ে একটু কম। তবে সাপর্ট স্টাফ মনিপলের মত অতটা ভালো না। চিকিৎসা ভালো। বাঙালী সহায়তা কেন্দ্র আছে।
ধন্যবাদ
Honest review! Maximum patient WB er pawa jai, doctor poramorsho nitee jaben, good idea, but ami bolbo j ektu time niye sob kichu chinta bhebe ,taraghuro kore decision niben na. Karon sob doctor ra Jane j WB theke patient treatment ee ase, no doubt treatment hobe, kintu ei din kaal ee sob kichu scheme hoye ache, tai taraghuro kore decision niben na. Khoroch kichu Kom oo hobe seta doctor er upore depend korbe, karon doctor Jane j kar koto khomota ache.
মেরুদণ্ড চিকিৎসার জন্য /Spine surgery করার জন্য কোন হাসপাতাল ভালো হবে?
সত্য সাঁই বাবা হসপিটাল❤❤
আপনার বর্ননা খুবই সুন্দর ও কার্যকরী। ধন্যবাদ।
Dada thalassemia treatment kon hospital a karono valo hobe please 🙏 janate parben?
Apni khub Bhalo manush,,apner onk video dekhechi,, khub Bhalo thakun sarajibon,
দাদা খুব সুন্দর। যদিও আমি ২০০৪ এ St.John এ চোখ দেখিয়েছি। তারপর আরো ৫ বার NIMHANS,DEVI SETTY ,MONIPLE গেছি কিন্তু ঐ হাসপাতালে আর আমি যাইনি। এবার বাবার টিউমারের চিকিৎসার জন্য যাবো ।
কমেন্টের জন্য ধন্যবাদ
দাদা এখানে Pediatric Neurology department আছে?
অর্থপেডিক ডিপার্টমেন্ট কেমন ???
সেন্ট জনস হাসপাতালে?
Dada please reply
Orthopaedic kemon r online appointment neoya jbe ki?
আপনার চোখে কি ধরনের সমস্যা ছিলো??
দাদা খুব ভালোভাবে বলেছেন । আপনাকে এবং আপনার পরিবারকে আল্লাহ ভালো রাখে।
২০১৩এর ডিসেম্বর মাসে এবং ২০১৪এর মাঝামাঝি হার্টের সমস্যা নিয়ে প্রথমে মনিপালে পরে শ্রীজয়দেবা রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছিলাম। যাঁরা আর্থিক দিক থেকে মজবুত নন , তাঁদের মনিপাল থেকে দূরে থাকাই ভালো।তবে নিঃসন্দেহে সেরা পরিষেবা পাওয়ার সম্ভাবনা আছে , ওখানে। কাউকে কাউকে ওখানে মনিপাল-কে ' মানিপাল 'বলেও মন্তব্য করতে শুনেছিলাম। ছিলাম কাডুগুডি -তে।কম খরচে ভালো থাকার জায়গা। কারুর উপকার হতে পারে ভেবে, অভিঞ্জতার কথা জানালাম।
Thank you। আমিও একই কথা বলেছি।
sowkat ali vai
আমার মায়ের Cardiology সমস্যা কোন হাসপাতালের দেখালে ভাল হবে?খরচের বিষয়টাও একটু চিন্তা করতে হচ্চে তাই।
আপনাকে অনেক ধন্যবাদ। ভিডিওটা খুব দরকারি।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ।অরথোপেডিক ডিপারট মেন্ট এ কেমন চিকিৎসা হয় জানালে বাধিত হব।কারণ আগামী মে মাসে আমি ঐ হসপিটালে প্রথমবার হাড়ের সমস্যা নিয়ে যেতে চাচ্ছি।
অনেক অনেক ধন্যবাদ sir, শুনে যেন বেশ খানিকটা বুজতে পারলাম।
দাদা, আমি আমার স্ত্রী কে নিয়ে সেন্ট জনস হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলাম, খুব দ্রুত ই আমাদের চেকআপ করিয়ে ফিরে এসেছি । সেন্ট জনস হাসপাতাল কতৃপক্ষ এবং আপনাকে ধন্যবাদ জানাই!!
কমেন্টের জন্য ধন্যবাদ।
কতদিন সময় লেগেছিল
@@shilpapal8541 আমি, আমার স্ত্রীর চেক আপ মাত্র দুই দিনে করে, ফিরে এসেছি!
dada amar ma ke nia gastroliver er treatment er honno jabo..test kore report dekhiye ki 2-3 din er vitor complete kora jabe kina janaben kindly..
@@rabindas9575 dada okhane taka kemon lage. Ektu bolben. R Narver treatment hoy. Dada ami bujhte parchi na kothay gele valo hbe. Ami kolkata te onek D.r dekhiyechi. Kono kaj hoyni.. Plz bolben dada
গুরুত্বপূর্ণ বিষয়ের উপর awesome represention.
দাদা ভ্যাসকুলার চিকিৎসা কোন হাসপাতালে করলে ভালো হয়, জানাবেন। বাংলাদেশ থেকে অনুরোধ করছি।
জানতে পারছেন কি
Chomotkar, khubi helpfull information, oshesh dhonyobad.
St jhons হাসপাতালে নিউরো সায়াটিকা রোগের বিশেষজ্ঞ আছে কিনা জানালে উপকৃত হব। ধন্যবাদ আপনাকে
anno hospital dekhun st jhon valo na check Google reviews takar khela treatment kichu e valo na voy dekhabe besi
ধন্যবাদ খুব ভালো লাগলো এত কিছু শেয়ার করার জন্য
প্রথমে ভেবেছিলাম মনিপাল এ যাবো, কিন্তু আপনার ভিডিও দেখার পর সিদ্ধান্ত বদল করলাম। সেন্ট জন্স এই বাবা কে দেখাবো। এই বিষয় আপনার একটু হেল্প চাই। আমার বাবার হার্নিয়ে বা পোস্টেড্ গ্লেন্ড হয়েছে। এখানে কউকেই দেখায়নি। ওখানেই দেখাবো। সেন্ট জন্স এ কোন ডাক্তার দেখালে ভালো হবে,ও ছিক্তশা করা তে কতদিন সময় লাগতে পারে। কারণ আমি আসবো উত্তরবঙ্গ থেকে। একটু যদি জানাতেন খুব ভালো হতো।
ওনাদের ফোন করলে জানিয়ে দেবে। ফোন নম্বর ওদের ওয়েবসাইট এ পেয়ে যাবেন।
খুব সুন্দর উপস্থাপনা অনেক ধন্যবাদ। আমি বাংলাদেশ থেকে বলছি আগামী মাসে চিকিৎসার জন্য যাব। নাকের চিকিৎসার জন্য চেন্নাই বা ব্যাঙ্গালোরের কোন হসপিটাল সবচেয়ে বেস্ট হবে সাজেশন দিলে খুব উপকার হবে ?
👉 দাদা নমস্কার🙏🙏🙏
অর্থপেডিক ( Orthopedic ) চিকিৎসা কোথায় ভালো হয়? হাঁটুর সমস্যা।
Hosmat,
Vyedehi,
Manipal, St John,
Satya Sai,
Pristyn
এর যে কোনো টায় যেতে পারেন।
ভাইয়া আপনার বাসা কোথায়।আর হাঁটুর কি সমস্যা
@@saiydul9652 আমার বাড়ি কলকাতা
@@saiydul9652 আমার পায়ের শিরার সমস্যা পা সিদা করতে পারি না হাটু থেকে কোমর পযর্ন্ত ব্যথা যন্ত্রণা হয় না শুধু ব্যথা করে আমার এই সমস্যা
@@alamgirshikdar6698 আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার টা দেবেন প্লিজ চিকিৎসার ব্যাপারে কথা বলার ছিলো
কোমর, মেরুদন্ড ব্যাথার জন্য কোন হাসপাতাল সুইটেবল হবে জানালে উপকৃত হবো।
St John Medical Hospital is bigger than Monipal Hospital
খুব ভালো হয়েছে দাদাভাই। অনেক অনেক ভালো থাকবেন। আমি পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলা থেকে বলছি।
দাদা আমি কোচবিহার থেকে বলছি , এই বছর ২০২২ ফ্রে. গিয়েছি ৷ st jhon সবঠিক কিন্তু আমার খুব অসুবিধে হয়েছিল জানা না থাকার জন্য ৷
কিন্তু ওদের কাছে জানতে চাইলে তো বলে দেয় কিভাবে কি করতে হবে। আমিও জানতাম না ওদের জিজ্ঞাসা করে করে জেনে নিয়েছি। অনেকসময় ভিড় এর জন্য হয়ত একবারে বলে না কিন্তু নিজেদের দরকার এত দূর থেকে এসে হাল ছাড়লে হবে কি করে।
Dada shainas ba sordi kasi r jonno kon haspital valo hobe aktu janaben
অনেক অনেক ধন্যবাদ দাদা, অনেক উপকার পেলাম আপনার ইনফরমেশন গুলো পেয়ে
একটু আগে ব্যাঙ্গালোরের ফ্রী হাসপাতাল নিয়ে ভিডিও দিয়েছি। দেখবার অনুরোধ রইল।
@@bhromonindia
Very much informative & in detail video. Thanks. I’m from Dhaka , need a information. I’ll be grateful to have it. My patient is 6 years old girl. Suffering from severe cough/ asthma for 05 years. 04 years back got treatment in CMC & she was stable 01 year but now suffering a lot. I’d request you to advise best doctor/ hospital in this regard. If possible in Kolkata. Thanks
কলকাতার ব্যাপারে আমি বলতে পারব না। আপনি CMC তেই আরেকবার দেখিয়ে নিন, আগে ওরা চিকিৎসা করেছে ওনারাই হয়ত ভাল বলবে। CMC ভারত এর অন্যতম সেরা হাস্পাতাল মনে হয় rank এ ৩ নম্বর
@@bhromonindia অশেষ ধন্যবাদ। Ranking এ ১,২ নম্বরে কোন হাসপাতাল?
@@md.rakibhasan5943 দিল্লি AIIMs
@@bhromonindia
সি এম সি ভেলোর খুব ভালো।
আমি অনেকবার গিয়েছি।
@@notypespeed
এমই্স খুব ভালো।
Khub valo laglo many many thanks🙏🙏🙏
দাদা হাড়ের চিকিৎসার জন্য ভালো হাসপাতালের একটা ভিডিও বানান
খুব ভালো করে বলেছেন আপনি সকলের উপকার হবে।
দাদা, ব্যাঙ্গালোরে থেকে যাতায়াতের মাধ্যম কি? যদি বাসে করে যাতায়াত করি, তাহলে খুব অসুবিধা হবে কী? প্লিজ আমাকে বলবেন! এখানে নিউরোলজি ডিপার্টমেন্ট টি কিরকম জানাবেন!
Bangalore এ খুব বাজে রকমের জ্যাম হয়, ফলে মেট্রো বাদে যাতেই যাতায়াত করুন সময় লাগবে। অনেক সময় বাস বা গাড়ির চেয়ে হেঁটে দ্রুত যাওয়া যায়। ফলে সব সময় কাছাকাছি থাকবার চেষ্টা করবেন। আর ব্যাঙ্গালোর এর অনেক জায়গায় এখন মেট্রো নতুন লাইনের কাজ চলছে ফলে সেসব এলাকায় জ্যাম বেশ হয়। যাই হোক এখানে অটো, ola, Uber, রেপিড বাইক ভাড়া এসব পাওয়া যায় বাসের সাথে সাথে। এবং নিজে চালানোর বাইক ভাড়া নিতে পারেন যাকে app bikes বলে। তবে লাইসেন্স লাগবে। Bounce কোম্পানির বাইক ভাড়া পাবেন। এছাড়া ইলেকট্রিক সাইকেল yulu পাবেন যেটা বেশ ভাল এবং আমার সব চেয়ে পছন্দের , বাস অটো এসবের চেয়ে। কম খরচে যাতায়াত করা যায়। মোবাইল app দিয়ে ভাড়া নেয়া যায়, কোনো লাইসেন্স লাগে না। এর ভাড়া 10-15 টাকা থেকে শুরু তারপর প্রতি মিনিটে ভাড়া হয়। বাস এর চেয়ে বেশি খরচ তবে অটো বা ola এসবের চেয়ে সস্তা।
নিউরোলজি আছে বেশ ভাল। তবে এই চিকিৎসার জন্য আছে Nimhans হাসপাতাল যা শুধু ভারতের মধ্যেই নয় গোটা এশিয়ার মধ্যে অন্যতম সেরা নিউরো হাসপাতাল। এখানে নিউরো চিকিৎসার জন্য এলে আমি st john নয় Nimhans সাজেস্ট করব।
Nimhans এ যেকোনো পরীক্ষা করার আগে জেনে নেবেন মেশিন ঠিক আছে কিনা, রিপোর্ট কবে দেবে। তারপরে ফী দেবেন।। Nimhans এ আসলে সময় নিয়ে আসবেন।।। 🙏💕
Hematology blood somosya kon hospital best
Manipal Hospital Ami Amar Babake Niye Gechilam,
Khub vlw Tretment But Takata Aktu Besi Lage, Jemon Taka Temon Kaj.
4g Speed er moto kaj.
Amar Motamot Anujaye Manipal Hospital Best.
হ্যা ভাল চিকিৎসা , তাড়াতাড়ি কিন্তু পয়সা অনেক বেশি লাগে।
দাদা St. Johns Hospitalএ echo, USG করাতে গেলে সাত দিন অপেক্ষা করতে হয়। বেশিরভাগ অভিজ্ঞ Doctors সন্ধ্যায় বসেন। সেক্ষেত্রে আটশো টাকা fees.
ভাল ডাক্তার যে শুধুই সন্ধায় বসে এটা ঠিক কথা নয়। আমি নিজে ডিপার্টমেন্ট হেড কে দেখিয়েছি ১৫০ টাকা দিয়ে। সকালেও স্পেশাল টাকা দিয়ে দেখানো যায়। একই ডাক্তার একই চিকিৎসা শুধু আপনার লাইন আগে হবে। তেমনই সন্ধায় শুধুই স্পেশাল লাইন, কিন্তু ডাক্তার একই থাকে। আর।আমি যখন গিয়েছিলাম ৫০০-৬০০ টাকা ছিল, মনে হয় ৮০০ এখনও হয়নি। তবে আমি মাস ছয়েক যাইনি ফলে যদি বেড়ে থাকে সেটা আমি জানি না। তবে এই লাইনের ব্যাপারটা সত্যিই খারাপ, আমার শেষবার শুধু রিপোর্ট দেখতে বেলা ১ টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল, মনে হয় পয়সাও দিতে হয়েছিল। কারণ আমার লাইন ছিল ৪২/৪৩ নম্বরে।
USG এর জন্য এত লম্বা লাইন হয় কিনা জানানেই। আমার মায়ের সময় অনেক টেস্ট করতে হয়েছিল সেসব দিনের দিন বা পরের দিন হয়ে গিয়েছিল। হতে পারে রোগীর অবস্থা দেখে ওরা date দেয়।
@@bhromonindia ji
@@bhromonindia ji
@@bhromonindia দাদা Bangalore St jhon হসপিটাল এ কি বিনামূল্যে টেস্ট করানো হয়?আর যদি টাকা দিয়ে করতে হয় তাহলে কেমন খরচ হতে পারে দয়া করে জানাবেন দাদা আমি মা কে নিয়ে ব্যাঙ্গালোরে এসেছি কিন্তু বুঝতে পারছি না কোথায় দেখাবো doctor
Kidney জন্য st jons na monipal bhalo?
Very informative video
Dada nimhanse a appointment aache november a so help me to find out in bengaluru best orthopedic dr. and best orthopedic hospital.Because ekta orthopedic doctor o dekhabo.
Thank you
Thank you for the informative video.
I’m having urological problem. Which hospital is advisable between CMC Vellore & St. John’s Bangalore?
Please advise.
Both are good
Hello vi,
Apni apnr urological problem er jonno kothai giyechilen..? Please janiyen❤
@@sojibrajiiii আমি মুম্বই নিবাসী। আমি মুম্বইতেই এক ইউরোলজিস্টকে (ডঃ সুব্রমনিয়ম) দেখাই। ওনার চিকিৎসায় এখন ভাল আছি।
@@biswaspk7358 vi apnr contact info deya jbe please?
Pulmonary jono best hospital konta hobe aktu bolben kom khorcha kom somoye vasa goto dik dia???
দাদা
_কম খরচে st john's hospital ভালো হবে চিকিত্সা_
কিডনি হসপিটাল কোথায় ভালো
হুম ঠিক আমিও যাবো কিডনি সমস্যা কোথায় পাওয়া যাবে ইন্ডিয়াতে
AINU Chennai or Hyderabad branch.
খুবই ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইল, আমার সুগার আছে,পায়ের তলায় কুলাটি আছে কোন ব্যাক্তির/ডাক্তারকে /ডিপার্টমেন্ট যাব বললেভালোহয়
Hi, you have to pronunce properly of all the hospital names and you had collected wrong information and also shared to us. However I’m working in Bangalore since 8yrs and also I known all processes.
By the way 1st time I watched ur vdo.
So, my advice is collect proper informations and keep sharing.
Bst of luck
Thanks for the comment.
It will be great if you can share some information at least for most important hospitals and please correct me wherever I made mistakes. So people will be benefited.
Pronunciation like South India is probably not possible by me as I speak in my native Bengali way, I'm sorry it's out of my skills.
Hi Hrit
Which hospital do you work in Bangalore?
Khub valo presentation dada....helpful video...ami amar wifer jnyo gynecologist dekhate chay...kothay dekhale better hobe jodi ektu bolen please...valo thakun, sustho thakun
দয়াকরে রিসেন্ট হাসপাতাল সংক্রান্ত ভিডিওটি দেখুন। ওখানে কোন রোগের জন্য কোন হাসপাতাল সেটা নিয়ে আলোচনা করেছি।
Please Manipal Hospital HAL road best,far better than Sakra
জানা ছিল না, আপনারাও কমেন্ট করলে খুবই ভাল হয়। যত বেশি মানুষ তাদের অভিজ্ঞতা share করবে ততই ভাল। Thank you
Yes, sakra killed my dad
@@ashwini7845 sorry to hear but they saved my nephew
Ami giye chilam 11/06/2024 tarikha Manipal Hospital khubi vlo akta Hospital
Bt kon department Dr valo ..aktu janaben please...
মায়ের হাঁটুতে ব্যথা, সেই কারণে কোন হাসপাতালে গেলে ভালো হয়? সেন্ট জনস্ না মনিপাল? আর সেন্ট জনস্ এ গেলে মোটামুটি কতদিন লাগতে পারে ডাক্তার দেখাতে?
Amar ma er o same knee problem. CMC vellore or st John's kontay jabo confused
খুব ভাল লাগল আপনার information,thanks
ধন্যবাদ দাদা।সম্পূর্ণ ভিডিও আমি দেখলাম ভালো লাগলো। বাংলাদেশ থেকে।
Very informative and very soothing as well ❤❤
Dada,bonmaro problem st jons e long time kore o valo hoi ni.kintu manipal e khub taratari kom ei hoe gechilo,and valo.
ধন্যবাদ। আপনারা এমন তথ্য জানালে সত্যিই অন্য দের উপকার হয়। বোনম্যারো খুবই জটিল একটা বিষয়, হয়ত st john এ এই অভিজ্ঞতা নেই কিন্তু Manipal এর আছে। আসলে একটা হাসপাতাল সব বিষয়ে তো ভাল হতে পারে না।
নমস্কার দাদা,খুব ভালো লাগলো।ভালো থাকবেন,ঈশ্বর আপনার মঙ্গল করুক।
You are doing much more than just an youtuber. God bless you. Apnar bhalo hok.
ধন্যবাদ দাদা তথ্য দেয়ার জন্য।
Dada allergy er treatment er jonnyo kon hospital ta besi bhalo hobe.... Bolben please
আমি কয়েক মাস আগে নারায়না হাসপাতালে সেবা নিয়েছি ও এখনো ওনাদের ঔষধ খাচ্ছি । আমাকে একবছর পরে আবার যেতে বলেছে কিন্তু সমস্যা হচ্ছে আমার সবসময় হাই প্রেসার ছিল এখন অনেক বেশি কমে গেছে । আমি বাংলাদেশে আবার ডাক্তার দেখাম।উনি কিছু ঔষধ বদলে দিলেন । এখন একটু ভালো আছি
। পরামর্শ চাচ্ছি ।
দাদা আপনাকে অনেক অনেক ধন্যবাদ।ভিডিও টা ভীষণ দরকারি।সর্বোপরি আপনার দারুন উপস্থাপনা🙏💞
অসাধারণ।
Khub sundor ato valo manus acha bola prithibi cholcha
Thank you so much for ur kindness and all information brother.
আমি manipal hospital গিয়েছিলাম। খরচ অনেকটা বেশি আমার হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট এর জন্য । খরচ বলে ছিল 10 লাখ টাকা আমার মনে হয়েছে অন্য হসপিটাল ছাড়া খরচ অনেকটা বেশি
তারপর আমি st jons hospital গিয়েছিলাম ওখানে খরচ বলল 4.5লাখ টাকা
হ্যাঁ সব ব্যাপারেই এমন বেশি খরচ। আর চিকিৎসা গুণমান দুটিতেই একই রকম তবে মনিপাল এ দ্রুত হয় আর সেন্ট জন এ সময় কিছুটা বেশি লাগে।
দারুণ দারুণ। ভীষণ কাজের Video
Khub valo information dilen ..
Bangalore e Ramaiya hospital khub bgalo hospital,esp middle class r janye.ei hospital r ullekh aboshyo korben.
আপনার ভিডিও টি খুব ভালো। আমাকে একটু অর্থোপেডিক ডিপার্টমেন্ট কোন হাসপাতাল এ ভালো বললে খুব উপকৃত হবো।
সঞ্জয় গান্ধী হাসপাতালের ভিডিও দেখুন।
Anek kichu jante parlam dada khub khub khub valo laglo dada
Dada amear chalea age 7 year neuro prolam achea valo neuro doctor er khoj dabean bangalore ami nemahans a geachelam 5 years agea khub time lagea tai anoo kothao valo doctor but sir chep and best sir plz janaben 👏🙏
Thanks dada anek upokar holoe
Very good health care help... Thanks 🙏
Khub bhalo bujhia bollen dhannobad
ধন্যবাদ দাদা খুব ভালো লাগলো আপনার কথা গুলো ❤️🙏
ইনফরমেটিভ ভিডিও, ধন্যবাদ তবে নারায়না হার্ট হসপিটাল নিয়ে বিস্তারিত তথ্য দিবেন।
পরে এক এক করে দেব
Amar mayer sakra ta goll blader oparation hoyachilo khub valo hospital
Thank you very much. It is indeed great
Dada ektu help korben plz skin er jonno valo hospital konta hobe ektu janaben plz
Good representation for every movement in your performance, Thanks to you, GOD BLESS To YOU .
Thank you
@@bhromonindiadada allergy r treatment ar jonno kon hospital best hobe?
ব্য্যাঙ্গালোরে হাড়ের চিকিৎসা কোথায় করাব? দয়া করে যদি বলেন।
Skin এর জন্য কোন হাসপাতাল ভালো জানাবেন please 🙏