ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। সুমন ভাইয়ের উপস্থাপনা বেশ চমকপ্রদ।আমাদের দোতলা দুটো মাটির বাড়ি ছিল। বর্তমানে একটা রয়েছে। মাটির দোতলা বাড়ি সত্যিই খুব আরামদায়ক।
বগুড়ার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায মাটির ঘরের উপর নির্মিত প্রামাণ্যচিত্রটি সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক দলিল। এ ঐতিহাসিক দলিলগুলোই এক সময় আমাদের পরবর্তী বংশদের শিকরের সন্ধানে সহায়তা করবে। সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ।
ধন্যবাদ। আমার নিজের দেশের ভিডিও বানানোর জন্য। আমি আমার দেশ বগুড়াকে ভিষণ ভালবাসি। খুব মিস করি।এই দেশের মাটি, পানি, গাছপালা, সবুজ ধানক্ষেত, আঁকাবাকা মেঠো পথ সব কিছু আমায় হাতছানি দিয়ে ডাকে সবসময়। শহরে থাকলেও গ্রাম এর কথা সবসময় মনে পড়ে। খুব ভালবাসি আমার জন্মভূমি বগুড়াকে।😍😍😍
ধন্যবাদ আপনাকে এই ভিডিওটির জন্য । ইন্ডিয়া তে মেটিয়াবুরুজে এ ধরণের মাটির বুনট এর উল্লেখ করা হয়েছে যা কিনা গল্পে পড়েছিলাম, দেখার খুব ইচ্ছে ছিল । মেটিয়াবুরুজ মানে মাটির প্রসাদ যা কিনা মোঘল আমলে তৈরি ।
প্রতিটা গলিতে সৃর্তী জরিয়ে আছে আমার মা মামা নানা আজ সকলের কথা মনে পড়ে গেলো।আজ দুনিয়াতে কেঊ বেচে নেই মা নানা বড় মামা।আল্লাহ যেনো তাদের কে বেহেশত দান করেন। আমিন
এই মাটির বাড়ি আজ থেকে ১০ বছর পর আর সেই থাকবে না! কিন্তু আপনার এই ভিডিও বলে দিবে সেই পুরাতন দিনের কথা ভাইয়া 😍 সুস্থ থাকুন পরিবার নিয়ে সব সময় ভাইয়া 😍 আল্লাহ ভরসা
আমাদের বগুড়া নওগাঁ জেলা অনেক মাটির বাড়ি আছে তারা গরিব না ইচ্ছে করেই অনেক এ ইটের বাড়ি করেনা,, আমাদের বাসা আত্রাই থানা আগে আমাদের মাটির দুই তালা বাড়ি ছিলো কি যে ভালো লাগতো যখন উপর তালাই জানালা টা খুলে দিয়ে পড়তে বসতাম মন জুড়ে যেতো শীতল বাতাস এ,, আর এখন যখন আব্বু ইটের দালান ঘর করলো কোন শান্তি লাগেনা আগের মতো,,
নাইস নাইস ভাই অনেক থ্যাংক ইউ এত সুন্দর ভিডিও করার জন্য অনেক থ্যাংক ইউ আমি একজন প্যারিস ফ্রান্স প্রবাসী আপনার এই ভিডিওটা আমি দেখছি অনেক অনেক সুন্দর লাগছে এত সুন্দর ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
চলে আসুন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ গ্রামের দিকে সব মাটির তিনতলা বাড়ি পাবেন কিন্তু সবাই কি গরিব বেশিবেশির ভাগ মানুষ কোটি টাকার মালিক সব সময় মাটির বাড়ি বলে গরিব মানুষ ভাববেন না
আমি ঢাকার শনির আখরা এলাকায় আমার নানার বাড়িতে মাটির বাড়ি দেখেছি. দেয়ালগুলো তিন ফুট মোটা ছিলো. লোক দিয়ে দেয়ালে আলকাতরার প্রলেপ দেওয়া হতো. ছাদ হিসেবে মুলি বাঁশের কঞ্চি দেওয়া হতো. তবে কোনো এক কর্ণারে একটা দুই ফুট বাই দুই ফুট একটা ফুটো থাকতো অনেক টা স্টোর রুমের মতো. এটাকে স্থানীয় ভাষায় "কার" বলা হতো. যদিও সেখানে সিলিং ফ্যান থাকলেও খুব একটা ব্যবহার করতো না. আরেকটা স্মৃতি মনে আছে. মাটির ঘরের পাশ থেকে বিদ্যুতের জন্য আর্থিং নেওয়া হতো. ভোল্টেজ কম হলে সেখানে পানি ঢাললেই বেড়ে যেতো!! বিল্ডিং করা হলেও পুকুর, মাটির বাড়ি এগুলো টিকিয়ে রাখা হয়. সবশেষ 1996 এর দিকে শেষ মাটির ঘরটি ভেঙ্গে ফেলা হয়. প্রধান কারণ পরিচর্যা করার মতো পেশাদার লোক আর ছিলো না যারা দেয়াল লেপে দিত...
আমি সামসুদ্দিন শেখ কলকাতায় থাকি, আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের অনেক অজানা কথা জানতে পারি খুবই ভালো লাগে এবং আপনার ভাষা পরিবেশনের দক্ষতা অসাধারণ । এই Covid 19 সময় আপনি ভিডিও পরিবেশন করছেন ,আপনাকে অনেক ধন্যবাদ জানাই , ভালো থাকবেন ।
প্রাণ জুড়িয়ে গেল ভাই আমার অস্তিত্বকে আপনার ছোট্ট এই ভিডিওটিতে দেখে। আমার শৈশব কেটেছে আদমদিঘীতে। সত্যি এতোটাই সাবলীল আপনার উপস্থাপনা যে শুধু মুগ্ধ হয়ে দেখলাম।
গ্রামের যে প্রকৃত রুপ বৈচিত্র্য তাঁর সব কিছুই আছে দেখা যাচ্ছে। দোতলা বাড়ি তাও আবার মাটির তৈরি খুবই চমত্কার। ভ্যান গাড়িতে মানুষের যাতায়াত, ধানের খড় ! বাড়ির কোনে কবুতরের হাড়ি সত্যিই চমত্কার। বাড়ি গুলোর ভেতরেও তো দারুণ, এক একটা বাড়ি এতো দিন টিকে থাকে ! ? ধন্যবাদ সুমন ভাই এতো সুন্দর কিছু দেখানোর সুযোগ করে দেয়ার জন্য।
অসাধারণ!! আমি মাটির বাড়ি বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি। এমনকি দোতলা মাটির বাড়িও দেখেছি। কিন্তু একটা এলাকার বৈশিষ্ট্যই হল দ্বিতল মাটির বাড়ি, এইটা এই ভিডিওতে না দেখলে জানতেই পারতাম না। ধন্যবাদ সালাউদ্দীন সুমনকে। এত সুন্দর আর তথ্যমূলক ভিডিও উপস্থাপন করার জন্য। আমাদের দেশের এক চমৎকার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দেখেতো আমি স্মৃতিবেদনাতুর (নস্টালজিক) হয়ে গেলাম। যদিও ছয় মাস আগেও গ্রামে গিয়েছিলাম। বাংলাদেশের সব গ্রামেরই কিছু বৈশিষ্ট্য একিরকম। তাই মেঠো পথটা আমার নিজের গ্রামের কথা মনে করিয়ে দেয়। আফসোস জীবিকার তাগিদে পড়ে আছি এই ইট-পাথরের শহর, ঢাকায়। তবে ইনশাআল্লাহ শীঘ্রই যেতে পারব আমার প্রাণের গ্রামে (ফরিদগঞ্জ, চাঁদপুর)। ভিডিওতে সবচেয়ে বেশি ভাল লেগেছে মাটির হাড়ি দিয়ে কবুতর পালন। দেখি আমার এলাকায় এই ফর্মুলা কাজে লাগে কিনা!! আর মাটির ঘরের ভিতরের অবস্থাও নজরকাড়া। বুঝার উপায় নাই যে ঐটা পাকা বাড়ির ভিতর না মাটির ঘরের। সবশেষে আবারও ধন্যবাদ এই রকম অসাধারণ কন্টেন্ট আমাদের উপহার দেয়ার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও পাব!!
জনাব সালাউদ্দিন সুমন, আসসালামুআলাইকুম অ-সাধারণভাবে মুগ্ধ হবার মতো উপস্থাপনা আপনার আমি সাধারণত নিয়মিত গ্রাম বাংলার উপর নির্মিত বিভিন্ন প্রতিবেন বা ভ্রমণ বিষয়ক প্রতিবেন নিয়মিত দেখি একটা সময় ছিল, যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াই ছিল আমার একমাত্র নেশা বাংলাদেশের প্রায় ৫০টিরও বেশী জেলা ঘোরার সৌভাগ্য আমার হয়েছে আমাদের সেই সময়টাতে মোবাইলের প্রযুক্তি ছিলনা এমনকি কখনো কখনো একটা ক্যামেরা জোগাড় করাও ছিল সাধ্যাতীত জিঞ্জিরা প্রাসাদের উপর নির্মিত আপনার প্রতিবেদন আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে যতক্ষন প্রতিবেদনটা দেখেছি, কেমন যেন একটা শুন্যতা ঘিরে রেখিছিল আমাকে আমাদের রাজপ্রাসাদগুলোও ভুমি দস্যুদের কাছে নিরাপদ না আমি একজন প্রবাসি আমার পেশা শিক্ষকতা আমার ইচ্ছে, দেশে গেলে যদি কখনো সুযোগ হয়, আপনার সাথে কোন একটা স্থানের প্রতিবেদনের সফর সঙ্গী হই...... ভাল থাকবেন অনেক অনেক ভাল থাকবেন অনেক অনেক অনেক শুভকামনা আপনার জন্য
Gramer pothe sob thaike moja lage hoilo gorur garite. Bahu bachhar aage Jalpaguri te maa er mama r bari jaoyar samai uthchhilam, takhan khub chhoto chhilam. Darun mojar jotsna raate
গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রামাণ্য চিত্রগুলো স্বচক্ষে দেখে আসলেই মনটা ভরে যায়..... সেই সাথে অসাধরণ ভাষা শৈলীর উপস্থাপনা! আমি বাংলা মায়ের সন্তান..... আহা মনে কি যে গর্ব হয় তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। অনেক অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা সুমন ভাই, এরকম আরও ভিডিও চাই।
ভারতবর্ষের মুর্শিদাবাদ জেলা থেকে বলছি। সুমন ভাইয়ের উপস্থাপনা বেশ চমকপ্রদ।আমাদের দোতলা দুটো মাটির বাড়ি ছিল। বর্তমানে একটা রয়েছে। মাটির দোতলা বাড়ি সত্যিই খুব আরামদায়ক।
সঠিক কথা বলেছেন,আমি শেখদিঘী তে নেমে গ্রাম বেলোয়ারী তে যাই।ওখানে গিয়ে ২-৩ দিন থাকি।দারুণ আরাম লাগে,সত্যি ভিষণ ভালো লাগে।
আমি লালগোলা থেকে বলছি কালকে মহালন্দি বেড়াতে গেছিলাম। তারপর আজকে ইন্টারনেটে এগুলো দেখছি। 😀😌
আমার দেশের গ্রাম বাংলার ঐতিয্য তুলে
ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ও অভিনন্দন 🌷🌷
ভালোবাসা আরেক নাম হযরত মোহাম্মদ সাঃ 😍😍
ঘৃণাবাসার আরেক নাম ধর্ম ব্যবসায়ী কমেন্টার।😮😮
মৃত্যুর পরে আমাদের সবার বাড়ি হবে
মাটির বাড়ি ৷
সুমন ভাইয়ের ভিডিও সব সময় ভালো
লাগার প্রথম স্থানে থাকে কে কে একমত
👇👇👍👍
qQ
m
ঈ।
x
আইয়ুব বাচ্চুর সেই বিখ্যাত গানটা মনে পড়লো "ঠিকানা শুধু এক সমাধি সাড়ে তিনহাত মাটি"
মাটি/খড়ের সাথে যদি সামান্য সিমেন্ট মিশানো হয় তাহলে অনেক মজবুত হবে মনে হয়।
হিম
RIGHT
এই প্রথম মাটির বাড়ি দেখলাম😀 সত্যিই খুব ভাল লাগল👍 আপনাকে অসংখ্য ধন্যবাদ❤
বগুড়ার ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায মাটির ঘরের উপর নির্মিত প্রামাণ্যচিত্রটি সত্যিকার অর্থেই একটি ঐতিহাসিক দলিল। এ ঐতিহাসিক দলিলগুলোই এক সময় আমাদের পরবর্তী বংশদের শিকরের সন্ধানে সহায়তা করবে। সুন্দর একটি ভিডিও উপহার দেওয়ার জন্যে ধন্যবাদ।
এই বারের মত যদি আল্লাহর রহমতে দেশে আসতে পারি তাহলে বগুড়ার এই মাটির ঘর দেখতে যাবো...ইনশাআল্লাহ
আমার ও অনেক সখ দেখবো।
@@মিসসান্তনা আমার বাড়ি বগুড়া জেলার আদমদিঘী থানায় আমাদের ও মাটির বাড়ি।
খুভ ভাল খুভ ভাল চমৎকার দেখার মতো আমার অনেক পছন্দ হয়েছে
আপনার উপস্থাপনায় একটা আলাদা টান কাজ করে! আর আমার ইতিহাস আর প্রাচীন ভালো লাগে। তাই সব মিলিয়ে আপনি পুরা আমার জন্য ইউটিউবে একটা আলাদা ভালোলাগা।! ❤
Thx bhai
সত্তি মন জুড়িয়ে গেল গ্রামো পরিবেশ এবং মাটির বাড়ি দেকে।
অনেক ধন্যবাদ এবং ভালবাসা জানাই আপনাকে 🙏
Bugorar,, Manus অনেক ভালো,,,, তাদের ব্যবহার ও খুবি মিষ্টি,,,, মাটির মত ঠান্ডা মানুষ তারা,,,,,,
আমি ও বগুড়ার মেয়ে। আমাদেরও মাটির দোতলা বাড়ি 🏦🏦🏦🏦🇧🇩😭
এটা পশ্চিমবঙ্গের হুগলি, মেদিনীপুরে খুব সাধারণ একটি ব্যাপার। আমার নিজের মামা বাড়িতে এখনো একটি তিন তলা মাটির বাড়ি আছে।
pic den dekhi
😗
আমি দোতলা মাটির বাড়ির কথা শুনিনি। চট্টগ্রামে কখনো মাটির বাড়ি দেখিওনি। দেখার খুব ইচ্ছে ছিলো।
আমাদের ঘর হাওড়া জেলা আমাদের দুইতলা মাটির বাড়ি ছিলো
খুব সুন্দর এই video টি দেখলাম। ভালো লাগলো
মাটি আর মানুষের গল্প৷ 🇧🇩
বাস্তবে আমি কোনদিন মাটির ঘর দেখিনি৷ একদিন আপনাদের এলাকায় যেতে চাই। মাটির ঘরে থাকতে চাই। ইট কাঠের শহরে হাপিয়ে গিয়েছি৷
Bogurai chola asan???
Welcome chole asun
আপনি কোন দেশে থাকেন যে মাটির বাড়ি দেখেননি ???
চলে আসেন ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের , জেলা মুর্শিদাবাদ এর সাগরদীঘি গ্রাম ।।।
@@dipannitakundu2895 onek gramei ekhn matir ghor dekha jay na
আপনার মাধ্যমে প্রিয় প্রকৃতি দেখতে পাচ্ছি।ধন্যবাদ ভাই
ভাই আপনার ভিডিও সব সময় দেখি।ভালো লাগে।ইতিহাস প্রেমি
ধন্যবাদ। আমার নিজের দেশের ভিডিও বানানোর জন্য। আমি আমার দেশ বগুড়াকে ভিষণ ভালবাসি। খুব মিস করি।এই দেশের মাটি, পানি, গাছপালা, সবুজ ধানক্ষেত, আঁকাবাকা মেঠো পথ সব কিছু আমায় হাতছানি দিয়ে ডাকে সবসময়। শহরে থাকলেও গ্রাম এর কথা সবসময় মনে পড়ে। খুব ভালবাসি আমার জন্মভূমি বগুড়াকে।😍😍😍
Bangladesh ta onek sundor.. Al hamdulillah Allah pak er sukria amk ai desh a jormo dewar jonno. Al hamdulillah
খুব ভালো লাগলো ভিডিও টা। বাড়ি গুলোও খুব সুন্দর।
ধন্যবাদ আপনাকে এই ভিডিওটির জন্য । ইন্ডিয়া তে মেটিয়াবুরুজে এ ধরণের মাটির বুনট এর উল্লেখ করা হয়েছে যা কিনা গল্পে পড়েছিলাম, দেখার খুব ইচ্ছে ছিল ।
মেটিয়াবুরুজ মানে মাটির প্রসাদ যা কিনা মোঘল আমলে তৈরি ।
Khub bhalo laglo gram bangla dekhe. Lots of love From India🇮🇳🇮🇳
ভাই, সত্যি অবাক হলাম দেখে। মাটির একতলা বাড়ি দেখেছি।কিন্তু দুতলা বাড়ি এই প্রথম দেখলাম। প্রবাস থেকে
অনেক সুন্দর,,, মাটির বাড়ি,, একদিন চলে যেতে হবে,, সেই সারে তিন হাত মাটির বাড়িতে,,,
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় আমি মাটির দোতলা বাড়ি দেখেছি, ওগুলো টে খড়ের চাল দেখেছি, 4 বছর আগেই দেখেছি। 😊
উপস্থাপক ভাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক দিন পড়ে দেখলাম আমার বগুড়া শহর আমি অনেক মিস করি আমার বগুড়া শহরকে।
আমি গিয়েছিলাম "আদম দিঘি,খুব সুন্দর গ্রাম। ভিতরে ঢুকলে মনে হয়না, এটা মাটির বাড়ি! খুব মজার বিষয়
বাংলার কৃষ্টি-সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সম্বলিত প্রতিবেদন ও চমৎকার উপস্থাপন সব মিলিয়ে এক কথায় অসাধারণ।
Really, Bangladesh is so beautiful. Love from assam
খুব সুন্দর লাগে আমার মাটির বাড়ি.... ভালো লাগল বেশ
এই মাটির একটি আলাদা জাদু আছে। অজান্তেই বগুড়া ভাষার মিশ্রন চলে আসে।❤
প্রতিটা গলিতে সৃর্তী জরিয়ে আছে আমার মা মামা নানা আজ সকলের কথা মনে পড়ে গেলো।আজ দুনিয়াতে কেঊ বেচে নেই মা নানা বড় মামা।আল্লাহ যেনো তাদের কে বেহেশত দান করেন। আমিন
বগুড়া, রাজশাহী, এখান কার মানুষ খুবই ভদ্র, কথা বার্তা খুবই ভালো লাগে, ইনশাআললাহ বেচে থাকলে গুরতে যাবো,,,আমার বারি, ঢাকা নরসিংদী
ভাইয়া নরসিংদী কোন জায়গায় আপনার বাড়ি?
ধন্যবাদ ভাইয়া,, I am from Bogura
আপনার অতুলনীয় ভিডিওগুলি গ্রামীণ চিরাচরিত প্রাকৃতিক সৌন্দর্যে যেনো এক নতুন মাত্রা এনে দেয়।
বাড়ি বানানোর সম্পুর্ন প্রক্রিয়া, বর্তমান খরচ ও ভালো কারিগরের সন্ধান সহ একটা এপিসোড করলে ভালো হয়।
খুব সুন্দর গ্রাম... গ্রাম এর পরিবেশই অন্য রকম. দেখেই মনটা ভরে যায়
ভাই সুমন,
আমি ইন্ডিয়ার ঝাড়খন্ড রাজ্যে থাকি, এখানে ও গ্রামীণ এলাকা অনেক । তোমার এই চ্যানেল তা খুব ভালো লাগলো । আর ভিডিও বানাও, ভালো থেকো সুস্থ থেকো ।।
God bless you Das Bhai
Bangladesh theke
অপূর্ব সুন্দর, আমি মাঝো মাঝে চলো যাই মুর্শিদাবাদে,ওখানে গিয়ে দু দিন থাকি
ভিষণ ভালো লাগে।
উত্তর বঙ্গের মানুষেরা খুবই সরল এবং শান্তিপ্রিয়। তাদের সালাম জানাই।
ধন্যবাদ আপনাকে
সালাহ উদ্দিন ভাই ধন্যবাদ আপনাকে
গ্রাম বাংলার রুপ তুলে ধরার জন্য।
মাটির বাডিতে আমিও একদিন যাবো
আর কোন দিন পিরে আসবো না।😥😥
ভীষণ ভালো লাগল। এরকম বাড়ী কখনো দেখিনি। আপনাকে অনেক ধন্যবাদ।
এই মাটির বাড়ি আজ থেকে ১০ বছর পর আর সেই থাকবে না! কিন্তু আপনার এই ভিডিও বলে দিবে সেই পুরাতন দিনের কথা ভাইয়া 😍 সুস্থ থাকুন পরিবার নিয়ে সব সময় ভাইয়া 😍 আল্লাহ ভরসা
ভাইয়া আপনাকে অনেক অনেক সুকরিয়া। খুব ভালো লেগেছে। এটাই আমার বাংলার সুন্দর রুপ।
আমাদের বগুড়া নওগাঁ জেলা অনেক মাটির বাড়ি আছে তারা গরিব না ইচ্ছে করেই অনেক এ ইটের বাড়ি করেনা,,
আমাদের বাসা আত্রাই থানা আগে আমাদের মাটির দুই তালা বাড়ি ছিলো কি যে ভালো লাগতো যখন উপর তালাই জানালা টা খুলে দিয়ে পড়তে বসতাম মন জুড়ে যেতো শীতল বাতাস এ,,
আর এখন যখন আব্বু ইটের দালান ঘর করলো কোন শান্তি লাগেনা আগের মতো,,
right
BOGRA R NAOGAON 2 TA VINNO ZILA / R ATTRAY NAOGAON ZILAR VITOR PORE / APNI KI LIKTE KI LAKEN / AMAR BARI SANTAHAR / SOUDI AROB THEKE MOSARRAF HOSSEN /
প্লিজ আপু বলবেন ২ তলা একটা বাড়ি করতে কত টাকা খরজ হয়
@@honor7859 আমার দাদু বলতে পারবে উনি ত মারা গেছেন,
আমি কি ঘর তৈরি করেছি যে বলবো ভাইয়া।
@@mosarrafhossen64 yes...r bogura amader basa thake 30 minte time lage ti bolechi ok....
সত্যি কথা , গ্রামে মাটির বাড়ি দেখলে মন ভরে আর চোখ জুরায় ........ 👍🙏💝
কলকাতা
India te Ami kokono dekhine. But amader Bari matir 2.5 tola.
আমাদের নরসিংদীতেও একসময় এরকম মাটির তৈরী বাড়ি ছিলো। কালের বিবর্তনে আজ তা বিলুপ্ত।
Ami o narsingdi ty thaki....kinto afsos kicho e jani na .....asholy ghorer baire ar doniyata khob shondor...
@@farjanapinki4898 এখন তো সবই বিলুপ্ত
সুমন ভাইয়ের বাংলার ঐতিহ্য সম্বলিত ভিডিও গুলো অনেক ভালো লাগে।
ধন্যবাদ সুমন ভাই
সমস্যা মোবাইলের নেট পায় না। যাই হোক ভিডিওটি চমৎকার লাগলো। 💜💜
খুব সুন্দর একটি ভিডিও তৈরি করলেন যা থেকে অনেক কিছু শেখার আছে
আমদের এদিকে খড়ের ছাউনি বেশ কিছু রয়ে গেছে ভাই। মুর্শিদাবাদে।
Manos jato unnata haccha sabai nijer culturel bole gacche satti ki oshadharan Sundar ai prithivi ❤️❤️❤️❤️❤️❤️
ভাই আমি বগুড়া আদমদীঘির মেয়ে গ্রাম শিবপুর ভাই আপনাকে ধন্যবাদ এমন একটা ভিডিও দওয়ার জন্য
আপু শিবপুর কার মেয়ে আমার বাড়ি শিবপুর পূর্বপাড়া আমি ইতালি থাকি আপনার বাড়ি কোন পাড়া
মনি আপু,আমি আসতে চাই আর আপনাদের মাটির বাড়িতে থাকতে চাই।আপু আমি কি পারবো?
আমার বাসা সান্তাহার পোঁওতা
Akta 2 tala matir mari toire korte koto taka lage???
Darun darun.....asadharon ....mon vore gelo....
Well done salauddin sir
খুব সন্দর লাগলো গ্রামের ঐ মেঠো পথ,,
আপনার বাড়ি বগুড়া জানতাম না
আমি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলা থেকে বলছি।সুমনদার প্রতিটা উপস্থাপনা মন ছুয়ে যাওয়ার মতন।
সবসময় অপেক্ষা করি কখন আপনার ভিডিও পাবো।
কিন্তু এই পরিস্থিতির মধ্যে আপনি ট্রাভেল করছেন কিভাবে ভাই
নাইস নাইস ভাই অনেক থ্যাংক ইউ
এত সুন্দর ভিডিও করার জন্য অনেক থ্যাংক ইউ
আমি একজন প্যারিস ফ্রান্স প্রবাসী
আপনার এই ভিডিওটা আমি দেখছি অনেক অনেক সুন্দর লাগছে
এত সুন্দর ভিডিও করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
অনেক ভালো লাগলো হামার বারি মুরইল বাসস্ট্যান্ডে প্রবাস থেকে অনেক দিন পর পাসের গ্রাম দেখে মন ভরে গেল
চলে আসুন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ গ্রামের দিকে সব মাটির তিনতলা বাড়ি পাবেন কিন্তু সবাই কি গরিব বেশিবেশির ভাগ মানুষ কোটি টাকার মালিক সব সময় মাটির বাড়ি বলে গরিব মানুষ ভাববেন না
Khub sundor laglo video ta 👌👌
নওগাঁর পত্নীতলা উপজেলায় আপনার দাওয়াত রইলো।
এই পথম দেখলাম মাটির দুতলা ধন্যবাদ আপনাকে ভাই
এতো জানার পরে তাদেরকে দেখার ও শোনার ইচ্ছে জাগছে। দেওয়ালিরা এখন কোথায় , তাদের সাক্ষাৎকার চাই...
সত্যিই আমারও কথা বলতে ইচ্ছে করছে তাদের সাথে।
Chomotker..kub valo laglo...matir ghor amar vsn pocondo
আমি ঢাকার শনির আখরা এলাকায় আমার নানার বাড়িতে মাটির বাড়ি দেখেছি. দেয়ালগুলো তিন ফুট মোটা ছিলো. লোক দিয়ে দেয়ালে আলকাতরার প্রলেপ দেওয়া হতো. ছাদ হিসেবে মুলি বাঁশের কঞ্চি দেওয়া হতো. তবে কোনো এক কর্ণারে একটা দুই ফুট বাই দুই ফুট একটা ফুটো থাকতো অনেক টা স্টোর রুমের মতো. এটাকে স্থানীয় ভাষায় "কার" বলা হতো. যদিও সেখানে সিলিং ফ্যান থাকলেও খুব একটা ব্যবহার করতো না. আরেকটা স্মৃতি মনে আছে. মাটির ঘরের পাশ থেকে বিদ্যুতের জন্য আর্থিং নেওয়া হতো. ভোল্টেজ কম হলে সেখানে পানি ঢাললেই বেড়ে যেতো!! বিল্ডিং করা হলেও পুকুর, মাটির বাড়ি এগুলো টিকিয়ে রাখা হয়. সবশেষ 1996 এর দিকে শেষ মাটির ঘরটি ভেঙ্গে ফেলা হয়. প্রধান কারণ পরিচর্যা করার মতো পেশাদার লোক আর ছিলো না যারা দেয়াল লেপে দিত...
আপনার গ্রামের রাস্তাটা এত দৃষ্টিনন্দন যে আমার মন চাচ্ছে খালি পায়ে কাকডাকা ভোরে কিছুক্ষণ হাটি।
এই সুমন ভাই সময় টিভির সাংবাদিক, তা কি আপনার সবাই জানেন
G jane tene akhon chote te asen😀😀
কোথায় পাবো ঐ চ্যানেলটা?
Tene shomoy tv ar
ও
জি, দেখেছি উনাকে...........
আমি সামসুদ্দিন শেখ কলকাতায় থাকি, আপনার চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসের অনেক অজানা কথা জানতে পারি খুবই ভালো লাগে এবং আপনার ভাষা পরিবেশনের দক্ষতা অসাধারণ । এই Covid 19 সময় আপনি ভিডিও পরিবেশন করছেন ,আপনাকে অনেক ধন্যবাদ জানাই , ভালো থাকবেন ।
সুনামগঞ্জ এর ইতিহাস নিয়ে ভিডিও করেন ভাই। হাসন রাজা ও গৌরাঙ্গ এর বাবুর বাড়ি।
Jader mon boro tara kokhonoi gorib hotey paren na. Loads of love from Indian bengal. Beautiful village of Bangladesh.
খুব ভালো লাগলো video টি দেখে, অনেক অনেক শুভেচ্ছা রইলো।
বাড়ি গুলো খুব সুন্দোর দেখতে খুব ভালো লাগলো
প্রাণ জুড়িয়ে গেল ভাই আমার অস্তিত্বকে আপনার ছোট্ট এই ভিডিওটিতে দেখে। আমার শৈশব কেটেছে আদমদিঘীতে। সত্যি এতোটাই সাবলীল আপনার উপস্থাপনা যে শুধু মুগ্ধ হয়ে দেখলাম।
Onk iccha silo ei Bari gula dekhar .thx for this video
এত সুন্দর গ্রামটি দেখে মন জুড়িয়ে গেল.. অনেকটা সেই ছবিতে দেখা গল্প কবিতায় পড়া গ্রামগুলোর মতো.. কোনো দিন বাংলাদেশ যাওয়া হলে এই গ্রামে অবশ্যই যাবো..
অসাধারণ ভিডিও ভাই। অসাধারণ ডকুমেন্টারি। আমি যা যা দেখতে চেয়েছিলাম সবই পেয়েছি।
Suman baba tomar video gulo dekhe ami khub ananda pai.sustho theko , valo theko.
ঠিক যেনো মায়ের মমতাভরা ডাক। আপনি ভালো থাকবেন মাসীমা। আপনার কমেন্ট পড়ে মনটা ভরে গেলো। এমন মায়াভরা কথা বাংলা মায়ের পক্ষেই বলা সম্ভব।
অনেক ভালো লাগলো সুমন ভাই আপনার বাড়ি আদমদিঘী শুনে। আমার বাড়িও দুপচাঁচিয়া থেকে ১০ কিঃমিঃ পূর্বে শিবগঞ্জ উপজেলায়। মাটির বাড়ি নিয়ে আমিও অনেক গর্ববোধ করি।
আসসালামু আলাইকুম অনেক দিন পর মাটির বাড়ি দেখলাম ভালো লাগলো।
গ্রাম বাংলার ঐতিহ্য আহ।
আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে অনেক তথ্য জানতে পারছি এই বাংলার
সত্যি গ্রামের কথা কখনো ভোলা যায়না যাবেনা শৈশব,
খুব সুন্দর ভাবে বাংলা ভাষায় উপস্থাপনা করেছেন আমার কাছে খুব ভালো লেগেছে পুরো ভিডিওটি এবং আলোচনা
এই বাড়িগুলো দেখে খুব ভালো লাগলো ,,,আমার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা , আমাদের এলাকা তেও এই ধরনের মাটির বাড়ি অনেক রয়েছে ।।
মন শান্ত হয়ে গেল দেখে, ভারি সুন্দর 💚
গ্রামের যে প্রকৃত রুপ বৈচিত্র্য তাঁর সব কিছুই আছে দেখা যাচ্ছে। দোতলা বাড়ি তাও আবার মাটির তৈরি খুবই চমত্কার। ভ্যান গাড়িতে মানুষের যাতায়াত, ধানের খড় ! বাড়ির কোনে কবুতরের হাড়ি সত্যিই চমত্কার। বাড়ি গুলোর ভেতরেও তো দারুণ, এক একটা বাড়ি এতো দিন টিকে থাকে ! ? ধন্যবাদ সুমন ভাই এতো সুন্দর কিছু দেখানোর সুযোগ করে দেয়ার জন্য।
অনেক ধন্যবাদ মহসীন ভাই
My mother land bogura Dupchanchia ......from Malaysia.... thanks brother
মনজুরিয়ে গেলো ধন্যবাদ।
Darun. Our own house and Mamabari Dotola chilo. Darun.
খুব সুন্দর ভিডিও করেছেন সুমন ভাই। ধন্যবাদ ...........
অসাধারণ!! আমি মাটির বাড়ি বাংলাদেশের অনেক জায়গায় দেখেছি। এমনকি দোতলা মাটির বাড়িও দেখেছি। কিন্তু একটা এলাকার বৈশিষ্ট্যই হল দ্বিতল মাটির বাড়ি, এইটা এই ভিডিওতে না দেখলে জানতেই পারতাম না। ধন্যবাদ সালাউদ্দীন সুমনকে। এত সুন্দর আর তথ্যমূলক ভিডিও উপস্থাপন করার জন্য। আমাদের দেশের এক চমৎকার ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ।
গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ দেখেতো আমি স্মৃতিবেদনাতুর (নস্টালজিক) হয়ে গেলাম। যদিও ছয় মাস আগেও গ্রামে গিয়েছিলাম। বাংলাদেশের সব গ্রামেরই কিছু বৈশিষ্ট্য একিরকম। তাই মেঠো পথটা আমার নিজের গ্রামের কথা মনে করিয়ে দেয়। আফসোস জীবিকার তাগিদে পড়ে আছি এই ইট-পাথরের শহর, ঢাকায়। তবে ইনশাআল্লাহ শীঘ্রই যেতে পারব আমার প্রাণের গ্রামে (ফরিদগঞ্জ, চাঁদপুর)।
ভিডিওতে সবচেয়ে বেশি ভাল লেগেছে মাটির হাড়ি দিয়ে কবুতর পালন। দেখি আমার এলাকায় এই ফর্মুলা কাজে লাগে কিনা!! আর মাটির ঘরের ভিতরের অবস্থাও নজরকাড়া। বুঝার উপায় নাই যে ঐটা পাকা বাড়ির ভিতর না মাটির ঘরের।
সবশেষে আবারও ধন্যবাদ এই রকম অসাধারণ কন্টেন্ট আমাদের উপহার দেয়ার জন্য। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও পাব!!
জনাব সালাউদ্দিন সুমন,
আসসালামুআলাইকুম
অ-সাধারণভাবে মুগ্ধ হবার মতো উপস্থাপনা আপনার আমি সাধারণত নিয়মিত গ্রাম বাংলার উপর নির্মিত বিভিন্ন প্রতিবেন বা ভ্রমণ বিষয়ক প্রতিবেন নিয়মিত দেখি একটা সময় ছিল, যখন বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াই ছিল আমার একমাত্র নেশা বাংলাদেশের প্রায় ৫০টিরও বেশী জেলা ঘোরার সৌভাগ্য আমার হয়েছে আমাদের সেই সময়টাতে মোবাইলের প্রযুক্তি ছিলনা এমনকি কখনো কখনো একটা ক্যামেরা জোগাড় করাও ছিল সাধ্যাতীত
জিঞ্জিরা প্রাসাদের উপর নির্মিত আপনার প্রতিবেদন আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে যতক্ষন প্রতিবেদনটা দেখেছি, কেমন যেন একটা শুন্যতা ঘিরে রেখিছিল আমাকে আমাদের রাজপ্রাসাদগুলোও ভুমি দস্যুদের কাছে নিরাপদ না
আমি একজন প্রবাসি আমার পেশা শিক্ষকতা আমার ইচ্ছে, দেশে গেলে যদি কখনো সুযোগ হয়, আপনার সাথে কোন একটা স্থানের প্রতিবেদনের সফর সঙ্গী হই......
ভাল থাকবেন
অনেক অনেক ভাল থাকবেন
অনেক অনেক অনেক শুভকামনা আপনার জন্য
আমার শ্বশুর বাড়ি বগুড়া। ওনার মাটির ঘর। খুবই সুন্দর। গরম ও শীতে খুব আরামদায়ক। ধন্যবাদ
Gramer pothe sob thaike moja lage hoilo gorur garite. Bahu bachhar aage Jalpaguri te maa er mama r bari jaoyar samai uthchhilam, takhan khub chhoto chhilam. Darun mojar jotsna raate
Mashallah... mon khusi hoyegalo
Alhamdulillah. Oneek valo laglo bole bujabar motona.....ai protom dekhlam matir ai du tola barii
ভালো লাগলো আপনার ভিডিওটি। নতুন কিছু জানা গেল, দেখা গেল।
প্রানের আরাম মনের শান্তি।ভারত থেকে সমিরন।ধন্যবাদ আপনাকে এমনভাবে দ্যাখানর জন্য।
ওয়াও অনেক সুন্দর লোড করলাম পরে দেখবো
গ্রাম বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রামাণ্য চিত্রগুলো স্বচক্ষে দেখে আসলেই মনটা ভরে যায়..... সেই সাথে অসাধরণ ভাষা শৈলীর উপস্থাপনা! আমি বাংলা মায়ের সন্তান..... আহা মনে কি যে গর্ব হয় তা ভাষায় প্রকাশ করতে পারবোনা। অনেক অনেক ধন্যবাদ ও নিরন্তর শুভকামনা সুমন ভাই, এরকম আরও ভিডিও চাই।
খুব ভালো লাগলো, প্রতিবেদনটি