আমাদের বিশাল গ্রাম জুড়ে প্রায় ৩ হাজার মানুষের বসবাস। ধরতে গেলে ৩০% এর মতো হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে । জন্মের পর থেকে এতো বড়ো হয়ে গেলাম কখনো হিন্দু মুসলিম কোনো বিভেদ দেখিনি। আপনজনের মতো মিশে গেছে আমাদের সাথে! বিপদে আপদে সবাই মিলে মিশে এগিয়ে আসে। চাইলেও তাদের আলাদা করা যাবে না ❤
সালাউদ্দিন সুমন ভাই এর তৈরী ভিডিও দেখে বাংলাদেশের মানুষের জীবন ও উৎসব দেখতে পাই আর বাবা ও মায়ের জন্ম ভূমির কথা যা তাঁদের মুখে শুনেছিলাম তার কথা মনেপড়ে যায়,আর মাঝেমধ্যেই আবেগ প্রবণ হয়েযাই,আপনার পরিবেশনা অতি সাধারণ অথচ অতি আন্তরিক, আপনার কথা শুনতে শুনতে মনে পড়ে যে বাঙালরা খুব আন্তরিক, (বাবা মার কথা)তখন ধর্ম কার কি মনেই আসেনা।আপনি ভালো থাকুন আর দীর্ঘ জীবি হোন।
আমি যখন খুব ছোট ছিলাম আব্বুর সাথে এই মেলায় যাইতাম,আর এসব নাচ দেখে কিছুটা ভয় ও পেতাম তখন। আমিও আপনার মত ১২-১৫ বছর পর এই মেলা দেখলাম, আমি ভুলেই গিয়েছিলাম এই মেলার কথা,স্মৃতি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মেলা হচ্ছে মানুষের মিলনক্ষেত্র। যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষ মিলে একাকার হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়। অনেক দিন ধরে আমের ভিডিও দেখছি। আজকে একটু আলাদা একটা ভিডিও দেখে খুব ভালো লাগলো। ভালো থাকবেন সালাউদ্দিন ভাই।
আজ থেকে ১০০ বছর পর সুমন ভাই এর উপস্থাপন শৈলি এবং ডকুমেন্টারি গবেষণার বিষয় হবে তখনকার জেনারেশনের জন্য ✌️✌️✌️✌️জত সামান্য বিষয় কে প্রানবন্ত করা একমাএ সুমনভাই এর দারা ই পসিবল❤❤❤ শুনতেই ভাললাগে কি অদ্ভুত সুন্দর
সুমন ভাই আমি আপনার প্রায় সব ভিডিও গুলোই দেখি, বাংলাদেশের গ্রাম গঞ্জ আমার খুব ভালো লাগে।ভাবি বাংলাদেশের সবাই যদি আপনার মত উদার আর খোলা মনের হত তাহলে আমার খুব ভালো লাগতো।
অসাধারণ সুন্দর দৃশ্য এইরকম সুন্দর উপস্থাপনা, সালাউদ্দিন সুমন ভাইয়ের পক্ষেই সম্ভব, মিশে থাকুক মানুষের সাথে মানুষের হৃদয়, জাতি ধর্ম দিয়ে নয়, বরং যার যার ধর্ম তাঁর তাঁর অন্তরে, অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য,
💗সবার উপর মানুষ সত্য তাহার উপর কেহ নাই, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান 💗💗আসুন আমরা কোন হিংসা করবো না কিসের হিংসা আজকে মরলে কালকে দুদিন, এই পৃথিবী থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো না যেটা নিয়ে যেতে পারবো সেটা হলো মানুষের ভালোবাসা, তবে এই ভালোবাসা পাওয়া এত সহজ নয় ভালো কর্মে ভালো ফল আর খারাপ কর্মে খারাপ ফল, তাই সবাই সাথে ভালো ব্যবহার করবো যেনে মরার পর কেউ না বলতে পারে ওই লোকটা খারাপ লোক ছিলো, তাই বাজে কোন কাজ করবো না, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই , সবাই জন্য রইল অনেক অনেক ভালোবাসা, 💗 আর সুমন ভাই আপনার মতন মানুষ আছে বলে পৃথিবী টা এতো সুন্দর, আপনি সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন, অনেক অনেক ভালোবাসা রইল দাদাভাই 💗💗
@@ratonmia8123 ভাই আমাদের ইসলাম ধর্ম আল্লাহর দাওয়া মানুষ বানায়নি ,,,বরং মানুষের কাছে পৌঁছে দিতে যুগে যুগে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দায়িত্ব আরোপিত হয় । আশা করি অল্পতেই বুঝতে পেরেছেন।আমি বেশি বেক্ষা দিতে পারলাম না আর ।
😌💞🇮🇳🇮🇳এসব মেলা দেখা অনেক ভালো লাগে ভাইয়া এবং হিন্দু মুলমানের মিলন ও সুন্দর ভাবে ফুটে উঠে অনেক ভালো লাগলো ভাইয়া ❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤝🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আহা কতোদিন পর আজ একটু শান্তি করে ভাইয়ের ভিডিও দেখছি যা গরম পরেছিলো কলকাতায় আমের সব গুলো ভিডিও দেখেছি বৌ নিয়ে আম বাগান ঘুরেছো ভাই এইবার প্রচুর আম হয়েছে 40 50 টাকা ভালো ভালো হিমসাগর আম কলকাতায় ভালো থেকো ভাই টাটা গুড নাইট
ভাই আপনার কথা উপস্থাপন আমার এতো ভালো লাগে তা ভাষাই প্রকাশ করতে পারবোনা।আপনাকে খুব কাছে থেকে একটু দেখব তা আমার অনেক দিনের ইচ্ছে।আমাদের বাড়ি পাশাপাশি হলেও চেনাযানা নাই বলে মনে হয় না জানি কতদূর।
সুমন ভাই আমিও সুমন বলছি ইন্ডিয়া থেকে আমাদের এখানেই পুজোটা হয় এটাকে চরক পূজা বলা হয় এখানে মহাদেব গরি গঙ্গা হনুমান এবং পাগলি নিত্য করে চাঁদা তুলে অনুষ্ঠান করা হয় খুব অসাধারণ একটি দৃশ্য আজ সাবস্ক্রাইব করলাম মূল্যবান বক্তব্য রেখে গেলাম😅
খুবই ভালো লাগল ভিডিওটা দেখে। সুন্দর উপস্থাপন আর পবিত্র অনুভূতিপূর্ণ ইমোশন, শৈশব স্মৃতি। আরো ভালো লাগল এই অসম্প্রদায়িক চেতনা ও মিলন মেলা। এভাবে আমার দেশের মেলবন্ধন তুলে ধরুন, এগিয়ে যান। শুভকামনা রইল♥ #sk_bangla_18
বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে আপনার মতো ইউ টিউবারের ভূমিকা থাকাটা প্রয়োজন। এধরণের ভিডিও আরোও করুন। ধর্ম চেতনা থাকা ভালো, কিন্তু ধর্মকে সার্বভৌম অধিকার দিলে সেটা মানবতার পরিপন্থী হয়। আপনার কাছে এ ধরনের সৃষ্টির প্রত্যাশায় থাকলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
আমাদের বিশাল গ্রাম জুড়ে প্রায় ৩ হাজার মানুষের বসবাস। ধরতে গেলে ৩০% এর মতো হিন্দু সম্প্রদায়ের মানুষ বাস করে । জন্মের পর থেকে এতো বড়ো হয়ে গেলাম কখনো হিন্দু মুসলিম কোনো বিভেদ দেখিনি। আপনজনের মতো মিশে গেছে আমাদের সাথে! বিপদে আপদে সবাই মিলে মিশে এগিয়ে আসে। চাইলেও তাদের আলাদা করা যাবে না ❤
মিশে থাকুক মানুষের সাথে মানুষের সম্পর্ক । ধর্ম থাকুক অন্তরে। ধন্যবাদ সুন্দর ভিডিওর জন্য
Thanks.
সালাউদ্দিন সুমন ভাই এর তৈরী ভিডিও দেখে বাংলাদেশের মানুষের জীবন ও উৎসব দেখতে পাই আর বাবা ও মায়ের জন্ম ভূমির কথা যা তাঁদের মুখে শুনেছিলাম তার কথা মনেপড়ে যায়,আর মাঝেমধ্যেই আবেগ প্রবণ হয়েযাই,আপনার পরিবেশনা অতি সাধারণ অথচ অতি আন্তরিক, আপনার কথা শুনতে শুনতে মনে পড়ে যে বাঙালরা খুব আন্তরিক, (বাবা মার কথা)তখন ধর্ম কার কি মনেই আসেনা।আপনি ভালো থাকুন আর দীর্ঘ জীবি হোন।
আমি যখন খুব ছোট ছিলাম আব্বুর সাথে এই মেলায় যাইতাম,আর এসব নাচ দেখে কিছুটা ভয় ও পেতাম তখন।
আমিও আপনার মত ১২-১৫ বছর পর এই মেলা দেখলাম, আমি ভুলেই গিয়েছিলাম এই মেলার কথা,স্মৃতি।
আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সব কিছু ছাপিয়ে বাবা- ছেলে কথোপকথন অসাধারণ। ❤
ধন্যবাদ, অস্প্রদায়িক চেতনায় গ্রামীন ঐতিহ্য তুলে ধরার জন্য
মেলা হচ্ছে মানুষের মিলনক্ষেত্র। যেখানে জাতি-ধর্ম নির্বিশেষে সকল মানুষ মিলে একাকার হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়। অনেক দিন ধরে আমের ভিডিও দেখছি। আজকে একটু আলাদা একটা ভিডিও দেখে খুব ভালো লাগলো। ভালো থাকবেন সালাউদ্দিন ভাই।
পাশের থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা💕
সুমন ভাই আপনার উপস্থাপনা খুব সাবলীল ও মার্জিত, পশ্চিমবঙ্গ, ভারত থেকে, আপনার আরও শ্রী বৃদ্ধি হোক 🙏
এ যেন অস্প্রদায়িক বাংলার এক অনন্য উদাহরণ 🥰...।ধন্যবাদ, সুমন ভাই❤
আসতাগফিরুললাহ। আল্লাহ আমাকে সবাই কে হেদায়েত দান করুক সঠিক পথে।
অসাধারণ প্রবাস থেকে দেখতেছে প্রবাস থেকে দেখলে অনেক কষ্ট লাগে গ্রামের দৃশ্য গুলো
মেলার অর্থই মিলন ক্ষেত্র
সেটা হোক অত্র তত্র।
উৎসব মুখর গ্রাম বাংলা উৎসব মুখর মানুষ
সার্বিক মিলনের মহান ক্ষেত্র সবাই করে চাক্ষুষ।
খুব ভালো লাগলো আপনার সঙ্গে আপনার প্রিয় উৎসব
আমরাও হলাম সামিল আনন্দ পেলাম
ভালো থাকুক সব।
ধন্যবাদ সুমন ভাই ।ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।
ভালো থাকবেন, প্রিয় দাদা💕
আহ্। কি দারুণ। সালাউদ্দিন সুমন ভাইয়ের আরও একটা ভিডিও। অসাধারণ। সত্যিই অসাধারণ।
❤❤❤❤❤আমার প্রিয় বড় দাদা সুমন।তুমি খুব ভালো মনের মানুষের পরিচয় দিয়েছো।
সত্যিই অসাধারণ এক পৌরাণিক ধাচের অভিজ্ঞতা পেলাম। ধন্যবাদ সুমন ভাইকে❤
সুমন ভাই, আপনার ভিডিওতে ফুটে ওঠে অসাম্প্রদায়িকতা ও সম্প্রতির চিত্র। ❤
Long live our traditional folks culture and our trusted communal harmony,Suman Bhai❤😊From India west bengal🇮🇳🇧🇩
সুমন বাবুকে অসংখ্য ধন্যবাদ। বাংলার ঐতিহ্য এভাবে তুলে ধরার জন্য। 🙏
❤️ From kolkata
Excellent.Thank you Suman Bhai.
আজ থেকে ১০০ বছর পর সুমন ভাই এর উপস্থাপন শৈলি এবং ডকুমেন্টারি গবেষণার বিষয় হবে তখনকার জেনারেশনের জন্য ✌️✌️✌️✌️জত
সামান্য বিষয় কে প্রানবন্ত করা একমাএ সুমনভাই এর দারা ই পসিবল❤❤❤ শুনতেই ভাললাগে কি অদ্ভুত সুন্দর
Osadharon vaiia khob Valo akta oposthapona
গ্রামীন ভিডিও গুলো দেখতে অনেক বেশি ভালো লাগে❤ তোমার সব ভিডিও গুলো মনোযোগ দিয়ে দেখি আমরা সবাই😊
অনেক ধন্যবাদ💕
আমিও নিয়মিত আপনার কমেন্ট পড়ি। ভালো লাগে। ভালো থাকুন সব সময়।
Vai. Amader comment poren na keno.
আপনার এই গ্রাম বাংলার মেলার ভিডিও গুলা আমার খুবই ভালো লাগে❤❤❤
সুমন ভাই আমি আপনার প্রায় সব ভিডিও গুলোই দেখি, বাংলাদেশের গ্রাম গঞ্জ আমার খুব ভালো লাগে।ভাবি বাংলাদেশের সবাই যদি আপনার মত উদার আর খোলা মনের হত তাহলে আমার খুব ভালো লাগতো।
অসাধারণ সুন্দর দৃশ্য এইরকম সুন্দর উপস্থাপনা, সালাউদ্দিন সুমন ভাইয়ের পক্ষেই সম্ভব, মিশে থাকুক মানুষের সাথে মানুষের হৃদয়, জাতি ধর্ম দিয়ে নয়, বরং যার যার ধর্ম তাঁর তাঁর অন্তরে, অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটা তথ্য দেওয়ার জন্য,
খুব ভালো লাগলো ভিডিওটা দেখে, আমি সব সময় গ্রামীন পরিবেশের ভিডিও দেখতে পছন্দ করি, আর সেই ভিডিও যদি হয় সুমন ভাইয়ের তাইলে তো কথাই নাই, ❤❤❤
💗সবার উপর মানুষ সত্য তাহার উপর কেহ নাই, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান 💗💗আসুন আমরা কোন হিংসা করবো না কিসের হিংসা আজকে মরলে কালকে দুদিন, এই পৃথিবী থেকে আমরা কিছু নিয়ে যেতে পারবো না যেটা নিয়ে যেতে পারবো সেটা হলো মানুষের ভালোবাসা, তবে এই ভালোবাসা পাওয়া এত সহজ নয় ভালো কর্মে ভালো ফল আর খারাপ কর্মে খারাপ ফল, তাই সবাই সাথে ভালো ব্যবহার করবো যেনে মরার পর কেউ না বলতে পারে ওই লোকটা খারাপ লোক ছিলো, তাই বাজে কোন কাজ করবো না, আমরা হিন্দু মুসলিম সবাই ভাই ভাই , সবাই জন্য রইল অনেক অনেক ভালোবাসা, 💗 আর সুমন ভাই আপনার মতন মানুষ আছে বলে পৃথিবী টা এতো সুন্দর, আপনি সব সময় ভালো থাকুন সুস্থ থাকুন, অনেক অনেক ভালোবাসা রইল দাদাভাই 💗💗
সুমন দাদা মানেই বাংলার মুখ
খুব ভালো লাগলো হিন্দু মুসলমানদের মিলন মেলা দেখে। এমনটা সবসময় দেখতে পেলে আরও লাগতো।
সুমন ভাই ❤❤,,, আপনার ভিডিও গুলো অনেক ভালো লাগে
দেখে চোখ জুড়িয়ে গেল ❤
পাঁঠার মাংশ দেখে সুমন দার জিভে কিন্ত পানি আসছিল.
দাদা খুব ভালো লাগলো
হিন্দু মুসলিম মিলন মেলা
দেখে
🎉লম্বা জিহ্বা সুন্দরী নাচ আমার ভালো লাগল😂😂😂
গম্ভীরা খেলা! ছোটবেলায় চৈত্রের দুপুর/ বিকেলে আসতো! খুব ভয় পেতাম। তবে এখন বিলুপ্ত প্রায়। ধর্মীয় ভাবেও এই খেলার গুরুত্ব ছিলো অনেক। মা কালী, শিব, ভক্ত!
খুব ভালো লাগলো, আগামী দিনেও যেন বাংলাদেশে এই সুমধুর সৌহার্দ্য ও সম্পৃতি বজায় থাকে সেটাই কাম্য।
Beautiful Presentation, Salahuddin.
ধর্ম এমনই হওয়া উচিত। যার যার ধর্ম সে সে পালন করতে হবে। আগে বলতে হবে সবাই মানুষ, পরে ধর্ম।
আগে ধর্ম পরে মানুষ
@@mdshamim-uj4dv একটা বিষয় বলুনত মানুষ ধর্ম বানাইছে না ধর্ম মানুষ বানাইছে। আপনি যে ব্যাখা দিবেন আমি সেটাই মেনে নিব।
@@ratonmia8123 ভাই আমাদের ইসলাম ধর্ম আল্লাহর দাওয়া মানুষ বানায়নি ,,,বরং মানুষের কাছে পৌঁছে দিতে যুগে যুগে নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দায়িত্ব আরোপিত হয় । আশা করি অল্পতেই বুঝতে পেরেছেন।আমি বেশি বেক্ষা দিতে পারলাম না আর ।
@@ratonmia8123 Hindu dormo kader bananu seta Jani na. Tove Muslim dormo konu manusher bananu dormo Noy.
আপনি মনে হয় করস প্রজাতির নয়তো ধর্ম কে আবার পরে বলেন কি করে?
সালাউদ্দিন সুমন মানেই মন জুড়ানো শান্তির কিছু বার্তাবহ
ছবি।(from W.B. India.)
অসাধারণ সুমন ভাই:গ্রেট।
মেলা দেখানো জন্য আপনাকে ধন্যবাদ,,
আপনি অসাধারণ ❤। আপনার দীর্ঘায়ু কামনা করছি
অনেক ধন্যবাদ। আপনারও সুস্বাস্থ্য কামনা করি।💕
😌💞🇮🇳🇮🇳এসব মেলা দেখা অনেক ভালো লাগে ভাইয়া এবং হিন্দু মুলমানের মিলন ও সুন্দর ভাবে ফুটে উঠে অনেক ভালো লাগলো ভাইয়া ❤ 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤝🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩
আপনার কথা শুনলেই মন ভরে যায়❤from Rajshahi
বেশ দারুন লেগেছে,, ভালোবাসা অবিরাম 🥰🥰🥰
এত সুন্দর গ্রামে আপনার শৈশব কেটেছে! আপনার রুচী এবং অসাম্প্রদায়ীকতার উৎস আজ বুঝলাম।
These are ancient religious rituals of this Sob-continent. Wonderful.
অনেক সুন্দর উপস্থাপনা করেছেন।❤❤❤❤
সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের সংখ্যালঘুদের প্রতি অনেক দায়িত্ব বোধ ও কর্তব থাকা উচিত ঠিক বড় ভাইয়ের নৈতিক দায়িত্ব ও কর্তব্যের মতো।🙏🙏🙏❤❤
Many thanks to Suman Bhai for your excellent video I am watching from India
আহা কতোদিন পর আজ একটু শান্তি করে ভাইয়ের ভিডিও দেখছি যা গরম পরেছিলো কলকাতায় আমের সব গুলো ভিডিও দেখেছি বৌ নিয়ে আম বাগান ঘুরেছো ভাই এইবার প্রচুর আম হয়েছে 40 50 টাকা ভালো ভালো হিমসাগর আম কলকাতায় ভালো থেকো ভাই টাটা গুড নাইট
অপূর্ব সুন্দর। কোচবিহার, পশ্চিম বঙ্গ থেকে
এটাই বাংলাদেল হিন্দু মুসলমান মিলে মিশে থাকি,সুধু রাজনৈতিক দলের নেতা দের জন্য অসানতি হয়
আপনার গ্রামীণ ভিডিও গুলো আমি নিয়মিত দেখি, খুব ভালো লাগে আপনার ভিডিও ধারণ এবং কথা গুলো।
অনেক ধন্যবাদ💕
ভাই আপনার কথা উপস্থাপন আমার এতো ভালো লাগে তা ভাষাই প্রকাশ করতে পারবোনা।আপনাকে খুব কাছে থেকে একটু দেখব তা আমার অনেক দিনের ইচ্ছে।আমাদের বাড়ি পাশাপাশি হলেও চেনাযানা নাই বলে মনে হয় না জানি কতদূর।
Khudi Valo ,,,khud sundor
Tar thekeo besi sundor tomar uposthapona ❤
Salauuddin sumon vai manei osadharon presentation
just 💯💯
অনেকদিন অপেক্ষা করলাম এই ভিডিওর জন্য❤
এই সম্প্রীতি দেখলে খুব ভালো লাগে ।
ভাবিকে আপনার সাথে দেখে খুবই ভালো লাগছে।
সুমন ভাই আমিও সুমন বলছি ইন্ডিয়া থেকে আমাদের এখানেই পুজোটা হয় এটাকে চরক পূজা বলা হয় এখানে মহাদেব গরি গঙ্গা হনুমান এবং পাগলি নিত্য করে চাঁদা তুলে অনুষ্ঠান করা হয় খুব অসাধারণ একটি দৃশ্য আজ সাবস্ক্রাইব করলাম মূল্যবান বক্তব্য রেখে গেলাম😅
Khubee chomotkar 👌
সুমন ভাই আপনার ভিডিও সবসময় দেখি একবার আমাদের ময়মনসিংহের ফুলবাড়িয়ার হুম গুটি খেলা দেখাবেন
অপরুপ সুন্দর বাংলার মেলা গুলো
Onek din por tomtom gari deklam dada khub valo lage.
#INDIA THAKE😍👩🏭
খুব মনমুগ্ধ্কর, এভাবে বেঁচে থাকুক সবাই মিলেমিশে একাকার হয়ে ।
অনেক দিন জ্ঞাপ ছিল, প্রিয় ভাই খুব ভাল লাগলো
Aro amon dhoroner video chai
আজকের পরিবেশনা খুব ভালো লাগলো
খুবই ভালো লাগল ভিডিওটা দেখে। সুন্দর উপস্থাপন আর পবিত্র অনুভূতিপূর্ণ ইমোশন, শৈশব স্মৃতি। আরো ভালো লাগল এই অসম্প্রদায়িক চেতনা ও মিলন মেলা। এভাবে আমার দেশের মেলবন্ধন তুলে ধরুন, এগিয়ে যান। শুভকামনা রইল♥
#sk_bangla_18
Ato valo laglo dekhe mon vore gelo ❤
Amar pran er Bangladesh ❤ Murshidabad theke 😊
আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আমি আপনার পাশের গ্রামের শিবপুরের মেয়ে ভিডিওটা দেখে খুব ভালো লাগছে
Suman da you choice of contents are really unique and amazing.
অনেকদিন পর টমটম গাড়ি দেখলাম। ধন্যবাদ সুমন ভাইকে।
আনেক সুন্দর সুমন ভাই
big fan vi❤❤
ভালো লেগেছে
সত্যি বাংলাদেশ bangladesai আধুনিক বটে আবার পুরোনো অথিজ্য বজায় আছে
ইচ্ছা হয় বাংলাদেশের গ্রাম ঘুরতে যাব কিন্তু নিয়মের বেড়াজালে হয়না
Sotty bangali der eta anek baro gun dharmo niye Kno vabna nei🤗
অসাধারণ
শুনেছি অনেক ভাইয়ের ভিডিও দ্বারা স্বচক্ষে দেখলাম ❤️
ধন্যবাদ সুন্দর ভিডিওর জন্য😍🍭🍭
Love from Tripura❤️💕❤️
অনেক সুন্দর লাগছে
Beautiful presentation
দারুণ মজা পাইলাম সুমন ভাই
আমাদের প্রানের শহর বগুড়া ❤️❤️
Assam mangaldai থেকে অভিনন্দন থাকলো❤❤💓
অনেক সুন্দর লাগছে ❤
সুমন ভাই আপনার ভিডিও গুলো অপেক্ষা ছিলাম।।। আমি প্রথম কমেন্ট করছি❤❤❤❤
Ami india theke bolchi west bengal
Apnar video na dekhle mone hoy kichu akta Miss korchi
Onek onek subeccha roilo sumon bhai apnar video r jonno
অনেক ধন্যবাদ ও শুভকামনা💕
Thank you for your video
অসাধারণ সুমন ভাই চরখানপুরে ভিডিও চাই ❤❤❤❤
Khub Sundor.
ভাই ❤, আপনার উপস্থাপন অনেক সুন্দর
অসাধারণ ❤❤❤
VERY IMPRESSED FOR YOUR VIDEOS SHOWING HINDU CULTURE IN BANGLADESH......
খুব সুন্দর 💗
বাংলাদেশে অসাম্প্রদায়িক চেতনার বিকাশে আপনার মতো ইউ টিউবারের ভূমিকা থাকাটা প্রয়োজন। এধরণের ভিডিও আরোও করুন। ধর্ম চেতনা থাকা ভালো, কিন্তু ধর্মকে সার্বভৌম অধিকার দিলে সেটা মানবতার পরিপন্থী হয়। আপনার কাছে এ ধরনের সৃষ্টির প্রত্যাশায় থাকলাম। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
Hi sumon vai My name is KR Moniraj Dev From Thakurgaon Bangladesh I love you
ভালোবাসা অনেক❤️
অসাধারণ লাগলো
Onek sundor hoice chachu💝💝valo basha thakbe sob somoy 💝💝
ভালো থেকো রিফাত। ওইদিন তুমি অনেক সময় দিয়েছো😊
@@SalahuddinSumon oi ta kono bepar na chachu...somoy diye amar o onek valo lagce...ecche kore aro kisu somoy dite 💝💝🥰
Vishon sundar gram.