তাফসীরটি শুনে মনটা ভরে গেল || ক্বওমে লূত ও নূহ জাতির ধ্বংসের ইতিহাস || Allama Mozammel Haque Tafsir
ฝัง
- เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024
- সূরা যারিয়াত এর ধারাবাহিক তাফসীর, পর্ব-৩ , আয়াত : ২৪-৩৭ || Surah Jariyat Tafsir : 24-37 || অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হক || Mozammel Haque Barisal || Tahjib Center.
#tahjibcentermozammelhaque
Stay tuned by subscribing to our channel to hear more new Waz mahfil, tafsir mahfil, hamd-naat / Islamic music, and recitation of the Holy Quran.
আজকের তাফসীরের উল্লেখিত আয়াত ও অনুবাদ
সুরা যারিয়া’ত
هَلْ أَتَاكَ حَدِيثُ ضَيْفِ إِبْرَاهِيمَ الْمُكْرَمِينَ
আপনার কাছে ইব্রাহীমের সম্মানিত মেহমানদের বৃত্তান্ত এসেছে কি? [সুরা যারিয়া’ত - ৫১:২৪]
إِذْ دَخَلُوا عَلَيْهِ فَقَالُوا سَلَامًا قَالَ سَلَامٌ قَوْمٌ مُّنكَرُونَ
যখন তারা তাঁর কাছে উপস্থিত হয়ে বললঃ সালাম, তখন সে বললঃ সালাম। এরা তো অপরিচিত লোক। [সুরা যারিয়া’ত - ৫১:২৫]
فَرَاغَ إِلَى أَهْلِهِ فَجَاء بِعِجْلٍ سَمِينٍ
অতঃপর সে গ্রহে গেল এবং একটি ঘৃতেপক্ক মোটা গোবৎস নিয়ে হাযির হল। [সুরা যারিয়া’ত - ৫১:২৬]
فَقَرَّبَهُ إِلَيْهِمْ قَالَ أَلَا تَأْكُلُونَ
সে গোবৎসটি তাদের সামনে রেখে বললঃ তোমরা আহার করছ না কেন? [সুরা যারিয়া’ত - ৫১:২৭]
فَأَوْجَسَ مِنْهُمْ خِيفَةً قَالُوا لَا تَخَفْ وَبَشَّرُوهُ بِغُلَامٍ عَلِيمٍ
অতঃপর তাদের সম্পর্কে সে মনে মনে ভীত হলঃ তারা বললঃ ভীত হবেন না। তারা তাঁকে একট জ্ঞানীগুণী পুত্র সন্তানের সুসংবাদ দিল। [সুরা যারিয়া’ত - ৫১:২৮]
فَأَقْبَلَتِ امْرَأَتُهُ فِي صَرَّةٍ فَصَكَّتْ وَجْهَهَا وَقَالَتْ عَجُوزٌ عَقِيمٌ
অতঃপর তাঁর স্ত্রী চীৎকার করতে করতে সামনে এল এবং মুখ চাপড়িয়ে বললঃ আমি তো বৃদ্ধা, বন্ধ্যা। [সুরা যারিয়া’ত - ৫১:২৯]
قَالُوا كَذَلِكَ قَالَ رَبُّكِ إِنَّهُ هُوَ الْحَكِيمُ الْعَلِيمُ
তারা বললঃ তোমার পালনকর্তা এরূপই বলেছেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞ। [সুরা যারিয়া’ত - ৫১:৩০]
قَالَ فَمَا خَطْبُكُمْ أَيُّهَا الْمُرْسَلُونَ
ইব্রাহীম বললঃ হে প্রেরিত ফেরেশতাগণ, তোমাদের উদ্দেশ্য কি? [সুরা যারিয়া’ত - ৫১:৩১]
قَالُوا إِنَّا أُرْسِلْنَا إِلَى قَوْمٍ مُّجْرِمِينَ
তারা বললঃ আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, [সুরা যারিয়া’ত - ৫১:৩২]
لِنُرْسِلَ عَلَيْهِمْ حِجَارَةً مِّن طِينٍ
যাতে তাদের উপর মাটির ঢিলা নিক্ষেপ করি। [সুরা যারিয়া’ত - ৫১:৩৩]
مُسَوَّمَةً عِندَ رَبِّكَ لِلْمُسْرِفِينَ
যা সীমাতিক্রমকারীদের জন্যে আপনার পালনকর্তার কাছে চিহি?ত আছে। [সুরা যারিয়া’ত - ৫১:৩৪]
فَأَخْرَجْنَا مَن كَانَ فِيهَا مِنَ الْمُؤْمِنِينَ
অতঃপর সেখানে যারা ঈমানদার ছিল, আমি তাদেরকে উদ্ধার করলাম। [সুরা যারিয়া’ত - ৫১:৩৫]
فَمَا وَجَدْنَا فِيهَا غَيْرَ بَيْتٍ مِّنَ الْمُسْلِمِينَ
এবং সেখানে একটি গৃহ ব্যতীত কোন মুসলমান আমি পাইনি। [সুরা যারিয়া’ত - ৫১:৩৬]
وَتَرَكْنَا فِيهَا آيَةً لِّلَّذِينَ يَخَافُونَ الْعَذَابَ الْأَلِيمَ
যারা যন্ত্রণাদায়ক শাস্তিকে ভয় করে, আমি তাদের জন্যে সেখানে একটি নিদর্শন রেখেছি। [সুরা যারিয়া’ত - ৫১:৩৭]
আলহামদুলিল্লাহ্
Thanks for your new lecture par
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
জাযাকাল্লাহু খাইরান।
ধন্যবাদ হুজুর কে, তাফসীর শুনতেই মনে চায়।
Amin ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️ ♥️
আলহামদুলিল্লাহ হুজুরের তাফসীর যতোই শুনি ততই ভালো লাগে অনেক কিছু জানতে পারি। আল্লাহ হুজুরকে নেক ও সুস্থ জীবন দান করুন আমিন।
আলহামদুলিল্লাহ এমন ওয়াজ শোনার তৌফিক দান করেছেন আল্লাহ।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ। ❤❤
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,,,
হে আল্লাহ মওলানা মুজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়বা দান করুন,,,,,, এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,,,,
সুন্দর হৃদ্ধয় জুড়ানো তাফসীর
Mashaallah 💙 💙 💙 💙 💙 💙 💙 💙 💙 💙
❤❤❤
মাশাল্লাহ মাশাল্লাহ
Alhamdulillah
আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর আলোচনা
Allah 💜 💜 💜 💜 💜 💜 💜 💜 💜 💜
Assalamualaikum hujur.... কোরআনের মধুর আলোচনা
alhamdulliah
অনেক দিন বেচে থাকেন।। এই দোয়া করি।।
বিশিষ্ট ইসলামিক স্কলার শেখ ইমরাণ নজর তিনি কোরআন হাদিস দ্বারা অর্থডক্স খৃষ্টান তথা রাশিয়ার সাথে মুসলিমদের টাই হওয়ার কথা বলছেন।
পরিস্থিতি ও অবস্থা দৃষ্টে ঘটনা সেই দিকেই ঘটমান হচ্ছে মনে হচ্ছে।
সমাপ্ত।
শফিক জামিল
৫|২৩|২৩ বুধবার সকাল, নিই।
সব পর্ব গুলা একসাথে পাই না, খুব দুঃখ লাগে।কোন কোন সূরার আছে।সব গুলো দিবেন দয়া করে
পুরো কুরআনের তাফসীরই সিরিয়ালে আপলোড করা আছে। আপনি প্লেলিস্ট থেকে দেখুন।
Kuranhadis er reference diya waz korben please
Ai maner tafcir ai Bangladesh ar kew korena,
আপনি যে এ আয়াতের শুরু তে বললেন, হে মুহাম্মদ সাঃ , এখানে কোথায় হে মুহাম্মদ সাঃ বলা আছে?
এ আয়াতের কথা গুলো যে আল্লাহ তার রাসুলের সাথে বলছেন সেটা এ আয়াত পড়লেই বোঝা যায়।
কিন্তু আপনি কেন অতিরিক্ত যোগ করলেন যে , হে মুহাম্মদ সাঃ
আপনি এটা যোগ না করলেও যারা কোরআন পড়ে তারা বুঝবে।
আপনি আল্লার আয়াতকে কেন বাড়িয়ে বললেন?
হুজুর বোঝানোর স্বার্থে বলেছে। সবাই তো আর আপনার মত জ্ঞানী না ।
@@nafizahamed202 তারমানে বোঝানোর জন্য আয়াত কে পরিবর্তন বা আয়াতে যা নাই তাও বলা যাই। বা খুব ভালো হুজুর ভক্ত তো আপনি। কুরআন ফাজলামি করার জন্য না।
@@মটিভেশন প্রতিটা আয়াত নাজিলের পিছনে কোন না কোন ঘটনা আছে। আল্লাহ কোন আয়াত কোন ঘটনার উপর নাযিল করলেন, কাকে উদ্দেশ্য করে বললেন এটাতো জানার বিষয়। সবাই কি এগুলো বলতে পারে..?
@@nafizahamed202 আল্লাহপাক কোরআন নাজিল করছে শুধু জলসায় আর ইউটিউবে হুজুরদের বয়ান শোনার জন্য না। যে নিজে কোরাআন পড়তে ও বুঝতে পারে সে অবশ্যই বুঝতে পারবে যে আল্লাহ কার উদ্দেশ্যে কি বলছেন
Alhamdulillah
আলহামদুলিল্লাহ
Alhamdulillah