হুজুর যত গুলো কথা বলে সবটুকু কোরআনে কথা এবং কথাগুলো কোরআনে আছে এখন কোরআন পড়ে বুঝতে পারছি যদি এই কথা গুলো আজ থেকে চল্লিশ বছর আগে জানতাম তাহলে জিবনে অনেক গূনাগার হয়ছি তাহলে। এতো গূনাগার হতাম না
আমি আগে। কোরআনে ব্যাখ্যা। তেমন কিছুই বুঝতে পারতাম না। এখন মাশাআল্লাহ হুজুরের ব্যাখ্যা শূনে এখন অনেকটাই বুঝতে পারছি আর যদি একদিন কোরআন না পড়ি তাহলে। আমার থেকে। অস্থির লাগে তাই আমি প্রতি দিন আছরে নামাজের পড়তে বসি
অসাধারণ আলোচনা ।আগে কখনও এতো ভাল বয়ান শুনিনি। কারো সম্পর্কে কোন গীবত নাই ,কোন কটু কথা নেই। সত্যিকারের ইসলামের আলোচনা ।আল্লাহ পাক আপনার হায়াত দান করুন। আমিন।
হুজুরের কুরআনিক জ্ঞান এতই গভীর ও উচুমানের যে বিগত হাজার বছরেও বাংলার জমিনে এরকম দ্বিতীয় কোনজন এসেছেন কিনা জানিনা। হুজুর প্রতিটি মতামত এর জন্য কুরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে মতামতের যোক্তিকতা ব্যাখ্যা করতে পারেন, যা অদ্বিতীয়, এমনটা অন্য কোন আলেম অর্জন করতে পেরেছেন বলে জানা নাই, তবে ওলিপুরি হুজুরের তরজমাও ভালো লাগে।
অজ্ঞতার কারণে অনেক লোক হুজুরের তাফসীর শুনে সমালোচনা করে । শুনে মনে খুবই দুঃখ লাগে । হায়রে মানুষ কাকে কি বলছেন একবার চিস্তা করে দেখেছেন। হে আল্লাহ সকলকে হেদায়েত দান করুন আমিন ।
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...///////////////
হুজুর ঠিকই বলেছেন। কোরআন বুঝে বুঝে পড়া উচিত। আমরা নিজেরা কত সময় নষ্ট করছি আর কোরআনের বাংলা অথ পড়িনা। যদি ৪/৫ টা বড় সুরা পড়ি তাহলেও অনেক কিছু বুঝতে পারব। এটাত আমাদের জীবন বিধান।বতমানে কত সুবিধা গুগলে সাচ করলেই কত সুরা কত ব্যাখ্যা পাওয়া যায় আমরা নিজেরা না পড়ে হুজুরদের মুখে শুনতে পছন্দ করি।কোরআনে যে বিষয়ে উল্লেখ আছে সেই বিষয়ে জানার জন্য হাদিসের সাহায্য নিতে হবে।
ঠিকই ই বলেছেন। অনেক হুজুর যদি আপনার মত কোরআন জানতো বুঝতো তা হলে হাদিস, জইফ হাদিস আর কিসসা কাহিনি ও গল্প বলে বলে ওয়াজের ব্যাবসা করতো না। ওয়াজের ব্যাবসা করে খেয়ে দেয়ে তাদের দিন ভালই কাটছে।
Alhamdulillah. Your observation on the Quaran is undoubtedly authentic. Allah has made the Quaran complete and easy for us. And He has described everything necessary for us in detailed with lucid examples. Subhanallah, Alhamdulillah, Allahu akbar .
অসাধারণ আলোচনা। হুজুর হুজুর আপনাকে ধন্যবাদ। আপনার কথা সত্য। কোরআন যদি হাশরের মাঠে আল্লাহর কাছে বিচার দেয় কি হবে? কোরআন নিয়ে আমাদের কোন চিন্তা নেই!!! আপনার মুখ থেকে আরো অনেক কথা শুনতে চাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। The Prophet will say "O my Lord my people had fettered the Quran".Surah,Furqan-30.
আমি হুজুরের আলোচনা শোনার পর থেকে আর অন্য কোনো বক্তার ওয়াজ ভালো লাগে না আর ভালো লাগে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী দুই জন আমাদের বরিশাল পিরোজপুরের ধন্যবাদ
Principal Sb ! Thanks a lot for your research on the holy Quran that you carried out during your lifetime. You are not only a researcher but also a brave man who has been disseminating Quranic knowledge for a long period of time. I pay homage to you and you should also be grateful to Allah who has bestowed upon you with the Quranic knowledge.
আসসালামু আলাইকুম আপনিতো ঠিকই বলছেন ১নাম্বার,কোরআন থেকে নেওয়ার জন্য ২নাম্বার,(যেটা বুঝতে পারবো না সেটা)হাদিস হইতে নিব কিন্ত মানুষ এই সহজ কথাটা না বুজে ভুল মন্তব্য করে। আললাহ সবাইকে সঠিক বুজ দান করুন
পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বর্ণনা করি এবং নিশ্চয় আমি তোমাকে আমার নিকট হতে উপদেশ (কুরআন) দান করেছি। Sura toha ayat 99 যে কেউ কুরআন হতে মুখ ফিরিয়ে নেবে,ফলতঃ সে কিয়ামতের দিন (মহাপাপের) বোঝা বহন করবে। Sura toha ayat 100
আমার ও এই প্রশ্নটা ছিলো।কোরআন বাদ দিয়ে কেন হাদিসের উক্তি আগে।তখন সবাই আমাকে অনেক কটু কথা বলতো।যে সমস্যার সমাধান আমি কোরআনে পাচ্ছি তা তো আমাদের মেনে নিতে হবে।হুজুরের আলোচনা আলহামদুলিল্লাহ অনেক তথ্য নির্ভর।
Quran bad diye hadis oshomvob. Kintu quraner onek kichu hadis chara bojha shomvob hoyna. "Kaferder jekhane pao hotta koro" quraner ai ayat Doya kore bolben ki etar mane ki?
@@NRFP tai naki? Arbi jara jane tader pokkhe e quran bojha oshomvob. Ami oshongkho bar porechi banglai kintu bujte pari nai even 20%. Hadis bad diye quran quran bad diye hadis okolponio. Hadis ki akash theke poreche? Hadis to quraner e bekkha.
আপনি কিভাবে নামাজ শুরু করেছেন। ঊত্তর - বাপ দাদারা পড়তো। হাদিস দিয়ে কি নামায পড়া যায়। কোরআনের সঠিক ব্যখা যা অন্য কোন কোরআনের সাথে সাংঘাতিক না হলে ঠিক আছে। রাসুল সঃ আল্লার কথা ছাড়া নিজ থেকে কোন কথা বলেন নাই। আল্লাহর সাবধান বানী - সুরা হাক্কার ৪৪-৪৭ নং আয়াত পড়ুন এবং সুরা আনআমের ২৬ নং আয়াত পড়েন। গোঁড়া নাহলে বা কোন দল বা মাযহাবের আদর্শে অনুসারী হলে কখনই কোরআন বুঝবেন না। বুঝে কোরআন পড়ুন।
সূরাঃ আল-মায়িদাহ [5:67] يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغْ مَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُۥ وَٱللَّهُ يَعْصِمُكَ مِنَ ٱلنَّاسِ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না।
We changed the meaning of believe/ Iman,it is not just a leap service ,its means honesty, in Quran this said more than 100 time, If anyone do corruption, abuse anybody ,any kind of illegal relation, go to peer fakir, they are not believers. May Allah bless all of us.
Hadith have been called “the backbone” of Islamic civilization, and within that religion the authority of hadith as a source for religious law and moral guidance ranks second only to that of the Quran (which Muslims hold to be the word of God revealed to his messenger Muhammad
হুজুর যত গুলো কথা বলে সবটুকু কোরআনে কথা এবং কথাগুলো কোরআনে আছে এখন কোরআন পড়ে বুঝতে পারছি যদি এই কথা গুলো আজ থেকে চল্লিশ বছর আগে জানতাম তাহলে জিবনে অনেক গূনাগার হয়ছি তাহলে। এতো গূনাগার হতাম না
আমি আগে। কোরআনে ব্যাখ্যা। তেমন কিছুই বুঝতে পারতাম না। এখন মাশাআল্লাহ হুজুরের ব্যাখ্যা শূনে এখন অনেকটাই বুঝতে পারছি আর যদি একদিন কোরআন না পড়ি তাহলে। আমার থেকে। অস্থির লাগে তাই আমি প্রতি দিন আছরে নামাজের পড়তে বসি
এত সুন্দর সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা আগে কোনদিন শুনিনি ❤️❤️❤️❤️
মহান রাব্বুল আলামিনের কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি,
পবিত্র কোরআন মজিদ এর তাফসির শোনার তৌফিক দান করেছেন,,,,
হে আল্লাহ মওলানা মুজাম্মেল হক সাহেব কে হায়াতে তৈয়বা দান করুন,,,,
এবং মানব জাতিকে হেদায়েত দান করুন আমিন,,,,,
আললাহ রাববুল আল-আমিন আমাদেরকে কোরানের সঠিক তফসির শোনার এবং বোঝার তৌফিক দান করুন।আমিন।
অসাধারণ আলোচনা ।আগে কখনও এতো ভাল বয়ান শুনিনি। কারো সম্পর্কে কোন গীবত নাই ,কোন কটু কথা নেই। সত্যিকারের ইসলামের আলোচনা ।আল্লাহ পাক আপনার হায়াত দান করুন। আমিন।
হুজুরের কুরআনিক জ্ঞান এতই গভীর ও উচুমানের যে বিগত হাজার বছরেও বাংলার জমিনে এরকম দ্বিতীয় কোনজন এসেছেন কিনা জানিনা। হুজুর প্রতিটি মতামত এর জন্য কুরআনের আয়াত উদ্ধৃতি দিয়ে মতামতের যোক্তিকতা ব্যাখ্যা করতে পারেন, যা অদ্বিতীয়, এমনটা অন্য কোন আলেম অর্জন করতে পেরেছেন বলে জানা নাই, তবে ওলিপুরি হুজুরের তরজমাও ভালো লাগে।
ওলিপুরী ভন্ড।
ওলিপুরী...??
কিসের সাথে কিসের তুলনা..??
এই আলেমের সাথে তুলনা হয় না।
হুজুরের কাছ থেকে সঠিক কোরআনের আয়াতগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিলেন খুব সুন্দর লাগলো
আপনাকে অনেক ধন্যবাদ সত্য কথা বলার জন্য সবাই আপনার মতো সঠিক কথা বলুক এটাই চাই
হুজুরের কথা গুলা মহা মূল্যবান। কোরআনের তাফসির এত সুন্দর। উনার বক্তব্য শুনলেই বুঝা যায়।
মহান আল্লাহ পাক এই দায়ী ইল্লাল্লাহুর নেক হায়াত দান করুক ----আমীন
আল্লাহ হুজুর কে নেক হায়াত দান করুন এবং ইসলাম- কোরআন- হাদীস এর খেদমত করার তৌফিক দান করুন ৷আমীন |
সুবাহান আল্লাহ হুজুরের কথা আমি যত শনি ততই শুনতে ইচ্ছে করে।আল্লাহ হুজুর কে আরও বেশি বেশি নিগেল ভাবে কুরআনের কথা বলার তাওফিক দান করুন আমিন।
Right
প্রিয় শায়েখ আপনার মধুর কথা শুনে অনেক আগে আল্লাহ পাকের গেলাম হওয়ার জন্য চেষ্টা করছি।
আল্লাহ আপনি আমার প্রিয় শায়েখ কে উত্তম জাযা দান করুন।
আলহামদুলিল্লাহ আপনি সঠিক বয়ান দিচ্ছেন।
অজ্ঞতার কারণে অনেক লোক হুজুরের তাফসীর শুনে সমালোচনা করে । শুনে মনে খুবই দুঃখ লাগে । হায়রে মানুষ কাকে কি বলছেন একবার চিস্তা করে দেখেছেন। হে আল্লাহ সকলকে হেদায়েত দান করুন আমিন ।
পবিত্র কুরআন শরীফ পবিত্র হাদীস শরীফে বর্ণিত হয়েছে ছবি ভিডিও হারাম
অর্থঃ হযরত ইবনে উমর আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত জিব্রাঈল আলাইহিস সালাম নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাৎ করার ওয়াদা করলেন কিন্তু সাক্ষাৎ হলোনা। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঘর হতে বের হয়ে আসলেন, তখন হযরত জিব্রাঈল আলাইহিস সালাম উনার সাথে সাক্ষাৎ হল। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নিকট মনে কষ্ট পাওয়ার কথা বল্লেন। অতঃপর হযরত জিব্রাঈল আলাইহিস সালাম তিনি বললেন, আমরা রহমতের ফেরেস্তারা ঐ ঘরে প্রবেশ করিনা, যে ঘরে প্রাণীর ছবি ও কুকুর থাকে। (ফাতহুল বারী ১০ম জিঃ পৃঃ ৩৯১, উমদাতুল কারী ২২ জিঃ পৃঃ ৭৫ রিয়াজুস ছালেহীন পৃঃ ৬১২, বুখারী ২য় জিঃ পৃঃ ৮৮১)
আপনি না জানি কত গ্যনি
যে হাদিস মানেনা তার প্রসংসা কোরছেন তাকে মসুলমান বলাজাবেনা
@@enamulhaque458আয়াত সংখ্যা ৬৬৬৬ নয়।
আপনার সুস্থ সুন্দর জীবন কামনা করছি এবং আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। ❤
আল্লাহর সন্তুষ্টির জন্য হুজুর সাহেব কে ভালবাসী ৷
ইয়া আল্লাহ, আপনি আমাকে আপনার গোলাম হিসাবে কবুল করুন।আমিন।
Alhamdulillah, Allahpak huzur ke dirgho hayat faan korun, Ameen.
আল্লাহু আকবার। আল্লাহু আকবার।
আলহামদুলিল্লাহ। খুব সুন্দর আলোচনা।
অসাধারণ আলোচনা, আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিন।বর্তমানের অনেক আলেমরা কোরআন তাফসির করতেছেন।কিন্তু আপনার মত এত সুন্দর ভাবে উপস্থাপন করতে পারেনা।
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে
মহান আরশের উরধে সমুন্নত,
সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে
কোথাও কিছু নেই আল্লাহ্র মতো।
আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥
কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা...///////////////
Ma'sha Allah
Al Hamdulillah
Ja'zk Allah khair
আল্লাহপাক আপনি হুজুর কে হায়াত বাড়িয়ে দেন
খুব সুন্দর আলোচনা
হুজুরের কথা গুলো খুব সুন্দর
সঠিক হক কথা
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়া কাল্লাহ,
মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ সহিহ কুরআনের আলোচনা
আলোচনা অতুলনীয়
যাহারা কোরআন থেকে কথা বলে তাহারাই সত্য কথা বলে মহান আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন
Alhamdulliah/subhanallah/amin.
প্রাণপ্রিয় হুজুর মহোদয় আপনার মাধ্যমে আল্লাহ কোরআনের বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দি ক ছড়িয়ে দিন মহান আল্লাহ আপনাকে সুস্থতার মতো নেয়ামত দান করুন
হুজুর ঠিকই বলেছেন। কোরআন বুঝে বুঝে পড়া উচিত। আমরা নিজেরা কত সময় নষ্ট করছি আর কোরআনের বাংলা অথ পড়িনা। যদি ৪/৫ টা বড় সুরা পড়ি তাহলেও অনেক কিছু বুঝতে পারব। এটাত আমাদের জীবন বিধান।বতমানে কত সুবিধা গুগলে সাচ করলেই কত সুরা কত ব্যাখ্যা পাওয়া যায় আমরা নিজেরা না পড়ে হুজুরদের মুখে শুনতে পছন্দ করি।কোরআনে যে বিষয়ে উল্লেখ আছে সেই বিষয়ে জানার জন্য হাদিসের সাহায্য নিতে হবে।
Right
তবে উনি ভুল বলেছেন। উনি কোরানের আয়াত সংখ্যাই জানেন না! নাউজুবিল্লাহ! 🚫
ঠিকই ই বলেছেন। অনেক হুজুর যদি আপনার মত কোরআন জানতো বুঝতো তা হলে হাদিস, জইফ হাদিস আর কিসসা কাহিনি ও গল্প বলে বলে ওয়াজের ব্যাবসা করতো না। ওয়াজের ব্যাবসা করে খেয়ে দেয়ে তাদের দিন ভালই কাটছে।
Amin
আলহামদুলিল্লাহ,, হুজুর কুরআন ও হাদিসের কথা গুলো সুষ্ঠ সঠিক ভাবে উপস্থাপন করেন।
জাযাকাল্লাহ খাইরান ❤️ 🇮🇹
মাশাআল্লাহ খুব দামী কথা,,
এই আঁকাবাকা রাস্তায় চলতে গিয়েই আমাদের এই দশা
আলহামদুলিল্লাহ্
আলাহামদু লিল্লাহি অনেক ভাল বয়ান
অসাধারণ আলোচনা 🤲
Alhamdulillah.
Your observation on the Quaran is undoubtedly authentic.
Allah has made the Quaran complete and easy for us. And He has described everything necessary for us in detailed with lucid examples.
Subhanallah, Alhamdulillah, Allahu akbar .
আল্লাহ্ পাক আমাদের সবাইকে হেফাজত করুন এবং হেদায়েত দান করুন। আমীন, ছূম্মা আমীন।
nice post
সুন্দর আলোচনা
হুজুর ১০০% সত্য কথা।
Sir apnar kotha khub modhur lage
অসাধারণ আলোচনা। হুজুর হুজুর আপনাকে ধন্যবাদ। আপনার কথা সত্য। কোরআন যদি হাশরের মাঠে আল্লাহর কাছে বিচার দেয় কি হবে? কোরআন নিয়ে আমাদের কোন চিন্তা নেই!!! আপনার মুখ থেকে আরো অনেক কথা শুনতে চাই। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। The Prophet will say "O my Lord my people had fettered the Quran".Surah,Furqan-30.
Alhamdulillah
Mashallah sotik kota al korane sob kisu aceh
আলহামদুলিল্লাহ,প্রথমে সালাম জানবেন।আপনার এই জেহাদ মানব কল্যাণে আসুক এবং স্রোষ্টার লক্ষ্যে পৌঁছাক।❤️🧡💛🌹🥀🌷🌺💐🌸🏵️
মোজাম্মেল হক কে শুনতে হয় যদিও তিনি মাঝে মাঝে প্রচলিত হাদিসের গুরুত্ব দেন ।
Jajhakallohu Khoir
মাশাআল্লাহ খুব সুন্দর আলোচনা।
তিনি যে কথা গুলো বলেছেন মাশাল্লাহ্ তা খুবই তাৎপর্যপূর্ণ। আশা করি অন্যান্য আলেমগন ওনার কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
আল্লাহুআকবর, আলহামদুলিল্লাহ্।
বাংলাদেশের অধিকাংশ আলেম,মৌলভী ওয়াজ বিক্রেতা,কমার্শিয়াল বক্তা,হাসায়,কাদায়,সুরে সুরে বাংলা হিন্দি গানও গায়।
অল্প কিছু ভালো আলেম আছে।
আল্লাহু আকবার
Allah apnake dirghojibii korun.
অসাধারণ আলোচনা, ধন্যবাদ আপনাকে
আলহামদুলিল্লাহ আমি বুঝতে পারছি আস্তে আস্তে
Salam. We are very sad. People who are misgide..thanks for your tafsir.
আমি হুজুরের আলোচনা শোনার পর থেকে আর অন্য কোনো বক্তার ওয়াজ ভালো লাগে না আর ভালো লাগে মাওলানা দেলোয়ার হোসেন সাইদী দুই জন আমাদের বরিশাল পিরোজপুরের ধন্যবাদ
Alhumdulilah
Welcome you you're realy right
শাইখ আবদুল কাইয়ুম এর কথা ও শুনুন...
বরযাখের আযাব। এটাই সত্যি।
[২৩:১০০]।
Jajakallah
"পূর্ব পশ্চিমে সিজদায় কোন পুর্নতা নাই"
নামাজ গুনাহ ও পাপ কার্য থেকে বিরত রাখে
সৎ কর্মশীল ব্যক্তিরা জান্নাতে যাবেন।
আরে ভাই ফতুয়া দিয়েন না, কুরান বুঝেন।
নামাজ পরতে পরতে কাফের ও হইয়া যায়।
আমাদের হুজুর হাদিস ছাড়া কোনো কিছু বোঝে না,যদি ও কিছু বোঝে,সেগুলো তারা গোপন রাখে
❤ ঠিক ❤❤
Principal Sb ! Thanks a lot for your research on the holy Quran that you carried out during your lifetime. You are not only a researcher but also a brave man who has been disseminating Quranic knowledge for a long period of time. I pay homage to you and you should also be grateful to Allah who has bestowed upon you with the Quranic knowledge.
Go ahead with tafsir
100%Right your voice
রাজারবাগ দরবার শরীফ জিন্দাবাদ
একমাত্র হক জায়গা
এখানে সয়তান থাকে
হকের নমুনা আলোচনা করেন ! তার পরে বুঝতে পারা যাবে হক কোরআন সুন্না না রাজারবাঘ ?
আসসালামু আলাইকুম
আপনিতো ঠিকই বলছেন
১নাম্বার,কোরআন থেকে নেওয়ার জন্য
২নাম্বার,(যেটা বুঝতে পারবো না সেটা)হাদিস হইতে নিব
কিন্ত মানুষ এই সহজ কথাটা না বুজে ভুল মন্তব্য করে।
আললাহ সবাইকে সঠিক বুজ দান করুন
Right
আপনার সাথে একমত
পূর্বে যা ঘটেছে তার সংবাদ আমি এইভাবে তোমার নিকট বর্ণনা করি এবং নিশ্চয় আমি তোমাকে আমার নিকট হতে উপদেশ (কুরআন) দান করেছি।
Sura toha ayat 99
যে কেউ কুরআন হতে মুখ ফিরিয়ে নেবে,ফলতঃ সে কিয়ামতের দিন (মহাপাপের) বোঝা বহন করবে।
Sura toha ayat 100
অসাধরন আলোচনা
Thank you
💕💕💕💕💕💕
শ্রদ্ধেয় শায়েখ💓
Amon hujurer abhab amar anubhab korchi
💟
আল্লাহপাক রাব্বুল বড় বৈজ্ঞানিক ও বড় ইঞ্জিনিয়ার এইজন্য আলেমদেরকে বেশি শাস্তি দেওয়া হবে উল্টাপাল্টা বলে বলে
আলেমদের উচিত আগে কুরআনের বক্তব্য জানা, প্রয়োজন হলে হাদিসের সাহায্য নেয়া।
আমার ও এই প্রশ্নটা ছিলো।কোরআন বাদ দিয়ে কেন হাদিসের উক্তি আগে।তখন সবাই আমাকে অনেক কটু কথা বলতো।যে সমস্যার সমাধান আমি কোরআনে পাচ্ছি তা তো আমাদের মেনে নিতে হবে।হুজুরের আলোচনা আলহামদুলিল্লাহ অনেক তথ্য নির্ভর।
Alhamdulillah, I know not how I to appreciate you.
Quran bad diye hadis oshomvob. Kintu quraner onek kichu hadis chara bojha shomvob hoyna. "Kaferder jekhane pao hotta koro" quraner ai ayat Doya kore bolben ki etar mane ki?
@@NRFP tai naki? Arbi jara jane tader pokkhe e quran bojha oshomvob. Ami oshongkho bar porechi banglai kintu bujte pari nai even 20%. Hadis bad diye quran quran bad diye hadis okolponio. Hadis ki akash theke poreche? Hadis to quraner e bekkha.
@@NRFP কুরআনের মধ্যে সব সমস্যার সমাধান পুরোপুরি ভাবে নাই | কুরআনের বাস্তব ব্যাখ্যা সুন্নতে রসুল | অর্থাৎ কুরআন হাদীস নির্ভর |
@@anjumanahmed6054 যকন কেউ নিজকে কাফির বলে ঘোষনা না দেয় ততক্কন কে কাকে কাফের বলবে।
Nice talking
আহলে হাদিসরা কোর আন থেকে আলোচনা করে না শুধু হাদিস বলে, এবং তারাই নাকি হকের উপরে আছে। আলোচনা করলে উপক্রিত হতাম।
They're not right
কোরআনের আয়াত সংখ্যা 6236
এটার একাধিক মত আছে। একটি প্রসিদ্ধ ও প্রচলিত মতে ৬৬৬৬। তবে 6236 টিও গ্রহণযোগ্য মত
বাংলাদেশের সবচেয়ে জ্ঞ্যানী আলেম।আরেক জন জ্ঞ্যানী আলেম লুৎফুর রহমান। বাকি আলেমরা ধর্ম ব্যবসায়ী।
Valo khota
কবরের আজাব এর সম্পর্কে আল্লাহ যেহেতু কোরআনে কোন আয়াত দেয় নাই,, টেডি মোল্লারা এসব পায় কোথা হতে,, হাদিস লেখকরা এসব পায় কোথা হতে,,
কে বলছে আপনাকে কবরের আজাব সম্পর্কে কুরআনে কোন আয়াত নেই?কুরআনটা পড়ুন,প্রিয় ভাই।
কোরআন ও হাদিসের সমন্বয়ে ইসলাম বুঝতে হবে। শুধু কোরআন দিয়ে দু রাকাত নামায আদায় সম্ভব নয়।
আপনি কিভাবে নামাজ শুরু করেছেন। ঊত্তর - বাপ দাদারা পড়তো। হাদিস দিয়ে কি নামায পড়া যায়। কোরআনের সঠিক ব্যখা যা অন্য কোন কোরআনের সাথে সাংঘাতিক না হলে ঠিক আছে। রাসুল সঃ আল্লার কথা ছাড়া নিজ থেকে কোন কথা বলেন নাই। আল্লাহর সাবধান বানী - সুরা হাক্কার ৪৪-৪৭ নং আয়াত পড়ুন এবং সুরা আনআমের ২৬ নং আয়াত পড়েন। গোঁড়া নাহলে বা কোন দল বা মাযহাবের আদর্শে অনুসারী হলে কখনই কোরআন বুঝবেন না। বুঝে কোরআন পড়ুন।
সূরাঃ আল-মায়িদাহ [5:67]
يَٰٓأَيُّهَا ٱلرَّسُولُ بَلِّغْ مَآ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُۥ وَٱللَّهُ يَعْصِمُكَ مِنَ ٱلنَّاسِ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَٰفِرِينَ
হে রসূল, পৌছে দিন আপনার প্রতিপালকের পক্ষ থেকে আপনার প্রতি যা অবতীর্ণ হয়েছে। আর যদি আপনি এরূপ না করেন, তবে আপনি তাঁর পয়গাম কিছুই পৌছালেন না। আল্লাহ আপনাকে মানুষের কাছ থেকে রক্ষা করবেন। নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে পথ প্রদর্শন করেন না।
MashaAllah
আমার মতামতটি আজ আপনি বললেন।
We changed the meaning of believe/ Iman,it is not just a leap service ,its means honesty, in Quran this said more than 100 time, If anyone do corruption, abuse anybody ,any kind of illegal relation, go to peer fakir, they are not believers. May Allah bless all of us.
At first Quran than Famous Hadis.
Hadith have been called “the backbone” of Islamic civilization, and within that religion the authority of hadith as a source for religious law and moral guidance ranks second only to that of the Quran (which Muslims hold to be the word of God revealed to his messenger Muhammad
Right
Yes
সঠিক বলেছেন ।