পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি। টিপস সহ সবুজ রেখে পুঁই রুই রান্নার রেসিপি। বাঙালি পুঁই

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি। টিপস সহ সবুজ রেখে পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল রান্নার রেসিপি। চেটে ফুটে খাবে দারুন একটা রেসিপি।
    পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল রান্নার নিয়ম।
    রুই মাছ গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিতে হবে। তারপর একটা করায় বসিয়ে পরিমাণ মত তেল পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ বাটা লবণ ধনিয়া গুড়া সব মসলা ভালো করে কষিয়ে নিতে হবে তারপর পুঁইশাক গুলো দিয়ে দিতে হবে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে উঠিয়ে নিতে হবে তারপর গরম গরম পরিবেশন করুন পুঁই শাক দিয়ে রুই মাছের ঝোল।
    তো ফ্রেন্ড আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।

ความคิดเห็น • 2

  • @nasimascreations834
    @nasimascreations834 9 หลายเดือนก่อน +1

    লাইক ডান ❤❤অসাধারন রান্না হয়েছে, দেখতে মাশাল্লাহ লোভনীয় হয়েছে।

  • @AyeshasVlogs-nx9mk
    @AyeshasVlogs-nx9mk 9 หลายเดือนก่อน +1

    লাইক ডান খুব মজা হইছে রান্না আপু পুরো বিডিও ওয়াজ করলাম ❤❤বাসা রেখে গেলাম বুজে নিবেন