জীবনের সবকিছুই নিয়তির ওপর নির্ভরশীল। আর সময় অনুযায়ী নিয়তি নিজের নির্মাণ স্বয়ং করে। এই ফিকশন টি নির্মাতা সঞ্জয় সমাদ্দারের অনন্যসাধারণ একটি ফিকশন। নিশো ও মেহুর অভিনয় বরাবরের মতই অসম্ভব সুন্দর...
আমি পশ্চিম বাংলা থেকে বলছি। বাংলাদেশের নাটক দেখে মন প্রান ভরে যায়। আফরান নিশো একজন অসাধারণ অভিনেতা। মনেই হয় না উনি অভিনয় করছেন। ঈশ্বরের কাছে ওনার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করি। 🇮🇳
আমি পশ্চিমবঙ্গ এর স্থায়ী বাসিন্দা, ছোট বেলা থেকেই এখানের সব চ্যানেল এর ধারাবাহিক বা বাংলা সিনেমা সম্বন্ধে অবহিত, যদিও আমার ওদের অভিনয় পছন্দ নয়। একদিন হঠাৎ ইউটিউব এ বাংলাদেশের একটি নাটক দেখলাম । তারপর থেকে সবসময় এই নাটক গুলো দেখি। এই নাটক গুলোর অভিনেতা, অভিনেত্রি, ডিরেক্টর সবাইয়ের কাছে আমাদের এখানে সবার শেখার দরকার। আমাদের এখানে একঘেয়ামি ঘরভাংআনি নোংরা কাহিনী নিয়ে সব নাটক। Nisho, Tisha, Nisha, Mehjamin সত্যিই অসাধারণ। ডিরেকশন অসাধারণ। Keep it up, God bless to all .
কেমন করে সম্ভব ভাইয়া,,,,, অনেক মিলে গেছে আমার জীবনের সাথে এই নাটক। মনে পরে গেলো সেই পুরনো দিনের কথা। কখন যে চোখের কোনা বেয়ে অস্রু বেয়ে পরছে বুঝতেই পারিনি।।।
কিছু বলার শব্দ হারিয়ে ফেলেছি...বুকটা হু হু করে উঠলো!! নিয়তির কাছে মানুষ সত্যি অসহায় ...!! নাটকের গল্প ,উপস্থাপনা ,অভিনয় সবই মর্মস্পর্শী এবং অনবদ্য ॥ধন্যবাদ সঞ্জয় সমাদ্দার মহাশয়কে এত সুন্দর নাটক উপহার দেবার জন্য । নিশো-মেহজাবিন জুটি আরেকবার প্রমাণ করলো.. ওরা কেন এত জনপ্রিয় এবং সেরা !!! Lots of love from Kolkata ❤❤❤💙💙💙
@@mukulgm1627 একদম ।আগে ছোটবেলায় বি টিভিতে দেখতাম ।এখন বহুবছর বাদে ইউটিউবে দেখছি ।খুব সহজ -সাধারণ এবং বাস্তব জীবন থেকে তুলে আনা গল্পেগুলোকে সহজ ও স্বতস্ফূর্তভাবে পরিবেশনা সবাই করতে পারে না । আর এখানেই বাংলাদেশের পরিচালকদের সাফল্য ।
আমি কলকাতায় থাকি । বাংলাদেশের নাটক দেখে আমি মুগ্ধ ও আপ্লুত । অসাধারণ অভিনয় প্রতিভার জন্য নিশো ও মেহজাবীন আমার অত্যন্ত প্রিয় জুটি । ওঁনাদের অভিনিত প্রতিটি নাটকেরই আমি নিয়মিত দর্শক । এই নাটকের সঙ্গে যুক্ত সকলের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা ।
আবারো এইটা প্রমাণ হলো আমাদের বাংলাদেশের সেরা অভিনেতা আফরান নিশো ভাইয়া, সেরা অভিনেএী মেহেজাবিন আপু, নাটকটা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না,, অনেক সুন্দর একটা নাটক,,
সাবধান !! সাবধান !!! মালাউন/নাস্তিক লেখক/পরিচালকদের নাটক-ভিডিও-সিনেমা দেখিয়া নিজেরা বা সন্তানদের হিন্দু তথা বাংলা নামকরণ করিবেন না। গবেষণায় দেখা গিয়াছে, যে সকল মুসলমান ছেলে ও মেয়েরা, হিন্দু/ বাংলা বা খিস্টীয় নামের হয়, তাহারা নাচ-গান-অভিনয়, প্রেমের নামে অবাধ যৌনচার, লিভটুগেদার, পরকীয়া ইত্যাদি বিজাতীয় সংস্কৃতিকে লালন ও পেশা হিসাবে গ্রহন করে। দেখা গিয়াছে সে সব ছেলে/মেয়েরা বিধর্মীকে বিবাহ করিয়া ধর্মান্তরিত হইয়াছে, নাহয় নাস্তিক হইয়াছে, নাহয় পতিতার খাতায় নাম লিখাইয়াছে, নতুবা জীবনে চরমভাবে লাঞ্ছিত হইয়াছে !!!
আসলে আফরান নিশো ভাইয়ের এই নাটকের অভিনয় একটা বাস্তব জীবনের সাথে মিল রয়েছে। এরকম নাটকই আশা করি অনার কাছে। ভালোবাসার মানুষকে যদি না পাওয়া যায় তাহলে জীবনের মুল্যই থাকেনা। অন্য কারো হয়ে গেলে সারাজীবন কাঁদায় ভালোভাসার স্মৃতি গুলো।।।।
আমি কলকাতায় থাকি...বাংলদেশের নাটক খুব প্রিয়...শেষ কবে এতো ভালো কোনো নাটক বা সিনেমা দেখেছি ভুলে গেছি !!!! Just অসাধারণ!!! এমনিতেই নিশো ভাই কে খুব ভালো লাগে ❤️❤️ Nisho আর Mehazabien এর দুর্দান্ত অভিনয়...সত্যি চোখে জল চলে এসেছে নাটক টা দেখে..মন টাই অন্যরকম হয়ে গেলো..অনেকদিন এতো ভালো matured কাজ যেন বারবার হয়
মেহজাবিনকে তো মনে হয় ঘরে সাজিয়ে রাখি এবং তার অভিনয় অনেক ভালো,, আর নিশো ভাইয়ের কথা বলবো না কারণ তাকে নিয়ে কিছু বলার ভাষা নেই কারণ সে সবসময়ের জন্যই সেরাদের সেরা আমার প্রিয় অভিনেতা। সবশেষে নাটকটা অনেক সুন্দর ছিলো
Sara deser natok r Rajputra holen afran nisho he is a kohinur teni Khali bangla deser na gota prithibir kache bikheta.. God bless you 🙏 ❤ 🙌 nisho sir.. sarbani bhattacharjee
সাবধান !! সাবধান !!! মালাউন/নাস্তিক লেখক/পরিচালকদের নাটক-ভিডিও-সিনেমা দেখিয়া নিজেরা বা সন্তানদের হিন্দু তথা বাংলা নামকরণ করিবেন না। গবেষণায় দেখা গিয়াছে, যে সকল মুসলমান ছেলে ও মেয়েরা, হিন্দু/ বাংলা বা খিস্টীয় নামের হয়, তাহারা নাচ-গান-অভিনয়, প্রেমের নামে অবাধ যৌনচার, লিভটুগেদার, পরকীয়া ইত্যাদি বিজাতীয় সংস্কৃতিকে লালন ও পেশা হিসাবে গ্রহন করে। দেখা গিয়াছে সে সব ছেলে/মেয়েরা বিধর্মীকে বিবাহ করিয়া ধর্মান্তরিত হইয়াছে, নাহয় নাস্তিক হইয়াছে, নাহয় পতিতার খাতায় নাম লিখাইয়াছে, নতুবা জীবনে চরমভাবে লাঞ্ছিত হইয়াছে !!!
@@kmmi93 আমি মোঃবিপ্লব নামটা মুসলিম জাতির না হলেও আমি নামাজ পড়ি,সুদ ব্যাভিচার,জিনার মত বড় কাজ থেকে দূরে আছি।সুন্দর ব্যাবহার আল্লাহ আমার মাঝে দিছেন। আপনার কাছে প্রশ্ম আমার নামের সাথে আমার ব্যাবহার বা আপনার কথার মিল নাই কেনো।
@@abubakar-es3pq,, আলহামদুলিল্লাহ্ ভাই আমার অনেকটা সময় পর, আপনার দেখা, কত ভাবছি কি হলো আমার ভাইটির কোথাও দেখা পাচ্ছি না কেন, যে সব সময় সবার আগে থাকে অথচ তাঁর দেখাই নাই, ভাই আজ সত্যি ভাল্লাগছে প্রথমত আপনার সাক্ষাৎ দ্বিতীয়ত আপনার পিকচার সহ আপনি, ভাই অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে, জানি সময় একটু বেশি হয়ে গেছে কিন্তু তারপর বলছি, ঈদ মোবারক ভাই, ভালো থাকবেন ভালোবাসা অবিরাম অন্তহীন 🥰
সব কিছুই আল্লাহর হাতে ❤️ তবে ভালোবাসার মানুষ কে হারানোর পরে বুঝা যাই কেমন কষ্ট আর ভালোবাসার মানুষের প্রতিটি স্মৃতি গুলো আঁকড়ে খাই দেহ টা কে ভালোবাসা অমর হয়ে থাকুক কেও যেনো ভালোবাসার মানুষ কে না হারায় 🥀🙂 সাজ্জাদ ❤️ সাজেদা ❤️ সাজিদ ❤️
জীবন সত্যিই আমাদের কোথায় নিয়ে দাড় করাবে আমরা কেউ জানি না। ভালোবাসার মানুষগুলো এভাবেই হারিয়ে যায়। নিয়তি হয়তো কোনো না কোনো দিন আমাদের আবার সেই মানুষটার সামনে দাঁড় করে দেয়। ভালো থাকুক ভালোবাসা
কলকাতা বাসী , আফরান নিশোর নাটক দেখে রাত কাটাচ্ছি দিন কাটাচ্ছি, দিন দিন খুব বড়ো ভক্ত হয়ে যাচ্ছি , অনেক ভালোবাসা বাংলাদেশ❤️❤️ 💚💚 আফরান নিশো সত্যিই সেরা অভিনেতা , বাঙালি হিসেবে আমি ভাগ্যবান ওনার মতো একজন এর নাটক দেখে
আসলেই অনেক ভাল লাগছে নাটকটা ❤️😍। এতটা ভাল লাগছে শেষের দিকে চোখের পানি চলে আসার মত 😪। আসলে নিশো ভাই এমন একজন অভিনেতা যিনি দর্শকদের হাঁসাতে জানেন,কাঁদাতেও জানেন 😍। খুব ভাল লাগল এই নাটক দেখে । আর জুটি হিসেবে মেহজাবিন আপু থাকায় আরো ভাল লাগল ❤️🥰
এই নাটকের story, screenplay, music , direction সবই খুব ভালো। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে দুই শিল্পীর অভিনয়। বিশেষ করে শেষ দৃশ্যে নিশোর অসাধারণ অভিব্যাক্তি অনেকদিন মনে রাখার মতো। Tragedy হলেও এই নাটক সব অর্থেই মন ছুঁয়ে গেলো। Congrats from India🇮🇳for whole team of Namkoron 👍🙏
জীবনের সবকিছুই নিয়তির ওপর নির্ভরশীল। আর সময় অনুযায়ী নিয়তি নিজের নির্মাণ স্বয়ং করে। এই ফিকশন টি নির্মাতা সঞ্জয় সমাদ্দারের অনন্যসাধারণ একটি ফিকশন। নিশো ও মেহুর অভিনয় বরাবরের মতই অসম্ভব সুন্দর...
সোহাগ
প্রতিটা নাটকের মতো করে এই নাটকে নিশো আর মেহাজাবিন তাদের সেরা অভিনয় করসে।best of luck for both of them👍👍👍
আমি পশ্চিম বাংলা থেকে বলছি। বাংলাদেশের নাটক দেখে মন প্রান ভরে যায়। আফরান নিশো একজন অসাধারণ অভিনেতা। মনেই হয় না উনি অভিনয় করছেন। ঈশ্বরের কাছে ওনার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনা করি। 🇮🇳
আমি পশ্চিমবঙ্গ এর স্থায়ী বাসিন্দা, ছোট বেলা থেকেই এখানের সব চ্যানেল এর ধারাবাহিক বা বাংলা সিনেমা সম্বন্ধে অবহিত, যদিও আমার ওদের অভিনয় পছন্দ নয়।
একদিন হঠাৎ ইউটিউব এ বাংলাদেশের একটি নাটক দেখলাম । তারপর থেকে সবসময় এই নাটক গুলো দেখি। এই নাটক গুলোর অভিনেতা, অভিনেত্রি, ডিরেক্টর সবাইয়ের কাছে আমাদের এখানে সবার শেখার দরকার। আমাদের এখানে একঘেয়ামি ঘরভাংআনি নোংরা কাহিনী নিয়ে সব নাটক। Nisho, Tisha, Nisha, Mehjamin সত্যিই অসাধারণ। ডিরেকশন অসাধারণ। Keep it up, God bless to all .
Ata akdom thik kotha bolachan ...ami west Bengal hooghly thaka
সবাই ই কি পশ্চিম বংগে থাকে
কেমন করে সম্ভব ভাইয়া,,,,, অনেক মিলে গেছে আমার জীবনের সাথে এই নাটক।
মনে পরে গেলো সেই পুরনো দিনের কথা।
কখন যে চোখের কোনা বেয়ে অস্রু বেয়ে পরছে বুঝতেই পারিনি।।।
কিছু বলার শব্দ হারিয়ে ফেলেছি...বুকটা হু হু করে উঠলো!!
নিয়তির কাছে মানুষ সত্যি অসহায় ...!!
নাটকের গল্প ,উপস্থাপনা ,অভিনয় সবই মর্মস্পর্শী এবং অনবদ্য ॥ধন্যবাদ সঞ্জয় সমাদ্দার মহাশয়কে এত সুন্দর নাটক উপহার দেবার জন্য ।
নিশো-মেহজাবিন জুটি আরেকবার প্রমাণ করলো.. ওরা কেন এত জনপ্রিয় এবং সেরা !!!
Lots of love from Kolkata ❤❤❤💙💙💙
Mukta Narjinary,, আমাদের বাংলাদেশের ১ ঘন্টার নাটক গুলি কলকাতায় ধিরে ধিরে অনেক জনপ্রিয় হয়ে উঠছে
কি ঠিক বলছি তো দিদি
@@mukulgm1627 একদম ।আগে ছোটবেলায় বি টিভিতে দেখতাম ।এখন বহুবছর বাদে ইউটিউবে দেখছি ।খুব সহজ -সাধারণ এবং বাস্তব জীবন থেকে তুলে আনা গল্পেগুলোকে সহজ ও স্বতস্ফূর্তভাবে পরিবেশনা সবাই করতে পারে না । আর এখানেই বাংলাদেশের পরিচালকদের সাফল্য ।
@@mukta6013,, আচ্ছা আচ্ছা আপনি বি টিভিও দেখতেন, 🥰🥰🥰🥰
ভালো থাকবেন
ভালোবাসা অবিরাম 💕
মুক্তা মাদারীহাট?
@@debnarayanroy9150 হ্যাঁ ।
আপনি?
আমি কলকাতায় থাকি । বাংলাদেশের নাটক দেখে আমি মুগ্ধ ও আপ্লুত । অসাধারণ অভিনয় প্রতিভার জন্য নিশো ও মেহজাবীন আমার অত্যন্ত প্রিয় জুটি । ওঁনাদের অভিনিত প্রতিটি নাটকেরই আমি নিয়মিত দর্শক । এই নাটকের সঙ্গে যুক্ত সকলের প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা ।
নিয়তি বড়ই অদ্ভূত কখন কোথায় কি ভাবে সেই কাঙ্খিত মানুষের সাথে দেখা হবে কেঁউ জানে না 😥🥀
আবারো এইটা প্রমাণ হলো আমাদের বাংলাদেশের সেরা অভিনেতা আফরান নিশো ভাইয়া, সেরা অভিনেএী মেহেজাবিন আপু,
নাটকটা দেখার পর চোখের পানি ধরে রাখতে পারলাম না,, অনেক সুন্দর একটা নাটক,,
সাবধান !! সাবধান !!! মালাউন/নাস্তিক লেখক/পরিচালকদের নাটক-ভিডিও-সিনেমা দেখিয়া নিজেরা বা সন্তানদের হিন্দু তথা বাংলা নামকরণ করিবেন না। গবেষণায় দেখা গিয়াছে, যে সকল মুসলমান ছেলে ও মেয়েরা, হিন্দু/ বাংলা বা খিস্টীয় নামের হয়, তাহারা নাচ-গান-অভিনয়, প্রেমের নামে অবাধ যৌনচার, লিভটুগেদার, পরকীয়া ইত্যাদি বিজাতীয় সংস্কৃতিকে লালন ও পেশা হিসাবে গ্রহন করে। দেখা গিয়াছে সে সব ছেলে/মেয়েরা বিধর্মীকে বিবাহ করিয়া ধর্মান্তরিত হইয়াছে, নাহয় নাস্তিক হইয়াছে, নাহয় পতিতার খাতায় নাম লিখাইয়াছে, নতুবা জীবনে চরমভাবে লাঞ্ছিত হইয়াছে !!!
💕💕💕
Right 💯
@@kmmi93 যেমন তসলিমা নাসরিন, বাংলা নাম তাইনা? ছাগল কোথাকার
অসাধারণ একটা নাটক ❤️❤️❤️
এত ই সুন্দর ও অসাধারণ গল্প ও অভিনয় যে বলবার কোনো ভাষা নেই।
শেষটা কষ্টের হলেও, খুবই সুন্দর। ❤❤😍🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
আসলে আফরান নিশো ভাইয়ের এই নাটকের অভিনয় একটা বাস্তব জীবনের সাথে মিল রয়েছে। এরকম নাটকই আশা করি অনার কাছে। ভালোবাসার মানুষকে যদি না পাওয়া যায় তাহলে জীবনের মুল্যই থাকেনা। অন্য কারো হয়ে গেলে সারাজীবন কাঁদায় ভালোভাসার স্মৃতি গুলো।।।।
Dhoner mil royse
@@maidulislam2990 ব্যবহার দেখেই বুঝা যায় তুমি কেমন নাটক পছন্দ করো...😡
আমি কলকাতায় থাকি...বাংলদেশের নাটক খুব প্রিয়...শেষ কবে এতো ভালো কোনো নাটক বা সিনেমা দেখেছি ভুলে গেছি !!!!
Just অসাধারণ!!!
এমনিতেই নিশো ভাই কে খুব ভালো লাগে ❤️❤️
Nisho আর Mehazabien এর দুর্দান্ত অভিনয়...সত্যি চোখে জল চলে এসেছে নাটক টা দেখে..মন টাই অন্যরকম হয়ে গেলো..অনেকদিন এতো ভালো matured কাজ যেন বারবার হয়
বহুদিন পর এত ভালো গল্পে আফরান নিশোর অভিনয়ে মুগ্ধ হলাম।
Aha eitai mone hoy niyoti
এ কেমন অভিনয় যেনো বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু মুহূর্ত।
এতো সুন্দর অভিনয় করেছেন নিশো।
[ লাভ ইউ বস]
❣️❣️❣️❣️❣️
Sotti osadaron ovinoy kore afran nissho bhaiya,💚💜
এই ভাবে কতো মানুষ সবার জীবন থেকে হারিয়ে যায়😴নিশোর ভাই এর মধ্যে সত্যি যাদু আছে🙏
হুম
@@skripon9598 দ
Halar po hala...tor coment er jonno dekhlam natok....baler kahini😡😡
Nishor vaiyer na nishor
4rr
মেহজাবিনকে তো মনে হয় ঘরে সাজিয়ে রাখি এবং তার অভিনয় অনেক ভালো,, আর নিশো ভাইয়ের কথা বলবো না কারণ তাকে নিয়ে কিছু বলার ভাষা নেই কারণ সে সবসময়ের জন্যই সেরাদের সেরা আমার প্রিয় অভিনেতা। সবশেষে নাটকটা অনেক সুন্দর ছিলো
এই নাটক থেকে শিক্ষাগ্রহন হল যে ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা আমরা ভাবতেও পারি না... সবই ভাগ্যর অন্তিম পরিহাস। 😊
Sober vaggoke bissas kora uchit.
Ekdom thik😢
নাটকটা অলরেডি গতকাল রাতেই দেখে ফেলছি আর টিভিতে। অসম্ভব সুন্দর একটা নাটক। ❤️
প্রথমে সুন্দর ছিলো কিন্তু পরে আমর একেবারে খারাপ লাগছে ভাই।
Ami TV ta dhekte pari nai.Ami vole giye chilam+ghomiye pore chilam because ami tired chilam.
মেহজাবিন আর আফরান নিশো ভাইয়ের নাটক মানেই জমে। ❤️❤️
দেখা হলো বহু বছর পর,,,তুমি করো অন্য লোকের ঘর।।
কথাটা শেষ পর্যন্ত মিলেই গেলো।।
Natokti wow silo
হুম
Hmm
Vlo line
from India, nisho u r a great Actor repeatedly you proved.
আমি কলকাতা থেকে আমার সপ্নো আমি নিশো boss এর সাথে আমার লাইফ a একবার নাহলেও দেখা করবো
Mehazabin is best❤..love from Tripura,India 🇮🇳🇮🇳❤❤
বাংলাদেশের সেরা অভিনেতা আফরান নিশো।আর সেরা অভিনেত্রী মেহাজাবিন।এদের দারাই বাংলা নাটক একদিন অসীম জায়গায় পোছাবে।Love u both of them🥰
কি বুঝে বলছেন সেরা মানে বোঝেন
আউ আউ ছি ছি!!
@@palashprem690oni oner pochonder kotha bolche,oni oner opinion procash korse,apni ke oner kothar bajhe montobbo korer
Sara deser natok r Rajputra holen afran nisho he is a kohinur teni Khali bangla deser na gota prithibir kache bikheta..
God bless you 🙏 ❤ 🙌 nisho sir.. sarbani bhattacharjee
নিশো অসাধারণ সুন্দর
💞 অভিনয় জগতের উজ্জ্বল নক্ষত্র। 🤩 Afran Nisho & Mehazabien নাটক সত্যি অসাধারণ একটি নাটক দর্শকদের উপহার দিয়েছেন । ❤ অভিনন্দন জানান 😍 আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী কে। 🥰
আমার দেখা নিশো ভাই এর সবথেকে শ্রেষ্ঠ নাটকের একটি। অসাধারণ একটি চিত্রনায়িকা। মন ভালো করে দেওয়া গল্পের শেষটা সবচেয়ে বেশি প্রিয়।
দুর্দান্ত চিত্রনাট্য আর দুজনের সাবলীল অভিনয় ❤️❤️ । নিশোর গলার ধ্বনি সত্যিই ছেলেদের ঈর্ষণীয় বিষয় । ❤️❤️🇮🇳🇮🇳
yes, his voice!!! just awesome
😄😃
ঠিক।
আল্লাহ তুমি ফিলিস্তিন মা বোন ভাইদের কে হেফাজত কইরো ❤️❤️
amin
আমিন
Love you vai jaan...sabai jeno filisthani bashir pashe daray...allah jeno hefajate rakhen muslim vai bonder ❤️❤️❤️
Amin
আমিন
সত্যি ভালোবাসা কি অদ্ভুত, কি চমৎকার তার বহিঃপ্রকাশ। এটি একটি নাটক নয় যেন কারো হারিয়ে যাওয়া ভালোবাসার জীবন্ত চিত্র❤♥❤❤❤❤❤❤❤
আরফান নিশু একজন প্রকৃত অভিনেতা যা তাঁর অভিনয়ের মাধ্যমে সব সময় আমাদেরকে দেখিয়েছেন
আফরান নিশো
প্রেম করি নাই কখনো!!
তারপর ও এই নাটক দেখে মনে হলো আমি ও জীবন থেকে এমন কাউকে হারিয়েছি।
অসাধারণ অভিনয় নিশো ও মেহজাবিন আপু ❤❤
আপনিই ভালো আছেন ভাই। জীবনটা শেষ হয়ে যায়। প্রেম জীবনে আসাটাই ভুল😥😥
একটা স্টোরি কে বাস্তবতার রুপ দিতে এই রকম অভিনয় যথেষ্ট আমি মনে করি। স্টোরি + অভিনয় সবকিছু মিলিয়ে নাটকটা সত্যি অসাধারণ লেগেছে। লাভ ইউ নিশো বস ❤️
"যে শহরে টাকা উড়ে"এই নাটকের পর সঞ্জয় সমাদ্দার পরিচালিত আরও একটা সেরা নাটক এই "নামকরণ" । নাটকের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।
আসলে নিশু ভাই কে নতুন করে বলার কিছুই নাই।এই অভিনয় গুলা নিশু ভাই বলেই সম্ভব।।
ভালবাসা অবিরাম ❤️❤️
তবু মনে রেখো / যদি দুরে চলে যাই... তবু মনে রেখো.... আর কি বর্ণনা দেবো,চোখে জল যেন জোঁযারের মতো ভেঙে পড়ল.. এই নাটক টা দেখে..অসাধারণ
আমার সবচেয়ে প্রিয় জুটি কলকাতা থেকে 🇮🇳 সব নাটকের মতো এটাও লাইক দিয়ে দেখা শুরু করেছি.. আশা করি খুব ভালো হবে👍
hi
Kemon laglo didi
thank you
Hii das
বাংলা দেশর নাটক দেখার জন্য ধন্যবাদ আপু ভাইয়ারা,,,,
Part by part অসম্ভব সুন্দর একটি প্রতিস্থাপনা,দারুন ডাইরেকশন আর অভিনয় ও❤️
চিত্রপট, রচনাও খুবই মনকাড়া❤️
মেহজাবীন আর নিশো ভাই আবারও অনবদ্য❤️
নিশো ভাই আর মেহজাবিন মানেই অন্যরকম কিছু 😍😍😍
একটা ছোট্ট এক্সিডেন্টে পুরো জীবনটাই বদলে দিতে পারে পরিস্থিতি😓🙂🥀
Hmm
নিশো আসলেই বাংলা নাটকের উজ্জ্বল নক্ষত্র।
সব মিলে অন্যরকম একটি গল্প আর তার সাথে অভিনয় শিল্পিরাও!
*"দেখা হলো বহু বছর পর তুমি করো অন্যজনের ঘর"*
কথাটি ঘুরিয়ে ফিরিয়ে শেষে সত্যই হলো 🤕😥
Hmm
সাবধান !! সাবধান !!! মালাউন/নাস্তিক লেখক/পরিচালকদের নাটক-ভিডিও-সিনেমা দেখিয়া নিজেরা বা সন্তানদের হিন্দু তথা বাংলা নামকরণ করিবেন না। গবেষণায় দেখা গিয়াছে, যে সকল মুসলমান ছেলে ও মেয়েরা, হিন্দু/ বাংলা বা খিস্টীয় নামের হয়, তাহারা নাচ-গান-অভিনয়, প্রেমের নামে অবাধ যৌনচার, লিভটুগেদার, পরকীয়া ইত্যাদি বিজাতীয় সংস্কৃতিকে লালন ও পেশা হিসাবে গ্রহন করে। দেখা গিয়াছে সে সব ছেলে/মেয়েরা বিধর্মীকে বিবাহ করিয়া ধর্মান্তরিত হইয়াছে, নাহয় নাস্তিক হইয়াছে, নাহয় পতিতার খাতায় নাম লিখাইয়াছে, নতুবা জীবনে চরমভাবে লাঞ্ছিত হইয়াছে !!!
@@kmmi93 কি আজিরা কথা বলতাসেন? কিসের মধ্যে কি বলতেছেন? 😤😤
নাটকটা আগে দেখেন তারপর আমার কমেন্টটা বুঝেন তারপর বলেন
@@kmmi93 আমি মোঃবিপ্লব নামটা মুসলিম জাতির না হলেও আমি নামাজ পড়ি,সুদ ব্যাভিচার,জিনার মত বড় কাজ থেকে দূরে আছি।সুন্দর ব্যাবহার আল্লাহ আমার মাঝে দিছেন।
আপনার কাছে প্রশ্ম আমার নামের সাথে আমার ব্যাবহার বা আপনার কথার মিল নাই কেনো।
Hmm
বাংলা নাট্য জগতের উজ্জ্বল এক নক্ষত্রের নাম আফরান নিশো 🥰👍
কি খবর, ভাইয়া
চিনতে পারে নাই,
@@abubakar-es3pq,, আলহামদুলিল্লাহ্
ভাই আমার অনেকটা সময় পর,
আপনার দেখা,
কত ভাবছি কি হলো আমার ভাইটির কোথাও দেখা পাচ্ছি না কেন,
যে সব সময় সবার আগে থাকে অথচ তাঁর দেখাই নাই,
ভাই আজ সত্যি ভাল্লাগছে প্রথমত আপনার সাক্ষাৎ দ্বিতীয়ত আপনার পিকচার সহ আপনি,
ভাই অনেক সুন্দর দেখাচ্ছে আপনাকে,
জানি সময় একটু বেশি হয়ে গেছে কিন্তু তারপর বলছি,
ঈদ মোবারক ভাই,
ভালো থাকবেন
ভালোবাসা অবিরাম অন্তহীন 🥰
@@abubakar-es3pq,, ভাই, ভাইকে চিনবে না,
এটা কি হয়,🥰🥰🥰🥰
হ্যা আমার কমেন্ট দেখতে একটু দেরি হয়েছে,
শুধু এতটুকুই,
@@mukulgm1627 কি করেন,ভালো আছেন।
সব কিছুই আল্লাহর হাতে ❤️
তবে ভালোবাসার মানুষ কে হারানোর পরে বুঝা যাই কেমন কষ্ট আর ভালোবাসার মানুষের প্রতিটি স্মৃতি গুলো আঁকড়ে খাই দেহ টা কে ভালোবাসা অমর হয়ে থাকুক কেও যেনো ভালোবাসার মানুষ কে না হারায় 🥀🙂
সাজ্জাদ ❤️
সাজেদা ❤️
সাজিদ ❤️
অনেকদিন পর একটা মনের মত নাটক দেখলাম,,, মনে হচ্ছে আবার বাংলা নাটক তার নিজের রূপে ফিরে এসেছে,,,
Kotha ta 100%
অসাধারণ অসাধারণ একটি নাটক আফরান নিশো ভাইয়ের
অসাধারণ অভিনয় চোখে জল😢এনে দেয়, শুধু এই দুই অভিনেতা অভিনেত্রীর দ্বারাই সম্ভব❤️❤️
জীবন সত্যিই আমাদের কোথায় নিয়ে দাড় করাবে আমরা কেউ জানি না। ভালোবাসার মানুষগুলো এভাবেই হারিয়ে যায়। নিয়তি হয়তো কোনো না কোনো দিন আমাদের আবার সেই মানুষটার সামনে দাঁড় করে দেয়। ভালো থাকুক ভালোবাসা
বাংলা নাটকের সকল ভিউয়ার্সদের শুভেচ্ছা ও অভিনন্দন 🥰🥰
আফরান নিশো ভাইয়া আর মেহজাবীন আপুর অভিনয় বরাবরই আমাকে আপ্লূত করে! দুজনের জুটিটা আমার সবচেয়ে প্রিয়।❤️
আফরান নিশো ❤️❤️❤️
এমন নাটক বানায় যে কাদিয়ে ফেলে।
ওনার প্রতিটা নাটকের লাস্ট সিনটা বেশির ভাগ ক্ষেত্রে কাদায় আমাদের।ভারত থেকে ❤️❤️
আরে ভাই সত্যি বলছো। এই রকম নাটক আর চাইনে।
🧡🧡🧡
Ekdam
Ha yes
নাটকের , সাথে এরকম অনেক কাকতালীয় ভাবে মিলে যায় , আর নিশু ভাই ত নাটকের জাদুঘর ১০০% ধন্যবাদ RTV কে
কলকাতা বাসী , আফরান নিশোর নাটক দেখে রাত কাটাচ্ছি দিন কাটাচ্ছি, দিন দিন খুব বড়ো ভক্ত হয়ে যাচ্ছি , অনেক ভালোবাসা বাংলাদেশ❤️❤️ 💚💚 আফরান নিশো সত্যিই সেরা অভিনেতা , বাঙালি হিসেবে আমি ভাগ্যবান ওনার মতো একজন এর নাটক দেখে
সত্যি বলার কিছু নাই নিশো ভাইয়া আর মেহজাবিন আপুকে। অনেক ভালোবাসা রইল দুজনের জন্য শুভকামনা 🥰
সজ্ঞয় সমাদ্দারের কাজ দিন দিন বেশ ভাল হচ্ছে, আর নিশোর অভিনয় ছিল দারুণ।
💛🧡💙
সত্যি এগুলোই হচ্ছে বাস্তব জীবনের কিছু অসমাপ্ত ভালোবাসা।
কিছু কিছু সম্পর্ক মিল না হলে বোঝা যায় সম্পর্কের আসল মানে😊
অনেক কষ্টের,,,,
তবে, অসাধারণ 😶
Hm er moddeo akta moja ase🙂💔
Natok ta deika ami apnar pram a pore geci...
💘
আহ চোখের পানি ধরে রাখতে পারলামনা। আমার ও জীবন টা এরকমই হয়েছে। খুব কষ্ট পেলাম।। ভালোবাসা বেঁচে থাকুুক সবার হৃদয়ের মাঝে।।
খুব খুব সুন্দর, শেষ সিন মন ছুঁয়ে গেল
খুব সুন্দর ❤ কোলকাতা থেকে ❤
আসলেই অনেক ভাল লাগছে নাটকটা ❤️😍।
এতটা ভাল লাগছে শেষের দিকে চোখের পানি চলে আসার মত 😪। আসলে নিশো ভাই এমন একজন অভিনেতা যিনি দর্শকদের হাঁসাতে জানেন,কাঁদাতেও জানেন 😍। খুব ভাল লাগল এই নাটক দেখে । আর জুটি হিসেবে মেহজাবিন আপু থাকায় আরো ভাল লাগল ❤️🥰
খুব সুন্দর হয়েছে নাটকটি ❤️ আর Afran Nisho Boss মানেই নতুন কিছু ❤️
Love From India , West Bengal 🇮🇳🇧🇩
নিশো ভাই এবং মেহজাবিন আপু অলরাউন্ডার, মেহজাবিন আপুর হাসি,কথার ভঙ্গিমা, নিরবতা,ব্যক্তিত্ব, কাননা,সবকিছুই যেন ভাবনার সাথে মিশে একাকার হয়ে যায়।অন্যরকম ভালোবাসা এবং respect রইল ওনার প্রতি।
কিছু কিছু পূর্ণতা এই নিয়তির কারনেই অসম্পূর্ণ থেকে যায় 😥
নাটকটি খুবই হৃদয়স্পর্শী ♥️
Bcf
কিছু ভালোবাসা পূর্ণতা না পাওয়াই ভাল। । কিছু ভালোবাসা অপূর্নতায় থেকে যায় । নাটকটা অনেক ইমোশন দিয়ে ভরা 😥😥 অসাধারণ একটা নাটক 👍
নিশো ভাই...! তুমি এত নিখুঁত অভিনয় করো কেমনে....?
তোমার প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে...💞💞
নিশু ভাই এতো ইমোশনাল নাটক করার দরকার নাই।প্রেম-ট্রেম কিছুই করি না।কিন্তু মনে হয় যে কতো দুঃখ জমে আছে।হুট করে ভাবি "কিরে আমি ইমোশনাল হচ্ছি ক্যান"
🤗
Akdom thik bolesen apni amarow amon hoi khub kharap lage
Hmm
😂😂😂
😂😂😂😂😂😂
সব রকম ভালোলাগা এবং মনোমুগ্ধকর কিছু যদি একটা নাটকে পাওয়া যায়! তবে ধরে নেয়া যায়, এবারের ঈদের বেস্ট অফ বেস্ট ড্রামা "নামকরণ"। 👌💕
এই নাটকের story, screenplay, music , direction সবই খুব ভালো। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গেছে দুই শিল্পীর অভিনয়। বিশেষ করে শেষ দৃশ্যে নিশোর অসাধারণ অভিব্যাক্তি অনেকদিন মনে রাখার মতো। Tragedy হলেও এই নাটক সব অর্থেই মন ছুঁয়ে গেলো। Congrats from India🇮🇳for whole team of Namkoron 👍🙏
ভালোবাসা যদি হয় দামি, তবে কেন ভালোবাসার জন্য ঝরে চোখের পানি ? ভালোবাসা যদি হয় জীবনের নাম, তবে কেন অকালে ঝরে যায় হাজারো মানুষের প্রাণ...
সবকিছু মিলে অসাধারণ ❤
বিশেষ করে নিশো ভাই ও মেহজাবিন আপু অভিনয় খুব নিখুঁত ছিল
নাটকের বাস্তবতা আর রিয়াল লাইফ এর বাস্তবতা অনেক কঠিন... এর এগুলো ই মানুষ কে আল্লাহর পথ থেকে অনেক দুরে ঠেলে দেয়
অসাধারণ অভিনয় নিশো ভাইয়ের।
অসংখ্য ভালোবাসা 🇮🇳🇮🇳❤❤❤
ধন্যবাদ আমাদের নাটক দেখার জন্য
ভীষণ,ভীষণ ভালো লাগলো নিশো ভাইয়ের ও মেহেজাবিন বোনের অভিনয় লাগলো।(কলকাতা থেকে)।
এতো মর্মান্তিক একটা কাহিনি,,,,, প্রথমে বুঝতে পারি নাই💗
আফরান নিশো ভাইয়ার অভিনয় সবসময় মন কাড়ে।💙
শুধু বলব... এই জন্য এই মানুষ টা কে (আফরান নিশো) এত্ত ভালো লাগে....
চোখের জল আটকানো গেলো না
Nice
Kn asen
আরফান নিশো ও মেহজাবিন কে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা নাটক উপহার দেওয়া'র জন্য।
মন ছুঁয়ে যাওয়া একটা গল্প। এরকম গল্পকারদের জন্যই আজও বাংলা নাটক সমাদৃত, প্রশংসিত। অসাধারণ মেকিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর অভিনয় তো আরো অনবদ্য। ধন্যবাদ টীমের সকল মেম্বারকে,যাদের পরিশ্রমে আমরা এত সুন্দর, মনোমুগ্ধকর নাটক, সিনেমা দেখতে পারছি এবং আশা করছি ভবিষ্যতেও পাবো। ধন্যবাদ আরটিভি'কে এতো সুন্দর একটি নাটক পরিবেশনের জন্য। আরটিভি'র এই ধারা অব্যাহত থাকুক আজীবন। সর্বপরি সবার সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন।
They are King & Queen of Bangla Natok..❤❤❤
অসাধারন নাটক। জীবনের অঙ্ক আমি আজ ও মেলাতে পারলাম না। আফরান নিশো ও মেহজাবিনের অভিনয়ের তুলনা হয়না অনবদ্য।🙏🙏🙏
কিছু কিছুু সম্পর্ক হারিয়ে যায় নামকরণের পূর্বেই।♥♥ u both of them.
সহীহ সুন্দর ভাবে নামাজ অাদায় করলে... শরীর মন দুটোই চাঙা থাকে..... অাল্লাহপাক অামাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ অাদায় করার তৌফিক দান করুক... অামিন
amin
Amin
Amin..apni 5 oakto namaj poren to thikmoto??
জ্বি অালহামদুলিল্লাহ....অামার চেষ্টা অব্যহত থাকে প্রতিনিয়তো...বাকি টা রাব্বুল অাল অামিন,জানে...
নামাজ পড়ে আপনার লাভ কি? নাটক সিনেমা দেখেন 😀
সঞ্জয় সমদ্দার বেস্ট ডিরেক্টর ❤️!!
অসাধারণ একটি নাটক ❤️🥰..
হুম কিছু টা
আল্লাহ আমাদের সকলকে,,
পাঁচ ওয়াক্ত নামাজ আদায়,,
করার তৌফিক দেন !
আমিন❤️🥀
আমিন
মেরুর আর নিশো ভাই এর নাটক মানে অন্য কিছু এত ভাল লাগে কি বলব
আমিন
Amn
খুবই সুন্দর একটা নাটক,
অভিনয়ের কোন জায়গায় কোন কমতি নেই 👌👌👌
ধন্যবাদ পরিচালক 💞💞
এত ভাল নাটক, তুমি কেমনে করো ভাই।মুভিকে হার মানিয়ে দেয় একটা ৪৫ মিনিটের নাটক।
মেহজাবিন আপুটা এতো সুন্দর অভিনয় কেনো করে? চোখই ফেরানো যায় না 😍
এজন্যই মেহু আমার ক্রাশ ☺️🧡
আর নিশো ভাইয়ের কথা না ই বললাম 🔥
কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি ❤️❤️
নিশু ভাই মানেই অসাধারণ কিছু ❤️❤️
দুর্দান্ত নাটক। বিয়োগান্ত, তাই আরও বেশী করে হৃদয়ে নাড়া দেয়। নিশো ও মেহজাবিন দুজনেই অনবদ্য। আমি সত্যিই মুগ্ধ। আমি কলকাতার দর্শক।
💙💙💙💙💙
❤❤❤
সত্যি অসাধারণ একটা নাটক,এতো ভাল লাগছে বলে বুঝাতে পারতেছি না।
নিশো ভাই
ধন্যবাদ আপনাকে
Aha .vaggo ki jinish ....!oshadron akti natok er golpo ..r take fhutie tulechen enara ..🙏
সঞ্জয় সমাদ্দার মানেই ধামাকা।।।
মনে গেঁথে গেলো ভাই❤️
পরিচালক কে অনেক ধন্যবাদ এতো সন্দর বাস্তবিক নাটক উপহার দেয়ার জন্য...❤️❤️
প্রাক্তন মানে শিক্ষা, প্রাক্তন মানে স্মৃতি, প্রাক্তন মানে অপেক্ষার চাদরে মুড়িয়ে থাকা অনিশ্চিত সম্ভাবনা।
কিছুদিন আগে দেখলাম ‘ভুলতে পারিনা’। আর আজকে দেখলাম ‘নামকরণ’। নিশোর কী চমৎকার অভিনয়! খুবই ভালো।
নিসু ভাই আর মেহজাবিন আপু বেস্ট অফ লাক।।। অসাধারণ একটি নাটক
এমনি এমনি তো আর নিশো ভাইয়ের নাটক কেউ দেখে না। এ যেন অভিনয়ের ভেতর দিয়ে এক বাস্তব কাহিনী ফুটিয়ে তোলা
"নিশো ভাইয়ের নাটক মিস করা যায় না,,,, এখানে অনলি ফর নিশো ভাই & মেহু আপুর জন্য অগ্রিম লাইক হবে।"
👍
বাড়ি আর গাড়ির চাপে নারীই জোটে না। অসাধারণ ডায়লগ❤💜💙
এরকম করে হাজারো সত্যি কারের ভালবাসা হেরে যায়।😭😭😭
Golpoti osadharon laglo r ovinoy er kotha to mukhe bole prakash kora jabe na natokti dekhe mukhdho hoye gelam💛💛💛💛❤❤❤❤❤❤
Akdom
Mahua paul, Thanks for watching & your good comments.
নিয়তি মানুষের চোখে জল আনতে বাধ্য করে♥️
Asadarron laglo ei natok ta , Nayak and nayka Amar khub prio. Duijon k asonkho dhonnbad. Ami west Bengal e thaki,valo thakben.