অনেক অভিনেতা মনে করে,রিকশাওয়ালার চরিএে অভিনয় করলে তাদের মান কমে যায়।নিশো ভাই তার পুরোটা বিপরীত।এসব চরিএে অভিনয় করে নিশো ভাই সবার মন জয় করেছে। ভালোবাসা রইল প্রিয় ভাইয়ের জন্য।
একজন অভিনেতা কে সকল প্রকার অভিনয়ের গুন থাকা উচিৎ,এবং সব চরিত্রে অভিনয় করা উচিৎ তাহলেই সেই আসল অভিনেতা, আর এই গুন টা আমি মোশারফ করিম এবং আফরান নিশো এই দুই অভিনেতার মধ্যে বরাবর দেখি। দুয়া রইলো ভারত থেকে। 💐💐💐
আমি Speechless ! শেষ এই ভাবে হবে , ধারনার অতীত ছিলো . কি অসাধারন নাটক . পরিচালনা , অভিনয় ! বাংলাদেশ অনেক অনেক এগিয়ে . এখন পর্যন্ত স্তব্ধ হয়ে বসে আছি . কি দেখালেন পরিচালক , নিশো , মেহজাবীন !
@@surjo1683 আপনি হয়তো জানেন না যে কুরআন শরীফ এ কোথাও অন্যকে ঘৃণার কথা বলা হয়নি।আর বলে রাখি কোরআন পড়লে কেউ জঙ্গি হয় না বরং জঙ্গিদের কে কোরআন শরীফ এর অপব্যাখ্যা দেয়া হয়।আপনি অন্য ধর্মের অনুসারী তাই জানবেন না এইটাই স্বাভাবিক।শুধু শুধু অপবাদ না দিয়ে একবার পড়ে দেখেন কোরআন এর কোথাও জঙ্গি হওয়ার নির্দেশ বা শিক্ষা দেওয়া আছে কিনা।
@@ashrafulmahi7864 @ ধর্মান্ধ বা অন্ধের মতো ধর্ম কে অনুসরন না করে না যেনে দরকার হলে কোরআন বাংলা তরজমা ও তফসির সহ পড়ে দেখেন, অবশ্ব্যই পুরাতন কোনোও তরজমা বা তফসির পড়ে দেখবেন - কারন নতুন সব তরজমা তফসিরে ভন্ড মোল্লারা নিজেদের ধর্ম ব্যাবসা টিকিয়ে রাখতে প্রয়োজনে ইচ্ছামতো আয়তের মানে বদলেছে, তাই পড়লে পুরাতন তরজমা ও তফসির পড়েন আর না হলে গুগলে গিয়ে ইংরেজিতে তরজমা ও তফসির পড়ে দেখেন। দেখবে বহু সুরাতে নবী বলেছেন বিধর্মী রা মানুষ না বরং তারা কুকুর ও শুকরের চেয়ে নিকৃষ্ট। সুরা তাওবা, ও সুরা আনফাল, সুরা নিসা, সুরা মায়িদা, সুরা তাহরিম, সুরা আজহাব, সুরা নাহল সহ এমন বহু সুরা আছে। এসবগুলো বাংলা অথবা ইংরেজি তে তরজমা ও তফসির সহ ভালো করে পড়ে দেখুন, বিষেস করে মাদানী সুরা গুলো। মূর্খ রা তোতাপাখির মতো কোরআন মুখস্থ করে আলেম নামক জালেম বা জঙ্গী হয়। আর সু শিক্ষায় শিক্ষিতরা কোরআন অর্থ সহ পড়ে সংশয়বাদী বা নাস্তিক হয়। আলেম নামক জালেমরা যেখানেই থাকে অথবা যায় তারা সেখানেই জিহাদ করে অশান্তি তৈরি করে। আর সংশয়বাদী অথবা নাস্তিকরা চায় পৃথিবীর সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করুক।
@@surjo1683 আপনি বললেন যে বলা হয়েছে কুকুর এর চেয়ে নিকৃষ্ট।জী এই কথা বলা হয়েছে তাদেরকে যারা স্রষ্টার প্রতি অনুগত নয় কারণ কুকুর ও তার স্রষ্টার প্রতি অনুগত।এইখানে নিকৃষ্ট বলা হয়েছে।হত্যা করতে বলা হয়নি।জঙ্গিবাদ কই পেলেন ?আর আপনি আরো বললেন নাস্তিকরা চায় পৃথিবীতে সবাই মিলে মিশে বসবাস করুক।আপনার নাম থেকে বোঝা যায় আপনি হয়তো হিন্দুধ্মাবলম্বী।হিন্দু ধর্ম মতে ও তো সৃষ্ট রয়েছেন।কিন্তু আপনি তো এইখানে বললেন যে নাস্তিকরা চায় পৃথিবীর সবাই মিলে মিশে বসবাস করুক। আমি যতটুক জানি নাস্তিকরা স্রষ্টায় বিশ্বাসী না। কিন্তু আপনার ধর্ম মতে আপনারও তো স্রষ্টা রয়েছে।আর আপনি যদি আসলেই নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি নাস্তিক।আর আপনি নাস্তিক হয়ে থাকলে আপনি আপনার ভগবান কেও অস্বীকার করেন ।আর আপনি বললেন নাস্তিকরা চায় পৃথিবীর সবই মিলে মিশে শান্তিতে বসবাস করুক।তাহলে আপনি কেনো এইরকম আক্রমন্যাক্তক কমেন্ট করেন ।আপনার প্রথম কমেন্ট টা তো মুসলমানদের উদ্দেশে আক্রমণাত্বক কমেন্ট।
@@ashrafulmahi7864 @ সব ভুলই ভাঙ্গবে যদি কোরআনের বাংলাটা পড়েন। বিষেস করে মাদানী সুরা গুলো। আল্লাহ যদি সত্যিই সবাইকে সৃস্টি করে থাকেন তাহলে তিনি শুধুমাত্র মানুষ সৃস্টি করেছেন। আর যে মানুষ সৃস্টি করেছেন তিনি কি করে তার সৃস্টির মানুষকে কুকুর ও শুকরের সাথে তুলনা করেন??? আসলে কোরআনের সবই হলো মোহাম্মদ এর উর্বর মস্তিষ্কের ভাবনা। ইসলাম যদি এতোই শান্তির ধর্ম হয় তাহলে সারাবিশ্বব্যাপী বিধর্মীদের উপর আল্লাহুআকবর বলে যতোগুলো আক্রমন হয়েছে তার সবই করেছে এই সব উর্বর মস্তিষ্কের জঙ্গী মোল্লারা। ইসলাম ধর্ম যেখানে যে দেশে গিয়েছি সেই দেশের ভাগ্যে জুটেছে অশান্তি আর বিপর্যয়। ইসলাম নামক আক্রমণাত্বক ধর্ম যে দেশে নেই সেই দেশের মানুষ শান্তিতে বসবাস করে যেমন নেদারল্যান্ড সহ আরোও কয়েকটি দেশ। আর পাকিস্তানি ও বাংলাদেশের মোল্লাদের গলা ফাটানো চিৎকার মার্কা ওয়াজ শুনলে ও তাদের কথাবার্তার ধরন শুনলেই বোঝা যায় ইসলাম একটি জিহাদি ও জঙ্গী ধর্ম, আর এই ধর্মের সৃস্টিকারক একজনই আর সে হলো মোহাম্মদ। মোহাম্মদ নিজে ISIS বা কোনোও জঙ্গী থেকে কম ভয়ংকর ছিলেন না। আর এসব হাদিসগুলি পড়লেই বোঝা যায়। ইসলাম ধর্মে কেউ ঢুকলে কোনোও ক্ষতি নেই কিন্তু যে একবার ইসলাম নামক এমন বর্বর ধর্ম থেকে বেরিয়েছে বা বের হওয়ার চিন্তুা করেছে বিনিময়ে তার গর্দান কাটা গেছে, এ যেনো সাক্ষাত মাফিয়া গ্যাং টাইপের একটা ধর্ম, ঢোকা টা সহজ কিন্তু বের হলেই মৃত্যু। এমন নিয়ম পৃথিবীতে অন্য কোনোও ধর্মে নেই। মোল্লারা সবসময় জনগনের কাছে ইসলামের ভালো রূপটি উপস্থাপন করে, কিন্তু হাদিস সিরাত ও নবীর জিবনী পড়লে বোঝা যায় এ ধর্ম কতোটা নোংরা এবং তার চেয়েও নোংরা হলো নবী মোহাম্মদ ও তার চ্যালা চামুণ্ডারা। তাইতো নবী মারা যাওয়ার পর তারা নিজেরা নিজেরাই একে অন্যকে কুকুরের মতো কামড়াকামড়ি করে মরেছে।
দুই বছর বয়সে বাবা মারা যায়,বড় ভাই পড়ালেখার ফাকে রিক্সা চালিয়ে আমাকে কিছুটা লেখাপড়া শিখিয়েছে,তারপর বিদেশে পাঠালো আমাকে,আর আমি ও এসে আমার ভাইকে আনলাম,এখন আল্লাহর রহমতে আমরা ভালোই আছি,,তবে এখন সুখ হলে ও আগে কষ্ট গুলো এখনো মনে হয়..!
আমার মনে হয় মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা কিভাবে জানাতে হয় সেটা তোর জানা নাই তোর ভাসায় সেটা বলে আমি তুই শব্দ ব্যবহারের জন্য আমি সরি বলছি কারণ আমি তাহলে তো আপনি আমি হয়ে গেলাম।।
পশ্চিমবঙ্গের অগণিত ভক্ত নিশো ভাইয়ের। পশ্চিমবঙ্গ ভারত থেকে অনেক শুভেচ্ছা রইল নিশো ভাই। তুমি প্রতি নাটকেই প্রমান করে দাও যে তুমি কত বড় মাপের অভিনেতা। সত্যিই তুমি একজন জাত অভিনেতা।
শত শত রিকশাওয়ালার জীবনকাহিনী সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে এই নাটকের চিত্রে। সত্যি অসাধারণ অভিনয় করেছেন নিশো ভাই, মেহজাবিন আপু। পরিচালক কে Award দিয়া উচিত। সত্যি অসাধারণ লাগলো নাটকটা। আমাদের সবার কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। 🙏🙏💜💜
কাকে দিয়ে কেমন অভিনয় করানো যায় সেটা এখন সব নাটক পরিচালকরা জেনে গেছে,,কিভাবে অভিনয় করতে হয় নিশো ভাই সেটা খুব ভালো করেই জানে,,তার জন্যই নিশো ভাই বাংলা নাটকের বস্,,
এমন অভিনয় শুধু নিশো ভাই ও মেহজাবীন এর পক্ষেই সম্ভব। ওদের পুরস্কার পাওয়া উচিত। পুরস্কার পাওয়া উচিত পরিচালক ও গল্পলেখকের। অসাধারণ। ভুলবো না ওদের অভিনয়। 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
আমার মত আর কারা আছে যারা নিশো ভাইয়ার নাটক ছাড়া আর কারো নাটক দেখেনা ❤️ তবে শেষ টা অনেক কষ্টের ছিলো 😢 ভালোবাসা অবিরাম প্রিয় নিশো ভাইয়া ও মেহজাবীন আপু❤️❤️❤️
নিশু ভাই এর অভিনয় দেখে সত্যিই মুগ্ধ হয়ে যায়😍😍..অনেক অনেক ভালোবাসা রইল বস তোমার জন্য Tripura,india🇮🇳🇮🇳❤❤ থেকে❤❤❤..একজন খাটি অভিনেতা আমাদের নিশু ভাইয়া🔥🔥👍👍
সত্যি নিশো ভাইয়া ও মেহু দিদি তোমাদের যতোই দেখছি ততোই অবাক হচ্ছি ❤️❤️ এই নাটক দেখে হঠাৎ করে পতঙ্গ, শিফট নাটকের কথা মনে চলে এলো ❤️❤️ সত্যি যেকোনো চরিত্রে তোমরা তোমাদের প্রিয় দিয়ে আমাকে মন্ত্রমুগ্ধ করে দাও ❤️❤️ আমি ওয়েস্ট বেঙ্গল থাকি এখান থেকে তোমাদের জন্য অনেক আদর ও ভালোবাসো রইলো ❤️❤️ তোমাদের জুটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকলাম 👍👍👍
ভয়ংকর সুন্দর এই নাটক। নিশো ও মেহজাবিনের অনবদ্য অভিনয় সম্বৃদ্ধ নাটকটি সমাজের নিচুতলার সাধারণ মানুষের চরম দুঃখ দারিদ্র্যের চলচ্ছবি। এই দুজনের যৌথ প্রতিভা তাদের প্রতিটি কাজের মধ্যে জীবন্ত হয়ে উঠে, এখানেও তার ব্যাতিক্রম হয় নি। পরিচালকের মুন্সীয়ানা প্রশংসার দাবি রাখে। আমি কলকাতার একজন দর্শক। 🙏🙏
নাটক টা অনেক ভালো লেগেছে একদম বাস্তব টা তুলে ধরেছেন নিশো ভাই এবং মেহেরজাবিন অসাধারণ অভিনয় করেছে অনেক ভালো লেগেছে এরকম ভিডিও বানানোর জন্য অসংখ্য ধন্যবাদ
স্যালুট মেহজাবীন.....কি নিখুঁত অভিনয়, মনে হয় জীবন্ত, এতো অভিন্ন রুপে নিজেকে তুলে ধরা যে কতটা ট্যালেন্ট থাকলে সম্ভব তা মেহজাবীন বার বার প্রমাণ করেছে,,, সত্যিই তুমি অনন্যা,তুমি সেরার সেরা,অনেক শুভ কামনা,আর নিশো সে তো বলার অপেক্ষা রাখেনা....
অসম্ভব ভালো বিষয় , সাথে অনবদ্য সাবলীল অভিনয় ৷ পরিচালনা ও প্রশংসার দাবীদার ... বাংলাদেশের নাটকের প্রতি ক্রমশঃ আকৃষ্ট হয়ে পড়ছি !!! আন্তরিক অভিনন্দন !!!!!!! কোলকাতা ৷
আমি লজ্জা নয় গর্ভবোধ করি আমি একজন রিক্সসাওয়ালার ছেলে বলে,,,কারন আমি দেখেছি আমার বাবাকে আমাদের জন্য কতটা ত্যাগ এবং পরিশ্রম করতে হয়েছে তাকে!!! বাবা তুমি হয়তো জানো না তোমার নিজের অজান্তেই অনেক,,অনেক বেশি ভালোবাসি!!!!
অসাধারণ একটি পরিবেশন! যেমন গল্প ও নির্দেশনা তেমনি নায়ক-নায়িকার অভিনয়! ওনাদের জন্য রইলো আমার শুভেচ্ছা অন্তহীন। আমি হায়দ্রাবাদ, ইণ্ডিয়া থেকে আপনাদের নিয়মিত দর্শক। আরও অনেক পাবার আশায় রইলাম।
খুব ভালো অভিনয় দেখলাম সত্যি এত হৃদয় স্পর্শ করে গেল তা ভাষায় প্রকাশ করতে পারছি না ইশ্বর আপনাদের অনেক অনেক ভালো রাখুন এরকম নাটক যাতে আমরা দেখতে পাই ধন্যবাদ পুরো টিম কে
ধন্যবাদ দিয়ে আপনাদের ছুটো করবো না ,, বাংলা নাটক এর জন্য আপনাদের ভালবাসা অনেক, এভাবেই সাপোর্ট দিবেন আমাদের ইনশাআল্লাহ আরো ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করবো
Please leave your valuable comments below and thanks in advance for watching
Team
#Bilop
#Nisho
#AfranNisho
#Mehazabien
#MehazabienChowdhury
এলেন শুভ্র নাটক দেখতে চাই
#বিলোপ
অসাধারণ অভিনয় আফরান নিশু + মেহেজাবিন ✌️ জাতীয় পুরষ্কার পাওয়ার যোগ্যতা রাখে
Brilliant drama brother. You have highlighted the practical sufferings of our people 🥲🙏🏻❤️
হুম বলো 🙋♂️🙋♂️🙋♂️
অনেক অভিনেতা মনে করে,রিকশাওয়ালার চরিএে অভিনয় করলে তাদের মান কমে যায়।নিশো ভাই তার পুরোটা বিপরীত।এসব চরিএে অভিনয় করে নিশো ভাই সবার মন জয় করেছে। ভালোবাসা রইল প্রিয় ভাইয়ের জন্য।
R8 bro...
একজন অভিনেতা কে সকল প্রকার অভিনয়ের গুন থাকা উচিৎ,এবং সব চরিত্রে অভিনয় করা উচিৎ তাহলেই সেই আসল অভিনেতা, আর এই গুন টা আমি মোশারফ করিম এবং আফরান নিশো এই দুই অভিনেতার মধ্যে বরাবর দেখি। দুয়া রইলো ভারত থেকে। 💐💐💐
Thank you so much for your lovely review
#Bilop
অনেক অনেক ভালো বাসা রইল
ঠিক তাই
এইবারের অভিনেতা আর অভিনেত্রীর পুরুষ্কার যেন আফরান নিশু এবং মেহজাবিন রে দেওয়া হয়! আমার সাথে সহমত কে কে দেখতে চাই ❤️
হুম আমি আছি
Er ageo award orai to paise 3rd gender
আমি আছি
yes
আমি Speechless ! শেষ এই ভাবে হবে , ধারনার অতীত ছিলো . কি অসাধারন নাটক . পরিচালনা , অভিনয় ! বাংলাদেশ অনেক অনেক এগিয়ে . এখন পর্যন্ত স্তব্ধ হয়ে বসে আছি . কি দেখালেন পরিচালক , নিশো , মেহজাবীন !
আসলেই দুজনই পানির মতো,এমন মনে হয়, যে পাত্রে রাখা হয় সে পাত্রের আকার ধারন করে❣️❣️
কোন জুটি সেরা??
১)আফরান নিশো & মেহেজাবিন > লাইক
২)অপুর্ব & তানজিন তিশা > কমেন্ট
১
মেহজাবিন কে সবার সাথে ভালো লাগে
অবশ্যই আফরান নিশো এবং মেহজাবিন
নিশো + মেহজাবিন
1
ফ্রিজে পানি রাখলে যেমন পানি ঠান্ডা হয়,,,,,,
তেমনি বুকে কোরআন রাখলে কলিজা ও ঠান্ডা হয়,,,,,,
তেমনই বুকে কোরআন রাখলে অন্তর থেকে মানুষকে ঘৃনা করা এবং শেষে জঙ্গী হয়।
@@surjo1683 আপনি হয়তো জানেন না যে কুরআন শরীফ এ কোথাও অন্যকে ঘৃণার কথা বলা হয়নি।আর বলে রাখি কোরআন পড়লে কেউ জঙ্গি হয় না বরং জঙ্গিদের কে কোরআন শরীফ এর অপব্যাখ্যা দেয়া হয়।আপনি অন্য ধর্মের অনুসারী তাই জানবেন না এইটাই স্বাভাবিক।শুধু শুধু অপবাদ না দিয়ে একবার পড়ে দেখেন কোরআন এর কোথাও জঙ্গি হওয়ার নির্দেশ বা শিক্ষা দেওয়া আছে কিনা।
@@ashrafulmahi7864 @ ধর্মান্ধ বা অন্ধের মতো ধর্ম কে অনুসরন না করে না যেনে দরকার হলে কোরআন বাংলা তরজমা ও তফসির সহ পড়ে দেখেন, অবশ্ব্যই পুরাতন কোনোও তরজমা বা তফসির পড়ে দেখবেন - কারন নতুন সব তরজমা তফসিরে ভন্ড মোল্লারা নিজেদের ধর্ম ব্যাবসা টিকিয়ে রাখতে প্রয়োজনে ইচ্ছামতো আয়তের মানে বদলেছে, তাই পড়লে পুরাতন তরজমা ও তফসির পড়েন আর না হলে গুগলে গিয়ে ইংরেজিতে তরজমা ও তফসির পড়ে দেখেন। দেখবে বহু সুরাতে নবী বলেছেন বিধর্মী রা মানুষ না বরং তারা কুকুর ও শুকরের চেয়ে নিকৃষ্ট। সুরা তাওবা, ও সুরা আনফাল, সুরা নিসা, সুরা মায়িদা, সুরা তাহরিম, সুরা আজহাব, সুরা নাহল সহ এমন বহু সুরা আছে। এসবগুলো বাংলা অথবা ইংরেজি তে তরজমা ও তফসির সহ ভালো করে পড়ে দেখুন, বিষেস করে মাদানী সুরা গুলো।
মূর্খ রা তোতাপাখির মতো কোরআন মুখস্থ করে আলেম নামক জালেম বা জঙ্গী হয়। আর সু শিক্ষায় শিক্ষিতরা কোরআন অর্থ সহ পড়ে সংশয়বাদী বা নাস্তিক হয়। আলেম নামক জালেমরা যেখানেই থাকে অথবা যায় তারা সেখানেই জিহাদ করে অশান্তি তৈরি করে।
আর সংশয়বাদী অথবা নাস্তিকরা চায় পৃথিবীর সবাই মিলে মিশে শান্তিতে বসবাস করুক।
@@surjo1683 আপনি বললেন যে বলা হয়েছে কুকুর এর চেয়ে নিকৃষ্ট।জী এই কথা বলা হয়েছে তাদেরকে যারা স্রষ্টার প্রতি অনুগত নয় কারণ কুকুর ও তার স্রষ্টার প্রতি অনুগত।এইখানে নিকৃষ্ট বলা হয়েছে।হত্যা করতে বলা হয়নি।জঙ্গিবাদ কই পেলেন ?আর আপনি আরো বললেন নাস্তিকরা চায় পৃথিবীতে সবাই মিলে মিশে বসবাস করুক।আপনার নাম থেকে বোঝা যায় আপনি হয়তো হিন্দুধ্মাবলম্বী।হিন্দু ধর্ম মতে ও তো সৃষ্ট রয়েছেন।কিন্তু আপনি তো এইখানে বললেন যে নাস্তিকরা চায় পৃথিবীর সবাই মিলে মিশে বসবাস করুক। আমি যতটুক জানি নাস্তিকরা স্রষ্টায় বিশ্বাসী না। কিন্তু আপনার ধর্ম মতে আপনারও তো স্রষ্টা রয়েছে।আর আপনি যদি আসলেই নাস্তিক্যবাদে বিশ্বাসী হয়ে থাকেন তাহলে আপনি নাস্তিক।আর আপনি নাস্তিক হয়ে থাকলে আপনি আপনার ভগবান কেও অস্বীকার করেন ।আর আপনি বললেন নাস্তিকরা চায় পৃথিবীর সবই মিলে মিশে শান্তিতে বসবাস করুক।তাহলে আপনি কেনো এইরকম আক্রমন্যাক্তক কমেন্ট করেন ।আপনার প্রথম কমেন্ট টা তো মুসলমানদের উদ্দেশে আক্রমণাত্বক কমেন্ট।
@@ashrafulmahi7864 @ সব ভুলই ভাঙ্গবে যদি কোরআনের বাংলাটা পড়েন। বিষেস করে মাদানী সুরা গুলো। আল্লাহ যদি সত্যিই সবাইকে সৃস্টি করে থাকেন তাহলে তিনি শুধুমাত্র মানুষ সৃস্টি করেছেন। আর যে মানুষ সৃস্টি করেছেন তিনি কি করে তার সৃস্টির মানুষকে কুকুর ও শুকরের সাথে তুলনা করেন???
আসলে কোরআনের সবই হলো মোহাম্মদ এর উর্বর মস্তিষ্কের ভাবনা।
ইসলাম যদি এতোই শান্তির ধর্ম হয় তাহলে সারাবিশ্বব্যাপী বিধর্মীদের উপর আল্লাহুআকবর বলে যতোগুলো আক্রমন হয়েছে তার সবই করেছে এই সব উর্বর মস্তিষ্কের জঙ্গী মোল্লারা। ইসলাম ধর্ম যেখানে যে দেশে গিয়েছি সেই দেশের ভাগ্যে জুটেছে অশান্তি আর বিপর্যয়।
ইসলাম নামক আক্রমণাত্বক ধর্ম যে দেশে নেই সেই দেশের মানুষ শান্তিতে বসবাস করে যেমন নেদারল্যান্ড সহ আরোও কয়েকটি দেশ।
আর পাকিস্তানি ও বাংলাদেশের মোল্লাদের গলা ফাটানো চিৎকার মার্কা ওয়াজ শুনলে ও তাদের কথাবার্তার ধরন শুনলেই বোঝা যায় ইসলাম একটি জিহাদি ও জঙ্গী ধর্ম, আর এই ধর্মের সৃস্টিকারক একজনই আর সে হলো মোহাম্মদ। মোহাম্মদ নিজে ISIS বা কোনোও জঙ্গী থেকে কম ভয়ংকর ছিলেন না। আর এসব হাদিসগুলি পড়লেই বোঝা যায়। ইসলাম ধর্মে কেউ ঢুকলে কোনোও ক্ষতি নেই কিন্তু যে একবার ইসলাম নামক এমন বর্বর ধর্ম থেকে বেরিয়েছে বা বের হওয়ার চিন্তুা করেছে বিনিময়ে তার গর্দান কাটা গেছে, এ যেনো সাক্ষাত মাফিয়া গ্যাং টাইপের একটা ধর্ম, ঢোকা টা সহজ কিন্তু বের হলেই মৃত্যু।
এমন নিয়ম পৃথিবীতে অন্য কোনোও ধর্মে নেই। মোল্লারা সবসময় জনগনের কাছে ইসলামের ভালো রূপটি উপস্থাপন করে, কিন্তু হাদিস সিরাত ও নবীর জিবনী পড়লে বোঝা যায় এ ধর্ম কতোটা নোংরা এবং তার চেয়েও নোংরা হলো নবী মোহাম্মদ ও তার চ্যালা চামুণ্ডারা।
তাইতো নবী মারা যাওয়ার পর তারা নিজেরা নিজেরাই একে অন্যকে কুকুরের মতো কামড়াকামড়ি করে মরেছে।
আমি একজন হিন্দু ছেলে হয়ে বলছি ভালবাসি মোহাম্মদকে।।তিনি ছিলেন মুসলিম ধর্মের শ্রেষ্ঠ মানব।।
Well come boss....🇧🇩♥️♥️♥️
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার প্রিয়ো ভাইটিকে ইসলাম ধর্মে আসার আহবান রইলো❤️❤️❤️
মহান আল্লাহ আপনাকে হেদায়েত দান করুন ।
Sala batpar
আফরান নিশো ভাইয়ের ভক্তরা সারা দাও। 👍👍
#বিলোপ
কি হিস্টরি রে ভাই আর কি অভিনয় ! এ ত দেখি বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ট অভিনেতা ও অভিনেত্রী খেতাব দিতেই হবে।
রাইট
চঞ্চল ও আছে কিন্তি
@@sabirh5046 z
ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ একদিন মেহু এবং নিশো বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে❤❤❤❤
নিশো ভাইয়ের মতো অভিনেতা আগামী ৫০ বছরেও বাংলাদেশের নাট্য জগতে আসবে বলে মনে হয়না। অভিনয়, চেহারা, স্টাইল, ফিটনেস, স্মার্টনেস,মাথার চুল সবকিছুই অসাধারণ। 🥰
দুই বছর বয়সে বাবা মারা যায়,বড় ভাই পড়ালেখার ফাকে রিক্সা চালিয়ে আমাকে কিছুটা লেখাপড়া শিখিয়েছে,তারপর বিদেশে পাঠালো আমাকে,আর আমি ও এসে আমার ভাইকে আনলাম,এখন আল্লাহর রহমতে আমরা ভালোই আছি,,তবে এখন সুখ হলে ও আগে কষ্ট গুলো এখনো মনে হয়..!
Alhamdulillah
Alhamdulillah valo khbr
তোমার ভাইকে তুমি দেখে রেখ,সে তোমার জন্য অনেক করেছে,নারির কারনে সব ধং হয়ে যায়
ki
Alhamdulillah
কি অসাধারন অভিনয় ক্ষমতা আফরান নিশো আর মেহেজাবীন চৌধুরীর। এমন অভিনয় দেখে ভাবতে বসতে হয়। অপুর্ব কাহিনী। যিনি লিখেছেন ওনার ভাবনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।
~পেটে খাবার ছিল না
তবুও মুখে হাসি ছিল 🙂
~তিনি হলেন,হযরত মুহাম্মদ (সাঃ)🥰🌹
আর এটা লেখার জন্য নাটকের কমেন্ট এসেছেন... সত্যি পারেনও
কমেন্ট দেখে মনে হচ্ছে হুজুর সাহেব মসজিদ না জেয়ে নাটক দেখতেছ
@@samayankabir5920 তবে যাই বলেন এই কমেন্টটা এই নাটকের সাথে গেছে!!🙂
সত্য কথা বলতে নাটকটা অসাধারণ ছিল, এই রকম নাটকের মাধ্যমে সবার মন জয় করে নিয়েছে, নিশু ভাই সবার সেরা ?
@@kutubuddin1031 হুম
ভাই তুই একটা জিনিস ওবটে কেমনে পারিস এমন অভিনয় করতে, আমার কাছে মনে হয় বাংলাদেশের সেরা অভিনেতা আফরান নিশো,,, আপনারা কি মনে করেন কমেন্ট এ জানাবেন
নিশো, মেহেজাবীন মানে নাটক হিট💕দুই জনেই প্রিয় অভিনেতা ❣️💓
Amar o tai mone hoi
Ha vi
আমিও
আমার মনে হয় মানুষের প্রতি সম্মান শ্রদ্ধা কিভাবে জানাতে হয় সেটা তোর জানা নাই তোর ভাসায় সেটা বলে আমি তুই শব্দ ব্যবহারের জন্য আমি সরি বলছি কারণ আমি তাহলে তো আপনি আমি হয়ে গেলাম।।
পশ্চিমবঙ্গের অগণিত ভক্ত নিশো ভাইয়ের। পশ্চিমবঙ্গ ভারত থেকে অনেক শুভেচ্ছা রইল নিশো ভাই। তুমি প্রতি নাটকেই প্রমান করে দাও যে তুমি কত বড় মাপের অভিনেতা। সত্যিই তুমি একজন জাত অভিনেতা।
খুবই কষ্ট লাগলো নাটকটা দেখে😭😭
আজ থেকে রিকশাওয়ালাদের উপর সম্মান বেড়ে গেলো❤️
বাড়লে হবে না, টাকাও বাড়িয়ে দিতে হবে ☺
Good
Hammm
সব সময় চেষ্টা করি বাড়িয়ে দিতে।
Amon poribeshe r kuno obinetar obinoy korbe na jibone oy juti k salute janai😍😍😍love u boss
আমি এক রিক্সাওয়ালার ছেলে।
যতক্ষন দেখছি ততক্ষন কাঁদছি।
আপনি একজন সত বাবার ছেলে
@@ভাতদে-ঢ৯র
ঠিক বলেছেন।
দোয়া করবেন আমার বাবার জন্য।
Doya roilo
@@sami1hossin42 ধন্যবাদ
Allah tomar shohay thakuk Dua kori vhai..!!
যেমন অভিনয় তেমন গল্প ভাবনা , এই নাটকের সঙ্গে যুক্ত সক্কলকে স্যালুট । হলিউড মুভিও এমনটা হয়তো ভাবতে পারবে না। কোলকাতা থেকে ....
Yes Karon Oder deshey manush joner ei rokom trouble hoina...okane gorib lokey jonmate pare kintu tader eto tough life hoina ..
মেহজাবিন আপু আর নিশো স্যারের আন্তর্জাতিক সম্মাননা পুরষ্কার পাওয়া উচিত এমন সুনিপুণ অভিনয়ের জন্য🏆🏆
👉সাকিব খান নয়❌
👉সালমান খান নয় ❌
হজরত মুহাম্মদ (সঃ) এর ভক্তরা কই ✔
তুমি কার ভক্ত?
Eishob abal gula ekhane Ki kore???
ছাগলের বাচ্চারা কোন জায়গায় কোন কমেন্ট করতে হয় জানোস না
@@sazzadbiswas9115 ei vhaiya ojotha joghra korben na ar islan niye baje montobbo korben na
শালারা মাদারসোদরা নাটক দেখস আবার জগোড়া করস
শত শত রিকশাওয়ালার জীবনকাহিনী সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে এই নাটকের চিত্রে। সত্যি অসাধারণ অভিনয় করেছেন নিশো ভাই, মেহজাবিন আপু।
পরিচালক কে Award দিয়া উচিত।
সত্যি অসাধারণ লাগলো নাটকটা। আমাদের সবার কিছু শিক্ষা গ্রহণ করা উচিত। 🙏🙏💜💜
Thank you so much for your detailed review
সমাজের সব ধরনের গল্প ফুটে উঠুক নাটকে, অভিনয়ের বৃষ্টি ঝরুক নিশো মেহজাবিনের অভিনয়ে।
Thank you
#Bilop
Thanks
❤
এদের দুজনের অভিনয় যত দেখি ততই মুগ্ধ হই আমি,,
মেহজাবিন আর নিশো অভিনয় জগতের অন্যতম ।
ওনাদের অভিনয়ে বিশুদ্ধ বাস্তৱতা থাকে ।love from india
নিশো, মেহজাবিনের নাটক হাজার টা দেখলেও বিরক্ত লাগে না,দেখতেই মন চায়।
আমারো ❤️❤️❤️
আমারো মনে নিশো ভাইয়ার সব নাটকে যদি মেহু আপি থাকতো
প্রায় ১১ মাস করোনা ভাইরাস এর পরও যারা এখনও সুস্থ আছি তারা একবার মন খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবার সহায়ক হওন।
আলহামদুলিল্লাহ
Alhamdulillah
একটা লাইক হয়ে যাক বাংলা নাটকের রানি মেহেজাবিন এর জন্য👍👍❤❤...অনেক অনেক ভালোবাসা রইল Tripura,india থেকে 🇮🇳🇮🇳❤❤
*কলকাতা থেকে নিশো, তানজিন তিশা, মেহ্জাবিন lover* ❤❤❤
দাদা বাংলাদেশ থেকে ভালোবাসা নিবেন ❤️❤️
ধন্যবাদ
Thank you
#বিলোপ
ইমির
@@btsarmy-mb7uu "ইমির" হবে না, "এমির" হবে । ☺
বাংলা সিনেমার প্রতি যত আগ্রহ না আছে তার চেয়ে বাংলাদেশী নাটকের উপর দশ গুন আগ্রহ🥰🥰🥰
বাংলা নাটক হচ্ছে বাস্তবতার উপর নির্মিত আর তাতে আফরান আর মেহজাবিন আরও বাস্তবিক।
হাই
কাজল রেখ,লতা অডিও, মজনু শেষ করে আবার ফিরে এলাম বিলোপ দেখতে,আমার মতো নিশু ভাই এর পাগল গুলা দেখতে চাই, লাইক দিয়ে সারা দেন।।
আপনি কোথায় থাকেনা ভাইয়া?
আপনি কি বেকার এতো নাটক দেখার সময় পান কেমন করে
ভাইয়া আমি একটা কাজে আছি
লতা অডিও,মাজনু,কাজলরেখা,ভুলজন্ম অার এখন বিলোপ,
Komola Ronger Rod
লজ্জায় মাথা নিচু হয়ে যায়।এই দেশে আমি একজন নাগরিক।গরিবের জীবন বড় কঠিন জীবন।
কেন এমন হয় মানুষের সাথে নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে কষ্ট হয়
এ শহরে গরীবের কোনো মূল নাই। 🙂
Hmmm.. Vai
Thik joicen vai.onek kosto hoi, 😂😂😂
নাটক টা বাস্তবতার সাথে মিলে গেলো..ভালো লাগছে ভাই😔😢আসলে আমাদের সমাজ টাই এমন, গরিবদের কোন দাম নাই😢😢😔
কেউ উপকার করলে তার বিনিময়ে এসব নি মেয়েদের জীবন নষ্ট করে,তাই মেয়েদের নিজে পায়ে দাড়ানো দরকার ❤
অভিনয় কাকে বলে, কত প্রকার ও কি কি সেটা আফরান নিশো ভাই এবং মেহজাবিনের অভিনয় দেখলে পুরোপুরি বোঝা যায়। এনারা নিজেরাই নিজেদেরকে ছাড়িয়ে যাচ্ছে।
রাইট কথা ভাই
প্রিয় মা,,,❤
- ৭০০ কোটি মানুষের মাঝে তোমার হাসিটা বেস্ট!😍
Ammur kache ei Kotha ta bolen dekhben ma khusi hobey🙂 (kono cmnt box / inbox like Pawar ashai nah!)
hmm amin
দুজনেই শক্তি শালী অভিনেতা ও অভিনেত্রী, এদের দিয়ে এরকম বৈচিত্র্য ময় কাজ আরও অনেক দেখতে চাই।পশ্চিম বঙ্গের থেকে বলছি 🇮🇳 বাংলাদেশ এর নাটক খুব ভালো লাগে
অনেক ধন্যবাদ জানাই
কাকে দিয়ে কেমন অভিনয় করানো যায় সেটা এখন সব নাটক পরিচালকরা জেনে গেছে,,কিভাবে অভিনয় করতে হয় নিশো ভাই সেটা খুব ভালো করেই জানে,,তার জন্যই নিশো ভাই বাংলা নাটকের বস্,,
Haa vaiya asolei boss
হ্যা ভাই ঠিক বলেছেন।
নিশো ভাই এমন একটা অভিনেতা যে কোন কেরেক্টার তাকে মানায় 🥰🥰😍
অবশ্য ই মানায়
এমন অভিনয় শুধু নিশো ভাই ও মেহজাবীন এর পক্ষেই সম্ভব। ওদের পুরস্কার পাওয়া উচিত।
পুরস্কার পাওয়া উচিত পরিচালক ও গল্পলেখকের। অসাধারণ। ভুলবো না ওদের অভিনয়।
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
আমাদের শাহরুখ, সালমান, রনবীর নেই তাতে কি
আমাদের নিশো আছে। লাভ ইউ প্রিয়।
বাস্তবতা নিয়ে ফুটিয়ে তোলার জন্য নাটকের সকলেই ধন্যবাদ ❤️
I love story.
#বিলোপ
Nisho vai tmi sob character er dik diya perfect...... tmi j choritroi koro na kno sob e mindblowing e hoi☺️☺️☺️🥰🥰
এটা আমাদের দেশের অসহায় মানুষের বাস্তব জীবনের চিত্র 😥😥😥
Thank you
Team
#বিলোপ
Eta sudhu aapnader deshe na aamader Bharat e o onek hoy protidin. Sobai sudhu goribder e opoman kore.
আসলেই আমি বার বার নিশু স্যার আর মেহজাবিনের নাটকের চরিত্রে মুগ্ধ হচ্ছি,,,তারা পতিটা নাটকে বাস্তোবতা কে বুজিয়ে দিচ্ছে
আমার মত আর কারা আছে যারা নিশো ভাইয়ার নাটক ছাড়া আর কারো নাটক দেখেনা ❤️
তবে শেষ টা অনেক কষ্টের ছিলো 😢
ভালোবাসা অবিরাম প্রিয় নিশো ভাইয়া ও মেহজাবীন আপু❤️❤️❤️
Brindabon das valo ovinoy korean
নিশু ভাই এর অভিনয় দেখে সত্যিই মুগ্ধ হয়ে যায়😍😍..অনেক অনেক ভালোবাসা রইল বস তোমার জন্য Tripura,india🇮🇳🇮🇳❤❤ থেকে❤❤❤..একজন খাটি অভিনেতা আমাদের নিশু ভাইয়া🔥🔥👍👍
একেবারে রিয়েলুষ্টিক এক্টিং!!
এই নাটকের ভিউ দেখে অবাক,
ভালো নাটকের ভিউ নাই। নিসন্দেহে সেরা একটা নাটক 🙏🙏🙏
ঠিক
@@hasnahena1788 tnx
@@fahimchittagongcity5361থ্যাংকস কেন
@@hasnahena1788 সহমত হওয়ার জন্য
Share Koren FB te view barbe
চূড়ান্ত অভিনয় নিশো আর মেহেজাবিনের👍🏻👍🏻
সত্যি নিশো ভাইয়া ও মেহু দিদি তোমাদের যতোই দেখছি ততোই অবাক হচ্ছি ❤️❤️ এই নাটক দেখে হঠাৎ করে পতঙ্গ, শিফট নাটকের কথা মনে চলে এলো ❤️❤️ সত্যি যেকোনো চরিত্রে তোমরা তোমাদের প্রিয় দিয়ে আমাকে মন্ত্রমুগ্ধ করে দাও ❤️❤️ আমি ওয়েস্ট বেঙ্গল থাকি এখান থেকে তোমাদের জন্য অনেক আদর ও ভালোবাসো রইলো ❤️❤️ তোমাদের জুটির নাটক দেখার জন্য অপেক্ষায় থাকলাম 👍👍👍
Nice
বাংলা নাটকের কিংবদন্তি নিশো💜
স্যালুট ব্রো👌
কি সুন্দর অভিনয়,,,,
নিশো ভাই ও মেহেজাবিন আপু সেরা❤️❤️
কারা কারা চান সারা বছর এভাবে একের পর এক নাটকে, শর্ট ফিল্ম রিলিজ হওক❤
আমি 🙋♂️
🙋♂️🙋♂ami
😊😊
আগুন আয়ছে
আমি🙌🙌🙌
ভয়ংকর সুন্দর এই নাটক। নিশো ও মেহজাবিনের অনবদ্য অভিনয় সম্বৃদ্ধ নাটকটি সমাজের নিচুতলার সাধারণ মানুষের চরম দুঃখ দারিদ্র্যের চলচ্ছবি। এই দুজনের যৌথ প্রতিভা তাদের প্রতিটি কাজের মধ্যে জীবন্ত হয়ে উঠে, এখানেও তার ব্যাতিক্রম হয় নি। পরিচালকের মুন্সীয়ানা প্রশংসার দাবি রাখে। আমি কলকাতার একজন দর্শক। 🙏🙏
আফরান নিশো ভাই সব চরিত্রে সেরা,❤️❤️
*এই ভালোবাসা দিবসে প্রিয় জুটি শুধু নিশোময়-মেহুময় দিয়েই পুরো ইউটিউবে ভরা।* 😍😇
#বিলোপ
@@SarkerMediaBd ❤️
"ওরে আল্লাহ এতো এতো নাটক রিলিজ দিলে কোনটা রেখে কোনটা দেখি,,,,,,, আমার মতো নিশো ভাইয়ের নাটক দেখতে কে কে পছন্দ করো জাতি তাদেরকে দেখতে চাই।"
👍
নাটক টা অনেক ভালো লেগেছে
একদম বাস্তব টা তুলে ধরেছেন
নিশো ভাই এবং মেহেরজাবিন
অসাধারণ অভিনয় করেছে
অনেক ভালো লেগেছে
এরকম ভিডিও বানানোর জন্য
অসংখ্য ধন্যবাদ
এত কষ্ট কখনো পাইনি আমি এ নাটক দেখে পাইছি,
অনেক ভালো হয়েছে, বাস্তবতা ফুটে উঠেছে
অভিনয় এ দুজনেই অনবদ্য।
স্যালুট মেহজাবীন.....কি নিখুঁত অভিনয়, মনে হয় জীবন্ত, এতো অভিন্ন রুপে নিজেকে তুলে ধরা যে কতটা ট্যালেন্ট থাকলে সম্ভব তা মেহজাবীন বার বার প্রমাণ করেছে,,, সত্যিই তুমি অনন্যা,তুমি সেরার সেরা,অনেক শুভ কামনা,আর নিশো সে তো বলার অপেক্ষা রাখেনা....
অসম্ভব ভালো বিষয় , সাথে অনবদ্য সাবলীল অভিনয় ৷ পরিচালনা ও প্রশংসার দাবীদার ...
বাংলাদেশের নাটকের প্রতি ক্রমশঃ আকৃষ্ট হয়ে পড়ছি !!!
আন্তরিক অভিনন্দন !!!!!!!
কোলকাতা ৷
গরিবের দুঃখ কষ্ট কেউই বোঝেনা । শুধু একমাত্র আল্লাহর ছাড়া। গরিবের শুধু একমাত্র ভরসা আল্লাহ
প্রিয় জুটি নিশো-মেহজাবিন এর *"সিদ্ধান্ত"* নাটকটি দেখেছেন? ✋🏻
👇🏻
মারুফ হোসেন সজীব। Sir কে জানাই অভিনন্দন। সুন্দর একটা নাটক উপহার দেবার জন্য। 💐🥰👌❤️
Boss একের পর এক আপনার নাটক দেখতে আছি। আপনার অভিনয় তুলনা নাই। ❤️❤️লাভ ইউ Boss।❤️❤️
বাস্তবতা তুলে ধরা হয়েছে 🙂 ধন্যবাদ পরিচালক ভাই 🙂
Thank you
#বিলোপ
Right
r8
নিশো মেহেজাবিনের নাটক দিন দিন যত দেখছি ততো মুগ্ধ হয়ে যাছি।
Tai buji mam?
Ameo
ধন্যবাদ নাটকের সকল কলাকুশলীদের ঘুনে ধরা সমাজের নিম্নবিত্তের কষ্টের ছবি তুলে ধরবার জন্য।
নাম্বার 1 আমাদের নিশো ভাইজান।💖💖💖💖💖💖💖💖💖
বাংলাদেশের নাটকের চাহিদা বাড়ছে ভারতের বাংলাভাষী দর্শকদের মাঝে... ।
ভারতীয়রা বাংলা নাটক দেখে আর বাংলাদেশের বাঙ্গালীরা ষ্টার জলসা,
জি-বাংলা দেখে।।
বাস্তবতার কি নির্মম আর নিখুত প্রকাশ। এত নিখুত আর সুন্দর অভিনয় সত্যি প্রশংসার উর্ধ্বে🙏🙏🙏🙏
মারুফ,,, ভাইকে অসংখ্য ধন্যবাদ ,,
আমাদেরকে এতো সুন্দর একটা নাটক উপহার দেওয়ার জন্য
আমি লজ্জা নয় গর্ভবোধ করি আমি একজন রিক্সসাওয়ালার ছেলে বলে,,,কারন আমি দেখেছি আমার বাবাকে আমাদের জন্য কতটা ত্যাগ এবং পরিশ্রম করতে হয়েছে তাকে!!!
বাবা তুমি হয়তো জানো না তোমার নিজের অজান্তেই অনেক,,অনেক বেশি ভালোবাসি!!!!
" লোভে পাপ পাপে মৃত্যু" এটাই প্রমাণ দিল এই নাটকে।
নিশো ভাই যেমন অলরাউন্ডার মেহজাবিন আপু ও কিন্তু
সব দিক দিয়ে একদম পারফেক্ট
2 জন কেই আমার খুব পছন্দের❤️❤️❤️
নিশো ভাই ও মেহেজাবিন আপুর ভ্যা্লেনটাসডের মত এত গুলো করে প্রতিদিন নাটক দেখতে পেতাম তাহলে অনেক অনেক ভালো লাগতো। 💞💞
#বিলোপ
নিষো ভাই এবং মেহেজাবিন আপুুর নাটক। জতো দেখি ততই ভালো লাগে।সেরা অভিনয়
নাটক টা দেখে চোখে পানি চলে আসলো সত্যি বাস্তব একটা গল্প অনেক মানুষ এমন অসহায় আমাদের বাংলাদেশে।
বাস্তব জিবন তুলে দরলো ধন্যবাদ পরিচালক কে এরকম এক্টা নাটক দেওয়ার জন্যে 😥😥
মেহজাবিন বাংলা চলচ্চিত্রের শাবনুরের মত।সব চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারে।
ঠিক
মনে র মতো কথা বলেন আপনি
R8.
Completely agree
চলচ্চিত্রের শাবনূরের অভিনেত্রী বাংলাদেশের একজন মেহজাবিন
সত্যি খুব অসাধারণ একটি কাহিনি ছিলো....আফরান নিশো ভাই সব কিছুতেই সেরা❤️❤️❤️
লোভে পাপ,পাপে মৃত্যু হয়েছে। অদ্ভুত ফিল্ম।
নিশু ভাইয়ের একটা কথা অনেক ভালো লাগছে,,,
বলতি কালকে বাপ মরছে
আসকে জামাই মরছে 😄😄😄😄😄
নিশো প্রথম,
মেহজাবিন বেশ,
নাটক সেরা আমাদের এই বাংলাদেশ।
কি বলো বন্ধুরা।
Sotti ekta bepar ei j... Every character plays very beautifully of both nisho and mehezabin. ❤❤❤ 🔥🔥🔥
সত্যিই বাস্তবতা নির্ভর নাটকটি,
চরম বাস্তবতা থেকে নেয়া গল্পটি।
সেরা অভিনেতা, অভিনেত্রী এর পুরষ্কার দাবী রাখে নাটকটির জন্য।
অসাধারণ ভাই কোন কিছুই কম ছিল না।
নিশো স্যার &মেহজাবিন আপু সব অভিনয় করতে পারে। salutes💘
প্রিয় অভিনেতা আফরান নিশো বোস বাংলাদেশের নাটকের রাজপুত্র ❤❤❤
ভুলজন্ন নাটকেও মেহজাবিন মরে গেলো,,,এই নাটকেও মেহজাবিন মরে গেলো,এইটা কোনো কথা,,,
আরে ভাই আমাদের আর কতো কাদাবেন 😭😭 😭😭
Mojnu natokeo nisho mara jay
Abar kajol rekha natokeo nisho mara jay
Vasha nai ki bolbo. Ai natoker kotha
Vai re vai.. eshob climax bolar age doya kore apnara *Spoiler likhe denna keno??
অসাধারণ একটি পরিবেশন! যেমন গল্প ও নির্দেশনা তেমনি নায়ক-নায়িকার অভিনয়! ওনাদের জন্য রইলো আমার শুভেচ্ছা অন্তহীন। আমি হায়দ্রাবাদ, ইণ্ডিয়া থেকে আপনাদের নিয়মিত দর্শক। আরও অনেক পাবার আশায় রইলাম।
যদি সকল স্বামী স্ত্রীর ভালোবাসাটা এরকম হতো তা হলে পুরো দুনিয়াটা পাল্টে যেত💖🥰👌👌
এতো সুন্দর অভিনয় করে যে নিশো ভাই মেহেজাবিনের আপু। আমার ভালোবাসার সেরা জুটি ❤️
Super king & Queen of Bangla drama! Nisho + Mehazabien !
খুব ভালো অভিনয় দেখলাম সত্যি এত হৃদয় স্পর্শ করে গেল তা ভাষায় প্রকাশ করতে পারছি না ইশ্বর আপনাদের অনেক অনেক ভালো রাখুন
এরকম নাটক যাতে আমরা দেখতে পাই
ধন্যবাদ পুরো টিম কে
ধন্যবাদ দিয়ে আপনাদের ছুটো করবো না ,, বাংলা নাটক এর জন্য আপনাদের ভালবাসা অনেক, এভাবেই সাপোর্ট দিবেন আমাদের ইনশাআল্লাহ আরো ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করবো
সালাম ভাইয়া দেশে অভিনেতা একজন আমার কাছে,,,,,
সে আপনি সব ধারনের অভিনয় সম্ভব,,তাও আবার একদম ভিতর থেকে
ভাই খুব বেশি মিস করি আপনাকে
Ami apner natok dekhar opekhai thaki
বাস্তবের সাথে মিল,
boss tumi oi sera
কেম্নে করে এত ক্যারেক্টার সুইচিং তাও এত পারফ্যাক্ট 😒😒
মানে যে ক্যারেক্টার ই দেওয়া হোক পুরা হিট।
Afran nisho got the award for this drama 😍❤❤ Valo kajer evabei sbdik theke joy hok ❤❤❤
- এইসব নাটক আমাদের এই লোভনীয় সমাজকে আবার পরিবর্তন করার এক পথ...🖤
মেহজাবীন আর নিশু ভাইয়ের নাটক যত দেখতেছি ততই মুগ্ধ হচ্ছি,,Love u Mehzabin
নিশো ভাই এবং মেহজাবিন যতগুলো চরিত্র নিয়ে অভিনয় করে চলেছেন এটা আসলে অবিশ্বাস্য ❤️
মেহজাবীন এর ফ্যানরা কোথায়????
nisho vhi ar mehejabin api er juti ta osadaron... ja ar onno karo mje kuje pai nh... 💜🌸💙