নবরুপে খাগড়াছড়ি আলুটিলা পার্ক ও রহস্যময় গুহা/ Khagrachori Alotila Park & Mysterious Cave

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024
  • নবরুপে খাগড়াছড়ি আলুটিলা পার্ক ও রহস্যময় গুহা/ Khagrachori Alotila Park & Mysterious Cave.
    মাত্র দুই বছরের ব্যবধানে এই পর্যটন কেন্দ্রটি নান্দনিক রূপে হাজির হয়েছে পর্যটকদের সামনে।
    জেলা প্রশাসন জানিয়েছে, তাদের অর্থায়নে সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে ঝুলন্ত ব্রিজ, নন্দনকানন পার্ক, কুঞ্জছায়া ভিউ পয়েন্ট ও স্বর্ণতোরণ।
    এছাড়া অ্যাম্ফিথিয়েটার ও
    নতুন নান্দনিক স্থাপনায় সৌন্দর্য বেড়েছে খাগড়াছড়ির আলুটিলা পর্যটন কেন্দ্রে।
    এসব স্থাপনা নির্মাণের পর পর্যটকদের বাড়তি আর্কষণে পরিণত হয়েছে আলুটিলা। এতে জেলার পর্যটন অর্থনীতি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে।
    সরেজমিনে দেখা যায়, আলুটিলা পর্যটন কেন্দ্রের প্রবেশমুখে নির্মাণ করা হয়েছে স্বর্ণতোরণ। পর্যটন কেন্দ্রের ভেতরে নির্মাণ করা হয়েছে ঝুলন্ত সেতু; যার দৈর্ঘ্য ১৮০ ফুট। ঝুলন্ত এই সেতু আলুটিলার দুই পাহাড়কে সংযুক্ত করেছে। এতে করে পর্যটকরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়াত করতে পারছে।
    এই ব্রিজ পার হলেই নন্দন পার্ক, কুঞ্জছায়া ভিউ পয়েন্ট। রয়েছে নির্মীয়মাণ অ্যাম্ফিথিয়েটার ও খুমপুই রেস্ট হাউস।আলুটিলা থেকে খাগড়াছড়ি শহরের দৃশ্য দেখতে পাওয়া বাড়তি আকর্ষণ পর্যটকদের কাছে।
    আলুটিলা থেকে খাগড়াছড়ি শহরের দৃশ্য দেখতে পাওয়া বাড়তি আকর্ষণ পর্যটকদের কাছে।
    নতুন নান্দনিক স্থাপনা হওয়ায় খুশি পর্যটকরা।
    আলুটিলায় বেড়াতে আসা চেমি দেওয়ান, ত্বনি বড়ুয়া বলেন, কয়েক বছর আগেও এখানে মানুষ কেবল প্রাকৃতিক গুহা দেখার জন্য আসত। অন্য কোনো স্থাপনা ছিল না। সব বয়সী পর্যটক গুহায় প্রবেশ করতে পারত না। কিন্তু এখন এটি অত্যন্ত মনোরম।
    আলুটিলা গুহা (Alutila Cave) পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় আলুটিলা পর্যটন কেন্দ্রে অবস্থিত একটি প্রাকৃতিক গুহার নাম। স্থানীয়দের কাছে আলুটিলা গুহা 'মাতাই হাকড়' বা 'দেবতার গুহা' নামে পরিচিত। আলুটিলা গুহার দৈর্ঘ্য ৩৫০ ফুট। গুহার ভেতরে সব সময় অন্ধকার থাকে এজন্য গুহায় প্রবেশ করতে হলে মশালের প্রয়োজন হয়।
    খাগড়াছড়ি পার্ক
    হর্টিকালচার পার্ক খাগড়াছড়ি
    খাগড়াছড়ি আলুটিলা পার্ক
    জেলা পরিষদ পার্ক খাগড়াছড়ি
    খাগড়াছড়ি ডিসি পার্ক
    আলুটিলা
    খাগড়াছড়ি আলুটিলা গুহা
    খাগড়াছড়ি আলুটিলা পর্যটন
    খাগড়াছড়ি দর্শনীয় স্থান আলুটিলা
    আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত
    আলুটিলা পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি
    আলুটিলা পর্যটন কেন্দ্র
    আলুটিলা গুহা কোথায় অবস্থিত

ความคิดเห็น • 1

  • @user-bo3ox9gm3v
    @user-bo3ox9gm3v 2 หลายเดือนก่อน

    অনেক সুন্দর জায়গা