এক দম ই সঠিক ব্যাখ্যা 🙏🌹 কিন্তু বিরোধী দলগুলো মূল সমস্যার সমাধান না করে নারী নির্যাতন নিয়েই উন্মত্ত হয়ে পড়েছে যা খুবই দুঃখের 😢 তবে নারী নির্যাতন খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ স্যার🙏
এতো আস্ত বোকার মত লেখা হয়েগেলো। আদিবাসী বা উপজাতি হলে নারীদের ধর্ষণ করার বিধান আছে নাকি? আইন হওয়া উচিৎ, ধর্ষণকারীর জেল নয় মৃত্যুদণ্ডও নয়, একমাত্র শাস্তি হওয়া উচিৎ দেহ থেকে পুরুষাঙ্গ বিচ্ছেদ।
আপনি তাহলে বিচ্ছিন্নতাবাদী দলের সমর্থক,আরে মশাই হিন্দু হিন্দু করে মরেন যা কিছু হচ্ছে হিন্দু দের ওপরেই হচ্ছে, হিন্দু সংখ্যা গুরু হলেও নাগা কুকি দের সঙ্গে পেরে উঠবেনা, মুখ্যমন্ত্রীর বক্তব্য তেই পরিষ্কার উনি বলেছেন আপনারা একটা ভিডিও দেখেই ,,,,,এমন ভিডিও আরো অনেক আছে , তাহলে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে।
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
Shantir jor ta keho khujchhena shudhu agune ghee dhalar kajta kichhu media are rajniti dol gulo ohoroho kore jachhe. NRC r kothato keho bolchhena. Udbastu somoshyar jonyo prodesher somoshyata barchhe...kichhu media gulo kuno gyan chharai nijer business ta chaliye jachhe...
স্যার খুব সুন্দর করে মনিপুরের বিষয়টা বুঝালেন। মনিপুরের মত ত্রিপুরাতেও পাহাড়ি জমি অ উপজাতিরা কিনতে পারেনা কিন্তু তারা আবার পারে। আমার মনে হয় বর্তমান সময়ে সংবিধান সংশোধন খুবই জরুরী। ভালো থাকবেন স্যার। প্রণাম।
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
ধন্যবাদ জানাই আপনাকে এতো সুন্দর করে বোঝানোর জন্য। গদিতে থাকার জন্য এদেশের প্রতিষ্ঠিত প্রাচীন ভারতীয় দলটির এই দ্বিমুখী নীতি ইংরেজদের থেকে কোনো অংশে কম নয়।
খৃষ্টান মিশনারীরা হিন্দুদেরকেও ধর্মান্তরিত করার কাজ নিরবে করে গেছে। এই অঞ্চলের খৃষ্টান মিশনারীগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে আজকের এই ঘটনার আগেও অশান্তি ছড়িয়েছিলো। ধর্মান্তরিত (,হিন্দু থেকে) খৃষ্টান 19:50 বিজয় রাংখেল সন্ত্রাসসৃষ্টিকারীদের নেতা ছিলো এবং সন্ত্রাস সৃষ্টি করেছিল। রাজীব গান্ধী তাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা চালিয়েছিলেন। ঐ সময় অনেক গির্জাগুলোতে অনেক অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছিলো।
স্যার,আপনার ক্লাস শোনার পর বাংলার কিছু মিডিয়া এবং কিছু ইউটিউবের বেশী পাণ্ডিত্য দেখানো লোকেদের গণ বয়কট করা উচিৎ কারন এদের ভুল প্রচার দেখানোর জন্য আইনগত পদক্ষেপ নেয়া উচিৎ
এতো সাবলীলভাবে পুরো ব্যাপারটা বোঝালেন একজন প্রকৃত শিক্ষকের মতো, আমি বাস্তবিকই অভিভূত। সুজিৎবাবুকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই। ভালো থাকুন। সুস্থ থাকুন।।🙏
There should be a significantly large assocication of Kukis & Nagas in the main streem & support the present Government to make a peaceful & prosporous Manipur.
এক দেশ হিসেবে এক আইনের দরকার, সকলের সমান অধিকার করে সংরক্ষণ বাতিল করা দরকার।শুধু ধর্মাচরণের খেত্র ছেড়ে সবার সমান অধিকার কায়েম হোক। দক্ষতার সাথে অবস্থানের বিচার হোক। অবৈধভাবে অনুপ্রোবেশকারীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার।
WHY NOT UNIFORM INCOME AND WEALTH?WHY NOT SCHEDULE CAST UPPER CAST UNIFORM MARRIGE RULE?THERE IS NO NEED FOR UNIFORM CIVIL CODE.JUST A GIMMICK OF THE BRAHAMAN BADI TO CLING TO POWER?
এতদিনে বুঝতে পারলাম, কেন মণিপুর জ্বলছে ! এই জন্যই আমেরিকান ও আমাদের কিছু রাজনৈতিক নেতারা এতো চিৎকার ! সুজিত দা আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন ❤
দু-একটা হিন্দি ইউটিউব চ্যানেল দেখে যা বুঝেছিলাম সব যুক্তিহীন,, ভুলে ভরা আসলে গুরুদেবের বোঝানোর দক্ষতার কাছে সবাই কেমন যেন ম্লান হয়ে যায়। ভালো থাকবেন গুরুদেব ।😁🙏🙏
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
এই সমস্যার একমাত্র সমাধান সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে আইন প্রয়োগ করা উচিত, তারপর যদি কেউ এই আইন না মানে ব্যাপকহারে ধরপাকড় করে জেলে পোরা উচিত।
@fact5730 কে বললো শহরে থাকি,গ্রাম বাংলা বঞ্চিত রাজ্য সরকারের জন্য,রাজ্য তো আর কেন্দ্র সরকার চালায় না। সবার শিক্ষাগত যোগ্যতা সমান নয় তাহলে সবাই সমান টাকা চাইতে পারেনা। আর গ্রামের কথা যদি বলেন আমাদের গ্রামের মূর্খ, মজুর রাও তোলামূল করে কোটি পতি হয়ে গেছে
সভ্যতার কারিগর দেশের শ্রমিক কৃষক ক্ষেতমুজুর সাধারণ মেহনতি 90 % মানুষ ধুকছে, ,,,,,, টাটা বিড়লা আম্বানি আদানি রা দেশের সমস্ত সম্পদের মালিক হয়ে ভোগ করছে,,,,, দেশ স্বাধীন করার জন্য জীবন দিলো সাধারণ ঘরের ছেলে ,, আর সুখ ভোগ করছে মালিক শ্রেণী,,, কোন আইনে এই বৈষম মেটাবে???????
চমৎকার বিশ্লেষণ। মনিপুরে তিনটি সম্প্রদায়, কিন্তু ধর্ম প্রধানত দুইটি। মেইতি, নাগা, কুকি সবাই মানুষ। সর্ব দলীয় সম্মেলনের মাধ্যমে সুদীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। সমতল, পাহাড়, উর্বর, অনুর্বর, সম্প্রদায় অনুযায়ী জনসংখ্যার অনুপাত সকল বিষয় বিবেচনায় নিতে হবে। তিন পক্ষের বহু সঙখ্যক নেতাদের অঙশগ্রহন নিশ্চিত করে , দীর্ঘ মেয়াদি কর্মশালা ও আলোচনা সভা করে সকলের জন্য win win situation তৈরি করতে হবে। বিষয় গুলো ধর্মীয় পক্ষপাতিত্ব বা সঙখ্যাগরিষ্ঠা দিয়ে বিচার করা সঠিক হবেনা। মানবতা, মানবিকতা, ন্যায় বিচার, প্রতিটি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের জন্য উদার ও নিরপেক্ষভাবে সমাধান করতে হবে।
মেহেতি হিন্দু ভাইদের ধিক্কার জানাই কারণ তারা আদিবাসী দের থালাতে ভাগ বসাচ্ছে ভাগ বসাচ্ছ। কারণ তারা সম্মানের জায়গা থাকতে। এবং অর্থনৈতিক অবস্থা তাদের ভালো থাকা সত্ত্বেও। পিছিয়ে পড়া আদিবাসী মানুষের অধিকারে ভাগ বসাচ্ছে। এসটি তাদেরকে বলা হয়। যারা অন্য জাতিদের থেকে পিছিয়ে এবং অর্থনৈতিক অবস্থা দুর্বল।
দাদা অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান এই কথাগুলো বলার জন্য আমরা জানতে পাচ্ছিলাম না মণিপুরে ঝামেলাটা আসলে কিসের জন্য এবার বুঝলাম সেই ইংরেজদের হিন্দু মুসলিম ডিবেট
ওখানে কি আইন ব্যবস্থা নেই,রাজ্য চালাচ্ছে মেইতি অথচ মরছে কুকি, নাগা,আমাদের রাজ্যে যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য রা বলে,আমরা সংখ্যায় কম আমাদের st করা হোক,তাহলে কি হবে?কিসের ভিত্তিতে St,SC করা হয়েছে সেটা ও তো দেখতে হবে।
বাংলাদেশ থেকে শুনলাম,, ভারতের অনেক কিছু মোটামুটি জানি,, কিন্তু মনিপুরের ঝামেলাটা কি কারনে জানতাম না,, আজকে আপনার ভিডিও টার মাধ্যমে বুঝতে পারলাম,, আপনাকে ধন্যবাদ স্যার,, একদেশে সবার জন্য একই আইন পাস করা হোক।।
Atodine apnar kushali byakkhyar madyome Manipur er asol samosya ta bujhte parlam. Amar mone hoy sobar prothome Myanmar theke Kuki der abaidho anuprobesh age rodh kora uchit. R sei abaidho anuprobeshkari der jara naki oi rajjer demographi bodle dichhe tader chinnito kore sei rajyo theke bohisksr kora uchit. Jai hind
অসংখ্য ধন্যবাদ স্যার, সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য।পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শিক্ষক যদি আপনার মতো হত,তবে আমাদের রাজ্য শিক্ষা ক্ষেত্রে কেরালা কে পিছনে ফেলে দেশে প্রথম স্থান দখল করত । কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যের বেশিরভাগ শিক্ষকই রাজনীতি নিয়ে ব্যস্ত।
Thanku Sir Ji এই important topic আলোচনার জন্য। পুরো সমস্যার main culprit Nehru. মনিপুরে হিন্দু মেইতি দের অধিকার সুরক্ষিত করা হোক। সবার জন্য এক আইন করা হোক। ভারত মাতা কি জয় 🙏 জয় শ্রীরাম 🙏
স্যার আপনিই একজন প্রকৃত শিক্ষক এবং বিশ্লেষক যার মাধ্যমে ভূ রাজনৈতিক সহ বিভিন্ন বিষয় সহজে বুজতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কমনা করি।
স্যার,মোদীসরকার কাশ্মীর থেকে 370 ধারা যখন তুলে দিয়ে কাশ্মীর ঠান্ডা করতে পেরেছেন,তাই বলি এটাকেও ঠান্ডা করতে পারবেন। কারন আইনের উর্দ্ধে কেউ নয়। এখানে ভোটের রাজনীতি করা কারপক্ষেই উচিত নয়।স্যার আপনি আমার প্রনাম নেবেন।।
@@bhabadevmalla9002রোজ সকালে গণশক্তি আর জাগোবাংলা পড়লে আপনার মতো কুলাঙ্গার এই দেশে বৃদ্ধি পাবে। আপনি কি কাশ্মীরে জমি কিনতে গিয়ে, জমি কিনতে পারেন নি?
ভারত সরকারেরে উচিত ভারতেকে সরকারী ভাবে হিন্দু রাষ্ট্র ঘোষনা করা এবং অহিন্দু ব্যক্তির জন্য ভারত বর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাজ্য সমূহেরে মুখ্যমন্ত্রী, সেনা, বিমান ও নৌসেনার প্রধানের পদ বারিত করা। জয় শ্রীরাম ভারতমাতা কি জয় ।
আমার মনে হয় মণিপুরকে শান্ত করতে হলে প্রথমে --- ১) এই তিনটি সম্প্রদায়কে নিয়ে কেন্দ্র আলোচনার টেবিলে বসতে হবে এবং প্রত্যেকের বক্তব্য প্রাধান্য দিতে হবে। ২) প্রাচীন ব্রীটিশ আইন ছেড়ে এক দেশ এক আইন করতে হবে। সকল সম্প্রদায় যেকোনো জায়গা কিনতে পারে। ৩) রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সকল সম্প্রদায় সমান অধিকার পাবে এবং রাজনৈতিক কার্যবিধিতে সকল সম্প্রদায় সমান অধিকার পাবে। ৪) মনিপুরের সকল সম্প্রদায়ের রুজি রোজগারের জন্য শিল্প স্ট্রাকচার বা পর্যটন ডেভেলপ করতে হবে কেন্দ্রর । এছাড়াও যদি মনিপুর বাসির অসুবিধা হয় তাহলে অন্য রাজ্যে গিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে তারা। ৫) কেন্দ্রকে প্রথমে মনিপুরের স্থায়ী বসবাসকারী সম্প্রদায় দেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে মায়ানমারের অবৈধ প্রবেশকারীদের নিয়ন্ত্রণ করতে পারবে না কেন্দ্র। তাই সকল সম্প্রদায়কে নিয়ে আলোচনায় বসতে হবে এবং তাদের বক্তব্য সমান মর্যাদা দিতে হবে কেন্দ্রর।
আপনার প্রতিবেদন থেকে মনিপুরে অগ্নিগর্ভ অবস্থার কারণ বুঝতে পারলাম । এই রকম অবস্থায় মনিপুরে জরুরী অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে । এখানে অতি অবশ্যই NRC লাগু করে মণিপুর বাসীদের সকলের জন্য একটিই আইন বলবৎ করা উচিত বলে আমি মনে করি । ধন্যবাদ আপনাকে এই রকম সময়ে এই রকম একটা তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করার জন্য । 🙏 ।
ভারতবর্ষের মানুষ আর কতকাল প্রকৃত সত্য ইতিহাস থেকে বঞ্চিত থাকবে আর সেই সুযোগে স্বার্থ কেন্দ্রিক রাজনীতি ও কিছু সংখ্যক সংবাদ মাধ্যমের দায়িত্ব হীন সুবিধা বাদীর প্রকল্পে সাধারন মানুষ বঞ্চিত হবে। আপনার এই ধরনের আলোচনার জন্য ভারতবাসী হয়ে গর্ব বোধ করি।
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
@@Mahix-l4pai pig 🐖 stan 🇵🇰 er dalal jaroj bustard bejonma desdrohi jihadi rajakar, kuki millitants ra bangladesh er division chai tate support koris to? Kuki Naga ra onnai korle tar protibad korbe na?
Je meitei ra kisudin age meyeder ulongo kore hatiyese ar dorshon korse, tui ki hindu naki re suarer bacha, name to muslim. Toder lojja hoa uchit muslim jatir kolongko
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
ধন্যবাদ স্যার।দেশের এতবড় একটা সমস্যা আপনি এত ভালো করে আমাদের বোঝালেন।নিজেরা ভালো থাকলে আমরা দেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথা ঘামাই না। এ ক্ষেত্রে বুঝতে চাইলেও ঠিকমত বুঝতে পারছিলাম না।
ধন্যবাদ স্যার, এমন বিস্তারিত ভাবে আমাদেরকে এই বিষয়টা বুঝানোর জন্য। আমার মনে হয় সরকারকেই একটা দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে এই সমস্যার সমাধানের জন্য।
অনেক অনেক ধন্যবাদ। এত সহজ সরল ভাবে বুঝিয়ে দিলেন। নেহরু যে আমাদের দেশের কত ক্ষতি করে গেছে, আর আজ অন্য ধর্মের লোকেরা ও দেশের কত সর্বনাশ করতে চলেছে, তা জেনে ভীতি বোধ হয়।
মণিপুর সমস্যা নিয়ে আপনার বিশ্লেষণ খুবই ভালো এবং informative । আপনার তথ্য অনুযায়ী নেহেরু সাহেব প্রথমেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সমস্ত রকম জমিতেই সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা উচিত ছিল।
Well, hilly, deeply forested long border with Myanmar. There gvt of india did not give attention like tibet/ china border. That is why so many kukis could come to Manipur.
জনাব । স্বাধীন ভারতের জনগণের সমান নাগরিক অধিকার থাকা উচিত। কুকি নাগা হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে একাকার হয়ে বন্ধুর মত চলতে হবে তাহলে সবাই শান্তিতে থাকতে পারবে। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
@@Bkkumar916 জনাব । এগুলো সব সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রের অংশ। আর বর্তমান ভারতের সরকার সেই খেলায় নতুন করে পা দিয়ে নোংরা রাজনীতি করছে। আর তার শিকার বাংলাদেশের মানুষ। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
A descriptive narrative on the current problems of Manipur since beginning. Got largely educated. Misconceptions are eliminated. Thanks and profound regards
আমার কাছে একটা ভিডিও আছে, যেখানে একজন ( ২৮-৩০ ) মেইতি মেয়েকে রাস্তায় রেখে কুকিরা শটগানে গুলি করে তার মাথা ছেতলে দেওয়া হল । তো খুব কষ্ট লাগলো দেখে ,😢😢 😢 কি অবস্থা!😢
Till today i was ignorant about the history of Manipur and causes of the present disturbing situation there. Your deliberation has enlightened me in the matter. Thanks.
কংগ্রেস ই বুদ্ধিমান ছিল। ৭০ বছর আগে ভারত নামে কোন দেশ ছিল না।৭০ বছর আগে নতুন দেশ হিসেবে এত শক্তি শালী ছিল না।তাদের কারনেই আজ মূর্খ সন্ন্যাসীরা রাজনীতি শিখে,এখন মূর্খের মত মূর্খ রাজনীতি করেছে।সাময়িক শক্তিশালী হয়েছে কিন্তু বাস্তবে বেশিদিন টিকবে না।
স্যার আমি বাংলাদেশ, সিলেট, শ্রীমংগল থেকে আপনার চ্যানেল প্রতিনিয়ত দেখি। খুব ভাল লাগে স্যার আপনার উপস্থাপনা।অনেক অজানা কিছু জানতে পারি স্যার আপনার ভিডিও থেকে। ধন্যবাদ স্যার। রবীন্দ্র দেবনাথ।
এত দিন কোন ধারণাই ছিল না।
মনিপুর এর ঘটনার মুল উৎস তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।
খুব ভালো করে বুঝিয়ে বলেছেন স্যার ধন্যবাদ
খুব ভালো করে বুঝতে পেরেছি।
এক দম ই সঠিক ব্যাখ্যা 🙏🌹 কিন্তু বিরোধী দলগুলো মূল সমস্যার সমাধান না করে নারী নির্যাতন নিয়েই উন্মত্ত হয়ে পড়েছে যা খুবই দুঃখের 😢 তবে নারী নির্যাতন খুব তাড়াতাড়ি বন্ধ হওয়া উচিত। ধন্যবাদ স্যার🙏
এতো আস্ত বোকার মত লেখা হয়েগেলো। আদিবাসী বা উপজাতি হলে নারীদের ধর্ষণ করার বিধান আছে নাকি?
আইন হওয়া উচিৎ, ধর্ষণকারীর জেল নয় মৃত্যুদণ্ডও নয়, একমাত্র শাস্তি হওয়া উচিৎ দেহ থেকে পুরুষাঙ্গ বিচ্ছেদ।
আপনি তাহলে বিচ্ছিন্নতাবাদী দলের সমর্থক,আরে মশাই হিন্দু হিন্দু করে মরেন যা কিছু হচ্ছে হিন্দু দের ওপরেই হচ্ছে, হিন্দু সংখ্যা গুরু হলেও নাগা কুকি দের সঙ্গে পেরে উঠবেনা, মুখ্যমন্ত্রীর বক্তব্য তেই পরিষ্কার উনি বলেছেন আপনারা একটা ভিডিও দেখেই ,,,,,এমন ভিডিও আরো অনেক আছে , তাহলে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে।
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
Shantir jor ta keho khujchhena shudhu agune ghee dhalar kajta kichhu media are rajniti dol gulo ohoroho kore jachhe. NRC r kothato keho bolchhena. Udbastu somoshyar jonyo prodesher somoshyata barchhe...kichhu media gulo kuno gyan chharai nijer business ta chaliye jachhe...
People in govt distributed arms.,allowed rape of women .They have no right to represent Manipur.
আপনি একজন প্রকৃত শিক্ষক। সুন্দর ভাবে মণিপুরের সমস্যার সম্যক ধারনা দিয়েছেন । কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দ্রুত এই সমস্যার সমাধান করা উচিৎ।
মহামান্য কোটের বিচার পতি মহাশয় ১০০% সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ধন্যবাদ স্যার আপনাকে
ধন্যবাদ খুব ভালো করে বুঝিয়েছেন
শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করি মনিপুরে হিন্দু মেইতি দের অস্তিত্ব বজায় থাকুক।
Long live hindu brotherhood ❤️
হিন্দু মেইতি রাই মানুষ আর বাকিগুলো মানুষ নয় তাদের ধর্মের কোন দাম নেই
❤
❤.l❤0lp😊😊
Ph
Yt
Y😊😊ph😊
সুজিত বাবু আপনাকে অষেশ ধন্যবাদ
এত সুন্দর সহজে মণিপুরে অশান্তির কারণ বুঝিয়ে দিলেন তার জন্য আপনাকে ধন্যবাদ।
কোর্ট একদম সঠিক রায় দিয়েছে, সরকার কে কঠোর ভাবে সেটা বাস্তবে রূপ দিতে হবে
চমৎকার আলোচনা! অজানা ইতিহাস জানতে পারলাম!
ধন্যবাদ স্যার
One thing ix clear. THERE WAS NO LAW AND ORDER IN MANIPUR FOR A LONG TIME.
🎉@@rakhimukerji7937
স্যার খুব সুন্দর করে মনিপুরের বিষয়টা বুঝালেন। মনিপুরের মত ত্রিপুরাতেও পাহাড়ি জমি অ উপজাতিরা কিনতে পারেনা কিন্তু তারা আবার পারে। আমার মনে হয় বর্তমান সময়ে সংবিধান সংশোধন খুবই জরুরী। ভালো থাকবেন স্যার। প্রণাম।
অসাধারণ বিশ্লেষণ,পূর্বতন ভারত সরকারের অদূরদর্শিতা অত্যন্ত দুর্ভাগ্যজনক
Khb vlo korechen video ta kre
এতদিনে গন্ডগোলের কারনটা বুঝতে পারলাম।নেহরুর সিদ্ধান্ত অনেকাংশেই দায়ী। আপনার বুঝানোর ক্ষমতা অসাধারন।
ব্রিটিশদের দালালি ছিল
Thik bolechen ...Nehru dayi ...nijer sarthosiddhir jonno bhul podokhep niyechiilen..
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
ঘোঁট পাকিয়ে গেছে কংগ্রেসের নানা ,আর সেখান থেকেই ভোটের রুটি সেঁকার চেষ্টা করছে কংগ্রেস,
সব পাকানো ঝামেলার কারণ ওই লোকটা
ধন্যবাদ জানাই আপনাকে এতো সুন্দর করে বোঝানোর জন্য। গদিতে থাকার জন্য এদেশের প্রতিষ্ঠিত প্রাচীন ভারতীয় দলটির এই দ্বিমুখী নীতি ইংরেজদের থেকে কোনো অংশে কম নয়।
plan for 6:19
Joy barath , thank you
খৃষ্টান মিশনারীরা হিন্দুদেরকেও ধর্মান্তরিত করার কাজ নিরবে করে গেছে। এই অঞ্চলের খৃষ্টান মিশনারীগুলোর প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে আজকের এই ঘটনার আগেও অশান্তি ছড়িয়েছিলো। ধর্মান্তরিত (,হিন্দু থেকে) খৃষ্টান 19:50 বিজয় রাংখেল সন্ত্রাসসৃষ্টিকারীদের নেতা ছিলো এবং সন্ত্রাস সৃষ্টি করেছিল। রাজীব গান্ধী তাদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটানোর চেষ্টা চালিয়েছিলেন। ঐ সময় অনেক গির্জাগুলোতে অনেক অস্ত্রশস্ত্র মজুত রাখা হয়েছিলো।
মনে হচ্ছে এই প্রতিষ্ঠিত দলটার এও এক হিন্দুবিরোধী নীতির প্রতিফলন…
মণিপুরের মূল সমস্যাকে সুন্দরভাবে বোঝানোর জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। 🙏🙏
খুব সুন্দর বোঝালেন।সঠিক খবর তুলে ধরলে অনেক ভালো লাগে।ধন্যবাদ।
মণিপুরে NRC+CAA এর কঠোর প্রয়োগ দরকার।
Reservations তুলতে হবে । না হলে আরো বিপদ আসবে ।
NRC CAA শুধু মুসলিম দের জন্য 😅😅😅
@@WeAreRed-kt7kc সবার জন্য চাই
@@WeAreRed-kt7kc
CAA তে মিয়ানমার থেকে আসা শরনার্থীদের কথা উল্লেখ নেই,তা যে ধর্মেরই হোক।
@@WeAreRed-kt7kc সেটা caa এর ক্ষেত্রে। NRC এর ক্ষেত্রে বলা হয় নি।
প্রত্যেক বিষয়েই আপনার প্রতিবেদন চাই।কারন অনেক কিছু খুব সহজেই বুঝতে পারি। এই প্রতিবেদন জানার আগে পর্যন্ত সম্পূর্ণ অজ্ঞ ছিলাম। ধন্যবাদ,,,,,,,,
আমি আসামের বাসিন্দা। আপনার বক্তব্য একদম একশো শতাংশই সঠিক।
Anyhow same rule is must needed in Manipur, high and supreme court and central government should and must make a rule for everyone.
Good vai jago hindu janta hare vol
আইনের সংশোধনী যথেষ্ট প্রয়োজন। বহিরাগত প্রবেশে মনিপুরে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এটাকেই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে।
Pakka correct.
এত সহজ ও সুন্দর ভাবে মনিপুরের ইতিহাস বুঝতে পারার জন্য আপনাকে ধন্যবাদ ।
স্যার,আপনার ক্লাস শোনার পর বাংলার কিছু মিডিয়া এবং কিছু ইউটিউবের বেশী পাণ্ডিত্য দেখানো লোকেদের গণ বয়কট করা উচিৎ কারন এদের ভুল প্রচার দেখানোর জন্য আইনগত পদক্ষেপ নেয়া উচিৎ
এতো সাবলীলভাবে পুরো ব্যাপারটা বোঝালেন একজন প্রকৃত শিক্ষকের মতো, আমি বাস্তবিকই অভিভূত। সুজিৎবাবুকে আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই। ভালো থাকুন। সুস্থ থাকুন।।🙏
There should be a significantly large assocication of Kukis & Nagas in the main streem & support the present Government to make a peaceful & prosporous Manipur.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
মনিপুর ঘটনাটা বুঝিয়ে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
এই আলোচনার জন্য আপনাকে অশেষ
ধন্যবাদ। ব্যাপারটা আমার কাছে এখন
পরিষ্কার হল।
এক দেশ হিসেবে এক আইনের দরকার, সকলের সমান অধিকার করে সংরক্ষণ বাতিল করা দরকার।শুধু ধর্মাচরণের খেত্র ছেড়ে সবার সমান অধিকার কায়েম হোক। দক্ষতার সাথে অবস্থানের বিচার হোক। অবৈধভাবে অনুপ্রোবেশকারীদের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার।
একদম ঠিক বলেছেন।
একদেশ, এক আইন ,
সমান অধিকার,
মেতি, কুতি, নাগার পাশে
থাকুক মোদি সরকার।
বা আপনি তো মশাই মহান লোক।এক comment এই সমাধান করে দিলেন।আপনার মুখে ফুল চন্দন পড়ুক।,😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣😅😅😅😂😂🤣🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣😂😂🤣😂🤣😂🤣🤣🤣
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
WHY NOT UNIFORM INCOME AND WEALTH?WHY NOT SCHEDULE CAST UPPER CAST UNIFORM MARRIGE RULE?THERE IS NO NEED FOR UNIFORM CIVIL CODE.JUST A GIMMICK OF THE BRAHAMAN BADI TO CLING TO POWER?
Commentary of Sj Pulak Sarkar is highly appreciated.
এতদিনে বুঝতে পারলাম, কেন মণিপুর জ্বলছে ! এই জন্যই আমেরিকান ও আমাদের কিছু রাজনৈতিক নেতারা এতো চিৎকার ! সুজিত দা আপনাকে আমার অসংখ্য ধন্যবাদ ভাল থাকবেন সুস্থ থাকবেন ❤
মণিপুরের হিংস্র-অস্থিরতার শিকড় যে কত গভীরে বিস্তৃত - এই বিষয়টি চমৎকারভাবে জনসমক্ষে প্রকাশ করার জন্য দেবনাথ স্যারকে আন্তরিক ধন্যবাদ।
অসংখ ধন্যবাদ স্যার ।আপনার বোঝানো খুব সুন্দর ।ব্যপারটা এখন একদম পরিষ্কার
দু-একটা হিন্দি ইউটিউব চ্যানেল দেখে যা বুঝেছিলাম সব যুক্তিহীন,, ভুলে ভরা আসলে গুরুদেবের বোঝানোর দক্ষতার কাছে সবাই কেমন যেন ম্লান হয়ে যায়। ভালো থাকবেন গুরুদেব ।😁🙏🙏
স্যার আজ অবশেষে মণিপুরের বিষয় টা বোধগম্য হলো। অসংখ্য ধন্যবাদ জানাই। 🙏🏻🙏🏻 ভারত মাতার জয়। 🇮🇳🚩🇮🇳
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
Fantastic analysis
Ai sir namer ajob jontu ta majhe majhei gutote asey keno.?
@@jabedimammullickmullick4237 কারন আপনার মতো আরবি শব্দ বলা বাঙালি মোছলমানরা গরু খান তাই।
The analysis is highly appreciated.
Wonderful description Sir. Thank you.
আবার সেই ধর্মান্তরকরণ ,খ্রিস্টান মিশনারী,মাদার টেরিজা,এবং আলুবাজ নেহেরু 🤔
The worst PM of India- Nehru -_-
Neru sob somasar mul karon...
Ar Modi tor baper alu niye khelchey ar danga chorachey......
চলছে গন হারে হিন্দু থেকেই খ্রিস্টানে রূপান্তর
Misonari der Muslim theke convart korar khomota nai
এই সমস্যার একমাত্র সমাধান সরকার হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের সঙ্গে আলোচনা করে আইন প্রয়োগ করা উচিত, তারপর যদি কেউ এই আইন না মানে ব্যাপকহারে ধরপাকড় করে জেলে পোরা উচিত।
Mahamanya prodhanmantrir hastakhep Asha kori erakam atyachar Bandha korbe
সবার জন্য একই আইন চালু হওয়া উচিত। ভিন্ন জাতির জন্য ভিন্ন ভিন্ন আইন ঠিক নয়! এক দেশ এক আইন। তাহলেই হয়ে উঠবে ভারত মহান ! 🙏জয় ভারত🙏
Tahole economic odhikar soman kora hok
@@rsstudio4984 যেমন যোগ্যতা তেমন ধন ই থাকবে
Tobe soman vabe dekbe ki kore
@fact5730 কে বললো শহরে থাকি,গ্রাম বাংলা বঞ্চিত রাজ্য সরকারের জন্য,রাজ্য তো আর কেন্দ্র সরকার চালায় না। সবার শিক্ষাগত যোগ্যতা সমান নয় তাহলে সবাই সমান টাকা চাইতে পারেনা। আর গ্রামের কথা যদি বলেন আমাদের গ্রামের মূর্খ, মজুর রাও তোলামূল করে কোটি পতি হয়ে গেছে
সভ্যতার কারিগর দেশের শ্রমিক কৃষক ক্ষেতমুজুর সাধারণ মেহনতি 90 % মানুষ ধুকছে, ,,,,,,
টাটা বিড়লা আম্বানি আদানি রা দেশের সমস্ত সম্পদের মালিক হয়ে ভোগ করছে,,,,,
দেশ স্বাধীন করার জন্য জীবন দিলো সাধারণ ঘরের ছেলে ,, আর সুখ ভোগ করছে মালিক শ্রেণী,,,
কোন আইনে এই বৈষম মেটাবে???????
চমৎকার বিশ্লেষণ। মনিপুরে তিনটি সম্প্রদায়, কিন্তু ধর্ম প্রধানত দুইটি। মেইতি, নাগা, কুকি সবাই মানুষ। সর্ব দলীয় সম্মেলনের মাধ্যমে সুদীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। সমতল, পাহাড়, উর্বর, অনুর্বর, সম্প্রদায় অনুযায়ী জনসংখ্যার অনুপাত সকল বিষয় বিবেচনায় নিতে হবে। তিন পক্ষের বহু সঙখ্যক নেতাদের অঙশগ্রহন নিশ্চিত করে , দীর্ঘ মেয়াদি কর্মশালা ও আলোচনা সভা করে সকলের জন্য win win situation তৈরি করতে হবে। বিষয় গুলো ধর্মীয় পক্ষপাতিত্ব বা সঙখ্যাগরিষ্ঠা দিয়ে বিচার করা সঠিক হবেনা। মানবতা, মানবিকতা, ন্যায় বিচার, প্রতিটি মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধানের জন্য উদার ও নিরপেক্ষভাবে সমাধান করতে হবে।
নাটের মূল তো তৎকালীন প্রধানমন্ত্রী!একই দেশে এ কেমন বিচার!
সঠিক তথ্য তুলে ধরেছেন স্যার
মেহেতি হিন্দু সম্প্রদায়কে সন্মান ও ভালোবাসা জানাই ।
Amal Clooney à
🙏🙏🙏
মেহেতি হিন্দু ভাইদের ধিক্কার জানাই কারণ তারা আদিবাসী দের থালাতে ভাগ বসাচ্ছে ভাগ বসাচ্ছ।
কারণ তারা সম্মানের জায়গা থাকতে। এবং অর্থনৈতিক অবস্থা তাদের ভালো থাকা সত্ত্বেও। পিছিয়ে পড়া আদিবাসী মানুষের অধিকারে ভাগ বসাচ্ছে। এসটি তাদেরকে বলা হয়। যারা অন্য জাতিদের থেকে পিছিয়ে এবং অর্থনৈতিক অবস্থা দুর্বল।
দাদা অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান এই কথাগুলো বলার জন্য আমরা জানতে পাচ্ছিলাম না মণিপুরে ঝামেলাটা আসলে কিসের জন্য এবার বুঝলাম সেই ইংরেজদের হিন্দু মুসলিম ডিবেট
Bill passer madhyame social cantrack raksha Kara .joy hind
8:51 8:51
8:51 8:51
ওখানে কি আইন ব্যবস্থা নেই,রাজ্য চালাচ্ছে মেইতি অথচ মরছে কুকি, নাগা,আমাদের রাজ্যে যদি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য রা বলে,আমরা সংখ্যায় কম আমাদের st করা হোক,তাহলে কি হবে?কিসের ভিত্তিতে St,SC করা হয়েছে সেটা ও তো দেখতে হবে।
Na dada jaharlal neherur land reform law
ভালো ভাবে বুঝিয়ে বলেছেন , বাংলাদেশ থেকে দেখছি ,ধন্যবাদ l
বাংলাদেশ থেকে শুনলাম,, ভারতের অনেক কিছু মোটামুটি জানি,, কিন্তু মনিপুরের ঝামেলাটা কি কারনে জানতাম না,, আজকে আপনার ভিডিও টার মাধ্যমে বুঝতে পারলাম,, আপনাকে ধন্যবাদ স্যার,, একদেশে সবার জন্য একই আইন পাস করা হোক।।
Ami jantam.. Hindu 1910 sale 96% chilo ekhon seta 49% hoye giyeche...
বাংলাদেশে তাই যদি করে কেমন হবে?
এখানের সবাইকে যে বিহারী সংস্কৃতির দাস বানাতে বাংলাদেশ থেকে উঠে পরে লেগেছেন।
আপনি ভারত সম্পর্কে কি জানেন?
Christan ra hindu Misties der sathe jamela kore puro Rajjo ta ke hindu sunno korte chiache
Atodine apnar kushali byakkhyar madyome Manipur er asol samosya ta bujhte parlam.
Amar mone hoy sobar prothome Myanmar theke Kuki der abaidho anuprobesh age rodh kora uchit. R sei abaidho anuprobeshkari der jara naki oi rajjer demographi bodle dichhe tader chinnito kore sei rajyo theke bohisksr kora uchit. Jai hind
SaluteSir
অসংখ্য ধন্যবাদ স্যার, সঠিক ব্যাখ্যা দেওয়ার জন্য।পশ্চিমবঙ্গের প্রত্যেকটি শিক্ষক যদি আপনার মতো হত,তবে আমাদের রাজ্য শিক্ষা ক্ষেত্রে কেরালা কে পিছনে ফেলে দেশে প্রথম স্থান দখল করত । কিন্তু দুঃখের বিষয় আমাদের রাজ্যের বেশিরভাগ শিক্ষকই রাজনীতি নিয়ে ব্যস্ত।
Thanks
অনেক ধন্যবাদ, ঘটনা গুলো বিস্তারিত ভাবে জানানোর জন্য।
প্রকৃত ঘটনা সম্পর্কে জানতে পারলাম !ধন্যবাদ !
আপনি প্রকৃত শিক্ষকের মতোই সব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন ।
মনিপুরের যে সমস্যা তৈরি হয়েছে বা হচ্ছে তা থেকে বেরিয়ে আসতে সরকারকে চুড়ান্ত সিধ্যান্ত নিতে হবে।অর্থাৎ এসপার উসপারা। আগামি দিনে এিপুরাতেও দেখা দিবে।
Thanku Sir Ji এই important topic আলোচনার জন্য। পুরো সমস্যার main culprit Nehru. মনিপুরে হিন্দু মেইতি দের অধিকার সুরক্ষিত করা হোক। সবার জন্য এক আইন করা হোক। ভারত মাতা কি জয় 🙏 জয় শ্রীরাম 🙏
স্যার আপনিই একজন প্রকৃত শিক্ষক এবং বিশ্লেষক যার মাধ্যমে ভূ রাজনৈতিক সহ বিভিন্ন বিষয় সহজে বুজতে পারি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কমনা করি।
স্যার অসাধারণ বোঝালেন। এতো দিনে বিষয়টি বোধগম্য হলো।
স্যার,মোদীসরকার কাশ্মীর থেকে 370 ধারা যখন তুলে দিয়ে কাশ্মীর ঠান্ডা করতে পেরেছেন,তাই বলি এটাকেও ঠান্ডা করতে পারবেন। কারন আইনের উর্দ্ধে কেউ নয়। এখানে ভোটের রাজনীতি করা কারপক্ষেই উচিত নয়।স্যার আপনি আমার প্রনাম নেবেন।।
370 ধারা উচ্ছেদ করার পর কাশ্মীর আরো বেশি অশান্ত হয়ে উঠেছে,সারা দেশের 20 শতাংশ মিলিটারি ফোর্স নিয়োগ করেও শান্তি ফেরাতে পারছে না।
370ধরা উঠে গেছে। জমি কিনতে পারবেন? উত্তর হল না। জুমলা সরকার।
@@bhabadevmalla9002 যা তুই যা জমি কিনতে ওখানে জমি কিনে কি করবি? খেয়ে দেয়ে আর কোন কাজ নেই ,নাচতে না জানলে উঠোনের দোষ।
@@bhabadevmalla9002aboshyoi kinte pari... Kashmir e business large scale e hochche 370 othanor por
@@bhabadevmalla9002রোজ সকালে গণশক্তি আর জাগোবাংলা পড়লে আপনার মতো কুলাঙ্গার এই দেশে বৃদ্ধি পাবে। আপনি কি কাশ্মীরে জমি কিনতে গিয়ে, জমি কিনতে পারেন নি?
ভারত সরকারেরে উচিত ভারতেকে সরকারী ভাবে হিন্দু রাষ্ট্র ঘোষনা করা এবং অহিন্দু ব্যক্তির জন্য ভারত বর্ষের রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, রাজ্য সমূহেরে মুখ্যমন্ত্রী, সেনা, বিমান ও নৌসেনার প্রধানের পদ বারিত করা। জয় শ্রীরাম ভারতমাতা কি জয় ।
আপনার এই বিচারটি 100% right, এটাই করা প্রয়োজন হিন্দুদের দেশ ভারতে।
@user-testo21347 er advice tai amar grohon joggo mone hay. Bharat Mata ki joy.
@@bapikumar4712tahole Bangladesh er Hindu Der ki hobe ? Orao to amader jati vai
আমার মনে হয় মণিপুরকে শান্ত করতে হলে প্রথমে ---
১) এই তিনটি সম্প্রদায়কে নিয়ে কেন্দ্র আলোচনার টেবিলে বসতে হবে এবং প্রত্যেকের বক্তব্য প্রাধান্য দিতে হবে।
২) প্রাচীন ব্রীটিশ আইন ছেড়ে এক দেশ এক আইন করতে হবে।
সকল সম্প্রদায় যেকোনো জায়গা কিনতে পারে।
৩) রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা সকল সম্প্রদায় সমান অধিকার পাবে এবং রাজনৈতিক কার্যবিধিতে সকল সম্প্রদায় সমান অধিকার পাবে।
৪) মনিপুরের সকল সম্প্রদায়ের রুজি রোজগারের জন্য শিল্প স্ট্রাকচার বা পর্যটন ডেভেলপ করতে হবে কেন্দ্রর ।
এছাড়াও যদি মনিপুর বাসির অসুবিধা হয় তাহলে অন্য রাজ্যে গিয়ে জীবিকা নির্বাহ করতে পারবে তারা।
৫) কেন্দ্রকে প্রথমে মনিপুরের স্থায়ী বসবাসকারী সম্প্রদায় দেরকে নিয়ন্ত্রণ না করতে পারলে মায়ানমারের অবৈধ প্রবেশকারীদের নিয়ন্ত্রণ করতে পারবে না কেন্দ্র।
তাই সকল সম্প্রদায়কে নিয়ে আলোচনায় বসতে হবে এবং তাদের বক্তব্য সমান মর্যাদা দিতে হবে কেন্দ্রর।
স্যার আমি নদীয়া জেলা থেকে বলছি আপনার উপস্থাপনা ও আন্তর্জাতিক খবর বিশ্লেষক হিসাবে আপনার বেরেন অনেক চমৎকার
আপনার প্রতিবেদন থেকে মনিপুরে অগ্নিগর্ভ অবস্থার কারণ বুঝতে পারলাম । এই রকম অবস্থায় মনিপুরে জরুরী অবস্থা ঘোষণা করে রাষ্ট্রপতি শাসন চালু করতে হবে । এখানে অতি অবশ্যই NRC লাগু করে মণিপুর বাসীদের সকলের জন্য একটিই আইন বলবৎ করা উচিত বলে আমি মনে করি । ধন্যবাদ আপনাকে এই রকম সময়ে এই রকম একটা তথ্য সমৃদ্ধ প্রতিবেদন প্রকাশ করার জন্য । 🙏 ।
বীরেন্দ্র সিং তাই চাইছেন
বার্মা থেকে অনুপ্রবেশকারীদের বন্ধ করা প্রয়োজন এবং মণিপুর থেকে বেরকরে দেওয়া একান্ত জরুরী ।নমস্কার
বিদেশিদের তাড়াতে হবে ,সব কিছু সমান অধিকার দিতে হবে সব জাতি কে ,
@@ashitds1869khub kothin
ভারত থেকে হিন্দুদের তাড়াতে হবে নয়তো ভারতে বসবাস অযোগ্য হয়ে পড়বে
খুবই সময়োপযোগী একটি ভিডিও উপস্থাপনা করেছেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ভারতবর্ষের মানুষ আর কতকাল প্রকৃত সত্য ইতিহাস থেকে বঞ্চিত থাকবে আর সেই সুযোগে স্বার্থ কেন্দ্রিক রাজনীতি ও কিছু সংখ্যক সংবাদ মাধ্যমের দায়িত্ব হীন সুবিধা বাদীর প্রকল্পে সাধারন মানুষ বঞ্চিত হবে। আপনার এই ধরনের আলোচনার জন্য ভারতবাসী হয়ে গর্ব বোধ করি।
😂😊😅😊
Akmatro christian sotto
@@SulukSermaGarhgadha
এমন অনেক ইতিহাস ধামা চাপা
@@SulukSermaGarh Converted, duplicate Christian 🤣🤣🤣
খুব সুন্দর ভাবে উপস্থাপনা 🙏🙏🙏
মণিপুরে শান্তি ফিরে আসুক এই কামনা করি। এইভাবে বিস্তারিত আলোচনা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর🙏
আপনার মতামত ও বক্তব্য আংশিক সত্য।
অত্যান্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যা সব ভারতীয়দের জানা দরকার
আমরা বাংলাদেশের বাঙালী। আমাদের সমর্থন মেইতিদের প্রতি।
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
Oi sala Naga coki Tara ki korcha
@@Mahix-l4pai pig 🐖 stan 🇵🇰 er dalal jaroj bustard bejonma desdrohi jihadi rajakar, kuki millitants ra bangladesh er division chai tate support koris to? Kuki Naga ra onnai korle tar protibad korbe na?
Je meitei ra kisudin age meyeder ulongo kore hatiyese ar dorshon korse, tui ki hindu naki re suarer bacha, name to muslim. Toder lojja hoa uchit muslim jatir kolongko
@@Mahix-l4pNaga koki der toder Bangladesh e dhokai dissi, Tora dekh ki korbi.....
এর একমাত্র সমাধান সঠিক ভাবে বেকার সমস্যার সমাধান করা। জয় ভারতমাতার জয়।
HRD eps এর অধিনে দক্ষিন কোরিয়াতে কাজে পাঠানো হলে বেকার আর থাকবে না
পুনরায় চালু করতে হবে AFSPA পুনরায় ই যখন সেটা ছাড়া উপায়ান্তর নাই, আর এইটি চালু থাকলেই যখন ওই অঞ্চল শান্ত থাকে ।
I L P প্রথা মৈতিদের জন্য সম্পূর্ণ রূপে বিলুপ্ত করতে ই হবে । জমি কেনার অধিকার উভয় পক্ষের ই থাকা প্রয়োজন ।
❤❤😊❤😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤0p@@alamashrafulshabbirlifesty9679
আর একটা সত্য রয়েছে এই পুরু বিষয়ে। সেটা হল এই মেইতেই হিন্দু বিজেপি বিধায়ক ত্রিপুরা বাঙালি হিন্দুদের ব্যপারে এবং দিল্লি, আসাম ও পশ্চিম বঙ্গের দুই কোটি বাঙালিকে (হিন্দু, মুসলিম নির্বিশেষে বাংলাদেশী বলে আক্ষায়িত করেছে)।
এতদিন কি নিয়ে ঝামেলা কিছুই বুঝতেই পারছিলাম না । সুন্দর ভাবে বুঝানোর জন্য ধন্যবাদ।
ধন্যবাদ স্যার।দেশের এতবড় একটা সমস্যা আপনি এত ভালো করে আমাদের বোঝালেন।নিজেরা ভালো থাকলে আমরা দেশের কোথায় কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে মাথা ঘামাই না। এ ক্ষেত্রে বুঝতে চাইলেও ঠিকমত বুঝতে পারছিলাম না।
ভারতের সব নাগরীক সব জায়গায় বসবাস করার অধিকার পাওয়া উচিত।।
কারণ সে ও ভারতবাসি।সবার সমান অধিকার সেটাই হওয়া সবার জন্য শুভ
3:29 😂
একদম সঠিক কথা
ধন্যবাদ স্যার, এমন বিস্তারিত ভাবে আমাদেরকে এই বিষয়টা বুঝানোর জন্য। আমার মনে হয় সরকারকেই একটা দ্রুত এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে এই সমস্যার সমাধানের জন্য।
Dhanyabad Apnake
খুব ভালো আলোচনা হল। ❤
অনেক অনেক ধন্যবাদ। এত সহজ সরল ভাবে বুঝিয়ে দিলেন।
নেহরু যে আমাদের দেশের কত ক্ষতি করে গেছে, আর আজ অন্য ধর্মের লোকেরা ও দেশের কত সর্বনাশ করতে চলেছে, তা জেনে ভীতি বোধ হয়।
Super video korchen sir- এর সমন্ধে জানান দরকার ছিল। super❤
মণিপুর সমস্যা নিয়ে আপনার বিশ্লেষণ খুবই ভালো এবং informative । আপনার তথ্য অনুযায়ী নেহেরু সাহেব প্রথমেই ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। সমস্ত রকম জমিতেই সবার সমান অধিকার প্রতিষ্ঠা করা উচিত ছিল।
এই প্রতিবেদন অসাধারণ... আমি সমৃদ্ধ তো হলামই, প্রার্থনা করি এই প্রতিবেদন ব্যপক প্রচার পাক।
চমৎকার ব্যাখ্যা করেছেন, অনেক ধন্যবাদ আপনাকে🙏🙏
First - 100% sealing of Border, Restriction for New Kukies as a foreingner to stay in VISA process. No SC, ST discrimination should persist.
খুব ভালো লাগলো ধন্যবাদ। সুন্দর বিশ্লেষণ। বিরোধী দল গুলোর কথা ঠিক না। তারা সঠিক তথ্য বলছে না। শুধু রাজনৈতিক লাভ চায়।
Well,
hilly, deeply forested long border with Myanmar. There gvt of india did not give attention like tibet/ china border. That is why so many kukis could come to Manipur.
Khub bhalo bolechan sir
খুব সুন্দর এবং পরিস্কার ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ স্যার আপনাকে
সংরক্ষণের ওপর একটা এপিসোড করুন।
রাজনৈতিক স্বার্থে আর কতদিন সংরক্ষণ চলবে????
😁😁😁😁😁
এই সংরক্ষণ হটাতে আবাই আগুন জ্বলবে
Apni ghosh hoye ekbar temple er pujari hoye somota aage feran dekhi. Khali mukhe boro boro kotha.
আসল তথ্য উদঘাটন করা র জন্য আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দর বয়াখ্য করেছেন।
জনাব । স্বাধীন ভারতের জনগণের সমান নাগরিক অধিকার থাকা উচিত। কুকি নাগা হিন্দু মুসলিম খ্রিস্টান সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে একাকার হয়ে বন্ধুর মত চলতে হবে তাহলে সবাই শান্তিতে থাকতে পারবে। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
Tumi to khub Boro kotha bolcho he... tahole tomader kangladesh er parbotto chottrogram a kukichin ra sadhinota chaiche keno ? Uttor diyo 😂
@@Bkkumar916 জনাব । এগুলো সব সাম্রাজ্যবাদী শক্তির ষড়যন্ত্রের অংশ। আর বর্তমান ভারতের সরকার সেই খেলায় নতুন করে পা দিয়ে নোংরা রাজনীতি করছে। আর তার শিকার বাংলাদেশের মানুষ। আল্লাহপাক আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমান ও হেদায়েত দান করুন । আমিন । ধন্যবাদ ।
Iman ki ? Hedayat ki ?
Uniform Civil Code চাই। Minority Commission বিলুপ্ত করা হোক।
@@anantadas5038 Islam grohon ar palon kora
অসাধারণ বিশ্লেষণ।
A descriptive narrative on the current problems of Manipur since beginning. Got largely educated. Misconceptions are eliminated. Thanks and profound regards
আমার কাছে একটা ভিডিও আছে, যেখানে একজন ( ২৮-৩০ ) মেইতি মেয়েকে রাস্তায় রেখে কুকিরা শটগানে গুলি করে তার মাথা ছেতলে দেওয়া হল । তো খুব কষ্ট লাগলো দেখে ,😢😢 😢 কি অবস্থা!😢
Video ta din please
Joi Hindu
Hare Krishna
@@chandansahu-hq5xi kise niben? Upnar Facebook I'd name bolun send kore dichi
সংবিধানে সকলো নাগৰিকক সমান অধিকাৰ নিদিয়ালৈকে মনিপুৰৰ দৰে ঘটনা ঘটি থকিব ! (অসম)
ঠিক কৈছে দাদা আমাৰ সংবিধান খন সংশোধন কৰিব লাগে।
আমাদের সংবিধানের স্বচ্ছতা নেই, যিনি সংবিধান রচনা করেছেন তিনিই পদে পদে বিভেদ তৈরী করে গেছেন।
আজ খুবই সুন্দর লাগল আপনার কথা, কারণ ও বিশ্লেষণ।
কর্মসংস্থানের সুবিধা পেলে আর্থিক সচ্ছলতা বাড়বে আর্থিক স্বচ্ছলতা বাড়লে জাতিগত বিদ্বেষ আর থাকবে না
বলদ এর আর্তনাদ।
ফ্রান্স জললো কেনো?
ভুল ধারণা
কিন্তু আফিম চাষ বন্ধ করা দরকার।
তাতে বেকারের সংখ্যা বৃদ্ধি পেলেও ভারতের যুবক যুবতীরা বাঁচবে।
পণ্ডিত জাতি দাঙ্গার মুলে থাকে শিক্ষিত শয়তান তারা পিছনে থেকে অশিক্ষিত আর গরীব দের সামনে থেকে দ্যায়।
Till today i was ignorant about the history of Manipur and causes of the present disturbing situation there. Your deliberation has enlightened me in the matter. Thanks.
সবক্ষেত্রেই নাটের গুরু কংগ্রেস। দেশটাকে শেষ করেছে ঐ কংগ্রেস।
এত সমস্যা বিজেপি ক্ষমতায় আসার আগে ছিলনা। সব সমস্যার জন্মদাতা মোদি।
কংগ্রেস ই বুদ্ধিমান ছিল।
৭০ বছর আগে ভারত নামে কোন দেশ ছিল না।৭০ বছর আগে নতুন দেশ হিসেবে এত শক্তি শালী ছিল না।তাদের কারনেই আজ মূর্খ সন্ন্যাসীরা রাজনীতি শিখে,এখন মূর্খের মত মূর্খ রাজনীতি করেছে।সাময়িক শক্তিশালী হয়েছে কিন্তু বাস্তবে বেশিদিন টিকবে না।
স্যার আমি বাংলাদেশ, সিলেট, শ্রীমংগল থেকে আপনার চ্যানেল প্রতিনিয়ত দেখি। খুব ভাল লাগে স্যার আপনার উপস্থাপনা।অনেক অজানা কিছু জানতে পারি স্যার আপনার ভিডিও থেকে। ধন্যবাদ স্যার। রবীন্দ্র দেবনাথ।
চমৎকার স্যার দারুন বুঝালেন ।
ধন্যবাদ স্যার ।
ধর্মান্তরণ নিয়ে ব্যস্ত থাকলে অর্থনৈতিক উন্নয়ন কিভাবে সম্ভব , সম্ভব নয়।
Thank you for your information
ওখানে হিন্দুদের কনভার্ট করে খ্রিষ্টান বানানো হচ্ছে হচ্ছে আর হিন্দু সম্প্রদায়ের লোকজন কে খুন করা হচ্ছে
সকল জাতিকেই সমান অধিকার দেওয়া হোক।
বার্তাটি দেওয়ার জন্য অশেষ অশেষ ধন্যবাদ
দারুন সময়োপযোগী বিশ্লেষণ
I am a big fan of yours, thanks for your lovely presentation
Equal rights should be considered.
এই করেইতো আজ আমাদের এই দশা।
অনেক ধন্যবাদ।প্র কৃত তথ্য পরিবেশন করার জন্য।
এখন স্যার আপনার প্রতিবেদন টা শুনে পরিষ্কার মনিপুরের সমস্যা বুঝতে পারলাম
আমরাও চাই এই সমস্যার সুস্থ সমাধান। জয় ভারত 🙏🙏
এই জন্যই তো UCC অন্তত জরুরি হয়ে পড়েছে সবার সমান অধিকার একদেশে এক আইন দরকার
আগে তো সমান করা হোক তারপরে সমান অধিকারের কথা ভাববেন!
Thank you Sujit Sir, lot of confusion got cleared. I was partially ignorant about the facts of Manipur.
অসাধারণ ভাবে উপস্থাপন করলেন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা
বাংলাদেশ থেকে দেখছি।
আমি ও একজন অধ্যাপক অবসরপ্রাপ্ত
সুন্দর উপস্থাপনা।👌🙏