বাকের ভাই অভিনয় টা যেমন ছিলো রাজ নিতিতেও তেমন অভিনয় করতেন, ২০১৩ সালের সেই দিন গুলির কথা মনে পরলে এখনো ভয়ে আতঙ্ক লাগে, নিলফামারি লক্ষীচাপ ইউনিয়নের কাছারী বাজারে বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) জামাত-বিএনপি কে দমানোর জন্য নিজেরাই আগুন লাগিয়ে সেখানে গনোজাগরঞ্জ মন্স বানায় সেটাকে কেন্দ্র করে জামাত-বিএনপি বাকের ভাই এর গাড়ি ভাংচুর করেন, এর পর শুরু হলো বাকের ভাইয়ের নাটক ১২জনকে ক্রস-ফায়ার দিলো আওয়ামীলীগ ও হিন্দু বাদে লক্ষীচাপ ইউনিয়নের সকল মানুষের নামে মামলা দিলো (৩মাস) মানুষ শূন্য গ্রাম হয়েছিলো গনো হারে মানুষ গ্রেফতার হলো সে মন্ত্রি হলো আরও অনেক ইতিহাস আছে তার আমি হয়তো বলতে পারলাম না অনেক মানুষ আছে আরও অনেক ভালো বলতে পারবে, আমি চাই বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) এর অনেক বার ফাঁশি দেওয়া হোক।
আমার সবচেয়ে প্রিয় ❤ অভিনেতাকে এভাবে দেখবো কোনোদিন ভাবিনি। উনি যদি অপরাধী হন তাহলে সাজা উনার প্রাপ্য। আর যদি নির্দোষ হন তাহলে ছাড়া পেয়ে শেষ জীবনটা যেন নির্বিঘ্নে কাটাতে পারেন সেই কামনাই করি।
Asola ki oporadhi uni ...ajob lage ai protihingsAr rajniti sob kisu ses kora dai...eta thik na sob mp monthri ki khrp sobay ka kno mamla dita hoba ..odvut
উনার গাড়িতে হামলার অভিযোগে ৬ জন মানুষকে ক্রসফায়ার দেওয়া হয়।সে আমার দেখা সেরা অভিনয় শিল্পীর মধ্যে অন্যতম।খারাপ লাগে এমন গুণি শিল্পীরা কি ভাবে একটা দলের অজ্ঞাবহ হয়ে যায়।।
হয়তো উনার দল নির্বাচন করাটা ভুল ছিলো কিন্তু রাজনীতিতে নাম লিখিয়ে ভুল করেছে কথাটা মানতে পারলাম না, আপনি চান রাজনীতিতে একজন ভালো মানুষ আসুক সেই সাথে শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু একই সাথে তেমন কেউ যদি আসে, সে কেনো আসলো আশা টা ঠিক হয়নাই মান ইজ্জত থাকলো না,, আরে ভাই কি চান, তাইলে কে করবে রাজনীতি?
@@ShahjalalHossain-es4ds নাহ্ আপনার অনেক বুদ্ধি। তা, রাজনীতি করতে মূলত কী লাগে বলেন তো.... হ্যা, আমি চাই রাজনীতিতে ভালো জনেরা আসুক? - 👍 শিক্ষিতরা আসুক? -👍 কিন্তু একই সাথে তেমন কেউ যদি আসে,,,,? সে কেন আসলো,,,,? আসা টা ঠিল হয়নি,,,,? মান ইজ্জত থাকলো না,,,,,? এগুলো কী.........??????? পন্ডিতি ভালো, বেশি ভালো না। উপরের যেই প্রশ্নগুলো আপনি করেছেন, ঐগুলো আমি "আমার কমেন্টে" করিনি। তাই রিপিট করলাম... ভাইরাল সুমনকে দেখুন....সেও নির্বাচন করেছিলো স্বতন্ত্রভাবে.... সে কী জয় পায়নি, তাকে কী জনগণ সাপোর্ট করেনি, তার কাজে জনগণ সহযোগিতা করেনি??? তাহলে কেন নির্দিষ্ট কোনো দলের পা চাটতে হবে???? আজকের যেই দলগুলো তারা কী অন্যের পা না চেটেও নিজেরা কিছু করতে পারেনি??? পাকিস্তানের ইমরান খান ও কিন্তু রাজনীতি করছেন, কিন্তু কারোর পা চেটে নয়। নিজের মতো করে। (তা ইমরান খানের যে জনপ্রিয়তা তা কী সাকিব - মাশরাফি বা উল্লেখিত বাকের ভাইয়ের ছিলো না???? যার কারণে দলের সুপারিশ নিতে হয়েছে??))
'কোথাও কেউ নেই' নাটকের বাকের ভাই ছিল আমার কাছে এক অসাধারন চরিত্র। নাটকটি আমি বহু বার দেখেছি। যত বার দেখেছি তত বারই বাকের ভাইয়ের অভিনয় প্রতিভা দেখে বিস্বিত হয়েছি। আজ তার অধ:পতনে ভিষন কষ্ট পাচ্ছি। সে যেন ইতিহাসের এক ট্রজিক হিরো।
@@ataurkhan2834 ভালোইতো ভালো মানুষ কেন রাজনীতিতে আসবে এটাই তো বলিতেছেন তাহলে আবার এদের চোর কেনো বলেন আমরাই চাইনা রাজনীতিতে চোর ছাড়া কোন ভালো মানুষ থাকুক
@@gtfdrjmgd-z6pyes, sha thanda mathar khuni. Ami desh tv te job korechi. Tokhon uni MD. Oikhane thekei Unar pordar araler bikrito chehera dekhechi. Unar name onk durniti abong khun er obhijog ache.
টাকার লোভে । আর নাটকের জগতে যারা অভিনয় করতে যায়, পুরুষ হলে মেয়ে সাপ্লায়ার না হলে টাকা রুজিরোজগার কম হয়। আর মেয়ে হলেত যত সুন্দরীই হোকনা কেন, দেহ প্রদান করিতে অনিচ্ছুক হইলে নাইকা হওয়ার সুযোগ নেই বললেই চলে । কিন্তু, তারা এতটাই সঙ্গবদ্দ যে,তাদেরকে কেউ কিছু বলতে সাহস পায়না। আর এজন্যই ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে খমতায় বসিয়েছিল ।
অসম্ভব প্রিয় মানুষ। জানিনা রাজনৈতিক প্রতিহিংসার বলি কিনা। যদি নির্দোষ হন তবে তার মুক্তি চাই। এমন মানুষদের থেকে আমরা অনেক আবেগ পেয়েছি,শিখেছি। ভালো থাকবেন আপনি।❤
Onake chinte hole onar nirbachon elakai shadharon manusher Kache jan. Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen. AR onnanno kotha bad dilam
বাকের ভাইয়ের অভিনয় ও বাস্তবে আসাদুজ্জামান নূরকে দেখলাম।বাকের ভাইয়ের জন্য সারা দেশের মানুষ কেঁদেছে, মুক্তির জন্য আন্দোলন করেছে অথচ আজকের বাস্তবতা প্রমাণ করে দিচ্ছে মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে।
অসাধারণ একজন অভিনেতা। রাজনীতির নেতা হিসেবে একেক জন একেক ভাবে দেখবে। কিন্ত ৯০ এর দশকে তাঁর দূর্দান্ত অভিনয় কখনো ভুলবার নয়। হুমায়ন আহমেদ আর আসাদুজ্জামান নূর এর সৃষ্টি অনবদ্য। তাঁর ভবিষ্যৎ কি হবে জানি না। কিন্ত সোনালী অতীতের কারণে তাঁকে আমাদের মনে রাখতে হবে চিরকাল।
তার অভিনয়ের দিক ভালো কিন্তু সর্বশেষ জীবনে স্বৈরাচারে দোসর হয় ঘৃণায় পরিণত হয়েছে সুতরাং এখন তো আর জনপ্রিয়তা আগের মত নেই সুতরাং সে একজন জ্ঞানী তো ব্যক্তি
বাকের ভাই অভিনয় টা যেমন ছিলো রাজ নিতিতেও তেমন অভিনয় করতেন, ২০১৩ সালের সেই দিন গুলির কথা মনে পরলে এখনো ভয়ে আতঙ্ক লাগে, নিলফামারি লক্ষীচাপ ইউনিয়নের কাছারী বাজারে বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) জামাত-বিএনপি কে দমানোর জন্য নিজেরাই আগুন লাগিয়ে সেখানে গনোজাগরঞ্জ মন্স বানায় সেটাকে কেন্দ্র করে জামাত-বিএনপি বাকের ভাই এর গাড়ি ভাংচুর করেন, এর পর শুরু হলো বাকের ভাইয়ের নাটক ১২জনকে ক্রস-ফায়ার দিলো আওয়ামীলীগ ও হিন্দু বাদে লক্ষীচাপ ইউনিয়নের সকল মানুষের নামে মামলা দিলো (৩মাস) মানুষ শূন্য গ্রাম হয়েছিলো গনো হারে মানুষ গ্রেফতার হলো সে মন্ত্রি হলো আরও অনেক ইতিহাস আছে তার আমি হয়তো বলতে পারলাম না অনেক মানুষ আছে আরও অনেক ভালো বলতে পারবে, আমি চাই বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) এর অনেক বার ফাঁশি দেওয়া হোক।
প্রতিবেদনটা অসাধারণ ভাবে মিলিয়ে মিলিয়ে করেছেন, খুব হৃদয়গ্রাহী ছিল !! আর প্রথম দৃশ্যে সূবর্ণা মোস্তফার হাসি, অভিনয়, হেয়ার স্টাইল, স্নিগ্ধতা, মিষ্টতা দেখে আমি নিজে একজন মেয়ে হয়েও ওনার প্রেমে পড়ে গিয়েছি...
আপনার লেখা গুলো আমাদের বয়সে রাএি জেগে চিঠি লিখতাম পিয়তমার নিকট আপনার মতো মিষ্টি ভাষার মানুষের নিকট জানেন অনেক পর এই ভাষা গুলো খুঁজে পেলাম তাই লিখলাম দু লাইন ভুল হলে মাপ ক----!
কি অসাধারণ একজন অভিনেতা,,,তার মতো অভিনয়ে আমাকে কেউ মুগ্ধ করতে পারেনি,, আমি কোন রাজনীতিবিদ আসাদুজ্জামান নুর কে চিনিনা,,, আমি অভিনেতা আসাদুজ্জামান নুর কে চিনি,, যার অভিনয় আমাকে অনেক কিছু শিখিয়েছে।
সত্যিই, আজ প্রাণ, জানি না কেন কেঁদে কেঁদে উঠছে বারবার, যেন প্রাণের কোনো এক মর্মপটে কেউ আঘাত করছে কঙ্করে; মনের প্রাঙ্গণে রাজার মতো প্রবেশ করার কথা, যে চরিত্রের___সে-ই যে সেথায় জেগেছে অসহায় তীরের মতো: হায় আফসোস! বুকের অতল সাগরে লুকিয়ে থাকা কষ্টগুলো টালমাটাল করে তুলেছে অভ্যন্তরে, বিরাট বিরাট ঢেউ আসমান যেন স্পর্শ করতে চায়। বক্ষ ফুঁড়ে বেরিয়ে আসতে চায় সব ব্যথা। তবু আজ, সকল ব্যথাকে বেঁধে রাখব মায়ের মুখ চেয়ে। সকল ব্যথাকে কবর দেব কোন এক অচেনা গোরস্তানে!
@@rashidislam6700 আসাদুজ্জামান নূরের গ্রেফতার হওয়া দেখে মনে হলো, আর্ট কতোটা ঠুনকো,কতোটা মিথ্যা একটা জিনিস। যেই আসাদুজ্জামান নূর বাকের ভাই হয়ে পর্দার সামনে আসলেন, সেই আসাদুজ্জামান নূর একদিনে ৩ জন মানুষকে খুন করিয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলো রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। নক্ষত্রের রাত নাটকের যেই হাসান সাহেব আমাদের ভালোবাসার সংজ্ঞা শিখিয়েছেন, পর্দার পেছনে সেই মানুষটা ছিলো ঠান্ডা মাথার খুনি। যেই বাকের ভাই এর গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আর কোলকাতায় মিছিল হয়েছিলো, সেই বাকের ভাইয়ের সত্যি সত্যি গ্রেফতার হওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ পড়তেছে। মাঝেমধ্যেই মনে হয়, কী প্রয়োজন ছিলো? এই যে মানুষের এতো এতো ভালোবাসা, এতো এতো সম্মান, সবকিছু ছেড়ে দিয়ে শুধু "ক্ষমতার" জন্য কেন মানুষ খুনী হয়ে উঠে? একটা মানুষের ঠিক কত টাকা লাগে? কত ক্ষমতা লাগে? ঠিক কত টাকার বিনিময়ে একটা মানুষ বাকের ভাই বা হাসান সাহেব থেকে খুনি মাফিয়া হয়ে উঠতে পারে?
কোথাও কেউ নেই এই নাটক দেখে ছি অসাধারণ চরিত্র বাকের ভাই এমনকি আমার প্রিয় একজন অভিনেতা একজন প্রকত সংস্কৃতি মনা অভিনেতা কখনো হত্যা করতে পারেনা আল্লাহ এটা যেন মিথ্যা প্রমানিত হয়।
ami tokhon high school e pori, ami nijeo amader alakar boro vhaider shathe misil korechi, amar sposto mone ache. 😒😒😒😒 jodi uni niraporadi hoye thaken tahole asha kori uni ney bichar paben insha-allah.
কোথাও কেউ নেই নাটকটি আমার খুবই প্রিয় নাটক ছিল। বাংলাদেশের রাজনীতির যে চর্চা হচ্ছে তা কতটুকু কলুষিত বা প্রশ্নবিদ্ধ তার প্রমান আমাদের বাকের ভাই। সঠিক বিচার যেন হয়, এই কামনায় করি। ধন্যবাদ।
আমার জীবনে সব থেকে প্রিয় এবং অসম্ভব গুনি অভিনেতা বাকের ভাই। আমার নিজের নামও বাকের রেখেছিলাম গ্রামের সবাই আমাকে বাকের ভাই বলেই ডাকে। তাকে এই খানে দেখে মন অনেক খারাপ হয়ে গেলো😢
Onake chinte hole onar nirbachon elakai shadharon manusher Kache jan. Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen. AR onnanno kotha bad dilam
অশিক্ষিত মানুষের আচরণ দেখলে বুঝা যায়। একটা পরিবারের যদি ৪ জন সদস্য থাকে ৩ জন যদি অপরাদ করে আর ১ জন যদি অপরাধে সেই ও কি অপরাধী হবে। না বুঝে মন্তব্য করা কিছু মানুষ আছে যখন যেটা দেখে সেইটা আনারি মন্তব্য করে বেটা বেকুব কোথাকার।
আসাদুজ্জামান নূরের গ্রেফতার হওয়া দেখে মনে হলো, আর্ট কতোটা ঠুনকো,কতোটা মিথ্যা একটা জিনিস। যেই আসাদুজ্জামান নূর বাকের ভাই হয়ে পর্দার সামনে আসলেন, সেই আসাদুজ্জামান নূর একদিনে ৩ জন মানুষকে খুন করিয়েছিলেন। এদের মধ্যে একজন ছিলো রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট। নক্ষত্রের রাত নাটকের যেই হাসান সাহেব আমাদের ভালোবাসার সংজ্ঞা শিখিয়েছেন, পর্দার পেছনে সেই মানুষটা ছিলো ঠান্ডা মাথার খুনি। যেই বাকের ভাই এর গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আর কোলকাতায় মিছিল হয়েছিলো, সেই বাকের ভাইয়ের সত্যি সত্যি গ্রেফতার হওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ পড়তেছে। মাঝেমধ্যেই মনে হয়, কী প্রয়োজন ছিলো? এই যে মানুষের এতো এতো ভালোবাসা, এতো এতো সম্মান, সবকিছু ছেড়ে দিয়ে শুধু "ক্ষমতার" জন্য কেন মানুষ খুনী হয়ে উঠে? একটা মানুষের ঠিক কত টাকা লাগে? কত ক্ষমতা লাগে? ঠিক কত টাকার বিনিময়ে একটা মানুষ বাকের ভাই বা হাসান সাহেব থেকে খুনি মাফিয়া হয়ে উঠতে পারে?
ক্ষনিকের এই রাজনৌতিক ক্ষমতার ফলাফল কতটা নিষ্ঠুর কতটা হৃদয় বিদারক সেটার আরো একটি উজ্জল বাস্তবতার সামনে অতি প্রিয় মানুষ গুলোকে দেখে আবেগ ধরে রাখা অসম্ভব,,,আমরা এমন কেনো????😢
সত্যের পক্ষে সবসময়ই সৃষ্টিকর্তা আছেন। প্রিয় বাকের ভাই অবশ্যই নিঃশর্ত মুক্তি পাবেন। নির্দিষ্ট কোনো দল করা কোনো অপরাধ নয়। বাস্তবে প্রিয় বাকের ভাই অবশ্যয়ই মুক্তি পাবেন। এটা কোনো উপন্যাস নয়।
এক জন শিল্পী মার্ডার কেসের আসামি ভাবতেও অবাক লাগছে যা মানুষ কোনোদিন চিন্তাও করতে পারেনি। একি অবাক কাহিনী । এমন মানষের ভিতরে হত্যার সুপ্ততা থাকতে পারে কল্পনা করা যায় কি?
@@AndrewBiswas-yv9mu সেটা জানিনা ভাই তদন্তের বিষয়। তিনি শৈরাচার হাসিনার দোসর ছিলেন এটাই তার সবচেয়ে বড় অপরাধ। আপনি যেহেতু শিল্পীর কথা বলতেছেন আপনার কাছে প্রশ্ন শিল্পীর কী বিবেক মনুষ্যত্ব সাধারণ মানুষের চেয়ে বেশি নি কম? ত
সত্যি, আশ্চর্য লাগে ভাবতে। জীবন যে কত কাকতালীয়তায় ভরা, যে মানুষটি নাটকে খারাপ হওয়ার পরও তার ভাল কর্মের জন্য হৃদয়ে জায়গা পেয়েছিল আজ সেই মানুষটাই বাস্তবে ভাল হওয়ার পর তার খারাপ কাজের জন্য ঘৃণিত😢
@@moriumakhter2424 জাতীয় পার্টি দুধে ধোঁয়া তুলসীপাতা।। জাতীয় পার্টি থেকে একদিকে মন্ত্রী, অন্য দিকে বিরোধী দলীয় নেতা।। চুন্নু, রাঙা, কাদের আমরা চিনি না নাকি।।
ছাত্র জনতার পক্ষ থেকে আসাদুজ্জামান নূর কে নিঃশর্তে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ওনাকে চিনি অনেক বেশ ভালো মানুষ ওনাকে এ অবস্থায় দেখে আমার কষ্ট হচ্ছে
@@sarowarhossen7645 ব্রো উনি একসময় নাটকে অভিনয় করতেন।। সেখানে উনার জেল হয় এবং ফাঁসির আদেশ হয়।।। যদিও সেটা নাটক ছিল বাট সেসময়ে বাস্তবে রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল এবং স্লোগান হয় বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমি সেটাই বলার চেষ্টা করছি
এই লোকটা যেমন কত পছন্দের মানুষ তা আমি বলে বুঝাতে পারব না এই লোকটার কাছ থেকে বা তার নাটকের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি হুমায়ূন আহমেদের স্যার নাটক দেখে জীবনের অনেক বড় পরিবর্তন এসেছে সরকার নিজের কাছে অনেক ভালো লাগতো ছাত্রদের সাথী ছিলাম
Onake chinte hole onar nirbachon elakai shadharon manusher Kache jan. Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen. AR onnanno kotha bad dilam
৩১ বছর আগে বাকের ভাই নাটক খুব জনপ্রিয় ছিল 👍 খুব আগ্রহ নিয়ে দেখতাম নাটকটা ভালই লাগতো সেই আগের নাটকগুলো 🥰 রাজনীতি না করলে আমিও মুক্তি জন্য মাঠে নামতাম 👍
এই চোখ দিয়ে অভিনয় এবং বাস্তব দুটোই দেখলাম,বাকি রইল রায়।। আল্লাহ সর্বশক্তিমান।
বাকের ভাই অভিনয় টা যেমন ছিলো রাজ নিতিতেও তেমন অভিনয় করতেন, ২০১৩ সালের সেই দিন গুলির কথা মনে পরলে এখনো ভয়ে আতঙ্ক লাগে, নিলফামারি লক্ষীচাপ ইউনিয়নের কাছারী বাজারে বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) জামাত-বিএনপি কে দমানোর জন্য নিজেরাই আগুন লাগিয়ে সেখানে গনোজাগরঞ্জ মন্স বানায় সেটাকে কেন্দ্র করে জামাত-বিএনপি বাকের ভাই এর গাড়ি ভাংচুর করেন, এর পর শুরু হলো বাকের ভাইয়ের নাটক ১২জনকে ক্রস-ফায়ার দিলো আওয়ামীলীগ ও হিন্দু বাদে লক্ষীচাপ ইউনিয়নের সকল মানুষের নামে মামলা দিলো (৩মাস) মানুষ শূন্য গ্রাম হয়েছিলো গনো হারে মানুষ গ্রেফতার হলো সে মন্ত্রি হলো আরও অনেক ইতিহাস আছে তার আমি হয়তো বলতে পারলাম না অনেক মানুষ আছে আরও অনেক ভালো বলতে পারবে, আমি চাই বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) এর অনেক বার ফাঁশি দেওয়া হোক।
Oil khan bhalo baker Bhai fasite Mara Jan, Amader chokhe pani esechilo, lol ekhane bodmash ta beche gele abar dukkher panic asbe chokhe.
যোগ্য শাস্তি হবেই ইনশাআল্লাহ
Insha allha
২০১৪ সালের ভূয়া নির্বাচনের সময় বিএনপির ৫জন নেতা-কর্মি হত্যাকারী সিরিয়াল কিলার আসাদুজ্জামান নূর এর রিমান্ড চাওয়া হয়নি কেন?
দেশের একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এমপি-মন্ত্রী-প্রধানমন্ত্রী পর্যন্ত পলাতক। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে বিরল।
হাহাহ!!!মার্ডার মামলা খাইতে না চাইলে পলাতক হওয়া ছাড়া গতি নাই।
বায়তুল মোকাররম এর খতিব পর্যন্ত পলাতক
@@ব্রাদারআল্লামাআহমাদMurder er order kara dise taile?? Khabe na ken??
পাগলের প্রলাব করেন,উনি হোটেল কর্মী খুন করেছেন,এটা বিশ্বাসযোগ্য।
কারন মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী সবই যে জনগণের ভোট ছাড়া রাতের ভোটের তৈরি ।
আমার সবচেয়ে প্রিয় ❤ অভিনেতাকে এভাবে দেখবো কোনোদিন ভাবিনি। উনি যদি অপরাধী হন তাহলে সাজা উনার প্রাপ্য। আর যদি নির্দোষ হন তাহলে ছাড়া পেয়ে শেষ জীবনটা যেন নির্বিঘ্নে কাটাতে পারেন সেই কামনাই করি।
Asola ki oporadhi uni ...ajob lage ai protihingsAr rajniti sob kisu ses kora dai...eta thik na sob mp monthri ki khrp sobay ka kno mamla dita hoba ..odvut
আমার প্রিয় অভিনেতা,,,, এই রাজনৈতিক আমাদের দেশটাকে শেষ করে দিল,,,
উনার গাড়িতে হামলার অভিযোগে ৬ জন মানুষকে ক্রসফায়ার দেওয়া হয়।সে আমার দেখা সেরা অভিনয় শিল্পীর মধ্যে অন্যতম।খারাপ লাগে এমন গুণি শিল্পীরা কি ভাবে একটা দলের অজ্ঞাবহ হয়ে যায়।।
Akmot vai❤❤❤❤
@@kawsarmahmud4800হয়ে যায়। কারণ ধর্মান্ধদের কাছে তারা নিরাপদ নয়।আর এটাই অকাট্য সত্য।
জনপ্রিয় অভিনেতা আজ কোথায়। বাংলাদেশের রাজনীতি ভালো মানুষকেও খারাপ করে তোলে। আমার সত্যি আফসোস হচ্ছে।
বাংলাদেশের রাজনীতি নয়, শুধু আঃ লীগের রাজনীতি।
রাজনীতি নয় নিজগুণে অপরাধী
এটাই হয়তো বাকের ভাই নাটকের শেষ দৃশ্য!
ভাই চমৎকার বলছেন ভাই
এটাই শেষ দৃশ্য না,ওনি আবার ফিরবেন তার আপন মহিমায়।
এটাই শেষ দৃশ্য না। ওনি আবার ফিরবেন তার আপন মহিমায়।
@@bulbulahmed5924 sopne 😂
@@bulbulahmed5924 আবার ফিরবেন হুগা মারাইতো
রাজনীতিতে যোগ দিলে মানুষের সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে,নুর সাহেব তার প্রমাণ।
Tahole yunus sirer o ki ai obosta hobe?
@@FerozKhan-t3c ইউনুস স্যার কোন দল করেন?
@@FerozKhan-t3cইউনুস সাহেব কে ও দাড়া করিয়ে রেখেছিলো হাসিনা, ও সিড়ি দিয়ে ৮ তলায় হেটে উঠেয়িছিলো😊
@@FerozKhan-t3cYounus kuno murderer na.. Asaduzzaman ekjon killer,tar garibohore hamlar oporade 4 jonke hotta koren 2014 sale.. Aro onek opokormer list ase tar..
উনি আজকের রাজনীতিবিদ না। ২০০১ সালে এমপি হয়েছিলেন
আমার জীবনে কোথাও কেউ নেই নাটক বিটিভিতে দেখার সৌভাগ্য হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের নাটকের মধ্যে শ্রেষ্ঠ নাটক এটা।
শুধু উনি না, মাশরাফি, সাকিব, ফেরদৌস সবাই একই জিনিস।।। জনসাধারণের ভালোবাসার কোনো মূল্যই নেই এদের কাছে,,, এদের লাগবে রাজনৈতিক ভালোবাসা....
হয়তো উনার দল নির্বাচন করাটা ভুল ছিলো কিন্তু রাজনীতিতে নাম লিখিয়ে ভুল করেছে কথাটা মানতে পারলাম না, আপনি চান রাজনীতিতে একজন ভালো মানুষ আসুক সেই সাথে শিক্ষিত জ্ঞানী গুণী, কিন্তু একই সাথে তেমন কেউ যদি আসে, সে কেনো আসলো আশা টা ঠিক হয়নাই মান ইজ্জত থাকলো না,, আরে ভাই কি চান, তাইলে কে করবে রাজনীতি?
@@ShahjalalHossain-es4ds নাহ্ আপনার অনেক বুদ্ধি। তা, রাজনীতি করতে মূলত কী লাগে বলেন তো....
হ্যা,
আমি চাই রাজনীতিতে ভালো জনেরা আসুক? - 👍
শিক্ষিতরা আসুক? -👍
কিন্তু একই সাথে তেমন কেউ যদি আসে,,,,? সে কেন আসলো,,,,? আসা টা ঠিল হয়নি,,,,? মান ইজ্জত থাকলো না,,,,,?
এগুলো কী.........???????
পন্ডিতি ভালো, বেশি ভালো না। উপরের যেই প্রশ্নগুলো আপনি করেছেন, ঐগুলো আমি "আমার কমেন্টে" করিনি। তাই রিপিট করলাম...
ভাইরাল সুমনকে দেখুন....সেও নির্বাচন করেছিলো স্বতন্ত্রভাবে.... সে কী জয় পায়নি, তাকে কী জনগণ সাপোর্ট করেনি, তার কাজে জনগণ সহযোগিতা করেনি??? তাহলে কেন নির্দিষ্ট কোনো দলের পা চাটতে হবে????
আজকের যেই দলগুলো তারা কী অন্যের পা না চেটেও নিজেরা কিছু করতে পারেনি???
পাকিস্তানের ইমরান খান ও কিন্তু রাজনীতি করছেন, কিন্তু কারোর পা চেটে নয়। নিজের মতো করে। (তা ইমরান খানের যে জনপ্রিয়তা তা কী সাকিব - মাশরাফি বা উল্লেখিত বাকের ভাইয়ের ছিলো না???? যার কারণে দলের সুপারিশ নিতে হয়েছে??))
Oh accha tai naki...?
Apnader lagbe pakishtan.
২০১৪ সালের ভূয়া নির্বাচনের সময় বিএনপির ৫জন নেতা-কর্মি হত্যাকারী সিরিয়াল কিলার আসাদুজ্জামান নূর এর রিমান্ড চাওয়া হয়নি কেন?
মনটা খারাপ হয়ে গেল😢কত আগ্রহ,আবেক নিয়ে নাটক গুলো দেখতাম😢 রাজনীতি না করলে হয়ত আমিও বাকের ভাই এর রাজপেথ মুক্তি চাইতাম
রাজনীতি না করলে তাকে ধরতোও না
Amadr ulta dol korlei ki sei manush ta kharap?
@@bithi8-i3i right
@@bithi8-i3i অবশ্যই না।কিন্তু সে খারাপ না হলেও তাকে খারাপ বানিয়ে দেবে কিছু সুবিধাবাদী
@@bithi8-i3iনা , তার বিরুদ্ধে তো অভিযোগ রয়েছে
'কোথাও কেউ নেই' নাটকের বাকের ভাই ছিল আমার কাছে এক অসাধারন চরিত্র। নাটকটি আমি বহু বার দেখেছি। যত বার দেখেছি তত বারই বাকের ভাইয়ের অভিনয় প্রতিভা দেখে বিস্বিত হয়েছি। আজ তার অধ:পতনে ভিষন কষ্ট পাচ্ছি। সে যেন ইতিহাসের এক ট্রজিক হিরো।
💔
তাহলে শেষ পর্যন্ত বাকের ভাই কারাগারে গেল ঐ😢😢😢😢😮😮😅😅😅🎉🎉🎉🎉
ক্ষমতা আর টাকার লোভ মানুষকে অমানুষ করে। ইনি তার উত্তম উদাহরণ।
তার অপরাধের তো কিছুই বললেন না, শুধু আবেগের বিষয়ে কথা বললে। বেশি আবেগ ভালো না।
অধঃপতন কাকে বলছেন? মুক্তিযুদ্ধ করা অধঃপতন? সেই আদর্শের সাথে আপোষ না করা অধঃপতন?
টিভি পর্দায় আমার অসম্ভব প্রিয় মানুষ। বাস্তব জীবনে কেমন মানুষ তা জানি না। এসব মানুষ কেন যে রাজনীতিতে জরায় বুঝে আসে না।
তবে তার জন্য আমার মন ব্যাথিত।
সেইম, বিশ্বাস হচ্ছে না। মনটা খারাপ হয়ে গেলো খবর টা দেখে।
@@ataurkhan2834 ভালোইতো ভালো মানুষ কেন রাজনীতিতে আসবে এটাই তো বলিতেছেন তাহলে আবার এদের চোর কেনো বলেন আমরাই চাইনা রাজনীতিতে চোর ছাড়া কোন ভালো মানুষ থাকুক
সে নীলফামারীতে অনেক হত্যা করেছে।
@@gtfdrjmgd-z6pyes, sha thanda mathar khuni. Ami desh tv te job korechi. Tokhon uni MD. Oikhane thekei Unar pordar araler bikrito chehera dekhechi. Unar name onk durniti abong khun er obhijog ache.
টাকার লোভে । আর নাটকের জগতে যারা অভিনয় করতে যায়, পুরুষ হলে মেয়ে সাপ্লায়ার না হলে টাকা রুজিরোজগার কম হয়। আর মেয়ে হলেত যত সুন্দরীই হোকনা কেন, দেহ প্রদান করিতে অনিচ্ছুক হইলে নাইকা হওয়ার সুযোগ নেই বললেই চলে । কিন্তু, তারা এতটাই সঙ্গবদ্দ যে,তাদেরকে কেউ কিছু বলতে সাহস পায়না। আর এজন্যই ফ্যাসিস্ট হাসিনা তাদেরকে খমতায় বসিয়েছিল ।
অসম্ভব প্রিয় মানুষ। জানিনা রাজনৈতিক প্রতিহিংসার বলি কিনা। যদি নির্দোষ হন তবে তার মুক্তি চাই। এমন মানুষদের থেকে আমরা অনেক আবেগ পেয়েছি,শিখেছি। ভালো থাকবেন আপনি।❤
ভাই অনেক মানুষ কে৷ মেরে ফেলেছে সে
😂 ওরে আবেগ
ওয় কি রকম।মানুষ নীলরামারিতে আইসা ওনার ছাত্র লীগ নেতা আপেলের কাছে এসে শুইনা জান।
ওর কারনেই আপেল অনেক কিছুই করে আজ পালাতক।
@@jamiladnan9844😅
কোথাও কেউ নেই সত্যি বাঁকের ভাইয়ের জন্য কথাটা বিশ্বাস করতে পারলাম না 😔 সেই আমার বাঁকের ভাই যেখানে থাকবেন দোয়া রইলো ❤
তার এক নাটকেই তাকে বাঁচিয়ে রাখবে হাজার বছর😢
আমি লীগ হেটার হলেও তাকে খুব ভালোবাসি❤
Onake chinte hole onar nirbachon elakai shadharon manusher Kache jan. Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen. AR onnanno kotha bad dilam
@@moriumakhter2424onar alakar unnayon gula giye dekhen, je vlo take vloi bolte hbe
এমন চরিত্রের মানুষকে ভালোবাসার আগে তার সম্পর্কে জেনে নিবেন।
চকচকে বোতলের ভেতরে সাদা পানি বিষাক্ত বিষ
আমি ওনার এলাকার সত্যি ভালো মানুষ তিনি
বাকের ভাইয়ের অভিনয় ও বাস্তবে আসাদুজ্জামান নূরকে দেখলাম।বাকের ভাইয়ের জন্য সারা দেশের মানুষ কেঁদেছে, মুক্তির জন্য আন্দোলন করেছে অথচ আজকের বাস্তবতা প্রমাণ করে দিচ্ছে মানুষকে তার কর্মফল ভোগ করতে হবে।
কমেন্ট এ সবাই অনেক ভালো লিখেছেন কিন্তু আমি কি বলবো কিছুই খুঁজে পাচ্ছি না কিন্তু এতটুকু বলতে পারি যে খুব খারাপ লাগছে নুর স্যার এর জন্য 😢।
অসাধারণ একজন অভিনেতা। রাজনীতির নেতা হিসেবে একেক জন একেক ভাবে দেখবে। কিন্ত ৯০ এর দশকে তাঁর দূর্দান্ত অভিনয় কখনো ভুলবার নয়। হুমায়ন আহমেদ আর আসাদুজ্জামান নূর এর সৃষ্টি অনবদ্য। তাঁর ভবিষ্যৎ কি হবে জানি না। কিন্ত সোনালী অতীতের কারণে তাঁকে আমাদের মনে রাখতে হবে চিরকাল।
বড় বড় জানী,গুনীজনরা -সব উধাও। এদের ধরতেছে। হাসি পাচ্ছে।
তার অভিনয়ের দিক ভালো কিন্তু সর্বশেষ জীবনে স্বৈরাচারে দোসর হয় ঘৃণায় পরিণত হয়েছে সুতরাং এখন তো আর জনপ্রিয়তা আগের মত নেই সুতরাং সে একজন জ্ঞানী তো ব্যক্তি
বাকের ভাই অভিনয় টা যেমন ছিলো রাজ নিতিতেও তেমন অভিনয় করতেন, ২০১৩ সালের সেই দিন গুলির কথা মনে পরলে এখনো ভয়ে আতঙ্ক লাগে, নিলফামারি লক্ষীচাপ ইউনিয়নের কাছারী বাজারে বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) জামাত-বিএনপি কে দমানোর জন্য নিজেরাই আগুন লাগিয়ে সেখানে গনোজাগরঞ্জ মন্স বানায় সেটাকে কেন্দ্র করে জামাত-বিএনপি বাকের ভাই এর গাড়ি ভাংচুর করেন, এর পর শুরু হলো বাকের ভাইয়ের নাটক ১২জনকে ক্রস-ফায়ার দিলো আওয়ামীলীগ ও হিন্দু বাদে লক্ষীচাপ ইউনিয়নের সকল মানুষের নামে মামলা দিলো (৩মাস) মানুষ শূন্য গ্রাম হয়েছিলো গনো হারে মানুষ গ্রেফতার হলো সে মন্ত্রি হলো আরও অনেক ইতিহাস আছে তার আমি হয়তো বলতে পারলাম না অনেক মানুষ আছে আরও অনেক ভালো বলতে পারবে, আমি চাই বাকের ভাই অর্থাৎ (আশাদুজ্জাম নুর) এর অনেক বার ফাঁশি দেওয়া হোক।
বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, বাকের ভাই একটা আবেগের নাম
প্রতিবেদনটা অসাধারণ ভাবে মিলিয়ে মিলিয়ে করেছেন, খুব হৃদয়গ্রাহী ছিল !! আর প্রথম দৃশ্যে সূবর্ণা মোস্তফার হাসি, অভিনয়, হেয়ার স্টাইল, স্নিগ্ধতা, মিষ্টতা দেখে আমি নিজে একজন মেয়ে হয়েও ওনার প্রেমে পড়ে গিয়েছি...
আপনার কথাতে আমিও আপনার প্রেমে পড়ে গেছি
what now should do??
@@mohinhowareyoumydearbrothe9382 kolagach er shathe biye koro.
আপনার লেখা গুলো আমাদের বয়সে রাএি জেগে চিঠি লিখতাম পিয়তমার নিকট আপনার মতো মিষ্টি ভাষার মানুষের নিকট জানেন অনেক পর এই ভাষা গুলো খুঁজে পেলাম তাই লিখলাম দু লাইন ভুল হলে মাপ ক----!
@@sadeqrahman3815 অনেক ধন্যবাদ, এত সুন্দর কমেন্ট করার জন্য
@@mohinhowareyoumydearbrothe9382 প্রেমে পড়া খুব সহজ, পড়তেই পারেন । কিন্তু ভালোবাসা খুব কঠিন
পর্দার বাকের ভাই যতটা জনপ্রিয় ছিলো, বাস্তব জীবনের বাকের ভাই আজ ততটাই ঘৃণীত।
কথা ঠিক
বাস্তবে বাকের ভাই কি কি কুকিত্তি করেছেন যদি বলতেন... উপকৃত হতাম।
@@abdulaziztagarঅন্ধদের এতো কিছু নিয়ে ভাবতে নেই।ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসেন।😂😂
😂
@@Viper19912abal
কোথাও কেউ নেই,,উপন্যাস ই ভালো লেগেছে পরে,,অভিনয়ে উপন্যাসের আসল কাহিনি বা সৌন্দর্য কিছুই যেনো ফুটে উঠে নি,,এবং বইয়ে অনেক সংলাপ লেখাও নেই যেটা অভিনয়ে দিয়েছিলো,, পড়ার সময় কল্পনা গুলো অন্যরকম সুন্দর ছিলো,,এককথায় অসাধারণ
অভিনয় আর বাস্তব এই দুটো মিলে হৃদয় কে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। প্রিয় মানুষটাকে কি কখনও অপ্রিয় ভাবা যায় প্রশ্ন থেকে গেলো। হয়তো যায় হয়তোবা যায়না 😢
কি অসাধারণ একজন অভিনেতা,,,তার মতো অভিনয়ে আমাকে কেউ মুগ্ধ করতে পারেনি,, আমি কোন রাজনীতিবিদ আসাদুজ্জামান নুর কে চিনিনা,,, আমি অভিনেতা আসাদুজ্জামান নুর কে চিনি,, যার অভিনয় আমাকে অনেক কিছু শিখিয়েছে।
জি সুন্দর অভিনয় করলে মানুষ মারলেও খুনি দেখে কান্না আসে
হ্যাঁ তুমি এই অভিনয় নিয়েই পড়ে থাকো ,,আর রাত্রে শুয়ে শুয়ে স্বপ্নদোষ করো
কি বকিস রে? @@SunAnimation-rj7ic
@@SunAnimation-rj7icদালাল, ধান নিয়ে ঘুমিয়ে থাক
সত্যিই, আজ প্রাণ, জানি না কেন
কেঁদে কেঁদে উঠছে বারবার,
যেন প্রাণের কোনো এক মর্মপটে
কেউ আঘাত করছে কঙ্করে;
মনের প্রাঙ্গণে
রাজার মতো প্রবেশ করার কথা,
যে চরিত্রের___সে-ই যে সেথায়
জেগেছে অসহায় তীরের মতো:
হায় আফসোস! বুকের অতল সাগরে লুকিয়ে থাকা কষ্টগুলো
টালমাটাল করে তুলেছে অভ্যন্তরে,
বিরাট বিরাট ঢেউ আসমান যেন স্পর্শ করতে চায়।
বক্ষ ফুঁড়ে বেরিয়ে আসতে চায় সব ব্যথা।
তবু আজ, সকল ব্যথাকে বেঁধে রাখব মায়ের মুখ চেয়ে।
সকল ব্যথাকে কবর দেব
কোন এক অচেনা গোরস্তানে!
মানুষ অতিরিক্ত লোভী। লোভ মানুষকে,মৃত্যুর দিকে ঠেলে দেয়। অভিনয় বাস্তব জীবনে সত্যিকারের রূপ নিয়েছে
উনি কী লোভ করেছেন
@@rashidislam6700 রাজনীতি করে কোটি কোটি টাকা আত্মসাধ করা যায়
@@rashidislam6700 আসাদুজ্জামান নূরের গ্রেফতার হওয়া দেখে মনে হলো, আর্ট কতোটা ঠুনকো,কতোটা মিথ্যা একটা জিনিস।
যেই আসাদুজ্জামান নূর বাকের ভাই হয়ে পর্দার সামনে আসলেন, সেই আসাদুজ্জামান নূর একদিনে ৩ জন মানুষকে খুন করিয়েছিলেন।
এদের মধ্যে একজন ছিলো রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট।
নক্ষত্রের রাত নাটকের যেই হাসান সাহেব আমাদের ভালোবাসার সংজ্ঞা শিখিয়েছেন, পর্দার পেছনে সেই মানুষটা ছিলো ঠান্ডা মাথার খুনি।
যেই বাকের ভাই এর গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আর কোলকাতায় মিছিল হয়েছিলো, সেই বাকের ভাইয়ের সত্যি সত্যি গ্রেফতার হওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ পড়তেছে।
মাঝেমধ্যেই মনে হয়, কী প্রয়োজন ছিলো?
এই যে মানুষের এতো এতো ভালোবাসা, এতো এতো সম্মান, সবকিছু ছেড়ে দিয়ে শুধু "ক্ষমতার" জন্য কেন মানুষ খুনী হয়ে উঠে?
একটা মানুষের ঠিক কত টাকা লাগে? কত ক্ষমতা লাগে?
ঠিক কত টাকার বিনিময়ে একটা মানুষ বাকের ভাই বা হাসান সাহেব থেকে খুনি মাফিয়া হয়ে উঠতে পারে?
উনি রাজনীতি করার লোভ করেছেন।
এবং উনি মনএী হওয়ার লোভ করেছেন।@@rashidislam6700
কেনরে? রাজনীতি কি মানুষ করে না? তুর সাপোর্ট করা দল করলে খুব ভালো তো তাই না?! 😅😮😢
কোথাও কেউ নেই এই নাটক দেখে ছি অসাধারণ চরিত্র বাকের ভাই এমনকি আমার প্রিয় একজন অভিনেতা একজন প্রকত সংস্কৃতি মনা অভিনেতা কখনো হত্যা করতে পারেনা আল্লাহ এটা যেন মিথ্যা প্রমানিত হয়।
@SumiBegum-ji3hk reality is different, soon you will see that.
ভীষণ কষ্ট হচ্ছে। আমার এলাকার গর্ব ও প্রিয় ব্যাক্তিত্ব❤❤❤
সে খুনী।
খুনি এটাও মনে রাখবেন, ভালো মানুষ সে-তো নাটকে, বাস্তবে ভয়াবহ রুপ রয়েছে
আপনার এলাকায় নাকি কি কি করছে?আপনি বলেন তো কতটুকু সত্য?
নাটকে বাকের ভাই যখন গ্রেপ্তার হন তখন বাংলাদেশের অনেক মানুষ মিছিল করেছিলো, কিন্ত িআজ বাস্তবে কেউ পাশে নেই তার
ami tokhon high school e pori, ami nijeo amader alakar boro vhaider shathe misil korechi, amar sposto mone ache. 😒😒😒😒 jodi uni niraporadi hoye thaken tahole asha kori uni ney bichar paben insha-allah.
কে বলে নাই, আমি আছি উনার সাথে।
@@enterprisetulip2017কোন চিপায় আছেন
ইবলিশ এর পাশে ইবলিশ থাকে
@@enterprisetulip2017 অই বলা পর্যন্ত ই। যান না জেল এ গিয়ে উনার সাথে থাকেন।
কোথাও কেউ নেই নাটকটি আমার খুবই প্রিয় নাটক ছিল।
বাংলাদেশের রাজনীতির যে চর্চা হচ্ছে তা কতটুকু কলুষিত বা প্রশ্নবিদ্ধ তার প্রমান আমাদের বাকের ভাই।
সঠিক বিচার যেন হয়, এই কামনায় করি। ধন্যবাদ।
ওনার নাটক আর বাস্তব চরিত্র আলাদা
ভাইয়া এটা নাটক নই
একদম সঠিক কথা বলেছেন। নাটক জীবনে তিনি ছিলেন নায়ক। কিন্তু বাস্তব জীবনে তিনি ছিলেন ভিলেন।
@@md.nazmulhossainnazmul8848 ki korche bastob jibone ektu bolen tho.
আমার চোখে তিনি সারাজীবনই একজন দক্ষ, ভালো মানুষ হিসেবে পরিচিত থাকবে😊
Apni kana
এই মানুষ টা কে সেই অনেক আগে থেকেই ভালোবাসতাম ঠিক এখনো ততোটাই ভালোবাসি। এতো বছর রাজনীতিতে স্যার এর নামে কিছুই শুনিনি অথচ আজ কি দেখি!
😂😂😂
খোঁজ করলে ই জানতেন
5 jon k crossfire kore mariachilen 2014 election jetar por por. Onek thanda mathar manush.
সবাই স্বৈরাচারের দোষর। এবং একই অপরাধে অপরাধী
ওরা সুবিধাবাদী যেদিকে টাকা সেদিকেই যায়
আমার জীবনে সব থেকে প্রিয় এবং অসম্ভব গুনি অভিনেতা বাকের ভাই। আমার নিজের নামও বাকের রেখেছিলাম গ্রামের সবাই আমাকে বাকের ভাই বলেই ডাকে। তাকে এই খানে দেখে মন অনেক খারাপ হয়ে গেলো😢
ভালোবাসা অবিরাম আসাদুজ্জামান নূর ❤❤❤
মুক্তিত একদিন হবেই।😢😢
Onake chinte hole onar nirbachon elakai shadharon manusher Kache jan. Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen. AR onnanno kotha bad dilam
😂😂😂
রিপোর্টার দের অনেক কষ্ট হচ্ছে বুঝি। এই নেতারা স্বৈরাচারের দোসর।
অশিক্ষিত মানুষের আচরণ দেখলে বুঝা যায়। একটা পরিবারের যদি ৪ জন সদস্য থাকে ৩ জন যদি অপরাদ করে আর ১ জন যদি অপরাধে সেই ও কি অপরাধী হবে। না বুঝে মন্তব্য করা কিছু মানুষ আছে যখন যেটা দেখে সেইটা আনারি মন্তব্য করে বেটা বেকুব কোথাকার।
কারণ উনার বিরুদ্ধে অভিযোগই আছে, কোনো প্রমাণ নেই। আন্দাজে একজনকে অপরাধী বলা ঠিক না।
Allah BNP er nam shoyong Uthai dibe ei banglar mati theka Ameen ❤
@@AmirulIslam-ch4qj যখন হবে তখন না হয় বলিয়েন
@@rupomarupa6812হাসিনার বিরুদ্ধেও শুধু অভিযোগ আছে প্রমান নেই।
অত্যান্ত একজন ভাল মানুষ রাজনৈতিক প্রতি হিংসার শিকার মানুষ টি
ঠিক
আমারো মনে হয়
আসাদুজ্জামান নূরের গ্রেফতার হওয়া দেখে মনে হলো, আর্ট কতোটা ঠুনকো,কতোটা মিথ্যা একটা জিনিস।
যেই আসাদুজ্জামান নূর বাকের ভাই হয়ে পর্দার সামনে আসলেন, সেই আসাদুজ্জামান নূর একদিনে ৩ জন মানুষকে খুন করিয়েছিলেন।
এদের মধ্যে একজন ছিলো রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট।
নক্ষত্রের রাত নাটকের যেই হাসান সাহেব আমাদের ভালোবাসার সংজ্ঞা শিখিয়েছেন, পর্দার পেছনে সেই মানুষটা ছিলো ঠান্ডা মাথার খুনি।
যেই বাকের ভাই এর গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ আর কোলকাতায় মিছিল হয়েছিলো, সেই বাকের ভাইয়ের সত্যি সত্যি গ্রেফতার হওয়ার পর সবাই আলহামদুলিল্লাহ পড়তেছে।
মাঝেমধ্যেই মনে হয়, কী প্রয়োজন ছিলো?
এই যে মানুষের এতো এতো ভালোবাসা, এতো এতো সম্মান, সবকিছু ছেড়ে দিয়ে শুধু "ক্ষমতার" জন্য কেন মানুষ খুনী হয়ে উঠে?
একটা মানুষের ঠিক কত টাকা লাগে? কত ক্ষমতা লাগে?
ঠিক কত টাকার বিনিময়ে একটা মানুষ বাকের ভাই বা হাসান সাহেব থেকে খুনি মাফিয়া হয়ে উঠতে পারে?
th-cam.com/users/liveLq-8_3cgsXY?si=k9vxadU8LGWmAxvg
ঠিক
ক্ষনিকের এই রাজনৌতিক ক্ষমতার ফলাফল কতটা নিষ্ঠুর কতটা হৃদয় বিদারক সেটার আরো একটি উজ্জল বাস্তবতার সামনে অতি প্রিয় মানুষ গুলোকে দেখে আবেগ ধরে রাখা অসম্ভব,,,আমরা এমন কেনো????😢
দুঃখজনক। অন্যায়ভাবে যখন অপমান করা হয় তখন নিচে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করা নেই।
রাইট
নীলফামারিতে যে ৬ জনকে পিটায়ে গুলি করে মারছিল, সুন্দর অভিনয় পারলে সব মাফ?
@@nayeemtajwar-vv1tj tui dekhsili?
নিলফারীর মানুষের কাছে জিগান আগে,,,,,, রামগঞ্জে সে কি করেছিলো।।।
বাকের ভাইয়ের নাটকের চরিত্রে দুর্বল হবার সুযোগ নেই,যদি অপরাধ হয়ে থাকে বাস্তব জীবনে তাকে শাস্তি পেতেই হবে ইনশাহআল্লাহ !
প্রায় ৭০০ পুলিশ হত্যার জন্য সময়মতো ডান্ডাবেড়ির জন্য প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ।
উনি তো অনেক ভালো মানুষ
৩১ বছর আগের সেই দিনের সাক্ষী আমরা। এতো কেঁদে ছিলাম সেই নাটকটি দেখে। আজও চোখের কোণে পানি জমেছে,,,এই মানুটির জন্য।
একটা দানব খুনির জন্য কাঁদেন!
বাকের ভাই মুনা কারেক্টার টা কেমন মায়া দিয়ে জয় করে নিয়েছে শতকোটি ভক্ত এর মন
আর আসাদুজ্জামান নূর মানুষ ভালো
আল্লাহ ভালো জানে ওনি কেমন,
মানুষ টা কে ভালো বাসি ❤️❤️❤️❤️❤️
সমস্যা নাই ।এত কিছুর পরও তার জনপ্রিয়তার একটু ভাটা পড়বে ইনশাআল্লাহ
Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
নাটকে কেউ চাইছিল না ফাঁসি হোক,কিন্তু বাস্তবে এখন সবাই চাচ্ছে।আহ জীবন
Chaitase tor moto bejomma r rajakr bacha
আমার ভালো লাগার একজন অভিনেতা❤❤ কিন্ত মানুষ হিসেবে ওনার থেকে এটা আশা করিনি।
উনি সত্যিই একজন ভালো মানুষ ছিলেন,ওনাকে যারা কাছে থেকে দেখেছেন তারাই বলতে পারবেন,মানুষটা কেমন..!
2013/14 te 11 Jon BNP kormider merechilen RAB diye fire koria. Onek nirdoy ai lok.
জি অনার নির্দেশেই বিএনপির কিছু ছেলেকে খুন লোরে লাশ ক্ষেতে ফেলে রাখা হয় ২০১৩ সালে। বুদ্ধিজীবী আর শিল্পীদের অন্ধভাবে বিশ্বাস করতে নেই
Simply valo lok kokhono kharap der sathe thake na… Etai tar oporadh….. eder jonnoi aj porjonto vot dite pari nai
@@moriumakhter2424bal janen apni
akjon noitik valo manush awami league korte pare na karon ai dol ta puro carapted
সে কমপক্ষে ১২ জনের মৃত্যুর কারণ। তার বিচার হতে হবে।
আরও মামলা হওয়া দরকার গণহত্যাকারীদের বিরুদ্ধে
Right
বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি অভিনেতা আসাদুজ্জামান নূর। হুমায়ুন আহমেদ এর সব নাটকের সেরা অভিনেতা ❤❤❤
বাস্তব জীবনে কু ত সিত খু নী
বাকের ভাই এ-র অভিনয়ের জীবনের গল্প বাস্তবে রুপ নিলো। ভালো থাকবেন বাকের ভাই শেষ হাসিটা আপনিই হাসবেন ইনশাআল্লাহ।
😢😢😢😢
বাকের ভাইয়ের মুক্তি চাই দিতে হবে জাতি
আমার প্রিয় অভিনেতা বাকের ভাইকে হঠাৎ এ অবস্থায় দেখে মনটা ভীষণ খারাপ লাগলো। বাকের ভাইয়ের মুক্তি চাই।
বাকের ভাই সব সময়ই ছিলেন জনপ্রিয়।এই দিন বেশি দিন থাকবেনা।আলো আসবেই।
প্রিয় অভিনেতাকে এভাবে দেখবো ভাবিনি.....
এবার কেউ বাকের ভাইয়ের মুক্তি চাইবে না!!
চাইবে সময়ের বেপার মাত্র ❤❤
😂😂😂😂😂@@kajolkhan7555
@@kajolkhan7555স্বপ্ন দেখতে দোষ নাই 🤣
অবশ্যই আমি তার মুক্তি চাই।কারন তার বিরুদ্ধে সব মামলাই মিথ্যে মামলা
@@kajolkhan7555😂😂😂😅😅 স্বপ্ন দেখতে বারন নাই
আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে তার শত্রুও কোন অভিযোগ করতে পারবে না।❤❤❤❤
Tai? Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
আসাদুজ্জামান নূর ২০১৪,২০১৮,২০২৪ - ৩ বার ভোটচুরির নির্বাচনে এমপি হয়েছেন - এর চেয়ে বড় দোষ আর কি আছে?
@@rabbytawhid3848বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তো ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী এমপি ছিলেন!
ওনাকে দেখে আমার বুকের মধ্যে হুহু করে কান্না চলে আসছে হে উনাকে
ভালো রাখুন আমিন❤
নাটক আর বাস্তবতা দুটি আলাদা জিনিস
টিভি কোম্পানির অনেক কষ্ট হচ্ছে মনে হয়। দুর্নীতিবাজ সরকারের মন্ত্রী এমপিরা কখনো ভালো হওয়ার কথা নয়।
আমার খুব কাছ থেকে দেখা মাহবুব আলী একজন ভালো মানুষ, আল্লাহ ইনশাআল্লাহ উনাকে ভালো রাখবেন
ইনশাআল্লাহ। নূর ফিরে আসবেই,,,,।
Inshallah
সত্যের পক্ষে সবসময়ই সৃষ্টিকর্তা আছেন। প্রিয় বাকের ভাই অবশ্যই নিঃশর্ত মুক্তি পাবেন। নির্দিষ্ট কোনো দল করা কোনো অপরাধ নয়। বাস্তবে প্রিয় বাকের ভাই অবশ্যয়ই মুক্তি পাবেন। এটা কোনো উপন্যাস নয়।
অভিনেতা বাকের ভাই আর রাজনৈতিক লুটেরা বাকের আলাদা মানুষ
সহমত
সত্যি বলতে তিনি একজন ভাল মানুষ । আমার দেখায় আওয়ামী লীগ আর বিএনপি নেতাদের বাছাই করলে তিনি দশ জনের মধ্যে একজন হবেন
আপনারা অনেক সত্যি জানেন না
@@shamsulhudababar9783শুধু আপনিই সবজান্তা সমশের
Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
@@moriumakhter2424kochu janen.....
@@moriumakhter2424
Student Kew maren nai mitta mamla kora hoise
প্রকৃত অপরাধীদের ধরা হচ্ছে না... ধরা হচ্ছে কিছু নিরীহ মানুষ এগুলো একরকম আই ওয়াশ
ওরা নিরীহ
অভিনয় জগতে শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বের শ্রেষ্ঠ অভিনেতা আসাদুজ্জামান নূর যাকে বাকের ভাই তিনি
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই
কিসের জন্য???
বাস্তবে তিনি এটিরই যোগ্য
এক জন শিল্পী মার্ডার কেসের আসামি ভাবতেও অবাক লাগছে যা মানুষ কোনোদিন চিন্তাও করতে পারেনি। একি অবাক কাহিনী । এমন মানষের ভিতরে হত্যার সুপ্ততা থাকতে পারে কল্পনা করা যায় কি?
@@AndrewBiswas-yv9mu সেটা জানিনা ভাই তদন্তের বিষয়। তিনি শৈরাচার হাসিনার দোসর ছিলেন এটাই তার সবচেয়ে বড় অপরাধ। আপনি যেহেতু শিল্পীর কথা বলতেছেন আপনার কাছে প্রশ্ন শিল্পীর কী বিবেক মনুষ্যত্ব সাধারণ মানুষের চেয়ে বেশি নি কম? ত
যার বিরুদ্ধে বিন্দুমাত্র দুর্নীতির অভিযোগ নেই অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে এবং অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক
Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
@@moriumakhter2424
Mitta koto choraben
@@moriumakhter2424 আর কত মিথ্যা ছড়াবেন!
apnara jaye dekhchen naki tar biruddhe obhijog nei..... oporadhi ke sasthi vog korte din..maya kanna dekhayen na
বিনা ভোটের এমপি
বাকের ভাইয়ের মুক্তি চাই।
সত্যিই কোথাও কেউ নেই!
লোভে পাপ, পাপে মৃত্যু
সত্যি, আশ্চর্য লাগে ভাবতে।
জীবন যে কত কাকতালীয়তায় ভরা,
যে মানুষটি নাটকে খারাপ হওয়ার পরও তার ভাল কর্মের জন্য হৃদয়ে জায়গা পেয়েছিল আজ সেই মানুষটাই বাস্তবে ভাল হওয়ার পর তার খারাপ কাজের জন্য ঘৃণিত😢
শুধুমাত্র রাজনৈতিক কারণে এমন গুণী একজন শিল্পী অপমানের শিকার না হোক😢😢
Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
আসাদুজ্জামান নুরের মুক্তি দেয়া হোক😢😢
Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
@@moriumakhter2424 উনি গুলি/ খুন করেছেন, বা উনি অর্ডার দিছেন??
@@moriumakhter2424 জাতীয় পার্টি দুধে ধোঁয়া তুলসীপাতা।। জাতীয় পার্টি থেকে একদিকে মন্ত্রী, অন্য দিকে বিরোধী দলীয় নেতা।।
চুন্নু, রাঙা, কাদের আমরা চিনি না নাকি।।
সুনির্দিষ্ট ইস্যু থাকলে কেস দেন, এভাবে বিরাজনিতিকরণ করেন, আবার যুদ্ধ করা লাগবে।।সারাজীবন শুধু যুদ্ধ করে যাবেন
আসাদুজ্জামান নূর ২০১৪,২০১৮,২০২৪ - ৩ বার ভোটচুরির নির্বাচনে এমপি হয়েছেন - এর চেয়ে বড় দোষ আর কি আছে?
ছাত্র জনতার পক্ষ থেকে আসাদুজ্জামান নূর কে নিঃশর্তে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আমি ওনাকে চিনি অনেক বেশ ভালো মানুষ ওনাকে এ অবস্থায় দেখে আমার কষ্ট হচ্ছে
@@talukdar.shahebওনি অনেক নিষ্ঠুর।নাটকে ওনি ভালো চরিত্রের হলেও বাস্তবে ভয়ংকর।ঘৃনা করি এমন মানুষকে।
বাকের ভাই চরিত্র দিয়ে মানুষের মনে, আজ বাস্তবতা জেলখানা।
দুঃখজনক 😥
ইনশাআল্লাহ বাকের মুক্ত হয়ে আবার ফিরে আসবেন
বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে 🥰
নিজের ঘর টা আগে খেয়াল রাখিও
@@sarowarhossen7645
ব্রো উনি একসময় নাটকে অভিনয় করতেন।। সেখানে উনার জেল হয় এবং ফাঁসির আদেশ হয়।।।
যদিও সেটা নাটক ছিল বাট সেসময়ে বাস্তবে রাস্তায় রাস্তায় বিক্ষোভ মিছিল এবং স্লোগান হয় বাকের ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে আমি সেটাই বলার চেষ্টা করছি
😂😂😅😅😅😅
বার জনের খুনী....
একজন ভালো মনের মানুষ আসাদুজ্জামান নূর
এই লোকটা যেমন কত পছন্দের মানুষ তা আমি বলে বুঝাতে পারব না এই লোকটার কাছ থেকে বা তার নাটকের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি হুমায়ূন আহমেদের স্যার নাটক দেখে জীবনের অনেক বড় পরিবর্তন এসেছে সরকার নিজের কাছে অনেক ভালো লাগতো ছাত্রদের সাথী ছিলাম
আসলে পাপ হলে অপমান অনিবার্য।
পর্দার বাকের ভাইয়ের যেমন মিথ্যা মামলায় ফাঁসি হয়েছিল। বাস্তবে যেন এমনটি না হয় এটাই আমাদের প্রত্যাশা।
নাটক দেখে তার মুক্তি চেয়েছিলাম, এখন বাস্তবেও তার মুক্তি চাই ।।
সকল মিথ্যা মামলা
থেকে নিঃশর্ত মুক্তি চাই
ভালোবাসা অবিরাম বাকের ভাই
Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
আওয়ামীলীগ ফিরে এসেছে বাকের ভাই হয়ে
শুধু বার জনকে খুন করেছেন এই যা.... তিন জনকে সরাসরি মেরেছেন গাড়িতে ঢিল মারার অপরাধে....
এই বাকের ভাই আর এই বাকের কে মিলানো যাচ্ছে না। এই বাকের ভাই এর কঠিন শাস্তি নিশ্চিত করুন এবং আইনের আওতায় আনতে হবে।
এ অন্যয় মামলার ও একদিন বিচার হবে।
Onake chinte hole onar nirbachon elakai shadharon manusher Kache jan. Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen. AR onnanno kotha bad dilam
বাকের ভাইয়ের মুক্তি চাই
গণহত্যা লীগ 😂
@@নতুনসূর্যোদয়kutrar baccha rajakar dol
গনহত্যা কারি @@hafizahmmed4296
মুক্তি হোগায় দিবে
Dua kore Allah Pak jeno hefajat koren.
বাকের ভাইয়ের মুক্তি চাই
উনি কি সত্যিই অপরাধী 😢 ওনার প্রতি একটা অন্যরকম মায়া কাজ করতো। উনি অপরাধী হলে শাস্তি পাক আর না হলে আমাদের প্রিয় বাকের ভাই হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। 😢😢
সত্যি এই লোকটার প্রতি অন্যরকম আবেগ কাজ করে, উনি ফিরে আসুক আমাদের মাঝে সেই ৩১ বছর আগের বাকের ভাই হয়ে 😢
ফিরা আইস বাকের ভাই
- Delowar Hossain
আমি-নি পরছি যেই শকুনের কবলে,
তুমি কেন তার কোলে?
ফিরা আইস বাকের ভাই,
তোমারে দেখবার চাই এই পথে।
নূরলদীনের গান মুখে লইয়া,
মুনা আপার হাত ধইরা,
ফিরা আসো এই পথে।
শহরের বুকে সবার সামনে
তুমিও বুক চিতায়া ধরো এই পথে।।
আর কলার ধইরা জিগাও তারে-
আমার ভাই মরলো কেনো?
মারলু কেনে আগে?
জানো বাকের ভাই?
ছাত্ররা কেউ গুলি ছোড়েনাই
গালি ছোড়ে নাই আগে,
টুটি ধইরা জিগাও তাগো-
"আবু ছাঈদ'না" ভাই আমার?
তাও মারলু কেনে আগে?
প্রতিদিন শত যন্ত্রনা বুকে-
কান্দি বসি - ঘরে।
যুবকের ব্যথা যুবকেই জানে,
জানে না, আপন-পরে।
তুমি না জিগাইলে, আমি জিগামু-
মারলু কেনে আগে?
অগরেই জানে আগে মারমু
আমি মরমু তার পরে।
১৮/০৭/২০২৪(বাখর)
৬ জন কে ক্রসফায়ার আপনার কাছে খুবই স্বাভাবিক??
বাকের ভাই হয়ে আসলে তো ফাঁসি হবে কারণ বাকের ভাইয়ের ফাঁসি হয়েছিল
খুব কষ্ট পাচ্ছি আসাদুজ্জামান নুর !😢😢
ভালবাসি বাকের ভাই। ঘৃণা করি আমাদের সমাজের সমাজ ব্যবস্থাকে !
৩১ বছর আগে বাকের ভাই নাটক খুব জনপ্রিয় ছিল 👍 খুব আগ্রহ নিয়ে দেখতাম নাটকটা ভালই লাগতো সেই আগের নাটকগুলো 🥰 রাজনীতি না করলে আমিও মুক্তি জন্য মাঠে নামতাম 👍
বাকের ভাইর মুক্তি চাই। মন থেকে বলছি। আমাকে কেউ খারাপ মনে করলে করতে পারেন । কিন্তু নূর ভাই ভালো মানুষ তাকে মিথ্যা মামলা দেয়া হয়েসে।
Onar elakai giye khoj nin. 2013/14 te 12 Jon opposition doler manush merechilen AR 2024 e 4 jon students merechen.
মোটেই খারাপ লাগছেনা। পাপ করবেন তো পাপের সাজা অবশ্যই ভুগবেন এটাই স্বাভাবিক, এটাই হওয়া উচিৎ
ফালতু
Karap lagar proshno ashe kuta teke? 2014 saler crossfire er kotha vule gelen?
কি পাপ উনি করেছেন?
@@jahidulalam55 ২০১৪ সালে তার গাড়িবহরে হামলার কারণে ৪ জনকে ক্রস্ফায়ার দেন। আরো অনেক হত্যা ও অপকর্মের সাথে সরাসরি জড়িত
সেই ছোটবেলার কথা মনে করায় দিলেন। নাটকের দৃশ্যে যখন ফাঁসির বিরুদ্ধে রংপুর শহরে মিছিল হয়েছিল আমার মনে আছে
ভাই শুধু রংপুর না,সারা দেশে
নিজের পাপের সাজা পেয়ে শুদ্ধ একজন ব্যক্তি হয়ে মৃত্যুগ্রহণ করুক এটাই চাই।প্রিয় অভিনেতা