Tomar Vubane Phuler Mela | Aditi Chakraborty |Song with Harmonium Only

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 2K

  • @anitadatta1303
    @anitadatta1303 4 ปีที่แล้ว +783

    মনে হয় জীবনে হয়তেো কোন এক সময় একটা ভালো কাজ করেছি সেজন্যই পুরস্কার হিসেবে ভগবান এই করোনা ভীত নিষ্প্রভ মলিন মুখ সময়ে তোমার মতো একজন মেয়ের শান্তি পরশ জাগানো অনুপম গান শুনে শান্তি স্নানে শুচি হতে সুযোগ দিয়েছেন । জানিনা ভার্চ্যুয়াল জগতে এভাবে আবেগ প্রকাশ করে দেয়াটা ঠিক কিনা । ভালো থেকো মা । আরো আরো গাও গান, দাও প্রাণ । ভগবান তো এ সুর শক্তি সবাইকে দেয়না! তুমি যে বাবা মার কোল আলো করে পৃথিবীতে এসেছিলে তাদের প্রতিও আমি আমার ভালোবাসার অনুভব জানাতে চাই । তুমি এ কথাটা তোমার মাকে বলে দিও।

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  4 ปีที่แล้ว +134

      Ma'am apni jodi mone na koren tobe..ami apnar sathe ekbar phone. Katha bolte chai...keno janina khub e icche korche...🙏🙏🙏🙏

    • @Richie_Blink
      @Richie_Blink 4 ปีที่แล้ว +14

      @@aditichakraborty5978 অাপু এতো সুন্দর করে গেয়েছো, মন ছুয়ে গেলো....তুমি জি বাংলা সারেগামাপা তে অংশ গ্রহন করোনা কেনো?

    • @subhajitsaha1966
      @subhajitsaha1966 4 ปีที่แล้ว +8

      @@Richie_Blink Sobai machae nai ba gailo!!

    • @khalilnabi9229
      @khalilnabi9229 4 ปีที่แล้ว +10

      আপনার হৃদয় ছোঁয়া প্রকাশ ভঙ্গিতে রুহানি খুশবুর পরশ পেলাম। এরকম গুণী একজন মানুষকে বন্ধু হিসেবে পেলে শান্তি পেতাম। Wish u Sunniest future . Stay safe .

    • @nazmuljowher7000
      @nazmuljowher7000 4 ปีที่แล้ว +3

      আমারও একই অভিমত

  • @smakkas6933
    @smakkas6933 4 ปีที่แล้ว +190

    মা, আমি একটি বিষয়ে তোমার উপর অনেক খুশি সেটা হলো, তোমার গান শুনে এযুগের অনেক ছেলেমেয়েরা পুরনো গানের প্রতি ঝুঁকছে। তাই এ কৃতিত্ব তোমাকেই দিচ্ছি। যদিও আরো কেউ কেউ রয়েছে তবে তুমি অন্যতম।

    • @banibarua1448
      @banibarua1448 3 ปีที่แล้ว +5

      মন ভরে গেল। সত্যি অসাধারন গেয়েছ। ভগবান তোমায় মঙ্গল করুন

    • @pkundu480
      @pkundu480 3 ปีที่แล้ว

      @@banibarua1448 l

    • @souradip2012
      @souradip2012 3 ปีที่แล้ว +2

      আহা এতো সুন্দর গান

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html

    • @susmitasaha2376
      @susmitasaha2376 3 ปีที่แล้ว +3

      Durdanto gan ...sune jeno trisnartho pan holo tomr gan....tomr ma o baba k pronam....tumi pran vora valobasa o adr soho asirbad nio....🙏🙏👍👍👍👍🌷🌷🌷🥰🥰🥰

  • @ictbasictutorial9941
    @ictbasictutorial9941 2 ปีที่แล้ว +11

    আমার জীবনে অনেক গান শুনেছি কিন্তু তোমার কন্ঠে গাওয়া এই গানটির মত এতবার নয়। আমার শশুর মশায় অনিল কুমার রায়, অবসর প্রাপ্ত শিক্ষক ( সহকারী প্রধান শিক্ষক, ইংরেজি), বাড়ি যশোর সদর, তিনি করোনাকালীন তোমার এই গানটি শুনে তোমার এত ভক্ত হয়ে গেছে যে সেই থেকে সারাক্ষণ শুধু তোমার গানই শুনে। আমি তোমার গাওয়া গানটি শতবারের ঊর্ধ্বে শুনেছি। যত শুনি ততই শুনার প্রবনতা যেন বেশি বেশি বেড়ে যায়।
    আমি একজন কলেজ শিক্ষক, বাড়ি উজিরপুর, বরিশাল, বাংলাদেশ।
    তোমার জন্য শুভ কামনা নিরন্তর 🌷❤️

  • @tiasabandyopadhyay1177
    @tiasabandyopadhyay1177 ปีที่แล้ว +12

    তোমাদের মতো নতুনদের কণ্ঠে বেঁচে থাক বাংলা গান, বেঁচে থাক অবহেলিত অসাধারণ এক শিল্পীর এক অনন‍্যসাধারণ গান, অপূর্ব গলা তোমার, মন ভালো করে দেয়, বর্তমান যুগে যেনো এক টুকরো দক্ষিনা বাতাস

  • @prasenjitadhikary7327
    @prasenjitadhikary7327 2 ปีที่แล้ว +1

    আমি ভাবনগর গুজরাটের বাসিন্দা। আমার ছোটো বেলা নিম তাতে কেটেছিল। তোমার গান সত্যিই খুব অপূর্ব সুন্দর। আমাদের ছোটো বেলার কথা মনে পরে যায়। ভগবানের কাছে পারত না করি তুমি আরও অনেক বেশি পরিচিত হও।

  • @Aassaaddkk
    @Aassaaddkk 4 ปีที่แล้ว +113

    কি শুনলাম,, এখনকার বাচ্চারা এইসব গান গায়!! এত ভালো গায় !
    অখিলবন্ধু সম্ভবত নিজেই অস্থির হয়ে যেত এই পরিবেশনায়!
    মে গড ব্লেস ইউ, বাচ্চা ! !

  • @AlamKhan-yi8qt
    @AlamKhan-yi8qt 4 ปีที่แล้ว +6

    সম্ভবত ৮০র দশীর শুরুতে এই গান প্রথম শুনেছি। এনেকেই এটি গেয়েছেন কিন্তু খোদ অখিল্বন্ধুর কণ্ঠে এই গানটি যতটুকু ভাল লেগেছিলো আজ তোমার কণ্ঠে যেন কয়েক মাত্রা বেশি ভাল লেগেছে। কথাটা একটু বাড়াবাড়িগোছের শুনালেও আমার কাছে সেটাই সত্যি। তাই বার বার শুনছি। এটাকে স্বর্গীয় অখিল বাবুর চরণে একটা অসাধারণ ট্রিবিউট বলা চলে। অনেক অনেক শুভকামনা রইলো তোমার প্রতি।

  • @zilanirohan7973
    @zilanirohan7973 4 ปีที่แล้ว +15

    তোমার ভুবনে ফুলের মেলা
    আমি কাঁদি সাহারায়
    ওগো কমলিকা...
    ওগো কমলিকা বুঝিলেনা আমি কত অসহায়
    উষ্ণ মরুর অভিশাপ লয়ে
    ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে
    কণ্ঠ আমার দীর্ঘনিশ্বাসে ভুল সুরে গান গায়
    তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
    আমার আকাশ কাঙ্গাল করে যে পাঠায়েছি মেঘ যত
    তোমার কুঞ্জবীথিকার ফুল ফোটাতে মনের মতো
    প্রেম যে আমার আধারে লুকায়ে
    তারা জ্বালে তব আকাশের গায়ে
    গন্ধের ধুপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি হায়
    তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়!

    • @nagmrinal4728
      @nagmrinal4728 3 ปีที่แล้ว +1

      Heart touching song. Tku nag singapore

    • @NripendraKrishnaKarmakar-fp6qx
      @NripendraKrishnaKarmakar-fp6qx 6 หลายเดือนก่อน

      ভীষণ সুন্দর গেয়েছো অদিতি ! ঐশ্বরিক ক্ষমতা ছাড়া এরকম গান গাওয়া সম্ভব নয়। অশেষ ধন্যবাদ তোমাকে।

  • @RajDey-h1e
    @RajDey-h1e 5 หลายเดือนก่อน +2

    বোন তোমার গলায় এই গানটি শুনতে পেয়ে আমার যেন মনটা কান্নায় উৎলে উঠছে।
    এই পৃথিবীর বুকে জন্ম নিয়ে বাংলা কে আমার মাতৃভাষা হিসেবে পেয়ে খুবই আনন্দ অনুভব করছি। এই বাংলার বুকে বুক রেখে চিরকাল যেন তাঁর মায়ায় আচ্ছন্ন হয়ে থাকতে পারি এটাই আমার কামনা। এই গানের এক একটা স্তবকের অর্থ যেন হৃদয় কে বিদীর্ণ করে, বাংলার প্রতি আগ্ৰহ টা যেন অনেকটাই বারিয়ে তুলছে। এই বাংলা যেন আমার দেহের প্রাণ❤ আমি গর্বিত আমি বাঙালী।

  • @subhashch.barman5967
    @subhashch.barman5967 3 หลายเดือนก่อน +2

    অপূর্ব অসাধারণ গেয়েছো দিদি ভাই। তোমার গান আমার খুবই ভালো লাগে।

  • @nilabrataghosh262
    @nilabrataghosh262 4 ปีที่แล้ว +106

    আজ 6days ধরে প্রায় 100বার শুনলাম... যতবার শুনি নতুন করে পাই....

    • @satyajeetgoswami5410
      @satyajeetgoswami5410 3 ปีที่แล้ว

      bha shuneo bhalo laglo ... Ami o shunchi eki bhabe ...
      And thanks to Aditi ..for introducing Jotileswar sir.❤❤❤

    • @priyankaghosh5609
      @priyankaghosh5609 3 ปีที่แล้ว

      Ami o suneci AI 3 dine 20-30 bar

    • @prachishimanto1918
      @prachishimanto1918 3 ปีที่แล้ว +1

      Omg

    • @aruneswardas7292
      @aruneswardas7292 3 ปีที่แล้ว

      Khub misti gala, ganti geyechheo bhalo. Asheerbad kori. Aruneswar das islmp.u.d.w.b.india. teesta more.

    • @rafiaripa2072
      @rafiaripa2072 3 ปีที่แล้ว +3

      আমি গত একমাস ধরে প্রতিদিন শুনছি

  • @saim.art.and.
    @saim.art.and. 4 ปีที่แล้ว +28

    খুব সুন্দর কণ্ঠ ! বার বার শুনতে মন চায়। চেষ্টা করলে তুমি একজন বড় কণ্ঠ শিল্পী হতে পারবে। অদিতী তোমাকে অনেক অনেক ধন্যবাদ। --একজন শিক্ষক

  • @bidhandey597
    @bidhandey597 4 ปีที่แล้ว +6

    আহা, দারুন |বারবার শুনেও তৃপ্তি হচ্ছেনা|কণ্ঠের জাদু,আর এতো সুন্দর কথা সব মিলিয়ে এক নির্মল পবিত্র পরিবেশ সৃষ্টি করেছেন| অপূর্ব,অপূর্ব

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  4 ปีที่แล้ว

      অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏😊😊

  • @tapasdasgupta5677
    @tapasdasgupta5677 ปีที่แล้ว +2

    অপূর্ব গলা দীর্ঘজীবী হও মা,আর এভাবেই সকলকে মুগ্ধ করো।

  • @Indra-cf4hd
    @Indra-cf4hd ปีที่แล้ว +3

    অদিতির গান গুলো এত ভালো লাগে ভাষায় করার মত নয়,কিন্তু আজ হারমোনিয়ামে শুনে আরও ভাল লাগলো। অসংখ্য আশীর্বাদ।

  • @bikubikash2371
    @bikubikash2371 4 ปีที่แล้ว +8

    অদিতি কি যে বলি তোমাকে....আমি SOLO RIDER cum Traveler..... তোমার কন্ঠে এই গান আমি অসংখ্যবার শুনে ফেলছি বিশেষ করে যখন আমি বনে জঙ্গলে , নিরিবিলি স্থানে থাকি...off line এও download করে রেখেছি যখন খুসি শুনবো বলে....
    অসাধারন কন্ঠ তোমার...গানের জগতে তুমি সেরাদের মধ্যে সেরা হতে চলেছো 👏👏👏🙂

  • @slash0085
    @slash0085 3 ปีที่แล้ว +21

    অসম্ভব ভালো গায়কী বলার ভাষা নেই।

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html

  • @maverickmurphy
    @maverickmurphy 4 ปีที่แล้ว +6

    খুবই কম সময় আগে কমলীকা নামের একটি অত্যন্ত প্রিয় মানুষের সাথে চিরকালের মতো সম্পর্ক শেষ হওয়ার পর আজ বাবার ফোনে এই গানটা শুনে চোখে জল এসে গেল। সত্যিই খুব অসাধারণ একটা গান আর খুব মধুর আপনার কণ্ঠস্বর। ধন্যবাদ।

  • @FUNNYVIDEO-qj3xu
    @FUNNYVIDEO-qj3xu 3 ปีที่แล้ว +2

    তোমার কণ্ঠস্বর একদম নিখুঁত। আমার খুব ভালো লাগে তোমার গান শুনতে। তুমি great singer.

  • @parliamentpratidin5448
    @parliamentpratidin5448 2 ปีที่แล้ว +2

    আমি গানের মানুষ, গানে যেন আমি কোথায় হারিয়ে যায়.... কি ভুবন ভুলানো গান...

  • @khalilnabi9229
    @khalilnabi9229 4 ปีที่แล้ว +8

    সহজ সরল ভঙ্গিতে গীত মন ছুঁয়ে যাওয়া একটি পরিবেশনা। আল্লাহ্ তোমাকে যেন তাঁর রহমতের চাদর দিয়ে ঢেকে রাখেন।

  • @asokemajumdar7644
    @asokemajumdar7644 4 ปีที่แล้ว +5

    অপুর্ব, অসাধারণ সুন্দর, তুলনাহীন, অনুভূতির আড়ালে উঁকি মারে জীবনের কিছু ঘটনা বহূল ইতিহাস। তোমার মিষ্টি সুরের মাধুর্য কথাগুলিকে জীবন্ত করে তুলছে। ভালো থেকো সুস্থ থেকো।

    • @sirajrahman4671
      @sirajrahman4671 2 ปีที่แล้ว

      খুব ভালো,মন ভালো করা একটি গান।

  • @aadda2611
    @aadda2611 4 ปีที่แล้ว +20

    অসাধারণ, আমি প্রথম fb তে শুনেছিলাম তোমার এই গানটা, অনেক kujachi আজকে পেলাম youtube a, অরিজিনাল র পর এটা শোনা সেরা, অনেক অনেক ভালোবাসা রইলো.

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html

    • @nirmaldebnath1372
      @nirmaldebnath1372 3 ปีที่แล้ว

      তোমার কন্ঠে এই গান টি যখনই শুনি আমার যে কি হয় তোমাকে আমি সঠিক বোঝাতে পারব না। তবু তোমায় বোঝাতে চেষ্টা করছি।
      আমি ভালোলাগার আবেশে কেমন বোবা হয়ে যাই। বেশ কিছুক্ষন পরে আমি সম্বিত ফিরে পাই। গানের কথা গুলোতো সুন্দর আগেই ছিলো। কিন্তু অদিতি তোমার আবেগ ভরা সূর আর অনুভূতি প্রবন প্রেক্ষন এক অসাধরণ পর্যায় নিয়ে যায়।
      তোমাকে একটা অনুরোধ তোমার কন্ঠে নির্মলা মিশ্রের " অনেক সোনালি দিন অনেক রুপালি রাত" এই গান টি ইউ টিউবে শুনতে চাই। তোমার শুভ কামনায় - গুনমূগ্ধ শ্রোতা।

  • @ishanisarkar5238
    @ishanisarkar5238 3 ปีที่แล้ว +1

    আমি জানিনা কেনো এতো দিন তোমাকে শুনিনি,আমি তোমার একটি গান প্রথম দুটি লাইন শুনেই তোমার গলার গানের কাঙ্গালিনী হয়ে গেছি। কি মায়া গলাতে,আহা:!!! সত্যি বলছি সামনে না বললে explain করাই যাবেনা।
    খুব ভালো থেকো তুমি আর তোমার গান বেচেঁ থাকুক অনেকদিন❤️।

  • @tarundatta6840
    @tarundatta6840 3 ปีที่แล้ว

    অন্য সবার থেকে ভালো গেয়েছো।অখিলবন্ধু ঘোষের প্রায় সমকক্ষ। তোমার কয়েকটা গান সত্যিই অতুলনীয়!

  • @shaownguha6630
    @shaownguha6630 2 ปีที่แล้ว +3

    অখিল বন্ধুঘোষ এর এই গান আগামী কয়েকশো বছর বাঁচিয়ে রাখার জন্য আপনার অবদান থাকলো 😍❤️❤️🙏 । Lady Singers দের মধ্যে এই গানটা আপনার মুখেই অদ্বিতীয় 🥰🥰🥰🥰 ।
    শুভকামনা দিদি 🙏

  • @ramkumarmukherjee5246
    @ramkumarmukherjee5246 3 ปีที่แล้ว +5

    অপূর্ব এই গানটি অদিতির কণ্ঠে শুনে মুগ্ধ হয়ে গেলাম l

  • @howladeranwarhowlader426
    @howladeranwarhowlader426 4 ปีที่แล้ว +7

    অসাধারণ সুন্দর মেলোডিয়াস কন্ঠ, মিষ্টি সুর। শুনলে চোখ মন দু'টিই জুড়িয়ে যায়। শুভ কামনা রইলো।

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html

  • @debasishbhadra4968
    @debasishbhadra4968 3 ปีที่แล้ว +1

    খুব ভালো লাগলো বোন । আমার খুব পছন্দের গান । অখিল বন্ধু ঘোষ শিল্পীর নিজের সুর ও পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা । ভালো থেকো ।

  • @AbdullahAbdullah-rh4mi
    @AbdullahAbdullah-rh4mi 3 ปีที่แล้ว +1

    অদিতি, আমার অতি আদুরে দিদিমণি। আমি ভাবছি কতইনা যত্ন করে গলাটাকে এত সুন্দর করে তৈরি করেছো। তোমার সাধনা স্বার্থক। তোমার সুরের জাদুতে আমি বিমোহিত। তোমার সাথে কথা বলতে খুব অস্থির হয়ে গেছি। তুমি একটু মুক্ত মনে কথা বললে খুবই খুশি হবো। আমি তোমার একজন অকৃত্রিম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী।

  • @khalilnabi9229
    @khalilnabi9229 4 ปีที่แล้ว +24

    প্রতিদিন একাধিকবার হৃদয়ের কান দিয়ে শুনি , শান্তি পাই। Stay safe .

    • @SwapniL_ZODD
      @SwapniL_ZODD 3 ปีที่แล้ว

      দাদা logical চাই ‍‌‌‍‍বুকে aka হৃদয়ে কি কোরে কান দেওয়া যায় ?

    • @khalilnabi9229
      @khalilnabi9229 3 ปีที่แล้ว +4

      @@SwapniL_ZODD দাদা , রুহানি আলোর খুশবু আল্লাহ দয়া করে দান করলে ভেতরের, অনেক ভেতরের মর্ম বাণী উপলব্ধি করা যায়। এর জন্য মুর্শিদ বা গুরুর দীক্ষা প্রয়োজন। এটা অন্তরের উপলব্ধির বিষয়।
      আপনাকে ধন্যবাদ।

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html

  • @manabnag8676
    @manabnag8676 4 ปีที่แล้ว +6

    পুরোনো গানকে আজকের শ্রোতাদের কাছে পৌঁছানোর একমাত্র উপায় হলো নতুন শিল্পী নতুন আঙ্গিকে পুরোনোকে গাইবে আর সেটাকে আজকের উপযোগী করে তুলবে। আপনাকে ধন্যবাদ, আপনি সেটাই করছেন। শুভকামনা রইল, আপনি অনেক বড় শিল্পী হয়ে উঠুন

  • @mainulislammanna779
    @mainulislammanna779 4 ปีที่แล้ว +6

    কি গাইলেন দিদি !চমৎকার মন ভরে গেল।

  • @uttamsingha4764
    @uttamsingha4764 3 ปีที่แล้ว +2

    এই গানগুলো ছোট থেকে শুনছি তোমার পরিবেশ খুবই সুন্দর

  • @nannubiswas7219
    @nannubiswas7219 3 ปีที่แล้ว +1

    কেদোনা। তোমার গান.. অনেক অনেক ভাল। সুন্দর। সুধুই দোয়া রইল

  • @niloybhattacharjee1882
    @niloybhattacharjee1882 4 ปีที่แล้ว +14

    আহা ...কি অপূর্ব সুরেলা কণ্ঠ । মুগ্ধ হয়ে শুনলাম ☺☺

    • @dilipkumarghosh1564
      @dilipkumarghosh1564 3 ปีที่แล้ว

      Very good .Dr.Dilip Ghosh

    • @pd0990
      @pd0990 3 ปีที่แล้ว

      Amazing..very very sweet sound,,, touching heart. ,

  • @sailenmajumdar6668
    @sailenmajumdar6668 4 ปีที่แล้ว +4

    Outstanding wonderful voice quality
    অসাধারণ গায়কী প্রতিভা তোমার গলার মধ্যে রয়েছে
    God bless you

  • @sonatonmusic339
    @sonatonmusic339 4 ปีที่แล้ว +4

    আহা কি সুন্দর সুরেলা গলা, সত্যিই বিমোহিত ও মুগ্ধ হয়ে গেছি।।

  • @hosenmusicclub6258
    @hosenmusicclub6258 2 ปีที่แล้ว +1

    আমি বাংলাদেশ থেকে বলছি।
    কমেন্ট করতে ভয় হয়
    এতো সুন্দর এতো সুন্দর
    অসাধারণ।
    আসলে কিছু কিছু গান কমেন্ট করার ভাষা থাকে না।

  • @subarnasarker7092
    @subarnasarker7092 2 หลายเดือนก่อน

    তোমার কন্ঠে গানটি শুনে গানের প্রতি আকর্ষণ আরো বেড়ে গেল সব সময় এরকম গান মানুষকে উপহার দেও এই শুভকামনা রইল মামনি তোমার জন্য

  • @narenhait
    @narenhait 2 ปีที่แล้ว +3

    অসাধারণ তোমার কন্ঠ ও সুর।
    হৃদয় জুড়িয়ে যায়।
    চলার পথে অনেক অনেক শুভেচ্ছা রইল।

  • @ashishkumarchatterjee4140
    @ashishkumarchatterjee4140 2 ปีที่แล้ว +3

    You are blessed with a voice that has promises of a very long long way to go,sweet rendition clubbed with simplicity will remain as a boon for this generation,go ahead sweet child, you have long way to go,my blessings and warm loving wishes to you.

  • @AmitChandra_YouTube
    @AmitChandra_YouTube 4 ปีที่แล้ว +4

    মন ভরে যায়, যত বার শুনি ।
    মূল গানটির মধুর ভাব এত ভালো করে অনুসৃত হয়েছে, এটিও একটি সুখের অনভুতি আনলো । অভিনন্দন জানালাম।
    🎉👏👏👏🙏

    • @mdjalil6868
      @mdjalil6868 3 ปีที่แล้ว

      th-cam.com/video/s_vYpnErbts/w-d-xo.html

  • @redcarpet2
    @redcarpet2 2 ปีที่แล้ว

    বড সুন্দর গাইলেন অখিলবন্ধু ঘোষের এই বিখ‍্যাত গানটি। ধন্যবাদ আপনাকে।

  • @emdadshaon483
    @emdadshaon483 3 ปีที่แล้ว +1

    আপু সত্যিই তোমার গানের গলা অনেক সুন্দর, তুমি অত্যন্ত ভালো গান করো, তোমার জন্য শুভকামনা রইল . তবে তোমাকে শাড়িতে অনেক বেশি ভালো লাগে

  • @susmitadas3728
    @susmitadas3728 3 ปีที่แล้ว +5

    দিদি আমার মত মনে হয় কেউ তোমার এই গানটা এত বার শোনেনি। হয়তো কেউ থাকতেও পারে। তবে কেনো জানিনা আমি তোমার গাওয়া গানটা এত বার শুনি। প্রতি দিন যে কত বার শুনি তার কোন হিসাব নেই। এখন এটা শুনতে শুনতে নিজেও লজ্জা পাই আর ভাবি কেউ আবার বুঝে ফেলছে নাতো যে আমি এটা এত শুনি। তুমি অনেক অনেক ভালো থেকো 🥰🥰🥰।আমি বাংলাদেশ থেকে বলছি দিদি।

  • @ronaldodhar01
    @ronaldodhar01 3 ปีที่แล้ว +6

    সত্যিই অসাধারণ হয়েছে!
    প্রচুরবার শুনেছি এই কন্ঠে!
    and it becomes my another favourite song🖤

    • @biswanathghosh3236
      @biswanathghosh3236 2 ปีที่แล้ว

      অসাধারণ দারুণ ভালো লাগল

  • @sanjoyguha4355
    @sanjoyguha4355 4 ปีที่แล้ว +9

    আজ অখিল বন্ধু ঘোষ এর শততম জন্মদিন। আজ Centenary Celebration হচ্ছে। অদিতি চক্রবর্তী তোমার এই গান তাকেই যেন শ্রদ্ধা জ্ঞ্যাপন করছে - অপুর্ব গলায় এই গান টা আজ সকালে মন প্রাণ ভরিয়ে দিল। ১০০ বছরে র জন্মদিনে অখিল বন্ধু ঘোষ কে প্রণাম জানাই 🙏🙏🙏🙏🙏

  • @BishnupadaHauli.NATIONALARTSCH
    @BishnupadaHauli.NATIONALARTSCH 2 หลายเดือนก่อน

    যতো বার শুনি, ততোই নতুন করে শুনতে ইচ্ছে করে। অপূর্ব অসাধারণ মিষ্টি কন্ঠস্বর।💝🥰🌹💓💕👌

  • @tapasraychoudhury2732
    @tapasraychoudhury2732 3 ปีที่แล้ว +2

    কত ভাবে যে ঈশ্বর তাঁর অনন্ত গুণবত্তা নিয়ে প্রতিনিয়ত সকল কিছুর মধ্যেই নিজেকেই প্রকাশ করে চলেছেন তার ইয়ত্ত্বা নেই। সঙ্গীত তো তাঁর সেই প্রকাশেরই এক অন্যতম ক্ষেত্র। ...
    মুগ্ধতায় ভরা এক আকাশ স্নেহের শুভেচ্ছা পাঠালাম !!! 🌿🌿🌿

  • @shoponkumar
    @shoponkumar 3 ปีที่แล้ว +4

    তোমার প্রসংশা না করে পারলাম না। প্রভু তোমার মঙ্গল করুক। ভালো থেকো ভালো গাও সবসময়।

  • @malaykarmakar9155
    @malaykarmakar9155 4 ปีที่แล้ว +7

    অসাধারণ তোমার গায়কী... মন ছুঁয়ে গেলো... আরো এগিয়ে যাও 👍👍👍

  • @channelbanglamog8623
    @channelbanglamog8623 3 ปีที่แล้ว +8

    বোন আপনার গানটি আমি প্রতিদিন রাতে ঘুমানো আগে ১/২ বার শুনে তারপর ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠিয়ে আবার ৩ বার শুনে তারপর অফিসে যাই। বোন আপনাকে আর্শীবাদ করি আপনি আরও আরও সুন্দর হয়।

  • @orpitadevnath729
    @orpitadevnath729 ปีที่แล้ว +1

    কেনো এতো ভালো লেগেছে তোমার গান গুলো,বলে বোঝাতে পারবনা, যেনো তোমার গানের প্রেমে পরে গেলাম

  • @sobhansengupta9636
    @sobhansengupta9636 ปีที่แล้ว +1

    অসাধারণ কণ্ঠ ও অপূর্ব গায়কী।
    মন ভরে যায়।
    জিহ্বায় সরস্বতি স্বয়ং অধিস্ঠিত।
    ভগবান মঙ্গল করুন।

  • @kanadroyjnnv1225
    @kanadroyjnnv1225 4 ปีที่แล้ว +8

    What an expression!! I am spell-bound.It creates a gloomy ambiance.Our sweetest songs are those that tell of saddest thoughts.

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  4 ปีที่แล้ว +1

      Thank u sir❤️

    • @monirajbanerjee7699
      @monirajbanerjee7699 3 ปีที่แล้ว

      Speech less performance....
      So proud of you. God bless you.

    • @pratimamukherjee2339
      @pratimamukherjee2339 2 ปีที่แล้ว

      pure classical ganer talim ache voice so sweet ami bolte pari aditi akta asset amader

  • @sunilchoudhury3151
    @sunilchoudhury3151 4 ปีที่แล้ว +6

    ওরে বাবা এই সব ছেলে মেয়েরা কি চমৎকার গান পরিবেশন করছেন ভাবতে অবাক লাগছে।কি ট্যালেন্ট টেড এরা। আমি এত বয়সের পর এ সব।দেখছি।ছোট বেলায় আমি এসব ভাবতেই পারতাম না।গান ছিল শুধু বড়দের জন্য।এভাবে এই সব ছোট্ট ছোট্ট ছোট রা গান গাইবে এ স্বপ্ন তখন কেউই দেখত না।।এদের প্রতি আমার প্রচুর পরিমানে শুভেচ্ছা রইল।

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  4 ปีที่แล้ว

      Hihi.. thank you so much sir🙏

    • @iladasdutta8202
      @iladasdutta8202 3 ปีที่แล้ว

      গানটা আমি অনেক শিল্পীর কণ্ঠে শুনেছি,তোমার কণ্ঠেই আমার বেশি ভালো লেগেছে,অনেক আশীর্বাদ তোমার জন্য।

  • @cockroaches143
    @cockroaches143 3 ปีที่แล้ว +27

    কি অপূর্ব কণ্ঠ! মা সরস্বতী আপনার সঙ্গেই থাকুক, এই প্রার্থনা।❤️

  • @priyamhalder6068
    @priyamhalder6068 9 วันที่ผ่านมา

    দিদি তোমার গাওয়া প্রতিটা গান শুনতে বসলাম আজ...❤ কারণ এই গান গুলির প্রতিটা লাইন আজ আমি নিজের সাথে রিলেট করতে পারছি...❤ অসাধারণ ❤❤❤❤

  • @gaursankarde1016
    @gaursankarde1016 3 ปีที่แล้ว

    গানটি আমার যখন যুবা বয়সের ।
    অখিল বন্ধু ঘোষ গেয়ে ছিলেন ।
    অনবদ্য ।
    অদিতি তোমায় স্যালুট জানাই।
    সুন্দর গেয়েছ । তোমার তুলনা নেই।
    প্রত্যেক টা লাইন খুব দরদ মেশান।
    ঈশ্বর তোমার মঙ্গল করুন।

  • @navneetadas9181
    @navneetadas9181 3 ปีที่แล้ว +11

    You are immensely talented Aditi...feeling blessed to be listening to you🌹😊😊

  • @ismailhossain4015
    @ismailhossain4015 4 ปีที่แล้ว +12

    সত্যি সত্যিই অসাধারণ একটা গান। এতো সুন্দর কন্ঠ, চেষ্টা করবে, সাধনা করলে অনেক বড়ো শিল্পী হবে।

    • @Aassaaddkk
      @Aassaaddkk 4 ปีที่แล้ว +1

      She is already a star I guess!

  • @shamimzakir6087
    @shamimzakir6087 4 ปีที่แล้ว +7

    It's an unparalleled & unforgotable creation

  • @akashkusumjana3812
    @akashkusumjana3812 2 ปีที่แล้ว +2

    Did tomar khub modhur konthe modhur gan sunlam

  • @anirudhyadas8939
    @anirudhyadas8939 ปีที่แล้ว +1

    তোমার গান যতোই শুনি, মনে হয় আবার শুনি,,, ঈশ্বর প্রদত্ত শক্তি, সাহস, সুর সবকিছুই আছে, এগিয়ে যাও।

  • @ভাবেরমানুষ-প৩ছ
    @ভাবেরমানুষ-প৩ছ 4 ปีที่แล้ว +6

    বোন ❤️ যত শুনি তোমার কন্ঠ তোমার গান ততই মুগ্ধ হই তুমি বর্তমান ও আগামী
    শতকোটি বছরের ভালোবাসা এভাবে সুরের মায়াজালে লক্ষ-কোটি হৃদয়
    শীতল হোক এই কামনাই প্রতিক্ষণ তোমার মঙ্গল করুক ভালোবাসা রইলো বোন ❤️🙏 জয় গুরু সাধু সাধু ❤️

  • @jyotirmoyganguli9333
    @jyotirmoyganguli9333 3 ปีที่แล้ว +7

    You sang so beautifully. Touched our hearts & took us back to our teenage years.

  • @joyantomollikshawon1233
    @joyantomollikshawon1233 3 ปีที่แล้ว +8

    গানটি যেমন সুন্দর,আপনিও ঠিক তেমন সুন্দরভাবে গেয়েছেন দিদি।
    যখনই ইউটিউবে আসি,গানটি ৩-৪ বার শুনে থাকি।
    অনেক অনেক শুভকামনা।

  • @sharanyabaidya7186
    @sharanyabaidya7186 6 หลายเดือนก่อน

    Osadharon!!! Khub sundor!!! Aro valo erom ganer protashay thaklam.

  • @modelcreationpradippaul9819
    @modelcreationpradippaul9819 2 ปีที่แล้ว

    আহা শ্রদ্ধেয় অখিলবন্ধু ঘোষের চিরসবুজ ও অনবদ্য এই গানটি আপনি অসাধারণ ও অপূর্ব পরিবেশন করেছেন ।

  • @debasishmukherjee12386
    @debasishmukherjee12386 4 ปีที่แล้ว +8

    খুব ভালো লাগলো।
    অনেক দিন পর শুনলাম গানটি।
    তুমি অপরেশ লাহিড়ী মহাশয়ের আরও গান করে পোস্ট কোর।
    তোমার গানকে যে like করে নি, মনে রেখো সে গান শুনতে জানে না। তোমার সাধনা সার্থক।

    • @aditichakraborty5978
      @aditichakraborty5978  4 ปีที่แล้ว

      Thank u kaku❤️❤️❤️❤️❤️❤️

    • @sumitagangopadhyay685
      @sumitagangopadhyay685 4 ปีที่แล้ว

      Ganti ato pracholito aktu sur adik odik holeyi kane lage..gala abossyoi misti but mul ganti ro sonar proyojon ache..

    • @sumitagangopadhyay685
      @sumitagangopadhyay685 4 ปีที่แล้ว

      Ganti Sroddheyo Akhil Bandhu Ghosh er gawoa

    • @amitmistry779
      @amitmistry779 4 ปีที่แล้ว

      তোমার গাওয়া গান টি সুন্দর । অখিল বন্ধু ঘোষের থেকে দু-একটি জায়গায় যদিও স্বতন্ত্র

  • @momochakraborty9755
    @momochakraborty9755 4 ปีที่แล้ว +10

    দিদি তোমার গলায় এত সুন্দর মানিয়েছে বলার বাইরে 🥰🥰🥰আমি রোজ একবার করে শুনি তোমার গলায় এই গানটা

  • @surajacharjee
    @surajacharjee 4 ปีที่แล้ว +8

    The sweetest voice I have ever heard in my entire life 👌🏻
    Loads of love from Tripura ♥️

  • @santudey2748
    @santudey2748 3 ปีที่แล้ว

    Aditi didi ato sundor kora gayacho tumi khub valo hoyacha go. Darun darun

  • @sudarshanadak494
    @sudarshanadak494 5 หลายเดือนก่อน

    Khubi sundar hayechhe tomar song. Voice quality excellence.

  • @tithisarker3329
    @tithisarker3329 4 ปีที่แล้ว +4

    কন্ঠের মোহে জড়িয়ে গেছি

  • @prosantaroy3099
    @prosantaroy3099 2 ปีที่แล้ว +3

    Excellent! Aditi you possess gifted voice.

  • @অনুপমরায়
    @অনুপমরায় 4 ปีที่แล้ว +6

    Wow..... Beautiful voice

  • @arabindadas9994
    @arabindadas9994 6 หลายเดือนก่อน

    অসাধারণ সঙ্গীত প্রতিভা। সুর নিয়ে খেলা করা ই অদিতির গানের নিজস্ব বৈশিষ্ট্য এবং দক্ষতা, যা সবাই কে মোহিত করে দেয়। ভালো থেক, সুস্থ থেক ।

  • @babliray3525
    @babliray3525 3 ปีที่แล้ว

    Kichui balar nei, sob adjective fai. Eto dorod, ashombhob misti gola. Tomar sob koti gaan chokh bondho kore shuni. Ami mugdhyo. Saraswati r ashirwaad puro ache. Bhalo theko❤

  • @rohitsantra6772
    @rohitsantra6772 4 ปีที่แล้ว +13

    অরিজিনাল টার পর তোমার টা শুনলাম।
    তোমার এই গানটা ভালোলাগার কারন
    ➡️ সুন্দর করে ভাসিয়ে ভাসিয়ে দরদ দিয়ে গানটা করা ।
    ➡️ ঠিকঠাক নোট লাগানো, যেটার দিকে এখনকার দিনের ছেলে মেয়ে রা অনেকেই ধ্যান দেয় না।
    ➡️ ভয়েস টোন ❤️

  • @tuhin_das
    @tuhin_das 3 ปีที่แล้ว +3

    তোমার প্রেমে পড়ার সহজ উপায় হলো ,তোমার গান শোনা।। 💖

  • @biplabmandal6083
    @biplabmandal6083 4 ปีที่แล้ว +4

    Mind blowing song and voice is also mind-blowing

  • @saptarshichatterjee3891
    @saptarshichatterjee3891 2 ปีที่แล้ว

    Asadharan gaile. Darun darun anekdin pore etto misti laglo and actor di e gailo khub sundar

  • @SujonKhan-lo8gq
    @SujonKhan-lo8gq 3 ปีที่แล้ว

    Aditi!!! ki gaile tumi ganta. Just fida hoye gelam. Evabei geye jao sarajibon. Lot of loves from Bangladesh.

  • @picklumali4439
    @picklumali4439 4 ปีที่แล้ว +4

    Emn simply gaan koro didi khub sundor tmr voice!

  • @paramitachakrabarty7196
    @paramitachakrabarty7196 4 ปีที่แล้ว +6

    দারুন গেয়েছিস রে। বিচার করার ক্ষমতা আমার নেই। মন ভরিয়ে দিলি। অনেক অনেক ভালোবাসা রইলো রে ❤️😘🤗

  • @sushantasaha4515
    @sushantasaha4515 4 ปีที่แล้ว +4

    Unmatched blessing for you. Really amazing art of expression. Totally mesmerizing, touchy and soulful

  • @dasanurag9926
    @dasanurag9926 2 ปีที่แล้ว

    Didivai tmr ei kontho ..sathe tmr golay eirokom kaljoyi gaan ...abr tmr ei nispap bodon dekhe ami alputo ...
    Onk onk valobasha ar sorddha didivai ..
    Onk valo thako ..
    Bangladesh theke ..🇧🇩♥️♥️♥️

  • @MinatiMondal-ul8iz
    @MinatiMondal-ul8iz 11 หลายเดือนก่อน +1

    ক।কলী😊 কন্ঠে 😊 মধুর 😊 সুরে 😊গ।নটি😊 খুবই সুন্দর হয়েছে 😊শোন।ন।র😊জন্য😊 অনেক 😊 অনেক ধন্যবাদ 😊ও😊 শুভেচ্ছা রইল 😊

  • @PrasantaNayek
    @PrasantaNayek 4 ปีที่แล้ว +4

    অসাধারণ 😌❤️🙏🏻

  • @nandinimitrabanerjee2032
    @nandinimitrabanerjee2032 4 ปีที่แล้ว +4

    Unbelieveably melodious... Better than the original... !❤❤❤❤

  • @ashishchatterjee78
    @ashishchatterjee78 2 ปีที่แล้ว +3

    মা তোর গলাটা ভারী মিষ্টি মনটা ভরে যায়

  • @ritasau1130
    @ritasau1130 3 ปีที่แล้ว

    Nice, khub valo laglo eta emnitei amar khub pachonder gan tarpor apnar golay asadharon laglo

  • @srigoutamchandrowshilniloy9422
    @srigoutamchandrowshilniloy9422 3 ปีที่แล้ว +2

    তােমার ভুবনে ফুলের মেলা
    আমি কাঁদি সাহারায়
    ওগাে কমলিকা..
    ওগাে কমলিকা বুঝিলেনা আমি কত অসহায়
    উষ্ণ মরুর অভিশাপ লয়ে
    ভেঙ্গে গেছি আমি অবসাদে ক্ষয়ে
    কণ্ঠ আমার দীর্ঘনিশ্বাসে ভুল সুরে গান গায়
    তােমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়
    আমার আকাশ কানঙ্গাল করে যে পাঠায়েছি মেঘ যত
    তােমার কুঞজবীথিকার ফুল ফোটাতে মনের মতো
    প্রেম যে আমার আধারে লুকায়ে
    তারা জ্বালে তব আকাশের গায়ে
    গন্ধের ধুপ পুড়ে গেছি আমি ছাই পড়ে আছি হায়
    তােমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি সাহারায়

  • @ronaldodhar01
    @ronaldodhar01 3 ปีที่แล้ว +7

    Such a melodious voice!♥🖤

  • @ranicorraya6261
    @ranicorraya6261 4 ปีที่แล้ว +4

    Very nice song..

  • @DebaratiMusic
    @DebaratiMusic 4 ปีที่แล้ว +5

    Baah baah!!!
    Bon tumi kothay shekho? Tumi tomar gurujir ahonkar, amadero. God bless you...

  • @animeshdebnath1237
    @animeshdebnath1237 2 ปีที่แล้ว +2

    মানুষের কন্ঠ কী এতো মিষ্টি হতে পারে।" মা সরস্বতী"কে প্রণাম জানাই 🙏

  • @abutalebchy8491
    @abutalebchy8491 2 ปีที่แล้ว +2

    অপূর্ব অসাধারণ...
    মুগ্ধতা নিয়ে শুনলাম, শুভ কামনা নিরন্তর।