একই গান ভিন্ন আঙ্গিকে : মান্না দে ও হেমন্ত মুখার্জী : Music direction : Hemanta Mukherjee

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 188

  • @godenworld
    @godenworld 3 หลายเดือนก่อน +101

    দুজনার কোনো তুলনা হয় না। হেমন্ত মুখোপাধ্যায়ের সেই অর্থে প্রথাগত সঙ্গীত শিক্ষা ছিল না, উনি প্রকৃতিদত্ত শিল্পী। মান্না দে বিষ্ণুপুর ঘরানার শাস্ত্রীয় সঙ্গীতের সাধক। দুজনেরই একে অপরের প্রতি সমান শ্রদ্ধা ছিল। যতদিন বাঙালি থাকবে ততদিন হেমন্ত, মান্না দের নাম সোনার অক্ষরে লেখা থাকবে।

    • @biswanathbhattacharya3653
      @biswanathbhattacharya3653 3 หลายเดือนก่อน +7

      অসাধারণ। দুই মহান শিল্পীর খেলা। আমরা বিস্ময়ে অভিভূত।

    • @Parody-King
      @Parody-King 3 หลายเดือนก่อน +4

      দুজনকে প্রণাম 🙏

    • @jamalpatwary6009
      @jamalpatwary6009 3 หลายเดือนก่อน +5

      কিন্তু হেমন্ত কুমার মুখোপাধ্যায় একজন উঁচুমানের সংগীত পরিচালক ছিলেন।

    • @godenworld
      @godenworld 3 หลายเดือนก่อน +9

      @@jamalpatwary6009 আমি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের থেকে সুরকার হেমন্ত মুখোপাধ্যায় কে একটু এগিয়ে রাখব। কিশোর কুমার, তালাত মাহমুদ, মান্না দে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়- কি অসাধারণ সুর দিয়েছেন।
      মান্না দেও সুরকার হিসেবে অনন্য। আরেকজনের কথা না বলে পারছি না। তিনি সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।

    • @triptymitra1799
      @triptymitra1799 3 หลายเดือนก่อน +1

      ❤❤ dui Mohan shilpi kei pronam janai ... onara swarno juger dui anyotamo shilpi ...❤❤

  • @chandanbhattacharjee2607
    @chandanbhattacharjee2607 3 หลายเดือนก่อน +8

    মান্না দের গায়কী অনেক কারুকার্যপূর্ন ,হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কী প্রাণবন্ত এবং সরলতায় ভরা।আমি হেমন্ত মুখোপাধ্যায়ের গায়কী শুনে বেশি আবেগ অনুভব করছি গায়ে কাঁটা দিচ্ছে।😊

  • @priyabratachakraborty8890
    @priyabratachakraborty8890 3 หลายเดือนก่อน +6

    জয়গুরু।এমন শিল্পীদের কোন তুলনা হয় না।আমি দুজনেরই ভক্ত। সারা ক্ষণ এই ইশ্বর প্রদত্ত্ব গানের গলা আমায় মুগ্ধ করে। প্রভূর কাছে উনাদের আত্মার সদ্গতি কামনা করছি।

  • @swapanbandyopadhyay2534
    @swapanbandyopadhyay2534 3 หลายเดือนก่อน +64

    এঁরা ঈশ্বরের আশীর্বাদ নিয়ে বাঙালীর ঘরে জন্মেছিলেন - বর্তমানে ইন্দ্রসভায় বাংলা গান গেয়ে দেবতাদের সমৃদ্ধ করছেন।

  • @debashismukherjee6578
    @debashismukherjee6578 3 หลายเดือนก่อน +46

    মান্না দে গান টি অপূর্ব গাইলেন। কোন জবাব নেই। আর হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে ? শুনে মনে হোল গানটি যেন নিজে নিজে ওনার কন্ঠের জাদুতে গাওয়া হোয়ে গেল।

  • @nayanbasu9506
    @nayanbasu9506 2 หลายเดือนก่อน +3

    আকাশের‌ দুটি সূর্যের মতোই চির উজ্জ্বল! দুই মহান শিল্পী!!!! স্বকীয় পরিবেষণে!! দুজনে ই অনন্য!!!! সশ্রদ্ধ প্রণাম!!!! দুই মহান সঙ্গীত শিল্পীকে!!!!

  • @pushpendunaskar3371
    @pushpendunaskar3371 3 หลายเดือนก่อน +2

    উপস্হাপক মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ এমন যুগন্ধর শিল্পী দ্বয়ের অল্প শ্রুত সঙ্গীত পরিবেশনা।এই দুই মহান শিল্পীর মন্চে সঙ্গীত পরিবেশনা প্রত্যক্ষ করার সৌভাগ্য আমার একাধিকবার হয়েছে। দুজনেই মহান , দুই ধারার স্ব স্ব ক্ষেত্রে দুজনেই প্রবাদপ্রতিম। দুজনের মধ্যে তুলনা বোধহয় অবান্তর। বরং এটা বলা আমরা অতীব ভাগ্যবান এমন দুই শিল্পীর যুগে জন্মেছি। পরিশেষে উপস্হাপক মহাশয়কে সনির্বন্ধ অনুরোধ এমন উপস্হাপনা যেন আবার আমরা পেতে পারি।

  • @shyamaprasadmukherjee9556
    @shyamaprasadmukherjee9556 3 หลายเดือนก่อน +14

    সঙ্গীতের জ্ঞানযোগ সাধনে মান্না দে কে হৃদয়ে অনুভব করি। আর সঙ্গীতের ভক্তিযোগে হেমন্ত মুখোপাধ্যায় কে হৃদয়ে অনুভব করি।

    • @pranabmukherjee4471
      @pranabmukherjee4471 2 หลายเดือนก่อน +1

      Apurbo , Dujonke, somanbhabe sundarbhabe anubhob korlam

  • @nitismallik9386
    @nitismallik9386 3 หลายเดือนก่อน +9

    দুজনেই ঈশ্বর প্রদত্ত। আমরা অত্যন্ত ভাগ্যবান যে এই দুই মহান শিল্পীর গান আমরা পেয়েছি। এবং আমরা গর্বিত ওনাদের নিয়ে। সশ্রদ্ধ প্রণাম মহান শিল্পীদের।

  • @cenexcise
    @cenexcise 3 หลายเดือนก่อน +8

    মান্না দে তাঁর স্বভাবসিদ্ধ গায়কীতে গানটিতে প্রাণসঞ্চার করেছেন আর গানটি হেমন্তের কণ্ঠের জাদু-স্পর্শে প্রাণবন্ত হয়ে উঠেছে। বাংলা গানের জগতে এই দুই কিংবদন্তী শিল্পী তাঁদের নিজেদের জগতে একেকজন অখণ্ড আকাশ। এঁদের মধ্যে কি তুলনা চলে? এঁদের দুজনের পূণ্যস্মৃতির উদ্দেশ্যে জানাই শত কোটি প্রণাম।

  • @ashokekumarhensh8747
    @ashokekumarhensh8747 4 หลายเดือนก่อน +45

    দুজনে ই শিল্পী জগতে ভগবান স্বরূপ। শতাব্দীর পর শতাব্দী চলে যাবে কিন্তু কখনো এই প্রতিভা আসবে না। আমার পরম সৌভাগ্য যে সামনে থেকে দেখার সুযোগ পেয়েছিলাম। 🙏🙏🙏

    • @LekhaBanerjee-y4z
      @LekhaBanerjee-y4z 3 หลายเดือนก่อน +4

      Ayi gaaner melbondhon silpither dugonke nuton kore chenalo❤❤❤❤❤❤❤❤❤

    • @subhraghosh9706
      @subhraghosh9706 3 หลายเดือนก่อน +3

      Amio Dujon kei sunechhi manche,amar soubhagya

  • @PronatiSanyal
    @PronatiSanyal 3 หลายเดือนก่อน +32

    দুই জন শিল্পীকে আমরা অনেক ভাগ্য করে পেয়েছি এছাড়া আর কি বলবো প্রনাম জানাই শিল্পীকে

  • @radhaballavchakraborty1464
    @radhaballavchakraborty1464 3 หลายเดือนก่อน +3

    এই সিরিজটি চালিয়ে যান। অত্যন্ত ভাল। হিন্দি বাংলা এবং যদি ইংরেজি বা অন্য ভাষারও হয়, তাহলেও। খুব ভাল কাজ।

  • @mayadas9128
    @mayadas9128 3 หลายเดือนก่อน +3

    খুব সুন্দর লাগলো, আমি যদিও মান্না দে র অন্ধ ভক্ত, হেমন্তের কন্ঠে ও অপুর্ব লাগলো ‌

  • @GautamBagchi-l6w
    @GautamBagchi-l6w 3 หลายเดือนก่อน +5

    দুই শিল্পী কে আমার প্রণাম.

  • @dr.parthasarathiroy1989
    @dr.parthasarathiroy1989 3 หลายเดือนก่อน +34

    তুলনা করার মতো স্পর্ধা আমার নেই। দুই প্রবাদপ্রতিম শিল্পী তাঁদের স্বতন্ত্র ঢং অনুযায়ী গেয়েছেন। কেউ কারো দ্বারা প্রভাবিত নন। ব্যক্তিগত ভাবে হেমন্ত বাবুর গায়কী একটা যেন অদ্ভুত প্রশান্তি নিয়ে আসে মনে।
    অনেক ধন্যবাদ।।

    • @rathindranathde6286
      @rathindranathde6286 3 หลายเดือนก่อน +4

      খুব মূল্যবান একটি অনুভূতির কথা বলেছেন। বাস্তবিকই হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠমাধুর্য মনে অপার এক প্রশান্তির প্রলেপ বুলিয়ে দেয় ।

    • @joydeepbanerjee8681
      @joydeepbanerjee8681 3 หลายเดือนก่อน +2

      একদম সঠিক বলেছেন 🙏🙏

    • @parthasensen1193
      @parthasensen1193 3 หลายเดือนก่อน +2

      একদমই ঠিক

  • @SwapanDasgupta-vl9vz
    @SwapanDasgupta-vl9vz 3 หลายเดือนก่อน +13

    এই দুই শিল্পীর সম্পর্কে কোন মন্তব্য করার মতো ধৃষ্টতা যেন জীবদ্দশায় না হয়।

  • @GopalGope-k5f
    @GopalGope-k5f 2 หลายเดือนก่อน +1

    অসাধারণ দুজনেই অদ্বিতীয় | বিভিন্ন আঙ্গিকে গাইলেও দু জনের পরিবেশনা খুবই ভাল লাগল |

  • @maharaj2021
    @maharaj2021 3 หลายเดือนก่อน +8

    একজন গান গেয়ে শ্রোতাদের কাঁদিয়ে ভাসিয়ে দিলেন এই ধরনী তলে।
    আর একজনের কন্ঠের কলসী থেকে গান আপন ধারায় গড়িয়ে গড়িয়ে ঝরিতে ঝরিতে মিশিয়া গেল ধরনীর ধূলায় মাটীতে!!!!!!!!!!
    শত দুঃখের ভিতর আমি ধন্য হয়েছি তাঁদের সময়ে জন্ম নিয়ে, তাঁদেরকে নিজের চক্ষে দেখে। আর বুঝেছি ঈশ্বর মানে এইসব মহামানব জন। ঈশ্বর মানে আর কিছু নেই। কাল বলে যদি কিছু থাকে সেটা আজই, এখন।

  • @tapankumarmisra8337
    @tapankumarmisra8337 4 หลายเดือนก่อน +24

    দুই কিম্বদনতী। ঈশ্বর প্রেরিত দুই মহা জীবন ধন্য করেছেন বঙ্গ ভূমি তথা সমগ্র ভারতবর্ষ কে।

  • @sudeshnabhanja3159
    @sudeshnabhanja3159 2 หลายเดือนก่อน +1

    Jibone prothom sunlam,,,amon hridoy ningre neoa gaan,,dui osamanyo kingbodonti shilpir konthe....... PRONAM janai 🙏🙏

  • @malaychakraborti43
    @malaychakraborti43 หลายเดือนก่อน

    অনবদ্য সৃষ্টি। গায়কি এবং সুর সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কারণ, দুজনেই গায়ক এবং সুরকার হিসেবে বারবার মুগ্ধ করেছেন। কিন্তু স্বর্ণযুগের গীতিকারদের জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, কী অসাধারণ কথায় সুরকে অবয়ব দিতেন তাঁরা। অসাধারণ মেলবন্ধন। একরাশ মুগ্ধতা।

  • @prodyotc
    @prodyotc 3 หลายเดือนก่อน +16

    একজন উচ্চাঙ্গ সঙ্গীতের ❤এই দিকপাল আর অনজন এক অসাধারণ কন্ঠস্বরের অধিকারি।
    আমরা ধন্য বাঙালি হিসেবে দুইজনকে পেয়েছি❤❤❤।

  • @amitavabhattacharya63
    @amitavabhattacharya63 3 หลายเดือนก่อน +8

    হৃদয়ের শ্রদ্ধা, দুই কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্বকে।
    ধন্যবাদ।

  • @surajkantibag3100
    @surajkantibag3100 3 หลายเดือนก่อน +2

    ছোটো বেলা থেকেই হেমন্ত বাবুর প্রতি একটা আলাদা টান অনুভব করতাম... আজ আর একজন কে সেই দলে পেয়ে মন টা আনন্দে ভরে উঠল

  • @ranendash8437
    @ranendash8437 3 หลายเดือนก่อน +5

    No comparison, Both are God gifted power.

  • @SukantaRocksMusic
    @SukantaRocksMusic 3 หลายเดือนก่อน +2

    দুজনই কিম্বদন্তী একজনের সাথে অন্যজনের তুলনা হয় না। তাঁরা নিজেরা নিজের যায়গায় leagend।

  • @snag434
    @snag434 3 หลายเดือนก่อน +12

    ঈশ্বর প্রদত্ত কণ্ঠ এই দুই শিল্পীকে দেখার সৌভাগ্য আমার হয়েছে তাই নিজেকে আমি এখন ধন্য মনে করি এই দুই শিল্পী নিয়ে বলার ধৃষ্টতা আমার নেই ঈশ্বরের সমালোচনা কখনই করা যায় না এই দুই শিল্পী ঈশ্বরের বরপুত্র যেখানেই থাকুক ভালো থাকুক আবার ফিরে আশুক এইরকমই গানের ডালি নিয়ে

  • @KaziReziaSiddiqui
    @KaziReziaSiddiqui 3 หลายเดือนก่อน +3

    দুই নক্ষত্র চিরকাল থাকবে সবার হৃদয়ে 🙏💐

  • @chinmayeebag6113
    @chinmayeebag6113 3 หลายเดือนก่อน +2

    তুলনা করার ক্ষমতা আমার নেই, তবে কীর্তন বাংলার নিজের সম্পদ

  • @sibpadasarkar138
    @sibpadasarkar138 2 หลายเดือนก่อน +2

    দুজনের গান ই খুব ভালো লাগলো। ওনাদের তুলনা হয়না।অমর শিল্পী দের জানাই আমার সশ্রদ্ধ প্রণাম।

  • @hemantakumarmalik2710
    @hemantakumarmalik2710 3 หลายเดือนก่อน +15

    একজন গায়কীর জাদুকর অন্যজন কণ্ঠের জাদুকর ❤❤❤

  • @pratyayp
    @pratyayp 3 หลายเดือนก่อน +3

    অপূর্ব, একই গান আলাদা অনুভব বয়ে আনল

  • @GopalGope-k5f
    @GopalGope-k5f 3 หลายเดือนก่อน +10

    আমার পরম সৌভাগ্য যে কিংবদন্তি শিল্পী মান্না দে কে দেখার সৌভাগ্য আমার হয়েছে কিন্তু সুর সাধক
    হেমন্ত মুখোপাধ্যায় কে দেখার সৌভাগ্য আমার
    হয়নি,কিন্তু মনের অন্তঃসতলে
    তিনি বিদ্যমান।

  • @tamalmukherjee4346
    @tamalmukherjee4346 3 หลายเดือนก่อน +2

    পরম শ্রদ্ধেয় শিল্পীদ্বয় মুদ্রার উভয় পৃষ্ঠা ।অতুলনীয় ।

  • @pradyutchakraborty4901
    @pradyutchakraborty4901 3 หลายเดือนก่อน +7

    এঁদের তুলনা এঁরা নিজেরাই। কারো সঙ্গেই এঁদের তুলনা করা যায় না। দুই দিকপাল শিল্পী। যেমন হিন্দি জগতে মহ :রফি এবং কিশোরকুমার।

  • @tanoyghosh6851
    @tanoyghosh6851 3 หลายเดือนก่อน +4

    Ki apurbo gaan. Dui jon asadharan dui joner jaygay. Dui joner moddhe kono tulonai hoy na. Tabe byakrigato bhabe aamar Hemanta Mukkhopadhyay gaan beshi priyo❤❤

  • @happyji9774
    @happyji9774 2 หลายเดือนก่อน +2

    অসাধারন! তুলনা করা যায় না, দু'জন দু'ধরনের, অসাধারন!

  • @debkumarpatra5704
    @debkumarpatra5704 2 หลายเดือนก่อน +2

    উনা দের ছোট বড় বাছাই করা আমার পক্ষে অসম্ভব বা ক্ষমতা নেই।

  • @gurudaspatra6426
    @gurudaspatra6426 4 หลายเดือนก่อน +20

    অশ্রুত অপূর্ব সংগীত।দুই লেজেন্ড।আমরা ধন্য ।

  • @SanjitKumar-nx8uo
    @SanjitKumar-nx8uo 4 หลายเดือนก่อน +16

    শুধু মনে রেখ কাল বলে কিছু নেই - গান টি অশ্রুতপূর্ব। খুব ভালো লাগলো ধন্যবাদ।

  • @sumitkrdas3805
    @sumitkrdas3805 3 หลายเดือนก่อน +9

    আমাদের জীবন ধন্য এই দুই কীম্বদন্তির গান শুনে বড় হয়েছি, এনাদের এবং এনাদের মতন আরও যাঁরা ছিলেন তাঁদের কন্ঠস্বরই ভাল লাগে আজকালকারদের নয়।

  • @rupaiful
    @rupaiful 3 หลายเดือนก่อน +12

    শুক সারি ছায়া চিত্রের সব গানই অতীব সুন্দর। দুজন কিংবদন্তি শিল্পীর কন্ঠে পুনরায় শুনে খুবই ভাল লাগল।। ধন্যবাদ জানাই।

  • @prasunkrmazumder
    @prasunkrmazumder 3 หลายเดือนก่อน +6

    অসাধারণ উপস্থাপনা । দুই মহান শিল্পীর গান সামনে থেকে শোনার সৌভাগ্য হয়েছে । অনেক ধন্যবাদ জানাই আপনাকে এমন অল্পশ্রুত গান দুটি শোনানোর জন্য । দুজনেই নিজ নিজ কণ্ঠশৈলীতে অসাধারণ ।🙏🙏🙏🙏

  • @partharoychowdhury1469
    @partharoychowdhury1469 3 หลายเดือนก่อน +3

    কি বলবো সূর্য আর চন্দ্র। এই কথাটা মনে হলো।

  • @anikr4978
    @anikr4978 3 หลายเดือนก่อน +8

    হেমন্ত মুখোপাধ্যায়ের গানটির পরিবেশনায় একটা অন্য আবহাওয়া র ছোঁয়া পাই।

  • @chaitalisadhya6336
    @chaitalisadhya6336 3 หลายเดือนก่อน +3

    দুজনেই অসাধারণ । তবে হেমন্ত মুখোপাধ্যায় এর কণ্ঠে জাদু আছে ।

  • @diptanilchakrabarti5952
    @diptanilchakrabarti5952 3 หลายเดือนก่อน +5

    হেমন্ত বাবুর গায়কীর সারল্যের জন্য কীর্তনাঙ্গের গানে ওনার একটু অ্যাডভান্টেজ ছিল।

  • @sampasamanta1723
    @sampasamanta1723 3 หลายเดือนก่อน +1

    দুজন প্রবাদপ্রতীম বাঙালীর গর্ব৷
    🙏🌹🙏🌹🙏🌹🙏

  • @swapnabasu44
    @swapnabasu44 3 หลายเดือนก่อน +3

    Dujoner gaani samne bose shunechhi duti bibhinno anusthane.... asadharon abhijnata ❤

  • @hili30
    @hili30 3 หลายเดือนก่อน +5

    ❤অসাধারণ শিল্পী দ্বয়ের যুগলবন্দি। তুলনা হবে না কোনো। প্রনমি দু জন কে।❤

  • @debenchatterjee1595
    @debenchatterjee1595 3 หลายเดือนก่อน +3

    আমার সৌভাগ্য হয়েছে এই দুই কিংবদন্তি শিল্পীর সাতে এক ই মঞ্চে সঙ্গীত পরিবেশন করার।আমার কোটি কোটি প্রণাম জানাই।

  • @SalahUddin-mn4qq
    @SalahUddin-mn4qq 3 หลายเดือนก่อน +1

    দুই কিংবদন্তী আপন গুণে গুণান্বিত ❤তাদের তুলনা চলে না❤️গানের ভুবনে চির ভাস্বর হয়ে থাকবেন প্রিয় গানের পাখি মান্না দে হেমন্ত মুখপাধ্যায়❤️

  • @rathindranathde6286
    @rathindranathde6286 3 หลายเดือนก่อน +4

    এ এক অনন্য মহামূল্য উপহার।
    আপনাকে আমার অন্তরের কৃতজ্ঞতা আর ভালবাসা জানাই।

  • @ashokeghosh7362
    @ashokeghosh7362 3 หลายเดือนก่อน +7

    না, আমার জীবদ্দশায় এমন কিংবদন্তী শিল্পী আর দেখতে পাবনা সহস্র প্রণাম

  • @MuhammadAli-ix6gb
    @MuhammadAli-ix6gb 3 หลายเดือนก่อน +1

    শুধুই মুগ্ধতা। তোমরা আবারও ফিরে এসো, দু বাংলায়। আমরা অপেক্ষায়। ❤

  • @Jamshed-lp3jb
    @Jamshed-lp3jb 3 หลายเดือนก่อน +5

    তুলনা করার প্রশ্নই আসে না।

  • @samirchakraborty9969
    @samirchakraborty9969 3 หลายเดือนก่อน +3

    অপূর্ব, দুই শিল্পী যেন মুদ্রার এ পিঠ ও পিঠ।

  • @priyokabi
    @priyokabi 3 หลายเดือนก่อน +4

    Manna Dey sang it with much ease because his voice was flexible and more fluid

  • @anjanguptabiswas451
    @anjanguptabiswas451 4 หลายเดือนก่อน +7

    AGAIN YOU 'REINVENT' GURU-HEMANTA'S VERSATILITY OF 'MUSIC COMPOSITION' MAKE
    SINGING BY 'UNPARALLELED MOST SUPER LEGENDARY 'MANNA DEY' WITH 'CLASSICAL BASED VOICED' UNIQUE IN HISTORY OF MUSIC INDUSTRY'S
    OF INDIA, FOREVER!!❤❤❤❤❤❤❤❤ SUPER CONGRATS, ANANDA!!😂😂

  • @malibanerjee4546
    @malibanerjee4546 3 หลายเดือนก่อน +5

    আগে শুনিনি। অপূর্ব বললেও কম বলা হয়। অসাধারণ একটি গান।‌সত্যি জীবনে কাল বলে কিছু নেই!

  • @bharatichatterjee7360
    @bharatichatterjee7360 4 หลายเดือนก่อน +7

    Hemonto mukherjee mannya de ay dui kingbodonti mohan songitsilpi jug jug.amader smritipote.robe chirodin unader binomro srodhya.pubosorider moton uttorsuri bastob rup ganguli excellent.❤😂😮😅😊anondharar hemen vaik congratulations

  • @bidyutkumarganguly6605
    @bidyutkumarganguly6605 3 หลายเดือนก่อน +7

    Upload করার জন্য অনেক ধন্যবাদ।
    ভাবছিলাম সন্ধ্যাদি বা প্রতিমাদির কণ্ঠেও কত সুন্দর হতো গানটি।

  • @sumitkumarnayak4234
    @sumitkumarnayak4234 3 หลายเดือนก่อน +2

    প্রথম গানটি মান্না দে ' র এবং দ্বিতীয় গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে ভাল হয়েছে। তবে এটা মনে রাখতে হবে গান দুটির সঙ্গীত পরিচালনায় ছিলেন হেমন্ত স্বয়ং।

  • @llicksand675
    @llicksand675 3 หลายเดือนก่อน +1

    দুই স্বর্গশ্রীমান পিতা আমার !

  • @apurbachowdhury8550
    @apurbachowdhury8550 3 หลายเดือนก่อน +3

    সংগিত ঘরানার সুরে মাননা দে আর গ্রাম বাংলার প্রকৃতির মেঠো সুরে অদ্ভুত বৈচিত্র্যের দৈত সুর সকলেই তুলনায় নাগিয়ে দুজনকেই অন্তরের বন্দনাতে বন্দিত করবে।

  • @tapankr.biswas9769
    @tapankr.biswas9769 3 หลายเดือนก่อน +7

    হেমন্ত গাইলে সে গান অপরূপ রূপ ধরে।ধরা ছোঁয়ার বাইরে চলে যায়।

    • @koushikganguli1179
      @koushikganguli1179 3 หลายเดือนก่อน +1

      একদম মনের কথা বলেছেন।🙏

  • @shaheednazmulquader4405
    @shaheednazmulquader4405 3 หลายเดือนก่อน +4

    শৈশব থেকেই এ দুজনের ভক্ত । এ গান এই প্রথম শুনলাম।

  • @sitaramghosh2770
    @sitaramghosh2770 2 หลายเดือนก่อน +2

    ভগবানের বিচার করবে কে.

  • @susantapaul1118
    @susantapaul1118 2 หลายเดือนก่อน +1

    My favourite singers ❤❤❤❤❤❤❤

  • @amitray633
    @amitray633 3 หลายเดือนก่อน +1

    দুজনাই দুজনায় মুগ্ধ ......
    আমার প্রণাম!

  • @mahidhardutta394
    @mahidhardutta394 3 หลายเดือนก่อน +1

    Ai dui moharothir doito geet sunar jonyo bhagyo lage,anek sradhha dilam

  • @manjuadhikary9866
    @manjuadhikary9866 3 หลายเดือนก่อน +5

    দুজনেই অপূর্ব ,দুজনকে গভীর শ্রদ্ধা,ভক্তিপূর্ণ প্রণাম।

  • @subhraghosh9706
    @subhraghosh9706 3 หลายเดือนก่อน +2

    Pratham gan sunleo porer gsn ti mone chhilona,bhalo laglo

  • @subratapathak9061
    @subratapathak9061 3 หลายเดือนก่อน +2

    সত্যি আপনি সার্থক নামা,তবে পদবী অনুধাবনে ধারন করার ক্ষমতা আমার নেই।অসাধারণ এই প্রচেষ্টার জন্য কি ভাবে অভিবাদন জানাব তাই প্রকাশ করতে অক্ষম।মনটা ভরিয়ে দিলেন এই দুটো ভিন্ন উপস্থাপনার একই গানে।প্রথম গান (পিয়া পদমূলে কেন) 'শুকসারি' ছবির, হেমন্ত মুখোপাধ্যায়ের কন্ঠে উত্তমকুমার লিপ্ দিয়েছিলেন,মান্না দে'র কন্ঠে লিপ্ দেওয়া অভিনেতার নামটা মনে পড়ছেনা।আর মনে পড়ছেনা দ্বিতীয় গানটি কোন ছবির।তবে মনে হয় উত্তমকুমারের নয়।অন্তে আপনাকে শুভেচ্ছা জানিয়ে এ রকম আরো প্রচেষ্টার অপেক্ষায় রইলাম।

  • @subhadipadG
    @subhadipadG 3 หลายเดือนก่อน +13

    অসাধারণ🙏🙏🙏

  • @asitkumardas8183
    @asitkumardas8183 3 หลายเดือนก่อน +4

    একই বৃন্তে দুইটি গোলাপ , একই গানে করছে আলাপ ।

  • @avijitmukherjee2828
    @avijitmukherjee2828 หลายเดือนก่อน

    অতিব সুন্দর।🙏

  • @manikhazra7195
    @manikhazra7195 3 หลายเดือนก่อน +3

    দু জন মহা শিল্পি কে আমার অনেক অনেক প্রণাম ।

  • @pranabchakraborty-k9t
    @pranabchakraborty-k9t 3 หลายเดือนก่อน +1

    khubbhalo coollection dilen. dhanyabad roylo.

  • @utsabsarkar7546
    @utsabsarkar7546 3 หลายเดือนก่อน +3

    অসাধারন কোন তুলনা চলে না দুজনেই অনবদ্য।

  • @supriyabiswas8844
    @supriyabiswas8844 3 หลายเดือนก่อน +2

    DUI jonei khub baro shilpi tathapi golden voice of Hemanta Mukherjee is far better.

  • @pareshmukherjee.6912
    @pareshmukherjee.6912 3 หลายเดือนก่อน +4

    দুজনেই অসাধারণ এদের কে নিয়ে কেউ সমালোচনা করে না

  • @cnnandi7856
    @cnnandi7856 3 หลายเดือนก่อน +5

    Nashona gaan. Anek dhanyabad apnakey. Excellent baler kono sahas nei eituku boltey pari bakhara hoye gelam.

  • @prabirchatterjee2018
    @prabirchatterjee2018 3 หลายเดือนก่อน +1

    আমার বয়স কম ! আমি গানের এতো বুঝি না! তবে আমার পছন্দ হেমন্ত আর কিশোর! তবে বিভিন্ন শিল্পীর জায়গা বিভিন্ন জনগনের কাছে বিভিন্ন

  • @sudipbanerjeeadvtmarketing1095
    @sudipbanerjeeadvtmarketing1095 3 หลายเดือนก่อน +6

    We are very lucky, having experienced such wonderful voice of 2 legends

  • @prasantasengupta6838
    @prasantasengupta6838 3 หลายเดือนก่อน +2

    Dujon ke ek samay paoa bhagyer bepar......aamra dhanya...

  • @subhashsengupta4979
    @subhashsengupta4979 3 หลายเดือนก่อน +3

    Unbelievable art of singing by the two legends. Feel good & proud.

  • @gautamghosh5180
    @gautamghosh5180 3 หลายเดือนก่อน +2

    দুজনের দুরকম আঙ্গিক সমান উপভোগ করলাম।

  • @antarasarkar3304
    @antarasarkar3304 3 หลายเดือนก่อน +5

    কে বলেছে হেমন্ত মুখার্জীর সংগীত শিক্ষা ছিলোনা?না থাকলে বিশ সাল বাদ,নাগিনের মতো হিন্দি ও অসংখ্য কালোজয়ী বাংলা গানের অমন মনমুগ্ধকর সুর সৃষ্টি করতে পারেন?কেন যে সবাই এটা বলে ওনাকে ছোট করে।তবে হ্যাঁ উনি কালোয়াতি গান এ দুর্বল ছিলেন

    • @ashokhalder9618
      @ashokhalder9618 หลายเดือนก่อน

      এটা ঠিক হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথগত সঙ্গীত শিক্ষা ছিল না। মায়ের কাছে ঘরোয়া শিক্ষা ছাড়া। তর্ক নয় এটা। আমরা অধুনা দক্ষিণ ২৪ পরগণা বাসী কয়েকজন সঙ্গীত শিল্পী/পরিচালক-এর জন্য অত্যন্ত গর্বিত!!

  • @ramaprasadchakraborty764
    @ramaprasadchakraborty764 4 หลายเดือนก่อน +7

    অসাধারণ অভিজ্ঞতা হলো ।

  • @JayantiDutt-r9r
    @JayantiDutt-r9r 3 หลายเดือนก่อน +4

    So beautifull voice simply heavenly .

  • @erd9566
    @erd9566 3 หลายเดือนก่อน +1

    Khub sundor

  • @sbsangeet
    @sbsangeet 3 หลายเดือนก่อน +3

    এইসব মহান সংগীতজ্ঞদের সব গুণ আর বুক ভরা আশীর্বাদে মিলেমিশে তৈরি হয়েছে আজকের অরিজিৎ সিং, ভারতীয় ক্লাসিকাল, সুফি, লোকগান, দক্ষিণ থেকে উত্তর ভারতের সব সঙ্গীত বিদ্যার সঙ্গে তিনি গভীর ভাবে পরিচিত।এর সঙ্গে আন্তর্জাতিক সংগীত সব বিদ্যা অন্তঃস্থ করেছেন।। ভারতীয় সঙ্গীতকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক আঙ্গিনায়। কিন্তু ভিত তৈরি করে দিয়েছিলেন হেমন্ত মান্নাদেরাই।

  • @abhijitmajumdar3277
    @abhijitmajumdar3277 3 หลายเดือนก่อน +3

    দুজনেই ঈশ্বরের বরপুত্র,যতদিন সঙ্গীত থাকবে ততদিন এরা আমাদের হৃদয় জুড়ে থাকবে🙏🙏

  • @nirvikchakraborty2941
    @nirvikchakraborty2941 3 หลายเดือนก่อน +1

    অসাধারণ Video ❤❤❤

  • @ShamimAhmed-rm4rx
    @ShamimAhmed-rm4rx 3 หลายเดือนก่อน +1

    দারুণ। এরকম আরও চাই।

  • @gangadharsau2343
    @gangadharsau2343 2 หลายเดือนก่อน +1

    Emon gaan bhaba jay

  • @soumikkantinag2215
    @soumikkantinag2215 3 หลายเดือนก่อน +1

    নমস্কার দারুণ সুন্দর এই সব গান।

  • @suchindeb1429
    @suchindeb1429 3 หลายเดือนก่อน +1

    গানের স্বর্ণযুগ আমাদের যে সব মহান শিল্পী ও সুরকার দিয়েছে তা তুলনাহীন, ওনারা চিরকাল সবার হৃদয়ে অমর হয়ে থাকবেন।