মনে হয় ডিরেক্টার সাহেব সুট করতে একটু তারাহুরা করে ফেলেছে। তা না এ রকম মিছটেক হয় কিভাবে। ১টা ভুলের কথা বলছি যখন বাপ্পা ভাই মেয়েটা সিদুর পরাতে যায় এই দৃশ্যটা আর একটু বাস্তব সম্মত করতে পারতো।
একটা দাদা তার ১ম বিবাহ বার্ষিকী উপলক্ষে তার স্ত্রী কে উৎসর্গ করে এই গানটির কয়েকটি লাইন গেয়ে ফেসবুকে আপলোড করেন সেখানেই এই গানটি আমি প্রথম শুনি আর এরপর সাথে সাথেই ইউটিউবে সার্চ করে অরিজিনাল গানটি এখনই শুনলাম এবং গানটির প্রেমে পরে গেলাম❤❤। সত্যি অসাধারণ একটি গান। অনেক অনেক ভালোবাসা বাপ্পা দা আপনার জন্য অসাধারণ গেয়েছেন। ❤❤❤
+Bappa Mazumder , Thank YOU for singing such a beautiful song !!! The music video is awesome too. Keep doing this good work and we always keep listening you Boss! :)
পাবনার গর্ব! বাংলাদেশে বাপ্পা মজুমদারের মতো এতোটা ক্লাসিক্যাল গলা সত্যিই কারো নেই। অন্ততঃ কোন পুরুষ শিল্পীর নেই এখনো! উস্তাদ নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর পরে বাপ্পা'দাই এখনো সেরা ক্ল্যাসিক্যাল ভয়েস আমার কাছে!
বাপ্পা মজুমদার নামটা শুনলেই মনে পড়ে, দারুন কন্ঠের এক গানের ফেরিওয়ালা। বাংলাদেশের একমাত্র গায়ক যার কোনো বিকল্প নেই। আপনার কাছে আরো সহস্র এ ধরনের গানের প্রত্যাশা রইল। Love u Bappa da. A great fan of yours....
বাংলাদেশে কণ্ঠ শিল্পীদের মধ্যে আমার সবচাইতে প্রিয় কণ্ঠ, প্রিয় মানুষ বাপ্পা মজুমদার , আমি আমার জীবনে উনার এতো গান শুনেছি যে কি আর বলবো :o , উনি এমন ভাবে গান গাইতে পারেন যে তার সুর আর কণ্ঠ শুনে আমি ছোটো বেলা থেকেই উনার ভক্ত ! আমি টুকটাক গান গাই কিন্তু আমার জীবনে গানের সুর আর গান সবচাইতে ভালবাসার জিনিষ ! বাপ্পা স্যার এর গানে আমি মাঝে মাঝে সেই ভালবাসাটা খুজে পাই ! #বাপ্পা মজুমদার স্যার ! অসম্ভব ভাবে আমি তার একজন ফিদা ...ধন্যবাদ আপনাকে ।। আপনি বাংলাদেশের একজন ক্রিতি সন্তান
model + music 2 ta mile jeno sobujer buke dhusor sada ronger kashful er moto ......... ek dike grammo poribesh onno dike banglar ghoroya notun bodhu ...... sob miliye awesome ekti songs ........... many many thanks dada
বাপ্পাদা আমি অনেকটা আপনার উপর অভিমান করেছিলাম মন ছুয়ে যাবার মত গান অনেকদিন আপনার কাছ থেকে পাচ্ছিলামনা। অনেক অনেক ধন্যবাদ । বাপ্পাদা অভিমান নিয়ে থেকে লাভ নেই। বাপ্পাদা্ গানটা শুনে অনেক ইমোশনাল হয়ে গেলাম। বার বার শুনছি।
অসাধারন স্যার আপনার সুর কথা সবসময় ভালো থাকবেন দেশের প্রিয় মানুষ বলে কথা বর্তমান প্রবাস থেকে শুনতেছি রোজ শুনতাম দেশে যখন বাবার শপ্ করতাম বর্তমান প্রবাসী শুভ কামনা আপনার জন্যে সুরের জগতে আপনাকে অনেক অনেক শুভেচ্চা অভিনন্দন❤❤❤❤❤❤
প্রথমবার শুনে যে গান ভালো লাগে সেটা বারবার শুনতেই ইচ্ছে হয় ... তার মধ্যে এই গান একটা ..... বাপ্পাদা তোমার ভোকালের তো জবাব নেই and this one is absolutely breathtaking .... thank you dada for such a mind soothing music .....👍🏼😊
প্রিয় শাহান কবন্ধ ভাই, আপনার নতুন 'জানালার গ্লাস' গানটি খুব ভালো লেগেছে আমার। এমনিতেই বাপ্পা দা'র গাওয়া যে কোনো গানই আমার ভালো লাগে। আর তা যদি আপনার, জুলফি ভাই, আপন আহসান এবং রাসেল ও নীল ভাইয়ের লিরিক হয়, তাহলে তো কথাই নেই। ভালো হোক আপনাদের। ভালো থাকুন, ভালো রাখুন।
Bappa Da Ami Bangla gaan Ekhon ager Moto Shuni na ... Urdu ghazal amar onek pryio kintu apnar ei gaan Amake onek mughdo koreche .. very nice music and tube I must say you did excellent job 👌👌👌👌
আমার কৈশোরে শোনা "এক মুহূর্তে চলে যাওয়া,এক মুহূর্তে ফেরা.... " আমার প্রথম ভালোবাসা ছিলো সেই গানটি। ক্লাস এইট,নাইন,টেন এ বছরগুলো কেটেছে যার গান শুনে,তিনি বাপ্পা! আজ ও কাজের ফাঁকে যাকে শুনি,তিনি ই বাপ্পা!! বাপ্পা মজুমদার আমার কাছে জীবনের একটি আনন্দের নাম❤️❤️❤️
I doubt if there is another established male singer in BD who can sing this song as beautifully as Bappa Da did. Just mond blowing! ..... nice work by himel!
গানের কথা, সুর হৃদয়ছোঁয়া।কন্ঠে যে আবেগ ও হাহাকার এসেছে আছে তা অদ্বিতীয়। মান্না দে ও জগজিত সিং এর সুর যেন ছুঁয়ে দিল মন। বাপ্পা ভাই, অসাধারণ। প্রসূন আজাদের অভিনয় দারুন।
বাংলা গজলসঙ্গীত সঙ্কলন হিসাবে অন্যতম সেরা একটি প্রাপ্তি ❤ চিত্রায়নটিও অপরূপ সুন্দর❤ সার্বিক উৎকর্ষতায় ভরপুর ❤ আপনার বহুমুখী প্রতিভা তো সুবিদিত যেহেতু আপনি বিভিন্ন আঙ্গিকের গানেই সমানতালে পারদর্শী ❤
Dear bappa da, You are my most favourite singer. Ek muhurte " - is the song that will be always on the top of my play list . please do make more songs. _ A biggest fan🖤
২০১৬ থেকে গান টা শুন্তেসি। এখনও এতটুকু খারাপ লাগেনি। আমার মতে, এই জীবনে শোনা অন্যতম সুন্দর এবং প্রিয় গান, বাপ্পা দা'র বেস্ট অফ দ্য বেস্ট সং বলে যদিকিছু থাকে তবে সেটা এই গান ই ❤
অসাধারণ নান্দনিকতায় পরিপূর্ণ বাপ্পাদার এই গান খানি। প্রষুন আজাদের অভিব্যক্তি সমসাময়িক দুই বাংলার অন্যকোন অভিনেত্রী দিতে পারবেন বলে মনে হয়না। আমি একই গান বার বার খুব কমই শুনি। কিন্তু গানটি বেশ কয়েকবার শুনতে ইচ্ছা করে। এই গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
দাদা সরল জীবনের অনুলিপি সুমিষ্ট স্বরে বেঁধেছেন, নির্বোধ এই কান এ সারল্য কখনও ভুলতে পারে না, তাই রাত বিরাতে খুঁজে শোনাতে হয়। ভালো থাকবেন আমার সুরস্রষ্টা।
If i am looking for the grammar of music and the definition of clarity then Bappa Majumder you are best. From your songs i dont just enjoy it but learn too. Amazing song, reminding me the root of our Bnagla music. Thanks.
আমি সাধারণত ইউটিউব ভিডিও তে খুব একটা কমেন্ট করি না।কিন্তু এই গান টা আমাকে একটা কমেন্ট রেখে দিতে ভাদ্য করলো ধন্যবাদ বাপ্পা ভাই আমাদের এতো সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য☺🙂
I am a die-hard fan of Ghazals. Mostly I do not listen Bengali songs much, besides old ones. But now I have fan of his voice and singing, listening for last 5 days continuously; and sending links to all my friends who loves music. from : Kolkata.
no one could have sung this song to such perfection other than bappa...the audio and music are so peaceful and soulful...the video and making is also fabulous...this is the type of song that the audience craves to listen...
এমন শিল্পী শত বছরে দেখা যায় একজন।।।অনেক শিল্পীই সময়ের সাথে গানকে কেমন যেন কৃত্তিম মেশিন প্রসেস বানিয়ে ফেলেছে।।গান আর গানের জায়গায় রইল না।।শুধু মিউজিক আর এলোমেলো লিরিক আর ফুটুর ফাটুর ফাইট্রা যায়। সেই গান গুলো শুধু ফুটুর ফাটুর সময় ফুরোলেই শেষ। কিন্তু বাপ্পাদার গান শুনলে মনে হয়,আহা এই বুজি ছোয়া লাগিল প্রানে,বিষের ব্যাথা গলিল আমার অসীম জ্বলে। রেশ রয়ে যায়।।।এসব গানের কদর সবাই বুজেনা।।।। Legendary song ......my favorite bappa da... কিছু লিরিক আছে আপনার জন্য।
দাদা... অনেক সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ.. ডিরেক্টর এবং ভিডিও কনসেপ্টটি যিনি দিয়েছেন তাকেও অনেক ধন্যবাদ.. মিউজিক ভিডিও এমন পরিশালীত এবং বাংলাদেশ এর সংস্কৃতির প্রতিনিধিত্ব করুক :)
For all those people out there, who lost their hope in bangla music........Its a good reminder of those golden days .I repeat , a very good reminder . Really enjoyed it .
প্রসূন আযাদ, আর জানলার গ্লাস :) দুইটা মিলে বিশেষ এক সুন্দরতা ♥♥♥ বাপ্পা স্যার আমার ফুফির অনেক পছন্দ,সেখান থেকেই বাপ্পা মজুমদার আমার পছন্দের তালিকায়। খুব খুব রোমান্টিক একটা গান,এক কথায় অসাধারণ। শুভকামনা।
আপনাদের ভালোবাসায় আমি অভিভূত। সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ।
বেঁচে থাকুন
i can't believe still you are singing fantastic.
:-* :-* :-*
মনে হয় ডিরেক্টার সাহেব সুট করতে একটু তারাহুরা করে ফেলেছে। তা না এ রকম মিছটেক হয় কিভাবে। ১টা ভুলের কথা বলছি যখন বাপ্পা ভাই মেয়েটা সিদুর পরাতে যায় এই দৃশ্যটা আর একটু বাস্তব সম্মত করতে পারতো।
+Nadim Hasan ৪.৫৫ মিনিটের মিউজিক ভিডিওতে আর কতটাই বা কি দেখানো পসিবল???? :-/
একটা দাদা তার ১ম বিবাহ বার্ষিকী উপলক্ষে তার স্ত্রী কে উৎসর্গ করে এই গানটির কয়েকটি লাইন গেয়ে ফেসবুকে আপলোড করেন সেখানেই এই গানটি আমি প্রথম শুনি আর এরপর সাথে সাথেই ইউটিউবে সার্চ করে অরিজিনাল গানটি এখনই শুনলাম এবং গানটির প্রেমে পরে গেলাম❤❤। সত্যি অসাধারণ একটি গান। অনেক অনেক ভালোবাসা বাপ্পা দা আপনার জন্য অসাধারণ গেয়েছেন। ❤❤❤
Thanks everyone for you wonderful words .Keep listening . Love you all .
+Bappa Mazumder , Thank YOU for singing such a beautiful song !!! The music video is awesome too. Keep doing this good work and we always keep listening you Boss! :)
+Bappa Mazumder Gaan-ta bhalo laglo....gaaner kotha "Glass" na hoye "Kanch" hole hoyto manato bhalo.....bhalo thakben. Bapi Mazhar, Perth, Australia.
luv yu lot dada
দাদা, জানলার গ্লাস না বলে জানালার কাচ বললে ভালো হইত। গ্লাস শব্দটা এইখানে ভালো শোনায় নাহ। ধন্যবাদ।
বাপ্পা দা তোমার গান সবসময়ই তো সুন্দর :)
পাবনার গর্ব! বাংলাদেশে বাপ্পা মজুমদারের মতো এতোটা ক্লাসিক্যাল গলা সত্যিই কারো নেই। অন্ততঃ কোন পুরুষ শিল্পীর নেই এখনো! উস্তাদ নিয়াজ মোহাম্মাদ চৌধুরীর পরে বাপ্পা'দাই এখনো সেরা ক্ল্যাসিক্যাল ভয়েস আমার কাছে!
গর্ব হয়, এদেশে একজন বাপ্পা মজুমদার আছে!
এত অসাধারণ এখনো কেউ গেয়েই চলেছে আমাদের সবার জন্য। ধন্যবাদ দাদাই :)
Well im frm kerala and one of my friend recommended me watch this song and trust me it changed the way I seen Bengali songs before. Loved it
Watch his other songs.
'Bappa Mazumder'
I also recommended highly "shei meyeti amon" . Bappa's another masterpiece
And "Din bari jai" ❤❤
Can you please convert this song with malayalam lyrics?
Thanks
বাপ্পা মজুমদার নামটা শুনলেই মনে পড়ে,
দারুন কন্ঠের এক গানের ফেরিওয়ালা।
বাংলাদেশের একমাত্র গায়ক যার কোনো বিকল্প নেই। আপনার কাছে আরো সহস্র এ ধরনের গানের প্রত্যাশা রইল।
Love u Bappa da.
A great fan of yours....
বাংলাদেশে কণ্ঠ শিল্পীদের মধ্যে আমার সবচাইতে প্রিয় কণ্ঠ, প্রিয় মানুষ বাপ্পা মজুমদার , আমি আমার জীবনে উনার এতো গান শুনেছি যে কি আর বলবো :o , উনি এমন ভাবে গান গাইতে পারেন যে তার সুর আর কণ্ঠ শুনে আমি ছোটো বেলা থেকেই উনার ভক্ত ! আমি টুকটাক গান গাই কিন্তু আমার জীবনে গানের সুর আর গান সবচাইতে ভালবাসার জিনিষ ! বাপ্পা স্যার এর গানে আমি মাঝে মাঝে সেই ভালবাসাটা খুজে পাই ! #বাপ্পা মজুমদার স্যার ! অসম্ভব ভাবে আমি তার একজন ফিদা ...ধন্যবাদ আপনাকে ।। আপনি বাংলাদেশের একজন ক্রিতি সন্তান
বাপ্পা দা, কতো হাজার বার গানটা শুনেছি... তা আমি নিজেও জানিনা।
রিলিজের দিন থেকে শুনে যাচ্ছি অরুচী হয়না কখনো :) অমৃত
এতোটা লাজুক অভিনয়! উফফ😍😍
দারুন। যা ভালো লাগছে না 😍😍
model + music
2 ta mile jeno sobujer buke dhusor sada ronger kashful er moto .........
ek dike grammo poribesh onno dike banglar ghoroya notun bodhu ......
sob miliye awesome ekti songs ...........
many many thanks dada
ইমরানের কন্ঠ বাপ্পা মজুমদারের ধারেকাছে নেই তবুও কেন ইমরান বেশী জনপ্রিয়, কে কে একমত বাপ্পাদার কন্ঠ বেশী ভাল
abal koi imran vudar bal..r koi bappa da❤ top 10 a bappar nam ta ase abal dak
Apnake k bolche Emraan beshi jonopriyo?
১০০% বাপপা
bappa da beshi live kore.popularity tader e jara live kore.emran just computer based singer.bappa dar dhare kacheo nai
sotto bolcen vai
এতবার গানটা শুনেছি তারপরও পুরানো হয়না। প্রত্যেকে বার মুগ্ধ হই।অসাধারণ গান । ধন্যবাদ বাপ্পাদা।❤
অনুপম রায়ের মতো আবেগী কন্ঠস্বর অনেকটা, অসাধারণ উপস্থাপনা( কোলকাতা থেকে)।
গর্ব হয়,আমাদের একজন বাপ্পা মজুমদারের মত গুনী শিল্পী আছে❤
Lots of love from Kolkata,India....superb composition,tabla parts are awsome...brilliant voice u have Mr.Bappa....God bless you sir...
দাদা মনে হয় আবারো বাংলা গানে প্রাণ ফিরে ফেল।মান্না দে,,নচিকেতা দের উত্তরসূরি আপনিই।ক্যাম্পাস,, বিরক্তিকর জ্যাম আর বাসার ছাঁদ টাই বাপ্লি দাদার সুরেই মোহিত।।ধন্যবাদ দাদা।☺
বাপ্পাদা আমি অনেকটা আপনার উপর অভিমান করেছিলাম মন ছুয়ে যাবার মত গান অনেকদিন আপনার কাছ থেকে পাচ্ছিলামনা।
অনেক অনেক ধন্যবাদ । বাপ্পাদা অভিমান নিয়ে থেকে লাভ নেই। বাপ্পাদা্ গানটা শুনে অনেক ইমোশনাল হয়ে গেলাম। বার বার শুনছি।
Love u dada
@syed ahmed vai, apni ki Chittagong er??
অসাধারন স্যার আপনার সুর কথা সবসময় ভালো থাকবেন দেশের প্রিয় মানুষ বলে কথা বর্তমান প্রবাস থেকে শুনতেছি রোজ শুনতাম দেশে যখন বাবার শপ্ করতাম বর্তমান প্রবাসী শুভ কামনা আপনার জন্যে সুরের জগতে আপনাকে অনেক অনেক শুভেচ্চা অভিনন্দন❤❤❤❤❤❤
প্রথমবার শুনে যে গান ভালো লাগে সেটা বারবার শুনতেই ইচ্ছে হয় ... তার মধ্যে এই গান একটা ..... বাপ্পাদা তোমার ভোকালের তো জবাব নেই and this one is absolutely breathtaking .... thank you dada for such a mind soothing music .....👍🏼😊
+Aqueous Annie thank you
প্রিয় শাহান কবন্ধ ভাই, আপনার নতুন 'জানালার গ্লাস' গানটি খুব ভালো লেগেছে আমার। এমনিতেই বাপ্পা দা'র গাওয়া যে কোনো গানই আমার ভালো লাগে। আর তা যদি আপনার, জুলফি ভাই, আপন আহসান এবং রাসেল ও নীল ভাইয়ের লিরিক হয়, তাহলে তো কথাই নেই। ভালো হোক আপনাদের। ভালো থাকুন, ভালো রাখুন।
dada ami sotti kotobar ganta sunechi gune bolte parbona.... it's really heart touching song.. thanks for beautiful song..
মন খারাপ হলেই এই গানটা আমি শুনি। এই গানটা শুনলে কেন জানি আমার মন ভালো হয়ে যায়। অসাধারণ দাদা।
কন্ঠের মায়াজালে বার বার আবদ্ধ হচ্ছি, নেশাতুর এই কান আপনার কন্ঠ খুঁজে নিরন্তর, ভালো থাকুন অনন্ত কাল, আমাদের মাঝে এইসব দিবারাত্রি। ❤❤❤
Bappa Da Ami Bangla gaan Ekhon ager Moto Shuni na ... Urdu ghazal amar onek pryio kintu apnar ei gaan Amake onek mughdo koreche .. very nice music and tube I must say you did excellent job 👌👌👌👌
Sir I'm speechless.
You are another living legend of our country.Always wants to see u like this.
+Nill Akram Thanks
অসাধারণ। ক্ল্যাসিক্যাল ঘরনার রাগমিশ্রিত এমন গান আরও চাই বাপ্পা ভাই। ❤
অনেকদিন পর দাদা মনের মত একটা গান শুনলাম :)
অনেক ভালো লাগছে দাদা
ami chirokaal e apnar gaaner bhakto....kato abangali ke je apnar gaan suniyechi .....with love n wishes from India....bhalo thakben
ইট ইজ এ মাস্টারপিস :) একচুয়ালী আই ওয়াজ নট এ ফন অফ বাপ্পা, বাট গান টা শুনার পর ফ্যান হই গেলুম :)
অপুর্ব, সত্যিই খুব ভালো লেগেছে গানটা সেই সাথে উপস্থাপনাটাও।
দাদা, ভারী অন্যায় করেছেন এতো অসাধারন একটা গানের জন্য এতদিন অপেক্ষায় রেখে।
সত্যিই অসাধারন দাদা
+Liaqut Hossain Lalin hahahhaa Thanks
আমার কৈশোরে শোনা "এক মুহূর্তে চলে যাওয়া,এক মুহূর্তে ফেরা.... "
আমার প্রথম ভালোবাসা ছিলো সেই গানটি।
ক্লাস এইট,নাইন,টেন এ বছরগুলো কেটেছে যার গান শুনে,তিনি বাপ্পা!
আজ ও কাজের ফাঁকে যাকে শুনি,তিনি ই বাপ্পা!!
বাপ্পা মজুমদার আমার কাছে জীবনের একটি আনন্দের নাম❤️❤️❤️
I doubt if there is another established male singer in BD who can sing this song as beautifully as Bappa Da did. Just mond blowing!
..... nice work by himel!
দাদা আমি আপনার একজন ভারতীয় ভক্ত আপনি আমার idol অনেক প্রণাম
emn sur onk santi lage sunte... r ekhn kisu music to suntei pari na.. matha dhore jay.. well done
সাবলীল সহজিয়া লিরিক অনিন্দ্য অভিনয় কোন এক শীতের সকালে প্রথম শোনা, সেই থেকে শুনেই যাচ্ছি। ধন্যবাদ বাপ্পা ভাই। ❤❤❤
কম্পিউটার নির্ভর শিল্পীদের ভিড়ে একটি নির্ভেজাল শুদ্ধ কণ্ঠসর।
Shanjoy Das
Right
Computer chara gan banniye audenceder kache pouchano impossible
আজ থেকে প্রায় ২ বছর আগে প্রায়ই শোনা হতো এই গান।
হঠাৎ সুরটা মাথায় বাজছে তাই শুনতে চলে এলাম😊
ভালো লাগার মতো গান🖤
গানের কথা, সুর হৃদয়ছোঁয়া।কন্ঠে যে আবেগ ও হাহাকার এসেছে আছে তা অদ্বিতীয়।
মান্না দে ও জগজিত সিং এর সুর যেন ছুঁয়ে দিল মন। বাপ্পা ভাই, অসাধারণ।
প্রসূন আজাদের অভিনয় দারুন।
+Bappi Aninda thanks
Apnar Gola ta Sunlei Mon ta bhore othe Sir...Natojanu hoy Pronam Korlam🙏🙏 from India, Kolkata.
বাপ্পা দা তোমার ক্রিয়েশন মানে সব সময় নতুন কিছু। তুমি আরো বেশি বেশি মিউজিক করো প্লিজ। তোমার মিউজিক এর স্বাদটাই অন্যরকম।
বাংলা গজলসঙ্গীত সঙ্কলন হিসাবে অন্যতম সেরা একটি প্রাপ্তি ❤ চিত্রায়নটিও অপরূপ সুন্দর❤
সার্বিক উৎকর্ষতায় ভরপুর ❤ আপনার বহুমুখী প্রতিভা তো সুবিদিত যেহেতু আপনি বিভিন্ন আঙ্গিকের গানেই সমানতালে পারদর্শী ❤
যত বার শুনি না কেন আবার শুনতে ইচ্ছে করে । আরও ভাল গান করুন
tnx
uuii
বাপ্পাদা আপনার তুলনায় শুধু আপনি নিজেই। ভালো থাকবেন
পুরনো দিনের বাংলা গানের কথা মনে পড়ে গেল 😍😍😍
বার বার শুনার মতন একটা গান 👌👏✌
পরী গানটা দিয়েই আপনার গান শোনা। এর পর থেকেই আপনার ফ্যান। এই গানের লিরিক্স, ভয়েস সবকিছু মিলে অসাধারণ। ☺
জানালার গ্লাসে এক জোড়া চোখ
রাতভর কথা হয় বালিশে
অভিমান নিয়ে থেকে লাভ কি
আয়নাটা ভারী হয় নালিশে""!
অদ্ভুত মায়া এই গানটায়....একটুও পুরোনো হবে না কোনদিন
Dear bappa da,
You are my most favourite singer.
Ek muhurte " - is the song that will be always on the top of my play list . please do make more songs.
_ A biggest fan🖤
২০১৬ থেকে গান টা শুন্তেসি। এখনও এতটুকু খারাপ লাগেনি।
আমার মতে, এই জীবনে শোনা অন্যতম সুন্দর এবং প্রিয় গান,
বাপ্পা দা'র বেস্ট অফ দ্য বেস্ট সং বলে যদিকিছু থাকে তবে সেটা এই গান ই ❤
অনেক সুন্দর ! দক্ষিনা বাতাসের মতো :)
অসাধারণ নান্দনিকতায় পরিপূর্ণ বাপ্পাদার এই গান খানি। প্রষুন আজাদের অভিব্যক্তি সমসাময়িক দুই বাংলার অন্যকোন অভিনেত্রী দিতে পারবেন বলে মনে হয়না। আমি একই গান বার বার খুব কমই শুনি। কিন্তু গানটি বেশ কয়েকবার শুনতে ইচ্ছা করে। এই গানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।
দারুন বাপ্পা দা... অনেকদিন পর অন্যরকম সুর শুনলাম...সাথে দারুন কিছু কথা আর আপনার কন্ঠ...ভাল লাগলো :)
+Habiba sultana Banna Thanks
+Bappa Mazumder great dada
দাদা সরল জীবনের অনুলিপি সুমিষ্ট স্বরে বেঁধেছেন, নির্বোধ এই কান এ সারল্য কখনও ভুলতে পারে না, তাই রাত বিরাতে খুঁজে শোনাতে হয়। ভালো থাকবেন আমার সুরস্রষ্টা।
বাংলা মিউজিক ভিডিও তে কোন নারী এত লাজুক অভিনয় করতে দেখিনি। বুকে হাহাকার শুরু হয়ে গেছে। প্রসুন আজাদ কে অভিনন্দন !!!
+Ami Anu আর বাপ্পাদার কথা নতুন করে বলার কিছু নেই। বরাবরের মতই ক্লাসিক।
+Ami Anu অনেক ধন্যবাদ
@anupam rahi, কি কমেন্ট করলেন!!
ছোটবেলা থেকেই বাপ্পা দার গান শুনি, গাইও মাঝে মাঝে, বন্ধুরাও অনেকে আমাকে ঠাট্টা করে বাপ্পা মজুমদার ডাকে মাঝে মধ্যে 😁😁😆
গানটা হৃদয়ভেদী দাদা..... 💘💘💜
I m listening this song 100 times in a day ... Mind blowing I have to say ...
The combination of lyrics and tunning is really amazing ...
+Keya Chowdhury Thanks
ইউটিউবে সার্চ দিলাম শাহান কবন্ধ।ইউটিউব এ গানটি শুনতে বললো। কী সুন্দর কম্পোজিশন! লিরিক,সুর কিংবা গায়কী সব মিলিয়ে যাকে বলে ❤
Janalar Glass is Bappa da's masterpiece...not a single day goes without listening this amazing song..
আসলেই দেবী রূপে লাগছে মেয়ে টা কে।। বাপ্পা দা কে অনেক ধন্যবাদ
As always genius Bappa is rocks. what a fantastic singer! what a different voice! just awesome.
Thanks!
gaanti protidin ekbar na shunle mone hoi kisu ekta missing...
I just love this song too much..💜💜💜
Bappa da you are damn exceptional.
If i am looking for the grammar of music and the definition of clarity then Bappa Majumder you are best. From your songs i dont just enjoy it but learn too. Amazing song, reminding me the root of our Bnagla music. Thanks.
Thanks!
আমি সাধারণত ইউটিউব ভিডিও তে খুব একটা কমেন্ট করি না।কিন্তু এই গান টা আমাকে একটা কমেন্ট রেখে দিতে ভাদ্য করলো ধন্যবাদ বাপ্পা ভাই আমাদের এতো সুন্দর একটি গান উপহার দেয়ার জন্য☺🙂
অদ্ভুত সুন্দর বাপ্পা দা, বরাবরের মতোই অসাধারন। ♥♥♥
এমন যদি হত,বাপ্পার এই গানটি আমি আমার ভালোবাসার মানুষটার পাশে বসে শুনতে পারতাম।সে যে হারিয়ে গেছে
আল্লাহ্ আপনার গলায় কি জাদু দিয়েছে!!!!!!!!!!!! @ bappa
যতবার শুনি ততবার ই মনে হয় আজ ই প্রথম শুনছি। ক্লান্ত দুপুরে কিংবা গভীর রাতে গান টা যেন আরো আরো সুমধুর হয়ে ওঠে...........................।।
Valo!!
Coffie house ar addata...
ar ekta tan kothai jeno paowa gelo....
yes,1:54 second a.
+Tania Ferzana agreed. ganer kothagulo ar video ta sundor, kintu sur ta te notunotto nei. Bappa Mazumder - vai ar ektu koshto korte hobe.
Tania Ferzana ......agreed....!!
I am a die-hard fan of Ghazals. Mostly I do not listen Bengali songs much, besides old ones. But now I have fan of his voice and singing, listening for last 5 days continuously; and sending links to all my friends who loves music.
from : Kolkata.
u r always difference.. even it was awesome.. heard many times.. wd bappa da
+Easir shawon Thanks
C
Bappa Mazumder You are one of the great singer 👌
"... আমলকি পিয়ালের কুঞ্জে
কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে ...."
অপূর্ব! পুরাতন সুর নতুন করে পাব বলে বারে বারে ফিরে আসি এই গানটিতে।
এমন করেই গেয়ে জান ভাই
no one could have sung this song to such perfection other than bappa...the audio and music are so peaceful and soulful...the video and making is also fabulous...this is the type of song that the audience craves to listen...
বাংলা গানে এক অনন্য সংযোজন। অভিনন্দন সাধুবাদ অনিঃশেষ।
অনেক ভালো লাগলো দাদা...আপনার দীর্ঘায়ু কামনা করছি...
+Shahin Ahmed ধন্যবাদ ভাই
কত গুলা মানুষ আছে ডিসলাইক কি জিনিস বুঝেনা, তাই দিয়ে দিছে, এই গান্টা ডিসলাইক দেওয়ার মত গান না,ধন্যবাদ বাপ্পা ভাইয়াকে
লুকোচুরি প্রেম...
Aurora Nishi আমার হৃদয় ছুয়ে গেছে
Janalar glasse ak jora cokh....ki ashadharon gailen.Sudhu shunchi r shunchi😊
I can listen this song in loop.....Lyrics and voice of Bappa Majumdar❤️
Thanks!
One of the finest voice Bangladesh has ❤
Fan from CTG
Just wonderful! Thanks for such a meaningful gift!
Thanks!
দাদা সেই ছোটো সময় থেকে তোমার গান সুনে অাসতেছি গান সুনে কোনো সময় তৃপ্তী মেটাতে পারি না
Truely a masterpiece ... proud of you Bappa da ...
এমন শিল্পী শত বছরে দেখা যায় একজন।।।অনেক শিল্পীই সময়ের সাথে গানকে কেমন যেন কৃত্তিম মেশিন প্রসেস বানিয়ে ফেলেছে।।গান আর গানের জায়গায় রইল না।।শুধু মিউজিক আর এলোমেলো লিরিক আর ফুটুর ফাটুর ফাইট্রা যায়। সেই গান গুলো শুধু ফুটুর ফাটুর সময় ফুরোলেই শেষ। কিন্তু বাপ্পাদার গান শুনলে মনে হয়,আহা এই বুজি ছোয়া লাগিল প্রানে,বিষের ব্যাথা গলিল আমার অসীম জ্বলে।
রেশ রয়ে যায়।।।এসব গানের কদর সবাই বুজেনা।।।।
Legendary song
......my favorite bappa da...
কিছু লিরিক আছে আপনার জন্য।
ভিডিওটা খুব ভালো লেগেছে + গানের কথা চমৎকার :)
+S. M. Al Muhid Shihab ধন্যবাদ
ভাইয়া অনেক দিন পর তোমার অন্য রকম একটা গান শুনলাম ।অনেক ভালো লাগলো ☺ ☺
Salute Bappa Sir!! You are an amazing composer. Love every nano piece of your work.
অদ্ভূত!!
এই প্রথম বাপ্পা নাকি নাকি সুর ছাড়া চমৎকার একটা গান গাইলো।
গুনগুনিয়ে প্রায় বাপ্পা ভাইয়ের গান গুলো গাই মা হাসে খুব,
ধন্যবাদ আমার প্রিয় শিল্পী,,,,
আপনাকেও ধন্যবাদ
সত্যি বলতে কি একেবারে নস্টালজিয়ায় পেয়ে বসেছিল । যেন ৬০ দশকের শেষের দিকের বাংলা সিনেমা দেখে যে আনন্দ পেতাম ঠিক সে রকমই । অনেক অনেক ধন্যবাদ ।
দাদা... অনেক সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ.. ডিরেক্টর এবং ভিডিও কনসেপ্টটি যিনি দিয়েছেন তাকেও অনেক ধন্যবাদ.. মিউজিক ভিডিও এমন পরিশালীত এবং বাংলাদেশ এর সংস্কৃতির প্রতিনিধিত্ব করুক :)
+Subrata Paul thank you
গানটায় ক্লাসি একটা ভাব আছে। সেই ২০১৬ সাল থেকে শুনতেছি। প্রতিবার এসে নতুন কিছু পাই। এই গান কখনো পুরোনো হবার না।
What a classical vocal ... Thank you!
২০১৭ তে প্রথমদিন শুনে যেমন লেগেছে তেমনি নতুন। এককথায় এই গান আমার কাছে 'চিরযৌবন'💙💙
For all those people out there, who lost their hope in bangla music........Its a good reminder of those golden days .I repeat , a very good reminder . Really enjoyed it .
প্রসূন আযাদ, আর জানলার গ্লাস :)
দুইটা মিলে বিশেষ এক সুন্দরতা ♥♥♥
বাপ্পা স্যার আমার ফুফির অনেক পছন্দ,সেখান থেকেই বাপ্পা মজুমদার আমার পছন্দের তালিকায়।
খুব খুব রোমান্টিক একটা গান,এক কথায় অসাধারণ।
শুভকামনা।
but music video is so touchy... thnx for this
কথা আর সুর সত্যি, কি বলবো দাদা এক দম অসাধারণ❤❤