ইছাপুর - নবাবগঞ্জ। ঘরের পাশেই দারুণ ভ্রমণ। যাওয়া এবং খাওয়া।। Jaoa Ebong Khaoa Ichapore Nababganj

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ค. 2024
  • ইছাপুর এবং নবাবগঞ্জ, গঙ্গাপাড়ের এই জনপদের ইতিহাস কিন্তু প্রাচীন। পুরানো ঘাটগুলিতে এখনও স্মৃতিমাখা গল্পের ছলাৎ ছল শব্দ শোনা যায়। গঙ্গার ধার ঘেঁসে থাকা বনেদি বাড়িগুলি, সুপ্রাচীন মন্দিরগুলি, সেই আভিজাত্যের কাহিনী শোনায়। সুন্দর একটা বেড়ানোর মধ্যে দিয়ে দিনটা যে কিভাবে কেটে যায় তা এখানে না এলে বোঝাই যেত না। এবারে তাই যাওয়া এবং খাওয়া নিয়ে আমরা হাজির ইছাপুর এবং নবাবগঞ্জে।

ความคิดเห็น • 38

  • @pranabghosh2786
    @pranabghosh2786 22 วันที่ผ่านมา +7

    আমি আপনার সাপ্তাহিক ব্লগে র একজন নিয়মিত সদস্য। প্রথমে ই আপনাকে ধন্যবাদ জানাই, আপনি যে ভাবে বাংলার প্রত্যন্ত এলাকা র ঐতিহ্যবাহী স্থান গুলি আমাদের সন্মুখে উপস্থাপন করেন তা সত্যিই প্রশঙশণীয়।

  • @bipradasbanerjee3713
    @bipradasbanerjee3713 3 วันที่ผ่านมา +1

    খুব ভালো লাগলো। মন ভালো হয়ে গেল। ❤❤❤

  • @kallolmukherjee1900
    @kallolmukherjee1900 22 วันที่ผ่านมา +3

    অবশ্যই ভালো লাগলো। ভালো লাগার মূল কারণটা, আমি কেন, প্রায় কেউই এইসব কাছের জায়গাগুলোতে বেড়াতে যাব না। আপনি সেইসব জায়গাগুলোকে তুলে ধরছেন অত্যন্ত সুন্দর ভাবে। সরকারের কাছেও এই সকল প্রয়োজনীয় তথ্য নেই। ধন্যবাদ। ... আবার বুধবার।

  • @sampascreation4770
    @sampascreation4770 6 วันที่ผ่านมา +1

    Asadharon laglo apnar vlog r apnar kotha gulo editing khub valo laglo

  • @abhishekghoshal6053
    @abhishekghoshal6053 22 วันที่ผ่านมา +2

    apurbo mandir, asadharon jamidarbari, hooghly nodir anupam shobha, launch e kore nodir shobha upobhog korar mojai alada, khub sundar sabujer sombhar, sundar dighi

  • @biswajitdutta849
    @biswajitdutta849 9 วันที่ผ่านมา +1

    Apni bhalo thakben sustho thakben. God bless you. 🙏🙏

  • @sanchitadasgupta6655
    @sanchitadasgupta6655 19 วันที่ผ่านมา +1

    আমি ইছাপুর নবাবগঞ্জে র বাসিন্দা আপনার এই পোস্ট টা দেখে খুব ভালো লাগলো অনেক ধন্যবাদ।

  • @utpalbiswas1698
    @utpalbiswas1698 22 วันที่ผ่านมา +2

    Thanks for your information.❤

  • @SwapanMondal-d5y
    @SwapanMondal-d5y 18 วันที่ผ่านมา +1

    নমস্কার জানাই আপনাদের দুজনকেই, আমি ইছাপুর নবাবগঞ্জের বাসিন্দা। খুব সুন্দর করে সাজিয়ে তুললেন এই প্রথম আমার জন্ম ভুমি কে। চালিয়ে জান। ধন্যবাদ।

  • @ajitacharya9715
    @ajitacharya9715 22 วันที่ผ่านมา +2

    BES SUNDOR LAGLO APNADER AEI VIDEO.
    MONTA BES ANNO ROKOM HOEY JAY. BHALO THAKBEN.DHANYABAD,

  • @arpita.lifestyle
    @arpita.lifestyle 22 วันที่ผ่านมา +2

    Darun hoacha dada.

    • @islammohd5916
      @islammohd5916 9 วันที่ผ่านมา

      খুব ভালো লাগলো আপনার এই ভিডিও টা আসলে 1971 to 1985 এই ইষ্ট ল্যান্ড কোয়ার্টার নম্বর 59/9 এ আমিও আমার মা বাবা ভাই বোনদের সাথে থাকতাম। বাবা রাইফেল ফ্যাক্টরীতে চাকরি করতেন আর আমি রাইফেল ফ্যাক্টরি হাই স্কুলে পড়তাম। ভীষণ ভালো লাগতো পরিষ্কার পরিবেশ বিরাট পুকুর সব কোয়ার্টার ফুল কোয়ার্টার নেওয়ার জন্য এডভ্যান্স বুকিং চলতো।
      আমরা 1985 তে অর্ডিন্যান্স ফ্যাক্টরি শাহজাহানপুর ট্রান্সফার হয়ে চলে আসলাম। আমি দু বচ্ছর আগে গিয়েছিলাম ইষ্ট ল্যান্ডের দুর্দশা দেখে অবাক হয়ে গেলাম।
      আসলে অর্ডিন্যান্স ফ্যাক্টরি গুলোতে হিউজ রিটায়ারমেন্ট আর নিযুক্তি তে প্রতিবন্ড থাকার জন্য আল ইন্ডিয়া তে 41 টা অর্ডিন্যান্স ফ্যাক্টরির একই অবস্থা তারপর অবার বর্তমান সরকার কয়েক বচ্ছর আগে করপোরেশন এ কভার্ট করে একে বারে শেষ হবার পথে ঠেলে দিয়েছে।
      সারা ভারতে অর্ডিন্যান্স ফ্যাক্টরির এস্টেট কোয়ার্টারের উই একই অবস্থা সব কোয়ার্টারের জনবিহীন হয়ে গেছে আসে পাশে জঙ্গল গজিয়ে উঠেছে। এত সুন্দর এই এস্টেটের এরকম অবস্থা দেখলে কান্না পায় কিন্তু গার্মেন্টের পলিসির জন্য শেষ। ধন্যবাদ

  • @sudipsarkar4193
    @sudipsarkar4193 22 วันที่ผ่านมา +2

    আজকের প্রতিবেদন টা ভীষণ রকম ভাল লেগেছে ।

    • @drishyakalpo
      @drishyakalpo  22 วันที่ผ่านมา

      @@sudipsarkar4193 অসংখ্য ধন্যবাদ

  • @ranachakraborty8916
    @ranachakraborty8916 22 วันที่ผ่านมา +1

    আজ. প্রথম দেখলাম, খুব ভাল লাগলো

  • @sudeshnasinharay5272
    @sudeshnasinharay5272 21 วันที่ผ่านมา

    Anek ajana k jante parchi dada. Video vison valo laglo, bishes kore ganga parapar.🙏👍👌

  • @anshumanghosh450
    @anshumanghosh450 7 วันที่ผ่านมา +1

    নৈহাটী নিয়ে একটা ছোট ছবি করুন। বড় কালি ছাড়াও আরও অনেক কিছু নৈহাটীতে আছে। ধন্যবাদ আপনাদের দুজনকে।

    • @drishyakalpo
      @drishyakalpo  7 วันที่ผ่านมา

      অনেক ধন্যবাদ।। আমাদেরও ইচ্ছে আছে নৈহাটি যাওয়ার। এ ব্যাপারে আমাদের একটু সাহায্য করবেন তথ্য দিয়ে?

  • @user-nm2dr9ij3u
    @user-nm2dr9ij3u 22 วันที่ผ่านมา +2

    Jamindar barir ar ektu history o bhetorer kichu purono nidorshan dekha gele bhalo lagto.

    • @drishyakalpo
      @drishyakalpo  22 วันที่ผ่านมา

      @@user-nm2dr9ij3u ঠিকই কিন্তু ভিতরে ঢোকা মুশকিল।

  • @sr-ll3ol
    @sr-ll3ol 22 วันที่ผ่านมา +1

    Khub miss kori 1989 e chere chole gechi ...

  • @subhagatadas1578
    @subhagatadas1578 21 วันที่ผ่านมา +4

    Ami Ek2 Eastland niye bolte chai. Vlog a dekhano 1ti katha amar mon chuye galo, J eastland samandhye kono katha sthaniya ra bolte parlo na. Karon akhon jara eastland aa jay tara jane e na J 90 er dashak a eastlnd chilo ghonoboshoti purno elaka. O e J quatergulo oguli gomgom korto defence factory te kormorata majdoor er poribar a. Kin2 2000 shal porte na porte huge retirement r notun kore recruitment na hoay 1 er por quERTER khali hoye galo. Tarpor central government a e quarter gulor opor ato besi porriman tax boshalo J worker ra quarter theke flar er EMI sasta hoye galo. Prasngoto bola jay ae east land er 1 angsho manush 1jaygay flat kine 1ti notun para tyri kore feleche tra naam parbati complex. R 1 angher manush jomi kine bari kore develop korlo o e sab area. Jar barnana apni vlog a korechen o e purbasha, indrapuri o e sab area.
    East land 1kal a koto jomjomat jayga chilo. O e Jhil pare bosar jayga paoa jeto na. Bikel belay pratyek ti maath a bachchara khelay mogno thakto. Club guli te durga puja kali pujar romroma.
    Hay re akhon eastland. Asririr astana hoyeche. Sandhyer por dhoka baron.
    Purono katha mone pore khub kosto kosto lagche

    • @drishyakalpo
      @drishyakalpo  20 วันที่ผ่านมา

      আমি আপনার কষ্টটা অনুভব করতে পারছি। আমার নিজেরও খুব খারাপ লাগছিল দেখে, এত পরিকাঠামো, এত বাড়ি সার দিয়ে রয়েছে থাকার কেউ নেই। প্রশাসনিক অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাচ্ছে দেখে খারাপ লাগছিল। আপনার তো অন্য আবেগও রয়েছে, খারাপ লাগা স্বাভাবিক।

    • @subhagatadas1578
      @subhagatadas1578 20 วันที่ผ่านมา +1

      Aapnake onek dhonyabaad a e rakam 1ta aporichito jayga k jonosamakhye anar jonno.

    • @sudiptabhattacharyya4437
      @sudiptabhattacharyya4437 10 วันที่ผ่านมา +1

      এখানে দুর্গাপূজা - কালীপূজার পাশাপাশি লক্ষ্মীপৃজাও হত ( J type -এ) খুব ঘটা করে।

  • @priyabrataneogi1022
    @priyabrataneogi1022 22 วันที่ผ่านมา +3

    হাওড়া থেকে চাঁপদানি যেতে কোন স্টেশনে নামতে হবে ?

    • @drishyakalpo
      @drishyakalpo  22 วันที่ผ่านมา

      @@priyabrataneogi1022 ব্যান্ডেল লাইনে বৈদ্যবাটি ষ্টেশন আছে। সেখানেই নামবেন।

    • @dipakdey4177
      @dipakdey4177 21 วันที่ผ่านมา

      ​@@drishyakalpoএই যে ইছাপুর নবাবগঞ্জ দেখানো হচ্ছে, এই নবাবগঞ্জ ঘাট থেকে নদী পেরিয়েও চাঁপদানী যাওয়া যায়। ফেরী সার্ভিস আছে।

    • @subhagatadas1578
      @subhagatadas1578 21 วันที่ผ่านมา

      Baidyabati

  • @samarnathdutta960
    @samarnathdutta960 22 วันที่ผ่านมา +2

    বাঁকুড়ার পাত্র সায়র এর উপর একটা V D O করুন ভাল লাগবে ।

    • @drishyakalpo
      @drishyakalpo  22 วันที่ผ่านมา

      @@samarnathdutta960 বেশ আপনার ফোন নম্বর দিয়ে রাখবেন, গেলে যোগাযোগ করব।

    • @drishyakalpo
      @drishyakalpo  3 วันที่ผ่านมา

      @@samarnathdutta960 ঘুরে এলাম পাত্রসায়ের। খুব সুন্দর জায়গা।

  • @bidyutchatterjee5817
    @bidyutchatterjee5817 22 วันที่ผ่านมา +1

    Ki holo eta ? Ichhapur a arondhon Keno ?
    Valo misti powa jai
    Valo nonveg o
    Pore pilusie deben.

    • @drishyakalpo
      @drishyakalpo  22 วันที่ผ่านมา

      @@bidyutchatterjee5817 পরের বার নিমন্ত্রণ রইল কিন্তু