বড় হচ্ছে বাংলাদেশ !! জেগে উঠেছে চর, বাংলাদেশকে দেখাবে আলোর পথ !! New island found in Bangladesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • নদীর মোহনা ও বঙ্গোপসাগরের বুকে জেগে উঠেছে বিভিন্ন চর। এসব চরকে ঘিরে তৈরি হয়েছে অপার সম্ভাবনা। ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে বাংলাদেশের আয়তন, বদলে যাচ্ছে দেশের মানচিত্র। এভাবে বাড়তে বাড়তে একদিন অনেক বড় হবে বাংলাদেশ। তখন অতিরিক্ত জনসংখ্যা অভিশাপ না হয়ে হবে আশীর্বাদ। খাদ্যাভাবও থাকবে না। কারণ জমি বাড়ছে, খাদ্য উৎপাদনও হবে দ্বিগুণ।
    মেঘনা নদী হিমালয় থেকে বঙ্গোপসাগর এর ( Bay of Bengla ) দিকে যাত্রাপথে প্রচুর পরিমাণে পলি বহন করে যা উপকূলের কাছাকাছি ক্রমান্বয়ে জমা হয়ে নদী ও বঙ্গোপসাগরের তলদেশের উচ্চতা বৃদ্ধির মাধ্যমে নতুন চরের সৃষ্টি করে। এ প্রক্রিয়ায় কয়েক দশকে নতুন-নতুন চর বা ব দ্বীপ সৃষ্টি হয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলে জেগে ওঠা এসব নতুন চরে বনায়ন প্রকল্প বাস্তবায়ন হবে। এছাড়া এসব চর নিয়ে পর্যটন এলাকা হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
    আজকের ভিডিওতে যা থাকছেঃ
    ১. সৌন্দর্যে ভরা বঙ্গোপসাগরের তীরবর্তী ‘ সোনার চর ’
    ২. জাহাইজ্যার চর
    ৩. চর তুফানিয়া
    ৪. চর বিজয়
    ৫. সেন্টমার্টিন দ্বীপ
    ⚠ এই চ্যানেলের কোন ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন অনলাইন মাধ্যমে আপলোড করবেন না।
    ⚠ DO NOT DOWNLOAD & RE-UPLOAD THIS VIDEO IN ANY OTHER ONLINE PLATFORM
    ✔✔✔ এই ইউটিউব ভিডিওর লিংক শেয়ার করুন।
    ☢☢☢ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে। ☢☢☢

ความคิดเห็น • 298