পুনর্জন্ম-কিছু প্রশ্নোত্তর(Rebirth-few questions)Jan 19, 2021

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 750

  • @TruthUnfolds
    @TruthUnfolds  3 ปีที่แล้ว +22

    জন্মান্তর:
    ভক্তঃ-শ্রীকৃষ্ণ কেন বললেন 'অনেক জন্মের পর সাধক জ্ঞান লাভ করে আর আমায় জানে',তাহলে নিশ্চয় ক্রম-বিকাশ আছে।
    মহর্ষি রমন:ভগবদ্গীতা কিভাবে শুরু হল?আমিও নেই, তুমিও নেই, রাজারাও নেই ইত্যাদি,'এটা জন্মায় না, মরেও না।'সুতরাং কোনো জন্ম নেই, মৃত্যু নেই, বর্তমানে যা দেখা যাচ্ছে তাও নেই।সত্য ছিল;আছে;থাকবে।এটা অপরিবর্তনীশীল।পরে অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি করে আদিত‍্যের পূর্বে ছিলেন।তখন শ্রীকৃষ্ণ দেখলেন যে অর্জুন তাঁকে স্থূল শরীর বলে ভুল করছে, সেজন্য সেইভাবে বললেন।যে ভেদ দেখে তার জন্য উপদেশ।প্রকৃতপক্ষে জ্ঞানীর দিক থেকে তাঁর বা অন‍্যের কোনো বন্ধন বা মুক্তি নেই।
    ভক্ত:সবাই মুক্ত?
    মহর্ষি রমন:সবাই কোথায়?মুক্তি বলে কিছু নেই।বন্ধন থাকলে তো মুক্তি।আসলে কোন বন্ধন নেই, সে অনুসারে মুক্তিও নেই।
    ভক্তঃ জন্ম জন্মান্তরে বিকাশ হতে গেলে অভ‍্যাস চাই,বহু বছরের অভ‍্যাস।
    রমন মহর্ষি:অভ‍্যাস কেবল অন্তর্নিহিত শান্তির বাধাকে দূরে রাখা।অনেক বছরের প্রশ্ন নেই।এই মুহুর্তে এ চিন্তাকে থামাও।অভ‍্যাস কর বা না কর তুমি সর্বদাই স্বরূপে আছো।

    • @sunilbaranghosh3273
      @sunilbaranghosh3273 2 ปีที่แล้ว +1

      মহত্মা নমস্কারম্ ❤️🙏
      জন্ম জন্মান্তর বলে যদি কিছু শব্দ থেকে থাকে তাহলে চুরাশি জন্মের কথা কি হিসেবে মানি বা জানি? ❤️🙏

    • @bishnubiswas988
      @bishnubiswas988 2 ปีที่แล้ว

      Khub Sundar kotha

    • @somadhar8303
      @somadhar8303 2 ปีที่แล้ว

      Tbe geeta path sona,puja kora sbi nijo sargo sukh laver jonno totkhonat.

    • @Amazing.Universe_777
      @Amazing.Universe_777 ปีที่แล้ว

      Ek kothay bolte gele apni nastik.. keno apni gerua bostro pore dhong korchen, gita thekei ulto palta kotha bojhanchchen Keno

    • @gouribanerjee1388
      @gouribanerjee1388 ปีที่แล้ว

      QQ lmp0p
      Plpm mppplp

      L000
      000
      0000000n,

  • @biswajitpal8376
    @biswajitpal8376 2 ปีที่แล้ว +2

    জীবন - মৃত্যুর মধ্য দিয়ে চলা আমাদের অহম থেকে মুক্ত হয়ে পূর্ণতা প্রাপ্তি এবং পুনর্জন্ম ধারণা থেকে মুক্তি লাভ সম্ভব আজকে মহারাজের আলোচনা থেকে জানতে পারলাম l আজকের আলোচনা আমার বিচারে শ্রেষ্ঠ, আমাদের বহু সমস্যা ও অজ্ঞতা থেকে মুক্ত করতে পারে l প্রণাম নেবেন মহারাজ l

  • @rinakabiraj1974
    @rinakabiraj1974 3 ปีที่แล้ว +4

    মহারাজ প্রনাম জানাই🙏, আপনার বিশ্লেষণ টি র সঙ্গে আমি এক মত, সম্পুর্ন সত্য মনে হলো, আপনার মত এতো স্পষ্ট ভাবে কোনো, সাধু, বা মহারাজ বোঝাতে পারেন না, ভীষণ সমরীদ্ধ হোলাম, অস্ংখ্য ধন্যবাদ জানাই🙏

  • @tapasbhattacharyya5676
    @tapasbhattacharyya5676 2 ปีที่แล้ว +1

    অপূর্ব বিশ্লেষণাত্মক ব্যাক্ষা।একদম সঠিক ব্যাক্ষা করেছেন,অগাধ পড়াশোনা আপনার। নমস্কার জানাই আপনাকে। 🙏🙏

  • @manishabiswas5373
    @manishabiswas5373 ปีที่แล้ว +1

    জন্ম মৃত্যু / স্বর্গ নরক সম্পর্কে আমার ধারণা এটাই ছিল কিন্তু কোথাও তার সমর্থন পাই নি। আজ এই আলোচনায় পেলাম।

  • @Sadashiv424
    @Sadashiv424 3 ปีที่แล้ว +29

    মহারাজ আপনার পুরো বক্তৃতা টা শুনলাম, এর আগে ও আপনার অনেক কথাই মনোযোগ দিয়ে শুনেছি তবে আজকের কথা গুলো ঠিক মিলাতে পারলাম না, আমি জানি না আপনি কেনো বললেন এই কথা গুলো যদি ও আমি guess করছি মানুষজন কে আপনি সময় নষ্ট না করেই মোক্ষ লাভের জন্যই হইতো এমন টা সোজাসাপ্টা বললেন। তবে আমি এটা বলতে চাই সবাই কেই, ইনফ্যাক্ট যারা যারা এই কমেন্ট টা পড়ছে তাদের ও বলবো - যে যাই বলুক, আপনি যতক্ষন না ঈশ্বর লাভ করতে পারছেন, আপনি যতক্ষন পর্যন্ত না পরমতত্তের জ্ঞান পাচ্ছেন ততক্ষণ আপনি কাউরীর কথাই বিশ্বাস করবেন না, যতক্ষন না আপনি সন্তুষ্ট হচ্ছেন ততখন ভগবান এসে বললে ও বিশ্বাস করবেন না। এটা ঘোর কলিযুগ চলছে, ঈশ্বর লাভ অত সহজ না । যে ঈশ্বর লাভ করেন নি , তার কোনধরনের কথা গ্রহণযোগ্য নই, সে যেই হোক না কেনো

    • @baranighosh5221
      @baranighosh5221 3 ปีที่แล้ว +1

      Apni janaen uni iswar lav koren ni??
      Tobe hain I agree with you biswas ta nijer bapar.....Apnar abiswas hotei pare...eta odd Kichu noy....Tobe apni uni iswar lav korechen ki koren ni seta to onyo prosongo?tai noy ki...plz amr kothay Kichu mone korben na...apnak aghat deyar jonyo Kichu boli ni

    • @Sadashiv424
      @Sadashiv424 3 ปีที่แล้ว +8

      @@baranighosh5221আঘাতের কিছু নেই, ওনার যে ঈশ্বর লাভ হয় নি এটা স্পষ্ট। ওনার উপস্থাপনা ভঙ্গী সব কিছু বলে দেই। 🙏🙏🙏

    • @munmunchakladar4490
      @munmunchakladar4490 3 ปีที่แล้ว +2

      Uni je iswar lav korechen tar proman uni sotow bishas er upor jor diye kotha bolen.Uni je sottow bolen seta bowl gan sunle bujte parben

    • @ritabhattacharya2897
      @ritabhattacharya2897 3 ปีที่แล้ว +1

      প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত ক্রিয়া আছে. ফিজিক্স এর ক্ষেত্রে এবং জীবনের ক্ষেত্রে. ক্রিয়া শক্তি, জীবনের কর্ম (খারাপ ও ভালো ) ও শক্তি. তো সেই পসিটিভ - নেগেটিভ শক্তির ফল ফলবে না ! জন্মের time - span এ না কুলোলে, next তো time এ ( জন্ম ) ফল ভোগ করতেই হবে. তাহলে অন্যায় করে under - world এ চলে গেলে বেঁচে যাবে ( সেটাও যদিও দুর্ভোগ )?

    • @AvijitDas-ug5pw
      @AvijitDas-ug5pw 3 ปีที่แล้ว

      ঠিক বলেছেন

  • @sadhanabanerjee5784
    @sadhanabanerjee5784 3 ปีที่แล้ว +2

    স্বামীজি,অপূর্ব আলোচনা শুনলাম,প্রণাম জানাই

  • @chandanashit4657
    @chandanashit4657 3 ปีที่แล้ว +3

    খুবঈ সুন্দর বলেছেন । আধ্যাত্মিকতার মধ্যে
    science থাকে তা আমরা অনেক সময় বুঝতে পারিনা ।তাই scientist নিউটন খুবই ঈশ্বর বিশ্বাসী ছিলেন। ভক্তের জন্য আপনাকে ভালো থাকতেই হবে তাইতো তারা ও নিজেদেরকে সংশোধন করতে পারবে। প্রণাম।।

  • @manikasaha2259
    @manikasaha2259 3 ปีที่แล้ว +14

    মহারাজ প্রনাম নেবেন। আমি জানতে চাই, ভীষ্ম দেব যখন শ্বর সজ্জ্যয় শায়িত ছিলেন,তখন উনি শ্রী কৃষ্ণ কে জিজ্ঞাসা করলেন ,হে প্রভু আমার কেনো এতো কষ্ট সহ্য করতে হয়েছে? তখন তো শ্রী কৃষ্ণ বলেছিলেন , হে ভীষ্ম তুমি আগের জন্মে কি ছিলে, সেটা তো তুমি ভালো করেই জানো! এই জন্যই তুমি এই জন্মে কষ্ট পাচ্ছো। ( তাহলে কি বুজবো? আগের জন্ম পরের জন্ম বলতে কিছুই নেই)? যদি কিছুই না থাকে, আমরা তো খুব আনন্দে ভালো খারাপ সব কাজ করতে পারি। আর কোনো ভয় নেই তাই না

    • @TruthUnfolds
      @TruthUnfolds  3 ปีที่แล้ว +2

      Jmom karmo hbe tar fol hbei aie jonmei hbe..tbe seta apner calculation hisabe noy.
      Mahabhrat ramayan sanketik kahini..kichu bojhar jonno..oke eto easily bojha jbe na..sukkho dristhi chai bojhar moto

    • @dilipbarman1201
      @dilipbarman1201 2 ปีที่แล้ว +1

      আপনার প্রশ্নের উত্তর টা ঠিক ঠাক পেলাম না

    • @milonthakur963
      @milonthakur963 ปีที่แล้ว

      @@TruthUnfolds স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিলেন গীতা পড়ার আগে ভালো করে ফুটবল খেলা উচিত.. মানুষের অজ্ঞতা যখন চরম সীমায় থাকে তখন মানুষ তার নিজের মনগড়া ব্যাখ্যা দিতে শুরু করে , তো আপনি দেখছি সনাতন ধর্মের মানুষকে এইসব কথা বলে বিভ্রান্ত করছেন...দয়া করে ভালো করে আস্তিক দর্শন নাস্তিক দর্শন কিংবা হিন্দু দর্শন এবং বৌদ্ধ দর্শনের মধ্যে মতবিরোধের কারণ কি এইগুলো নিয়ে ভালো করে পড়াশোনা করুন। তারপর হিন্দু ধর্মের লিডার সাজার চেষ্টা করবেন ,আপনাদের মত তথাকথিত ধর্মগুরুদের জন্যই আজ হিন্দুধর্ম অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে
      Great spiritual monk..স্বামী বিবেকানন্দ যা আত্মার ব্যাখ্যা সুন্দরভাবে দিয়েছেন তাহলে তো এইগুলি সবই ভুল , আর স্বামী অভেদানন্দ যে মরনের পরে বইটি লিখেছেন তাহলে তো এইগুলো সবই ভুল ?
      যাইহোক স্বামী বিবেকানন্দের যে কথাটি বলেছিলেন গীতা পড়ার আগে ফুটবল খেলা ভালো কথাটা ঠিকই বলেছিলেন কারন সবার গীতা পড়ার বোঝার ক্ষমতা হয় না👈

    • @moupriyasen3757
      @moupriyasen3757 7 หลายเดือนก่อน

      মৃত্যুর পর আত্মা সূক্ষ্ম দেহে থাকে।নিগমানন্দ সরস্বতী রীতিমতো ধ্যানে জেনে বলেছেন। তিনি আত্মাদের সঙ্গে কথা বলতেন- tahole ei niye ki bolben?

  • @জনতাররায়
    @জনতাররায় 2 ปีที่แล้ว +13

    আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি একটা
    ঢেউ।আমার দেহ বিনষ্ট হওয়ার সাথে সাথে
    আমার কর্ম অকর্ম পাপ পুন্য সব কিছু শেষ
    হয়ে যাবে। তাহলে, এতো কষ্ট করে সাধু বা
    সন্ন্যাসী হবার দরকার কি? মন যা করতে
    বলে তাই ই করবো,যেভাবে মানসিক বা দৈহিক
    আনন্দ পাওয়া যায় সেভাবেই চলবো। অতএব
    দেখা যাচ্ছে পৃথিবীর সব প্রাণী যা করছে তা
    তার ভালো লাগার জন্যই করছে। এই ভাবনাটা
    যখনি সবার মধ্যে ঢুকে যাবে তখনি সমাজে
    অন্যায় অত্যাচার বেড়ে যাবে তাতে আর সন্দেহ
    নাই। কেননা এখানে পুনর্জন্ম বলতে কিছুই নাই
    আর পাপের ফল ও ভোগ করতে হবেনা।

    • @sajalshil758
      @sajalshil758 ปีที่แล้ว

      একদম ঠিক জায়গা তুলে ধরেছেন।

    • @matirmanush5404
      @matirmanush5404 5 หลายเดือนก่อน

      হ্যারে বোকা, তুই ভূল বুঝিসনা।
      তুই আবার জন্মাবি।
      এখন তোর মরণ হওয়ার মানে এই নয় যে তুই চিরতরে শেষ হয়ে গেলি।
      তোর মৃত্যুর পর আবার তোর জন্ম হবে।
      তুই অন্য এক মায়ের সন্তান হিসাবে আবার পৃথিবীতে আসবি।
      তুই যদি এই জনমে ভালো কাজ করিস তাহলে পরবর্তী জনমে তুই নামী দামী জ্ঞানী মানুষ হিসাবে সমাজে প্রতিষ্টিত হবি।
      এই জীবনে তুই যদি পাপ কাজ করিস তাহলে পর জন্মে তুই গরু হয়ে জন্মাবি।
      তুই হালের বলদ হবি।
      তবে কিছু কিছু লোকের পুনর্জন্ম হবে না।
      তারা ভলো কাজ করলে মৃত্যুর পর স্বর্গে চলে যাবেন এবং মন্দ কাজ করলে মৃত্যুর পর নরকে চলে যাবেন।
      এই পণ্ডিত মশাই মারা যাবার পর স্বর্গে চলে যাবেন।
      তিনি আবার এই মাটির পৃথিবীতে ফিরে আসবেন না।
      আর্ণব চক্রবর্তীও স্বর্গে চলে যাবে।
      তার পুনর্জন্ম হবেনা।
      কোন মুসলমানেরও পুনর্জন্ম হবেনা।
      ভালো মুসলমানেরা মৃতুর পর বেহেস্তে চলে যাবেন।
      এক একজন বেহেস্তি পুরুষ মুসলমান বেহেস্তে যাবার পর ৭০ জন পরমা সুন্দরী নারী পাবেন (মুসলমানেরা এদেরকে হুর বলে)।
      মুসলমান বেহেস্তি নাীররা বেহেস্তে গিয়ে মনের মত সুসঙ্গী পুরুষ পাবেন।
      তবে এক একজন বেহেস্তি মুসলমান নারী বেহেস্তে গিয়ে কতজন পুরুষ সঙ্গী পাবেন তার খবর জানা যায় নাই।
      তবে আমি তোর সঙ্গে আছি।
      আবার তোরই সাথে ফিরে আসব এই পৃথিবীর রঙ্গ মঞ্চে।
      তোর কাছে আমার একটা অনুরোধ আছে।
      তুই আমাকে পরজন্মে তোর সঙ্গে রাখিস।

    • @biswarupagoswami3077
      @biswarupagoswami3077 4 หลายเดือนก่อน

      একদম। তাহলে ত্যাগ, কষ্ট, মানুষের ভালো করার অর্থ কী?

    • @biswarupagoswami3077
      @biswarupagoswami3077 4 หลายเดือนก่อน

      তাহলে এ জীবনে সুখে থাকার জন্য যা খুশি তাই করা ভালো।

  • @networkmar1357
    @networkmar1357 2 ปีที่แล้ว +3

    সমুদ্রের উদাহরণটা সাধারণ মানুষ ও বুঝতে পারবে, অসাধারণ বিশ্লেষণ, প্রণাম স্বামীজি 🙏🙏

  • @moupriyasen3757
    @moupriyasen3757 7 หลายเดือนก่อน +1

    The autobiography of yogi book tay Paramahansa Yogananda bigoto anek jonmo niye kotha bolechen je uni ager jonme anno akjon chilen ,,,seta niye ki bolben tahole?

  • @arupdutta1980
    @arupdutta1980 3 ปีที่แล้ว +10

    সারদা মা বলেছেন একটা সন্দেশ খাওয়ায় ইচ্ছে থাকলেও আবার আস্তে হয় এর মানে কি,?

  • @ivybanerjee5865
    @ivybanerjee5865 3 ปีที่แล้ว +2

    What about nde and karmaphol?

  • @Swapan2255
    @Swapan2255 3 ปีที่แล้ว +5

    প্রণাম মহারাজ
    খুব ভালো লাগলো সংসারীদের জন্য কিছু বলুন মুক্তির উপায়

    • @aniketchakraborty3661
      @aniketchakraborty3661 3 ปีที่แล้ว

      Apnar konon proshno thakle 9836i10662 ei no e whatsApp korte paren

    • @subrataraichaudhuri6315
      @subrataraichaudhuri6315 ปีที่แล้ว

      মহারাজ প্রণাম ! আপনি বললেন ভাষা খুবই সীমাবদ্ধ । এ শুধু জীবনের ব্যবহারিক কাজেই প্রয়োজন , আধ্যাত্মিকতা প্রকাশের জন্য এটা অত্যন্ত poor. একদমই ঠিক । তাহলে সেই অপটু ভাষা দিয়ে আধ্যাত্মিক আলোচনার সব প্রচেষ্টাই তো ব্যর্থ হতে বাধ্য । তাছাড়া যে বস্তু অনাদি , অনন্ত তিনি তো সর্বব্যাপী , সর্বশক্তিমান এবং সর্ব পারঙ্গম । সেই বস্তুর পক্ষে এটা অসম্ভব , ওটা হয় না , জাতীয় negativity to যুক্তি গ্রাহ্য মনে হয় না । তাই পুনর্জন্ম হয় না ,একথা কি convincingly বলা যায় ?উত্তর পেলে বাধিত হবো ।

  • @joyadrathamondal486
    @joyadrathamondal486 3 ปีที่แล้ว +5

    অসংখ্য অসংখ্য ধন্যবাদ মহারাজ অতি মূল্যবান আলোচনা যা জীবনের মোড় গুরিয়ে দেবার দাবি রাখে।
    ধন্যবাদ অর্ণববাবু কেউ।

  • @babypakhira7665
    @babypakhira7665 ปีที่แล้ว

    Maharaj aapner ek bachha aager katha sunchhi ,khub valo laglo.

  • @sunilkantidhar4928
    @sunilkantidhar4928 3 ปีที่แล้ว +5

    আপনার কথা মত যুক্তিযুক্ত ততই জটিল।মানব জীবন যেখানে অপূর্ণ সেখানে দুর্বল চেতনা সহসা আধ্যাত্মিক সুত্র গুলি বিভ্রান্তি
    তৈরি করে।আরো সরলীকরণ করে যুক্তিবাদী চেতনাকে মানুষের মধ্যে প্রয়োগ
    করা দরকার। নমস্কার।

  • @skmonirul645
    @skmonirul645 3 ปีที่แล้ว +8

    নমস্কার মহারাজ আমি মনিরুল বলছি বারাসাত থেকে আমি যেহেতু একজন মুসলিম তবু আপনার প্রত্যেকটি ভিডিও ফলো করে থাকি তবে আপনার একটি কনসেপ্ট এই মুহূর্তে বোঝাচ্ছিলেন সেটি হল আমার আগের জন্মের কর্মফল এই জন্মের কোন ভিত্তি হয়না বা এটি সম্পূর্ণ ভুল কিন্তু আপনি এটাও বলেছেন যে এগুলো সম্পূর্ণ অন্ধবিশ্বাস আমিও আপনার সাথে একমত হই এই কথাটির সাথে কিন্তু আরেকটি ধারণা আমার মাথায় আছে যেটা হলো আমার বাবা-মা কিংবা পূর্বপুরুষের কর্ম ভালো-মন্দ কিংবা খারাপ চলা বলা সেটা রক্ত হয়ে প্রসারিত হয়ে আমাদের মধ্যে সেটিং হয়ে যায় যেটা পড়ে গিয়ে আমাদের ছোটবেলার পর প্রকৃতি থেকে ঠিক তেমন শিক্ষা গুলির দিকে দৃষ্টিভঙ্গি বা আকর্ষণ বাড়িয়ে তোলে এইটি আমার একটি ধারণা এটি কতটা ঠিক বা ভুল অবশ্যই আপনার ও মূল্যবান বাণী মাধ্যমে বুঝিয়ে দেবেন এই আশাটুকু রাখি আপনার কাছে
    🙏নমস্কার🙏

    • @aniketchakraborty3661
      @aniketchakraborty3661 3 ปีที่แล้ว

      Kono proshno thakle 9836810662 ei no e whatsApp korte paren

    • @nirjharmallick1006
      @nirjharmallick1006 3 ปีที่แล้ว

      Eti keo sukkho deher ekti probritti bolte paren amar deho akijatio bostur proti akorshito hoi tai eki britti jukto mon dara ghera atma oi baktir(pita ba mata)kachei jonmogrohon kore.

  • @keyamukherjee3779
    @keyamukherjee3779 3 ปีที่แล้ว +9

    এত বিশাল সৃষ্টি কি শুধু এলাম খেলাম বাজার- হাট করলাম ছেলে মেয়ে মানুষ করলাম ব্যাস চলে গেলাম .....স্রষ্টার সৃষ্টির উদ্দেশ্য কি এতই সীমাবদ্ধ ? এতই ক্ষুদ্র ?

  • @kaberimukherjee9937
    @kaberimukherjee9937 3 ปีที่แล้ว +4

    প্রণাম মহারাজ, এককথায় অসাধারণ ।আপনার বক্তব্যের মধ্যে দিয়ে অনেক দিনের জমা প্রশ্নের বিজ্ঞান ভিত্তিক উত্তর পেলাম ।নিজেকে অনেক তৃপ্ত মনে করতে পারছি ।নিজের আরও আনন্দসাগরে ডোবাতে পারব ।জয় ঠাকুর ।

  • @sudipasaha3756
    @sudipasaha3756 3 ปีที่แล้ว +3

    mritur pare sab ses tahole sarajibone pap karmo gulor ki habe .se gulor kono hiseb habe na ??tahle tosabai mon khule pap koruk ??

  • @dolyghosh7607
    @dolyghosh7607 3 ปีที่แล้ว +11

    জীবাত্মা এর যদি পুনর্জন্ম না থাকে তাহলে
    প্রারাব্ধ কর্ম কীভাবে তৈরী হয়?

  • @ratanchakraborty8045
    @ratanchakraborty8045 3 ปีที่แล้ว +1

    What is bigbang? What is powr by Hari?

  • @gopadas2040
    @gopadas2040 2 ปีที่แล้ว +2

    ধ্যানে বসে পর পর ছবির মত গত জন্মের সব কিছু দেখা যায় (Swami Sissow Sangbad, please explain)

  • @umasen6906
    @umasen6906 3 ปีที่แล้ว +4

    Moharaj Amy khoma korben,aponar kothar songe Gitar mil parchhai na.

  • @nandinichakraborty5178
    @nandinichakraborty5178 3 ปีที่แล้ว +1

    Proman Maharaj, onek shanti pelam aapnader questions, answars shune.....

  • @sandipghosh2582
    @sandipghosh2582 3 ปีที่แล้ว +5

    স্বামীজী রাস্তার একটি কুকুরের অনেকগুলি বাচ্চা আছে তারা না খেয়ে মরছে আবার বাড়ির কুকুর বেশ যত্নে থাকে,দুটির পৃথক পরিবেশ পাবার কারন কী?

    • @suniltambuly6155
      @suniltambuly6155 3 ปีที่แล้ว

      সেটাই পূনজন্মের কারণ,
      রাস্তার কুকুরের বাচ্চাদের পাপ বেশি ছিল,
      আর বাড়ির কুকুরের পাপ কিছু টা কম ছিল।

  • @parisadhu5979
    @parisadhu5979 3 ปีที่แล้ว +1

    অসংখ‍্য অসংখ‍্য প্রনাম নেবেন মহারাজ।জীবনের অনেক ঘোর কেটে যাবে আজকের আলোচনা শুনার পর।

    • @swapanray7778
      @swapanray7778 3 ปีที่แล้ว

      Man or any type of living creature are birth with there biological reson. We are individual enrjy. Genetic is a powerful matter on the creature. World is stand though since. Without since we are nothing. So dath is make us zero. End of enrjy. When u are live make yourself. Upgrade. With heart sole.

    • @mlsgaming4580
      @mlsgaming4580 ปีที่แล้ว

      Achhanul Hoque

    • @mlsgaming4580
      @mlsgaming4580 ปีที่แล้ว

      Thankyou sir

  • @ramenchakrabarti4028
    @ramenchakrabarti4028 3 ปีที่แล้ว +1

    This is a very difficult subject. As the sea creates the waves again and again. Even one wave goes away the other wave comes of the same water. May be water of the sea is "Paramatma" and the waves are the "Jibatmas".

    • @jibenbhowmick3386
      @jibenbhowmick3386 2 ปีที่แล้ว

      Answer are very difficult. Contradiction. Difficult to understand.

  • @uttamkumardutta220
    @uttamkumardutta220 3 ปีที่แล้ว +9

    মহারাজ আমার বাবার কোভিদ হয়েছিল এবং সে কোভিদ এই মারা যায়। আমি তাকে বাঁচানোর জন্য যতখানি করা যায় সবটাই করেছি। কিন্তু তারপরও তাকে আর বাঁচাতে পারিনি। তাহলে আমি কি এখানে কোন খারাপ কর্ম করেছি? না ভালো কর্ম করেছি? যদি ভাল কর্ম করে থাকি, তাহলে তিনি চলে যাওয়ার পর আজ প্রায় তিন মাস হতে চলল আমি তাকে কিছুতেই ভুলতে পারছি না, সারাটা ক্ষণ শুধু কষ্টকেই আছি। আপনার কথা অনুযায়ী আমারটতো আনন্দে থাকার কথা। কারন আমি আমার বাবাকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছি অর্থাৎ ভালো কাজ করেছি এবং তার তাৎক্ষণিক ফল অনুসারে আমার আনন্দে থাকার কথা। কই আমার তো এরকম মনে হচ্ছে না। বরঞ্চ তার দুঃখে আমি কাতর হয়ে পড়েছি।

    • @St4321d
      @St4321d 3 ปีที่แล้ว

      Apnar ei proshner aktai uttor..apni kosto pachhen ei krne apni manushtake vulte parchen na.. saririk vbe take pachhhen na..se jnno..kintu jdi kichui na krte prten takhn kosto ta aro beshi hto.vebe dekhun..apni vabchen apni fail krechn ato koreo banchate parlen na..r jehetu particular oi manush takei nijer vebechn se jnno..jogote to ato manush mara jachhe tader jnnon kintu oto kosto paina.asole tader sbai k kendro kore amader smriti toiri hyna.j sb manushder niye amader smriti amra tader jnnoi kosto pai.amra kintu prem ta oi smrititei simaboddho..dudin vade dkhbn sesb smritio halka hye jbe r apnio thik hye jbn.vule jben na hyto.kintu smriti gulo casual hye jbe.r jara smriti gulo halka korte parena tara hy asushtho ba pgl hye jay.kintu eta khub kom hy.krn beshi hle jogot choltona.

    • @St4321d
      @St4321d 3 ปีที่แล้ว

      Amra manush k vlobasi akarne noy smriti ba muhurto diye...amader ahongkar vabay j amar kno kichu khrp hte parena.tai jakhn hy takhn kosto pai.jdi nijeke ei vbe toiri kren apnar sthe sb kichu haoa smvb..always allert thaken thle abako hben na.beshi anondo paben na ba dukkho na.kintu ei vbe nijeke toiri kora sokto.eta thik.tbe asomvob na.

    • @suniltambuly6155
      @suniltambuly6155 3 ปีที่แล้ว

      যার জন্ম আছে তার মৃত্যু আছে,
      কেউ অসময়ে মৃত্যু হয়, এর কারণ পূর্বের জন্মের কর্মফল, এটাকে মেনে নিতেই হবে।
      আমরা বেচে আছি সেটা অস্বাভাবিক আর মৃত্যু হলো স্বাভাবিক।

  • @madhabichakraborty5733
    @madhabichakraborty5733 ปีที่แล้ว

    আপনার বক্তব্য সত্যি।

  • @dr.chittaranjansutradhar2959
    @dr.chittaranjansutradhar2959 3 ปีที่แล้ว +11

    তবে কর্মফল ভোগ কি ভাবে হবে?

    • @suparnasarkar1903
      @suparnasarkar1903 3 ปีที่แล้ว +2

      Beche thaktei toh se vog kore jache.. jibone je dukho, kosto, jantrona pai seta toh oi kormer e phal...

  • @amukherjee8775
    @amukherjee8775 3 ปีที่แล้ว +3

    Nothing can be destroyed as per law of conservation of energy & simply transformed in another form,total energy should be same.It may be defined that ATMA is that transformed energy from that PANCHA BHOOT after death of any living being.Would u pl.discuss on this subject?

  • @pijuskantidey2040
    @pijuskantidey2040 3 ปีที่แล้ว +9

    ঠাকুর ঠিকই বলতেন বিচার দিয়ে তাকে জানা যায় না.....

  • @nanditasharma285
    @nanditasharma285 2 ปีที่แล้ว

    Khub valo bojhalen moharaj ,amar pronam neben 🙏🙏🙏

  • @minatipatra1710
    @minatipatra1710 2 ปีที่แล้ว

    খুবইগুরুত্বপূর্ণ আলোচনা ।🙏🙏🙏🙏

  • @trilochankundu9964
    @trilochankundu9964 3 ปีที่แล้ว +2

    Asadharon byakkha ....pronam swamijee

  • @Sm77708
    @Sm77708 ปีที่แล้ว

    So, what about the Shanti Devi case?

  • @aninditamukherjee7151
    @aninditamukherjee7151 ปีที่แล้ว

    Mrityur smy sthul sorir five elements e bilin hoy. Sukkho sorir o karon sorir er ki hoy??

  • @swapansen975
    @swapansen975 11 หลายเดือนก่อน

    Nabajatok ki?

  • @SrijaSoumyareels
    @SrijaSoumyareels 3 ปีที่แล้ว +4

    আধ্যাত্মিক জ্ঞান লাভ করে লাভ কি না করে ক্ষতি কি? চিতাতেই সব শেষ ৷ যারা আন্যের ক্ষতি করতে দ্বিধাবোধ করে না তারা সবাই মনে মনে খুব খারাপ থাকে বলে আপনার মনে হয় ৷ ঠিক নয় ৷ যারা নিপীড়িত হয় তাদের থেকে বেশ ভালই থাকে | প্রকৃত শান্তির সন্ধান কজন পায় ,না তার স্বাদ জানে ৷ যে অনুভব জানিই না তার জন্য দুঃখ কি ৷

  • @prabirgoon1388
    @prabirgoon1388 2 ปีที่แล้ว +1

    Thanks Sir.I have cleared from you.

  • @anindabanik208
    @anindabanik208 3 ปีที่แล้ว +4

    মহারাজ, যদি একটু তথ্য দিতেন কতজন মুক্তি লাভ করেছেন বর্তমান সময়ে তবে একটু মোটিভেট হতাম।কেন জানি সবাই বলাবলি করে এখন আর মুক্তি লাভ সম্ভব নয়।যদি কিছু উদাহরণ পেতাম তবে আশার আলো দেখতে পেতাম🙏🙏🙏🙏

    • @aniketchakraborty3661
      @aniketchakraborty3661 3 ปีที่แล้ว +1

      Apnar prosho 9836810662 ei no e whatsApp er maddhome korun

  • @debasisnath858
    @debasisnath858 3 ปีที่แล้ว +1

    অসাধারণ! মনে হচ্ছে আমি আমার শিক্ষক কে খুঁজে পেলাম! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nabanitakundu2513
    @nabanitakundu2513 3 ปีที่แล้ว +4

    তবে জাতিস্মরতা র ব্যাখ্যা টা ঠিক কি? এটা

  • @St4321d
    @St4321d 3 ปีที่แล้ว

    Maharaj thle thakur j srimaa k dekha diye sankha pola khulte brn krechiln ba swami abhayananda jir moroner pare boi te j sb ullekh ache.ba swamiji k j america te jaoar nirdesh diyechiln thakur seta ki vbe smvb??ektu bojhale vlo hy..

  • @biswarupagoswami3077
    @biswarupagoswami3077 4 หลายเดือนก่อน

    Tahole churashi lokkho joni ebong attohottya na korar bapar ta ki?

  • @dipendey5633
    @dipendey5633 3 ปีที่แล้ว +13

    কিছু কিছু মানুষের খুব কম বয়স থেকে বিভিন্ন বিষয়ে চরম দক্ষতা দেখা যায়। যেমন -সূবর্ণ আইজাক বারি নামের একজন বিস্ময়কর বালক যে ৮ বছর বয়সের মধ্যে নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটির অধ্যাপক হয়েছে এবং যে বিজ্ঞানের অনেক জটিল বিষয় সহজে সমাধান দিতে পারে। এক্ষেত্রে কি বলবেন?

  • @sudiptaguha9074
    @sudiptaguha9074 3 ปีที่แล้ว +2

    Punit Janma na hole Jatiswar hoy ki kore

  • @manabendrapramanik2987
    @manabendrapramanik2987 3 ปีที่แล้ว +18

    স্বামীজির "বাণী ও রচনা"-তে দেখলাম , প্রকৃতি কোনো না কোনো সময় একই জিনিসের পুনরাবৃত্তি করতে পারে ৷
    যদি দেহ যাবার পর আর কিছুই না থাকে তবে মুক্তিলাভেরই বা কি দরকার ???
    যারা পূর্বজণ্মের কথা স্মরণ করতে পারেন তাদের ক্ষেত্রে আজকের আলোচনা কতটা সামঞ্জস্যপূর্ণ ?

    • @aniketchakraborty3661
      @aniketchakraborty3661 3 ปีที่แล้ว

      Kono proshno thakle 9836810662 ei no e whatsApp korte paren

    • @anirbanchatterjee3705
      @anirbanchatterjee3705 3 ปีที่แล้ว +6

      এই কারণে ঠাকুর (রামকৃষ্ণ পরমহংসদেব) বলতেন "ঈশ্বরের আদেশ লাভ না করে বক্তৃতা বা উপদেশ দিতে নেই।"

    • @simasaha1729
      @simasaha1729 3 ปีที่แล้ว +4

      আমার ও একই জিজ্ঞাসা...এই আলোচনা শুনে বড্ড গোলমাল হয়ে গেলো আমার আগের চিন্তাধারা

    • @aisheedas4904
      @aisheedas4904 3 ปีที่แล้ว +6

      @@simasaha1729 দাদা কারো উপদেশ না শুনে ঠাকুরের কথামৃত বইটি পড়ুন। সবজানতে পারবেন। মহারাজ যা ভাবে তাই বলেছে।

    • @ronitasamanta9994
      @ronitasamanta9994 3 ปีที่แล้ว

      @@anirbanchatterjee3705 একদম ঠিক।

  • @mobarakhossainmondal2346
    @mobarakhossainmondal2346 3 หลายเดือนก่อน

    Sundor uposthapon

  • @biplabmakal8656
    @biplabmakal8656 3 ปีที่แล้ว +2

    Moharaj er kothar maane bojhar khomota sobar nei,great speech by moharaj

  • @dancingbeauties9047
    @dancingbeauties9047 3 ปีที่แล้ว +1

    What is Aham?
    What is jeev atma?
    Is it different from that of paramatma?
    What is mind?
    Is there any existence of my mind after my death?

  • @saikatsaha6737
    @saikatsaha6737 4 หลายเดือนก่อน

    শ্রী শ্রী ঠাকুর শাস্ত্রের বাক্যকে সহজভাবে সাধারণ মানুষদের বুঝিয়ে ছেন অার বর্তমান ঠাকুরের অনুসারিরা সহজ জিনিসকে কঠিনভাবে উপস্থাপন করছে৷

  • @pujadutt6767
    @pujadutt6767 3 ปีที่แล้ว +1

    Jodi punorjonmo nai thake thahole Swami Avedanander ' moroner Pare' r Robindranath er ' Parolokcharcha' boi duto ki mittha ?ektu jodi ei bishoye alokpat koren Maharaj 🙏🙏

    • @milonthakur963
      @milonthakur963 ปีที่แล้ว

      আমি ওনাকে এই প্রশ্নগুলি করেছি এবার আপনি নিজেকে ভাবুন আমি ঠিক বলছি না ভুল বলছি আমি নিশ্চিত উনি সনাতন ধর্মের নামে মানুষের মনে বিভ্রান্তি ছড়াচ্ছেন এটা সনাতন দর্শন নয় উনি নিজের মনগড়া ব্যাখ্যা করছেন আর আপনি যদি ভালো জ্ঞান শুনতে চান তাহলে স্বামী বিবেকানন্দর আত্মা এবং পুনর্জন্মের ব্যাখ্যা শুনেন সব উত্তর পেয়ে যাবেন👉👉👉👉👉👉@TruthUnfolds নতুন কিছু খুঁজতে হলে পুরাতন ধারণা সরাতে তে হবে মানে আপনি কি বলতে চাইছেন ? আপনি কি সনাতন ধর্মের যত ধর্মগ্রন্থ আছে সেগুলো কি আপনি নতুন করে তার ব্যাখ্যা লিখবেন নাকি.?
      আর উনি যে কথাটি বলেছেন ঠিকই তো বলেছেন মানুষ এত অন্যায় করছে অত্যাচার করছে এমনও ইতিহাস আছে যে একটি মানুষ লাখ লাখ মানুষকে হত্যা করেছে তারপর হাজার হাজার নারীকে ধর্ষণ করছে বলাৎকার করছে মানে পাপ কুকর্ম কাজের শেষ নাই তারা তো বেশ ভালো সুখেই থাকছে তাহলে তাদের কর্মফল হলো কোথায় মরে গেলেই তো উনাদের অস্তিত্ব শেষ তাই না 👈আমি যদি ধরেও নেই যে তারা লাখ লাখ মানুষকে হত্যা করার পরেও এই জন্মেই তারা বিরল রোগে ভুগছে....
      কারন লাখ লাখ মানুষকে হত্যা করে একটা জন্মও তার পাপ ক্ষয় হবে না এটা আমি নিশ্চিত তারপর জঙ্গীরা নিজেকে বোম ব্লাস্ট করে মানুষকে নিয়ে মরে যাচ্ছে তাহলে তাদের পাপের ফল হলো কোথায় সেও তো মরে গেল ওদের সঙ্গে ? তারপর এমন অনেক উদাহরণ আছে একটা বাচ্চা এরকম অনেক শিশু আছে ছোট থেকে ভয়ংকর রোগে ভুগছে বিরল কষ্ট পাচ্ছে তাদের তো কর্ম জীবনই শুরু হয়নি। তাহলে তাদের কর্মফল কোত্থেকে এলো তাহলে তাদের কর্মফল গেল কোথায় মরে গেলেই তো সব শেষ তাহলে তো কিছুই হলো না

  • @swatibanerjee1916
    @swatibanerjee1916 3 ปีที่แล้ว +15

    অর্থাৎ মৃত্যু মানেই মুক্তি! তাহলে সাধনার প্রয়োজন বোধগম্য হ'লনা।

    • @barunbanerjee4389
      @barunbanerjee4389 3 ปีที่แล้ว

      Ujuj

    • @barunbanerjee4389
      @barunbanerjee4389 3 ปีที่แล้ว

      U

    • @suparnasarkar1903
      @suparnasarkar1903 3 ปีที่แล้ว +1

      মৃত্যু হলে তো আপনার দেহ মুক্তি পেলো। কিন্তু আপনি বেঁচে থাকতে ভোগ করেও কি সুখী। এত ভোগের পরেও কেন এত হতাশা, দুঃখ, কষ্ট, হিংসা, ভয়, রাগ? এগুলো থেকে কি আপনি দেহ থাকা অবস্থায় মুক্তি পেয়েছেন।

  • @joyantasarkar2452
    @joyantasarkar2452 หลายเดือนก่อน

    মহারাজ আমার বয়স অল্প। ধর্ম, আধ্যাত্মিকটা, অতো জানিনা। মাঝে মাঝে আপনার কথাগুলো শুনি, ভালো লাগে।
    আপনে এখানে বলেছেন সরগ-নরক বলে কিছু নেই। কিন্তু আমি আরো অন্য জায়গায় ভিন্ন মত পাই। ফলে দুটো মতামত গুলিয়ে যাচ্ছে।
    যেমনঃ পরমহংস যোগানন্দ তার জীবনীতে স্থুল শরীর, সুক্ষ শরীর, কারন শরীর এসবের কথা বলেছেন। তার গুরু শ্রীযুক্তেশ্বর মারা যাবার কিছুদিন
    পরে তার সাথে দেখা করেন। সেখানকার সাক্ষৎকার আমাকে ভাবিয়ে তোলে। "Autobiograpy of a Yogi" Chapter-43

  • @nilmanibar2885
    @nilmanibar2885 3 ปีที่แล้ว

    Tobe ki mrittu tei aham er ses hoy ?

  • @momentsshare3089
    @momentsshare3089 2 ปีที่แล้ว

    Tahole mohapurshra kibhabe mirtyur age bolte paren j amio oidin oi somoy deho tyag korbo?

  • @debasishroy7187
    @debasishroy7187 3 ปีที่แล้ว +1

    Swamiji Pranam.
    Tahole ki jatiswar bole kichu hoi na

  • @subratahalder3452
    @subratahalder3452 ปีที่แล้ว +3

    যারা খারাপ কাজ করে তারা আরো খারাপ করতে দুবার ভাববে না

  • @manajbanerjee8615
    @manajbanerjee8615 3 ปีที่แล้ว

    It is the simple description that works, not the verbose and pedantic style. What did he mean?

  • @miraparai1945
    @miraparai1945 3 ปีที่แล้ว +3

    maharaj, what about karmaphala???

    • @sharmilabghosh8045
      @sharmilabghosh8045 3 ปีที่แล้ว +1

      আপনার কথা অনুযায়ী যে যা খুশি করুক মানুষ খুন করুক তার ফল ভোগ করতে হবে না।যেহেতু পুনজন্ম বলে কিছু নেই।এই জীবনে সে কিছু কষ্ট করলো তাতেই কর্মফল ভোগ করা হলো।তাহলে তো যে যা খুশি তাই করে যাবে।স্বামী ovedanondo র মরণের পরে বইতে যা লেখা আছে সব মিথ্যা।যদি জানান উপকার হয়।

  • @souravmukherjee3256
    @souravmukherjee3256 3 ปีที่แล้ว +1

    whether there is afterlife or not is irrelevant..we need to utilise this life to our utmost capability..if that's done..rest will ne taken care of..our present determines our future

    • @juinchowdhury2811
      @juinchowdhury2811 3 ปีที่แล้ว +1

      Ami khub e emotional. 2020 September ami amar ekmatro chheleke hariyechhi. Etodin ekta oleek swapno dekhchhilam, je hoito O firey ashbe. Aapnar kotha shune mone holo AFTER LIFE THERE IS NOTHING. Etaar pechhone jukti toh nischoi achhe. Kintu amar ektaai proshno .... TAHOLE JONMO EBONG BHAGYO KIBHABE NIRDHARITO HOI? .... keu dhonoban, keu osustho, keu durghagyer odhikari ... Egulo kibhabe jonmomuhurte NIRDHARITO hoi. Kormo toh pore ashe.

    • @souravmukherjee3256
      @souravmukherjee3256 3 ปีที่แล้ว

      @@juinchowdhury2811 apni apnar akmatro 6ele ke hariye6en sune vison mormahoto holam didi..sotti amar somobedona janabar vasha nei..kintu jiboner niomi to boye chola..abar amader sopno dekhtei hobe..uthe daratei hobe..ami amar personal upolobdhi share korlam matro..kintu jogot o jibon somporke amar oviggotai ba kototuku bolun..ami akjon sadharon jubok..sudhumatro jagotik vabe juktipurno boleiamar dhyan dharonai hubohu thik r baki sob vul..amon dharonaro kono vitti nei..valo thakben, sustho thakben ei kamonai kori..

  • @audiobook6513
    @audiobook6513 3 ปีที่แล้ว +1

    22.33 miniter kothay boli , aha!

  • @nibeditamajumder484
    @nibeditamajumder484 3 ปีที่แล้ว +2

    মহারাজ গুরু মন্ত্র জপে র সঠিক পদ্ধতি কি , দয়া করে বিশদভাবে বলবেন।

  • @mrinalkundu5678
    @mrinalkundu5678 3 ปีที่แล้ว +5

    মহারাজ, আত্মতত্ব কঠিন, সকলে অধিকারী নয়। সাধারণের জন্য প্রেম ভক্তিই ভালো। আজকাল মোবাইলের কল্যাণে সকলেই আত্মজ্ঞানী !! তবে সময় কাটে।😊

  • @rinapathak1
    @rinapathak1 3 ปีที่แล้ว +1

    মহারাজ ধন্যবাদ৷ পুনজন্ম সম্পর্কে পরিষ্কার ধারনা পাওয়া গেল ৷ ভীষন ভালো লাগলো আজকের আলোচনা |

  • @subirsen9692
    @subirsen9692 3 ปีที่แล้ว

    Punarjonmo nai!!!! Tahole mukti kar jonno?? Muktir chestai ba ki jonno??

  • @tapanray1921
    @tapanray1921 3 ปีที่แล้ว

    Gacher dal theke jokhon bohu nuton chara tairi kora hoi eta dekhe vebe chilam asthma jeno bairer bostu.sorir gulo aainar moto.aathmar protibimbo dekhachhe.r vabtam choto aami hoitou birat aami hoye jabe.odvud kotha sunalen.pranam nin.joy sri ramkrishna.gacher dal ...jemon golap gacher dal

  • @shyamalidas1033
    @shyamalidas1033 3 ปีที่แล้ว +1

    প্রণাম মহারাজ । অনেক ধন্যবাদ এত সুন্দর উত্তর পাওয়ার জন্য ।

  • @suveniramukhopadhyay8425
    @suveniramukhopadhyay8425 3 ปีที่แล้ว

    Opurbo....Onyo dristi pelam

  • @sajalshil758
    @sajalshil758 ปีที่แล้ว

    মহারাজ প্রণাম নেবেন ।
    আমরা একটা প্রশ্ন ছিল,,,, ঈশ্বর কেন জগৎ সৃষ্টি করলেন । জগৎ সৃষ্টি না হলে তো কোনো ঝামেলাই ছিল না । না পাপ না পূর্ণ ।
    আমি অন্তত অজ্ঞান মহারাজ । মন থেকে প্রার্থনা রইল উত্তর পাওয়ার জন্য।

  • @biswarupagoswami3077
    @biswarupagoswami3077 4 หลายเดือนก่อน

    আর মানুষের ভাগ্য ভিন্ন ভিন্ন হয় কীভাবে? কেউ খুব সুখী, কেউ দুঃখী হয় কিভাবে?

  • @saptarshichakraborty7491
    @saptarshichakraborty7491 3 ปีที่แล้ว +6

    তবে জপ তপ কেন করব?

  • @urmimalaghosh7932
    @urmimalaghosh7932 2 ปีที่แล้ว

    অভিভূত। অভিনন্দন।

  • @sajalghosh4766
    @sajalghosh4766 3 ปีที่แล้ว +4

    প্রণাম। গীতায় স্পষ্ট বলা আছেএই জন্মের কর্মফল যেখানে শেষ হচ্ছে আপনি পরের জন্য ঠিক সেইখান থেকেই জন্ম গ্রহণ করবেন এর মানে কি।

    • @gemseal9627
      @gemseal9627 3 ปีที่แล้ว

      Kon gita te ei kotha bola aache?
      Bajare onek nokol gita aache?
      Faltu nokol bajarer gita pore bhul bhal bokchis keno?
      Learn from real gita .

  • @abhijitdasdas1048
    @abhijitdasdas1048 3 ปีที่แล้ว +1

    Aj mon puro poriskar hoi valo.

  • @tgarmy74
    @tgarmy74 3 ปีที่แล้ว +13

    মহারাজ আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলছি,গীতাতে ভগবান বলছেন অর্জুন তোমার আমার বহু বার জন্ম হয়েছে, তার মানে পূর্ণজন্ম আছে। পূর্ব জন্মের সুকৃতি বা পূর্ণকর্ম না থাকে তাহলে আপনি কেন মহারাজ আর আমি কেন সাধারণজন? হাসপাতালে একই সময়ে দুটি শিশুর জন্ম হলো কেহ ধনীর ঘরে,কেহ গরীবের ঘরে, কেহ বা দুঃখীর ঘরে কেন জন্ম হয়।আপনি বরং সমস্ত গীতা, ভাগবত,পুরান শাস্ত্র গুলো ভাবে মনোযোগ সহকারে অধ্যয়ন করুন।

    • @pradipsaha7965
      @pradipsaha7965 3 ปีที่แล้ว

      🌼আমি🌼 সটিক🌼 কিছুই🌼 বুঝতে 🌸পারলাম 🌼না।🙏🙏🙏ধন্যবাদ।🙏🙏

    • @বাবু-ষ৩ঙ
      @বাবু-ষ৩ঙ 3 ปีที่แล้ว

      Right 100/

    • @panditshyamsundar8442
      @panditshyamsundar8442 3 ปีที่แล้ว

      Darun jukti. Maharaj er uttor Jana nei. Thakle Bolten na eisab kathha

    • @achintyabiswas5388
      @achintyabiswas5388 3 ปีที่แล้ว

      Maharaj Gita poren ni.

    • @AvijitDas-ug5pw
      @AvijitDas-ug5pw 3 ปีที่แล้ว

      👍

  • @sujitchakraborty1441
    @sujitchakraborty1441 3 ปีที่แล้ว +4

    প্রণাম মহারাজ। কথামৃতে পাঁচ জায়গায় উল্লেখ আছে যেখানে ঠাকুর বলেছেন একশো বছর পর তার পুনরায় জন্ম নেবার কথা এবং সেখানে দিক উল্লেখ করা আছে। ঠাকুরের আলোয়ানের গল্প উল্লেখযোগ্য।

    • @gourmondal7091
      @gourmondal7091 3 ปีที่แล้ว

      আপনার সাথে ঠাকুর এসে 100বছর পর এসে দেখা করবে।আপনি অপেক্ষা করুন।

    • @sujitchakraborty1441
      @sujitchakraborty1441 3 ปีที่แล้ว +2

      @@gourmondal7091 কথামৃত তে ঠাকুরের বক্তব্য উল্লেখ করা হয়েছে। এরপর যে যার বিশ্বাস।

  • @tapasbanerjee4914
    @tapasbanerjee4914 3 ปีที่แล้ว +4

    তাহলে -
    ১) প্রারব্ধের অর্থ কি? প্রারব্ধের ফল ভোগে কে?
    ২) সন্ত কবীর দাসজী লিখলেন - "মন মরে না মায়া মরে, আশা তৃষ্ণা নাহি মরে, মর যায় শরীর কহে দাস কবির"।
    ঢেউ পড়ে যাওয়ার পর চেতনার স্থূলরূপ মনের কি হয়?
    কবীর দাসজীর কথার অর্থ কি?
    সত্য জানার প্রবল ইচ্ছা থেকে এই প্রশ্নের অবতারণা। উত্তরের আশায় রইলাম।

    • @dancingbeauties9047
      @dancingbeauties9047 3 ปีที่แล้ว +2

      1. Who is keeping your records?
      Do you think anyone does exist in the whole universe to keep your records and the records of crores of entire human race?
      Also what about entire Animal Kingdom?
      What about the Nature?
      In my view Nature is very much alive.

    • @dancingbeauties9047
      @dancingbeauties9047 3 ปีที่แล้ว +1

      No accumulated sin or vertue of this life you carry forward to the next life.

  • @sudiptamukherjee8670
    @sudiptamukherjee8670 3 ปีที่แล้ว

    Pranam MAHARAJ JI. Tobe jatiswar bole ki kichu hoina? Karon jatiswar anek somoy ager jonmer kotha bole. Are purba jonmo Jodi na thake tobe jatiswar ki bhabe elo?

  • @surabhibanerjee448
    @surabhibanerjee448 3 ปีที่แล้ว

    Tahole jatiswar ki maharaj jara kina ager janmer kotha mone korte pare?

  • @suprasanta
    @suprasanta ปีที่แล้ว

    সমৃদ্ধ হলাম।

  • @swapanpaul2317
    @swapanpaul2317 2 ปีที่แล้ว

    কর্ম ফল কি এভাবে কাজ করে

  • @sarkarmobileshop8665
    @sarkarmobileshop8665 3 ปีที่แล้ว

    Apnar katha onusare shri shi ramkrishna paramhangser katha ki bhul?

  • @kaberichatterjee5657
    @kaberichatterjee5657 3 ปีที่แล้ว +6

    মহারাজ সশ্রদ্ধ প্রণাম জানাই ।।তবে মহারাজ পূর্ব জন্মান্তর সংস্কার বা প্রারব্ধ কর্মফল ভোগ এই কথা গুলো আসে কি করে?

    • @sarmitamandal2448
      @sarmitamandal2448 3 ปีที่แล้ว

      এত জটিল জটিল চিন্তা ভাবনা করার দরকার নেই ।ঠাকুর বলতেন তুমি আম খেতে এসেছ আম খাও আম গাছের কটা পাতা আছে গননা করা দরকার নেই।

  • @bijolihaldar9906
    @bijolihaldar9906 3 ปีที่แล้ว +1

    Very good man khub vhlo bolen thinku

  • @debanjansarkar8951
    @debanjansarkar8951 3 ปีที่แล้ว

    Apni jada Bharat er story kivabe explain korben?
    Sri Maa Thakurer darshan peten nije bolechen, ki vabe explain korben?
    Swamiji birth er age lord shiva r vision eta ki vabe explain korben?
    New born baby r inherent tendencies ki vabe explain korben?
    Amra na hoi after jani na, but karma theory na thakle evolution ki vabe explain korben - from lower birth to higher birth.
    Although kichu valid point ache ei lecture e. Like, every creature is in the mind, rebirth is happening every moment etc.

  • @niranjanmondal8844
    @niranjanmondal8844 3 ปีที่แล้ว +2

    Thank Ranita samantha for your valuable information. All that glitter is not gold.

  • @Natasarostoba
    @Natasarostoba 3 หลายเดือนก่อน

    Tahole ki vhut bole kisu nai?

  • @sandipghosh2582
    @sandipghosh2582 3 ปีที่แล้ว +2

    তাই যদি হবে তবে পাপের শাস্তি তো সব সময় হবে তার নিশ্চয়তা কী?

    • @suniltambuly6155
      @suniltambuly6155 3 ปีที่แล้ว +1

      এটা শাস্ত্রীয় বিধান,
      বিশ্বাস না হলে মরে দেখুন।

  • @ashimsarkar2298
    @ashimsarkar2298 5 หลายเดือนก่อน

    প্রণাম মহারাজ 🙏❤️🙏❤️🙏❤️🙏

  • @swapanpaul2317
    @swapanpaul2317 2 ปีที่แล้ว

    কর্ম ফল কি ভাবে কাজ করে

  • @manjimaadhikary9884
    @manjimaadhikary9884 2 ปีที่แล้ว

    Sri Krishna said to Arjun that Arjun has taken many times birth,what is this?

  • @ভালবাসা-ফ৩ঠ
    @ভালবাসা-ফ৩ঠ 3 ปีที่แล้ว +3

    মহারাজ, আমার মাথায় একটা বিষয় কিছুতেই ঢুকছে না যে মৃত্যুর সাথে সাথে দেহের বিনাশ হয় কিন্তু নিত্যবস্তু আত্মার কোন বিনাশ হয় না। মৃত্যুর সাথে সাথেই কি আত্মা রূপ পরিগ্রহ করে না কি এর জন্য আত্মাকে অপেক্ষা করতে হয়। আর অপেক্ষার সময় আত্মা কোথায় অবস্থান করে।

    • @spdoc85
      @spdoc85 3 ปีที่แล้ว +1

      Yes wait according to karma,different layer like atmosphere likewise develok, yamlok..
      You may read srimad swami nigamananda paramhansha book.

  • @roybani4590
    @roybani4590 3 ปีที่แล้ว +1

    মহারাজ, প্রণাম। তাহলে প্রারব্ধ কর্মফল ও সনচিত কর্মফল সম্বন্ধে কিছু যদি বলেন দয়া করে।

  • @asmandebsarma9410
    @asmandebsarma9410 2 ปีที่แล้ว

    Maharaja pronam apnar lakho ki

  • @gobindaghosh3691
    @gobindaghosh3691 2 ปีที่แล้ว +6

    পর জন্ম যদি না থাকে তাহলে মুক্তির কথা বলা হলো কোনো ।